এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০১ মে ২০১০ ০০:০৭ | 168.26.215.13
  • তাইলে চাঁপ রাঁধি। একে মটন তায় ঘি কালি তাড়িয়ে দেওয়ার টইটা আপডেট করতে হবে।
  • a x | ০১ মে ২০১০ ০০:০৫ | 143.111.22.23
  • দুটো তো দুই রকম খেতে। কোর্মা রাঁধলে বেশি করে ঘি দিও। কিপ্টেমি কোরোনা।
  • Du | ০১ মে ২০১০ ০০:০০ | 65.124.26.7
  • দীপু যেমন লিখেছে - মঙ্গলগ্রহের দর্শকের চোখে - সেইরকম করে আম্রিগার কথা বলতে ইচ্ছে হল ঃ-
    একজন লোক প্রায়ই সবাইকে খুব বকে বকে কিছু বলছে
    ( ক্লু - ইভাঞ্জেলিক চ্যানেল নয়)।
  • dd | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৫৭ | 122.171.22.228
  • নাঃ, তা ও লিখি।
    এম্নি সিরিয়াস কিসু লিখি না, তায় শুক্কুরের রাত।
    তাও ও লিখি।

    গু চ'র শৈশবে পার্সোনাল অ্যাটাক খুব হতো। শ্লীল অশ্লীলের প্রশ্নো নয়। ডেফিনেশনের প্রশ্নো নয়। পার্সোনাল আক্রমনের কথা।

    যেমতি ঃ যে কয়টি পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে (চাট্টি ক্ষি পাঁচটি) তার মধ্যে একটি ছিলো আমার তিন মেয়েকে নিয়ে, না, না, ইংগিত নয়, সরাসরি পরিষ্কার .... হোয়াটেভার।

    আই পি দেওয়ার পর থেকে আর হয় নি। কোনো চেনামুখ সুযোগ নিয়েছিলো,তখন। এখন বোধয় সম্ভব নয় বা একটা ডিটেরান্ট।

    তো,আমি আই পি দেওয়ার পক্ষে। বিলকুল।
  • aka | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৫৭ | 168.26.215.13
  • এইযো অক্ষদা মটন কোর্মা না মটন চাঁপ কোনটা বেটার?
  • a x | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৫৫ | 143.111.22.23
  • ঃ-)
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৫১ | 65.124.26.7
  • এই প্রাণহরা - প্রাণ ভরায়ে দেবে, ঘিলু উড়ায়ে নয় ঃ)।
  • Tim | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৪৮ | 198.82.17.114
  • প্রাণহরা মিষ্টি তো। কিন্তু কোন মিষ্টিটা খেয়াল হচ্ছেনা।

    হিটম্যানের বাংলা প্রাণহরা হতে পারে। ঃ-)
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৪৪ | 65.124.26.7
  • ডিম তো মন ছুয়েঁই যায় সর্বদাই।
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ২৩:৪১ | 65.124.26.7
  • প্রাণহরা বানাতে চাও কেউ?
  • a x | ৩০ এপ্রিল ২০১০ ২৩:১৬ | 143.111.22.23
  • আর আইপি তুলে দেবার ব্যাপারে দেফুর সাথে সহমত।
  • a x | ৩০ এপ্রিল ২০১০ ২৩:১৩ | 143.111.22.23
  • ডিমসামের আক্ষরিক অর্থ হল "মন ছুঁয়ে যাওয়া"।
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ২৩:০৯ | 65.124.26.7
  • ঃ)
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ২২:১০ | 59.164.232.211
  • কংগ্রেসের কয়েকটা কেঁদো কেঁদো লোক খানিকক্ষণ না খেয়ে (অ্যাপারেন্টলি) ছিল। এখন উঠে গেছে। তাই নিয়ে তারানন্দ প্রবল অসন্তুষ্ট। একটা লোকের ঝাঁট জ্বালিয়ে খাক করে দিল।

    প্রোগ্রামটার নাম জানতে পারলেই বাংলায় হাসির সিনেমা টইতে লিখে দেব।
  • aka | ৩০ এপ্রিল ২০১০ ২১:৫৭ | 168.26.215.13
  • ন্যাড়াদা এই revert back টা দক্ষিণী স্টাইল মনে হয়। আমি দক্ষিণের লোকেদের সাথে কাজ করতে গিয়েই প্রথম শুনি। যেমন জা হল কো-সিস্টার।
  • nyara | ৩০ এপ্রিল ২০১০ ২১:৩২ | 122.172.25.95
  • দিশি ইংরিজিতে একটা স্টাইল দেখছি। the same-এর ব্যবহার। উদাহরণঃ I am working on the document. Once done I will send you the same.

    আরেকটা হল get back-এর জায়গায় revert back। যেমন, Once I am done, I will revert back to you.
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ২০:৪০ | 65.124.26.7
  • আমার ছেলের স্কুলে এ সপ্তাহে বৃটিশ শব্দ শেখাচ্ছে - ডাস্টবিন মানে ট্র্যাশক্যান, টর্চ হচ্ছে ফ্ল্যাশলাইট , পেট্রল মানে গ্যাস, ডাইভারশন মানে ডিট্যুর ইত্যাদি ঃ)
  • kk | ৩০ এপ্রিল ২০১০ ২০:২৮ | 67.187.111.178
  • অরিজিৎ, গায়ে পড়ে একটা ছোট সাজেশন দেব? পুল এ ভিড় থাকলে,ল্যাপ টানার জায়গা না থাকলে তুমি ওয়াটার জগিং করতে পারো। স্পট জগিং, কাজেই জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। এতে প্রচুর ক্যালোরি বার্ন হয়। কিন্তু খুব লো ইম্প্যাক্ট। তোমার হাঁটুর ব্যাথায়ও উপকার পাবে। আমার তো দু পায়েরই ভয়ানক খারাপ অবস্থা, কিন্তু এটা করে অনেক লাভ হয়েছে। ইচ্ছে হলে ওয়াটার অ্যারোবিক্সও করতে পারো। মুভমেন্ট গুলো ইন্টারনেটেই পেয়ে যাবে।
  • nyara | ৩০ এপ্রিল ২০১০ ২০:২৭ | 122.172.25.95
  • ডিমসাম কোন খাদ্য নয়। যদিও আজকেই তথাকথিত অথেন্টিক মেনল্যান্ড চায়নায় দেখলাম পটস্টিকারকে ডিমসাম বলে চালাচ্ছে। ডিমসামকে একধরণের সার্ভিং স্টাইল বলা যেতে পারে।
  • stoic | ৩০ এপ্রিল ২০১০ ২০:২০ | 160.103.2.224
  • কমরেড আকার সাথে ভার্চুয়াল দুনিয়াকে বেশি সিরিয়াসলি না নেবার ব্যাপারে একদম ক।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ২০:০৫ | 219.64.11.35
  • আম্মো দেখি না।
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ১৯:৫৩ | 65.124.26.7
  • বছরে একদিন 'নো আইপি ডে' সেলিব্রেট করা যেতে পারে।
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ১৯:৫১ | 65.124.26.7
  • আমি তো কস্মিনেও আইপি দেখি না।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:৩৩ | 170.153.65.102
  • বাড়ি যাই বরং
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২৯ | 170.153.65.102
  • ডিমসাম কোল্কেতাতেও হেব্বি বানায়। শুওরের গুলো সবচেয়ে ভালো খেয়ে হয়। চিকেন অতটা ভালো না
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২৮ | 170.153.65.102
  • দীপু টা এক্কেরে কচি শিশু। ওর মনে আনন্দ জাগায় শুধু অচেনা লোকেদের লেখা।
    এর কি হইবে !!!
  • til | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২২ | 220.253.240.3
  • বাছা ব্ল্যাঙ্ক,
    কবে আসিবা, তোমায় ডিম সুম (সিম) খাওয়াইবো। সত্বর জানাইয়ো।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২২ | 61.12.12.83
  • অন্যত্র ফেকদের দেখে আমার হেবি হিংসে হয়। এই হল গল্প।
  • til | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২০ | 220.253.240.3
  • ঝাল? ধ্যুস, আমি অফিস পার্টি বা লাঞ্চে গেলে পকেটে কাঁচালঙ্কা নিয়ে যাই!
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:২০ | 170.153.65.102
  • ইদিকে আমার টা দেখে মামু হয়তো মিনিমাম ব্যালান্সের রুল চালু করে দেবে।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৯ | 61.12.12.83
  • পিছিয়ে পড়। আর পারিনা। বাড়ি যাই।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৯ | 170.153.65.102
  • কি দিয়ে বানায় জানি ন। অনেক রকমের হতে পারে। বেশ ঝাল হয়। টমেটো লঙ্কা এসব থাকেই। যারা ঝাল খেতে পারে না তাদের জন্য মোমো নয়
  • til | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৯ | 220.253.240.3
  • আমার ব্যাঙ্ক ব্যালান্স গ্রীসের চাইতে বেশী, পাছে পম্পিদ্রু ধার চেয়ে বসে!
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৭ | 170.153.65.102
  • আরে আইপি নিয়ে এতো লুকো ছাপার আছে কি ? আইপি দেখাচ্ছে বেশ করছে। তাতে কি এলো গেলো? আমার ব্যাংক ব্যালেন্স তো নয়
  • til | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৬ | 220.253.240.3
  • এবারে বাছা ব্ল্যাঙ্ক, কি ছছ সেটা বল, তবেই জ্ঞানের মাত্রা ১০/১০ হয়ে যাবে আমার!
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৫ | 61.12.12.83
  • বল্লুম তো, বোকাপাঁঠা পাবলিকের বাজারে অভাব ঘটেনি। তাই আইপি উঠে গেলে দু-চাট্টে অমন হতে পারে। তাই দিয়ে আইপি দেখানো জাস্টিফাই করা যায় না। যাকে খিস্তি দিল আর অ্যাপারেন্টলি যে খিস্তি দিল তারা কেউই স্কুলের বাচ্চা নয় যে দৌড়ে মামণিকে কমপ্লেন করতে যাবে।
  • aka | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৫ | 168.26.215.13
  • দেফু খিস্তি দিলে আপত্তি নাই তো। আমারে যত খুশী খিস্তি দাও না কেনে। কিন্তু ধরো তুমি খিস্তি দিলা শমীকের নাম নিয়ে। মামু এরপরে আইপি সমেত সেই খিস্তি পাবলিশ করল (মামুর সময় গেল), তারপর দেখা গেল আইপি ব্যাঙ্গালুরুর (এবারে কনফুশন)। কিন্তু তাতে তুমি কইলে মামু যে আইপি চেঞ্জ করে দেয় নি তার কি প্রমাণ (আরও ক্‌নফুশন)। ওদিকে আমি শমীকের ওপর চটে বসে আছি (কনফিউজড দেফুর ওপরে খচব না শমীকের ওপর)।

    আমারে গালি দিলে গালি দিই, ভালো কথা বললে ভালো কথা বলি, এমনকি গালি দিলেও মাঝে মাঝে ইগনোর করি, কিন্তু মাঝে মাঝে ভার্চুয়াল পৃথিবী মানুষ বেশি সিরিয়াসলি নিয়ে নেয়। মামুর পক্ষে এত ঝামেলা একটু বেশিই হবে। ভার্চুয়াল পৃথিবীর অনেক গপ্পো।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৪ | 170.153.65.102
  • ডাম্পলিং হলো এদের বাপ। তার দুই ছানা হলো মোমো আর ডিমসাম
  • til | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১৩ | 220.253.240.3
  • এতক্ষণে বোঝা গেল। মোমো মালটা জমাটি হবেই। মাংসের সিঙ্গাড়ার চৈনিক (সরি তিব্বতী) সংস্করণ।
    সক্কলকে থ্যাঙ্কু১০০।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১২ | 170.153.65.102
  • মোমো আর ডিমসাম প্রায় এক জিনিস। তবে ডিমসামটা চাইনিজ। ওটা সস ছারা খায়। মোমোর সাথে স্যুপ বা সস থাকবেই। আর ভেতরের পুর টা রান্নার পদ্ধতি আলাদা। মোমো টা তীব্বতি।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১২ | 203.99.212.54
  • ধুর, দীপু অবোধ।
    ওরে, খিস্তি নিয়ে কারো কোন আপত্তি নেই- কেনই বা থাকবে? ব্যথা হচ্ছে অন্যের ছদ্মবেশে দেওয়া নিয়ে।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১২ | 219.64.11.35
  • তাইলে জানতাম না। ঃX

    অবিশ্যি এখানে ভেজ মোমোও বিক্রি হয়। বাঁধাকপি দেওয়া। সেটাও জানতাম না, যদি দিল্লি না আসতাম।
  • xata thata tabayarhhata | ৩০ এপ্রিল ২০১০ ১৯:১০ | 203.99.212.54
  • আমি, আমি আমি সত্য। আমিই বিজ্ঞান।
    ডাম্পলিং- ডিমসাম বা ডিমসুম। আরো কি যেন নাম আছে।
    জতলভয, গ্যাংটক যাওয়ার রাস্তায় আমি খেয়েছি বীফ মোমো।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০৯ | 219.64.11.35
  • @ দেফু, দে না। লোকের পছন্দ না হলে লোকে এমনিই তোকে হুড়কো দেবে। ঃ-)
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০৮ | 61.12.12.83
  • তবে? আইপি থাকলেই গাল দেওয়া যাবে না কে বলল? আইপি থেকে গালাগালি দিতে কী অসুবিধে হচ্ছে বুঝি না।
  • aka | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০৭ | 168.26.215.13
  • শমীক ওভারহোয়েলমড হয়ে পড়েছে। নৈর্ব্যক্তিক অ্যাজেন্ডা হিসেবে দেখা হোক।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০৭ | 219.64.11.35
  • হুতো সত্যি, গরুটা মিথ্যে। অন্তত ইন্ডিয়ায় বীফ মোমো বিক্কিরি হয় বলে শুনি নি।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০৭ | 61.12.12.83
  • আজ্জোদারও।

    আমি এবার থেকে আইপি শুদ্ধই খিস্তি দেব ভাবছি। এবং নানাবিধ বেনামে।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০৫ | 219.64.11.35
  • ওরে পাগলা, আইপি থাকা অবস্থাতেও এখানে খিস্তিখাস্তা হয়েছিল। শুয়োরের বাচ্চা, পা-চাটা কুকুর, ধর্ষকামী / ধর্ষক, আরো বেশ কিছু বাছা বাছা বিশেষণ ব্যবহৃত হয়েছিল।

    তারপরে কী হইল জানে শ্যামলাল। গুরু আনমডারেটেড সাইট, কেউ কাউকে আটকাতে পারে না এখানে, কিন্তু তারপরে তাকে আর স্বনামে দেখা যায় নি এখানে। বেনামে অবশ্য এসেছে, গালাগাল দেওয়া ছাড়াও তার বেশ কিছু প্রশংসা করার মত গুণ আছে, সেগুলোর জন্যে গুরুর লোক এখনও তাকে খোঁজে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত