এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৪ মে ২০১০ ১৮:০৬ | 168.26.215.13
  • মতান্তরে পোয়েটিক লাইসেন্স। ঃ)
  • aka | ০৪ মে ২০১০ ১৮:০৫ | 168.26.215.13
  • হুতো ঐজন্যই ভাবানুবাদ, অনুবাদ নয়। ;)
  • rabaahuta | ০৪ মে ২০১০ ১৮:০৩ | 203.99.212.54
  • এইতো এইতো আকাবাবু।
    বিভিন্ন ভাষায় আমার কাব্য অনুবাদপ্রচেষ্টা যে সূত্রপাত আপনি করেছেন তাতে আমি আপ্লুত। কিন্তু একটা খটকা রয়ে গেছে- আপনি বোটের কথা বলেছেন, আমি কিন্তু তরনীর কথা বলি নাই ;-)
    (কাব্য আর রাজনীতি মিশ খায়না জানি, সুধী ভাটুরে নিজগুণে মার্জনা করবেন)
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৮:০২ | 202.79.203.59
  • ওরে বাবা ওখানেও স্ট্রাইক হয় বুঝি http://www.cbc.ca/world/story/2010/03/23/france-strike.html তবে যে জানতুম শুধু মদিরা ফ্যাশন আর প্যাশনের দ্যাশ

    ছ্যা ছ্যা সিপিএম আবার প্যারিস উত্তর-পুর্ব জোনাল কমিটি খুলল কবে?
  • aka | ০৪ মে ২০১০ ১৮:০১ | 168.26.215.13
  • আহা ভাত দিলে নাহয় দুচারটে মেরেই দিল। ভাত না দিয়ে মারার থেকে বেটার অপশন। শোনেন নাই পেটে খেলে পিঠে সয়।
  • Samik | ০৪ মে ২০১০ ১৮:০০ | 219.64.11.35
  • দিল্লিতে লোকাল ট্রেনের মোটরম্যানেরা ধর্মঘট করলে জাস্ট কেউ টের পাবে না। কাগজের ভেতরের পাতায় হয় তো খবর হবে। দিল্লিতে লোকাল ট্রেনের ধার বিশেষ কেউ ধারে না। লোকাল ট্রেন সার্ভিস যে মুম্বইয়ের জন্য কী, সেটা এক ঘন্টার জন্য বন্ধ হয়ে গেলেও মুম্বাইয়ের কী হাল হয়, সেটা মুম্বইতে যে কখনও যায় নি বা থাকে নি, সে বুঝবে না।
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৭:৫৫ | 202.79.203.59
  • সবচেয়ে ভাল আছে পুঁজিবাদীরা ;-) ভাতে মারছে আর হাতে মারাচ্ছে
  • aka | ০৪ মে ২০১০ ১৭:৫০ | 168.26.215.13
  • মাওবাদীরা তো তাই করছে। প্রথমে ক্যাল তাতেও না হলে পরের স্টেপ।
  • Blank | ০৪ মে ২০১০ ১৭:৪৫ | 170.153.65.102
  • মুম্বাই তে এতজন একজোট হতে পেরেছিলো তাই স্ট্রাইক করতে পেরেছিলো।
    তবে এই জন্য বলি শুধু স্ট্রাইকে কিস্যু হয় না। ২ দিন উদোম ক্যাল দেবে চারদিকে। এক মাসের জন্য রেল বসিয়ে দেবে, তবে সব শুধরোবে।
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৭:৩৭ | 202.79.203.59
  • মিসটেক - আগে উপমু ছিলেন , এখন শুদুই স্বরাষ্ট্র
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৭:৩৫ | 202.79.203.59
  • না - এখন শুদুই স্বরাষ্ট্রমন্ত্রী
  • de | ০৪ মে ২০১০ ১৭:৩৫ | 59.163.30.2
  • হোম মিনিস্টার।
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৭:৩৩ | 202.79.203.59
  • মহার উপমুক্কোমন্তি
  • de | ০৪ মে ২০১০ ১৭:৩১ | 59.163.30.2
  • মুম্বইয়ের থেকে দিল্লী বা লুরু খুব পিছিয়ে নেই !
  • Arpan | ০৪ মে ২০১০ ১৭:৩১ | 204.138.240.254
  • আরে সে মহাপ্রভুটি কে?
  • de | ০৪ মে ২০১০ ১৭:২৯ | 59.163.30.2
  • আরে আরার পাটিল সে না --- ইতনা বড়া শহরমে এক আধ হাদ্‌সা হো হি যাতা হ্যায় -- এই কথা শোনার পর যখন স্যাক করা হলো , তখন বলেছিলেন -- আমি হিন্দী জানিনা, DDLJ থেকে কপি করেছি --- বড়ে বড়ে শহরমে ছোটে ছোটে হাদ্‌সা --ইত্যাদী!
  • Arya | ০৪ মে ২০১০ ১৭:১৯ | 203.91.201.56
  • De, কারণ মুম্বাই তে লিভিং কস্ট সবথেকে বেশি।
  • Arpan | ০৪ মে ২০১০ ১৭:১৭ | 216.52.215.232
  • আর আর পাটিল কে?
  • de | ০৪ মে ২০১০ ১৭:১৪ | 59.163.30.2
  • দুঘন্টা আগে বল্লাম - একখুনি উঠে যাবে ঃ))
  • Arpan | ০৪ মে ২০১০ ১৭:১২ | 216.52.215.232
  • NDTV-এর আপডেটঃ স্ট্রাইক তুলে নেওয়া হয়েছে।
  • de | ০৪ মে ২০১০ ১৭:১১ | 59.163.30.2
  • একটা ব্যাপার বুঝতে পাচ্চি না --মোটরম্যান-দের পে-স্কেল তো সারা দেশেই এক --তাইলে শুধু মুম্বইয়ের মোটরম্যানরা হত্তাল করে ক্যান?
  • quark | ০৪ মে ২০১০ ১৭:১০ | 202.141.148.99
  • ঠিক! ৬০০ লোককে ব'লে দেওয়া হোক, ৬০ লাখ লোকের সেবা করতে আসা তোমাদের অন্যায় হয়েছে বাপু। তবে এসেই যখন পড়েছ, আমাদের ভুগিয়োনাকো, তাতে তোমার সংসার চলুক আর নাই চলুক।
  • rabaahuta | ০৪ মে ২০১০ ১৭:০৮ | 203.99.212.54
  • অরিজিৎদা, আমি বললাম, শুধু নিজেদের কাজ বন্ধ করে হরতাল আর অন্যদের কাজ করতে না দেওয়ার হরতাল - এই দুটো আলাদা- সেটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি বা রেলগাড়ি বা চটকল যেখানেই হোক।
    আর কোন বক্তব্য নেই আমার।
    আর আমি বিশ্বাস করি বিভিন্ন সময়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অনেক সুফল আমরা ভোগ করি।- এটা একটা ডিঃ।
    আবার, আন্দোলন আর জুলুমবাজির মধ্যে পার্থক্য বড় সূক্ষ্ম, কিন্তু আমার ধারণা কোন নির্দিষ্ট তঙ্কÄ দিয়ে বা প্রক্রিয়াটার মধ্যে না থেকে সেটা বোঝা সম্ভব নয়।
  • de | ০৪ মে ২০১০ ১৭:০৫ | 59.163.30.2
  • *এম-এন-এস
  • de | ০৪ মে ২০১০ ১৭:০২ | 59.163.30.2
  • h,
    বেশ পুরোনো দিনের কিছু মারাঠী আমার বন্ধু, তাঁদের কাছ থেকেই মহারাষ্ট্রে কিভাবে ধীরে ধীরে কমিউনিস্ট আন্দোলনকে চেপে দেওয়া হয়েছে সেইসব শুনেছি। বইটা পড়বো যদি পাই। সত্তরের দশক থেকেই বম্বের একের পর এক ফ্যাক্টরি, মুলতঃ কাপড়কল, বন্ধ হতে থাকে আর সেজায়গায় মাল্টিস্টোরিড তুলতে থাকে পাওয়ারফুল প্রোমোটার-গোষ্ঠী -- এনিয়েও অজস্র প্রতিবাদকে চেপে দেওয়া হয়েছে।

    শিবসেনার উৎপত্তি সত্যিই কংগ্রেস প্রমোটেড। ইভন, এখনো --শিবসেনা, বিশেষতঃ এম-এস-এনের প্রত্যেকটা মুভমেন্ট কংগ্রেস-ক®¾ট্রালড।

    ব্ল্যাংক,

    রেশিও যতক্ষণ ১ঃ১ -- ৬০০ লোকের আন্দোলনের ফলে আরো ৬০০ লোকের অসুবিধা হচ্ছে, ততক্ষণ কেউ কিছু বলে না এদেশে। কিন্তু ৬০০ লোকের আন্দোলনে ৬০ লাখ লোকের ভোগান্তি -- এতো অর্ডার অব ম্যাগনিচুড বেশী -- এতেও যদি গভর্ণমেন্ট কিছু না বলে -- তাহলে তাদের দরকারই নেই!
  • saikat | ০৪ মে ২০১০ ১৭:০০ | 202.54.74.119
  • এক মোটরম্যানের ব্লগ -

    http://motorman.wordpress.com/

    এখানেও আবার corrupt trade union ঃ-)
  • h | ০৪ মে ২০১০ ১৬:৫৫ | 203.99.212.54
  • NDTV উল্টো বলছে।
  • Blank | ০৪ মে ২০১০ ১৬:৫৪ | 170.153.65.102
  • হেব্বী জমেছে
  • h | ০৪ মে ২০১০ ১৬:৫১ | 203.99.212.54
  • এস্মা করলে চাপ হবে, বেল দিতে হবে কায়দা করে, যাতে কাজে ফিরতে পারে অন্তত নইলে আরো চাপ হবে। I doubt যে যাদের গ্রেপ্তার করেছে তাদের ESMA দেবে কিনা। কারণ স্ট্রাইকার দের শক্তি হল, এটা হেবি স্পেশালাইজ্‌ড কাজ, সবাই পারবে না। ১৭০ জন নাম্বার টা কম ই লাগছে, যত অসংখ্য ট্রেন।
  • h | ০৪ মে ২০১০ ১৬:৪৮ | 203.99.212.54
  • আকাদেমিক আগ্রহ থাকলে অবশ্য, জয়ন্ত লেলে, সুজাতা প্যাটেল, অ্যালিস ঠর্নার, ডেভিড কি যেন এদের বই পড়তে হবে। আর লজ্জার মাথা খেতে পারলে, বিটি রনদীভে র বক্তৃতা সংগ্রহ।
  • Blank | ০৪ মে ২০১০ ১৬:৪৭ | 170.153.65.102
  • এদিকে এসমায় ১৭০ জন অ্যারেস্টেড
  • Arijit | ০৪ মে ২০১০ ১৬:৪৬ | 61.95.144.122
  • এস্‌মা জারি হয়ে গেছে।
  • quark | ০৪ মে ২০১০ ১৬:৪৫ | 202.141.148.99
  • আরে বাবা, ব্যাপারটা তো সেই একই হ'ল। নিজের গায়ে আঁচ না লাগলে, এসমা, পোটা, টাডা, ইউএপিএ যা খুশি হোগ্গে না!
  • Blank | ০৪ মে ২০১০ ১৬:৪৪ | 170.153.65.102
  • দুদিন বাদে সব এসেনসিয়াল হয়ে যাবে। এমনকি IPL
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৬:৪৩ | 202.79.203.59
  • এতো পুরো শ্রমিক অধিকারবিরোধী কালাকানুন !
    http://en.wikipedia.org/wiki/ESMA_(India)

    কিছু কিছু পয়েন দেখে তো মনে হয় সত্যিই দ্যাশটা পুরোপুরি বেনিয়াদের জন্যে তৈরি
  • bb | ০৪ মে ২০১০ ১৬:৪২ | 125.16.17.152
  • আমাদের এই IT তেই দেখেছি নির্বিচারে ছাঁটাইয়ের সময় লোকে ইউনিয়নের প্রয়োজনের কথা বলেছেন।
    এই অন্ধ্রপ্রদেশে IT কে essential service এর আওতায় আনা হয়েছে। তার মানে এখানেও ধর্মঘট বেআইনী।
  • h | ০৪ মে ২০১০ ১৬:৩৯ | 203.99.212.54
  • অর্পণ ঃ-)) পয়েন্ট টেকেন।

    দে, ১৯৬৭ তে কৃষ্ণ দেশাই খুন হন বোধ হয়। লাল বাওতা বলা হত তাকে। এই লাইনে সেরা বই মীরা মেনন আর নীরা আদর্কর এর one hundred years and one hundred voices। ১৯৬৫ নাগাদ কংগ্রেসের রাজ্য নেতৃঙ্কেÄর প্রত্যক্ষ প্ররোচনায় শিব সেনা গড়ে ওঠে। ইন ফ্যাক্ট শিবাজী পার্কে যে আনুষ্ঠানিক সূচনা হয়, সেই সভায়, তৎঅকালীন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। এই ভাবে, মহারাষ্ট্র রাজ্য প্রতিষ্ঠার আন্দোলনকে বাস্টার্ডাইজ করতে সাহায্য করা হয়, এবং ডাংগে এবং সিপিআই-সিপিএম ইরেলিভ্যান্ট হয়ে যান। শুধু মহারাষ্ট্র প্রতিষ্ঠা দিবসটা ১ লা মে হোক, এই দাবী টা কম্যুনিস্টরা করেছিলেন, এই ঘটনাটার মধ্যে বহু আন্দোলনের বাহবা না পাওয়া, দম না ফেলা ইতিহাস টিকে আছে।

    এই ট্রেড ইউনিয়নের রাজনীতির বাস্টার্ডাইজেশনের আরেকটা আপদ হল, ট্রেড ইউনিয়ন জঙ্গী হলে অনেক চাপ, দেশ, শিল্প, ভারতবর্ষের একতা বা উঙ্কÄলতা(মানে ৯২ এর আগে আর পরে), উন্নততর ভবিষ্যৎ সব কিছুর হেবি ঝাড় হয়। কিন্তু কৃষক আন্দোলন জঙ্গী হলে, এক দু পিস বাঙালী হি্‌জওগ্রাফি, কবিতা বাঁধা। এটা আমার কাছে ওভার অল স্লাইট বিচিত্র। শিল্প কে বাঙালি নিতে পারে না, ইত্যাদি নীরদ সি গোছের বোকা বিশ্লেষঞ করে ফেলতেও পারি বয়স হলেঃ-)
  • Blank | ০৪ মে ২০১০ ১৬:৩৫ | 170.153.65.102
  • আর যারা আন্দোলন করছে তারা সব আনকমন পাবলিক
  • Arijit | ০৪ মে ২০১০ ১৬:৩৩ | 61.95.144.122
  • যাঃ। এইত্তো সিদ্ধান্ত হল যে ট্রেড ইউনিয়নের ছাতার বাইরে থাকলে আর শুধু নিজের কাজ বন্ধ করে হরতাল করলে সেটা ভালো। তয় আবার এস্‌মা কেন?

    ;-)
  • de | ০৪ মে ২০১০ ১৬:২৮ | 59.163.30.2
  • কমন পাবলিকের এতো অসুবিধা করে বন্ধ হলে এস্মাই জারি হওয়া উচিত -- সব শ্রেণীর জন্যই উচিত!
  • Arijit | ০৪ মে ২০১০ ১৬:২৬ | 61.95.144.122
  • মহারাষ্ট্র সরকারও এস্‌মা-র কথা ভাবছে। টিওআই-এর খবর।
  • de | ০৪ মে ২০১০ ১৬:২৫ | 59.163.30.2
  • মোটেও জেট সব দাবি মানেনি -- সেবার ভুল করেছিলো অনেককে একসাথে ছাঁটাই চিঠি ধরিয়ে -- এখন ধীরে ধীরে একে একে ধরায় -- পাশের বুকিং কাউন্টারের কলিগ বা সহকর্মী কেবিন ক্রু কোন একদিন থেকে আসে না -- as usual কেউ মাথা ঘামায় না -- নিজের গায়ে আঁচ না লাগলে কে আর আন্দোলন করে!
  • Arijit | ০৪ মে ২০১০ ১৬:২৩ | 61.95.144.122
  • হুতোর জন্যে পোশ্নো - গত বছর পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে লোকগুলো তো কাউরে মারধোর করে নাই - শুধু নিজেদের কাজ বন্ধ করে হরতাল করেছিলো। তাইলে কেন তাদের ওপর এস্‌মা জারি হয়েছিলো?
  • Rajdeep | ০৪ মে ২০১০ ১৬:২১ | 202.79.203.59
  • দিনকয়েক আগে পিজির জুনিয়র ডাক্তারদের মতও হতে পারে - চোখের সামনে বিনা চিকিৎসায় মৃত্যু তারপর সুপার সাহেবের কাতর অনুনয় ইত্যাদি আর খুশী খুশী সমাপতন-সাধভক্ষণ , সব ভাল যার ... ইত্যাদি

    রাজ্যের মেধাসম্পদসব - কার ঘাড়ে কটা মাথা ?
  • bb | ০৪ মে ২০১০ ১৬:১৮ | 125.16.17.152
  • হনুকে ক। আজকাল মিডিয়া ধর্মঘটকে এমন ভাবে দেখায় যেন শ্রমিকের বা ইউনিয়নের ধর্মঘট মানে জুলুমবাজী, আর ডাক্তারদের বা ল'ইয়ারদের ধর্মঘট মানে কতৃপক্ষের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। একই হাসপাতালে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা করলে দেখান হবে কত রোগী ফিরে যাচ্ছে। আর ডাক্তার করলে দেখান হবে তাদের মাইনে কত কম অন্যদের তুলনায় বা তাদের আগের কত দাবী কতৃপক্ষ মানেন নি ইত্যাদি।
    এই প্রজন্মের লোকেরা ইউনিয়ানের প্রয়োজনিয়তা উপলদ্ধি করে জখন নিজেদের গায়ে আঁচ লাগে, উল্লেখ্য জেট এয়ারওয়েজের কিছুদিন আগের বিমান সেবক/সেবিকাদের আন্দোলন।
  • dipu | ০৪ মে ২০১০ ১৬:১৭ | 61.12.12.83
  • জীবন্ত কিংবদন্তী এই একজনই এখনো আমাদের মধ্যে আছেন।
  • dipu | ০৪ মে ২০১০ ১৬:১৬ | 61.12.12.83
  • সুব্রত মুখার্জী আস্তে আস্তে কুইজের হট টপিক হয়ে উঠছেন। উনি কতবার সুইচ করেছেন - ক) ১২ খ) ১৭ গ) ৩৫ ঘ) এখনো গণনা চলছে ঃ-))
  • de | ০৪ মে ২০১০ ১৬:১৩ | 59.163.30.2
  • এতো গোলে দীপুর এই পিতিবাদ কারুর চক্ষে পড়লনি! বেচারা আইপি হঠানোর তাগিদে নাম হত্তাল কচ্চে ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত