এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sobuj dweeper raja | ২০ আগস্ট ২০১০ ১৫:১৪ | 203.196.143.162
  • সন্তু কে তা হলে?
  • r.h | ২০ আগস্ট ২০১০ ১৫:০৯ | 203.99.212.54
  • রাজাকে নিয়ে একটা পদ্য আছে।
    তবে এই রাজা কি আর সেই রাজা?
  • Ishan | ২০ আগস্ট ২০১০ ১৪:৪৯ | 122.248.182.16
  • তুমি সবুজ দ্বীপের রাজা হলে অমি কাকাবাবু। ওরফে মুজঃফর আহমেদ। রাজা-জোদ্দার-জমিদারদের বিরুদ্ধে বিপ্লবের প্রহরী। সাহস থাকে তো সামনে আ যাও। গুড়ুম।
  • sobuj dweeper raja | ২০ আগস্ট ২০১০ ১৪:১১ | 203.196.143.162
  • সকলেই প্রচন্ড উদ্বেলিত, উত্তেজিত। অপরিচয়ের ভয় এদের যায় না।

    হাহাহাহাহাহা।
  • de | ২০ আগস্ট ২০১০ ১৪:০১ | 59.163.30.4
  • আমিও থানিঁট জোগাড় করে রাখছি!
  • Arpan | ২০ আগস্ট ২০১০ ১৩:৫৬ | 122.252.231.14
  • হ্যাঁ, ক্যালকমের মেংবার হলেই কি কপালে ক্যাল কম লেখা আছে?
  • byaang | ২০ আগস্ট ২০১০ ১৩:৫৫ | 122.172.62.209
  • আমার নাম ধরে ডাকা বার করছি। রোসো।
  • byaang | ২০ আগস্ট ২০১০ ১৩:৪৯ | 122.172.62.209
  • এটা কি দেফুর মিচকে বন্ধু অভিষেক?

    তবে তুমি যেই হও , পোচ্চুর ক্যাল পাওনা হচ্ছে তোমার। এটা মাথায় রেখো।
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১৩:৪৮ | 202.79.203.59
  • ঘোর কলি ! বিশ্বামিত্রর অভিশাপেও রাজামশাই ভয় পাচ্ছেন না ঃ-( ১১র সেই পূণ্য মতান্তরে পাপলগ্নে পরিচয় উন্মোচিত হওয়ার তো কথা ছিল ।
  • Arpan | ২০ আগস্ট ২০১০ ১৩:৪৭ | 122.252.231.14
  • দাঁড়াও। তার আগে ফোং করে জানতে হবে জল কতটা?
  • sobuj dweeper raja | ২০ আগস্ট ২০১০ ১৩:৪৫ | 203.196.143.162
  • বেশ। দীপঙ্করও হলাম না আমি। তবে আমি কে?

    রহস্য উন্মোচনের জন্য চোখ রাখুন ভাটিয়া৯র পাতায়। রহস্য উন্মোচিত হবে সেপ্টেম্বরের প্রথম দিবসে। কিংবা, কে বলতে পারে, তার আগেও হতে পারে।

    পরেও হতে পারে।
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:৪০ | 59.163.30.4
  • গুড! ঘুরে এসো ভালো করে!
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১৩:৩৫ | 202.79.203.59
  • সংশয় লেনেকা কা নেহি , দেনেকা
  • Arpan | ২০ আগস্ট ২০১০ ১৩:৩০ | 122.252.231.14
  • কাল কাল। আজ ল্যাদ খাচ্ছি একটু| বিকেলে গাড়িতে ট্যাঙ্কি ফুল করে হাওয়া ভরে পলিউশন সার্টিফিকেশন বানিয়ে ফিরব।
  • kc | ২০ আগস্ট ২০১০ ১৩:২৯ | 89.203.49.18
  • এ দেফু নয়।
  • Netai | ২০ আগস্ট ২০১০ ১৩:২৭ | 121.241.98.225
  • বারিষ বন্ধ হয়েছে বেশ কিছুক্ষন। বিড়ি ফুকতে বাইরে এসে দেখি- নদীগুলো আবার নালা হয়ে গেছে। আমার আর নৌকোবিহার হলনা। ঃ(
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:২৩ | 59.163.30.4
  • আরে, ঘুত্তে যাওনি?
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:২২ | 59.163.30.4
  • তাইলে কোনটা হবো? সংযত না কুপিত? নাকি দুটোই?

    আবার জ্ঞান দান কত্তে লেগেছে -- এইবার চাঁদা তুলে মিনি কিনে দেওয়া হবে!

    আবার আমার নামও জানে --
  • Arpan | ২০ আগস্ট ২০১০ ১৩:২২ | 112.133.206.21
  • দেফু আগে জানত না নাকি?
  • sobuj dweeper raja | ২০ আগস্ট ২০১০ ১৩:১৮ | 203.196.143.162
  • দেবযানী, বালিকে, সংযত হও। সংশয়ান্বিত হও, আপত্তি নেই, কিন্তু কুপিত হয়ো না। ওতে রক্তচাপ বাড়ে।
  • Samik | ২০ আগস্ট ২০১০ ১৩:১৫ | 121.242.177.19
  • ইন ফ্যাক্ট, অর্পণের পয়েন্টটা আমার মাথায় ঘুরছে এখনো। দেফু কি তা হলে "কী' আর "কি'-এর ব্যবহার স্পষ্ট করে শিখে ফেলেছে?
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:১৩ | 59.163.30.4
  • দীপুর আবার ঘোমটা কবে ছিলো -- ওকে তো মিনি দেওয়া হয়েছিলো!
  • Samik | ২০ আগস্ট ২০১০ ১৩:১১ | 121.242.177.19
  • এই লাও, দেফু আবার হাজির। ওরে দেফু, এবার ঘোমটা সরা বাপ, বাংলায় ফিরে আয়।
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:১১ | 59.163.30.4
  • আরে সেদিন যে হিন্ট পেলাম! সরি -- ভুল বুঝেছি তাহলে!

    এ ব্যাটা আবার ফিরে এইচে -- ডান্ডাটা কোথায় গ্যালো --
  • sobuj dweeper raja | ২০ আগস্ট ২০১০ ১৩:০৮ | 203.196.143.162
  • প্রজাগণের কি স্পেকুলেশন শেষ হয়েছে? সব শান্তিকল্যাণ?
  • Samik | ২০ আগস্ট ২০১০ ১৩:০৮ | 121.242.177.19
  • আশ্চর্য!! আমি আন্দামান যাচ্ছি কে বল্লো?
  • Samik | ২০ আগস্ট ২০১০ ১৩:০৭ | 121.242.177.19
  • দিল্লি দর্শন ঃ

    সক্কাল সক্কাল উঠে সোজা মেহরৌলি গুরগাঁও রোড ধরে চলে যাও কুতুব মিনারে। শুক্রবার বন্ধ থাকে। আদারওয়াইজ সকাল সাড়ে আটটায় খোলে। দেখে নিয়ে আউটার রিং রোড ধরে চলে এসো লোটাস টেম্পল। যদি দুপুর হয়ে গিয়ে থাকে, কাছেই নেহরু প্লেসে আছে ওহ্‌ ক্যালকাটা। শস্তা চাইলে উল্টোদিকের রাস্তা ধরে ঢিল ছোঁড়া দূরত্বে চিত্তরঞ্জন পার্ক। বাবুমশাইতে খাও, আরো শস্তা চাইলে চিৎ পার্ক কালিবাড়ি।

    খেয়ে দেয়ে ঢেকুর তুলে চলে যাও হুমায়ুন্‌স টম্ব। হুমায়ুনের সমাধি। সেখান থেকে পুরানা কিলা। শেরশাহের বানানো, পরে হুমায়ুনের রিস্ট্রাকচার করা। হয়ে গেলে চলে এসো প্রগতি ময়দানের পাশ দিয়ে, অক্ষরধাম মন্দির। এখানে কিছু শো আছে, পাপেট শো, স্বামীনারায়ণের জীবনী নিয়ে সিনেমা এবং ভারতীয় সংস্কৃতির ওপর একটা নৌকাবিহার। ওসব দেখার কোনও দরকার নেই। শুধু মন্দিরটা আর তার কারুকাজ দেখো। ক্যামেরা অ্যালাওড নয়।

    বিকেল বিকেল নাগাদ, বেরিয়ে পড়ো ওখান থেকে, চলে এসো লালকেল্লা। টাইমিংটা আগে থেকে জেনে নিও। সন্ধ্যে কখন হয় সেই বুঝে পরপর দুটো লাইট অ্যান্ড সাউন্ড হয়, একটা হিন্দি, পরেরটা ইংরেজি। হিন্দিটা দ্যাখো। শেষ হলে বেরিয়ে এসে করিম্‌সে ডিনার সেরে নাও। লালকেল্লায় ঢোকার আগে এক ঘন্টা সময় পেলে অবশ্যই জামা মসজিদটা দেখবে।

    আচ্ছা, বেরিয়ে ডিনার করেও যদি হাতে সময় থাকে, তা হলে চাঁদনি চকে মার্কেটিং সেরে নিতে পারো। তারপরে সেখান থেকে বাড়িতে ফেরৎ।

    এই যে এতগুলো স্পট দিলাম, এর সমস্ত একদিনে কভার করা চাপ। আধাআধি করে নিলে দুদিন ধরে বেশ ভালোভাবে ঘুরে বেড়াতে পারবে। লোটাস টেম্পল বা চিৎ পার্কে খাবার আলাদা কোনও মাধুর্য নেই। সেক্ষেত্রে কুতুব মিনার দেখে সোজা দিল্লি হাটে এসেও লাঞ্চ সারতে পারো।
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:০৩ | 59.163.30.4
  • ঐ যে কাল রাত্তিরে জনতা ভাটাচ্ছিলো -- দ্যাখেন নাই -- কে হবে বিগেস্ট ফ্যান -- জি বাংলার একটা প্রোগ্রাম, অনুরাগ বসু অ্যাঙ্কর!
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১৩:০৩ | 202.79.203.59
  • আসলে কাল-পরশুর জন্য ইলেভেনথ আওয়ারে কোথাও টিকিট না পেয়ে মন খারাপ তাই দিল্লী দর্শন ঃ।

    দে , দিল্লীতে তো থাকি নাঃ-( গুগাঁ থেকে দিল্লী যেতে বেশ ভালই সময় লাগে ... এই আর কি
  • lcm | ২০ আগস্ট ২০১০ ১৩:০১ | 69.236.164.157
  • কে-হ-.... ঃ এটা আবার কি?
  • de | ২০ আগস্ট ২০১০ ১৩:০০ | 59.163.30.4
  • কে-হ-বি-ফ্যা -- র সব ভালো, অনুরাগ বসু ভালো, গেস্টরাও ভালো -- শুধু ফ্যানগুলোকে যদি না দেখাতো, বসে থাকতে কোন অসুবিধা হতো না!
  • lcm | ২০ আগস্ট ২০১০ ১৩:০০ | 69.236.164.157
  • পরে কখনো দিল্লী গেলে, পুরানা কিলা দেখতে হবে। এক বন্ধুর বাবার থেকে এক অসাধারন বর্ণনা শুনেছি...
  • de | ২০ আগস্ট ২০১০ ১২:৫৮ | 59.163.30.4
  • শমীক আন্দামান কখন যাচ্ছো? আমরা ডিসেম্বরে যাচ্ছি -- কাল টিকিট বুক কল্লাম -- এল টি সি।
  • lcm | ২০ আগস্ট ২০১০ ১২:৫৭ | 69.236.164.157
  • ডল্‌স মিউজিয়াম-টা অনেক আগে, '৮০ তেও বোধহয় দেখেছিলাম। ভালো লেগেছিল। কত দেশের কত রকম পুতুল।
  • de | ২০ আগস্ট ২০১০ ১২:৫৬ | 59.163.30.4
  • আমারো পীযুষকান্তি-বাজে লাগে -- মানে গান আর কি!
  • byaang | ২০ আগস্ট ২০১০ ১২:৫৫ | 122.172.62.209
  • রাজ, একটা ডল্‌স মিউজিয়াম আছে, ওটা দেখতে ভুলো না।
  • de | ২০ আগস্ট ২০১০ ১২:৫৫ | 59.163.30.4
  • দিল্লীতে থেকে একদিনে দিল্লী দর্শন করবে ক্যানো! আমার দিল্লীর এক্সপেরিয়েন্স লসাগু-দার মতোই প্রায়-- খুব খারাপ লেগেছিলো, ২০০৫ এ বোধহয় -- তাপ্পর থেকে আর যাওয়ার সময় হয়নি! তার থেকে আগ্রা অনেক ভালো লেগেছিলো।
  • lcm | ২০ আগস্ট ২০১০ ১২:৪৫ | 69.236.164.157
  • রাজ,
    ২০০৮ এ আগ্রা দেখে ফেরার পথে দিল্লীতে একদিন। ভাড়া গাড়ী - শুরু সকাল নটা নাগাদ। কুতুব মিনার, হুমায়ুন টম্ব, রাষ্ট্রপতি ভবন- পার্লামেন্ট হাউস এলাকায় গাড়ীতে চক্কর, রেড ফোর্ট এবং চাঁদনী চক এলাকা (১ ঘন্টার মতন), বিড়লা টেম্পেল, বাহাই/লোটাস টেম্পেল, ইন্ডিয়া গেট, রাজঘাট বাদ দিয়ে দিলাম। বিকেল পাঁচটায় এয়ারপোর্ট। নো লাঞ্চ, শুধু একবার একটু চা, আর একবার সোডা।
  • M | ২০ আগস্ট ২০১০ ১২:৩২ | 59.93.176.144
  • কেউ বললোনা, আমি নিজেই দেখে এলুম
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১২:৩২ | 202.79.203.59
  • এইবার তোমায় ধোবিপাট করতে হবে দেখছি
    রবীন্দ্রসঙ্গীতের রবিনহুডকে অপমান - কি দুঃসাহস !!

    যাগ্গে একদিনের দিল্লী দর্শন প্যাকেজের কয়েকটা সন্ধান দাও তো দেখি চটপট
  • lcm | ২০ আগস্ট ২০১০ ১২:৩১ | 69.236.164.157
  • কেন? পীযুষকান্তি-র গান "দেখতে' আমার হেব্বি লাগে। মাঝে মধ্যে দু হাত দু দিকে ছড়িয়ে ....
  • Samik | ২০ আগস্ট ২০১০ ১২:২৭ | 121.242.177.19
  • এই রে!!! পীযুষকান্তি শুনলে আমার পেট খারাপ হয়। একেবারে সহ্য করতে পারি না।
  • de | ২০ আগস্ট ২০১০ ১২:২৪ | 59.163.30.4
  • বাপরে! দিল্লীওয়ালাদের কি হাল!
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১২:২৩ | 202.79.203.59
  • তালাতের এই রিমঝিম ঝিম বরোসা টাও আছে নিশ্চই , শুনতে ভুলো না যেন আর রাতভোর বৃষ্টি হলে কাল সকালে উঠে পীযুষকান্তির গলায় শুনো 'আমি তখন ছিলেম মগন"
  • Samik | ২০ আগস্ট ২০১০ ১২:১৭ | 121.242.177.19
  • হালকা করে মহম্মদ রফি চালিয়ে দিয়েছি। অ্যায়সি হি রিমঝিম, অ্যায়সি সুহানি, অ্যায়সি হি থি বরসাত। শেষ হলে আশা ভোঁসলে শুরু করবেন। কালি ঘটা ছায়ে, মোরা জিয়া তরসায়ে।

    ভেসে যায় আদরের নৌকো।
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১২:১৬ | 202.79.203.59
  • অক্ষদার সঙ্গে তক্কাতক্কি করে অনেকদিন বাদে মনটা একদম ফেরেশ ঃ-)

    অক্ষদার জন্যিও পেটপুরে ভীমনাগের সন্দেশ
  • M | ২০ আগস্ট ২০১০ ১২:০৮ | 59.93.176.144
  • আমি অনুরাগ বসুকে চিনিনা, দেখতে চাই, কেউ লিং টিং দাও।
  • Raj | ২০ আগস্ট ২০১০ ১২:০৭ | 202.79.203.59
  • সরি ব্যাং উত্তর দিতে দেরি হল , ঘর পেয়েছি সাউথ সিটি টু সেক্টর ৪৭ এ
  • de | ২০ আগস্ট ২০১০ ১১:৫৩ | 59.163.30.4
  • নাঃ! সব ডুবেই গ্যাছে বিষ্টিতে!
  • Netai | ২০ আগস্ট ২০১০ ১০:১৬ | 121.241.98.225
  • ক্ষি বৃষ্টি, ক্ষি বৃষ্টি। নয়ডার অলিতে গলিতে ইয়াত্তো ইয়াত্তো জল জমে গ্যাছে। আপিস করত্তে যাওয়ার সময় বেশ সাঁতার কাটার ফিলিং হলো। আপিসে আজ জনতাও এসেছে কম। ডেস্কে বসতে মন লাগছেনা। বারবার জানালার পাশে যাচ্ছি। কুলকুল বর্ষা। স্কুল বেলাকার রেনি ডে গুলোর কথা মনে পড়ে যাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত