অক্ষ, আমি তোমার সাথে একদম একমত। যে কেউ ফোন করে/চিঠি লিখে কিছু জানালেই এইচ আর যে ব্যবস্থা নেবেই, এমন নয়। আর এই ধরণের ক্ষেত্রে তো নয় ই। ছেলে টা বলবে আমি এরম কিছু করি নি, এইচ আর এর এত সময় নেই যে এটা তদন্ত করে দেখতে বসবে। তবে হ্যাঁ ঐ কোং এরই অন্য কোনো এমপ্লয়ী যদি এই ধরণের অভিযোগ করে তাহলে হয়তো এইচ আর একটু নড়েচড়ে বসে। ডেকে শুধোয় কেন তোমার নামে এরম অভিযোগ উঠলো। ভবিষ্যতে যেন এই ধরনের অভিযোগ না পাই বলে কড়কে ছেড়ে দেবে।
a x | ২৩ জুলাই ২০১০ ২০:৪২ | 99.74.167.50
পরকীয়া করলে চাকরি চলে যাবে? :-o ভাগ্যিস আমি সেই কোংএ কাজ করিনা ঃ-(
kc | ২৩ জুলাই ২০১০ ২০:৩৯ | 89.203.49.18
আম্রিকায় কী করে জানিনা, তবে দেশে কিন্তু আপিসে বলে দিলে বসকে দিয়ে বেশ ভাল রকম ঝাড়ের ব্যবস্থা হয়, অ্যাট লিষ্ট রিলায়েন্স আর এল অ্যান্ড টি তে ভাল মতই হয়, নিজেই দেখেছি। চাকরি অবধি চলে যায়, তাও দেখেছি দুটো কোং এই। তবে সেই এক্সট্রিম কেস দুটোতে পরকীয়া ব্যাপার স্যাপারও ছিল।
a x | ২৩ জুলাই ২০১০ ২০:৩৪ | 99.74.167.50
ব্যাং, তোমার ঘটনাটা ভ্যালিড, কিন্তু এরকম কোনো প্রোটেকশন না থাকলে যে কেউ লোকেদের কাজের জায়গায় ফোন করে ভুলভাল কথা বলতে পারত স্রেফ ভিন্ডিকটিভ কারণে এবং আর কিছু না হোক এম্ব্যারেসমেন্ট তৈরি করতে পারত। আমি এগুলো এদেশের রেস্পেক্টে বলছি, ওখানে কি হয় জানিনা অবশ্য। শমীক যেটা বলল সেটা তো আরো সাংঘাতিক, যে এমপ্লয়ী আইডি বার করবে, এটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বার করে দেব টাইপ। এমপ্লয়ী আইডি একটা কনফিডেন্সিয়াল নম্বর।
byaang | ২৩ জুলাই ২০১০ ২০:৩০ | 122.172.62.74
হ্যাঁ তেকোনা, ওখানে যেসব মেয়েরা ওখানে বসে আড্ডা দেয়, তাদের এরকম বুদ্ধি ই দিলাম - বিকেলে সবাই গারবেজ ব্যাগ নিয়ে নামবে, ছেলেটা আবার কিছু ফেললে উপরে গিয়ে ওর দরজায় সব ঢেলে দিয়ে আসা হবে।
tk | ২৩ জুলাই ২০১০ ২০:২৫ | 122.163.3.65
ব্যাং, এইচ আরকে ফোন করলে অফিস এখুনি কোনো ব্যবস্থা হয়ত নেবে না তবে সে অফিসেও এরকম কিছু করে থাকলে এটা অ্যাড অন হবে। ছেলেটাকে বুঝিয়ে দাও ভালো করে যে কমন এরিয়ায় নিজের প্রেশার কুকার ফেলে দিলে দোষ নেই। কিন্তু সেখান দিয়ে হাঁটা মানুষের ওপর কুকার পড়লে অ্যাটেমপ্ট টু মার্ডারের কেস হয়। সুতরাং.... সামলে চলুক আর তাতেও যদি বাঁদরামো বন্ধ না করে তো গোটা বিল্ডিং-এর লোক এককাট্টা হয়ে ওর দরজার সামনের কমন এরিয়াটা যথেচ্ছ ব্যবহার করতে শুরু করো
byaang | ২৩ জুলাই ২০১০ ২০:২৫ | 122.172.62.74
হ্যাঁ অক্ষ, এদেশেও আমার এরকম অভিজ্ঞতা আছে। একটি মেয়ে এসে প্রচুর প্রমাণাদি দিয়ে তার এক্সের নামে প্রচুর অভিযোগ জানাচ্ছিল। এইচ আর হেড তাকে মুখের উপর বললো, নিজে যদি না বিদেয় হও, পুলিশ ডেকে তোমাকে বিদেয় করবো অফিসে এসে ঝামেলা করছো বলে। কোং এর নাম ছিল জেকিস, গুরগাঁও আপিসে।
Arpan | ২৩ জুলাই ২০১০ ২০:২৩ | 204.138.240.254
এই দ্বিতীয় ঘটনাটা আমিও দেখেছিলাম। একটা মধ্যবয়সী লোককে ধরে মারছিল পাড়ার উঠতি যুবারা। সে বেধড়ক ক্যাল। তার মধ্যে একজন খালি বলছিল বাস্টার্ড।
আমার তখন বছর আটেক বয়স। বাড়িতে এসে মানে জিগ্যেস করলাম বাবাকে। এইবার একপ্রস্থ ভালোমত ক্যাল খেলাম আমি।
a x | ২৩ জুলাই ২০১০ ২০:২১ | 99.74.167.50
তোমরা যেটা করেছ সেটাই ঠিক - পুলিশে জানানো, দরকার হলে লোকাল কাউন্সিলার কে জানানো, বিল্ডার কে জানানো যে এরকম ঘটেছে এবং এখানে একটা সেফটি ইস্যু আছে, এতগুলো বাচ্চা, তাদের কে যদি রাগের মাথায় কিছু করে।
byaang | ২৩ জুলাই ২০১০ ২০:২০ | 122.172.62.74
আর আকা, শমীক মিলে আমাকে উল্টো বোঝাচ্ছিল!
a x | ২৩ জুলাই ২০১০ ২০:১৯ | 99.74.167.50
ইনফ্যাক্ট স্পাউসাল প্রবলেমেও তুমি অফিসে ফোন করে কিছু বলতে পারনা।
a x | ২৩ জুলাই ২০১০ ২০:১৮ | 99.74.167.50
মানে লোকটাকে তুমি তার ওয়ার্ক প্লেসে হ্যারাস করছ।
a x | ২৩ জুলাই ২০১০ ২০:১৭ | 99.74.167.50
ইয়েস।
byaang | ২৩ জুলাই ২০১০ ২০:১৭ | 122.172.62.74
মানে যে ফোন করছে, সে অন্যজনের ওয়ার্ক প্লেসকে হ্যারাস করছে?
a x | ২৩ জুলাই ২০১০ ২০:১৩ | 99.74.167.50
ইয়ে, এদেশে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে বলে তার অফিসে, এইচ'আরে ফোন ইত্যাদি করলে সেটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের আওতায় পড়ে।
Sibu | ২৩ জুলাই ২০১০ ২০:০০ | 173.147.166.235
প্রতিবেশীদের সাথে ঝগড়া হয়েছে বলে এমপ্লয়ার ব্যবস্থা নেবে বলে মনে হয় না। তবে ক্রিমিনাল কনভিকশন হলে অন্য কথা।
M | ২৩ জুলাই ২০১০ ১৯:৪২ | 59.93.201.193
খুব ছোটবেলায় দেখা একটা ঘটনা মনে পরে গেলো, একটা ঠ্যালাওয়ালাকে কয়েকজন দেখতে ভদ্রলোক টাইপ বেধরক মারছে, আর লোকটার নাক মুখ দিয়ে রক্ত পরছে, আর কেউ কিচ্ছু বলছেনা, আমি খুব কাঁদতে কাঁদতে সেদিন স্কুল থেকে ফিরেছিলাম, কিন্তু কিচ্ছু করার ছিলো না,
আর একবার পাড়ায় খুব চুরি হচ্ছে,দমদমে, আমাদের পাশেই দাদা গোছের কয়েকভাই থাকতো, তাদের গাড়ীর টায়ার কে খুলে নিয়ে পালিয়ে গেছে, তো কি সুত্রে ওরা একটা বছর দশ বারোর ছেলেকে ধরে এনে বেধরক পেটাচ্ছিলো, আর বাচ্চাটার মা পাশ থেকে কেঁদে কেঁদে ঘুরছিলো, কেউ কিচ্ছু বলছিলোনা, শেষে আমি গিয়ে বললাম, ও মরে যাবে তো, যদি কিছু করেই থাকে তো পুলিশে দিন, মারবেন না, তো মার বন্ধ করলো, কেজানে কি ভেবে, কিন্তু অন্ধকার ঘরে একদিন ছেলেটাকে আটকে রাখলো, আর আমার বাড়ীর লোক আমার নিরাপত্তার কথা ভেবে কি খচে গেলো আমার উপর।
কিন্তু অধিকান্ত সময় কিচ্ছু করার থাকেনা,মনে মনে কষ্ট পাওয়া ছাড়া।এদিকে আমি এত রিয়াক্টিভ, কত লোক সব দেখেও কি কুল থাকে। আমি সেটা শিখতে চাই, কারন আমার ছেলেটাকে নিয়ে একা থাকতে হয়, আর স্বভাব দোষে বড্ড লোকের রাগ বারিয়ে দি।
byaang | ২৩ জুলাই ২০১০ ১৯:২৪ | 122.172.62.74
*ইনফি
byaang | ২৩ জুলাই ২০১০ ১৯:২৩ | 122.172.62.74
হ্যাঁ আকা, ঐ যে বললাম থানায় চিঠি দিয়ে ঘটনা জানানো হয়েছে, আর আমাদের পাড়ায় দেড় হাজার ফ্ল্যাট, ৯০%ই আইটি এমপ্লয়ী, অধিকাংশই ওর্যাকল, ইনি্ফ, আইবিএম ইত্যাদিতে কাজ করে। ফলে কথা ছড়াতেও সময় লাগবে না বেশি।
আজ অর্কুট দেখে জানলাম আকা আমার বন্ধুর বন্ধু।
aka | ২৩ জুলাই ২০১০ ১৯:১৭ | 24.42.203.194
সবথেকে ভালো হয় একবার লোকটির সাথে কথা বলা যায়। হাজার হোক নেবার তো, একটা মিউচুয়াল জায়গায় পৌঁছনই সবথেকে ভালো। তাতে কাজ না হলে আঙ্গুল বাঁকা করার অনেক জায়গা আছে।
aka | ২৩ জুলাই ২০১০ ১৯:১৪ | 24.42.203.194
ব্যাং, মনে হয় করে। এখন তো ব্যপক ব্যাকগ্রাউন্ড চেক হয়। এদেশে এমপ্লয়িদের এরকম কিছু প্রবলেম থাকলে অবশ্যই অ্যাকশন নেবে। দেশের এই কর্পোরেট গুলো অনেকটাই আম্রিগা মোডে চলে, মনে হয় কাজ দেবে।
কর্পোরেট ইমেজ নষ্ট হচ্ছে বললে তো আরও কাজ দেবে। মানে এরকম যে ভাবতেই পারি না যে আইবিএমের মতন ভালো কোম্পানিতে এইরকম লোক কাজ করে। ইত্যাদি ইত্যাদি।
byaang | ২৩ জুলাই ২০১০ ১৯:০৩ | 122.172.62.74
হুতোরটা কোলকাতায়। আমারটা ব্যাঙ্গালোরে।
Manish | ২৩ জুলাই ২০১০ ১৯:০১ | 59.90.135.107
এই ঘটনাটা কি কলকাতায় ঘটেছে
Manish | ২৩ জুলাই ২০১০ ১৯:০১ | 59.90.135.107
টা কি অলকাতার ঘটনা?
byaang | ২৩ জুলাই ২০১০ ১৮:৫৭ | 122.172.62.74
আমার যেটা অবাক লাগে সেটা হল এইসব শিক্ষিত অল্পবয়সী ছেলেমেয়েদের এত কেন সহনশীলতার অভাব হবে যে তারা সাধারণ সেন্সটুকুও হারিয়ে ফেলবে?
byaang | ২৩ জুলাই ২০১০ ১৮:৫২ | 122.172.62.74
ঠিকাছে, শমীক মেল করে দেব। ছেলেটাকে ঐ পুলিশের ভয়ই দেখানো হয়েছে শেষ অব্দি। একটা চিঠি তৈরি করে লোকাল থানায় পাঠানো হয়েছে যে সে এখনো অব্দি এই এই কাজ করেছে, এরপরে আমরা ভয় পাচ্ছি এই লোককে। ছেলেটাকেও চিঠির এক কপি দেওয়া হয়েছে।
byaang | ২৩ জুলাই ২০১০ ১৮:৪৮ | 122.172.62.74
আছে তো অ্যাসোশিয়েশন! তারা বড় বড় কাজ নিয়ে ব্যস্ত, বিল্ডারের সাথে মামলা ইত্যাদি। বিল্ডিংগুলোর নিজস্ব সমস্যা প্রতিটা বিল্ডিংএর বিল্ডিং কমিটি সামলায়।
Samik | ২৩ জুলাই ২০১০ ১৮:৪৫ | 121.242.177.19
ছেলেটার পুরো নাম আমাকে জানাতে পারো, আমি ওর এমপ্লয়ি আইডি বের করে দেব।
Samik | ২৩ জুলাই ২০১০ ১৮:৪৪ | 121.242.177.19
ব্যাং, হবে। আইবিএমের এইচারে ফোন করো, দরকার হলে একটা মেল করে দাও। এটাও জানিয়ে দাও, সেই এমপ্লয়ি এর পরে এই রকম ঘটনা ঘটালে পুলিশ কেস হয়ে যাবে।
তোমাদের সোসাইটিতে অ্যাসোশিয়েশন নেই?
byaang | ২৩ জুলাই ২০১০ ১৮:২৫ | 122.172.62.74
আকা, তোমার কি সত্যি-ই মনে হয়, এইচ আর আদৌ পাত্তা দেবে কোন এমপ্লয়ীর সাথে তার পাড়ার লোকদের কি ঝগড়া হল? নাক কুঁচকে বলবে - কারো ব্যক্তিগত ব্যাপারে মাথা গলাই না।
aka | ২৩ জুলাই ২০১০ ১৮:২২ | 24.42.203.194
আইবিএমের এইচ আর কে ফোন করলেই হবে। শর্ট টেম্পারড এমপ্লয়িদের কেউই খুব পছন্দ করে না।
byaang | ২৩ জুলাই ২০১০ ১৮:১৬ | 122.172.62.74
আরেকটা সদ্য ঘটে যাওয়া ঘটনা। কাল সন্ধ্যে আটটা নাগাদ নীচের ফ্লোরের এক মহিলা ফোন করে বললেন - "এক্ষুনি গ্রাউন্ড ফ্লোরে নেমে আসুন সাথে কয়েকজনকে নিয়ে, এখানে খুব ঝগড়া হচ্ছে।' তাড়াতাড়ি নীচে গেলাম। কাণ্ড দেখে চোখ ছানাবড়া। বাড়ির ঠিক নীচে শান বাঁধানো জায়গায় ছোট্টো ছোট্টো বাচ্চারা খেলে, স্কুটি চড়ে দৌড়াদৌড়ি করে, আর তাদের মা রা বসে আড্ডা দেয়, আর সেই আওয়াজে ফোর্থ ফ্লোরের এক যুবকের এত অসুবিধা হয় যে সে গতকাল সন্ধ্যেয় ইষদুষ্ণ গরম জল ঢেলে দিয়েছে বাচ্চাদের মায়েদের মাথায়, আর ডিম ছুঁড়ে মেরেছে। আগেও নাকি সে নোংরা জল ঢেলে দিয়েছে ওদের উপর। খুব চেঁচামেচি চললো ইংরাজিতে। বলার চেষ্টা করলাম, এটা কমন এরিয়া, এখানে যে কেউ বসতে পারে, কথা বলতে পারে। আইবিএম-এর এমপ্লয়ী ত্রিশোর্ধ যুবক আমাকে শুধোলো - হু আর ইউ? হোয়াই শুড আই টক টু ইউ? আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেই সে আমার মুখের সামনে এসে 'ভৌ ভৌ' করে ডাকতে লাগলো। তারপর বললো - কমন এরিয়া যখন, তখন আমিও কমন এরিয়ায় যা খুশি করতে পারি, বলে বাচ্চা বাচ্চা মেয়েরা চক দিয়ে ছবি আঁকছিলো, সেগুলো পা দিয়ে ঘষে ঘষে মুছলো, আর বলে গেল, - পরেরবার মাথায় গরম প্রেশার কুকার ফেলবো। সবটাই বিশুদ্ধ ইংরিজিতে বলে গেল। ঃ-(
rabaahuta | ২৩ জুলাই ২০১০ ১৮:০৩ | 203.99.212.54
হুঁ, তোমার ঘটানাটা জানি তো...
তবে আমাদের ব্যাপারটা অন্যরকম, আমরা দলে ভারী ছিলাম বলেই রিঅ্যাক্ট করেছি, একা থাকলে পাশ কাটিয়ে পালিয়েই যেতাম...
byaang | ২৩ জুলাই ২০১০ ১৭:৫৮ | 122.172.62.74
হুতো, এই রকম একটা ঘটনার সাথে আমিও কয়েক মাস আগে জড়িয়ে পড়েছিলাম। আর প্রচুর চমকেছিলাম দামি লেবেলের জামাকাপড় পরা, মুখে ইঞ্জিরির ফুলঝুরি ছোটানো ছেলেমেয়েরা কি অবলীলায় অন্য মানুষকে পেটাতে পারে দেখে!
rabaahuta | ২৩ জুলাই ২০১০ ১৭:৩০ | 203.99.212.54
আপিসের সামনে একদংগল ঝকঝকে ইঞ্জিরী বলা রাগী যুবকের সঙ্গে ট্যাক্সিওলার ঝামেলা চলছিল। যুবকেরা দলে ভারী, তাই ট্যাক্সিচালক ব্যাকফুটে, দুয়েকঘা চড়চাপড় ও হয়েছিল। এই চত্তরে ট্যাক্সির রিফিউজাল ও দুর্ব্যবহার খুব, আর পুলিশ টুলিশ, হা হা। তো সেই অব্দি মন্দ নয়। ট্যাক্সিচালক নেমে পাশে দাঁড়ালো, একজন ঝকঝকে স্বাস্থ্যবান রাগী যুবক এসে সোজা তলপেটে লাথি, ট্যাক্সিচালক ছিটকে পড়লো পাশের চাখানার মেকশিফ্ট বেঞ্চ ইঁটের ঢিবি ভেঙে। প্রাপ্তবয়স্ক লোকের, সে বদমাশ যদি হয়ও, গলা থেকে বেরিয়ে আসা অতর্কিত আর্ত কান্না সহ্য করা যায়না। ঝকঝকে যুবককে ব্যাপারটার আইনের সঙ্গে অসঙ্গতি বোঝাতে গেলে হুল্লাট প্রশ্ন, 'আর ইউ আ কপ?'
হা হতোস্মি!
তো তারপর তুমুল বাওয়ালি, ঝকঝকে যুবকদের ক্যাল, ইত্যাদি হল।
এইসব শেষে, আমরা উঠে আসার পর, ট্যাক্সিচালকের অন্যতর শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় পাঁশশো টাকায় রফা হয়েছে শুনলাম। যুবকেরা কাপ্তেন, যে দুজন ক্যালাকেলি শুরু করেছিল, তারা সহ আরো পাঁচজন পালিয়েছে, দুজন ঘন্টাখানেক দরদাম করে টরে পহা দিয়ে ফিরে গেল।
তো কি হল? রিফিউজালও হবে, ঐ যুবকেরা অন্য এলাকায় ট্যাক্সিচালক ক্যালাবে, আমাদের এট্টু উত্তেজনা হলো আরকি।
এদিকে, যুবকেরা ওপিয়াম পানশালা থেকে বেরুনোয়, মদ্যপান বিরোধী কথাবার্তা ধূমায়িত হচ্ছিল, আমি এই মারপিটের মধ্যেও লোককে যথাসাধ্য বোঝাচ্ছিলাম 'বিইং ড্রাঙ্ক ইজ নট দা ইস্যু' ইত্যাদি।
আর মজার ব্যাপারটা হল, ক্যালাকেলিটা ঝকঝকে যুবক ও কর্পোরেট এমপ্লয়ীদের মধ্যে হওয়াতে প্পুউরো ইঞ্জীরিতে বাওয়ালি হল।
Samik | ২৩ জুলাই ২০১০ ১৫:৩০ | 121.242.177.19
সে তো আম্মো জেনেছি। ঃ-)
kd | ২৩ জুলাই ২০১০ ১৫:১২ | 59.93.194.188
কাল বিকেল/রাতে কেলোস্যারের সঙ্গে সামরান, সুমেরু আর আমার জমিয়ে আড্ডা হ'লো।
কেলোস্যার অতীব অতীব ভালোমানুষ। ও হ্যাঁ, ওনার পিতৃদত্ত নামও জেনে ফেলেচি। কিন্তু বলবো না। ঃ)
Bratin | ২৩ জুলাই ২০১০ ১৪:৫৬ | 125.18.17.16
আর ঘন্টা দুই/আড়াই তারপরেই নিশ্চিন্ত।
Samik | ২৩ জুলাই ২০১০ ১৩:১৭ | 121.242.177.19
কেলোবাবু কিন্তু পুরো ভিনি-ভিডি-ভিসি করে হাওয় অহয়ে গেলেন।
de | ২৩ জুলাই ২০১০ ১২:৪৭ | 59.163.30.2
কিচ্ছু পড়ে না -- ওটা মোবাইল!
kc | ২৩ জুলাই ২০১০ ১২:৪১ | 89.203.49.18
এ থেকে বোঝা গেল ডিজি হলেন একজন ম্যাঙ্গো ইউজার (কেলোর মতন নয়)। এবার ডিজির কম্প্যুটারটা উইন্ডোজ কিনা জানতে পারলেই ঐ তক্কটা আবার শুরু হয়। :P
Arpan | ২৩ জুলাই ২০১০ ১২:২৪ | 204.138.240.254
শুধু তাই নয়, শাটারের আওয়াজও বন্ধ করা যায়। তাও জানেন কিনা কে জানে?
Samik | ২৩ জুলাই ২০১০ ১২:২২ | 121.242.177.19
দময়ন্তী, সময় পেলে একটু জিমেল দেখো।
Raj | ২৩ জুলাই ২০১০ ১২:১৩ | 202.79.203.43
সত্তি এই ডিজিটা লুকিয়ে ফটো তুলতেও জানে না ঃ-)
আর বিধানসভার ভিতরে যারা এই পোতিবাদ করেছে তারাই তো কদিন আগে সিঙ্গুর কান্ডের সময় বিধানসভা ভাংচুর করেছে !
Samik | ২৩ জুলাই ২০১০ ১২:০৯ | 121.242.177.19
বিধানসভা কি টিভিতে দেখায়? লোকসভা আর রাজ্যসভা দেখায় তো শুধু।
Samik | ২৩ জুলাই ২০১০ ১২:০৮ | 121.242.177.19
কেবল দূরদর্শনের পারমিশন থাকে। বাকি চ্যানেলগুলো দূরদর্শনের থেকে কিনে নিয়ে দেখায়। কোন জিনিস বেচবে, আর কোন জিনিস বেচবে না, সেটা দূরদর্শনের নিজস্ব বিচার।
quark | ২৩ জুলাই ২০১০ ১২:০১ | 202.141.148.99
টিভিতে দেখায় কেং কয়ে?
Samik | ২৩ জুলাই ২০১০ ১১:৫৪ | 121.242.177.19
একটা ফালতু ইস্যু নিয়ে বাইটের পর বাইট খচ্চা, রিলের পর রিল খচ্চা, পাতার পর পাতা খচ্চা। কেন, না নিয়মে আছে। বালের নিয়ম। ভেতরে ছবি তোলার অনুমতি থাকে না বলেই বোধ হয় বিধায়করা বিধানসভার মধ্যে ঐ রকমের খচরামি করতে পারে।
Arpan | ২৩ জুলাই ২০১০ ১১:২০ | 204.138.240.254
এইজন্যই লোকে বলে টেকনোলজিটা শিখে রাখতে। ছবিও তুলবে, অথচ ফ্ল্যাশ অফ করতে জানে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন