এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৪ জুলাই ২০১০ ০৯:৪৮ | 24.42.203.194
  • না না এগুলো কি আর সরাসরি কেউ বলে কয়ে করে। যাস্ট চাকরিটা কাটিয়ে দেয়। আম্রিগান ইউনিতেই দেখিনি, কিন্তু শুনেছি বউয়ের ডিপে, টেনিওর পায় নি স্রেফে নিজের বউকে চিট করছিল বলে।
  • Sibu | ২৪ জুলাই ২০১০ ০৩:২১ | 216.239.45.4
  • গুহাতে ভদকা খুব ভাল থাকে। আর যেখানে পরিবত্তন হয় হোক, ভদকায় যেন না হয়।
  • aranya | ২৪ জুলাই ২০১০ ০১:১৪ | 144.160.226.53
  • হুতোর ব্যাথা-টা বুঝতে পারছি, চারদিকে জল্লাদের উল্লাসভূমি। শামসুর রহমান ৭১-এ স্বাধীনতাকে বলেছিলেন - '..যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা' । আজ বেঁচে থাকলে হয়ত 'শুয়োরের বাচ্চা'-ই লিখতেন।
  • a x | ২৪ জুলাই ২০১০ ০০:৪৮ | 143.111.22.23
  • হুতোকে,
    ভালোবেসে।
  • a x | ২৪ জুলাই ২০১০ ০০:৪৪ | 143.111.22.23
  • আধ বোতল না পেয়ে এই। পেলে তো কয়েক পিস পমেটম নামিয়ে ফেলত!
  • Samik | ২৪ জুলাই ২০১০ ০০:১৩ | 122.162.75.49
  • এমপ্লয়ি আইডি বের করাটা একটু বেশি বলে ফেলেছি, কারণ ওটা আমি একা একা বের করতে পারব না, খেয়াল ছিল না, এই ওয়েবসাইটটা কেবল ফোন্নং আর ইমেল অ্যাড্রেস দেয়, এমপ্লয়ি আইডি দেয় না।
    http://www.ibm.com/contact/employees/us/

    এটা পাবলিক ডোমেনে অ্যাক্সেসিব্‌ল।

    এমপ্লয়ি আইডি এমন কিছু কনফিডেন্সিয়াল ব্যাপারও নয় তাই বলে। ছোকরার আই কার্ডেই তো লেখা থাকবে নম্বরটা, আর আইকার্ড তো গলায় ঝুলিয়েই তাকে আপিস যেতে আসতে হয়। টুক করে দেখে নিলেই হল।
  • r.h | ২৪ জুলাই ২০১০ ০০:০৮ | 117.194.231.95
  • ধোর।
    রাষ্ট্র, সমাজ, স্বাধীনতা, সাম্যবাদ, সভ্যতা, জনগন, সর্বৈব -
    ধোর।

    শিকার পেলে খাবো, নইলে উপোস, বিষ্টি হলে ভয় পাবো, অচেনা দুপেয়ে দেখলে পাথর ছুঁড়ে ঘিলু ফুঁড়ে দেবো, এইসব হচ্ছে জীবন।

    ফিরিজে আধবোতল ভদকা ছিল, খুঁজেই পেলাম না। জীবন যখন শুকায়ে যায়, আসার একটা রাস্তা তো লাগবে নাকি?
    কেউ বুঝলোই না।

    এইতো বছর দশেক আগে, যাদপ্পুর স্টেশনে ডাকাত ধরা পড়লো, চোখের সামনে শ দেড়শো লোক মিলে, জাস্ট মেরে ফেললো। সিম্পিল। মেরে ফেললো।
    আমি তাও ভয়ে থরহরি হয়ে গেছিলাম, আমার সঙ্গে আমর বন্ধু ছিল, ফুচকাওলাকে টক দিতে বললো একটু বেশী। তো কি আসে যায়। বছর দুই আগে বোধয়, স্কুটার চালিয়ে ফিরছিলাম, কৃষ্ণা গ্লাসের কাছে দেখলাম, মুন্ডহীন মানুষ। পরদিন খবর কাগজে বেরুলো, নাকি কোত্থেকে কলকাতা এসেছিল ডাক্তার দেখাতে। তো, গল্প করা যায় বেশ, এইসব অভিজ্ঞতা। তারপর, সেই সে বচ্ছর, কারা সব কলকাঠি নাড়লো, লক্ষ লক্ষ লোকের পাকের ঘর আর গোহাল আর পুঁইমাচা আর পুকুরের ঘাটলা থেকে পালিয়ে আসতে হল শিয়ালদা বর্ধমান স্টেশনে, রাস্তায়, নর্দমায়, ব্রথেলে, মৃত্যুতে, অপমানে।
    বাংলাদেশের ওপর দিয়ে যখন উড়ে যাই, নীচে আদিগন্ত জল দেখে মনে হয়, শুয়োরের বাচ্চা স্বাধীনতা, শুয়োরের বাচ্চা স্বাধীনতা।

    তো, সকালবেলা শিকারে যাবো, রাতে গুহাচিত্র- এইসব যদি কর্তৃপক্ষ ব্যবস্থা করে দেন, ধন্য হই।
  • aranya | ২৩ জুলাই ২০১০ ২২:৩১ | 144.160.226.53
  • অফিসে প্রেম - প্রেম স্বর্গীয় ব্যাপার, মানুষের একটা মৌলিক অধিকারও বটে। কে কাকে কখন ভালবাসবে, পরকীয়া/স্বকীয়া - এগুলো একান্তই ব্যক্তিগত - আম্রিগান কোম্পানি, academic institute,এরা কখনই হস্তক্ষেপ করে না (করলে কর্তৃপক্ষের বিরূদ্ধে মামলা হতে পারে), যদিনা conflict of interest হয় -যেমন আমার কাছে রিপোর্ট করে এমন কারুর সাথে আমি প্রেম করলে কোম্পানি বাগড়া দেবে, কারণ আমি তার পারফর্ম্যান্স রিপোর্টে পক্ষপাতিত্ব করে খুব ভাল রেটিং দিতে পারি। তেমন ইউনিভার্সিটিতে কোন শিক্ষক বা teaching assistant নিজের ছাত্র-ছাত্রীর সাথে প্রেম করতে পারবে না - এই রকম আর কি।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:২০ | 122.172.62.74
  • কে কার জ্যাঠার বয়সী কিভাবে প্রমাণ হবে?
  • nyara | ২৩ জুলাই ২০১০ ২২:১৯ | 122.172.14.110
  • এই ব্যাংটি অল্প এঁচোড়ে আছে। জ্যাঠার বয়সী লোকেদের নাম ধরে ডাকে।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:১৮ | 122.172.62.74
  • কেরালায় আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরে এসেছি এবছর। একটা ছোট্ট শহর, কাসারগড বলে। সমুদ্র আর পুরানো দুর্গ, পুরো পিকচার পোস্টকার্ড।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:১৬ | 122.252.231.10
  • অন সেকন্ড থট কাল নানা ঝামেলায় ফেঁসে যাবো। দাঁড়াও করছি।

    (আজ হালারা কল করবো না। আজ কী স্বাধীন।)
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:১৬ | 122.172.62.74
  • তুই যদি বুকিং ম্যানেজ করতে পারিস, দেখ না? সেক্ষেত্রে কেরালা কাটিয়ে দেব। ঐ তো ন্যাড়াও কাবিনির নামে নড়েচড়ে বসেছে।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:১৪ | 122.172.62.74
  • তুই-ই তো বললি কাল ফোন করবি! এখনো করতে পারিস।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:১৪ | 122.252.231.10
  • কিন্তু তোমরা তো কেরালা যাচ্ছ? পরে যাবে? শীতে?
  • nyara | ২৩ জুলাই ২০১০ ২২:১৩ | 122.172.14.110
  • আমরাও কাবিনি যাব ভেবেছিনু। যে উইকে যাব ভাবলাম, বুকিং পেলাম না। তরপরে বলল, বর্ষায় না যাওয়াই ভাল। তাই এবার আমরা কাবিনি যাইনি। পরের বার ভাবছি কুর্গ যাবনা।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:১৩ | 122.172.62.74
  • হ্যাঁ যাব। কর ম্যানেজ।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:১৩ | 122.252.231.10
  • বোঝো! ঃ)

    এখন ফোং করব? কাল কে দেখেছে!
  • Aran | ২৩ জুলাই ২০১০ ২২:১২ | 122.252.231.10
  • যাঃ! ঐ পাথরের উপর না উঠে নিচে উচ্ছ্বলজলধিতরঙ্গ না দেখলে আর মজা কোথায়!
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:১২ | 122.172.62.74
  • দুবারে একটা জায়গার নাম। ঃ-)
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:১১ | 122.252.231.10
  • কাবিনি ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো ম্যানেজ করতে পারলে যাবে?
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:১১ | 122.172.62.74
  • হ্যাঁ করিস ফোন। দুবারে তে হোম স্টে নয়, জাঙ্গল রিসর্টে বুকিং করে নে।
    নদীর কিছুটা অব্দি হেঁটে হেঁটে যাবি, বেশিদূর যাওয়ার দরকার কি!
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:১০ | 122.252.231.10
  • কী মুশকিল। এমন আদ্দেক আদ্দেক লেখো কেন? দুবারে কোথায় ঘুরে আসব?

    আর ১৫ই অগাস্টে ছুটি নেই। ২০ তারিখ আছে।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:০৯ | 122.172.62.74
  • হ্যাঁ আম্মো-ও ইনিশিয়ালি কাবিনী ভেবেছিলাম, কিন্তু হোটেলের খরচ দেখে পিছিয়ে এলাম। তুই মেয়েকে নিয়ে দুবারে ঘুরে আয়। বর্ষাকালে খুব সুন্দর। ১৫ই অগাস্টের ছুটিতে যেতে হলে এখনি বুকিং করে নে। পরে আর কোথাও জায়গা পাবি না।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:০৭ | 122.252.231.10
  • মানে? ওই নদীর মাঝখানে ট্রেকিং করে কীভাবে যাবো?
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:০৭ | 122.252.231.10
  • কিন্তু তোমাকে ফোন করে কীসব হোমস্টের আইডিয়া নেবার কথা ছিল না? কাল করব?
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:০৬ | 122.172.62.74
  • মেয়েকে নিয়ে মেকেডাটু যাওয়াই তো সোজা। সকালবেলায় যাবি বিকেলবেলায় ফিরে আসবি। মেয়েটাকে হাঁটুজলে লাফাতে-ঝাঁপাতে দিবি না!
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:০৫ | 122.252.231.10
  • কাবিনি যাবো ভাবছিলাম। খরচা দেখে পুরো টাকে। ঃ-(
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:০৪ | 122.172.62.74
  • ছেলের পরীক্ষা চলছে এখন। পরীক্ষা শেষ হলে দিন দশেকের মিড টার্ম ব্রেক, তখন কেরালা যাচ্ছি।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২২:০৩ | 122.252.231.10
  • হোগেনাক্কাল অগাস্টে যাবো ভাবছিলাম। কিন্তু নেটে দেখলাম এখন মনসুনের জন্য ওই ব্রিজ বন্ধ থাকবে।

    ফিশিং ক্যাম্পে কখনো থাকিনি। মেকেডাটু এমনি বন্ধুদের সাথে গেছি। মেয়ে আরেকটু বড় না হলে যাওয়া ব্যথা আছে।

    কেরালা কতদিনের প্রোগ্রাম? ছেলের স্কুল?
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:০৩ | 122.172.62.74
  • আমি হোগেনাক্কাল যাই নি, তাই বলতে পারব না। বৃষ্টি তো লাগাতার চলছেই। আজকের দিনটাই যা রেহাই দিল।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২২:০১ | 122.172.62.74
  • সেটা নিয়েই আমরা কথা বলছিলাম কিনা যে পরকীয়ার ক্ষেত্রে কেন এমপ্লয়ার নাক গলাবে। তাই জিজ্ঞেস করলাম।
    তুই হোগ্গেনাকাল কবে যাচ্ছিস? আমি কাল আবার মেকেডাটু যাচ্ছি। এবারে ঐ ফিশিং ক্যাম্পটায় থাকবো, ভোরবেলাটা দেখার জন্য। আর পরের হপ্তায় কেরালা যাচ্ছি।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২১:৫৮ | 122.252.231.10
  • কিন্তু এইসব আজাইরা প্যাচাল ছাড়ো। হোগেনাক্কাল কি এখন যাওয়া ঠিক হবে? গতবার পুজোর পরে পরে গেছিলাম। বৃষ্টির জন্য হ্যাঙ্গিং ব্রিজ বন্ধ করে রেখেছিল।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২১:৫৬ | 122.252.231.10
  • প্রেম করার অপরাধে কেন যাবে। ভদ্রলোক তো ব্যাচেলর ছিলেন। আর মহিলা প্রেমে পড়ে ডিভোর্স দিয়ে লিভ-ইন করতে শুরু করেছিলেন।
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২১:৫৪ | 122.252.231.10
  • কোনটাই না। পুলিশ থেকে অভিযোগ ফর্মালি পাবার পরে গেছে। ভদ্রলোক ফেরার।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২১:৫০ | 122.172.62.74
  • পুড়িয়ে মারার চেষ্টা করার পরেই কি চাকরি গেছে? নাকি আগেই প্রেম করার অপরাধে?
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২১:৪৮ | 122.252.231.10
  • প্রাক্তন বস। চাকরি গেছে।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২১:৪৮ | 122.172.62.74
  • বোঝো! অর্পণের বসকে পুলিশ খুঁজছে আর ওদিকে অর্পণ বেড়াতে যাওয়ার তাল করছে!
  • Arpan | ২৩ জুলাই ২০১০ ২১:৪৪ | 122.252.231.10
  • কেউ এখানে বেড়াতে গেছে রিসেন্টলি?

    http://www.hogenakkal.com/
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২১:১২ | 122.172.62.74
  • আর অক্ষ, কে আবার বলে যে আমাদের সামাজিক অবস্থানে ছেলে-মেয়েতে তফাত নেই! আমার অভিজ্ঞতা তো বলে কাজের জায়গায় মেয়েদের অনেক বেশি দাবিয়ে রাখা হয় নানা পন্থায়।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২১:০৪ | 122.172.62.74
  • আমার এই পরকীয়া টাইপের ব্যাপারে এমপ্লয়ারের নাক গলানো একদমই নাপসন্দ।
  • a x | ২৩ জুলাই ২০১০ ২১:০১ | 99.74.167.50
  • তাও জনতা বলবে, আমাদের সামাজিক অবস্থানে নাকি ছেলে মেয়েতে কোনো তফাৎ নেই ঃ-)

    যাই হোক, মা, জেঠিমা, পাড়ার কাকিমা থেকে অফিস, প্রতিবেশি সবাই জাতির জ্যাঠা।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২১:০০ | 122.172.62.74
  • টিকেন, অনেকদিন পর আজ এসেই আবার কোথায় চলে গেলে?
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২০:৫৯ | 122.172.62.74
  • আমি একটা মানসিকতা দেখি (আমার মা-কাকিমারাও এর মধ্যে পড়েন) এইরকমের ঘটনায় সব্বাই মেয়েটাকে দোষ দেয়, নিজে একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের ক্ষতি করছ টাইপের অভিযোগ থাকে সবার।
  • a x | ২৩ জুলাই ২০১০ ২০:৫৬ | 99.74.167.50
  • ওহ! মেয়েটার চাকরি গেল, লোকটার গেলনা? অথচ বিবাহিত লোকটাই, মেয়েটা না?

    ধন্য।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২০:৫৪ | 122.172.62.74
  • হ্যাঁ, আমার বন্ধুর ক্ষেত্রে তো সবাই সব জানতো। শুধু বসটাই জানতো না, বন্ধুর বউ তার কাছে নালিশ করার আগে অব্দি। ঃ-)
    প্রথমে অবিশ্যি মেয়েটার চাকরি গেল, তাকে চিঠি দিয়ে টার্মিনেট করা হল। (আমি হলে তো মামলা করতাম, মেয়েটা বাচ্চা ছিল বলে ঝামেলায় গেল না) আর বন্ধুকে অলিখিত মানসিক চাপ কয়েক মাস ধরে।
  • a x | ২৩ জুলাই ২০১০ ২০:৪৯ | 99.74.167.50
  • হ্যাঁ কলিগের সাথে প্রেম করে ভদ্রলোক নিজেই বাড়ি ও কাজের জায়গার তফাৎ কমিয়েছেন। পাড়ার লোকের সাথে প্রেম করলেও কি একই হত?

    আর কেউ যদি জানিয়েই পরকীয়া করে? মানে আমি জানি আমার বৌ জানে, যার সাথে প্রেম সে জানে, তবে? ঃ-))
  • kc | ২৩ জুলাই ২০১০ ২০:৪৯ | 89.203.49.18
  • হ্যাঁ, পরকীয়া নিয়ে চাকরি যেতে দেখেছি, তবে সেক্ষেত্রে বর্তমান নয়তো পরকীয়া, যেকোনও একজন পার্টনারের অভিযোগ চাই।
  • byaang | ২৩ জুলাই ২০১০ ২০:৪৬ | 122.172.62.74
  • হ্যাঁ অক্ষ, এই পরকীয়ার ব্যাপার জানাজানি হলে এদেশে একটু মুশকিলে পড়তে হয়। আমার এক বন্ধুকে তার বস রিজাইন করতে বাধ্য করে, সে বৌ-বাচ্চা থাকা সত্তেও কলিগের সাথে প্রেম করছিল বলে। তবে দেশি কোং, বহুজাতিক নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত