এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৩৫ | 198.96.180.245
  • বাঃ!
  • Rajdeep | ২৮ এপ্রিল ২০১০ ১৪:২৭ | 202.79.203.59
  • আমার ঘরে সামসুং এসির বয়স একবছর হল , এসিটা প্রথম থেকেই প্রবলেম -আজ ঠান্ডা কম তো কাল কম্প্রেসার বন্ধ , কাষ্টঃ কেয়ারে ফোন করলে যথারীতি লোক আসে এবং খুচখাচ কিছু করে চলে যায় আবার দিন পনেরো পরে সেম প্রবলেম !

    মার্চের প্রথম হপ্তায় কম্প্রেসার একবারে বন্ধ, সামসুংএর গ্লোবাল -ন্যাশানাল -কোরিয়ান সব মেল আই-ডি তে দিলাম ঠুকে, তিনদিনের মধ্যে বাইরের ইউনিট রিপ্লেস

    এখন মনে হয় যাক এতদিন পরে ঘরে একটা এসি আছেঃ-)
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৪:২৩ | 198.96.180.245
  • সিরিয়াস ইস্যু। গভীর সমস্যা।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:০৩ | 121.242.15.238
  • ইস্যুটা হল স্যামসুং-এর মতন কোং-এর একটা কোয়ালিটি ক®¾ট্রাল থাকবে না? কেনার পর থেকেই ফোনটাতে প্রবলেম - একই জায়গায় দাঁড়িয়ে আমার নোকিয়াতে দিব্যি কথা বলা যাচ্ছে, অথচ স্যামসুং স্টার কেটে যাচ্ছে - এমনকি এক সিম ব্যবহার করেও একই অবস্থা। তার মানে কি ফোনটা টেস্ট হয়নি?

    দুই নং পয়েন্ট - এই জিনিস বাইরে হলে O2 বা অরেঞ্জ সাথে সাথে হ্যান্ডসেট পালটে দিত। আমার এই নোকিয়াটাতেই ডাউন অ্যারোটা ঠিক কাজ করছিলো না বলে সাথে সাথে বদলে দিয়েছিলো O2 - এখানে নাকি ওরা এটা করতে পারে না - কোম্পানি পলিসিতে আটকায়। তার মানে এই সার্কিট বোর্ড বদলেও যদি এই সমস্যা থেকে যায়, আমাদের একটা দশ হাজার টাকার ফোন - যেটা কোনো কাজের নয় - সেটা হাতে করে বসে থাকতে হবে?
  • Rajdeep | ২৮ এপ্রিল ২০১০ ১৩:০৬ | 202.79.203.59
  • তিলকে থ্যাঙ্কু , হ্যাঁ দিল্লীতে যেখানেই থাকি না কেন {যদি যাই ;-)} আপনার ফ্রীতে খাওয়ার ব্যবস্থা হবেই হবে ঃ-)

    তবে আমি গুঁগাঁর আশেপাশে খুঁজছি
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১২:৫৮ | 122.162.75.121
  • বিবেক বিহার আমার বাড়ির একেবারে কাছে, ঢিল ছোঁড়া দূরত্বে। গুরগাঁও থেকে অনে-ক দূর।
  • til | ২৮ এপ্রিল ২০১০ ১২:৩৯ | 210.193.178.129
  • রাজদীপ,
    বাড়ী পেলেন? আমার এক বন্ধুর ফ্ল্যাট আছে বিবেক বিহারে, পুলিশ স্টেশনের কাছে। এটি সারা বছর তালা দেয়াই থাকে। সে অবশ্য বললো গুড়গাঁও থেকে দূর হয়ে জাবে। এনিওয়ে, দিল্লীর খুব কমই আমি চিনি, রেসিডেন্সিয়াল এলাকা তো নয়ই।
    দোতলার ফ্ল্যাট, আপ্নি চাইলে প্রথমিক কথাবার্ত বলতে পারি।
    বহুদিনের ওপেন অফার আছে, দিল্লী গেলে ওখানে থাকার, আপনি নিলে বোধহয় ফ্রী খাওয়াটার ও ব্যবস্থা হয়ে যাবে!

    P.S আন্দাজে লিখলাম, বানানভুল হইতে সাবধান।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১২:২৩ | 59.163.30.6
  • এইখানে যদিও আমি বেমানান! আমার মোটোরোলার সেট ২০০৬ এর -- বহুবার হাত থেকে পড়েও তার কিচ্ছুটি হয়নি! ক্যামেরা ইত্যাদী যাবতীয় ফেসিলিটি সহ সে ইন্ট্যাক্ট! যদ্দিন চলছে আমিও আর নতুন সেটের ঝামেলা করিনি!
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১২:১৬ | 216.52.215.232
  • কী জানি। আমার ফোনে এমনিতেই মিনিটখানেকের বেশি কথা বলা যেত না। তাও বারান্দায় গেলে তবে। কিন্তু সেইটা ভোদাফোনের প্রবলেম। এখন নতুন বাড়িতে শুয়ে বসে যেখান থেকে খুশি কথা বলা যায়।
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১২:১২ | 198.179.147.71
  • প্রবলেম হল কথাবার্তাগুলো খুব জড়িয়ে জড়িয়ে আসে।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১২:১০ | 204.138.240.254
  • যাঃ। স্যানের স্যামসুং সেটের কী প্রবলেম?
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১২:০৯ | 122.162.75.151
  • ৫২৩০ কিনতে গিয়েও পিছিয়ে এসেছি। তেমন চলে নি। এর পরের ভার্সন বেরোব বেরোব করছে, ৫২৩৫। কিন্তু কবে বেরোবে কেউ জানে না। ডিসেম্বর থেকে লেখা আছে কামিং সুন। ৫২৩৫ই টার্গেট করেছিলাম, কিন্তু অপেক্ষা করব না ভেবে ৫৮০০তে লক্ষ্য স্থির করলাম।
  • dipu | ২৮ এপ্রিল ২০১০ ১২:০৮ | 61.12.12.83
  • আমার স্যামসুং এর কী একটা সেট। বার পাঁচেক হাত থেকে পড়ে গেছিল, তারমধ্যে একবার এক বালতি জলের মধ্যে। কিচ্ছুটি হয়নি।
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১২:০৪ | 198.179.147.171
  • অরিজিতের মতই কেস। স্যামসুং স্টার কিনে তারপর পুরো ভুলভাল কেস। এই সবে সেটাকে বাতিল করে এক খানি নোকিয়া ৫২৩০ কেনা হল। শুনলাম সেটা নাকি পছন্দসই ( আমি দেখিনি, আমার বর কিনেছে)। নোকিয়া ছাড়া আর কিচ্ছু কেনা সেফ কিনা কেজানে।
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১২:০৩ | 122.162.75.151
  • ও তাই তো, খ্যাল করি নি। হুঁ, আমি এন ৭৩ ভাবছিলাম।
  • Rajdeep | ২৮ এপ্রিল ২০১০ ১২:০১ | 202.79.203.59
  • সবচেয়ে বাজে হল সোনি-এরিকসন , বাবাকে এক বছর আগে গিফট করেছিলুম।

    .... তো সেই উপহারপ্রাপক ওটিকে নিয়ে বারদশেক সার্ভিসসেন্টারে ঘুরে আপাতত খান্ত দিয়ে পুরোনো গাবদা নোকিয়াকে সারিয়েসুরিয়ে ব্যভার করছেন !
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১২:০১ | 59.163.30.6
  • অরিজিতের ইচ্ছাটা আমারো রয়েছে, কিন্তু আগামী অন্ততঃ বছর দশেকে তা মেটিরিয়ালাইজ করার কোন উপায় জানা নাই ঃ((।

    মিষ্টি খেয়ে লোকের আধ্যাত্মিক উন্নতি হবে কি? এটা তামসিক না সাঙ্কিÄক বস্তু?
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৮ | 198.179.147.71
  • হ্যাঁ আমিও কিছুদিন পুরো একা থাকতে চাই।
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৭ | 198.179.147.71
  • সুগার কমে গেছে এও ঠিক। সত্তর হয়ে গেছে প্রথমটা। তবে সে তো নর্মাল।
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৭ | 122.162.75.151
  • আমিও গত তিন বছর এলজি ব্যভার করে নোকিয়াতে ফিরে আসতে চাইছি। ব্যাটারি ব্যাকাপ আর আফটার সেল্‌স সার্ভিসে নোকিয়া অদ্বিতীয়। অন্তত দিল্লিতে।
  • Rajdeep | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৭ | 202.79.203.59
  • এখন নোকিয়া বেষ্টবাই ৯৫০০য় দিচ্ছে, আমি কিনেছিলুম ১২৫০০তে ঃ-(
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৬ | 202.54.74.119
  • আধ্যাত্মিক শান্তির জন্য এরা কী যথেষ্ট নয়?
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৬ | 121.242.15.238
  • ধ্যাৎ - তোমার ৫৮০০ হল চোদ্দ হাজারী, ই-৬৩ লেস দ্যান দশ। নোকিয়ার সাইট দ্যাখো।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৫ | 121.242.15.238
  • আধ্যাত্মিক লেভেলে আমার আপাততঃ রিকোয়্যারমেন্ট হল দিন দশ পনেরোর জন্যে একদম একা কোথাও গিয়ে থাকা...
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৫ | 122.162.75.151
  • ই৬৩এর সুখ্যাত আম্মো শুনেছি। দামটা এট্টুস বেশি।
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৫ | 202.54.74.119
  • ইনফিনিটির পাশের রাস্তায় দিন কয়েক আগে পর্যন্ত দেখেছিলাম মিষ্টি নিয়ে বসতে। ইদানীং লক্ষ্য করিনি।আর webel, globsyn-এর ধারে কাছেও মিষ্টি পাওয়া যেত। অবশ্য এদের সাথে নামকরা মিষ্টির দোকানের যোগ নেই।
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৪ | 198.179.147.71
  • দরকারটা পার্থিব নয়, আধ্যাত্মিক লেভেলে ঃ-)
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৪ | 121.242.15.238
  • থ্যাংকু রাজদীপ। আমার নোকিয়ার ওপর একটা ভরসা ছিলো - নিজে কখনো নোকিয়া ছাড়া অন্য কিছু ব্যাভার করিনি। কিন্তু রিসেন্টলি অনেক কমেন্ট-টমেন্ট পড়ে বউকে একটা স্যামসুং স্টার গিফট করে গাড্ডায় পড়ে গেছি - সে ফোং-এ মিনিটখানেকের বেশি কথা বলা যায় না - অলরেডি বার পাঁচেক স্যামসুং-এর সার্ভিস সেন্টার ঘোরা হয়ে গেছে - এবার ওরা সার্কিট বোর্ড পাল্টাবে - লাস্ট অপশন। তার ওপর সুইফটের বাম্পার, বাকি গ্যাজেটস্‌ দেখে ধারণা হয়েছে কোং যতই নামীদামী হোক, ভারতের ক্ষেত্রে কোনো কোয়ালিটি ক®¾ট্রাল বলে ব্যাপার নেই।
  • Rajdeep | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫৩ | 202.79.203.59
  • জিমেল বা ইয়াহুমেলের অ্যাক্সেসটা খুব ইউজার ফ্রেন্ডলি , ওয়েব সার্ফিংও মন্দ হয় না , শুধু যারা মোবাইলে হাইফাই মিউজিক বা ভিডিও অ্যাপ্লিকেশন চান তাদের একটু নিরাশ করবে
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫২ | 59.163.30.6
  • ক্যান? সুগার কমে গেছে?
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫০ | 198.179.147.71
  • মোটকথা আমার এখন ভালো ভালো মিষ্টি খাবার দরকার।
  • Rajdeep | ২৮ এপ্রিল ২০১০ ১১:৫০ | 202.79.203.59
  • ই৬৩ আমি গত আটমাস হল ব্যাভার করছি , ভালই তো
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১১:৪৯ | 198.179.147.71
  • অবশ্যই নিজেরাই এরম একটি সাবকনট্র্যাক্টিং নেওয়া যায়। শুধু একদিকে ডিমান্ড ফোরকাস্টিং অন্যদিকে ইনভেন্টরি অপটিমাইজ করে ফেলতে পারলেই রমরমিয়ে চলবে।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:৪৯ | 216.52.215.232
  • হ্যাঁ। সময় পেলে।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১১:৪৮ | 59.163.30.6
  • সরি সৈকত, আমি ভেবেছি আপনি ভালো টেলিস্কোপ খুঁজছেন! আসলে আমরা রিসেন্টলি একটা কিনেছি আর তা দিয়ে চাঁদের ক্রেটার, জুপিটারের চাঁদ এইসব দেখে খুব এক্ষাইটেড হয়ে আছি!! তাই এই ভুল!

    বিরহী অর্পণ,
    জিনিসপত্র এই একমাসে আনপ্যাক করার দায়িত্ব বুঝি আপনার?
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১১:৪৬ | 198.179.147.71
  • এই সেক্টর ফাইভের আইটি কোং গুলিতে বারিস্তা, সিসিডি মায় মনজিনিসের আউটলেট থাকে, কিন্তু কোনো বাঙালি মিষ্টিদ্দোকানের থাকে না ক্যানো?

    যাচ্ছেতাই।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১১:৩৯ | 121.242.15.238
  • আমি নোকিয়া ই-৬৩ কিনবো ভাবছি। কেমং?
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:৩৭ | 204.138.240.254
  • শমীক। বাড়ির কাছে একটা এসবিআইয়ের ব্র্যাঞ্চ আছে। পুনরুজ্জীবিত হবে কিনা এই উইকেন্ডে গিয়ে জিগিয়ে আসবো। যদি সেই কাজের বাবু/বিবি ঐদিন অফিসে আসেন।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১১:৩৫ | 121.242.15.238
  • হ্যাঁ - Carl Zeiss। তাছাড়া ভালো ক্যামেরার দোকানেও খোঁজ পাবে।
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১১:৩৩ | 122.162.75.151
  • পুনরুজ্জীবিত দ্বিতীয়বারে তো ঠিক লিখেছি। ওটা ফিলিপ অফ সিঙ্গার।
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১১:৩১ | 202.54.74.119
  • অরিজিত -

    জাইসের দোকান মানে carl zeiss ? এটার উল্লেখ পেলাম net-এ।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:৩১ | 204.138.240.254
  • আমার ওয়াল মার্টে কেনা সস্তার চাইনিজ দূরবীন এখনো দিব্যি চলছে।
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১১:২৮ | 202.54.74.119
  • আমার দরকার বেড়াতে যাওয়ার জন্য দূরবীন। যাতে পাখি এবং জন্তু দেখা যাবে। ক্যামেরার দোকানে ঢুঁ মারব ভাবছি, মেট্রোগলিতে গেলে পাবো হয়ত। net-এ বালীগঞ্জ ফাঁড়ি আর শেক্সপীয়ার সরণীর দুটো দোকানের উল্লেখ পেলাম।

    দে-কে

    ডঃ অমলেন্দু বন্দ্যোপাধ্যায়কে আমি চিনি, মানে ওনার ছোট ছেলের সাথে আমি স্কুলে পড়তাম। কিন্তু এর জন্য ওনার কাছে যেতে কেমন লাগে !
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:২৫ | 204.138.240.254
  • * আমি
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:২৫ | 204.138.240.254
  • এই যে শমীক 'পুনরুজ্জিবীত' আর দে 'বন্ধোপাধ্যায়' লিখেছে অমি কি সেই নিয়ে কিছু বলতে গেছি? ঃ)
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:২৩ | 204.138.240.254
  • আর শমীক আমার কোন এজেন্ট জানা নেই। ক্রেডিট কার্ড টিমটা মনে হয় আউটসোর্সড করা। এদের এক-দুইজনের সাথে আলাপ পরিচয় হয়ে গেছে।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:২২ | 204.138.240.254
  • শমীক। আমি কাল বলে দিলাম তো পার্মানেন্টলি ব্লক করে দিতে। ওরা জিগ্যেস করছিল টেম্পোরারি ব্লক করবে কিনা।
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১১:২১ | 122.162.75.151
  • নোকিয়া ৫৮০০ সম্বন্ধে কারুর কোনও খিস্তি মারার আছে? কেনবার কথা ভাবছি।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১১:২১ | 59.163.30.6
  • সৈকত,
    অথবা প্ল্যানেটোরিয়াম থেকে ডঃ অমলেন্দু বন্ধোপাধ্যায়ের (ওখানকার প্রাক্তন ডিরেক্টর, এবং ভীষণ ভালো মানুষ) অ্যাড্রেসটা যোগাড় করুন। উনি টালিগঞ্জে থাকেন। একবার কলেজে পড়াকালীন ওনার বাড়ি গেছিলাম। একটা ঘর ভর্তি শুধুই নানা রকমের টেলিস্কোপ/লেন্স দেখেছিলাম এবং উনিও প্রচণ্ড উৎসাহে দেখিয়েছিলেন। এখন আমার সঙ্গে আর যোগাযোগ নেই অবশ্য। কিন্তু বেস্ট ইনফরমেশন পাবেন ওনার থেকেই!

    আরেকটা সোর্স হতে পারে বিড়লা সায়েন্স মিউজিয়াম!

    সাহা ইন্সটিট্যুটে ডঃ পলাশ বরণ পালকেও জিজ্ঞাসা করা যেতে পারে।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১১:২১ | 204.138.240.254
  • অরিজিতঃ হতে পারে। তবে আমি এসবিআইয়ের ক্রেডিট কার্ডের সার্ভিস নিয়ে খুব ইম্প্রেসড। লোকজন অল্প বয়স্ক এবং কাজের। যদিও এসবিআইতে আমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। করাতে গিয়ে দুদিন ঘোরানোর পরে ফিরে এসেছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত