এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Raj | ২৬ মে ২০১০ ১৫:৫১ | 202.79.203.59
  • .বাবু কালকের ঐ নাটকটার নাম কি ছিল ? গৌরহরি ...
  • san | ২৬ মে ২০১০ ১৫:৪৮ | 203.91.201.56
  • আহিদাগ্নি পেলাম না, আহিতাগ্নি মানে বলছে a Brahman who keeps the holy sac rificial fire burning always
  • . | ২৬ মে ২০১০ ১৫:৪২ | 125.18.104.1
  • কী জানি বলে..

    যাঃ, ভুলে গেলাম।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:৩৭ | 125.20.3.146
  • ওরেব্বাবা, বিশাল রিস্ক হয়ে যাবে। লোকে আমারই ছাল ছাড়িয়ে নেবে। ওতে আমি আর নেই। তখন ভুল করে লিখে ফেলেছিলম, ঐ পুলিশ নিয়ে...তারপর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম। তা আগেই সরি বলে দিয়েছি বলে রেহাই পেয়ে গেছি। না হলেই হয়েছিল আর কি। ঃ-))
  • de | ২৬ মে ২০১০ ১৫:৩৬ | 59.163.30.6
  • ব্যাং,
    দেখছি!
  • de | ২৬ মে ২০১০ ১৫:৩২ | 59.163.30.6
  • তা কেন?
    ছন্দ ছিঁড়েখুঁড়ে ছাল ছাড়িয়ে ছন্দের ছিলা পরিয়ে আপনার ছন্দিহান (ছন্দ সম্বন্ধে সন্দিহান ঃ)) ) কবিতার ধনুকে গুণ টানুন -- পড়ার জন্য আমরা রইলাম!
  • byaang | ২৬ মে ২০১০ ১৫:৩১ | 59.93.169.221
  • দে, মেল করেছি আপিসের ঠিকানায়। জানি, আজ ব্যস্ত তুমি, সময় করে উত্তর দিও।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:২২ | 125.20.3.146
  • কাল থেকে 'ছন্দ'-এর 'ছ' শুনলেই আমি দশ যোজন দূরে পালিয়ে যাচ্ছি। ছন্দ রেখে ছিমছাম ছড়া লিখতে গেলে এই ছন্নছাড়া ছোকরার ছাতা ফুটো হয়ে যাবে।
  • de | ২৬ মে ২০১০ ১৫:১৯ | 59.163.30.6
  • এই পেত্থোম আমি টেস্ট নেবো বলে কেউ অ্যাতো ভয় পেলো ঃ))
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:১৬ | 125.20.3.146
  • দে, প্লীজ টেস্ট নেবেন না, প্লীজ। আমি জানি আমি ফেল করে গেছি। ও জিনিস আমার জন্যে নয়। আমি হার মানলাম।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:১৫ | 125.20.3.146
  • নামগুলো যা আসছে না প্রতিবার। আগের বারে কি যেন ছিল, ভুলে গেছি। এবার আবার 'আহিদাগ্নি'। এই মাধ্যমিকের রেজাল্ট বেরোলে অনেক নতুন নাম শোনা যায়। আর কিছু না হোক। মানে কি 'আহিদাগ্নি'?
  • de | ২৬ মে ২০১০ ১৫:১৪ | 59.163.30.6
  • *শিখলেন
  • de | ২৬ মে ২০১০ ১৫:১৪ | 59.163.30.6
  • কার্তুজ,
    আজ হেব্বি চাপ, কাল কল্কেতা আসছি কিনা -- এট্টু গুছিয়ে রেখে যাচ্ছি তাই!

    পুলিশের কবিতায় কোন ছন্দ? কদ্দুর শিখে্‌লন, টেস্ট নি একটা -- স্যান কই?
  • Arijit | ২৬ মে ২০১০ ১৫:১৩ | 61.95.144.122
  • চালু হয়নি তো। প্রোপোজাল রয়েছে। এখনো শিক্ষাজগতের গার্জেনরা (যথা আবাপ, ইন্দ্রনাথ গুহ ইত্যাদিরা) বিপক্ষে রয়েছেন যে;-)
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:১২ | 125.20.3.146
  • যাব্বাবা, সবাই আমায় রাগতে দ্যাখে খালি? কোথায় আবার রাগলুম? ঃ-)
  • pipi | ২৬ মে ২০১০ ১৫:১১ | 78.52.228.13
  • মাধ্যমিকে গ্রেড প্রথা কি এখনো চালু হয় নাই? যদি হয়ে থাকে তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান এসব আসে কি করে?
  • pipi | ২৬ মে ২০১০ ১৫:১০ | 78.52.228.13
  • গর্বের সাথে জানাই অরিজিন্যাল অ্যাণ্ড কমপ্লিট ইলাস্ট্রেটেড স্ট্র্যাণ্ড ম্যাগাজিনের শার্লক হোমস তিন খণ্ডে কালেকটরস এডিশন আমার কাছে মজুত। এই কদিন আগেই তিন নং খানা ফের ঘাঁটলাম। একটাই অসুবিধা - হরফ গুলো বেশ ছোট। অমন কুতি কুতি লেখা বৃটিশরা পড়ত মানে চোখের জোর ছিল বলতে হবে (অবশ্য অমন শকুনের দৃষ্টি না থাকলে আর আধা দুনিয়া কব্জা করবে কি ভাবে)। তবে অজ্জিনাল ঐ ইলাসট্রেশন গুলো জাস্ট অসা, কোন কথা হবে না।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৫:১০ | 61.95.144.122
  • কোন পোস্ট? এই ছেলেটা এত রাগে কেন?
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৫:০০ | 125.20.3.146
  • আমার আগের পোস্টগুলো বোধায় invisible হয়ে গেছে। যা জিগেস করছি কেউ রা কাটছে না। আচ্ছা 'আহিদাগ্নি' মানে কি? এবার ঐ নামে এক বালক নাকি প্রথম স্থান অধিকার করিয়াছে মাধ্যমিকে।
  • san | ২৬ মে ২০১০ ১৪:৫৭ | 203.91.201.56
  • আমার বেজায় ঘুম পাচ্ছে। আধঘন্টা হেঁটে আসি, নয়তো এবার রুমালকে বেড়াল হয়ে যেতে দেখব।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৪:৪৯ | 61.95.144.122
  • যাক্‌। আমি ভাবছিলুম সবাই ওই টাওয়ারে ফ্ল্যাট কিনবে বলে এখন থেকে লেগে গেলো;-)
  • Arpan | ২৬ মে ২০১০ ১৪:৪৮ | 204.138.240.254
  • অদ্রীশ বর্ধন জানি না। তবে আনন্দমেলায় সুভদ্রকুমার সেনের অনুবাদ বেরোত। বেশ ভালো।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৪:৩২ | 61.95.144.122
  • আমার তো শেক্ষপীরও প্রথম বাংলায় পড়া - মানে চেষ্টা করা। একবারই। দ্বিতীয়বার চেষ্টা করতে ভরসা হয়নিঃ-)
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৪:৩১ | 125.20.3.146
  • কেউ 'বনমালী দাসের হত্যা' পড়েছো? ওটা নাকি বাংলা সহিত্যে প্রথম রহস্য গল্প? ঠিক?
  • san | ২৬ মে ২০১০ ১৪:২৯ | 203.91.201.56
  • শার্লক হোমসের অনুবাদের কথা বলছে নিশ্চয়।

    কিন্তু আমি রবার্ট ব্লেক তো পড়িইনি, এমংকি পাঁচকড়ি দে ও কখনও পড়িনি। পড়তে চাই। কেউ একখান পড়তে দিতে পারেন? প্লিজ প্লিজ প্লিজ।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৪:২৮ | 61.95.144.122
  • হুঁ। মামাবাড়িতে একটা ঝুরঝুরে বই ছিলো - সেখানে পড়া - মানে রবার্ট ব্লেক। আগে দাদুভাইয়ের মুখে গল্প শুনেছিলুম - তো নর্মালি এইসব গল্পে জলের পরিমাণ নর্মালি বেজায় বেশি হত (যেমন মিলিটারীতে থাকার সময় প্রচুর তেলে রান্না খাবার খেয়ে পেটে চড়া পড়ে গেসলো, তাই দাদুভাই একটা কাঠি পেটের মধ্যে ঢুকিয়ে ঘোল বানানোর মত করে ঘেঁটে দিয়েছিলো) - তাই পরের দিকে নিজে পড়ে সন্দেহ নিরসন করতুম;-)
  • Samik | ২৬ মে ২০১০ ১৪:২৫ | 121.242.177.19
  • সেই পুরনো জোক ঃ

    ব্রিটিশ বল্লো ঃ আমাদের দেশে চুরি হলে সাত দিনের মধ্যে পুলিশ চোর কে, তা খুঁজে বের করে দ্যায় ...
  • Arijit | ২৬ মে ২০১০ ১৪:২৫ | 61.95.144.122
  • আমি যখন ছোট ছিলুম তখন বাড়িতে কোন বই কেনা হবে সেটা তো আর আমার হাতে ছিলো নাঃ-( আর পড়ার লোক অনেক ছিলো - ঠাকুমা যেমন - কাজেই বাংলা অনুবাদই কেনা হত।
  • . | ২৬ মে ২০১০ ১৪:২৪ | 198.96.180.245
  • আর রবার্ট ব্লেক তো বাঙালী গল্প। দীনেন্দ্রকুমার রায়ের লেখা।
  • san | ২৬ মে ২০১০ ১৪:২৩ | 203.91.201.56
  • খামোখা অনুবাদ পড়তে গ্যাছো ক্যানো?
  • . | ২৬ মে ২০১০ ১৪:২২ | 198.96.180.245
  • গল্প কেন? ব্রাজিলে টানেল খুঁড়ে সত্যি সত্যি ৬৫ মিলিয়ন ডলার চুরি করেছিল ব্যাঙ্ক থেকে। ২০০৫ সালে।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৪:২১ | 125.20.3.146
  • সুতরাং দেশ-জাতি-বর্ণ-গোষ্ঠী-নির্বিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে, পুলিশের অপদার্থতা, চারিত্রিক গাফিলতি এবং নিদ্রাপ্রিয়তা বিশ্বের সর্বত্রই সমান।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৪:২১ | 61.95.144.122
  • অদ্রীশ বর্ধনের (সম্ভবতঃ অদ্রীশ বর্ধনই) অনুবাদগুলো অখাইদ্য।
  • san | ২৬ মে ২০১০ ১৪:১৯ | 203.91.201.56
  • শার্লক হোমস বহু বহুদিন পড়িনি। ছোটবেলায়, মানে খুব ছোট ও নই, তখন তার সেই নিজের হাতে কোকেইন ইনজেক্ট করা পড়ে বেশ ইয়ে হয়েছিলাম। খানিকটা মুগ্‌ধই বলা যায় ঃ-)
  • aajana | ২৬ মে ২০১০ ১৪:১৬ | 216.52.49.7
  • যারা দেশের পুলিশের অপদার্থতা নিয়ে এত তির্যক মন্তব্য করছেন, সম্প্রতি প্যারিসের মিউজিয়ামের থেকে ৫০০ মিলিয়ন ইউরোর ছবি চুরি সম্বন্ধে তাদের কি মতামত??? নাকি দেশের পুলিশের ব্যাপারে লুজ মতামত দেওয়ায় যেতে পারে, তৃতীয় বিশ্ব বলে কথা।
  • Arijit | ২৬ মে ২০১০ ১৪:১৬ | 61.95.144.122
  • রেড হেডেড লীগ তো হোম্‌সের বিখ্যাত গল্প। রবার্ট ব্লেক তুলনামূলকভাবে কম পরিচিত - ওই গপ্পে আস্ত বাড়িটাকে তুলে নিয়ে গেসলো - ট্রামলাইন দিয়েঃ-)

    ছোটবেলায় আরেকটা গল্প পড়েছিলুম কোনো রহস্য উপন্যাস কালেকশনে - একটা লোক ব্যাঙ্কের পিছন দিয়ে টানেল বানিয়ে ঢুকে প্রচুর টাকা চুরি করেছিলো। রোজ রাতে সে টানেল খুঁড়তো আর ওর গাড়িতে করে মাটিগুলো দূরে ফেলে আসতো। তবে চুরি করার পর প্রচুর জিনিসপত্র কিনে ফেলতে গিয়ে ধরা পড়ে যায়।
  • san | ২৬ মে ২০১০ ১৪:১১ | 203.91.201.56
  • আমি তাই ভাবছি। আমি তো রবার্ট ব্লেক পড়িনি কিন্তু কারা যেন বেশ কিছুদিন ধরে টানেল খুঁড়ছিল ব্যাংকের ভল্টে ঢুকবে বলে ঃ-)) আর মনে করতে না পেরে কেমন একটা লাগছিল।
  • Samik | ২৬ মে ২০১০ ১৪:০৮ | 121.242.177.19
  • এখানে তো মাঝে মাঝেই এটিএম মেশিন চুরি হয়ে যায়। নয়ডায় প্রায় বার চারেক হয়েছে গত বছরে।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৪:০১ | 125.20.3.146
  • মানে পুরো ব্যাংক বিল্ডিংটাই?? মাটি খুঁড়ে??
  • Arijit | ২৬ মে ২০১০ ১৩:৫৮ | 61.95.144.122
  • রবার্ট ব্লেকের একখান গপ্পো ছিলো যেখানে চোরেরা একখান আস্ত ব্যাঙ্ক তুলে নিয়ে গেসলোঃ-)
  • Kartuj | ২৬ মে ২০১০ ১৩:৫৪ | 125.20.3.146
  • ঙ) পুলিশ বলে কি মানুষ নয়?
    চ) যখনি ঘুমোয় তখনি হলে কি করবে?

    যত সব ফুলিশ
    হয়ে গেছে পুলিশ
    খালি খৈনি গিলিস
    কাজে এসে ঢুলিস

    এই রে...আবার ছন্দ মেলাতে চেষ্টা করেছি!! গেছি আমি!! সরি সরি।
  • quark | ২৬ মে ২০১০ ১৩:৩৯ | 202.141.148.99
  • সঠিক উত্তরে টিক দিনঃ
    (ক) এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে
    (খ) বিদেশি শক্তির হাত রয়েছে
    (গ) কেন্দ্রের চক্রান্ত
    (ঘ) এমন তো কতই হয়
  • de | ২৬ মে ২০১০ ১৩:১৫ | 59.163.30.6
  • ইদিকে মুম্বই-সি-এস্টিতে পৌঁছে ঘুমন্ত পুলিশেরা আড়মোড়া ভেঙ্গে দেখে, প্রচুর গুলি-গোলা, যা কিনা পুনের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যাচ্ছিলো টেস্টিংয়ের জন্য--ট্রেনের একদিকের দেওয়াল কেটে হাওয়া!

    পুলিশের এতো ঘুম্পায় ক্যান?
  • Kartuj | ২৬ মে ২০১০ ১২:০৩ | 125.20.3.146
  • বলেই দি, ডাগ্‌দার ছিলেন জ্যাঠা মোহিনীমোহন গাঙ্গুলী। ফেলুদার ওপর আগে কোনো টই ছিল?
  • Samik | ২৬ মে ২০১০ ১২:০১ | 122.162.75.156
  • ও ইয়েস। ছোটোকাকা। আয়ুর্বেদ।
  • san | ২৬ মে ২০১০ ১১:৫৮ | 203.91.201.56
  • নাঃ, ভুল বলেছি। তিনি তো আয়ুর্বেদ। হোমিওপ্যাথি নন।
  • Kartuj | ২৬ মে ২০১০ ১১:৫৬ | 125.20.3.146
  • ভবানী তো ছোটোমামা নন, ছোটোকাকা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত