এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৩ মে ২০১০ ১০:০০ | 61.95.144.122
  • ইউটিউবের লিংকটা দিও তো।

    এবার স্বীকারোক্তি করি - Da Vinci, KGB, Gordon Brown আর কবিগুরুর আত্মা - এগুনো সবই আমি। তবে কেউ কোনো ফাঁক পাবে না। Da Vinci-র আইপি ইতালির, KGB-র আইপি রাশিয়ার, Gordon Brown-এর ইউকে - হুইজ করে দেখে নিতে পারো;-) শুধু কবিগুরুর আত্মা-র সময় খেয়াল ছিলো না বলে আম্রিকা হয়ে গেছে।
  • Samik | ১৩ মে ২০১০ ০৯:৪৫ | 122.162.75.209
  • ইশ্‌শ্‌ মাইরি এমন জিনিস মিস্‌ করলাম!! ক্কীয়াপ্‌শোষ, ক্কীয়াপ্‌শোষ। ইউটিউবে এলেই জনতা লিংক দিয়ে দিও কিন্তু।

    কাক আর টাক এখন বাক্‌পটুতার নমুনা দেখাচ্ছেন ... হে হে হে হে হে
  • Abhyu | ১৩ মে ২০১০ ০৭:৫১ | 173.200.128.42
  • মহামেডান ২-১ গোলে জিতেছে কি একটা খেলায়। ঐ এক গোলটা যে করেছে তার নাম জয়গণেশ গোলকর। গোল তো করবেই ঃ)
  • Abhyu | ১৩ মে ২০১০ ০৫:৫২ | 173.200.128.42
  • এই আবার শিকাগোতে এলুম। কি ঠাণ্ডা মাইরি!
  • Du | ১৩ মে ২০১০ ০১:৪৬ | 65.124.26.7
  • ওরা ধরবে উল্টো পোঁ ! তাহলে নয় আজকালও মমতার হয়ে লিখবে। উল্টো পোঁ কেন ধরবে? টিভিওয়ালারা কি নকশাল নাকি?
  • a x | ১৩ মে ২০১০ ০১:২৬ | 143.111.22.23
  • ও না বুঝলাম। লেটে। সিমবায়োসিস।
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:২৫ | 122.252.231.10
  • ঘটে টিউবলাইট। আরে একটা পেটোয়া টিভি চ্যানেল দরকার তো। এই স্টারানন্দ কলকাতা টিভি এরা ২০১১-এর পরে উল্টো পোঁ ধরলে!
  • a x | ১৩ মে ২০১০ ০১:২৪ | 143.111.22.23
  • ঃ-)))

    এর থেকে বুঝলাম শুভার কেন মমতাকে দরকার, উল্টোটা বুইলাম না।

    আর এই বাঙ্গালী কালচারটা উত্তাল কিন্তু। কেমন দাদা দিদি করতে করতেই খিস্তি দেয় ঃ-))
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:২০ | 122.252.231.10
  • বুঝিয়ে বলি।

    অরুণাভ আর শুভার মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ব্যপারটা অতি দ্রুত ব্যক্তিগত আক্রমণে নেমে আসে। একসময় অরুণাভ বলেন শুভাদা আপনি ভালোই মাল কামিয়েছেন। পাঁচকোটি টাকা দিয়ে টিভি চ্যানেলের লাইসেন্স বাগিয়েছেন। * শুভা প্রত্যুত্তরে সুমনকে (পেছনপাকা সঞ্চালক) বলেন এইসব জালি লোকজনকে আনো কেন। মাঝখান থেকে ফরওয়ার্ড ব্লকের এক নেতা চিমটি কেটে বলেন কবিপক্ষে এদের ভাষা ব্যবহারের কী নমুনা! তাতে আগুনে ঘি পড়ে ও কাকবাবু রবীন্দ্রসাহিত্যে স্ল্যাং-এর ব্যবহার নিয়ে এই মনোজ্ঞ মন্তব্যটি করেন।

    * এর থেকে বোঝা যায় মমতার কেন ওনাকে দরকার
  • a x | ১৩ মে ২০১০ ০১:১৬ | 143.111.22.23
  • ধুর শুধু মমতা কেন। বুদ্ধিজীবীদের চিরকাল দরকার ছিল লেফট্‌ ফ্রন্টের। এবং এখন ওনাদেরই এতদিনের লোক ওনাদেরই বিরুদ্ধে যাওয়াতে ফাটছে একটু বেশি। বুদ্ধিজীবীদের দরকার মমতা একটু দেরীতে বুঝেছে। কিন্তু বোঝার পরেও শুভা কিভাবে সেটা ফুলফিল করছে সেটাই তো বুঝছিনা।
  • aka | ১৩ মে ২০১০ ০১:১৩ | 168.26.215.13
  • এটা কোন চ্যানেলে হয়েছে?
  • aka | ১৩ মে ২০১০ ০১:১৩ | 168.26.215.13
  • না না পাইব খুঁজে হিতৈষী জনতার অভাব নাই দুনিয়ায়। ইউটিউবে চোখ রাখুন কমরেড।
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:১২ | 122.252.231.10
  • আসলে মমতার কিছু "বুদ্ধিজীবী' দরকার ছিল। বেসিকালি বুদ্ধিজীবী স্তাবক গোছের কিছু। বুদ্ধবাবুর সঙ্গে টক্কর দেবার জন্য।
  • a x | ১৩ মে ২০১০ ০১:১১ | 143.111.22.23
  • আর হঠাৎ রবি কি বলেছে তা দিয়ে কি মাপা হচ্ছে? কি কনফিউসিং। সব মিস হয়ে যাচ্ছে ঃ-( চাঁদা করে একটা টিভো কিনে পাঠাই।
  • aka | ১৩ মে ২০১০ ০১:০৯ | 168.26.215.13
  • মাইরি? এরা এগুলো পাব্লিকলি বলেছে? কি আতাকেলানে মাইরি।
  • a x | ১৩ মে ২০১০ ০১:০৯ | 143.111.22.23
  • না না। আমি বলতে চাইছি শুভাপ্রসন্নর তো কোনোরকম কোনো কিছুই দেবার নেই, পাব্লিক ওপিনিয়ান মোবিলাইজ করারও ক্ষমতা নেই। ওকে দিয়ে কি লাভ হবে?

    মহাশ্বেতা একটা ডাক দিলে এখনও বেশ কিছু লোক মিছিলে বেরোয়, ব্রাত্যর নাটক আছে। শুভার তো আছে কাক ও টাক।
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:০৬ | 122.252.231.10
  • আরে আমার কাছে রেকর্ড করার কোন ব্যবস্থা নেই। বেসিকালি কোন ফান্ডাও নেই।
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:০৫ | 122.252.231.10
  • মমতার কাছে যেন অনেক প্রত্যাশা তোমার!

    আর অনুগ্রহজীবী যারা (দালাল কথাটা ভদ্রতাবশত ব্যবহার করলাম না) তারা ঠিক এক জাহাজ থেকে বেরিয়ে অন্য জাহাজে ভিড়ে যায়। পোষার দরকার হয় না।
  • a | ১৩ মে ২০১০ ০১:০৫ | 208.240.243.170
  • আমার কেন জানি মনে হয় মাল শব্দ ব্যাবহার করে থাকলেও করে থাকতে পারেন রবিবাবু, জালি? হাহা
  • a x | ১৩ মে ২০১০ ০১:০৩ | 143.111.22.23
  • আরে তোমরা একটু ইউটিউবে আপলোডালে পার তো ঃ-)
  • a | ১৩ মে ২০১০ ০১:০৩ | 208.240.243.170
  • সামহাউ শুভাদাকে দেখলেই আমার জিগ্গেস করতে ইচ্ছে করে ভগ্নাংশ না ত্রৈরাশিক? তাপ্পর টাকে তবলা বাজাতে ইচ্ছে করে। ব্রাত্য কে দেখলেই মনে হয় ওর বাপের হয়ে দুটো টেনে থাপড় মারি
  • a x | ১৩ মে ২০১০ ০১:০২ | 143.111.22.23
  • সত্যিই এ মালটাকে পুষছে কেন মমতা?
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:০২ | 122.252.231.10
  • প্রকৃতপ্রস্তাবে, কাক(প)বাবু।

    অক্ষদা, সারা পালিন লইয়া খুশি থাকো। এইখানে তল পাইবা না।
  • a x | ১৩ মে ২০১০ ০১:০১ | 143.111.22.23
  • কার্তুজদাকে ডেকে আন, বলে কিনা রবিবাবু "জালি" শব্দ ব্যবহার করেছিলেন!!
  • Arpan | ১৩ মে ২০১০ ০১:০১ | 122.252.231.10
  • কাকবাবু।
  • maharshi debendranath thakur | ১৩ মে ২০১০ ০০:৫৬ | 70.177.57.60
  • কোথা আছো গুরুদেব আমি জানিনা
  • a x | ১৩ মে ২০১০ ০০:৫৪ | 143.111.22.23
  • :-o এটা সিরিয়াসলি এরা বলছে? পাব্লিকলি? কে বলল?
  • Arpan | ১৩ মে ২০১০ ০০:৪৮ | 122.252.231.10
  • হাইট ছিল এইটাই। "আপনি রবীন্দ্রনাথ পড়েছেন? আমি দেখিয়ে দিতে পারি উনি কত জায়গায় জালি শব্দটির প্রয়োগ করেছেন। কিন্তু উনি কোথাও মাল শব্দটির ব্যবহার করেননি'।

    উত্তাল, উত্তাল। বেঁচে থাক বঙ্গের এই খেউড় সংস্কৃতি। আইপিএলোত্তর দুনিয়ায় একমাত্র খোরাক।
  • a | ১৩ মে ২০১০ ০০:৪২ | 208.240.243.170
  • আহা আজ নির্বেদ এর যায়গায় অন্য কেউ থাকলে কেলিয়ে দিত। ফ্রীতে এরকম সার্কাস দেখে মন বেজায় ফুরফুরে হইয়া গেল
  • a x | ১৩ মে ২০১০ ০০:৩৯ | 143.111.22.23
  • আকা একটা আইপি জেনেরাটর নামাও এবার।
  • source | ১৩ মে ২০১০ ০০:৩৪ | 115.117.240.106
  • কাকটা একে কার্টুন তায় দালাল। আগে সিপিএমের দালালি করত, এখন তৃণমূলের দালালি করে। পাশে জমি আর ছবির কাট মানি খাওয়ার সাইড বিজনেস তো আছেই।
  • aka | ১৩ মে ২০১০ ০০:২৫ | 168.26.215.135
  • হ্যাঁ হ্যাঁ ট্রাই এগেইন... দীপ্তেনদাকে নকল করা হুঁ হুঁ বাবা চাপ আছে
  • Arpan | ১৩ মে ২০১০ ০০:২৩ | 122.252.231.10
  • সিংহের খাঁচায় বড়ো গন্দো!
  • dd | ১৩ মে ২০১০ ০০:১৯ | 168.26.215.13
  • ঈশেনের (আমাদের) এক আকাশে গ্রহ তারা আর অন্য আকাশে লোডশেডিং। কল্কেতের আবাসনে জলের কলে নাকি প্রবন্ধ আর বাইর হয় না, মাগুর মাছে ক্যাৎক্যাতায় আর বক্‌ফুল হাঁ করে তাকিয়ে, আর বুধবারেও লুরুর কলে ঝাঁ ঝাঁ করছে জল। আর কি রামের গেলাসেই ভরি।
  • naam jene ki habe be | ১৩ মে ২০১০ ০০:১৭ | 59.161.177.244
  • হচ্চে না, হচ্চে না। ট্রাই এগেন।
  • dd | ১৩ মে ২০১০ ০০:১০ | 168.26.215.13
  • সিক্স নো ট্রাম রিডাবল, জিএস।
    মোট কথা অপিচ, নির্ভেজাল ট্রাম্প।

    ডানদিকে শেওলা রঙের সবজেটে পোলার্ড আর হুইদিকে দৃঢ়চেতা লেটুসের মাঝে আমি আর প্লাটিপাস। তখনি ঝমঝম বাদ্যি, ঘন ঘন আন্দোলিত মগজাস্ত্র, দুই পিস রুটির মধ্যে পুরে খেলাম চিপ্স রোল। হুমদো সাহেবেরা অবাক বিস্ময়ে নিরীক্ষন করল এই দেশীয় আবিষ্কার। এর সাথে খানিক সবুজ রঙের দেখতে ঝাল লংকা মতন কিছু, শেষ পাতে আনসুইটেন্ড টি। আমিও কেমন কনফিউজড, লাঞ্চ না ডিনার, ভালো না খারাপ জিগ্যেস করুন প্লাটিপাসেরে, তার গোদা নাথি ফ্রি।
  • aka | ১৩ মে ২০১০ ০০:০১ | 168.26.215.135
  • বেজায় ঘুম পাচ্ছে চাকরিটা থাকলে হয়।
  • Du | ১২ মে ২০১০ ২৩:৫৫ | 65.124.26.7
  • সিংঘমশাইয়ের বড় থাবা সবাই চেনে।
  • Du | ১২ মে ২০১০ ২৩:৫৪ | 65.124.26.7
  • বহুদিন ধরে কেন কারো জন্মদিন হচ্ছেনা?
  • Arpan | ১২ মে ২০১০ ২৩:২৮ | 122.252.231.10
  • কী বুঝুম?
  • Lama | ১২ মে ২০১০ ২৩:২৭ | 168.26.215.13
  • কমরেড অপ্পন বুইলেন না?
  • Arpan | ১২ মে ২০১০ ২৩:২৬ | 59.164.233.1
  • নাঃ। ভুল ভেবেছি।
  • Arpan | ১২ মে ২০১০ ২৩:২৪ | 122.252.231.10
  • এইটা মনে হচ্ছে দেফু। ঘর থেকে লিখছে।
  • Arpan | ১২ মে ২০১০ ২৩:০৯ | 122.252.231.10
  • সন্ধেতেই দেখেছি। রোসো। আরো বাকি আছে। ক্লাইম্যাক্ষ।
  • Shubhaprasanna for CM | ১২ মে ২০১০ ২৩:০৭ | 59.164.233.1
  • উফফ! আমি শুভাপ্রসন্নর ফ্যান হলুম। এগারোয় ওকেই মুখ্যমন্ত্রী করা হোক।

    তারানন্দয় এখন যে খেউরটা চলছে সেটা ইউটিউবে উত্তাল হিট হবে।
  • Arpan | ১২ মে ২০১০ ২৩:০৭ | 122.252.231.10
  • ভালো কথা। লুরুর ভ্রাতৃভগিনীগণ কেউ আইটিপিএল সাইডে এলে হোটেল প্যারামাউন্টে বাটার নান উইথ লসুনি মুর্গ খেতে ভুলবেন না। ইট ওয়াজ ইনডিড আ ফিঙ্গার লিকিং এক্ষপেরিয়েন্স।

    মাটন বিরিয়ানিটা কাল টেস্ট করব।

    লুরুর অন্যত্রও ব্র্যাঞ্চ আছে।

    http://theparamounthotels.in/branches.html
  • Arpan | ১২ মে ২০১০ ২২:৫৮ | 122.252.231.10
  • "শুভাদা'র মত কার্টুন ক্যারেক্টার এই বাজারে খুঁজে বার করা মুশকিল।
  • kaak | ১২ মে ২০১০ ২২:৪৮ | 59.93.214.42
  • কামার ক্যবহার নিয়ে কথা হোচ্চে? তা কেমন কামার ক্যবহার?
  • nirab pathak | ১২ মে ২০১০ ২২:৩৯ | 219.64.77.190
  • সবাইকে নিজের মতো ভাবে্‌ছন কেনো?
  • ore baba re | ১২ মে ২০১০ ২২:৩৮ | 59.164.233.1
  • "উনি কাকের ছবি আঁকেন, কাকের মত ব্যবহার' ঃ-)))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত