এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১১ | 61.95.144.122
  • ওই ইম্যাজিনারি নয়। মানে i নয়। ক বলে একজন লোকের অ, আ, ই, ঈ স্যালারি কম্পোনেন্ট ধরে বোঝালেই হয় - জনস্বার্থে।
  • Samik | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১১ | 219.64.11.35
  • অরিজিত, প্রোপোজাল নয়, এই এপ্রিল থেকে চালু হয়ে গেল।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১০ | 168.26.215.13
  • ইমাজিনারি নাম্বারে বড় ছোট হয় না। ট্যাক্সোও হয় না। বিশ্বাস না হয় অভ্যুরে জিগাও।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৯ | 61.95.144.122
  • YTD কি আবার?

    কারো স্পেসিফিক কেস না ধরে একটা ইম্যাজিনারি সংখ্যা নিয়ে এখানেই বোঝাও না।
  • stoic | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৮ | 160.103.2.224
  • উফ্‌ফ্‌ কি চাপ !! আমি আবার নির্বোধ কাহারে কইলাম ? নেহাত আমি বাংলায় কাঁচা, তা বলে এইরকম হ্যাটা দিতে হবে?
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৮ | 198.179.147.71
  • সাবধান। এক্সেল দেখলেই অরিজিত উপরে একটু গঙ্গাজল ছিটিয়ে নেবে কিন্তু।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৭ | 204.138.240.254
  • আরে সে তো বটেই। ৯ বড়জোর ১১ হবে। ১৫ তো হবে না।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৬ | 204.138.240.254
  • তোমার গত বছরের YTD স্টেটমেন্ট পাঠিয়ে দিও। এক্ষেলে ফেলে বুঝিয়ে দেবো। তবে মেলে বোঝাবো। আর মে-র লাস্ট উইকের আগে সময় হবে না।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৪ | 61.95.144.122
  • ইয়ে - এই ২০ হাজারটা তো প্রোপোজাল - বাজেটে। ইমপ্লিমেন্ট কবে থেকে হচ্ছে? লিমিটগুলোও তো পাল্টাবে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৩ | 61.95.144.122
  • এটা তো পুরোপুরি দোকান তোমাকে কি ব্রেক-আপ দিচ্ছে তার ওপর। তোমার দোকানের ব্রেক-আপের পুরোটাই যদি ট্যাক্সেবল হয়, তাইলে কখনোই ৮-৯% হবে না।
  • Samik | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৩ | 219.64.11.35
  • আম্মো বুঝি নাই। সে তো আমার সিটিসির হিসেবে পার্সেন্টেজ ভ্যারি করবে। অমন দুম করে বলা যায় নাকি ৮-৯ পার্সেন্ট?
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০৩ | 198.179.147.71
  • ছিদ্রান্বেষীতেই শেষ নয়। পরের এপিসোডে নির্বোধও শুনতে হল। হায়, জালিম দুনিয়া ঃ-(
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০২ | 61.95.144.122
  • এই ৮-৯%-এর হিসেবটা বোঝাও। ইনভেস্টমেন্টের লিমিট তো সেই এক লাখ। সেটা পেরিয়ে গেলে তো আর যাই করো না কেন, সেভিংস নাই।
  • Samik | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০১ | 219.64.11.35
  • এবার আবার ইনভেস্টমেন্ট বন্ডের জন্য কুড়ি হাজার টাকা বেড়েছে।
  • stoic | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০১ | 160.103.2.224
  • মাইরি লোকজন আজকাল ইয়ার্কি ঠাট্টা মস্করাও বোঝেন না। ক্ষি দিংকাল !
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০০ | 204.138.240.254
  • ঠিকঠাক ইনভেস্ট করলে ৮-৯%-এর মত ট্যাক্স কাটার কথা। প্রফেশনাল ট্যাক্স, পিএফ ইত্যাদি খুচরো কম্পোনেন্টগুলি বাদ দিলে।
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০০ | 198.179.147.71
  • পয়সা নেই কড়ি নেই তারপরে যে যেমন খুশি চাট্টি গালাগাল দিয়ে যায়। সুখ শয়নে, শান্তি শ্মশানে। প্রকৃতই।
  • nilkar saheb | ২৯ এপ্রিল ২০১০ ১৯:০০ | 219.64.11.35
  • টুম শালা বড় না-লায়েক আছে।
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৫৮ | 203.99.212.53
  • তাইতো।
    আমার আবার মাঝে মাঝে নীলকর সাহেব হতে ইচ্ছে করে ঃ-|
    এইসব পাপচিন্তার জন্যেই আমার জীবনে এত ঝামেলা। ঈশ্বর, সুমতি দাও।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৫৫ | 168.26.215.13
  • পয়সা থাকলে আর মনের শান্তি দিয়ে কি হবে? শান্তি ফান্তি নিয়ে চিন্তা করার সময়ই নেই। আজ বাহামা তো কাল কিলিমাঞ্জারো, পরশু রামের কচুরী খেয়ে তরশু সিডনিতে খেলা দেখা। বিজি লোকেদের শান্তি নাই একথা সবাই জানে।
  • stoic | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৫৩ | 160.103.2.224
  • ছিদ্রান্বেষী হয়েও শান্তি পাওয়া যায় না। ;-)
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৫১ | 198.179.147.71
  • হ্যাঁ। পয়সা দিয়ে অবশ্যই শান্তি পাওয়া যায় না, পয়সা পেতে হয়, তবে শান্তি আসে। দেওয়া আর পাওয়া এক হল?
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৪৯ | 61.95.144.122
  • stoic | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৪৯ | 160.103.2.224
  • আরে পয়সাই কি সব রে পাগল ? পয়সা দিয়ে মনের শান্তি পাওয়া যায় না। আমি নয়, কবি বলে গেছেন।

    ;-)
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৪৮ | 203.99.212.53
  • আআআআআরঘঘঘঘ
    ধাম ধাম ধাম ধাম দমাস

    আমার ০৬ঃ২১ এর পোষ্ট-
    আমার কথা হেথা কেহ তো শোনেনা
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৪২ | 61.95.144.122
  • হুতো কোটি কোটি ট্যাক্স দেয়। ন্যাড়াস্যারের মাসে লাখ লাখ পিএফ। মা গো।
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৪০ | 198.179.147.71
  • ব্যাঙ্ককে ব্ল্যাঙ্ক পড়ে একটু ঘাবড়েমত গিয়েছিলাম।
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৩৪ | 203.99.212.53
  • করেছি, এটা গত বছরেরই। হেল্পডেস্ক থেকেও বললো। আমি নভেম্বর মাসে দোকান পাল্টালাম তো, হিসেবপত্র ঘেঁটে গেছে বোধয়। এদিকে আমার আকাট মুখ্যু ব্যাঙ্ক হোমলোনের একটা ঠিকঠাক স্টেটমেন্ট দিতে পারেনা আর আমি প্রতিবছর কেস খাই।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৩২ | 168.26.215.13
  • নাঃ এবারে হুতো কেলিয়ে দিতে পারে। আমাকে নয় ব্ল্যাংকিকে।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৩১ | 204.138.240.254
  • হুতো নতুন অর্থবর্ষের ইনভেস্টমেন্ট ডিক্লারেশন করোনি? না করলে ট্যাক্স বেশি কাটবে।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৮:৩০ | 168.26.215.13
  • হুতো কি আইপিএলের সাথে যুক্ত?
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৮:২৯ | 170.153.65.102
  • কোথাও শুনি নি যে এপ্রিল মাসের পরেও ট্যাক্স কাটে। এটা নিশ্চয় এ বছরের অ্যাডভান্স ট্যাক্স। যারা কোটি কোটি দেয়, তারা এমনি দিয়ে রাখে আগে থেকে
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৮:২৬ | 168.26.215.13
  • স্যান মনে হয় হুতোর সহকারীকে শেখাবে বলেছে। কোটি টাকা ট্যাক্সোও দেবে আবার নিজের ট্যাক্স নিজেই কষবে। এমন হয় না।
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৮:২১ | 203.99.212.53
  • হায় হায় কি অভাগা আমি। একে তো আমার অসময়ে ট্যাক্স কাটা যায়, তারওপর লোকে আমার কথা একটু মন দিয়ে শোনেও না। বললাম যে আমি কবির মত উদাসীন? কবিরা কি কোটি লক্ষ হাজার এসব তফাত বোঝে নাকি? সেই যে এক সাহেব ভদ্রলোক এক নজরে দশ হাজার ড্যাফোডিল দেখলো তাকে তো কেউ কিছু বলেনা?

    স্যান, আমাকে অঙ্ক কষানোর অভিজ্ঞতা লামার থেকে শুনে নিয়ে তারপর ট্যাক্স বুঝিও। মানে, একটু প্রস্তুতি নিয়ে আসা তো মন্দ নয়।
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৮:২০ | 170.153.65.102
  • সে দুক্কুরে আম্রিগা, সন্ধে বেলা ফ্রান্স আর রাত্তিরে নেদারল্যান্ডে খেয়ে আসে
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৮ | 198.179.147.171
  • এই জন্য হুতোদা আজকাল ভজহরিতে আসতে বললেই মিটিনে আটকে যায় ঃ-০
  • Samik | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৮ | 219.64.11.35
  • সে হুতো যেখানেই খাওয়াবে আমি সেখানেই খেতে রাজি। কোটি টাকা যার ট্যাক্স, র‌্যাডিসন-টন তো তার কাছে নস্যি।
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৭ | 170.153.65.102
  • যার ট্যাক্স কোটি এ কি ভজহরি তে খায়?? ঐ জন্যি আর আমাদের সাথে যায় না
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৫ | 198.179.147.71
  • পরের বার ভজহরিতে বা অন্য কোথাও দেখা হলে আমি হুতোদাকে দায়িত্ব নিয়ে ট্যাক্স ক্যালকুলেশন বুঝিয়ে ছাড়ব।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৪ | 168.26.215.13
  • কোটি কোটি টাকা ট্যাক্স দিতে পারলে আম্মো অমন উদাসীন থাকতাম।
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৩ | 170.153.65.102
  • যার কোটি টাকা ট্যাক্স, সে তো ললিত মোদী
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৩ | 198.179.147.171
  • ধুস সে তো আমি রোজ ই নিয়ম করে হাঁটতে যাই। নেহাৎ সারাদিনে না হলে বাড়ি ফেরার সময় ।
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১৩ | 203.99.212.53
  • কোটি কোটি টাকা ট্যাক্স কেটে নিল।
    মার্চ মাস শেষ হল, ভাবলাম যাক, অল্পের ওপর দিয়ে গেছে, আজকে মেল পেলাম গত বছরের রিকভারি হবে এই মাসে।
    আমি আবার শিশুর মত নিষ্পাপ এবং কবির মত উদাসীন, তাই ট্যাক্স ফর ডামিজ পড়েও হিসেব গুলো বুঝিনা।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১১ | 216.52.215.232
  • হ্যাপিডেন্ট চিবুলেও হয়।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৮:১০ | 216.52.215.232
  • ফোন্নং জোগাড় করে পাঠিয়ে দেবো।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৮:০৮ | 61.95.144.122
  • সওয়া ন'টায় বেরিয়ে এগারো নম্বরে চড়লেই সবাসন হয়ে যাবে। তাজ্জন্যে ইস্কুলের কি দরকার?

    (সেদিন বারো কিলোমিটার সাইকেলটা মনে হয় এট্টুস বেশি হয়ে গেছে। কাল থেকে হাঁটুটা ফের জ্বালাচ্ছে। সাইকেল চালাতে বারণ করেনি বটে, কিন্তু সেটা টুকটাক ছিলো মনে হয়)
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৮:০৭ | 170.153.65.102
  • ভাবছি প্রানায়ম শিখবো। সে সব শিখলে নাকি হেবি ক্ষমতা বাড়ে। মাথার পেছনে আলো তৈরী হয়।
    এই কারেন্ট অফের সময় ব্যপক কাজ দেবে
  • dipu | ২৯ এপ্রিল ২০১০ ১৮:০৫ | 61.12.12.83
  • পবনমুক্তাসন?
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৮:০৫ | 198.179.147.71
  • ছটা তো মধ্যরাত। ভোর তো নটা নাগাদ হবে হবে করে। তখন আমি কষ্ট করে উঠি। সাড়ে নটায় বেরোতে হয় আজকাল।

    যা হোক, অন্য কোন স্লট হয় কিনা খোঁজ করা যাবে। ব্যাপারটা তো বলো।
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৮:০৫ | 170.153.65.102
  • আমি ভোরবেলা শবাসন করি, প্রতিদিন নিয়ম করে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত