দাঁড়াও এবার একটা হাতুড়িওয়ালাকে আউটসোর্স করব! পুরো সিনেমা জুড়ে তো ড্যানি বয়েলকেই দেখতে পেলাম। আর ড্যানি বয়েলই যদি দেখব, তো আরো একবার ট্রেন স্পটিং দেখব! গল্প বলার মধ্যে কোনো নতুনত্ব পেলাম না। টেকনিকের নতুনত্ব ধার করা। অসংখ্য সিনেমার থেকে "ইনস্পায়ার্ড"। একমাত্র দেখার মত জিনিস হোটেলের ঘরের দেওয়ালের গ্রাফিতিটা। সিনেমাটার যাবতীয় ইন্টেরেস্টিং ঘটনা ওখানেই।
sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৮ | 203.91.193.50
আরও বেশ কয়েকবার রেকো করব। হাতুড়ি অর নো হাতুড়ি।
sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৮ | 203.91.193.50
Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৮ | 204.138.240.254
একটা হেলেমেট খুঁজতে চল্লুম।
Raj | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৭ | 202.79.203.59
দিনকর কৌশিককে লেখা সত্যজিত রায়ের অপ্রকাশিত চিঠি গুলো পড়ে বেশ ভাল লাগল
Raj | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৫ | 202.79.203.59
অপ্পন রেকো করেছিলো ঃ-) ডেভ ডি ব্যাপক , আমি আরো অন্ততঃ দুবার রেকো করলাম
দেবদাসরা যেকোন ফর্মেই বেঁচে থাক ... যুগে যুগে
Arpan | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:৩২ | 204.138.240.254
বাপরে!
a x | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:০৬ | 99.73.43.62
কে যেন একটা ডেভ ডি রেকমেন্ড করেছিল না, দেখতে পেলে তার মাথায় দুটো হাতুড়ির বাড়ি!
de | ২৭ সেপ্টেম্বর ২০১০ ১১:০৬ | 59.163.30.2
আগের দিনের কথা টেনে একটা কনফেসান -- এবারের আবাপ'র প্র-গুর লেখা সত্তি হু-আ'র স্টাইল নকল করে লেখা -- "ঘটনা", "সমস্যা", "এই লোক" -- এই সব শব্দবন্ধের একঘেয়ে রিপিটেশান। "দেশ"এর আগের ছোটগল্পগুলো কিন্তু এরকম ছিলো না। কি বিপত্তি!
sumeru | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৪ | 117.194.97.87
খুব কাজের। নেক্সট। একটা টই চাই।
shrabani | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:২০ | 124.30.233.102
একবার বুবুভা লিখেছিলাম , তার ওপর এক আধটা কমেন্ট আছে, আলোচনা নেই!
Samik | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:১৫ | 122.162.75.124
না গুরুতে এই নিয়ে কখনো কোনও আলোচনা হয় নি।
sumeru | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৯:০০ | 117.194.97.87
বৃদ্ধাবাস, বুড়োবুড়ি, সিনিয়ার সিটিজেন নিয়ে-গুরুতে কোন টই আছে? আর্জেন্ট দরকার। কিছু প্লট আর আনওর্গানইজ ডেটাবেস।
til | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০৩:১২ | 220.253.188.98
ব্যাটা সাউথ আফ্রিকাও চাঁটি মারছে, মাইরি কি লজ্জা।
Samik | ২৭ সেপ্টেম্বর ২০১০ ০১:১৩ | 122.162.75.170
গেম্স ভিলেজে আজ সাপ বেরিয়েছে।
তাই নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন সাউথ আফ্রিকার রেসিডেন্ট হাইকমিশনার ঃ-))
M | ২৬ সেপ্টেম্বর ২০১০ ২০:৪৩ | 59.93.207.241
কাল আম্মো তিনটে "হেঁই সামালো" পেলুম আর আজ জানলুম যাদের থেকে পেয়েচি তারা কেউ ই পাঠানোর খবর জানেনা।ক্ষী ক্ষেলো!
amit | ২৬ সেপ্টেম্বর ২০১০ ২০:৩৬ | 128.103.93.209
এখন নাকি গেমস এ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, তাতেও নাকি লোক জনের আপত্তি।
dukhe | ২৬ সেপ্টেম্বর ২০১০ ২০:১৭ | 117.194.224.8
চোখের বালির পর আর ঋতুপন্নো দেখার সাহস নাই ।
Samik | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৪ | 122.162.75.220
ক্কীআশ্চর্য!! কাল আম্মো অবহমান দেখলাম, এবং শেষ অবধি দেখে উঠতে পাল্লাম না। অসম্ভব জঘইন্য লাগল। লোকে দিন-কে-দিন ম্যাচিওর্ড হয় পরিচালক হিসেবে, ঋতু এই রকম ইম্ম্যাচিওর্ড হয়ে গেল কী করে? না ক্যামেরার কাজে কিছু ভালো জিনিস আছে, না ডায়ালগ সেটিংয়ে আছে, না ডায়ালগ থ্রোয়িংয়ে কিছু আছে, না স্টোরিলাইনে কিছু নতুনত্ব আছে।
Biplob Rahman | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১৩:১৩ | 202.164.213.4
সামরান দি'র কইন্যার মতো ভাব-সাব নিতে মঞ্চায়! কিন্তু উপায় নেই গোলাম হুসেন! (মুখ ব্যাজার ইমো)
aka | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৯ | 24.42.203.194
আচ্ছা এই দুটো গানে রিদমের ডিফারেন্স ছাড়া বাকি সুর একই না?
- বিটল্স
- কুইন
aka | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৮ | 24.42.203.194
কৃষ্ণকলি গানটি ভালো।
Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৩ | 122.252.231.10
কী ঘিসাপিটা কাহিনী। আবহমান। মাঝখানে বেশ কিছুক্ষণ ঘুমিয়েও পড়েছিলাম।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১১:২৪ | 72.83.80.105
নাঃ, আমার হয়নি। আমার মৎস্যবিদ্বেষ এত ই তীব্র ছিল যে বাড়ি ছাড়ার ঐ একটা ... ধুর ঘুম পাচ্ছে, কাল লিখবো।
আর হ্যাঁ, আবহমান দেখছিলাম এবং তেমন ভালো লাগছিল না।
aka | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৪ | 24.42.203.194
ঋতুপর্ণর আবহমান দেখলাম। অতি বাজে, স্মার্ট ক্যামেরা, বোগাস গল্প, বোগাস সংলাপ ইত্যাদি। সব চরিত্র কাল্পনিক এবং এই আবহমান দুই জায়গাতেই ডিটেলের ভুল আছে, আর চরিত্র তৈরি করে উঠতে পারে নি। বিপাশা বসুর চরিত্রটি যেমন পরিচালক একেবারেই তৈরি করে উঠতে পারেন নি, তেমনই এখানেও শিখা বা শ্রীমতির চরিত্রটি তৈরি করে উঠতে পারেন নি। বোগাস, তাও নাকি পেরাইজ পাইছে। দুদ্দুর।
aka | ২৬ সেপ্টেম্বর ২০১০ ১০:৩৮ | 24.42.203.194
বাংলা ছাড়ার আগে এবং পরে, ভারত ছাড়ার আগে এবং পরে, বোস্টন ছাড়ার আগে এবং পরে, লং বিচ ছাড়ার আগে এবং পরে আমি প্রবল আমিশাষী ছিলাম, কিন্তু কলম্বাস ছাড়ার পরে থাকব কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। সবই কপাল।
সামরানদির মেয়ের যা হয়েছে আমারও হয়েছিল প্রথমবারা বাড়ি ছাড়ার আগে। নস্টালজি আর অনিশ্চিয়তার কনভেক্স কম্বিনেশন।
Samik | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৪ | 122.162.75.220
বাংলা ছাড়ার সময় হলে বা ছাড়ার পরে অনেক বাঙালিই এমন হয়ে যায় সামরান। আমিও সেই রকম। আমি যে মাছ মাংস এত ভালোবাসি, সেটা বাংলায় থাকাকালীন জানতাম না। বাইরে বেরিয়ে যখন নিজে রান্নাবান্না শুরু করলাম, তখন জানলাম।
til | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০৪:৪৯ | 220.253.188.98
আমাদের সময়ে ব্যাঙ্গালোরে মিষ্টি জলের মাছ খুব কম মিলতো। এক ব্যাটা রাস্তার ধারে বসতো আর খরিদ্দর শুধু এয়ার ফোর্সের বাঙ্গালীরা। মালয়ালী মাছের দোকানে ওসব মিলতো না। তখনও নোনা মাছের টেষ্ট ডেভালপ করেনি, ইলিশ সাজানো দেখতাম, ইলিশের মত সব একই রকম, নাম আলাদা। একদিন ভয়ে ভয়ে কিনে তো ইউরেকা! সবই এক , তবে ম্যাঙ্গালোরের মাছ, কি তেল আর কি তেল। তখন কিলো নিতো ৬/৭ টাকা। তখন খুব কমই নন-ভেজ রেষ্টুরেন্ট হুয়া করতো ওখানে। শহরে, জয়নগরে, মালেশ্বরমে বামুন বাড়ীওয়ালা ভাড়া দেবার আগে জিগাতো। পরে শুনি,রামাইয়া কলেজের কাছে বাঙ্গালী পাড়া হয়ে গেছে, পয়সা দিয়ে ভর্তি হওয়া ছাত্রের দল, বাঙ্গালী মায়েরা ছেলেকে নিয়ে সেখানে; পরে বোধ হয় ধীরে ধীরে ভাল লাগতে শুরু করলে, পাকাপাকি। আর তারপর দলে দলে কম্পুটারের লোকজনদের চাকরী নিয়ে বাঙ্গালী অভিযান।
samran | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০২:১৭ | 117.194.101.19
আমার কন্যেটিও লুরু যাচ্ছে, আর ঠিক দু'দিন বাদে ট্রেনে চাপবে। এমনিতে মেয়ে মাছ খুব বেছে খায়, মাংস বলতে শুধু মুরগি তাও জখন রান্না হয় শুধু তখন, মানে এবেলার রান্না মুরগি ওবেলায় খায় না, গরু দেখলে মুখ ভার হয় বরাবর। কোনো মাছেরই মাথা খায় না কাঁটা বলে।
আজকে যাওয়ার আগের কেনাকাটা করতে নিউ মার্কেটে গিয়ে হঠাৎ বলে, কস্তুরিতে মাছ-ভাত খাব। এবং কস্তুরিতে গিয়ে সে ইলিশের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে করা পুঁই শাক চেটে পুটে খেলো। এমনিতে কচু শাক খায় না, সেটাও খেলো। ভরপেট খেয়ে টেয়ে নিয়ে বাড়ি এসে খানিক বাদেই দেখি ডিম পোচ করচে, এখন ডিম খাচ্ছিস? বলে, দাঁড়াও, কবে আমি ওখানে স্টোভ কিনব, ডিম পোচ করে খাব তার কোনো ঠিক আছে! অথচ এমনিতে সে মোট্টে ডিম পোচ খায় না।
ranjan roy | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:৪৩ | 122.168.243.75
এইসব কবিতাগুলো--- এরা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত নাকি স্বরবৃত্ত? আগে জানো, তারপরে চেনো, তারপরে লেখো।
Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৮ | 122.252.231.10
বাঙালি কত বেড়েছে সেইটা ফিরোজের কটা ব্র্যাঞ্চ খুলল সেইটা দিয়ে বোঝা যায়। মস দুয়েক হল কুন্দনাহাল্লিতে খুলেছে। আমাদের মহা ফুত্তি এখন।
Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:২৮ | 122.252.231.10
আমাদের বাড়ির লাস্ট তিনজন কাজের লোক বাঙালি।
বাড়ির সামনে হুডি বাজারে শুঁটকি মাছের দোকান। বাংলায় লেখা সাইনবোর্ড। তার পাশে বিশাল বড় করে শ্রীমন্ত টেক্সটটাইল। তার পাশে বিজয় (ভিজয় নয়) গ্রসারি স্টোর। আমাদের বাড়ি জল দিয়ে যায়।
এই সেদিন বিশাল বড় করে এরা সবাই বিশ্বকর্মা পুজো করল।
Paramita | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:২১ | 122.166.162.133
আজকাল লুরুতে সর্বত্র প্রচুর বাংলা কথা শুনি। "আজকাল" বলতে ন মাস আগেও এত শুনতাম না। দলে দলে লোক কি কলকাতা ছেড়ে চাকরির জন্য বাইরে বেরিয়ে পড়ছে?
Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:১৮ | 122.252.231.10
তা ঠিক। ওই এইখানে রিলায়েন্সের থেকে ভালো।
Paramita | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:১১ | 122.166.162.133
ফিরোজ থেকেই সাপ্তাহিক মাছ বাজার হয়। কিন্তু সব সময় সুস্বাদু ইলিশ মেলে না।
Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০১:০০ | 122.252.231.10
ফিরোজের দোকানে ভালোই ইলিশ মেলে। ইলিশ কেন, কলকাতার সব মাছই মেলে।
dd | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০০:৫২ | 122.167.40.46
নো
Abhyu | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০০:৪২ | 97.81.77.236
ডিডিদাকে মেল করি। ভালো না লাগলেও ভালো বলতে ভুলবেন না।
dd | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০০:৪১ | 122.167.40.46
ন্যাঃ। ভালো ইলিশ কিসু নয়।
কলকেতায় থাগলে এই ইলিশে নাগ সিঁটকাতাম, হেথায় গবগবিয়ে খাই।
যখোন য্যামন, তখন ত্যামোন। গুরুদেব কয়েছেন।
Paramita | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০০:২৮ | 122.166.162.133
আশপাশে কি ভালো ইলিশ মিলছে?
byaang | ২৬ সেপ্টেম্বর ২০১০ ০০:০৭ | 122.172.48.97
ফুটব্রিজ, ফলস সিলিংয়ের পরে এবার খাট ভেঙ্গে পড়লো। ঃ-)))
আমি প্রায়ই স্বপ্নে দেখি, দেখি, য্যানো আমি চেন্নাইতে চাগরী করি, হপ্তান্তে লুরুতে এসে ইলিশ মাছ দিয়ে এক কাঁসি ভাত সাবড়ে, রাম ভত্তি গেলাস আঁকড়ে, কম্পুটারের সামনে বসে, বসে না ক্ষিরম সব চেনা, অচেনা, আদচেনা মানুষদের লগে কথা কইছি।
সত্তি, সপ্নোরা বড্ডো ইসে টাইপের হয়।
Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০ | 97.81.77.236
*কিন্তু
Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৬ | 97.81.77.236
হ্যাঁ আকাশে ওড়ার সময়ও মাঝে মাঝে ঐ রকম হাঁকুপাকু ফিলিং হয় - কিনু সেটা আরো উপরে ওঠার সময় বা ওড়ার স্পীড বাড়াবার সময় - বেশি জোরে হাত নাড়তে হয় তো
sinfaut | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৮ | 117.194.199.35
আমি প্রায়ই স্বপ্নে দেখি, আমার পায়ের তলায় স্প্রিঙের মত লাগানো আছে, তার ফলে, যতবার একটুজোরে পা ফেলছি, বেশ ১৫-২০ ফুট উপরে উঠে যাচ্ছি। আর যত উপরে একেকবারে উঠছি, পরেরবার তার থেকে উপরে উঠতে বাধ্য হচ্ছি। প্রথম প্রথম বেশ ভালো লাগে, কিন্তু নিচে নামার ইচ্ছে হয় তখন প্রচন্ড হাঁকুপাঁকু ফীলিং হয়।
Arpan | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৫ | 122.252.231.10
এ কী রে! এই আমরাও ইলিশ ভাজা দিয়ে এক কাঁসি ভাত উড়িয়ে উঠলাম। সাথে মুসুরডাল আর একটু ইলিশের ডিমভাজা।
Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৪ | 97.81.77.236
কাল বকফুল ভেজে খেলাম, বুঝলেন? মুসুর ডাল দিয়ে। (আসলে ওগুলোকে বকফুল না বলে সারসফুল বলাই ভালো, বকফুলের থেকে একটু বড়ো আর লালচে)
Abhyu | ২৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:১২ | 97.81.77.236
আমি কোথায় যেন পড়েছিলাম স্বপ্নে নাকি রং বোঝা যায় না। আমি দিব্যি নানা রং দেখি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন