এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৭ জুন ২০১০ ১১:৪৩ | 203.99.212.53
  • চতুষ্পদ প্রাণেদের হত্যা করার পরে, যেরকম ভাবে বাঁশে করে ঝুলিয়ে নিয়ে যাওয়া হয়, সেরকম ভাবে দেখলাম, মৃত/আহত মাওবাদেদের জঙ্গল থেকে নিয়ে আসছেন জওয়ান রা। এই রকম একটা ছবি বেরিয়েছে টেলিগ্রাফ এ। ভেতরের পাতায় আজ।

    মানে এই টা একটা আজব ভার্ট্রিহত্যার খেলা, ল্যান্ড মাইনে ছিন্ন ভিন্ন দেহাংশ মাছ বা তরকারির থলে তে বা সার বা ধান বা সিমেন্টের বস্তায় কুড়োনো হএতি পারে, যার পুরোটা পাওয়া গেল, তার হয়তো কফিন হবে, বাকিটা বলা যায় না।

    কিন্তু তাই বলে বাঁশে করে জন্তুর মত ঝোলানো, এটা কি মৃগয়া-ক্রীড়া? মাওবাদী আর স্টেট ফোরস ইমিডিয়েটলি একটা বেসিক ডেকোরাম এর প্রতিষ্ঠা করুক, মৃত/আহত মানুষকে বাঁশে ঝুলিয়ে আনা, জাস্ট কল্পনা করা যায় না। যতই সিভিল ওয়ার হোক, বেসিকালি এটা ফ্রাট্রিসাইড এটা স্বীকার করে নিয়ে কিছু স্ট্রেচার অন্তত থাকুক রে বাবা, বা রেড ক্রস কে হ্যান্ড ওভার করা হোক, যেই মরুক, সে তো আমার দেশের ই লোক রে বাবা।

    এত ঘৃণা, একটা মৃত মানুষের জন্য, নাকি সব ই লজিস্টিক্স? আনবিলিভেবল।

    মওবাদীদের প্রতি আমার বিন্দুমাত্র শানুভূতি নেই, পুলিশের গুলিকে দেশের শান্তিস্থাপনের পদ্ধতি হিসেবে স্বীকার অবভিয়াসলি করি না, কিন্তু মরে যাবার পরে, কে পুলিশ আর কে মাওবাদী। বেসিক ডিগনিটি থাকবে না একটা মৃতদেহর?

    আন ফাকিং বিলিভেবল।
  • Arpan | ১৭ জুন ২০১০ ১১:২৭ | 122.252.231.10
  • না না স্যান্দি মোটেও গেছো নয়!
  • o d | ১৭ জুন ২০১০ ১১:২৭ | 61.12.12.83
  • গেছো স্যান?
  • de | ১৭ জুন ২০১০ ১১:২৪ | 203.199.33.2
  • ও। ক'দিন দেখিনি তাই ভাবছিলাম এখনই গেছো বোধহয়!
  • til | ১৭ জুন ২০১০ ১১:২৩ | 210.193.178.129
  • প্রোটন, নিউট্রন; রাবড়ি, জিলিপি; জামাইষাষ্ঠী; LHC, সিঙ্গাড়া সব একই নিশ্বাসে!
  • san | ১৭ জুন ২০১০ ১১:১৫ | 203.91.201.56
  • নানা। বেড়াতে যাওয়া জুলাইতে। রাবাংলা পেলিং।
  • de | ১৭ জুন ২০১০ ১১:১০ | 203.199.33.2
  • স্কুলে যে টীচার বেত মারে -- তাকেই আগে ডাক্তার দেখানো উচিত -- মানসিক ভাবে অসুস্থ না হলে কেউ এটা করতে পারে না!

    স্যান কি বেড়াতে গেছিলে নাকি?
  • de | ১৭ জুন ২০১০ ১১:০৫ | 203.199.33.2
  • কাল তো সবাই জামাইষষ্ঠীর প্ল্যান করছিলো -- তাই ভুলে গেছে বোধহয়!
  • san | ১৭ জুন ২০১০ ১১:০০ | 203.91.201.56
  • কাল আষাঢ়স্য প্রথম দিবসে কেউ একটি বৃষ্টির কবিতাও লেখেন নাই? ঃ-(
  • mehonotimanusherpokkhe | ১৭ জুন ২০১০ ১০:০৯ | 122.162.75.161
  • এ সব শুধু বিরোধীদের অপপ্রচার। আপনারা বিভ্রান্ত হবেন না। ফ্যাসিবাদী বিরোধী শক্তি আপনাদের ভুল বোঝাচ্ছে। প্ররোচনায় পা দেবেন না।
  • Ishan | ১৭ জুন ২০১০ ১০:০৪ | 125.18.17.16
  • ইয়ার্কি নাকি? এর শুধু বিভাগীয় তদন্ত হবে। এক সদস্যের কমিটির চেয়ারম্যানের নাম আপনাদের পরে জানানো হবে।
  • mamatimanush | ১৭ জুন ২০১০ ০৯:৫৪ | 61.12.12.83
  • আমি TR কাণ্ডের পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত এবং ঈশানবাবুর পদত্যাগ দাবী করছি।
  • ranjan roy | ১৭ জুন ২০১০ ০৯:৪৪ | 122.168.25.108
  • অক্ষ,
    র‌্যামপ্যান্ট নয়, কিন্তু অকেশনাল। বছর পোনেরো আগে জশপুর বাই -ইলেক্‌শন ছিল প্রেস্টিজিয়াস লড়াই। মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের বিরুদ্ধে জশপুর মহারাজা বিশ্ব হিন্দু পরিষদের দিলীপ সিং জুদেব। তাতে লিস্টে বেশ ক'জন অর্জুন সিং, কুঁয়র অর্জুন সিং, দিলীপ সিং ছিল।
    এতে খুব তফাৎ হয় না। কিন্তু ক্লোজ কন্টেস্ট হলে--?
  • Samik | ১৭ জুন ২০১০ ০৯:৪২ | 122.162.75.161
  • টিআর সক্কাল সক্কাল আপিস বেরোনর আগে কেবল একবার গুরুচণ্ডা৯ খুলে বসেন। সকাল ৮টা থেকে নটার মধ্যেই পোস্ট করেন। আর করেন না। আপিসে সম্ভবত গুচ-র অ্যাক্সেস নেই। আবার পরদিন সকালে আগের পাতা উল্টে দেখার সময় থাকে না।

    উইকেন্ডই ভরসা। ঃ-)
  • ranjan roy | ১৭ জুন ২০১০ ০৯:৩৮ | 122.168.25.108
  • TR,
    মহাপ্রাণবর্ণ গুলো ক্যাপিটালে লিখুন।
    iuTiube= ইউটিউব।

    আর F, V এগুলো লিখতে হলে লিখবেন ph, bh ইত্যাদি।

    bhiDio= ভিডিও।

    Dঃ দময়ন্তীর উত্তরপূর্ব অঞ্চলের মেয়েটির দূর্দশার গল্পে অনুপ্রাণিত হয়ে।
  • jamaai | ১৭ জুন ২০১০ ০৯:২৭ | 122.162.75.161
  • আজ জামাই ষষ্ঠী না?
  • d | ১৭ জুন ২০১০ ০৯:১১ | 115.117.195.14
  • মারধোর ছাড়াও অনেকসময়ই স্কুল থেকে যে ধরণের সব ব্যবহার করা হয় ---- আমরা যখন ক্লাস এইটে পড়ি, আসাম থেকে একটি মেয়ে এসে ভর্তি হল। যে কোন কারণেই হোক, মেয়েটি অ্যালজেব্রা একেবারে জানত না। পশ্চিমবঙ্গে ক্লাস সেভেনে অ্যালজেব্রা শুরু হয়, তো এইটে মেয়েটিকে যে পরিমাণ লাঞ্ছনা সহ্য করতে হত, বলার নয়। ক্লাসে ছাত্রীসংখ্যা ছিল ৩৫। এমন কিছু বেশী নয়। অথচ আলাদা করে সাহায্য করা দূরে থাক, দিদিমণিরা যেন ওকে অপমান করেই আনন্দ পেতেন। নাইনে ওঠার পরে আরও খারাপ হয়। এবারে বাংলার শিক্ষিকা ওর ওপরে ক্ষেপে ওঠেন। মেয়েটি বাংলা ভালই লিখত, তবু এই আক্রোশের কারণ আমি আজও বুঝি না।

    এইসব শিক্ষিকাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারি নি। :-X :-X :-X :-X
  • d | ১৭ জুন ২০১০ ০৯:০১ | 115.117.195.14
  • বছর দেড়েক আগে স্কুলে মারধোর বন্ধের জন্য আইন পাশ হয়েছে। অথচ এই সোমবার পর্যন্তও লা মার্টসের শিক্ষকরা বেত মারার পক্ষে সওয়াল করে এসেছেন। কালকের কাগজে দেখলাম যে অবশেষে ওনারা বেত বন্ধ করতে রাজী হয়েছেন।

    রোভনজিৎএর ডায়রি পড়ে সম্ভবতঃ ওর বাড়ীর লোক থানায় অভিযোগ করেন। থানায় যাওয়ার আগে এদিক সেদিক অভিযোগ করেছেন, কিন্তু কেউ তেমন পাত্তা দেয় নি।
  • TR | ১৭ জুন ২০১০ ০৮:৪৪ | 122.162.75.161
  • তারকরঞ্জন
  • dipu | ১৭ জুন ২০১০ ০৬:৫২ | 59.164.99.85
  • মাইরি কী ইমেজ বানিয়েছি!! নতুন কেউ এলে তাকে দীপু বলে সন্দেহ করা হচ্ছে!

    আমি নিজেই তো এই TR কে কবে যেন "আপনারা' লিখতে শেখালুম ঃ-(
  • a x | ১৭ জুন ২০১০ ০১:১২ | 143.111.22.23
  • এরকম ১ঃ৩ রেশিও তে ডামি ক্যান্ডিডেট দাঁড় করানোর জন্য তো প্রচুর পয়সা দরকার! আর এনিয়ে কোনো নিয়ম কানুন নেই?!
  • Arpan | ১৭ জুন ২০১০ ০০:৫৬ | 122.252.231.10
  • এরকম হামেশাই হয়। সেটা ঠিকই বলেছে।
  • a x | ১৬ জুন ২০১০ ২৩:৫৫ | 143.111.22.23
  • আচ্ছা তোমরা এই ডামি ক্যান্ডিডেটের ব্যাপারে কিছু জান? ওর্কুটে দেখলাম, এক দিপালী নাম্নী তৃণমূলের ক্যান্ডিডেতের এগেনস্টে বামফ্রন্ট তিন দিপালী ডামিকে দাঁড় করিয়েছে, তারা যদিও একটিও ভোট পায়নি, এটা তো পরিষ্কার ভোটারদের জেনেবুঝে কনফিউজ করার জন্য।

    সিপিএম সমর্থকরা বলছেন, এরকম নাকি হামেশাই হয়, এনিয়ে এত কথা বলার কি আছে? এটা কি এত র‌্যামপ্যান্ট একটা জিনিস?
  • lcm | ১৬ জুন ২০১০ ২৩:৪৫ | 128.48.7.216
  • আমার কিন্তু টিআর-এর বাংলা ইন্টারেস্টিং লাগছে, বিশেষ করে "ইউতিউব', পাক্কা সাউথ-ইস্ট এশিয়ান অ্যাক্‌সেন্ট।
  • TR | ১৬ জুন ২০১০ ২৩:১০ | 168.26.215.13
  • ঈশান অপ্নাকে অসমখ ধ্‌ন্‌য়বদ
  • Ishan | ১৬ জুন ২০১০ ২৩:০০ | 122.163.79.220
  • দীপু ছাড়া আবার কে?
  • Binary | ১৬ জুন ২০১০ ২২:৫৯ | 148.141.31.2
  • তারাপদ রুদ্র
  • aka | ১৬ জুন ২০১০ ২২:৫৫ | 168.26.215.13
  • বাসন্তী তুমহারা নাম কেয়া হ্যায় টাইপ?
  • kc | ১৬ জুন ২০১০ ২২:৩৭ | 89.203.49.18
  • এইটা অ্যাকচুয়ালি ক্যুইজের কোচ্চেন, তবু এখানেই দেওয়া হল, TR আসলে কে? ঃ)
  • TR | ১৬ জুন ২০১০ ২২:২৯ | 59.164.188.39
  • টিম আপনাকে অসম্‌খ্‌য় ধন্যবাদ।
  • Tim | ১৬ জুন ২০১০ ২২:১৮ | 198.82.22.137
  • মজার ভিডিও। ভালো লাগলো।

    আজ ভাট একেবারে শুনশান। যাই এট্টু কাজ করে আসি।
  • TR | ১৬ জুন ২০১০ ২২:১২ | 59.164.188.39
  • এই ইউতিউব ইদিও তা আপনাদের ভালো লেগেচে? এই য়েব্‌সাইতে বাঙ্গালোর থেকে কেউ আদ্দা দেন?
  • TR | ১৬ জুন ২০১০ ২২:০০ | 59.164.188.39
  • ওহ দুকি্‌খত।।।।
  • TR | ১৬ জুন ২০১০ ২১:৫৮ | 59.164.188.39
  • হ্‌ত্‌ত্‌পঃ//য়্‌ব্‌ব।য়ৌতুবে।ওম/য়ত্‌চ?=হৃঅণ৪ঊএঅতুরে=প্লয়ের্‌এম্বেদ্দেদ
  • Tim | ১৬ জুন ২০১০ ২১:৫১ | 198.82.22.137
  • পাই কি টিআরকে ঘুরিয়ে ধন্যবাদ দিতে বল্লো ? ইতনে সারে ধন্যবাদ লেকার কেয়া করোগে! ঃ-))
  • TR | ১৬ জুন ২০১০ ২১:৫০ | 59.164.188.39
  • পাই।
  • TR | ১৬ জুন ২০১০ ২১:৪৯ | 59.164.188.39
  • পই ঃ)
  • pi | ১৬ জুন ২০১০ ২১:৪৪ | 128.231.22.89
  • aapanaaraa টা শিখেছিলেন না ? ভুলে গেলেন ? ঃ(

    যাই হোক, আপনার এর পরের পোস্টটা, মানে, নীচের লাইনটা একবার দেখে দেখে লিখুন, এইভাবেই আস্তে আস্তে ঠিক অভ্যেস হয়ে যাবে। 'আপনার' বানানটাও প্র্যাকটিশ হবে। ঃ)

    paai, aapanaake anek dhanyabaad
  • TR | ১৬ জুন ২০১০ ২১:৩১ | 59.164.188.39
  • আপ্নার সোবাই ভালো আচেন?
  • TR | ১৬ জুন ২০১০ ২১:২৭ | 59.164.188.39
  • হাই!
  • Samik | ১৬ জুন ২০১০ ১৮:২৭ | 121.242.177.19
  • তিল আংশিক সইত্য। দিল্লির প্রেমে পড়ার একটা অন্যতম কারণ ইতিহাস। কলকাতা শহরের ইতিহাস একরকমের, সব সাধারণ মানুষের ইতিহাস, গলিঘুঁজির ইতিহাস, নবজাগরণের ইতিহাস। আর দিল্লির ইতিহাস হল ইতিহাসের ইতিহাস, রাজা-রাজড়া, বাইরের শত্রুর আক্রমণ, এক ডাইনাস্টির পর আরেক ডাইনাস্টির হাতে দেশ চালানোর ইতিহাস। দুটো দু রকমের।

    এর বাইরেও আছে কিছু।
  • de | ১৬ জুন ২০১০ ১৭:৫৯ | 59.163.30.2
  • আমার জার্মান হতে বয়ে গেছে!

    কি বিষ্টি ! বাড়ি কাটি!
  • Arpan | ১৬ জুন ২০১০ ১৭:৫৬ | 216.52.215.232
  • ঃ-)

    কাজাকস্তানের শান্তনুদা একবার দুক্কু করে বলেছিল যে ওর সব কিম্ভুত জায়গায় পোস্টিং পড়ে। এমন সব কিম্ভুত জায়গা যে শ্বশুরমশায় জামাইয়ের কথা লোককে সোনামুখ করে বলতে পারেন না।
  • Arijit | ১৬ জুন ২০১০ ১৭:৫৫ | 61.95.144.122
  • আমার যেতে এক্কেরে ইচ্ছে করে না, কিন্তু গৃহশান্তির জন্যে যেতে হয়। আগের বারই বল্লুম যে নতুন একখান তো আছে, সেটারে নিয়েই না হয় কাম সারেন - কেউ শুনলো না। এবারেও শুনবে না। তবে তারিখটা ফ্লেক্সিবল।
  • o d | ১৬ জুন ২০১০ ১৭:৫৫ | 61.12.12.83
  • দুঃখ করবেন না। আমাকেও কেউ জামাইষষ্ঠীতে নেমন্তন্ন করে না। অনসাইট অর হোয়াটেভার।
  • Lama | ১৬ জুন ২০১০ ১৭:৫০ | 203.99.212.53
  • আমাকে জামাইষষ্ঠীতে নেমন্তন্ন করে না। গত বছরের আগের বছর অনসাইট গিয়েছিলাম, তাই গত বছর করেছিল। গত বছর কোথাও যাই নি, তাই এ বছর করে নি ঃ(
  • Arpan | ১৬ জুন ২০১০ ১৭:৪৮ | 216.52.215.232
  • হায়! আমার কি আর সেই সৌভাগ্য আছে।

    তবে একটা মোটা চেক এসেছে। একদিন ভালো মতন সাঁটানো আর গোটা দুয়েক বইটই কেনা যাবে। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত