এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ri | ৩০ মে ২০১০ ০৯:১৬ | 121.247.231.168
  • কাকে গল্প শোনাচ্ছো ? বিদেশে আম্মো থেকেছি বছরভর ।আঁখোদেখা হাল বিদেশে বসে দেখা যায় না।ইউটিউবে পছন্দমত ফিলটার্ড নিউজ আপ্লোড করা হয়।

    আত্মীয় পরিজনেরা হন্যে হয়ে ঘুরছে, হাহাকার করছে পরিচয় জানার জন্যে।কিন্তু রেল কিছুতেই রিজার্ভেশন লিস্ট বার করছে না।মালগাড়ীর চালক নির্ভয় কুমার বলছে দুর্ঘটনার সময়ে উপস্থিত ছ সাত জন "কিছু হয় নি তেমন কিছু হয় নি" বলে অন্ধকারে মিলিয়ে যায়।এগুলো কি দেখেছো?
    ১৪৩ জন মরে লাশ হয়ে গেল । কালকের সাংবাদিক সম্মেলনে নির্লজ্জভাবে শুভা কাল বলেছে 'এটা রাষ্ট্রীয় সন্ত্রাসের ফলস্রূতি'। তারপর ই আবার বলছে মাও রা নয় সিপিএম ঘটিয়েছে।এবং নিজের চ্যানেলে কাল রাতেও প্রচার করেছে মৃতের সংখ্যা ৬৭(মাত্র)। এটাও কি দেখেছো?

    এই চ্যানেল গুলো বিদেশে থাকলে দেখা যায় না। বিদেশে থাকলে অবশ্য অ্যামট্রাক ট্রেন আর গ্রেহাউন্ড বাসেও মরার ভয় থাকেনা।

    ছোট শওকতের ছবি টা দেখে কি মনে হয় এও আমার সন্তানের মতই ? শাম্মি শিরিনের ছোট্ট লাশ দুটো দেখে বিবেকে লাগে কি একটুও ?

    ২০৫০ সালের মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য কত মানুষ কে মারবে তোমার হবু রাষ্ট্র? আর রাষ্ট্র তার নাগরিক দের বাঁচাতে অস্ত্র হাতে নিলেই মাওদের সিভিল ওসাইটির মুখপাত্র হয়ে হিউম্যান রাইটসের কান্না জুড়বে? আর যখন 'মাও রা সবচেয়ে বেশী হিউম্যান রাইট্‌স ভাওলেট করে' শীর্ষক রিপোর্টের লিংক গুরু পাতায় দেওয়া হয়েছিলো, তখন তো আগডুম বাগ্‌ডুম বলে সেটা কার্পেটের তলায় ঢুকিয়ে দিতে চেয়েছিলে। অবশ্য এটাই এক্সপেক্টেড - পাই এর দেওয়া লিংক এ হিমাংশু কুমার 'কন্ডেম' শব্দটা ইউজ করা সত্তেও তর্ক করেছিলে না হিমাংশুও মাও নিন্দে করেন নি।
  • Arpan | ২৯ মে ২০১০ ২১:২১ | 122.252.231.10
  • আছি। কাল ফোন করবি একবার?
  • Bhuto | ২৯ মে ২০১০ ২১:১১ | 117.192.17.73
  • উফ, এলাম বহুদিন পরে।
    মর্মান্তিক দুর্ঘটনা ।
    অর্পনদা কি আছো ধারেকাছে, বইগুলো দেবার ছিল। কাল নেবে?
  • h | ২৯ মে ২০১০ ১৬:৫৩ | 180.215.21.37
  • শিশির অধিকারী প্রথম সিপিএম কে দায়ী করেন। তার-ও আগে অবশ্য ভোরের দিকে দিদি বলেন, এতে তাঁর কোন দায় নেই, এটা ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেকট ইত্যাদি।

    তার পরে বিমান বাবুর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবী এবং তদন্তের দাবী, কে তদন্ত করবে সেটা মেনশন না করে।

    বুদ্ধ কনফারেন্স বাতিল করেছেন, দুঃখের দিনে ঝগড়া করবেন না ইত্যাদি বলে।

    আর এখন বুদ্ধিজীবী রা সোজাসুজি সিপিএম কে দায়ী করলেন, যুক্তিটা অসাধারণ, মোড়ে মোড়ে লোকে তাই বলছে, শুভা উবাচ।

    কখনো সত্য বেরোবে কিনা কে জানে। যা সব মাল তদন্তের এজেন্সী।

    পিনাকির সঙ্গে আমিও একমত। যেই করে থাকুক সেই ডাউন মাল গাড়ি টা হিসেবে এনে করে নি। তাই সকলেই নি জার্ক রিয়াকশন করছে, মাওবাদী রা ছাড়া, কারণ তারা তো এমনি এমনি খায়।

    যাবতীয় সিকিউরিটি এক্সপার্ট, মাওবাদী কম্যান্ডার আর মাওবাদীদের সিভিল সোসাইটির সমর্থক দের খুব মজা পাওয়া উচিত, অনেক দিন পরে একটা নাশকতার কাজে তাদের কেউ সন্দেহ করছে না, সিভিল ওয়ার তৈরি করার সাইকোলোজিকাল দিকটা অনেকটাই সম্পূর্ণ। পার্লামেন্টারি সংগঠিত পলিটিক্স এর আমূল বারোটা বাজার সময় বিউটি করে এগিয়ে আসছে। একটাই কমিক রিলিফ। কে একজন দেখলাম এগিয়ে এসে মমতাকে রেলের 'সর্বাধিনায়ক' বললেন। ফ্যাসিবাদের শব্দ গুলো মাইরি আরেকটু সাবধানে আমদানী করবে তো।

    আর একটা কথা, বুদ্ধিজীবি দের রিয়াকশন দেখে মনে হচ্ছে, মমতা কে মনমোহনের রেপ্রিম্যান্ড করার বা রিসাইন করতে বলার আশংকা আছে। এটা কমপ্লিট স্পেকুলেশন অবশ্য।
  • Pintu | ২৯ মে ২০১০ ১৪:০৩ | 217.162.209.233
  • সে তো মাওবাদীরাও বলছে cpi(m) করেছে। কিভাবে বলছে জানা নেই।
  • . | ২৯ মে ২০১০ ১৩:৩৬ | 115.117.218.71
  • হিমাংশু কুমারও তাই বলছেন।
  • Ishan | ২৯ মে ২০১০ ১৩:১২ | 122.163.79.150
  • আর বুদ্ধবাবু, বিমানবাবু, ইয়েচুরি, কাল সকাল থেকে সজোরে বলে আসছেন, এই কাজ মাওবাদীরাই ঘটিয়েছে। কিভাবে বলছেন জানা নেই।
  • Ishan | ২৯ মে ২০১০ ১২:৪৬ | 122.163.79.150
  • দুদিন আগে যা ভাবা হয়েছিল, সিপিএম পুরভোটে তার চেয়ে ভালো ফল করবে।

    ডিঃ এটা অমার আন্দাজ।
  • . | ২৯ মে ২০১০ ১১:৩৫ | 115.117.218.71
  • "...যার প্রেক্ষিতে বিমানবাবু বলেন, "ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। কারা তা হলে এই ঘটনা ঘটাল, কয়েক দিনের মধ্যেই তা চিহ্নিত করা হোক।"- আনন্দবাজার পত্রিকা
  • a x | ২৯ মে ২০১০ ১১:১৭ | 99.188.83.127
  • সিপিএম কোনো তদন্তের দাবী আদৌ করেছে?
  • aka | ২৯ মে ২০১০ ১০:৫৪ | 71.43.7.74
  • যেই করুক উল্টোদিক থেকে মালগাড়ি এসে যাবে এটা ঠিক ভাবে নি।
  • pinaki | ২৯ মে ২০১০ ০৫:১০ | 208.120.149.181
  • স্বার্থের দিক দিয়ে দেখলে অবশ্য সিপিএমের নামটা প্রথম মাথায় আসে। একসাথে মাওবাদীদের আর মমতাকে কর্নার করার সুযোগ পেয়ে গেল সিপিএম। তবে এই কনস্পিরেসি থিওরি নিয়ে এখনি লাফানো উচিৎ নয়। একইভাবে মাওবাদীরা যেখানে স্পষ্টভাবে অস্বীকার করছে, তখন তাদেরকে ঘটনার জন্য দায়ী করে হৈ হৈ করে প্রচারে নেমে পড়াটাও ঠিক নয় - যেটা সিপিএম করছে।

    তবে দেখেশুনে মনে হচ্ছে যেই করে থাকুক, এত বড় দুর্ঘটনা ঘটবে - এটা মনে হয় আন্দাজ করে নি। মাওবাদীরা যদি এই ঘটনা নাও ঘটিয়ে থাকে তবু এখান থেকে শিক্ষা নিয়ে এর পরে রেল লাইন ওড়ানো - ইত্যাদির মত অ্যাকশনগুলো ভবিষ্যতে এড়িয়ে চলার কথা ভাবা উচিৎ।
  • tatin | ২৯ মে ২০১০ ০২:৩২ | 130.39.149.191
  • But Maoist spokesman Comrade Khokan spoke to the BBC by telephone to deny any involvement. He said the government "put the blame on us and put us on the defensive".

    http://news.bbc.co.uk/2/hi/south_asia/10178967.stm
  • Ishan | ২৮ মে ২০১০ ২২:৪০ | 122.163.79.150
  • অসিত মাহাতো এপিসোড তো হয়ে গেছে। ভদ্রলোক ফোনে এসেছিলেন। এখন কে এক এক্সপার্ট বলছেন।

    আর পিটিআইকে ফোন করে অসিত মাহাতো দায় অস্বীকারই করেছিলেন। আমি যা পড়লাম।

    http://news.rediff.com/report/2010/may/28/maoist-backed-pcpa-claims-responsibility-for-derailment.htm
  • . | ২৮ মে ২০১০ ২২:৩৮ | 115.117.212.18
  • দেখছি। এ রকম কিছু তো দেখতে পাচ্ছি না। শুধু অসিত মাহাতোর বক্তব্য স্ক্রোলিং নিউজে দেখতে পেলাম।
  • Ishan | ২৮ মে ২০১০ ২২:৩২ | 122.163.79.150
  • স্টার আনন্দ। চলছে এখনও।
  • Ishan | ২৮ মে ২০১০ ২২:৩১ | 122.163.79.150
  • বিমানবাবু, বুদ্ধবাবু, ইয়েচুরি একযোগে দাবী করছেন এটা মাওবাদী নাশকতা। কেন্দ্র অবিলম্বে হস্তক্ষেপ করুক। তিনশ ছাপ্পান্ন চাইছেন কিনা বোঝা যাচ্ছে না।
  • . | ২৮ মে ২০১০ ২২:৩০ | 115.117.212.18
  • কোন চ্যানেলে? অসিত মাহাতো দায় অস্বীকার করেছে শুনলাম। যদিও সকালে পিটিআই-র অফিসে ফোন করে পিসিপিএ নাকি দায় স্বীকার করেছিল। মাওবাদীদের কোনো বক্তব্য তো পাই নি এখনও।
  • Ishan | ২৮ মে ২০১০ ২২:২৬ | 122.163.79.150
  • এটার একটা ঠিকঠাক তদন্ত হওয়া উচিত। যে যা খুশি বলে যাবে হতে পারেনা। অবশ্য কেই বা তদন্ত করবে।
  • Ishan | ২৮ মে ২০১০ ২২:২৩ | 122.163.79.150
  • এটা শুনে নির্বেদ রায় বললেনঃ

    মাওবাদীরা তো একটা দল নয়। অনেক গ্রুপ অনেক জায়গায় কাজ করে। অসিতবাবু জানেন না।

    অভিরূপ বাবু বল্লেনঃ

    এ তো সন্ত্রাসবাদ। পুলিশ মারা বুঝি। সি আরপিএফ মারা বুঝি। কিন্তু এটা সন্ত্রাসবাদ।

    এছাড়াও মমতা বলেছেন বিস্ফোরণে ট্রেন ডিরেলড হয়েছে। চিদাম্বরম/প্রণব বলেছেন নাশকতার কোনো প্রমাণ নেই। রাজ্য পুলিশের ডিজি বলেছেন বিস্ফোরণের কোনো প্রমাণ নেই। বুদ্ধবাবু বলেছেন এটা মাওবাদীদের কাজ। এবং টিভির নিচের ব্রেকিং নিউজে একবার দেখলাম মাওবাদীরা দায় অস্বীকার করেছে।
  • . | ২৮ মে ২০১০ ২২:২০ | 115.117.212.18
  • ডিঃ আগের পোস্ট ঈশানের পোস্টের উত্তরে নয়।
  • . | ২৮ মে ২০১০ ২২:১৯ | 115.117.212.18
  • গোয়েবলসের সবজান্তা চ্যালাদের সংখ্যা ক্রমবর্ধমান!
  • Ishan | ২৮ মে ২০১০ ২২:১৮ | 122.163.79.150
  • অসিত মাহাতোকে এই মাত্র টিভিতে দেখলাম। সরাসরি। উনি এই ঘটনায় জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করলেন।

    কথাবার্তা এইরকম হলঃ

    -- আপনারা এটা ঘটিয়েছেন?
    -- না। দুঃখপ্রকাশ করছি।
    -- তাহলে যে পোস্টার পাওয়া গেছে?
    -- ওরকম কাগজে লেখা পোস্টার যে কেউ রাখতে পারে।
    -- কিন্তু এটাই তো আপনাদের স্টাইল। তাছাড়াও এলাকাটাই আপনাদের।
    -- সিপিএমের হার্মাদবাহিনী গ্রামে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। ৩৫ ৪০ টা গ্রাম জনহীন। লোকে জঙ্গলে কাটাচ্ছে। ওরা খুন করে আমাদের নামে চাপাচ্ছে। ওদের পক্ষে সবই সম্ভব।
    -- তাহলে বলছেন এটা সিপিএমের চক্রান্ত?
    -- হ্যাঁ হ্যাঁ। সবই হতে পরে।

    হুবহু লিখতে পারলাম না। তবে ব্যাপারটা এরকমই হল।
  • tatin | ২৮ মে ২০১০ ২২:১১ | 130.39.149.191
  • সমস্যাটা হলো আপনার অপেক্ষার সুযোগে অপরপক্ষ উদোকে ক্লিনচিট দিয়ে বুধোকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেবেন- তাই, ন্যূনতমপক্ষে অসঙ্গতিগুলোকে পয়েন্ট আউট করা ভীষণ জরুরী
  • a x | ২৮ মে ২০১০ ২২:০৭ | 143.111.22.23
  • ঋজু, বিদেশে বসে অনেকসময় বেশি খবর পাওয়া যায়, এটাই ট্র্যাজেডি। কিন্তু এখনও কিছুই বোঝা যাচ্ছেনা। পরষ্পর বিরোধী খবর নিজেদেরই ক¾ট্রাডিকট করে বেরোচ্ছে। হেডিং-এ মাওইস্ট, ভেতরে সাস্পেকটেড মাওইস্ট। কখনও মাওইস্ট পোস্টার কখনও পিসিপিএ পোস্টার, এবং পরে সেটাও বদল। কাজেই মাস হিস্টেরিয়া (যা দিয়ে কাগজ চলে) না জাগিয়ে বা সুজাত ইত্যাদির মত এখনই কন্সপিরেসি থিওরি গুলো না নামিয়ে অপেক্ষা করাই শ্রেয়।
  • . | ২৮ মে ২০১০ ২২:০২ | 115.117.212.18
  • তৃণমূলও রাইখস্ট্যাগ মডেল নকল করছে শেষে!
  • h | ২৮ মে ২০১০ ২১:৫৪ | 180.215.99.199
  • শিশির অধিকারি বলেছেন সিপিএম জড়িত, বা 'কারা জড়িত বোঝাই যাচ্ছে।'

    এইখানে একটা ভোট হলে ভালো হয়।

    কত পার্সেন্ট পাঠক কাকে দায়ী বলে মনে করছে। তার পরে সত্য যদি আদৌ বেরোয়, তখন যে জিতবে তাকে অন্যরা মিষ্টি খাওআবে।

    এই ভাবে মানুষ মরা উপলক্ষে আমরা ছোটো ছোটো পার্টি গেমস করতে পারি।
  • tatin | ২৮ মে ২০১০ ২১:৫০ | 130.39.149.191
  • সিপিয়েম ও মালেগাঁও কেস নকল করছে শেষে!
  • h | ২৮ মে ২০১০ ২১:৪৯ | 180.215.99.199
  • http://www.ndtv.com/news/india/what-caused-the-train-derailment-28462.php

    এই খবরটা পড়লেই বোঝা যাবে, সেকন্ডারি সোর্সের উপরে সাংবাদিকতায় মাইরি আমার একটা পিতিভা ছিল। তোমরা কেউ স্বীকার করলা না ঃ-(
  • Ri | ২৮ মে ২০১০ ২১:২৬ | 121.246.10.135
  • বিদেশে বসে থাকলে অনেক খবর জানা যায় না। যেমন ঘটনস্থল থেকে উদ্ধার হওয়া "জনগনের কমিটির" লিফলেটে লেখা " যৌথ বাহিনীর প্রতিবাদে আমাদের কর্মসূচী" লোকাল টিভি চ্যানেলে দেখা যাচ্ছে। ওগুলো কি কুকড আপ?
    আর বিবিসির দেওয়া ২৫ নয় এখন লাশ গুনে গুনে বেরিয়েছে ৭৮ জনের। তার পরেও পুরো এস ৫ এবং অংশত এস ৪ থেকে লাশ বের করা বাকি।
  • Arpan | ২৮ মে ২০১০ ১৮:১৫ | 204.138.240.254
  • মলে হাড়িয়া রাখার আইডিয়াটা বেশ এক্সোটিক।
  • h | ২৮ মে ২০১০ ১৪:০৯ | 203.99.212.53
  • চিদম্বরম বলেছেন, সাবোটাজ কিন্তু ব্লাস্ট নয়।
    (অর্থ ১ঃ- মাওবাদীরা স্বক্রিয় ভাবে বোমা ফাটিয়েছে কিনা ক্লিয়ার না, কেন্দ্রীয়/যৌথ অভিযান যা চলছে ঠিকাঅছে।
    ২।রেলের সিকিউরিটির দোষ
    )

    মমতা বলেছেন, সাবোতাজ এবং ব্লাস্ট।

    (অর্থ ১.
    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্র্যাটেজি ঠিক না। এর মানে এও হতে পারে যে আর্মি নামানো উচিত ঃ-)
    অর্থ ২. এটা ল অ্যান্ড অর্ডার পবলেম। অতএম বিটুইন চিদম্বরম অ্যান্ড স্টেট গভঃ)

    প্রণব বলেছেন, সাবোতাজ বা ব্লাস্ট সহ সাবোতাজ কোনো কিছুই প্রমাণিত নয়।

    অর্থ ১ঃ - আরেকটু সময় নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছি।
    অর্থ ২ঃ কেন্দ্রীয় অভিযান ঠিক আছে, কোন ভুল নেই, মানে তাতে মাওবাদী কমছে না বাড়ছে এটা ক্লিয়ার না আর সাবোতাজ হলে অর্থাৎ শুধু ফিশ প্লেট খোলাই হলে, সেটা প্রথমতঃ রেলের সেফটি প্রবলেম আর দ্বিতীয়তঃ এটা আরেকটু কম ভয়ংকর।

    রেলের দিল্লির অফিসার বলেছেনঃ
    মাওবাদীরা না, যারা কালা হপ্তা পালন করছে, তারা এটা ঘটিয়েছে। অর্থঃ পরে যদি ম্যাম আবার বলেন মাও ফাও নেই, তাই একটু রেখে ঢেকে বলা।

    আই জি বলেছেন, সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির পোস্টার আছে, ওরাই করেছে।
    অর্থঃ মাওবাদী ধরতে না পারি, কিছু কমিটি সদস্য ধরে যাবো, আর UAPA দেবার সময় আর ছড়াবো না

    ঃ-)
  • Ishan | ২৮ মে ২০১০ ১২:৪৫ | 125.18.17.16
  • বিভিন্ন প্রকার টিভি চ্যানেলে যা দেখলাম।

    ফিশপ্লেট খোলা থাকায় ট্রেনটা ডিরেলড হয়েছিল। শেষ চারটে কামরা চলে গিয়েছিল উল্টো দিকের লাইনে। উল্টো লাইনে আসছিল একটা মালগাড়ি। সেটা ঐ চারটি বগিকে স্ম্যাশ করে দেয়। হতাহতের সংখ্যা বলা কঠিন, কারণ ঐ চারটে বগিতে ঢোকা যায়নি। আশঙ্কা করা হচ্ছে ঐ চারটে বগিতে কেউ বেঁচে নেই।

    উদ্ধারে সেনা নেমেছে। দুটো হেলিকপ্টারও দেখলাম। মমতা ব্যানার্জিও এলাকায়। কিন্তু চারটে বগি না কাটা গেলে কিছু বলা যাবেনা।

    ফিশপ্লেট খোলার পিছনে নাশকতার সন্দেহ করা হচ্ছে। সেটা খুব অযৌক্তিকও না। ঐ মাওবাদী অধ্যুষিত এলাকায় আর কেই বা ফিশপ্লেট খুলবে। কেউ কেউ বলছে ব্লাস্টও হয়েছে। কিন্তু কোনো কনফার্মেশন নেই। মাওবাদীদেরও কোনো বিবৃতি আসেনি। আরও কিছু পরে হয়তো পুরোটা নিয়ে কনফার্ম হওয়া যাবে। মাওবাদীরা স্বীকার করুক বা না করুক, বিস্ফোরণের ফলে লাইন উড়ে গেলে সেটা এমনিই বোঝা যাবে।
  • rokeyaa | ২৮ মে ২০১০ ১২:১৯ | 203.110.243.22
  • *দায়স্বীকার
  • rokeyaa | ২৮ মে ২০১০ ১২:১৯ | 203.110.243.22
  • কেউ কি দায়্‌স্‌বীকার করেছে এখোনো?
  • quark | ২৮ মে ২০১০ ১১:৩২ | 202.141.148.99
  • আরে মশাই সবই হচ্ছে মানুষের ভালোর জন্যেই। অল্পে এত ঘাবড়ে গেলে হবে? কত শত অত্যাচার অনাচারের পর আজ বিপ্লব আসছে ....
  • Arijit | ২৮ মে ২০১০ ১১:০৩ | 61.95.144.122
  • টই পড়ে বুঝলুম যে মোটামুটি সবাই বুঝছে নিজেদের স্ট্যান্ডপয়েন্টেও গোলমাল আছে - এবং সেই গোলমালগুলোও অবভিয়াস। তাই সেনজিটিভ হয়ে রয়েছে - অল্পেই তিতিবিরক্ত পোস্ট।
  • Arijit | ২৮ মে ২০১০ ১০:৫২ | 61.95.144.122
  • রিপোর্ট পরে দেবে। আপাততঃ সন্দেহ করা হচ্ছে।

    ডিঃ আগের পোস্টটা "সন্দেহ প্রমাণিত হলে'।
  • Tim | ২৮ মে ২০১০ ১০:৪৯ | 71.62.121.158
  • কিভাবে হয়েছে কিছু জানা গেল?
  • Arijit | ২৮ মে ২০১০ ১০:৪৭ | 61.95.144.122
  • ওয়ার-ক্রাইম বলবে না তো আর কি বলবে...
  • Arpan | ২৮ মে ২০১০ ১০:৩৮ | 216.52.215.232
  • মানে ওই ৭২*n
  • Arijit | ২৮ মে ২০১০ ১০:৩৭ | 61.95.144.122
  • এস-৪, ৫ আর ৬ দেখলাম কোথায় যেন - মানে সেকেন্ড ক্লাস স্লিপার।
  • Arpan | ২৮ মে ২০১০ ১০:৩৫ | 216.52.215.232
  • সংরক্ষিত সাধারণ কামরা হলে তো কমপক্ষে ১৪৪ জন হবেই। অসংরক্ষিত হলে ভাবতে পারছি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত