চাইনীজ দোকানে কাঁঠালের কোয়া মতন দেখতে (একটু সাদাটে), ভেতরে মাংসের পুর দেয়া- ডিম সিম বলে (সরি, গরু বলে চেখেও দেখিনি), সেইটে নয় তো। কনফিয়ুজড।
aka | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০২ | 168.26.215.13
আচ্ছা সত্যি টিল মোমো চেনে না সকাল সকাল ইয়ার্কি মারে?
aka | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০১ | 168.26.215.13
আইপিতে এমনি কিছু আপত্তি নাই। মুশকিল হল আপিসের মেশিনের আইপি দেখায়। ঃ(
দেফু যা বলছে তা হবে না। এই যেমন আইপি বদলে গেলে কি তৃপবভুতে অন্য রূপে দেখা দেব?
ভেবে দেখলাম আইপি সার্ভারে থাকলেও তা চেঞ্জ করা যায়। তখন কুলোকে প্রশ্ন তুলতে পারে মামু যে আইপি চেঞ্জ করে দেয় নি তার কি প্রমাণ? ঐ অজ্জিত বললে না ফুকো পড়বে না আইপি সামলাবে?
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৯:০১ | 61.12.12.83
সব শালা বুড়ো হয়ে গ্যাছে। রিস্ক নিতে চায় না ঃ-X
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৯ | 61.12.12.83
অ্যাজ ইফ আইপি থাকলেই খিস্তি করা যাবে না। এক্ষুণি তোমাকে কাঁচা খিস্তি দিলে সেই তো মামুরই শরণাপন্ন হবে। তফাতটা খুবই সামান্য।
. | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৯ | 125.18.104.1
মোমো মিটবল্স ইন সস হতে যাবে কোন দুঃখে? মোমো হল ডাম্পলিং- ফ্রাইড অর স্টিম্ড। বেসিকালি পুলি- ভাজা, বা ভাপা।
Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৮ | 122.160.41.29
বল, আমি আসলি শমীক, না শমীকের নামে অন্য কেউ?
til | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৭ | 220.253.240.3
ওহ, তাহলে এটা তিব্বতী! থ্যাঙ্কু২। মীটবলস মানে গরু নয়তো? নাকি, ইয়াক? বাঙালী পাঁঠা হলেও চলবে। আমার আবার গরু চলে না, আমি গোঁড়া এথেইস্ট কিনা!
Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৭ | 122.160.41.29
এই দ্যাখ,
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৭ | 61.12.12.83
আইপি না থাকলে যে কত অফুরন্ত ছ্যাবলামির সুযোগ আসবে সেটা কি কেউ ভেবে দেখছে? হোপফুলি আইপি উঠে যাওয়া মাত্র তুমুল খিস্তিখাস্তা শুরু হয়ে যাবে এরকম সবাই ভাবছে না।
. | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৭ | 125.18.104.1
না, কেসটা বেশ, বেএএশ খারাপ হয়েছিল। যা আছে তাই থাক।
Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৬ | 219.64.11.35
আর আসলি দিপু নকলি দিপু বলচিস? কাল আমি আইএসপি পাল্টালাম, পরশু আমি মোবাইলের হ্যান্ডসেট পাল্টালাম, আমার আইপিও পাল্টে পাল্টে গেল। কে ধরবে, কোন শালা আসলি শমীক, কোন শালা নকলি শমীক?
Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৫ | 219.64.11.35
সৈকত বন্দ্যো তোর আমার মতই চাগ্রি করা মানুষ। বউ বাচ্চা আছে, দোকান বাজার আছে, উইকেন্ডে সিনেমা যাওয়া আছে। আজ পর্যন্ত গুরুর ইতিহাসে তাকে সার্ভারে ঢুকে পোস্ট ওড়াতে হয়েছে সম্ভবত তিনবার। আইপি উঠে গেলে এটা রোজকার ব্যাপার স্যাপার হয়ে যাবে। আর তখন আর এই আনমডারেটেড ব্যাপারটাই থাকবে না। রোজ গুরুতে ঢুকে সমস্ত পোস্ট পড়ে আপত্তিকর পোস্ট ওড়ানোর কাজ করার মত সময় তোর আমার সৈকতের, কারুরই নেই। আর আপত্তির ডেফিনিশন নিয়েও তখন তক্কো বাধবে। সৈকত হাইকোর্টের চিফ জাস্টিস নয় যে তার বিচারই জনতা শেষ কথা বলে মানবে।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৪ | 61.12.12.83
খোলাপাতায় একটু আধটু হবেই। ও নিয়ে আÒট্রা সেন্সিটিভ হয়ে পড়ার কিছু হয়নি। বাচ্চাদের মত কথায় কথায় আড়ি করে দেওয়া মোটেই ভাল লক্ষণ নয়।
Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫৩ | 170.153.65.102
আইপি নিয়ে দীপু র এত চিন্তার ই বা কি আছে? আই পি ডেবিট কার্ডের পিন নাকি, যে পাবলিক করে দিলে চাপ হবে !!
Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫২ | 61.95.144.122
তাইলে মামু ফুকো পড়বে না গোলমাল সামলাবে? সেই জন্যেই ল্যাদ খেয়ে মার্কার দিয়ে দিয়েছ...
samik | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫১ | 219.64.11.35
ওরে ফাগল, আটকানোর হলে তো সেটা মডারেটেড সাইট হয়ে গেল। ধর তুই আমার বাপ তুলে খিস্তি দিলি, আমি মনে মনে জানব তুই অতি বোকা*** ছেলে, তোর সাথে কথাই বলব না হয় তো খুব রেগে গেলে। তুই যদি xyz নাম নিয়ে আমার বাপ তুলে খিস্তি দিস, আমি কিছুই ভাবতে পারব না, মনের কথা মনেই চেপে রেখে দেব। কিন্তু ধর, তুই যদি আজ হুতোর নাম নিয়ে আমার বাপ তুলে খিস্তি মারিস, আমি বুঝতে না পেরে হুতোর ওপর রেগে যাব, ওকে পাল্টা খিস্তি দেব, হুতো বেচারা কিছুই বুঝতে না পেরে হয় তো আর কোনওদিন গুরুচন্ডালিতে আসবেই না। পবলেমটা সেখানেই।
বেনামে খিস্তি করার চেয়ে বেশি ডেঞ্জারাস অন্যের নাম নিয়ে তাকে ডিফেম করাটা। সংস্কৃতির আমি ধার ধারি না সেই অর্থে।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫১ | 61.12.12.83
আসল দিপু আর নকলি দিপু - দুজনেরই আইপি সৈকত বন্দোর সার্ভারে জমা হবে। কোন গোলমাল হলেই উনি বিচার করবেন খিস্তি দিপু দিল না অরিজিৎ দিল। কেবল খিস্তির ভয়ে এই আইপি দেখানো মানছি না, মানবো না।
Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৫০ | 61.95.144.122
মোমো খাওয়ার সেরা জায়গা ভবানীপুরে টিবেটান কিচেন। আর নয়তো দিল্লী হাট-এর ফ্রায়েড মোমো।
Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৪৯ | 61.95.144.122
সে তো ঠিক আছে। কিন্তু আমি দিপু নাম দিয়ে লিখে যদি খিস্তি দিই? প্রথমদিকে কারণটা সেরকমই ছিলো...
til | ৩০ এপ্রিল ২০১০ ১৮:৪৯ | 220.253.240.3
মোমো। মোমো ।মোমো। নাহ; এবার খেতেই হবে। এবার বলো, কোথায় অথেন্টিক মোমো খেতে পাবো? নামটা মন্দ নয়। কেনা জানিনা আমার খালি মনে হতো, একটা রোল টাইপের মাল হবে। মীটবলস ইন সস? আহা, ভাল রেডের সাথে জমবে বেশ। পাটকেলের চেয়ে মোমো নিশ্চয়ই ভাল হবে। -- আমার ফেভ কিন্তু, টকে যাওয়া পান্তা, তার সাথে আগের রাতের ট্যাংরা মাছের ঝোল এবং গরম আলুভাতে সবুজ লঙ্কা দিয়ে।
একজন বাবা রামদেব পাওয়া গেছে। আইপির বিলোপ আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না ঃ-)
আজ্জোদা তো বল্লই, আইপি নিয়ে মামু যা খুশি করুক। শুধু ডিসপ্লে না করলেই হল। আমি যদি এক্ষুণি শমীকদাকে কাঁচা গাল দিই, কোন আইপির বাপের ক্ষমতা আছে আটকানোর? আইপি কীকরে একমাত্র ভরসাস্থল হল বোঝা গেল না।
দ্যাখো বাপু, আনমডারেটেড জায়গা, এখানে এসে যে কেউ যা কিছু লিখে যেতে পারে। আইপি-ই একমাত্র ভরসাস্থল।
দীপু এখানে অপেক্ষাকৃত নতুন, হয় তো জানে, তাও বলি, গুরুর প্রথম দিকে এখানে কেউ, আমার নামে একটি নোংরা পোস্ট করে। এখানকারই আরেক পুরনো জনকে, যিনি আমার থেকে বয়েসে অনেক বড়ো, তাঁকে উদ্দেশ্য করে ভুলভাল লেখা হয়েছিল আমার নাম করে। সেটি যে আমার লেখা নয়, সেটা প্রমাণ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল আমাকে। ঈশান নিজে উদ্যোগী হয়ে সেই পোস্ট ওড়ায়, গুরুর পোস্টে আইপির আবির্ভাব ঘটায়, এবং সমসাময়িক বেশ কিছু গুরুভাই/বোনেদের সাপোর্টে আমার ইমেজ রক্ষা হয় ঃ-)
এই আইপি অ্যাড্রেসের ব্যাপারটায় এইজন্যে, ব্যক্তিগতভাবে আমি, প্রচন্ড সেন্সিটিভ। আমি চাই না এটা উঠে যাক। বোধ হয় ঈশানও চাইবে না।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:২৮ | 61.12.12.83
এখন যেমন বোঝা যাচ্ছে veqkeq কে। আইপি উঠে গেলে বোঝা যাবে না কে হুঁ বল্ল।
veqkeq | ৩০ এপ্রিল ২০১০ ১৮:২৫ | 198.96.180.245
হুঁ।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৯ | 61.12.12.83
মেজরিটি রাজি হলে মামু দাড়ি চুলকে সুড়সুড় করে আইপি তুলে দেবে। ও নিয়ে ভাববেন না।
aka | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৭ | 168.26.215.13
দেফু লবি করতে হলে মামুরে করো। এলিয়েনের খোঁজ পেলে তবেই না।
Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৫ | 216.52.215.232
রোদ ওঠে বিষ্টিও হয়। এ কি তোমাদের ওই বাজে জায়গার মত একদলীয় শাসন? ;-)
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৪ | 61.12.12.83
হুতোদা আর আজ্জোদা সাপোট করেছে। সিঁফোদা ফিলজফি খুঁজে পেয়েছে। এখনও অবদি।
Samik | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১৩ | 219.64.11.35
গুরুগ্রামে একবার একটা থাই রেস্টোরেন্টে খেয়েছিলাম। আক্ষরিক অর্থে গলা পর্যন্ত ভর্তি করে খেয়েছিলাম।
আজ এই মাত্র একটা ছোটোখাটো পার্টি হল। জামিয়া মিলিয়ার ওখানকার এক দোকান থেকে নিয়ে আনা ফ্রায়েড চিকেন, চিকেন কারি, মাটন কারি আর রুমালি। ভুঁড়িটা দু-ইঞ্চি আরো বেড়ে গেল।
Blank | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১২ | 170.153.65.102
মেনল্যান্ড চায়না নাকি বাজে রেস্টু !!!!!!
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১১ | 61.12.12.83
গুড বয়।
aka | ৩০ এপ্রিল ২০১০ ১৮:১০ | 168.26.215.13
দেফুর সাথেও আমি সহমত।
আইপি ট্র্যাক করা হোক কিন্তু না দেখালেই হল। বেশি ঝামেলা হলে আইপি সহ লেখা পাবলিশ করে দিলেই হবে। কিন্তুক করবে কে? মামুকে তো এলিয়েনে ধরেছে।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৭ | 61.12.12.83
ফুটকির নাম এখনো ফুটকি ঃ-(
aka | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৬ | 168.26.215.13
১। ন্যাড়াদার সাথে বড় হাতের ক। মেইনল্যান্ড চায়না অতীব বাজে একটি রেস্টোরেন্ট।
২। মার্কো পোলোও তাই। খাবার দাবার তো বাজেই তার সাথে ওয়াইনের সাথে চানাচুর অফার করে।
৩। আমাদের এখানে একটা থাই রেস্টোরেন্ট খুলেছে দুর্দান্ত। এত ভালো পড থাই আর মোমো আগে খাই নি। একটু এক্সপেন্সিভ।।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৬ | 61.12.12.83
টাটা ড়তশ
saikat | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৬ | 202.54.74.119
লুরুতে তো বিষ্টি হয় শুধু। রোদ ওঠে?
Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৫ | 216.52.215.232
কাটা। যাবি গাড়িতে বসে। তাও না পোষালে ছাড়।
san | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৫ | 198.179.147.71
হ্যাপ্পি উইকেন্ড। বাব্বাই
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০৩ | 61.12.12.83
রাত্তিরে কোনো চান্সই নেই। রোব্বার দুপুরে রোদ না উঠলে ভেবে দেখবো।
Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০১ | 216.52.215.232
কাল দুপুরে হবে না। নেমন্তন্ন আছে। বাকি তিনবেলায় ইচ্ছে হলে স্মরণ করিস।
dipu | ৩০ এপ্রিল ২০১০ ১৮:০০ | 61.12.12.83
কীজানি। রোদ উঠলে বা বৃষ্টি পড়লে বা ল্যাদ লাগলে কীকরে যাব?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন