ওটা ইন্সপায়ার্ড হলেও জানা নেই। তবে বাকি কতকিছু যে ইন্সপায়ার্ড।
pi | ২৬ মে ২০১০ ২২:৪৬ | 72.83.210.50
শোলের মিউজিকের ঐ পার্টটা 'ইন্সপায়ার্ড' না ?
aka | ২৬ মে ২০১০ ২২:৪৫ | 168.26.215.13
তোমারটা আমারটা কোনটাই হল নি মনে হয়। কেজানে, কিন্তু খুব চেনা চেনা লাগছে এটাও সত্যি।
pi | ২৬ মে ২০১০ ২২:৪০ | 72.83.210.50
পেয়েছি।
'ধরতিসে অম্বরসে' থেকে পার্টটার বিট আর সুরের প্যাটার্ণ টার মিল আছে। অন্তত আমার লাগছে।
Blank | ২৬ মে ২০১০ ২২:৩৯ | 59.93.210.237
এই গানটা ভাল্লাগলোনা আমার, এদের আর কোনো ভালো গান হ্যাস? এমনি গান যারা গায়, সেই সব ব্যান্ড একটা দুটো অ্যালবামের পরেই দেখি কেমন হারিয়ে যায়
aka | ২৬ মে ২০১০ ২২:৩৭ | 168.26.215.13
মোটামুটি ১ মিনিটের কাছাকাছি। শুধু গীটারটা। একটু স্লো রিদম যদিও।
aka | ২৬ মে ২০১০ ২২:৩২ | 168.26.215.13
আরে আমারও মিল লাগছে। কিন্তু আমার যেটা মনে হল সেটা বললে লোকে কেলাবে। তাও বলি, শোলের নেম কাস্টিং এর গীটার আর এই গীটারের কর্ড বোধহয় এক, কিন্তু ড্রামটা যে ধমধম করে বেজে উঠল সেটা যেন একটা কোথাকার মতন। কিছুতেই মনে পড়ছে না।
Tim | ২৬ মে ২০১০ ২২:২৬ | 128.173.176.139
আরে আজকে তো আমার ছুটি। মিটিন কত্তে এসেছি, নিধিরাম সর্দারের মত। এট্টু পরেই বাড়ি চলে যাবো। ঃ)
pi | ২৬ মে ২০১০ ২২:২৪ | 72.83.210.50
একটা গানের সাথে ভীষণ মিল আছে। সেটার সুর মনে আছে। কিন্তু কথা গুলো সব মনে পড়ছে না। কিসব ফুলোসে, কলিয়োঁসে শব্দগুছ মনে আসছে খালি। তার পর ই একটা শব্দ ছিলো, যেটা প্রতি প্যারার পর রিপিট হয়। ধুত্তোর কী জ্বালা হল ! মনে না পড়লে অন্য কাজ করবো কেমনে ! ঃ(
a x | ২৬ মে ২০১০ ২২:১৭ | 143.111.22.23
ইয়ারফোন নিয়ে যাওনা কেনে?
Tim | ২৬ মে ২০১০ ২২:১৪ | 128.173.176.139
এট্টু পরে শুনতে পাবো। এখন গান চালালে লোকে ক্যালাবে। ঃ)
a x | ২৬ মে ২০১০ ২২:১১ | 143.111.22.23
আচ্ছা এই সদা - গানটার ওপেনিং মিউজিকটা শুনে ভীষণ চেনা কোনো গানের প্রিলিউড মনে হয়, কিন্তু কিছুতেই মনে করতে পারিনা, কেউ বলতে পারবে?
Tim | ২৬ মে ২০১০ ২১:৫৬ | 128.173.176.139
লাল ব্যান্ডের নিজস্ব ওয়েবসাইট আছে। ফেসবুক আছে, উইকি তে পেজ আছে। লিড ভোকালিস্ট দুজনই বিদেশ থেকে ডক্টরেট। ফ্লুটবাদক চৌরাসিয়ার কাছে তালিম নিয়েছে। চতুর্থজন প্রাক্তন রেডিওজকি, একমাত্র মহিলা সদস্য। দুটো গান ( ম্যায়নে উসসে ইয়ে কাহা আর উমিদ এ সহর) অসাধারণ লেগেছিলো প্রথমবার শুনেই। অক্ষদা এইটা বড়ো ভালো কাজ করেছে।
Kartuj | ২৬ মে ২০১০ ২১:৩৭ | 59.93.214.234
ঐ র কি, লেখার ভুল। সরি।
Arpan | ২৬ মে ২০১০ ২১:৩০ | 216.52.215.232
উঁহু, রং গন হলে রংগন।
stoic | ২৬ মে ২০১০ ২১:১৬ | 160.103.2.224
এই লাল ব্যান্ড আগে শুনি নাই। নট ব্যাড। নট ব্যাড অ্যাট অল।
Kartuj | ২৬ মে ২০১০ ২১:১৬ | 59.93.214.234
অর্পণ, সেটা তো আমি গোড়াতেই ভেবেছিলাম। রং গন হলেই রঙ্গন। এই স্যান তো গন্ডগোল পাকালো। বলল, ফুটকিবাবু কাকে ফোন করে বলছে "এখুনি এসে যাবে এখুনি এসে যাবে"। কে, না তার মামাতো ভাইয়ের পিসতুতো শালার মেজ শালীর একমাত্র ছেলের হবু বউয়ের ছোটোকাকুর ছেলে। সে কোথায় বিয়ে করতে যাবে। কিন্তু ধুতি পরতে গিয়ে ল্যাজে-গোবরে অবস্থা। তাতেই স্যান ধরে নিয়েছে, ফুটকিই কোয়েলকে নিয়ে বই বানিয়েছে 'বর এক্ষুনি এসে যাবে' । তাতেই তো এতো ঝামেলা হল। কেন যে বলে।
a x | ২৬ মে ২০১০ ২১:১০ | 143.111.22.23
সানা, ছেলেটির নাম - শাহ্রাম আঝ্হার - পাকিস্তানের "লাল ব্যান্ড'এর লিড ভোকালিস্ট। ওদেরই গান ওটা। ইউটিউবে আরো পাবেন। এই গানটাও হয়ত ভালো লাগবে -
মেয়নে উস্সে ইয়ে কহান - এই গানটা হাবিব জালিবের লেখা - উনি পাকিস্তানের বামপন্থী কবি ছিলেন, বেশির ভাগ সময় জেলেই কাটিয়েছেন। লাল ব্যান্ড সাধারণত হাবিব জালিব, ফয়েজ আহ্মেদ - অন্যান্য বাম কবিদের গান গায়।
Arpan | ২৬ মে ২০১০ ২১:০৭ | 216.52.215.232
আরে না বোঝার কী আছে! রঙ্গনের রং গন হয়ে গেলে রংগন হয়। এরা সোজা জিনিসটা এমন করে ঘাঁটে।
san | ২৬ মে ২০১০ ২১:০৪ | 115.117.220.160
নানা। ফুটকি একটি র্যান্ডম ভেরিয়েবল যার ভ্যালুরা হল রঙ্গন ও রংগন। প্রোবাবিলিটির হিসেবটা আপনি নিজেই করে নিতে পারবেন। সিরিয়াস।
Samik | ২৬ মে ২০১০ ২০:৫৮ | 121.242.177.19
বুঝলে না? রঙ্গন রংগন নয়। কিন্তু রংগন হলেও হতে পারে রঙ্গন। এদিকে ফুটকিই যে রঙ্গন সে কথা জোর দিয়ে বলা যায়, কিন্তু রংগন আর ফুটকি যে আলাদা লোক, সে কথা বলা যায় না, ওদিকে ফুটকি রঙ্গন আর রংগনকে কখনও একসাথে দেখা যায় না। এ এক বেজায় রহস্য।
Du | ২৬ মে ২০১০ ২০:৫৮ | 65.124.26.7
হওয়া না হওয়ার সম্পর্ক ঃ)
Kartuj | ২৬ মে ২০১০ ২০:৫৩ | 59.93.200.227
আচ্ছা, রঙ্গন যদি রংগন না হয় আর ফুটকি যদি রঙ্গন হয় অথবা না হয়, তা হলে রঙ্গনের ফুটকির সাথে রংগনের ফুটকির সম্পক্কোটা কি?
Du | ২৬ মে ২০১০ ২০:৩৭ | 65.124.26.7
আচ্ছা, শ্যামানন্দ জালান কি 'জন অরণ্যতে' ছিলেন?
Samik | ২৬ মে ২০১০ ১৯:৫৭ | 121.242.177.19
নাহ্। গলদ্ জওয়াব।
rabaahuta | ২৬ মে ২০১০ ১৯:৫০ | 203.99.212.54
কোনটা? কোথায়?
samik | ২৬ মে ২০১০ ১৯:৪৯ | 121.242.177.19
মাথায় বাড়ি দিতে চাইছে ... এইটা কি হুতো?
ekire | ২৬ মে ২০১০ ১৯:২৩ | 131.95.30.135
কলকাতার সিনেমা এরকম বাজে হয়ে গেল কীকরে? ৪০-৫০-৬০ এর সিনেমা গুলো বরং অনেক ভালো ছিলো, সেগুলো বরং ইউটিউব থেকে নামিয়ে দেখে শান্তি হয়। এখন এই অখাদ্য আর্টিফিসিয়াল ন্যাকামি ওয়ালা সিনেমাগুলো বানায় কারা আর কেন?
aka | ২৬ মে ২০১০ ১৯:১৮ | 168.26.215.13
অন্তহীনের জন্মদিনের উপহারটা বেশ লেগেছে। আমাদের বাড়িতে কারুর জন্মদিন হলেই আমরা আটলান্টায় একটা বড় দেখে বাড়িতে চড়ি, অন্তহীন উপহার।
ekire | ২৬ মে ২০১০ ১৯:১৪ | 131.95.30.135
অন্তহীন এর শুরুর কিছুটা দেখেই মনে হয়েছিলো গিয়ে এদের মাথায় বাড়ি দিই। :-(
ekire | ২৬ মে ২০১০ ১৯:১৩ | 131.95.30.135
খেলা যখন
u | ২৬ মে ২০১০ ১৯:১২ | 61.12.12.83
অথবা অন্তহীন, অনুরণন ইত্যাদি দেখতে পারেন।
aka | ২৬ মে ২০১০ ১৯:০৯ | 168.26.215.13
কোষ্ঠকাঠিন্যের ঔষধ হল দিনে ছয়বার ফল খান, পেলেই যান, সুলভ হলেও দ্বিধা করবেন না।
ekire | ২৬ মে ২০১০ ১৯:০৭ | 131.95.30.135
ভরসন্ধেবেলা মীটিং, দুপুরবেলা ডেটিং, কবে শুনবো ভোরবেলা উঠেই রাকসা টানতে বসে গেছে!!! নাঃ, এরা রেভুলুশু ছাড়া কিছু না।
h | ২৬ মে ২০১০ ১৯:০০ | 203.99.212.54
পুঁটুলি টা, বাই ডেফিনিশন কোষ্ঠকাঠিন্যর মত শোনাচ্ছে।
san | ২৬ মে ২০১০ ১৮:৫৯ | 203.91.201.56
ভরসন্ধেবেলায় সেই ডেটিং এর কথাই তুলল।
যাই কংকলে যাই। হরি হে মাধব।
h | ২৬ মে ২০১০ ১৮:৫৮ | 203.99.212.54
কি করবো, এমনি জিব্বারিশ আসছে। ঐ পিডিএফে খালি দেখতে পাচ্ছি। আর ইউনিকোডে, আকার ইকার গুলো ভুল ভাল আসে।
.. | ২৬ মে ২০১০ ১৮:৫৭ | 61.12.12.83
এই যে রঙ্গন, এর বয়েসের গাছপাথর নেই। গত বছর কারা যেন কার্বন ডেটিং করতে গিয়েছিল, যন্তরে ধরেনি।
ekire | ২৬ মে ২০১০ ১৮:৫৭ | 131.95.30.135
ওরাকল চিরকালই "ওরা", "আমরা" তাকে নিয়ে কী করবো? দেকেচ, বৈয়াকরণ আমাকে কী আর কি শিকিয়ে ফেলেচে!!!!
san | ২৬ মে ২০১০ ১৮:৫৭ | 203.91.201.56
রেভুলুশু ক্যামন আর্শোলার মতন দেখতে।
aka | ২৬ মে ২০১০ ১৮:৫৭ | 168.26.215.13
ঝাঁকড়া চুলটা যে বাদ গেল সেটা কে দেখবে? ইনকমপ্লিট ইনফো দিও নি বাপু। বড় কনফুশন হয়।
san | ২৬ মে ২০১০ ১৮:৫৬ | 203.91.201.56
যাঃ কার্তুজদাকে সরল মনের পেয়ে সব যাতা করছে।
শোনেন, রঙ্গন আর ফুটকি কিন্তু আলাদা। এর মধ্যে একজন রংগন, তার টাক আছে। ফুটকির চুলে কলপ থাকতেও পারে, ঠিক জানিনা। ঠোঁটে লিপস্টিক কারোর ই নেই।
কিলিয়ার?
. | ২৬ মে ২০১০ ১৮:৫৫ | 125.18.104.1
একান্নতে ওকে বোঁচকা বলে না, পুঁটুলি বলে।
aka | ২৬ মে ২০১০ ১৮:৫৫ | 168.26.215.13
হানুদা হাইটেক হয়ে গেছে, আজকাল পিডিফে ভাট মারে, হয়ত বা ওরাকাল দিয়ে টই লিখবে। কি দিঙ্কাল।
ekire | ২৬ মে ২০১০ ১৮:৫৪ | 131.95.30.135
রেভুলুশু হোলো রেভোলুশনারির নিক। :-)
aka | ২৬ মে ২০১০ ১৮:৫৪ | 168.26.215.13
এরে কয় চোরের মন বোঁচকার দিকে।
h | ২৬ মে ২০১০ ১৮:৫৪ | 203.99.212.54
পিডিএফে সবকটা অক্ষর আসে না। ধ্যাত্তেরি কে শোনাচ্ছে ধ্যারি।
. | ২৬ মে ২০১০ ১৮:৫৩ | 125.18.104.1
উ আর গু-টা ঠিকঠাক বসিয়েছিস। উহ্য কথা গুহ্যে থাকলে একটু চাপ ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন