এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১৪:০৬ | 216.52.215.232
  • হেব্বি বুদ্ধি করে স্টৈক আওয়াজখান দিলেন কিন্তু! ঃ-)
  • pipi | ২০ জুলাই ২০১০ ১৪:০৫ | 78.52.233.5
  • এখনে এমন কেউ আছেন যার ইউরোপ (বিশেষত জার্মানী) আর আম্রিগা দুই জায়গাতেই পোস্তো বাটার (মানে পোস্টডকের) অভিজ্ঞতা আছে?
  • de | ২০ জুলাই ২০১০ ১৪:০৪ | 59.163.30.4
  • স্টৈক ঃ)))
  • Bratin | ২০ জুলাই ২০১০ ১৪:০৩ | 125.18.17.16
  • হুমমম ঃ-))
  • stoic | ২০ জুলাই ২০১০ ১৪:০১ | 160.103.2.224
  • দের সঙ্গে ক। সায়ান্টিস্টদের মোটেও বুদ্ধিসুদ্ধি বিশেষ থাকেনা। বুদ্ধি থাকে আইটি গাইজ, ম্যানেজমেন্ট গুরুজ, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ইত্যাদিদের। যে সব জনতা এইগুলো হতে পারে না, তারাই সায়ান্টিস্ট হয়। ;-)
  • de | ২০ জুলাই ২০১০ ১৩:৫৬ | 59.163.30.4
  • সুতীব্ব পোতিবাদ! ছয়েন্টিসের বুদ্ধি থাকে কে বল্লো? কে? ঃ)
  • quark | ২০ জুলাই ২০১০ ১৩:৫৪ | 202.141.148.99
  • বলেছিলাম, চান্স আসবেই ... এট্টুস দুঃখু পেলুম .... তবে দোষ নেই, কেন না তখন "আজ এই দিনটাকে" গান বাঁধা হয় নি, তাইলে ঠিক মনে থাকত "কাছে দূরে যেখানেই" থাকুক।
  • de | ২০ জুলাই ২০১০ ১৩:৫৪ | 59.163.30.4
  • ওঃ আচ্ছা, বলে দিয়েচে! বাব্বা! আড়াই-তিন বছরেও বে' ? তাও আবার তুলসীমঞ্চ সাক্ষী!
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৩:৫৪ | 121.242.177.19
  • দে নাকি ছায়েন্টিস, হুঁঃ। হুতোর বুদ্ধি দে-র থেকে বেশি।

    পস্টো বললাম, "আজ সকালে ক্লু দিয়েছি', আজ সকাল থেকে কটা পোস্ট পড়েছে শুনি? তোমার লাস্‌ পোস্‌ নিয়ে মাত্র সাঁইত্রিশটা। তার মধ্যে আমার পাঁচটা কি ছটা। এটা "এতো ভাটের জল' মনে হলো?
  • de | ২০ জুলাই ২০১০ ১৩:৫১ | 59.163.30.4
  • কুলু -- কুলু নাই -- ভেসে গ্যাছে এতো ভাটের জলে,

    যাঃ! বেথেরে হুতো জুরাসিক এজের বানিয়ে দিলো!

    "পরিনীতা"- টাইপ বলা চাপের, হিন্দী না বাংলা তা কে জানে?
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৩:৪৯ | 121.242.177.19
  • ও বিয়েটা পোথোম ইশ্‌কুলে ভর্তি হবারও আগে। তুলসীমঞ্চকে সাক্ষী রেখে।

    জানি না, আজ সে কোথায়। তার এমংকি ভালো নামটাও জানি না।
  • quark | ২০ জুলাই ২০১০ ১৩:৪২ | 202.141.148.99
  • নীতা যদি আবার পরী হয়, তাইলে তো কথাই নেই ...
  • Bratin | ২০ জুলাই ২০১০ ১৩:৩৮ | 125.18.17.16
  • পরিণীতা টাইপ নাকি??
  • quark | ২০ জুলাই ২০১০ ১৩:৩৮ | 202.141.148.99
  • অতো কাঁচা বয়েস থেকে মেয়ে ইস্কুলে পড়লে অল্প বয়েসে বাল্যবিবাহ হবে না তো কী হবে?
  • r.h | ২০ জুলাই ২০১০ ১৩:৩৫ | 203.99.212.54
  • পোথোমটা বাল্যবিবাহ।
    মেনু ছিল টেরাডাকটিল বিরাণি আর ব্রন্টোসরাসের লিভার ফ্রাই।
    তখনো গড়িয়া বাজারে গন্ডারের মাংস ওঠেনি।
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৩:২৯ | 121.242.177.19
  • অ্যাট্টা ক্লু দিয়েছি আজ সকালে। দ্যাখো কোনও মানে বের কত্তে পারো কিনা।

    রাজদীপ, সেম হিয়ার। লুকিয়ে চুরিয়ে প্রক্সি পাল্টে খুলতে হয়। আমি পাঠিয়ে দেব আজ।
  • Raj | ২০ জুলাই ২০১০ ১৩:২৫ | 202.79.203.59
  • আরে ব্রতীনদা কলকাতা তো এখন "তোমাদের" কাজেই টেনে খ্যালালে আর দোষ ধোরো না ;-)

    শমীক আপিসে জিমেল খোলে না ঃ-( বাড়ি গিয়ে দেখব , আমার জিমেল rajd.ghosh
  • de | ২০ জুলাই ২০১০ ১৩:২৫ | 59.163.30.4
  • শমীক,
    কি সন্দ! কি সন্দ! এইর'ম টেনশনে রাখার কোন মানে হয়?

    যার দুই পত্নী তারে কি কয় ভালো বাংলায়? দ্বিপত্নীক? ঃ))
  • Bratin | ২০ জুলাই ২০১০ ১৩:১৯ | 125.18.17.16
  • রাজদীপ, দিল্লী গিয়েও কলকাতা কে টেনে খেলাচ্ছে!! ঃ-))
  • de | ২০ জুলাই ২০১০ ১৩:১৭ | 59.163.30.4
  • উফ! কাল্কের পর এই এলাম! সেই দুটি বিয়ের কোন সল্যুশন হয়েছিলো? যাই দেখে আসি!

    রাজদীপ সেই কবে থেকে ডাকাতের কথা বলছে--কিন্তু একটাও গপ্পো বলছে না!

    এই পরিবত্তন কি ভৌতিক না রাসায়নিক আর আধিভৌতিক? রিভার্সিবল না ইরিভার্সিবল?
    পকাবুরা কি কয়?
  • Samik | ২০ জুলাই ২০১০ ১৩:০৬ | 121.242.177.19
  • তোমার মেলাইডি জানা নেই। আমার জিমেল mukherjee.samik

    যাবো ঐ ডিএলএফ টাওয়ারেই।
  • Raj | ২০ জুলাই ২০১০ ১২:৫৮ | 202.79.203.59
  • কোথায় ? তোমার সেল নংটা পারলে মেল করো
  • Samik | ২০ জুলাই ২০১০ ১২:৫৭ | 121.242.177.19
  • হে হে,

    কাল একবার তোমার পাড়ায় যাবার আছে।
  • Raj | ২০ জুলাই ২০১০ ১২:৫৬ | 202.79.203.59
  • আর কোতায় ...

    তবে দুদিন ধরে বেশ ভাল বৃষ্টি হচ্ছে ... আর রাস্তায় জলজমা ও তার প্রতিবিধান দেখলে কলকাতাও নজ্জা পাবে ঃ-)
  • Samik | ২০ জুলাই ২০১০ ১২:৫১ | 121.242.177.19
  • দ্রোণাচার্যর গ্রামের সম্বন্ধে কমেন্ট বুঝি? ঃ)
  • Raj | ২০ জুলাই ২০১০ ১২:২৮ | 202.79.203.59
  • ডাকাতের জায়গা ! তবে বাংলুর ছিঁচকেদের চেয়ে ভাল .....
  • Samik | ২০ জুলাই ২০১০ ১২:১৬ | 121.242.177.19
  • বাবাবু তো সেই চাচি ৪২০-এর ডায়ালগ!

    বাবা-বুবু ...
  • d | ২০ জুলাই ২০১০ ১২:১১ | 115.117.235.135
  • হুতোরে কি কেউ বর্ণপরিচয় ধরে ধরে বানাম প্যাকটিশ কত্তে দিয়েছে?
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১২:০৬ | 216.52.215.232
  • আরে বাবাবু মানে জেনেরাল বাবাবু নয়। উহার একটি গূঢ় মতলব আছে। যেমন পকাবু, স্থিকাবু তেমনি বাবাবু।
  • Bratin | ২০ জুলাই ২০১০ ১২:০১ | 125.18.17.16
  • হাবু!! ডুবু !!
  • d | ২০ জুলাই ২০১০ ১১:৫২ | 115.117.235.135
  • পরিবর্তন একটি ভ্রান্ত ধারমা মাত্র।
    এবং 'দুনিয়াজুড়া পোচুর গিয়ানজাম'
  • r.h | ২০ জুলাই ২০১০ ১১:৪৮ | 203.99.212.54
  • অরণ্যরক্ষী প্রধান ওরোবু
    তিনি কি সুশীল না হার্মাদ
    কি তাঁর প্রকৃত পরিচয়
    কে জানে সেসব কথা
    সে সব বড়ই গূঢ় কথা
    চুপ যাও, নার্দা কার্মা গেল
    সাঁতারে, লোথার বিহনে
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১১:৪১ | 216.52.215.232
  • আরো আছে। বাবাবু।
  • quark | ২০ জুলাই ২০১০ ১১:৩৯ | 202.141.148.99
  • খুশ-বু, বদ-বু আর পকা-বু
  • Arpan | ২০ জুলাই ২০১০ ১১:৩৭ | 216.52.215.232
  • আমি তো বু-ই নই, কাজেই আমি পকাবু-ও নই। আহ্‌, কী পরম প্রশান্তি।
  • quark | ২০ জুলাই ২০১০ ১১:৩৪ | 202.141.148.99
  • এমন সন্দেহের পরে তো কোশ্চেনটা হওয়া উচিৎ ছিল - আচ্ছা, আমি কি আর পকাবু নই?
  • Samik | ২০ জুলাই ২০১০ ১১:২৯ | 121.242.177.19
  • ২০১১ আসবে তো? আমার এইবার ক্যামন যেন সন্দেহ হচ্ছে।

    (আচ্ছা, আমি কি পকাবু?)
  • quark | ২০ জুলাই ২০১০ ১১:২০ | 202.141.148.99
  • আসে আসে, লেগে থাকলে কী না হয়? নইলে "এবার না হয় নেভার" এর পরেও ২০১১ আসে?
  • Samik | ২০ জুলাই ২০১০ ১১:১৭ | 121.242.177.19
  • চান্স কি বারে বারে আসে, পাগল?
  • quark | ২০ জুলাই ২০১০ ১০:৫৮ | 202.141.148.99
  • এরা সবাই মিলে এমন কলরব কল্লে যে ডিটেলে উত্তরটাই পাওয়া গেল না। যাগ্গে পরে আবার কখনো চান্স পেলে ....
  • Samik | ২০ জুলাই ২০১০ ১০:৫৩ | 121.242.177.19
  • আর্য, ওটা আপডেট হবে টাকা তোমার অ্যাকাউন্টে আসার পরে। দু-তিনদিন লাগে বোধ হয়।
  • Arya | ২০ জুলাই ২০১০ ১০:২২ | 125.16.82.195
  • আচ্ছা, একটা জিনিস কেউ বলতে পারবে?
    আমি কাল ,IRCTC থেকে একটা টিকিট ক্যানসেল করলাম।
    Cancelled History তে টিকিট টার ডিটেল দেখাচ্ছে কিন্তু Refund Status -- Cancelled Ticket এ দেখাচ্ছে যে No Cancellation Ticket Detail
    ব্যাপার টা বুঝতে পারলাম না।
  • Samik | ২০ জুলাই ২০১০ ০৮:৫৯ | 122.162.75.10
  • বুড়ো মানুষ, আমার কোনও বিয়ের সময়েই গু-চ ছিল না।

    প্রথম বিয়ের সময়ে তো পশ্চিমবঙ্গে কম্পিউটারও ছিল না ঃ-)))
  • Tim | ২০ জুলাই ২০১০ ০৮:৫৬ | 98.230.11.83
  • বাব্বা দিন দুই আসিনি, এর মধ্যেই কত পিছিয়ে পল্লাম!

    বেথের দুখানি বিয়ের একটাতেও নেমন্তন্ন পেলাম না। ঃ-(
  • Samik | ২০ জুলাই ২০১০ ০৮:৪৯ | 122.162.75.10
  • ওঁদের কাজটাই ছিল গু-job
  • kd | ২০ জুলাই ২০১০ ০৪:১০ | 59.93.218.120
  • এই রে! পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো।

    ছোটবেলায় আমাদের দিল্লির বাড়িতে খাটা পাইখানা ছিলো - রোজ জমাদারনী এসে গামলায় বেশ কিছু ছাই ছড়িয়ে গামলাটা নিয়ে যেতো - কিছুক্ষণ পরে ধোওয়া গামলা রেখে যেতো।

    মজাটা হতো যখন কলকাতায় বাবা-মার কাছে আসতুম - এবাড়ির পাইখানায় ওপরে একটা ট্যাঙ্কি, তার থেকে একটা চেন - লাপিয়ে উঠে চেন ধরে ঝুলে পড়লেই হড়হড় করে জল - কি মজা! আমি দিনে পাঁচ-ছ'বার পাইখানা যেতুম জাস্ট ঐ চেন টানার জন্যে আর ওদিকে পিসিমা কিসব আজেবাজে খাওয়াতো পেটখারাপ হয়েছে বলে - কিছুতেই ঠিকমতো কম্যুনিকেট করে উঠতে পারিনি।

    সেই খাটা পাইখানার স্মৃতি ফিরে এলো আমেরিকায় এসে। আমার প্রথম ল্যান্ডলেডির ফার্মহাউস ছিলো Maineএ - সেখানে কাজকম্মো করার পর একহাতা চুণ ঢেলে দিতে হতো - কে পরিস্কার করতো কে জানে, কাউকে জিগাই নি। এছাড়া মেলায় dear john তো আছেই।

    আর স্টেটপার্কের ক্যাম্পগ্রাউন্ডের পাইখানায়, যাকে বাংলায় বলে পিট টয়লেট, রিলিজের পর মিনিট খানেক বাদে প্রতিধ্বনি সমেত টুপুস - সে এক ভৌতিক অভিজ্ঞতা!!

    নোটঃ যাদের 'পাইখানা' শব্দটি অপছন্দ, তারা ওইটিকে 'টয়লেট' পড়ুন - ইংরিজিতে নোংরা পরিস্কার হয়ে যাবে।

    ভাবছি, এটা পোস্ট করার ইন্সপিরেশন কোথায় পেলুম! বুড়ো মানুষ, ভোর চারটে! না জাস্ট টু মেনি শট্‌স!
  • a x | ২০ জুলাই ২০১০ ০৩:০১ | 143.111.22.23
  • হ্‌ম্‌ম।
  • agantuk | ২০ জুলাই ২০১০ ০১:৫৮ | 128.48.203.91
  • বাংলা বিহার বর্ডার অঞ্চলে একসময় যাঁরা খাটা পায়খানা পরিস্কার করতেন, তাঁদের দেখিয়ে নাকি বলা হতো 'গুলিয়ে যাচ্ছে'।
  • Sibu | ২০ জুলাই ২০১০ ০১:২৩ | 66.102.14.1
  • আজ আর কাল মিলিয়ে দু'দিন। দুটো বিয়ের জন্য যথেষ্ট। আজকের ছেলে হলে সে একটা কথা হত বটে।
  • pipi | ১৯ জুলাই ২০১০ ২৩:৪৭ | 78.52.65.62
  • কি কাণ্ড! আমার একখানা বে'ও হল না আর কালকের ছোঁড়া শমীক কিনা দুখানা বে করে ফেল্ল!! ভগবানের রাজ্যে ই কি অন্যায়!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত