এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১১ মে ২০১০ ১৩:৩৭ | 170.153.65.102
  • অজ্জিত দা
    মেট্রো গলিতে ট্রাই নিতে পারো একবার
  • Arijit | ১১ মে ২০১০ ১৩:৩৭ | 61.95.144.122
  • CMH Road, MG Road, Brigade Road - কোনটে ইস্ট লুরু? এই তিনটে ডিলার দেখাচ্ছে ক্যানন ইন্ডিয়ার সাইটে। ওদের শোরুমও আছে ব্রিগেড রোডে।
  • ......... | ১১ মে ২০১০ ১৩:৩৩ | 61.12.12.83
  • মাঝখানে একটা উইকেন্ড থাকলে চেষ্টা করতুম। কিন্তু আমি নেক্সট শুক্কুরবার ভোরে কেটে যাব। তুমি যদি নেট দেখে ইস্ট ব্যাঙ্গালোরে কোথাও পাওয়া যাচ্ছে কিনা খোঁজ দিতে পার তবে কাল রাত্তিরে আমি সেখানে খোঁজ করতে পারি।
  • til | ১১ মে ২০১০ ১৩:২৯ | 220.253.240.3
  • অরিজিৎ,
    নভেম্বর/ডিসে অবধি অপেক্ষা করতে পারলে আমায় বলবেন। তবে একজ্যাক্ট speci চাই, এ ব্যাপারে আমি অজ্ঞ।
  • . | ১১ মে ২০১০ ১৩:২৮ | 125.18.104.1
  • বইয়ের জন্যঃ

  • Samik | ১১ মে ২০১০ ১৩:১৭ | 219.64.11.35
  • আজ এসে কাগজ পড়ে দেখলাম কাল রাতের হাল্কা ঝড়ে নাকি ব্যান্ডেল চার্চের সেই ঐতিহাসিক মাস্তুল ভেঙে টুকরো হয়ে গেছে।

    মাস্তুলটা ব্যান্ডেলের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল। প্লাস আমার ছোটোবেলার অনেকখানি স্মৃতি জুড়ে ছিল ঐ চার্চের মাঠ-মাস্তুল।

    এক ঝড়ের হাত থেকে রক্ষা পাবার পরে সেই মাস্তুলের পত্তন, ঠিক তিনশো ষাট বছর পর আরেক ঝড়ে তার ধ্বংস।
  • Arijit | ১১ মে ২০১০ ১৩:১৬ | 61.95.144.122
  • তদ্দিনে আমার চেরাপুঞ্জি ঘোরা হয়ে যাবে। তবে এর মধ্যে না হলে তোমাকেই বলবো।
  • Samik | ১১ মে ২০১০ ১৩:১৫ | 219.64.11.35
  • আমি জুনের আঠেরো তাংয়ে আবার যাবো।
  • Arijit | ১১ মে ২০১০ ১৩:১৪ | 61.95.144.122
  • ওই ক্যাননের লেন্সটা আনাতুম - মানে অন্য কোথাও পাওয়া গেলে...
  • Samik | ১১ মে ২০১০ ১৩:১১ | 219.64.11.35
  • আমি তো আজ ফিরলাম কলকাতা থেকে, মানে ব্যান্ডেল থেকে।
  • san | ১১ মে ২০১০ ১৩:০০ | 203.91.201.56
  • অনেকদিন নলেনগুড়ের আইসক্রিমটা খাওয়া হচ্ছেনা। শিগ্গিরি আবার যেতে হবে।
  • san | ১১ মে ২০১০ ১২:৫৯ | 203.91.201.56
  • দিপু আসবে বলেছিল না?
  • kyano | ১১ মে ২০১০ ১২:৫৯ | 61.12.12.83
  •  
  • Arijit | ১১ মে ২০১০ ১২:৪৬ | 61.95.144.122
  • ভো প্রবাসী কলকাত্তাবাসীগণ - আগামী পক্ষকালের মধ্যে কেহ কি কলকাতা আসিতেছেন?
  • rabaahuta | ১১ মে ২০১০ ১২:৩৩ | 203.99.212.53
  • ভস্ম ভাট হ্রস্ব টই কুপিত অঙ্গুলি
    কিবোর্ড চুপ শুষ্ক কূপ বিকট বুলবুলি
    খেয়েছে ধান কি আনচান বিরস প্রাণগুলি
    ভাটের পাতে পড়েনি ঝাড়ু জমিছে ধুলাবালি

    এমন দিন নীরব ক্ষীণ স্তব্ধ অলিগলি
    রৌদ্রাহত ভাটুরেজন মগজ ভরা পলি
    হে তালকানা বৃষ্টি নামা কি পথ দিয়ে চলি
    কি দিনকাল শুকনো খাল পোষা কুমীরগুলি
  • Arijit | ১১ মে ২০১০ ১০:৩১ | 61.95.144.122
  • এটা ইন্টারেস্টিং - http://www.independent.co.uk/news/uk/politics/the-brown-paradox-1970533.html

    লোকটার জন্যে এট্টুস দুঃখুই হচ্ছে। ব্লেয়ারের আমলে "ম্যান ইন ওয়েটিং' হয়েই থেকে গেলো। চান্স পেয়ে এমন ছড়ান ছড়ালো যে...অথচ সবাই বলে ও নাকি অনেক বেশি ট্যালেন্টেড ছিলো।
  • byapok | ১১ মে ২০১০ ০৭:৫৩ | 59.164.191.117
  • Did you know......that West Africa is poised to be the first e-mail-based economic superpower? Just send them USD $200 first! ঃ-))))
  • Abhyu | ১১ মে ২০১০ ০৬:০৩ | 128.192.7.51
  • কেউ হ্যায়?
  • Blank | ১১ মে ২০১০ ০১:১১ | 64.255.180.66
  • কত্তো ড্যাও লিখতে হয় প্রোজেক্টে। চাইলেই দিতে পারি
  • Tim | ১১ মে ২০১০ ০১:০০ | 198.82.23.194
  • হ্যাঁঃ ওর নাকি ড্যাও আছে। বল্লেই হলো আরকি!
  • keshechhe | ১১ মে ২০১০ ০০:৫৮ | 131.95.30.135
  • এত ড্যাও আছে তোমার??????
    তাইলে কলির চারপোয়া পোরে নি এখনো। :-)
  • Blank | ১১ মে ২০১০ ০০:৫২ | 64.255.180.66
  • কটা ড্যাও চাই?
  • keshechhe | ১১ মে ২০১০ ০০:৪২ | 131.95.30.135
  • চারিদিকে কান্ড লেগে গেছে। একদিকে তেল উলটে গেছে, আরেকদিকে ভলকানোতে কড়াই চড়েছে। এদিকে জীবনানন্দ বিদিশার নিশা ছেড়ে ডাওকে দাও দাও করছে। ওদিকে মাওরা মাও মাও করছে। সস্তা ইটালিয়ান সেলুনে চুল কাটাতে কাটাতে নীললোহিত ইটালিয়ান গান শুনছে। তার মাসী না কে যেন টাকা দিয়েছিলেন চুল কাটাবার, সে টাকার অনেকটা বেঁচে গেছে আর নীললোহিত ভাবছে কীসে ইনভেসট করা যায়! রোবট অনুকূল গান শুনছে "আমারো পরান যাহা চায় তুমি তাই গো", শুনতে শুনতে তালে তালে মাথা নাড়ছে। রাবণদি কাশেনি বলছেন "টুমরো টুমরো অ্যান্ড টুমরো।" ভাবা যায়!!!! কলির চারপোয়া পুরে গেছে।
  • Tim | ১০ মে ২০১০ ২৩:১৪ | 198.82.23.194
  • অ এই ব্যাপার।
  • Tim | ১০ মে ২০১০ ২৩:০৭ | 198.82.23.194
  • ডাও কি?
  • aka | ১০ মে ২০১০ ২৩:০১ | 168.26.215.13
  • ঃ(
  • Du | ১০ মে ২০১০ ২৩:০০ | 65.124.26.7
  • দাঁও টাও সেইসঙ্গে ঃ)
  • aka | ১০ মে ২০১০ ২২:৫৮ | 168.26.215.13
  • ইস এবারেও ডাওটা মিস হয়ে গেল। চড়চড়িয়ে চড়ছে নাকি।
  • dipu | ১০ মে ২০১০ ২২:৫৭ | 122.167.249.57
  • দ্রি কোনটা ছেড়ে কোনটা ধরবেন? ভল্কানো না ডাও!
  • i ki | ১০ মে ২০১০ ২২:২৭ | 59.164.191.117
  • এই যে ডাও দুমদাম হাজার পয়েন্ট পড়ে যাচ্ছে, চারশো পয়েন্ট উঠে যাচ্ছে, কিন্তু দ্রি কিছুই বলছেন না, এটা কি ভালো হচ্ছে?
  • Abhyu | ১০ মে ২০১০ ২২:০৮ | 128.192.7.51
  • সেই কড়া ঠিক করার কি একটা ওষুধ কোন একটা টইতে ছিল না?
  • durnitidamanshakha | ১০ মে ২০১০ ২১:১৫ | 198.82.23.194
  • হুম। সবকটার হাতে হাতকড়া পড়বে।
  • CBI | ১০ মে ২০১০ ১৮:৩০ | 117.194.196.69
  • আমার ৫০%।
  • til | ১০ মে ২০১০ ১৭:৫৫ | 220.253.240.3
  • অবশ্যই। কিন্তু আগে লাইন দিন, তবেই না!
  • elektari | ১০ মে ২০১০ ১৭:৫৩ | 61.12.12.83
  • আমাকে দিয়ে দিন। কত দিতে হবে সাক্ষাতে বলে দেব।

    সিবিআইকে খপর দেবেন না।
  • til | ১০ মে ২০১০ ১৭:৪৯ | 220.253.240.3
  • দে ও অন্যান্যরা,
    হ্যাভেলস কিনেছি। ইদিকে তো কারেন্ট নাই; মানে লাইনই নাই, নিউ টাউন এলেকটারি সাপ্লাই অফিসে নাকি মিটার বাড়ন্ত, গত ১০ মাস ধরে! কাকে এবং কত ঘুষ দিতে হবে বুঝতে পারছি না।
  • Arijit | ১০ মে ২০১০ ১৭:৪৪ | 61.95.144.122
  • চেলসীর জয়ে একজন নিউক্যাসল ইউনাইটেড ফ্যানের উৎসাহিত হইবার কোনো কারণ নাই। অদ্য ইপিএলের বাজারে এক সীজনের ওয়ান্ডারদের মূল্য কুড়ি মিলিয়ন পাউন্ড হইবার পিছনে দায়ী প্রধানতঃ চেলসী। এবং সর্বাপেক্ষা বৃহৎ কারণ গতকল্য মাইক অ্যাশলি এন্ড কোং-এর তরফে একটি অত্যন্ত কনফিউজিং এবং ডিপ্রেসিং স্টেটমেন্ট যাহার ফলে চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ সম্পূর্ণ মাটি হইয়াছে এবং নিউক্যাসল ইউনাইটেড আগামী সীজনে প্রিমিয়ার লীগে টিঁকিবে কিনা সেই বিষয়ে সন্দেহ হইতেছে।
  • ..................... | ১০ মে ২০১০ ১৭:৪২ | 61.12.12.83
  • হু কেয়ারস? কেউ একটা জিতলেই হল।
  • Arpan | ১০ মে ২০১০ ১৭:৩৯ | 216.52.215.232
  • প্রত্যাশিত ফলাফল।
  • PF Dept. | ১০ মে ২০১০ ১৭:৩৮ | 216.52.215.232
  • কিন্তু সত্যি মাসে একজনের পিএফের পরিমাণ লাখ টাকা। ব্ল্যাংকি নিশ্চয় ভুলে যায়নি সেকথা।
  • stoic | ১০ মে ২০১০ ১৭:৩৮ | 160.103.2.224
  • চেলসীর প্রিমিয়ারশিপ জয় আর ম্যান ইউর পরাজয়ের ব্যাপারে অরিজিত, অর্পণ, বোধি, রাজদীপ, দিপু ইত্যাদিদের কোন স্বতঃস্ফূর্ত উল্লাস না দেখিয়া আমি কিঞ্চিত কনফিউসড। আমি না হয় শোকে মূহ্যমান, আপনাদের কি হইল ?
  • ..... | ১০ মে ২০১০ ১৭:৩৭ | 61.12.12.83
  • আমিও ধন্দে ছিলাম। ব্ল্যাঙ্কি ক্যানো পিয়েফের নমিনি ইত্যাদি। পোকাস করিনি।
  • san | ১০ মে ২০১০ ১৭:৩৫ | 203.91.201.56
  • ঃ-))))))))

    দূর ব্ল্যাংকির অনেক টাকা। আমার ওই সামান্য টাকার নমিনি করে কি ওকে আমি অপমান করতে পারি?
  • de | ১০ মে ২০১০ ১৭:৩৩ | 203.197.30.2
  • উফ্‌ফ পিএফের নমিনি পড়ে ঘেঁটে গেসলাম -- স্যানের লেখাটা আমি এম্নি করে পড়ছিলাম --

    blanki, who is the nominee of my PF --ইত্যাদী!
  • de | ১০ মে ২০১০ ১৭:২৮ | 203.197.30.2
  • স্যান, বহুবার! আমি ফর্ম ফিলাপ কত্তে বসলে এম্নি সিরিয়াসলি বসি -- অনেকবার নামের (নিজের,বাবার) জায়গাতেও অনেক ভাবতে হয় ঃ))
  • de | ১০ মে ২০১০ ১৭:২৬ | 203.197.30.2
  • স্টৈক, সত্যিই বিচ্ছিরি ব্যাপার! এই আগ্নেয়গিরিটা নিয়ে কোনো কনস্পি-থিওরি আছে কিনা কে জানে!!

    আমি তো আগেই টাটাকাশের ফরে সওয়াল করেছিলাম-- অনেক বৃষ্টিতেও মুম্বইতে কখনো সার্ভিস খারাপ হয়নি।
  • san | ১০ মে ২০১০ ১৭:২৫ | 203.91.201.56
  • দড়ি খোলার উপায় নাই ক্যান? টাটা স্কাই একবার নিলে ছাড়া যায় না ? ঃ-০ না বিয়ে করলে সেপারেশন করা যায়না? ঃ-০ কোনটা????
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত