আর এও লিখলে, hk র মতন ঘটনা ঘতলে , এসব কেন হল বলে চিদুকে আর্টিকল লিখবে? আর লিখলে কি ই বা হবে। তা, কিছুই কিছু হয়না তো অরুন্ধতীর আর্টিকল নিয়েই বা এত বাজার গরম করা হয় কেন ?
pi | ২০ মে ২০১০ ০১:০১ | 128.231.22.170
তোমার নিজের ১২ঃ১২ র পোস্টের লাস্ট লাইন দেখে নিও।
'কিছুতেই বলছেন না- মাঐস্টদের-- তাদের রাজনীতির নিন্দা করি আমি'।
বিনায়ক সেনের বেলায় অতি স্পষ্টতঃ , উনি বলেছেন। সেটাই বলার ছিল।
aka | ২০ মে ২০১০ ০১:০১ | 24.42.203.194
হ্যাঁ এটা একটা পয়েন্ট বটে, মাওবাদীদের ধুয়ে মুছে সাফ করে দেওয়ার পরে কি সেখানে উন্নয়নের রথ হড়হড়িয়ে হড়কাবে? মনে হয় না। আদতে গিমিক সর্বস্ব রাজনীতিতে লংটার্ম প্ল্যানিং ব্যপারটাই হারিয়ে গেছে। উদাহরণ মমতার সিঙ্গুর রাজনীতি, উত্তেজনা যখন ওখানে ছিল সবাই ওখানে ছিল এখন লালগড়ে তো এখন লালগড়ে, স্টিফেন হাউসে আগুন লাগলে তখন সেখানে। আসলে গ্রীন হান্টের বিরোধীতা করলে এইভাবে করা উচিত ""হোয়াট নেক্সট"? রোডম্যাপটা কি? ভুয়ো পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নয়, যাকে বাঙলায় লং টার্ম প্ল্যানিং বলে তাই। তা সেরকম কোন বিরোধীতা দেখিনি। হয় সুমনের মতন কেউ কেউ পুরো গ্রীন্হান্টেরই বিরোধীতা করছেন নয়ত সম্পূর্ণ সমর্থন করছেন। মাওবাদীরা ধুয়ে মুছে গেলে আবার সবাই ভুলে যাবে। যেমন শালবনি, সিঙ্গুর আমরা ভুলে গেছি। কয়েক মাসের উত্তেজনার পরে সব শান্ত। এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট।
a x | ২০ মে ২০১০ ০০:৫৯ | 143.111.22.23
১২ঃ৪৫'র পোস্ট। সিলেক্টিভ। এক কথায় নিন্দে।
এন্ড ইফ
রিপিট লুপ
pi | ২০ মে ২০১০ ০০:৫৬ | 128.231.22.170
হার জিত আবার কিসের ! দুমদাম যদি তুমি বলে দাও বিনায়ক সেন বা অমিকে অমুক কথা বলেননি, অথচ ভুরি ভুরি উদাহরণ আছে, বলেছেন, সেটা কোট করার সাথে হার জিতের তো কিছু নেই ঃ) ফ্যাক্ট কারেক্ট করানোর আছে বটেক। ঃ)
a x | ২০ মে ২০১০ ০০:৫৫ | 143.111.22.23
মানে হয়ত খালি আমারই এরকম মনে হয় - তাই ব্যক্তিগত মত আর পাই যেন পার্সোনালি না নেয়, আলোচনার স্ফিয়ারেই নেয় যেন। তাই নাথিং পার্সোনাল।
tatin | ২০ মে ২০১০ ০০:৫৩ | 130.39.149.191
ব্যক্তিগত মত ki kore নাথিং পার্সোনাল hoy?
a x | ২০ মে ২০১০ ০০:৫০ | 143.111.22.23
পাই, একটা কথা বলি। এটা আমার ব্যক্তিগত মত, নাথিং পার্সোনাল। তোমার সাথে কথা বলতে গেলে মনে হয় তর্ক এবং তাতে হার জিতটাই মূল লক্ষ্য যেন। who is going to have the last word। এই মুহূর্তে সেটা খুব ক্লান্তিকর আমার কাছে, কারণ এত অসম্ভব মাত্রার ফিউটাইল একটা এক্সার্সাইজ। তুমি একটা টেক্সট তুলবে, আমি তার বদলে আরেকটা। তুমি তার সাবটেক্সট তুলবে। এটা কোথাও নিয়ে যায়না। আমার ক্ষেত্রে আমার বোঝার প্রসেস কে সাহায্য করেনা বা আমাকে এনরিচও করেনা।
হয়ত বোঝার ভুল আমার, কিন্তু বারবার এটাই মনে হয়।
pi | ২০ মে ২০১০ ০০:৫০ | 128.231.22.170
আমিও তোমার condemn না করা নিয়ে একমত নই তো, ঐ বল্লে না, হ্যাঁ নিন্দনীয়, কিন্তু তার সাথে এটাও দেখা দরকার ' ... এই 'এটা ও দেখা দরকার' নিয়ে একমত। আর সেটা বলে মাওয়িস্টদের আচরণ 'নিন্দনীয়' বললে একমত । নচেৎ না। ঃ)
আর , কালকের আজাদের স্টেটমেন্ট নিয়ে কি বলবে ? টই তে লিখেছিলাম। 'সিভিলিয়ান' দের মৃত্যু 'দুর্ভাগ্যজনক' , কিন্তু তাও ওনারা জেনে বুঝে করলেন! হত্যা করে বল হচ্ছে, সরি, আরফরচুনেট, মেরে ফেল্লাম ! ইয়ার্কি হচ্ছে ? মানুষের জীবনটা ইয়ার্কির বিষয় ই বটে। এটা অত্যন্ত নিন্দনীয় নয় ?
a x | ২০ মে ২০১০ ০০:৪৫ | 143.111.22.23
কি বুঝব এর থেকে? বিনায়ক গান্ধিবাদী। হিমাংশু গান্ধিবাদী, এরা তো ভাওলেন্স ডিনাউন্স করবেই! কিন্তু "এক কথায় মাওবাদীদের নিন্দা" (বোল্ড, আন্ডারলাইন, ইটালিক্স, লাল রং) করছেন বলে মনে হচ্ছে নাকি?
ইনফ্যাক্ট কিরণ থাপার বার বার বলাতে চাইছে, বিনায়ক বলছেনা এটাই তো দেখছি!!
Karan Thapar: I am asking you a different question. I am asking whether you support Kishenji's position that the new democratic state can only be created by overthrowing the old one.
Dr Binayak Sen: Maoists will speak for themselves, I do not speak for the Maoists.
Karan Thapar: I am not asking you to speak for the Maoists, I am asking you whether you endorse this position or not?
Dr Binayak Sen: As a human rights worker, I am committed to the Constitution of India but in this situation the Constitution is being flouted by the powers of the state and I hold the people and the state--the people are sovereign--to the value of equity that are enshrined in the Constitution.
tatin | ২০ মে ২০১০ ০০:৪৪ | 130.39.149.191
মাঐস্টরা আলোচনায় বসলে ওদের অ্যারেস্ট করা হল, এবং নেতৃত্বের অভাবে দান্তেওয়াড়া, বস্তার সর্বত্র আরো রিপ্রেশনের মাধ্যমে যদি সরকার "উন্নয়নের রথ" হই হই করে চালাল সুযোগ বুঝে?
আলোচনায় তো মিডিয়েটর প্রমুখের কথা বলা হচ্ছিলো, ওরকম ভাবে কিষেণ আর গণপতি আর ও সব পিবি রা একসঙ্গে দশ জনপথে আলোচনা করতে ঢুকছে আর দিল্লী পুলিশ জেল-এ পুরছে, এটা সম্ভব নাকি?
এবং ভীষণ ভাবে সেখানে দরকার, বাকি প্রসেসটাকে ইউজ? করে আলোচনাটা যাতে হয় দেখা - এইচ কের সঙ্গে যেটা হয়েছে, সেটাই হয়ে আসবে, এই সিচুয়েশনটাকে অপরিবর্তিত ভাবলে আমাদেরও গণতন্ত্রটাকে অস্বীকার করতে হয়।
pi | ২০ মে ২০১০ ০০:৪৪ | 128.231.22.170
হ্যাঁ, এই কথাগুলো বলার পর , বা বলার সাথেও এই কথাটা বলা যায়, এবং বললে সে কথার গ্রহণযোগ্যতা অনেক বাড়ে।
I would explain that with reference to the context of the situation in the country today. Firstly, there is a chronic famine abroad in the land and this famine envelops, according to the National Nutrition Monitoring Bureau, which is a government organization, 33 percent of the people in this country who have a clinically demonstrable chronic under-nutrition. And that includes 50 percent of the Scheduled Tribes and 60 percent of the Scheduled Castes....
It?s a response to chronic poverty of which malnutrition is only a part. These communities, which are suffering from this chronic famine that is abroad in this land, have thus far survived because of a fragile and tenuous equilibrium that they have established with their ecosystem and which they are able to maintain because of their access to common property resources like land, water and forests....
Yes, their fragile existence is threatened to the point where conditions are being created which would fall well within the ambit of the United Nations definitions of genocide....
Their resistance to this dispossession is the only possible response that would enable these communities which are suffering from this famine to survive.
Arpan | ২০ মে ২০১০ ০০:৪২ | 122.252.231.10
আমার সাথেও তক্কো করতে পারো। কারণ সবকিছুর সাথে আমি একমত নই।
তবে এই মুহূর্তে তক্কো করতে আমার মুড নেই।
pi | ২০ মে ২০১০ ০০:৪০ | 128.231.22.170
Dr Binayak Sen: Firstly, as human rights workers, we decry all forms of violence, whether it is the violence of the state or those opposing the state. ...
Dr Binayak Sen: As a human rights worker, I am committed to the Constitution of India and at the same time, as I said right in the beginning, I decry all forms of violence.
Dr Binayak Sen: I do not endorse violence by any party. Whether it is the violence of the state. I decry the violence of the state. I decry the violence of the people opposing the state.
Binayak Sen: We not only do not endorse, we decry violence. We decry the violence of the state; we decry the violence of those opposed to the state. When the state lets loose armed soldiers in these areas and talks about collateral violence in which women are shot. Shodhi Sambhu was shot in the thigh and was brought to Dantewada and brought to Delhi for treatment.
Dr Binayak Sen: We condemn this kind of killings under all circumstances.
এ আবার কি আবদার। তুমি যদি আমার সাথে একমত হও, তাইলে তর্ক করনা, মিটে গেল। যারা একমত না আমি তাদের সাথেই তর্ক করছি, আমি সিওর ঋজু যেমন একমত না।
আর আমি তর্কও করছি না। তর্কে ইন্টেরেস্ট নেই বিন্দুমাত্র। কিছুটা নিজের ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করছি বলা যেতে পারে।
pi | ২০ মে ২০১০ ০০:৩৫ | 128.231.22.170
planned military strategy as a way to bring about social and political change either by the state or by those opposing it.
a x | ২০ মে ২০১০ ০০:৩৩ | 143.111.22.23
1) do not valorise ... military strategy
2) condemn ... process of violence
3) condemning the massacre of ... by maoists
প্রথম দুটো বিনায়ক। শেষেরটা সাংবাদিক। ডিডাকশন আপনা আপনা।
pi | ২০ মে ২০১০ ০০:৩২ | 128.231.22.170
তো, কি মুশকিল, এখানেও লোকজনের সাথে তর্ক টা কি নিয়ে ! রাষ্ট্রের দোষ নেই, একথা কি কেউ বলেছে আদৌ ? সেই ভেবে লিখে গেলে বলবো ,ছায়ার সাথে তক্কো করা হচ্ছে।
pi | ২০ মে ২০১০ ০০:৩১ | 128.231.22.170
দুপক্ষকেই বলতে বিনায়ক সেনের কোনো অসুবিধা হয়নি তো । অত্যন্ত বিচক্ষণ স্টেটমেন্ট, আমার মতে। We cannot and do not valorise recourse to planned military strategy as a way to bring about social and political change either by the state or by those opposing it.
a x | ২০ মে ২০১০ ০০:৩০ | 143.111.22.23
এত সিলেক্টিভলি পড়লে কিছুই দেখা যায়না। "এক কথায় নিন্দা করেনা" এই কথাটা পরিষ্কার লেখা আছে। তার সাথে এটাও লিখেছি, আমি যদি বলি হ্যাঁ নিন্দনীয়, কিন্তু তার সাথে এটাও দেখা দরকার ... এই পার্টটা কি মুছে গেল?
বিনায়ক সেন তো ঠিক তাই করেছেন!
এবং আরো একটু ভালো করে পড়লে দেখা যাবে লিখছেন - We condemn and deplore the processes of violence and militarisation that have resulted in the tragic death of 76 police personnel in Dantewada on April 6, as well as the deaths of so many people on both sides of the ongoing conflict between the Maoists and the state forces.
পুরো রাজনৈতিক পরিস্থিতির কথা বলছেন বিনায়ক সেন, মাওইস্টদের ম্যাসাকার কন্ডেম করলাম এটা সাংবাদিক বলছে, র্যাদার বসাচ্ছে।
pi | ২০ মে ২০১০ ০০:২৫ | 128.231.22.170
ও, বিনায়ক সেন নিন্দা করেননি ? আমি আবার condemn মানে নিন্দা জানতাম।
Condemning the massacre of 76 security personnel by Maoists at Dantewada in Chhattisgarh on April 6, eminent human rights activist Binayak Sen said on Saturday that holding a dialogue between the rebels and the government was the need of the hour rather than intensifying security operations
Dr. Sen said he supported neither the government's nor the Maoists' violence against each other since both led to large-scale displacement of people, social inequity and injustice.
In a statement, he said: ?We condemn and deplore the processes of violence and militarisation that have resulted in the tragic death of 76 police personnel in Dantewada on April 6, as well as the deaths of so many people on both sides of the ongoing conflict between the Maoists and the state forces.
আর এটা লক্ষনীয় এই কন্ডেম্শনের গল্পটা অর্ণব গোস্বামী থেকে শুরু করেও এখানেও একই রকম। আমি যদি বলি নিন্দনীয় কিন্তু তার সাথে এগুলো'ও ভাবা দরকার, তাতে চলবেনা, আমাকে এক কথায়, এক্স্যাকটলি আমাকে বলে দেওয়া শব্দ দিয়েই বলতে হবে, হ্যাঁ খুব নিন্দনীয়। এটাই তো করণ থাপার/অর্ণব/বর্খা রা বিনায়ক সেন বা হিমাংশু কে করেনা?
এবং সেখান থেকেও কিছু ভাবার আছে, কেন হিমাংশু, বিনায়াক, সুধা ভরদ্বাজ এরা নিজেরা পুরোপুরো গান্ধিবাদী হয়েও কোনোদিনও এক কথায় মাওবাদীদের নিন্দা করলাম বলেনা। যারা গ্রাউন্ডে সরাসরি ভাবে যুক্ত তারা কি দেখে, কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, যার জন্যে এটা করা থেকে তাদের আটকায়? এরা সবাই মাওইস্ট?
৭৫ জন CRPF মারা যাবার পরে -
You haven't still answered my question. Do you condemn Tuesday's killings?
I am sad about what happened.
But you will not condemn the massacre?
Main Hindi me keh toh raha hoon ki mujhe dukh hain? (Am I not speaking in clear Hindi that I am sad about it?).
So you condemn it?
I am sorry for that, I feel very sorry for that.
But that's not the word Sir. You are not condemning it?
বার বার বলার জন্যে চাপ দেওয়া হচ্ছে, হিমাংশু বলছেন তিনি মৃত্যুর জন্য দুঃখিত, বলছেন তিনি অহিংস রাজনীতিতে বিশ্বাস করেন, কিন্তু কিছুতেই বলছেন না মাওইস্টদের - তাদের রাজনীতির নিন্দা করি আমি।
তো আমি Times Now, NDTV, Telegraph এদের স্পেশ্যাল করেস্পন্ডেন্টদের থেকে হিমাংশু, বিনায়ক বা সুধা কে বেশি গুরুত্ব দিই।
a x | ১৯ মে ২০১০ ২৩:৫৯ | 143.111.22.23
হনেস্টলি, আমাদের মানে এই সুশীল সমাজের কি রোল? মাওইস্টরা আলোচনায় বসলে ওদের অ্যারেস্ট করা হল, এবং নেতৃত্বের অভাবে দান্তেওয়াড়া, বস্তার সর্বত্র আরো রিপ্রেশনের মাধ্যমে যদি সরকার "উন্নয়নের রথ" হই হই করে চালাল সুযোগ বুঝে? অলরেডি ৬০০র ওপর গ্রাম জ্বালানো হয়েছে, হাজারের ওপর মানুষ খুন করা হয়েছে। আরো হল, পুরো জায়গা মাইনিং লবির হাতে তোলা হল। কি করব তখন? আর্টিকল লিখব?
a x | ১৯ মে ২০১০ ২৩:৫৬ | 143.111.22.23
অর্পণ, ও ব্রেন-স্টর্মিং করে হবেনা? আমি তো ভাবলাম সেটাই হবে। মানে দশকের পর দশক ধরে আদিবাসীরা মরবে, খুন হবে, ওদের ঘর-দোর জ্বলবে। তারপর ওরা একদিন ওদের মত করে আন্দোলন করলে বলব, "এইসব রক্তারক্তি মোটে সহ্য হচ্ছেনা আমাদের। তোমরা থামো, আমরা ভাবছি কি ভাবে আন্দোলনটা তোমরা করতে পারো। দাঁড়াও সবে বিরিয়ানিটা দমে বসিয়েছি আর এই কোর্মার মাংসটা মেরিনেট করে নিয়ে ভেবে ফেল্লেই বাতলে দেব।" এরকমটা না তাহলে? ঃ-)
চিদুর সাথে আলোচনা প্রসঙ্গে - হ্যাঁ কিভাবে যেন অন্ধ্র থেকে মুছে গেলে মাওইস্টরা? সিজ-ফায়ার করার পরেই যেন কি হয়েছিল?
আর মাওইস্ট কেন? হিমাংশু কুমারকে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে কেমন খেলাটা খেলল? এমনকি পদযাত্রাতে যাতে একটা লোকও না যেতে পারে তার ব্যবস্থা করল? তখন কেউ চিদু কে গিয়ে "কেন কথা বললেনা, মিথ্যে বলে হিমাংশু কে এখন পালিয়ে বেড়াতে বাধ্য করছ কেন" বলে দু-চার পাতা আর্টিকল লিখবে? লিখলে চিদু গুটি গুটি পায়ে, "ভুল হয়ে গেছে স্যার, এই বসছি" বলে বসে পড়বে।
anandaB | ১৯ মে ২০১০ ২৩:৫৫ | 170.35.224.65
আচ্ছা, বুবুভা বা অন্য কিছু তে ক্লিক করলেয় একটা html -এ garbage দেখাচ্ছে কেন?
একটু আগে অবদি তো সব ঠিক ছিলো (ধরুন ঘন্টা দুয়েক আগে অবধি)
sinfaut | ১৯ মে ২০১০ ২৩:২২ | 117.194.198.60
বহুদিন হলো অর্কুটে প্রোফাইল ছবিটা বদলাতে পারছিনা, আর কারও হচ্ছে? কোনও উপায়?
কোনো স্কেলে ঠিক ঠাক সেটল না হওয়া অব্দি কি সিক্স সিগমা চালাবো ?
Kartuj | ১৯ মে ২০১০ ২০:৫৩ | 59.93.241.53
অভ্যু আছ কি এখন?
aka | ১৯ মে ২০১০ ২০:১৮ | 168.26.215.13
(ঃ কমরেড, বাজে ভাট নিয়ে মাথা ঘামায়েন না। ঃ) (ইন্টেলি স্টাইল)। হাইব্রিড মডেলটা আসলে কি সে আফনেও জানেন, আম্মো জানি। ;)
Arpan | ১৯ মে ২০১০ ২০:১৩ | 204.138.240.254
কমরেড, কী দিলেন! আগামী শীতে একটা টক দিয়ে যাবেন নাকি!
aka | ১৯ মে ২০১০ ২০:০৩ | 168.26.215.13
এই লাস্ট,
যেমন প্রোজেক্টের ক্ষেত্রে ওয়াটার ফল মডেল ফলো করবে না, স্পাইরাল মডেল ফলো করবে, নাকি হাইব্রিড মডেল ফলো করবে সে নিয়ে কিছু বলা নেই। তবে যাই করো সেটা বুঝেশুনে ডিফাইন করে করো। এক এক ক্ষেত্রে এক একটা মডেল অ্যাপ্লিকেবল, কোনটা কাজে লাগবে তার জন্য এক্সপেরিয়েন্স ও জাজমেন্ট লাগে। একই ধরণের প্রোজেক্ট বিভিন্ন পরিপ্রেক্ষিইতে বিভিন্ন ওয়ার্ক মডেল ফলো করতে পারে, আর প্রসেস সেটাকে অস্বীকার করে না, যদি করে তাহালে সেই প্রসেসে গলতা আছে। প্রসেস র্যাণ্ডম কমন সেন্সকে অস্বীকার করে। তেমনি ঐ স্কেল। (ব্যাস আর নয়)। ঃ))
pi | ১৯ মে ২০১০ ১৯:৫৯ | 72.83.210.50
আজ্জোদা, গলা বুঝে তো বটেই । নইলে 'স্বচ্ছন্দ' বোধ করার কথা আসবে ক্যানো। সেটাই ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার ,সেই পয়েন্টেই নাহয় ভেবে দ্যাখো। বিভিন্ন গানের বিভিন্ন রেঞ্জ থাকে। গ্লার রেঞ্জ অনুযায়ী ই তাকে ফিট করাতে গেলে কিন্তু স্কেল পরিবর্তনের দরকার হতে পারে। ঃ) ওন অ্যাভারেগ, একটা স্কেল চলতে পারে.. কিন্তু স্পেসিফিকালি খাদের গান বা চড়ার গানে ও সেই এক ই স্কেল এ গাইতে হবে, কারণ এটাই আমার স্কেল, মাস্টারমশায় ঠিক করে দিয়েছেন, এই নিয়ম ফর নিয়ম'স সেক মানার ও তেমন দরকার দেখিনা, যেকোনো লেভেলেই ঃ)
aka | ১৯ মে ২০১০ ১৯:৫৪ | 168.26.215.13
আরে সিএমেম সফটওয়ার প্রোজেক্টের জন্য তৈরি তার সাথে শাস্ত্রীয় সংগীতের ম্যাপিং করালে বাজে ভাটই হয়। বাজে ভাট নিয়ে বেশি মাথা ঘামাতে আছে নাকি? ঃ)
তবে, শাস্ত্রীয় সংগীত বা রবীন্দ্র সংগীত সব কিছুরই নিয়ম বিধি রয়েছে। লেভেল ২, ৩, ৪ হল সেই নিয়ম মেনে চলা, লেভেল ৫ হল ইম্প্রোভাইজেশন। স্কেল চেঞ্জ ও একটা নিয়ম মেনেই হয়। গলা বুঝে স্কেল ঠিক করে গাওয়াটাও এক ধরণের নিয়মানুবর্তিতা। সেটা সিএমেম হইল না বলাটা ঠিক নয়। আরও লিখতে বললে আরও বাজে ভাট লিখে দেব, কিন্তু সেটা কি ঠিক হবে? ;)
Arpan | ১৯ মে ২০১০ ১৯:৪৭ | 204.138.240.254
অথবা প্রোম্যার হাতযশ। ঃ-)
pi | ১৯ মে ২০১০ ১৯:৪৪ | 72.83.210.50
ঠিক বুঝলাম না। কিছু কিছু ব্যাপারে তো সেভাবে বাঁধা ধরা নেই, কোন লেভেলের জন্য ই নেই। গায়ক তো না, গানের রকমফের অনুযায়ী ভ্যারি করে।
aka | ১৯ মে ২০১০ ১৯:৩১ | 168.26.215.13
সিএমেম সম্বন্ধে অজ্জিতের একটা বাজে ধারণা হয়েছে। আসলে ব্যপারটা এমন লেভেল ১ - হিরোয়িক এফর্টে কার্যোদ্ধার, লেভেল ২ - প্রতি প্রোজেক্টের আলাদা আলাদা প্রসেস, লেভেল ৩ - ইউনিটের সবার সমান প্রসেস, লেভেল ৪ - প্রসেস তো রয়েইছে তার সাথে ডেটা অ্যানালিসিস ও চলছে, লেভেল ৫ - ভগবান, এতই ম্যাচিওর যে তখন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। শাস্ত্রীয় সংগীতের দিকপালরা ঐ লেভেল ৫ এ উঠে গেছে। কিন্তু শুরুর দিকে তাদেরও ঐ ২,৩,৪ পেরতে হয়েছে। দীর্ঘদিনের প্র্যাকটিস ও নিয়মানুবর্তিতাই পাঁচে নিয়ে যেতে পারে।
Abhyu | ১৯ মে ২০১০ ১৯:১৫ | 173.200.128.42
আর শিকাগোতে শীত। বাপরে !
stoic | ১৯ মে ২০১০ ১৯:০৯ | 160.103.2.224
জর্জিয়াতে এখনই সামার? আমাদের তো এখনও বসন্ত। ঃ-)
Abhyu | ১৯ মে ২০১০ ১৯:০৬ | 173.200.128.42
সামারে আবার উইকেণ্ড কি? সারা সপ্তাহই তো উইকেণ্ড !
stoic | ১৯ মে ২০১০ ১৮:৫৮ | 160.103.2.224
সব্বার এখন থেকেই উইকেন্ড শুরু হয়ে গেল? ক্ষি ক্ষান্ড !
Abhyu | ১৯ মে ২০১০ ১৮:৪৭ | 173.200.128.42
যাঃ
Abhyu | ১৯ মে ২০১০ ১৮:৪৭ | 173.200.128.42
পাইয়ের সাথে ক। তবে কি না, আসল উত্তর হল, মাস্টার মশাই যে স্কেল ঠিক করে দিচ্ছেন তাতেই গাইবে। আর শুরুতেই গান কী? সা রে গা, রে গা মা, গা মা পা, মা পা ধা,... :)
Abhyu | ১৯ মে ২০১০ ১৮:৪৫ | 173.200.128.42
দীর্ঘহপ্তান্তের শীঘ্রান্ত হোক।
Somnath | ১৯ মে ২০১০ ১৮:৪২ | 85.154.255.42
কাজের লিংক টই তে না দিয়ে এখানে দেওয়ার মানে কি? ভালো ভালো লিংকের জন্যেও ও তো দেখলাম একটা আস্ত টই খুলে গেছে। ভাটের গাদায় কাজের জিনিস হারানোর জন্যে ফেলে রাখা ঠিক নয়।
এই পোস্ট করে আমি উইক এন্ড মানাতে চললাম। আমার বৃহস্পতি শুক্র ছুটি।
aka | ১৯ মে ২০১০ ১৮:২২ | 168.26.215.13
আয়লা যখন এসেছিল কোন এক কমরেডের মুখে শুনেছিলাম। পঃবঃ অঞ্চলে ঘূর্ণিঝড় নাকি এতই অল্প তারজন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কোন মানেই হয় না। বছরে একটা করে ঘূর্ণিঝড়ের জন্য এসব করে কি হবে? আয়লার পরে লায়লা এলে সামলানো যাবে তো?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন