ইদিকে আমি বিশ্বকর্মার ঠ্যালায় নানান সঙ্গীতের মিক্সড কি একটা শুনছি আর মাথা ধরে যাচ্ছে, এদিকে রাজ্জের কাজ বাকি আর এরা বাঁশি আর বেহালা বলে টলে আরো মন খারাপ করে দিচ্ছে, ধুস্স্স্স্স্স।
suman | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:২১ | 122.162.75.29
বাঁশুরিয়া, বাজাও বাঁশি, দেখি না তোমায়, গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ... এ শহরে এস্ছো তুমি, কবে কোন- রাজ্য থেকে, তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে? আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া, প্রাণে গান নাই মিছে তাই রোবি-ঠাকুর মুর্তি গড়া... ... তোমার ঐ দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে আমাদের নকল ভণ্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায় গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ...
ঠেলাভ্যান চাও তুমি, কিংবা ভাড়াগাড়ির ক্লিনার ক'বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার, ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে বাঁশির ঐ উদাস সুরে, হয় তো ডাকো কলকাতাকে ... ... ফিরে এসে উদাম খাটো, গায়ে-গতরে শক্ত হাতে মজুরিতে ভাগ বসাচ্ছে কারা তোমার, কলকাতাতে তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায় গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ...
pi | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:০৭ | 128.231.22.87
সেই বেহালাবাদককে আমি আবার দেখেছিলুম একবার,আর একবার ই। ফেরি ফেরার পর, বাড়ি ফেরার পথে। পার্কের সেই জমজমাট মেলা তখন ভাঙা হাট। সবাই পশরা গোটাচ্ছে। সবাই ফেরার পথে।আর কেউ তাকে বাজাতে বলছে না। কিন্তু কী আশ্চর্য্য,আধা অন্ধকারে তখন ও সে বাজিয়ে যাচ্ছে।কোন দেশের বাজনা সে আর বোঝাই যায় না। বোধহয় কোনো দেশের ই না। সে সুর তো আর এ পৃথিবীর বলেই মনে হয় না। সে বিকেলকেও না। আকাশের অমনি রঙ ও এ পৃথিবীতে হয়না। মানুষজন তখন কেউ ই আর ছিলনা। ছিল কিছু সিল্যুয়েট। আর হাডসনের তীরে সার বাঁধা গোল গোল বাতির মাথায় মাথায় বসে ছিল একটা একটা সীগাল। সব ই সিল্যুয়েট। আর সেই সুর।
Paramita | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩১ | 122.172.35.20
হার্টে ব্লক থাকলে কি মাল খাওয়া কমাতে হয়? নাকি এটা জাস্ট আনন্দবাজার তথা সি আই এ এর অপপ্রচার? আর বাই পাস ইত্যাদি করালে তারপরে কি পুনরায় গুড পরিমাণে মাল খাওয়া সম্ভব?
এইসব প্রশ্নের উত্তর জানায়ে সত্বর ফোন করবা।
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৩ | 59.161.188.51
আরে ঃ , সঙ্গীতে তো সেকালের ছুঁড়ি ! তিলোত্তমাই হচ্ছে যমুনাবতী সরস্বতী, দিয়েছে পথ গিয়ে...
a x | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:৪০ | 143.111.22.23
অ, তা পুরো নাম বলবে তো! অতো চ্যাঁচামেচির কি আছে বাপু? কার সাথে কার ভাব আমি জানব কি করে? আর মেয়েগুলান আজকাল এমন দুষ্টু দুষ্টু উপন্যাস লিখছে কেন? কদিন আগেই সঙ্গী বন্দো, আজ শুনি তিলো মজু!
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৬ | 59.161.188.51
ইগনোরেন্সে নোবেল প্রাইজ পাইবা,ইগনোবেল কোথাকার! তোমার নাম অক্ষ না হইয়া অজ্ঞ হওয়া উচিত আছিল। তিলোত্তমা মজুমদারের নাম শোনে নাই ! ঔপন্যাসিক, কয়দিন আগে দুষ্টু উপন্যাস লিইখ্যা শীর্ষেন্দু তথা সমগ্র বাঙ্গালী জাতির নিন্দা কুড়াইসিল।
a x | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:৩২ | 143.111.22.23
কি খচ্চর কর্মকর্তা! ইচ্ছে করেই বসিয়েছিল নিশ্চয়ই। ইসে, তিলোত্তমা কে?
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:২৪ | 59.161.188.51
মাইঝখানে অদৃশ্য প্রাচীর। আমরা এবং ওরা।
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:২৩ | 59.161.188.51
সুবোধ সেনগুপ্ত (সরকার) আইছিলেন। পাশে তিলোত্তমা আর শাঁওলিকে বসতে দিয়েছিল। তারা দুজনে মনোসুখে গপ্পো করে গেলো। সুবোধ একা হংসপার্শ্বে বক যথা.....
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:২১ | 59.161.188.51
গাড়ি চলে না গায় নাই। টাকা গড়গড়গড়গড় চলে রে গাইল। শুনি নাই। ভবা'র গান। গাইতে গাইতে বইল্ল-১৬ লাখ টাকা দিয়ে ১৬খানা সিসিটিভি হয় একখানা বিশ্ববিদ্যালয়ে। ছি ছি-ইত্যাদি।
রূপসাগরে তো গাইবেই।
Paramita | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০১:১৭ | 198.95.226.230
Paramita | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০০:৫০ | 198.95.226.230
গুগল কমন নে না। নিয়ে আর্থ আর স্যাটেলাইটের মধ্যে তফাত বের কর। উইকি চাই?
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৮ | 59.161.188.51
লাইনগুলো পড়া ছিলো, শুনতে পেলাম এই প্রথম। এবং এমনভাবে !
I | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০০:৪২ | 59.161.188.51
সে বেটা ক্কাউকে না বলে-কয়ে কলামন্দিরে ঢুকে পড়েছিল কাল সন্ধ্যেয়। দোহারের প্রোগ্রামে। আর কি ফাটাফাটি যে বাজালো !!!!! একগাদা বাঁশি ছ-পকেটিয়া প্যান্টের পকেটে , আরো একগাদা সামনে বাঁশির স্ট্যান্ডে গুঁজে রাখা। যে রাতে মোর দুয়ারগুলি-র সঙ্গে অমন বাঁশি , আহা !! আরো কারা কারা এসেছিল শুনবে? শ্যাম খ্যাপা, তুলিকা মন্ডল,আর গোলাম ফকির। ভেঙে মোর ঘরের চাবি গেয়ে গেয়ে খ্যাপা শ্যামের সে কি নাচ ! আর ঐ গানটা তো ফাটাফাটি-পেয়েছি এক ভাঙা নৌকা/জনম গেল ছেঁচতে পানি/ এদেশেতে এই সুখ হল/আবার কোথায় যাই না জানি-বৈদিক মেঘে ঘোর অন্ধকার/উদয় হয় না দিনমণি.....
a x | ১৭ সেপ্টেম্বর ২০১০ ০০:২৬ | 143.111.22.23
গুগল আর্থ আর গুগল স্যাটেলাইটের মধ্যে কি তফাৎ?
Paramita | ১৬ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৮ | 198.95.226.230
বলতে ভুলে গেছি, ভ্যাঙ্কুভারে সে যেদিন বাজাচ্ছিলো, একদম দেশী মেঠো সুর।
Paramita | ১৬ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৭ | 198.95.226.230
ওরা একটু ভীড়ভাট্টা ভালোবাসে। সুর শুনিয়ে অনেক লোককে পাগল করে দিয়ে মজা পায় বোধহয়। তাই সবসময় আপিশ যাত্রীর ভীড় কি ডাউনটাউনগামী টুরিস্ট কি আলসে ফার্মার্স মার্কেট এমনকি বাচ্চাদের পার্কের ধা - এমনটাই ওদের পছন্দ। বাঁশি, বেহালা, ড্রাম এইসব নিয়ে বসে। হিমালয়ের পাদদেশে কি ঘরের ছাদে কি মাঠে গরু চরানো একাকী দূরদেশী রাখাল বাঁশি বাজাচ্ছে এমন একটাও দেখিনি।
lcm | ১৬ সেপ্টেম্বর ২০১০ ২৩:১০ | 192.12.84.95
আমি কিছুদিন আগেই বেজিং-এ শুনেছি এই বাঁশিওয়ালা-কে। ওহ! অদ্ভুত সুন্দর সেই সুর।
pi | ১৬ সেপ্টেম্বর ২০১০ ২২:২১ | 128.231.22.87
আমি তাকে ভিনদেশেই শুনেছি। এদেশে। ব্যাটারী পার্কে স্ট্যাচু অব লিবার্টির শেষ ফেরীর অপেক্ষায় দাঁড়ানো নানান দেশের নানান মাপের নানান সাজের নানান রঙ্গের মানুষজন। অতি ধীরপায়ে হাঁটছিল সে লাইন। আর সেই গুটি গুটি এগুতে এগুতে যারা যখন আসছে তার সামনে, বলছ বেহালাওয়ালা, গান শোনাও, অমনি সে বেহালায় সে দেশের ই ধুন বেজে উঠছে, কেমনি আশ্চর্য কাণ্ড না ? তার গায়ের রঙ আর চোখের রঙ ? সেতো যখন যে দেশের সুর বাজাচ্ছিলো,সে দেশের মানুষের মত ই বদলে বদলে যাচ্ছিলো। শেষ অক্টোবরের শেষ বিকেলে এ আমি পষ্ট দেখেছিলুম। আরো ই আশ্চর্য কাণ্ড, না ?
a x | ১৬ সেপ্টেম্বর ২০১০ ২১:৪২ | 143.111.22.23
তোমাদের ছোটবেলায় সেই বেহালাবাজানোলোকটাকে দেখনি তোমরা, না? হয়ত তোমরা তখনও জন্মাওনি। আমার সেই বায়োস্কোপের বাক্সের ফুটো দিয়ে স্লাইড শো, সাপ-ওয়ালা, বাঁদর ওয়ালা, গোলাপী, নীল বুড়ির চুলের ছোটবেলায় আসত লোকটা। কতক্ষণ ধরে বাজাত, পুরো পাড়াটাই যেন সেই সময় একটা সামিয়ানার নীচে ঢুকে পরে ডোভার লেন মিউজিক কনফারেন্স হয়ে যেত। হরেক রকম সুর তার বেহালায়, কখনও রাজ কাপুরের সিনেমার পুরোনো হিন্দি গানের সুর, কখনও বা আইরিশ ফোক টিউন! এ কলকাতাতেই। বুড়ো, মার্ক্সসাহেবের মত দাড়ি, পুরোনো কোট পরে এক বৃদ্ধ। গায়ের রং, চোখের রং সবই যার ভিন দেশের।
Buddhadev Dasgupta | ১৬ সেপ্টেম্বর ২০১০ ২১:০৩ | 59.93.241.69
আরে ওকে দেখেই তো 'কালপুরুষ'-এ রাতের বাঁশিওয়ালার রূপকটা এনেছিলাম, যাকে সুমন্ত মানে রাহুল বোস ছোটোবেলায় বহরমপুরে থাকার সময় দেখেছে, আবার সে-ই রাতের কোলকাতায় বাঁশি বাজিয়ে বেড়ায়। একই বাঁশিওয়ালা, অথচ বয়স বাড়েনি তার, সঙ্গের ছেলেটারও না। যখনই সুমন্তর কল্পনায় দেখা হয় বহুকাল আগে নিখোঁজ বাবার সাথে কখনো ট্রামে, কখনো-বা সেই প্রিয় নীল শার্ট কিনে দিতে গিয়ে বাবার পুনরায় নিরুদ্দেশ হবার মুহূর্তে, তখনি আসে বাঁশিওয়ালা অবচেতন থেকে দৃষ্টির সামনে, স্বপ্নের বাহক হয়ে।
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৯:২২ | 204.138.240.254
আমি ফোকস্টোনে, রবিবারের সকালে। সানডে মার্কেটে।
Paramita | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫৩ | 198.95.226.230
আমিও শেয়ালদা সাউথ স্টেশনে। আর কি আশ্চর্য, কাল এখানে লাইব্রেরির সামনে। ভীড় জমে গিয়েছিলো।
pi | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৮:৫০ | 72.83.80.105
আরো আশ্চর্য্য, আমি তো এঁকে ঔরঙ্গাবাদেও শুনেছি। পুণে, বম্বে, কোলকাতাতেও।
rimi | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩০ | 168.26.215.135
আরে কি আশ্চর্য্য! এই বাঁশিওয়ালাকে আমিও দেখেছি, শুনেছি, দিল্লিতে, তেরো চোদ্দ বছর আগে। পালিকা মার্কেটের সামনে দাঁড়িয়ে বাজাচ্ছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে বাঁশি শুনলাম, তারপর একখানা বাঁশি কিনেওছিলাম। অদ্ভুত সুন্দর বাজায় লোকটি!
Samik | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫২ | 121.242.177.19
... সব কিছু থেমে গেছিল কিছুক্ষণের জন্য।
এমনিই খানিক দম নিতে বেরিয়ে দাঁড়িয়েছিলাম অফিসের মেন গেটে। অফিস টাইম শুরু হয়ে গেছে, সামনের রাস্তা জ্যামে জ্যামে ভর্তি। স্কুটারের ভটভট, গাড়ির আর্তনাদে মুখরিত নয়ডা সেক্টর এক। সেই সময়ে সে এল।
এক বাঁশিওয়ালা। হাতে লম্বা লাঠির মাথায় আটকানো পিচবোর্ডে ঝুলছে সারসার বাঁশি, আর বাঁশিওলার মুখে সুরে দোল খাচ্ছে এক আড়বাঁশি। নির্লিপ্তভাবে গরু-অটোরিক্সা-ধোঁয়া-জঞ্জালের মধ্যে দিয়ে সে হাঁটতে হাঁটতে চলে গেল, অপূর্ব এক সুর বাজাতে বাজাতে।
আর কোনও শব্দ কানে আসছিল না।
de | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৭ | 59.163.30.6
তিল, আমাদের আপিসের মিস্ত্রীরাও ঐ ক্যান্টিনেই খান! গিজারের প্রশ্নে আমিও বাজাজকে ক্ক দিলাম।
til | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৪ | 210.193.178.129
অর্পণ ও শমীক, থ্যাঙ্কু২। বাড়ী গিয়ে যেকদিন থাকবো এই সব করতেই তো ছুটি শেষ! যাক তবু ভাগ্যি, অন্ধকারে চা বানাতে হবে না। লটারী পেলেও বোধহয় এত ঝুশী হতাম না।
Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৯ | 204.138.240.254
তিলুদা,
মাই রেকমেন্ডেশন ইজ বাজাজ। কেনস্টারও শুনেছি ভালো।
স্টোরেজ গিজার কিনবেন। ১৫ লিটারের। ইন্সট্যান্ট গিজার কোন কাজের না।
til | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৩ | 210.193.178.129
অর্পণ ও শমীক, ক্রম্পটন গ্র্রেভসের ওয়াটার হীটারের specs কি বলবো, মানে কত ওয়াটের? এটা কি ইন্স্ট্য়ান্ট টাইপের? মুলুন্দে এই ব্যাটাদের ফ্যকটরিতে এক্বার গিয়েছিলাম, বড় ভাল ক্যান্টীন ছিল (দে'দি বিদুষী থেকে বরং মিস্ত্রী হোন, ভাল খেতে পাবেন অফিসে)।
lcm | ১৬ সেপ্টেম্বর ২০১০ ১২:২৬ | 69.236.183.87
ওহ। না, মানে এবারের জাভা কনফারেন্সে (পরের সপ্তাহে), বুধবারের কিনোট স্পিচে ল্যারি এলিসন-এর (ওর্যাক্ল সিইও) পরে ক্রিস গোপালাকৃষ্ণনের নাম রয়েছে, তাই জিগালাম। http://www.oracle.com/us/javaonedevelop/062357.html
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন