এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arindam | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩২ | 202.56.207.56
  • যেন ইন্দিরী গান্ধী? সাপ, ব্যাঙ সব্বাই চেনে...
    ঃ)
  • byaang | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৮ | 122.172.52.129
  • আর এই যে অরিন্দম, তুমি কি মীনাক্ষীবৌদির ছেলে? তাহলে আমি তোমাকে চিনি হয়তো।
  • byaang | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৬ | 122.172.52.129
  • ব্যথা ছাড়া বাকিগুলো জানতে চাইছি।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৬ | 216.52.215.232
  • এ ব্যথা সে ব্যথা নয়।
  • M | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৪ | 59.93.217.151
  • ব্যাথা হওয়া, সিম্পিল।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৩ | 216.52.215.232
  • আরে যা তা তো। অরিজিত, কনগ্রা। সকলের তরফ থেকে। ঃ-)
  • byaang | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:১০ | 122.172.52.129
  • আমায় কেউ গাউটের উপসর্গ বলতে পারবে?
  • byaang | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৭ | 122.172.52.129
  • নগাদাস আর গুণগুপ্তদাসগুপ্তর বই পড়া হত।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৬ | 204.138.240.254
  • শমীক, থ্যাংকু। দেখে জানাচ্ছি।

    আমরা এনজিদাসের বই পড়তাম।
  • Arijit | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:০০ | 61.95.144.122
  • "দ্য নাইট দে ব্রট ওল্ড চেলসী ডাউন
    অ্যান্ড দ্য বেল্‌স ওয়্যার রিঙিং...'

    http://videos.sportyall.com/musicvideo.php?vid=661da0bef
  • r.h | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৯ | 203.99.212.54
  • হুঁ, দেভ ডি। তেজ ধার, ধাঁসু। অন্ধকার।

    তবে কিনা অন্তহীন, দৃশ্যত আমার বে-এ-শ ভালো লেগেছে, ছবি টবি গুলো আরকি; অবিশ্যি টানা বসে দেখিনি।
    অঞ্জন দত্ত'র বড়াদিন ও ভালো লেগেছিল। সেদিন কি একটা পরীক্ষা শেষ হয়েছিল, গ্লোব থেকে দুপাত্র মদ্যপান করে গেছিলাম। আশ্চর্য কান্ড, সেদিন বোধয় সবারই পরীক্ষা শেষ হয়েছিল, কেউ সিনেমা দেখছিল না, সবাই নিজেদের মধ্যে গল্পগাছা করছিল।
    আচ্ছা, আপ্নেরা হ্যারল্ড অ্যান্ড কুমার দেখেননি? একটু নুংগা টাইপের ক্যাও সিনেমা আর্কি। তবে অনেক জ্ঞানের কথা আছে।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৬ | 121.242.177.19
  • অর্পণ, তোমায় OOM পাঠিয়ে দিয়েছি।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৬ | 121.242.177.19
  • আন্ডারগ্রাড লেভেলে মোটামুটি চলনসই একটা স্ট্যাটিসটিক্সের বইয়ের নাম কেউ জানাতে পারবে? রিগ্রেশন অ্যানালিসিস, টাইম সিরিজ অ্যানালিসিস, স্যাম্পলিং, প্রোব্যাবিলিটি ইত্যাদি বোঝানো আছে উদাহরণসহ, এমন বই চাই, বেসিক লেভেলের জন্য।

    আমরা যে কার বইটা পড়তাম, কিছুতেই মনে করতে পারছি না, দু ভল্যুমে ছিল বোধ হয়। ব্যাপক বইটা ছিল।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 204.138.240.254
  • ই কি রে! এত লোকে দেভ ডি দেখেনি?

    দেভ ডি হল দেবদাসের পোস্তোমডার্ন শর্ট ফর্ম।
  • dukhe | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৮ | 122.160.114.85
  • সিনিমার নাম দেভ ডি ? কী কঠিন! কোন ভাষার ছবি ইটি ?
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৭ | 216.52.215.232
  • অঞ্জন দত্তের প্রবলেম হল উনি সম্পর্ক-সমস্যা-টানাপোড়েন এইসবের ভেতরে ঢুকতে যান। প্রচণ্ড অ্যাম্বিশাসলি। কিন্তু শেষরক্ষা করে উঠতে পারেন না।

    আর হ্যাঁ, বড়দিন, মধ্য কলকাতা, দার্জিলিং এইসব গুটিকয়েক বিষয়ের মধ্যে ছবি করলেই ভালো।
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৩০ | 203.199.33.2
  • ঃ-))))

    দেভ ডি সিনিমার নাম বুঝি :O -- কেউ পাঠশালা দেখেছে?
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:২১ | 115.117.224.201
  • খুঁজে পাচ্ছির পরে একটা 'না' বসবে তো। এটা না বোঝার কি আছে অ্যাঁ?

    দেভ ডি ভাল লেগেছিল। 'অন্তহীন' এর মতই আমার ব্যাং কানেকশানও খুব খুব খুব বাজে লেগেছিল। নেন ডাবল ডি এবারে যা করবেন করেন। হুঁঃ
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১৮ | 216.52.215.232
  • কী সব ন্যাকাপ্রকৃতির সিনিমা দ্যাখে লোকে!!

    সিনিমা হবে দেভ ডি-র মত। পুরো ন্যাকামিবর্জিত।
  • arindam | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১৪ | 202.56.207.56
  • আবহমান ও চারুলতা
    মাধবীর দোলনার দৃশ্য ও হাসি- সফিস্টিকেশান।
    অনন্যার- চোখ মারা- লাক অফ ইট্‌।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১২ | 121.242.177.19
  • ঃ-)))
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১২ | 216.52.215.232
  • ঃ-))
  • arindam | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১০ | 202.56.207.56
  • জামাইবাবুর খোঁজ চলিতেছে...
    ঃ)
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:০৮ | 203.199.33.2
  • এগারো ক্রমে আসিতেছে ----
  • arindam | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:০৬ | 202.56.207.56
  • delhi, mubai কী বাজে , আমরা বু.ব-র সোনার রাজ্যে থাকি...
    আমাদের কোন চিন্তা নাই...
    জয় শ্রী বাম!
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:০৩ | 121.242.177.19
  • আমাদের এখানে কিছুই কয় নাই। চাদ্দিকে দিল্লি ট্রাফিক পুলিশের বানানো পিডিএফ সারকুলেটিত হচ্ছে। কোন রাস্তা অ্যাভয়েড করবেন, কোথায় কোথায় কমনওয়েলথ লেন আছে, কোথায় ডেলিগেটরা থাকবে, কোথায় ব্যাডমিন্টন হবে, কোথায় সাঁতার হবে এইসব।

    উঃপ্রঃ-তে সমস্তরকম আতসবাজি জ্বালানো, প্রদর্শন, জুলুশ, জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শেষমুহূর্তে সেদিন যাদের যাদের বিয়ের বরাতি বেরনোর ছিল, তাদের বিয়ের ডেট পিছোতে হচ্ছে। দিল্লি-ইউপিতে বাল্ক এসেমেস পাঠানোর ব্যাপারে নিষেধ জারি করা হয়েছে সমস্ত মোবাইল অপারেটরদের কাছে।

    জয় শ্রীরাম।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:০২ | 216.52.215.232
  • আপাতত দাদাগিরি পশ্যামি।
  • Samik | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:০০ | 121.242.177.19
  • অর্পণ, হ্যাঁ। দেবো-কে দোবো, নেবো-কে নোবো, দিয়েছো-কে দিয়োচো, নিয়েছো-কে নিয়োচো, অনুরূপভাবে এসোচো, খেয়োচো, বোসোচো ইত্যাদি টিপিক্যাল ঘট্‌স। হুগলির ডায়ালেক্টে এসব খুব চলে। আর উত্তর কলকাতায়। ওগো বধূ সুন্দরী পশ্য।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৯ | 216.52.215.232
  • গোদের ওপর বিষফোঁড়া - এইখানে এখন বিজেপিশাসন।
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৮ | 203.199.33.2
  • কাল্কে বল্লো কার্ফু হতে পারে -- আর কিচ্ছু বলেনি, কারো সাথে কথা বলতে মানা করেনি --কিচ্ছুটি না!
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৩ | 216.52.215.232
  • "খুঁজে পাচ্ছি এখন' - এইটার মানে কী রে বাবা! আবার বলল পেলে পরে দেবে।

    আচ্ছা, ঘটিরা কি দেবোকে দোবো বলে? আর নেবোকে নোবো?
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৪ | 115.117.224.201
  • হ্যাঁ হুতো কলকাতায়ই বটেক। কিন্তু ছুটি দেবে কেন? দেয় নি তো। সতর্ক থাকতে আর অচেনা লোকের সাথে কথা বলতে মানা করেছে। আরো বলেছে মুম্বাই আপিসেই ভয় বেশী।

    ভাল কথা নেটে একটা পাখশনারি আছে। খুঁজে পাচ্ছি এখন। পেলে পরে দেবোখনে।
  • r.h | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:২৯ | 203.99.212.54
  • ও আচ্ছা, মন্দির মসজিদ।
    কিন্তু দমদিকে যে অচেনা লোকের সঙ্গে কথা বলতে বারণ করলো? দমদি কলকাতায় তো?

    আর, ছি ছি, আমি তো পীড় সাহেব নই, আমি তাঁর চরণাশ্রিত দীন প্রচারক মাত্র।

    কিছুদিন ধরে মনে একটা আশার অস্ফুট উন্মেষ হচ্ছে জনগনের হিতসাধনোদ্দ্যেশ্যে পীড়প্রচারোপলক্ষ্যে একটা ওয়েবসাইট খোলার। দেখা যাক। সবই তাঁর মহিমা।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:১৭ | 216.52.215.232
  • আমাদের ছুটি দেয় নাই পীর(ড়)সাহেব। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ।

    আর পঃবঙ্গ তো সম্প্রীতির মরূদ্যান। আপানদের ছুটি দেবেই বা কেন?
  • r.h | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:১৪ | 203.99.212.54
  • পাখী চেনার ক্যাম্প- ব্যাপক তো।
                          ঃ)

    ছুটি বিসিপি এগুলো কি জন্যে? আমাদের তো কেউ ছুটি দিলো না?
    এদিকে আজকে মহামান্য পেসিডেন গেলেন, তারজন্যে ঠাঠা রোদে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হলো চিংড়িঘাটায়। রাস্তা বন্ধ ছিলো, তিনি কি আর ভিড়ভাট্টায় যেতে পারেন। রাজমহিষীদের প্রমোদে তো এমনিতেই কত ধন যায়, আর চাট্টি পয়সা খরচ করে এর আকাশযান চড়লেও তো পারেন। দেশের মানুষের কথা ভেবেই চড়েন না, বুঝি। মহতের গুণ।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:১৩ | 216.52.215.232
  • আমাদেরও তাই বলেছে। যেসব প্রোজেক্টে অন্য শিফটে কাজ হয় তাদের সকালে নিয়ে আসবে এইসব।
  • d | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:০২ | 115.117.224.201
  • অপ্পন, তোমাদের আপিসে কিছু বলে নি?

    আমাদের আপিসে বিসিপি প্ল্যানটা হাতের কাছে রাখতে বলেছে আর খুউউউব সতর্ক থাকতে বলেছে কাল দুপুর থেকে। আরো বলেছে অজানা অচেনা লোকের সাথে যেন কথাবার্তা বিশেষ না বলি। তারা আমাদের 'উস্কে দিয়ে' বিপথগামী করতে পারে। :-I
  • de | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১১:০০ | 203.199.33.2
  • অন্তহীন একটা উদাঃ! এক লাইনের গপ্পোকে টেনে কি করে সিনিমা বানাতে হয় তার!

    আবহমান মোটামুটি, অনন্যা কে ভালোই লাগে।

    অনুরণন কোনটা ছিলো ভুলে গেছি,

    রা-বো কে আইয়ারের পরে আর ভালো লাগেনি,

    জাপানীজ ওয়াইফের কনসেপ্টটা ঝুল, শুধু ক্যামেরার কাজটা ভালো, বিশেষতঃ সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যগুলো, কিন্তু তার জন্য সিনিমা ক্যানো দেখতে হবে?

    হরিদাসী -- নাঃ আমার প্রাণের মায়া অতো কম নয়!

    হুতো,

    আমরা একবার ছোটবেলা একটা পাখী চেনার ক্যাম্পে গেছিলাম, সেখানে ওরকমই চিনিয়েছিলো। তবে সোয়ালোও হতে পারে! একটা চটী বই পাওয়া যেতো আগে, "পক্ষীজগৎ" নামে -- জানিনা এখন পাওয়া যায় কিনা, তাতে খুব সুন্দর এঁকে বোঝানো ছিলো এইগুলো। ছোটদের জন্য খুব ভালো বই, চট করে পাখী চেনার জন্য!
  • til | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৪০ | 210.193.178.129
  • অরিন্দম,
    এরকম আদিখ্যেতাই কি বেশী দেখা জায়?
    আমার বর, আমার বর!
  • arindam | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৩১ | 202.56.207.56
  • অনুরণন , উরিব্বাস !!! কী ভাল বউ। বর অন্য কারুরু সঙ্গে রাত কাটিয়ে আসছে, মাথা টিপিয়ে আসছে আর সে হাতীবাগানের জোড়া বদ্রীকা পাখীর মতন সুযোগ পেলেই সোহাগ করছে, আর বলছে-
    আমি নিশিদিন তোমায় ভালোবাসি
    তুমি অবসর মতন বাসিও ...
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৪ | 122.252.231.10
  • কাল পর্শু স্কুল কলেজ ছুটি দিয়ে দিয়েছে এখানে।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৩ | 124.247.203.12
  • ও হ্যাঁ, আরেকটা কথা।
    রাহুল বোসকে আমার নিতান্ত বিচ্ছিরি লাগে। সে অভিনয়ের চ'ও জানে না।

    ট্রুথ শ্যাল প্রিভেইল।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩৫ | 122.252.231.10
  • বউয়ের জ্বালায় টরেন্ট থেকে গুচ্ছ লেবার দিয়ে অনুরণন নামিয়েছিলাম।

    এখনো ক্ষমা করতে পারিনি।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৭ | 124.247.203.12
  • এই জগত সম্মুখে স্বীকার করি অন্তহীন আমার বেদম ভাল্লেগেছিলো।

    নিন, এবারে আপুনেরা ক্ষি করবেন ? করুন।

    সত্যের পথ থেকে আমি বিচ্যুত হবো না।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:০১ | 24.42.203.194
  • পাইয়ের কম্পুর পাওয়ার কর্ডটা ডাক্তার দেখানোর দরকার।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০২:০৮ | 198.82.16.243
  • ন্যাড়াদা,
    ঃ-)
  • sda | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০২:০৫ | 117.194.196.76
  • গৌতম ঘোষের কালবেলা দেখে বুঝেছিলাম পর্বতের মূষিক প্রসব বলতে ঠিক কি বোঝায় । এক রসিক বন্ধু বলেছিল ক এর শুঁড় কেটে দিলেই ভালো দেখায় !
  • nyara | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৯ | 209.131.62.115
  • এবার এসে কোম্পানির ক্যাফেটেরিয়ায় দেখলাম হ্যাবানেরো সসের বোতল আর পাঁচটা সসের সঙ্গে হেলায় রাখা আছে। ভারত আর মেক্সিকো কি তবে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসেই গেল?
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৫ | 128.231.22.87
  • আর জাপানীজ ওয়াইফ ? না দেখে থাকলে অক্ষদা, তিমিদের জন্য রেকো করে দিলুম ঃ)
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৪ | 151.141.84.194
  • দে কি ভাবার সাথে হেঁটেছেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত