এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৩ মে ২০১০ ১২:৩৪ | 59.93.199.72
  • এনাদের বক্তব্য আমরা দেরি করে ফেলেছি, মে মাসে নতুন ভর্ত্তি সম্ভব না।
  • Arijit | ০৩ মে ২০১০ ১২:৩৩ | 61.95.144.122
  • সেশন শুরু হয়ে গেলে কনভেনশনাল ইস্কুলগুলোতে ভত্তি করা চাপ - যে বোর্ডই হোক না কেন। এই মে মাসে ফিরেই আমরা সমানে চর্কিপাক খেয়েছিলুম। একমাত্র ডিপিএস/হেরিটেজ টাইপ ইস্কুলে অনায়াসে ভত্তি করা যায়।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:৩২ | 59.93.199.72
  • দে, দেখি।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:৩১ | 59.93.199.72
  • খেয়েছে! আমি কি ইয়েতি নাকি! স্যান বলার সাথে সাথে আমার সবচেয়ে লম্বা আঙুল মানে মধ্যমা দিয়ে নিজের কান মাপতে গেলাম, দেখলাম কানটা আঙুলের থেকেও লম্বা। আর নাক মাপার সাহসই হচ্ছে না এবার।
  • Arpan | ০৩ মে ২০১০ ১২:৩০ | 204.138.240.254
  • সুতো।
  • de | ০৩ মে ২০১০ ১২:৩০ | 59.163.30.2
  • ব্যাং,
    CBSE র স্কুলগুলোতে একবার দ্যাখো না! বিড়লা ইত্যাদী! এতোটুকু বাচ্চাকে ভর্তি করাতেও এতো সমস্যা হচ্ছে?

    তোমার লুরুর বাড়ির জলের সমস্যা মিটেছে?
  • san | ০৩ মে ২০১০ ১২:২৯ | 203.91.201.56
  • মাপিনি কখনও। তবে ইঞ্চি-সেন্টিমিটার মেজারিং টেপ দিয়ে নিশ্চয় মাপা যাবে। তাও না হলে আঙুলের গাঁট দিয়ে মাপতে পারো।
  • Arpan | ০৩ মে ২০১০ ১২:২৬ | 204.138.240.254
  • তাও তো ভাল। আমি প্রথমে "পুরুষত্ব' পড়ে চমকে গেছিলাম।

    নাঃ, পুরো পিনাকী কেস। এই উইকেন্ডে চোখ দেখাব।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:২৬ | 59.93.199.72
  • নাক-কান কি দিয়ে মাপে?
  • de | ০৩ মে ২০১০ ১২:২৬ | 59.163.30.2
  • স্যান, বালিশের তলায় সাঁড়াশি হলো অস্ত্র --রাত্তিরে চোর এলে তার নাক চেপে ধরা যেতে পারে ঃ-)
  • san | ০৩ মে ২০১০ ১২:২৫ | 203.91.201.56
  • ব্যাংদি, নাক কানের একটা মাপ নিয়ে রেখো আজকেই। পরে কম্পেয়ার করতে সুবিধে হবে।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:২৫ | 59.93.199.72
  • দেখ লিখতে গেলাম পুরুত্ত। আর সেটা কি হয়ে গেল। ঃ-(( ।

    দে, কোলকাতার স্কুলগুলো তাড়িয়ে দিচ্ছে। ঃ-((
  • san | ০৩ মে ২০১০ ১২:২৪ | 203.91.201.56
  • না, টিকির কেসটা 'ঘরকন্নার টুকিটাকি টিপস' অধ্যায়ে যাবে।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:২৩ | 59.93.199.72
  • স্যান, ঘাড়ে ব্যাথাটা বালিশের পুরুঙ্কেÄর উপর নির্ভর করবে।
  • de | ০৩ মে ২০১০ ১২:২২ | 59.163.30.2
  • সত্যি এইগুলো জানতাম না! অরিজিতের কি বহুমুখী জ্ঞান -- ম্যাকি থেকে টিকি ;-)

    অবিশ্যি আম্মো আরো কয়েকটা জানি --

    কালো বেড়ালের গাড়ির সামনে ক্রসিং
    বেড়োবার আগে হাঁচি
    মাথার ওপর টিকি
    বেস্পতিবারে নখ কাটা

    আমার সেই তারাপদ রায়ের "বেগুন, মোচা আর কাফকা" মনে পড়ে গেলো ঃ-)
  • san | ০৩ মে ২০১০ ১২:২২ | 203.91.201.56
  • দেদি, টিকটিকি কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারেনা বলে একটি মতবাদ চালু আছে।

    সাঁড়াশি বালিশের তলায় রেখে ঘুমোলে কী হয় মানে? মাথার পিছনে ও ঘাড়ে ব্যথা হয়। মানে হবার কথা।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:২২ | 59.93.199.72
  • অর্পণ, থ্যাংক্যু।
  • h | ০৩ মে ২০১০ ১২:২১ | 203.99.212.53
  • চুল না। হয় কান নয় নাক। ঠিক মনে নেই।
  • byaang | ০৩ মে ২০১০ ১২:১৮ | 59.93.199.72
  • বালিশের নিচে সাঁড়াশি রেখে শুলে কি হয়? চুল তাড়াতাড়ি লম্বা হয়? আমি তাহলে আজই বেশ কয়েকটা সাঁড়াশি বালিশের নিচে রেখে ঘুমোব।
  • Arijit | ০৩ মে ২০১০ ১২:১৪ | 61.95.144.122
  • ডিমের খোলা সাজিয়ে রাখলে টিকটিকি ভয় পায়
    কোলা ব্যাং মেরে উঠোনে চিত করে রাখলে বিষ্টি থেমে যায়
    বালিশের নীচে সাঁড়াশি রেখে শুলে কি যেন একটা হয় বা হয় না
    ...

    কিস্যু জানে না;-)
  • Arijit | ০৩ মে ২০১০ ১২:১১ | 61.95.144.122
  • ওই গান না - নর্মাল বাংলা (দাদু, আধুনিক, জীবনমুখী, মরণমুখী ইত্যাদি) রোম্যান্টিক গানে শুনি নাই। শুনএ থাকলেও মনে নাই - মানে রেয়ার।
  • san | ০৩ মে ২০১০ ১২:০৯ | 203.91.201.56
  • এইয়ো। আমিও সেদিন বলেছিলাম আমার মা বাড়িময় ডিমের খোলা সাজিয়ে রাখার পরেও বাড়িতে ডিম ও টিকটিকির শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে, কোন লাভ নেই। সেদিন আমার কথায় কেউ কান দেয়নিকো।

    না আমার ওকে মারা বা না মারা নিয়ে কোন দাবি ছিলনা। জিন্স থেকে সরানো দরকার ছিল। তাতে সে মরল কি বাঁচল আমার কচু, হাতি, ঘন্টা ঃ-)
  • de | ০৩ মে ২০১০ ১২:০৯ | 59.163.30.2
  • লোকগীতি বা দেহাতি গানে তো "তুই" হামেশাই ইউজ হয়!

    ডিমের খোলায় টিকি ভয় পায়? এই পেত্থোম শুনলাম! কেন? (ডিঃ বেশী পিছিয়ে পড়িনি! )
  • byaang | ০৩ মে ২০১০ ১২:০৬ | 59.93.199.72
  • দ্যাখো, হুতোর বাড়ির টিকিরা কি বীর টিকি! আর আমাকে সব্বাই মিলে জ্ঞান দিয়েছিল, ডিমের খোলা বাড়িময় ছড়িয়ে রাখতে!
  • byaang | ০৩ মে ২০১০ ১২:০৩ | 59.93.199.72
  • স্যান কি টিকিকে মারতে চেয়েছিলিস? তাহলে আকার বুদ্ধিমত আগে প্যান্টের উপর ডেন্ড্রাইট ঢেলে নিলি না কেন?
  • rabaahuta | ০৩ মে ২০১০ ১১:৫০ | 203.99.212.54
  • আমাদের কিচেনে টিকটিকি তাড়ানোর জন্যে ডিমের খোলা রাখা হয়েছে। তো, একটা নিরীহ সাদা, আরেকটা কুমিরের মত ছোপছোপ, বড়সড়, ডিমের খোলার গুলোর মধ্যে খেলে বেড়ায়। আমাদের চোখে পড়লে সেই ডিমের খোলা ছুঁড়ে ছুঁড়ে তাড়াতে চেষ্টা করি।
    কাল বই বাজার গেছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে ঢুকিনি- নষ্ট মোমো কিনে ফেলে দিয়ে গড়িয়াহাটে কবিরাজি খেয়ে ফিরে গেলাম। আর সেকি ঝমঝমাঝম বৃষ্টি।
  • san | ০৩ মে ২০১০ ১১:৪৭ | 203.91.201.56
  • বেশ হয়েছে ঃ-))))))))))
  • byaang | ০৩ মে ২০১০ ১১:৪৫ | 59.93.199.72
  • স্যান, আমার ছেলেও গতকাল থেকে আমাকে ব্যাং বলে ডাকছে। আমি আপত্তি করায় বলল, তুমি নিজেই তো ঐ নামে লেখো।
  • san | ০৩ মে ২০১০ ১১:৪৫ | 203.91.201.56
  • এইরে জানিনা তো। আমারও যাওয়া হয় নি ঃ-(
  • Arpan | ০৩ মে ২০১০ ১১:৪৫ | 204.138.240.254
  • ওকে, বুঝেছি। করছি।
  • byaang | ০৩ মে ২০১০ ১১:৪৪ | 59.93.199.72
  • নম্বরের শেষে ৫০৫।
  • byaang | ০৩ মে ২০১০ ১১:৪৩ | 59.93.199.72
  • স্যান, তুই যে আমার বইবাজারে যাওয়ায় সেদিন বাগড়া দিলি, আজ অব্দি গিয়ে উঠতে পারলাম না। এখনো কি চলছে বইবাজার?
  • Arpan | ০৩ মে ২০১০ ১১:৪২ | 204.138.240.254
  • প্লিজ, আরেকবার করতে বলবে? আমি কোন নম্বরটা বুঝতে পারছি না।
  • byaang | ০৩ মে ২০১০ ১১:৪১ | 59.93.199.72
  • অর্পণ, আমি ফোন করি নি। আরেকজন কিছুদিন আগে তৎকাল বুকিং নিয়ে তোর কিছু পোস্ট পড়ে ফান্ডা নেওয়ার জন্য ফোন করেছিল।
  • byaang | ০৩ মে ২০১০ ১১:৪০ | 59.93.199.72
  • না না, ইনি সেই অমানুষ নন। ইনি মাস্টার সোহমবাবু, বড় হয়ে গেছেন। শনিবারের আবাপ পত্রিকা আর টিওআই পড়ে আম্মো জ্ঞানসঞ্চয় করেছি। জিৎ গাঙ্গুলির সাক্ষাৎকারও পড়ে ফেলেছি।
  • Arijit | ০৩ মে ২০১০ ১১:৩৯ | 61.95.144.122
  • আর এই ফোনে এক্সচেঞ্জ সেট-আপ করতে গিয়ে একবার মেলের অ্যাড্রেস বুক আর দুবার ফোনের কনট্যাক্টস উড়ে গেলো। তাপ্পর খুঁজে দেখি কনট্যাক্টস সিঙ্ক্রোনাইজে "নো' বলা ছিলো না। কত ঝকমারি।
  • Arpan | ০৩ মে ২০১০ ১১:৩৯ | 204.138.240.254
  • কখন ফোন করেছিলে? সকালে খান দুয়েক ফোন এসেছিল। সেইগুলি ধরতে পারিনি। রাস্তায় ছিলাম।
  • Arijit | ০৩ মে ২০১০ ১১:৩৬ | 61.95.144.122
  • শক্তি সামন্তর অমানুষের রিমেক হয়েছে নাকি? ক্ষিঃ ক্ষাণ্ড!
  • Arijit | ০৩ মে ২০১০ ১১:৩৫ | 61.95.144.122
  • না রে বাবা - ওটা ডিঃ। গুচ-তেই এর আগে একবার এই তুমি/তুই নিয়ে ভাটে বলেছিলুম যে তুই-টা বেশ ভালো, কিন্তু আমার বউটা দুম করে বউ হয়ে গিয়ে মুশকিল করে দিয়েছে। তো গানটাতে তুই শুনে খট্‌ করে লাগলো বলে ডিঃ দিলুম।
  • san | ০৩ মে ২০১০ ১১:৩৪ | 203.91.201.56
  • এদিকে ব্যাংদি কোলকাতায় এসে টিকি ভাইরাস ছড়িয়ে চলেছে। আজ চেয়ারের উপরে মেলে রাখা আমার একটি জিন্সের উপরে এক টিকটিকি এসে গুছিয়ে বসে ছিল। জিন্স ধরে মেঝেতে জোরে আছাড় মারাতে সে মৃতপ্রায় হয়ে পড়ে রইল খানিকক্ষণ, তারপরে দেখলাম মরেনি শুধু লেজ খসে গেছে।
  • byaang | ০৩ মে ২০১০ ১১:৩৪ | 59.93.199.72
  • হে হে হে, অজ্জিৎ অমানুষের গান শুনছে। শুনে আবার বৌয়ের কথাও মনে পড়ছে। ঃ-)))
  • Arijit | ০৩ মে ২০১০ ১১:৩২ | 61.95.144.122
  • ওক্কে।
  • Arijit | ০৩ মে ২০১০ ১১:৩২ | 61.95.144.122
  • সেদিন একটা গান শুনলুন - সিধু নামক কোনো গাইয়ের - "তোমাড় প্রেমেড় আবীড় মেশানো... ইত্যাদি' - বাবাগো। এরা কেন গান গায় কে জানে।

    আরেকটা নতুন গান পোচুর শোনাচ্ছে - জনৈক গাঁজাওয়ালার গাওয়া - "বল্‌ না তোর দোহাই প্রেম ভাসাই কোন জলে' - সুরটা মন্দ নয়, কিন্তু হিন্দিতে রোম্যান্টিক গানে "তু' শুনে শুনে অভ্যস্ত, কিন্তু বাংলায় এই প্রথম শুনে কানে খট্‌ করে লাগলো। এম্নিতে আমার বউ জবরদস্তি "তুমি' বলতে শুরু করেছিলো বলে আমি বেশ গাঁইগুঁই করতুম - কিন্তু গানে ঠিক জমলো না।
  • san | ০৩ মে ২০১০ ১১:৩২ | 203.91.201.56
  • ২৩৩৭-৪৩২৩, ৩৯৫৪-৬৫০৩
  • byaang | ০৩ মে ২০১০ ১১:২৫ | 59.93.199.72
  • আবার এলাম। অর্পণ ফোন ধরছিস না ক্যানো?
  • Arpan | ০৩ মে ২০১০ ১১:২৩ | 216.52.215.232
  • ৎচু চু ৎচু চু ....

    স্টৈকের খাওয়াটা ফস্কে গেল! অবশ্য চেলসি চ্যাম্পিয়ন হচ্ছে ভালো কথা। "পরিবর্তন' সব সময় ভালো। ঃ-)
  • Arijit | ০৩ মে ২০১০ ১১:০২ | 61.95.144.122
  • ফোং নংটা দিয়ে দাও। যদিও টাইমিং ম্যাচ করছেনা - তাও দেখবো একবার।
  • san | ০৩ মে ২০১০ ১০:৫১ | 198.179.147.71
  • অরিজিত, শনিবার সল্লেক সুইমিং পুলে গিয়েছিলাম। ওদের টাইমিং হল সকালে ৬-৯, বিকেলে ৪-৭। পুলটা এমনি পরিষ্কার টরিষ্কার কিন্তু বেশ ছোট আর অনেক ভিড় ছিল। সেটা শনিবার বলে কিনা জানিনা। উইকডেতে কেমন ভিড় সে একদিন বিকেলে গিয়ে দেখে আসতে পারো। রোববার আর সোমবার বন্ধ থাকে। আধ ঘন্টা আর এক ঘন্টার স্লট থাকে, আগে থেকে (ভর্তি হওয়ার সময়ে) স্লট বুক করে রাখতে হয় , পরে দরকার হলে পাল্টানোর জন্য অ্যাপ্লাই করতে হয়। একটা ফর্ম তুলতে হয় তারপর ছবি আর আইডি+রেসিডেন্স প্রুফ জমা দিয়ে কি এক মেডিকাল সার্টিফিকেট জোগাড় করে ( ওখানেই টেস্ট করানো যায় বা নিজের ডাক্তারকে দিয়েও করাতে পারো) মেম্বারশিপ কার্ড সংগ্রহ করতে হয়। ছমাসের জন্য ( এপ্রিল - সেপ্টেম্বার) এক ঘন্টার স্লটের ফি হল ২৪০০/- আর আধ ঘন্টার হলে ১২০০/-।

    কাউন্টারে যাঁরা ছিলেন তাঁদেরকে তিনবার প্রশ্ন করলে একবার উত্তর দ্যান তাও খুব বিরক্ত ভাবে। এর থেকে বেশি কিছু জানা গেল না। ফোন্নং দিয়ে দিতে পারি যদি ফোন করতে চাও।
  • SB | ০৩ মে ২০১০ ১০:২২ | 114.31.249.105
  • সহজে ট্যাক্স ক্যালকুলেট করার জন্যে অনেকবছর থেকে এইটা ব্যবহার করি ঃ http://taxcalc.ynithya.com/ এটাতে নতুন বছরের নতুন ট্যাক্সের রুল গুলো আছে।
  • a | ০৩ মে ২০১০ ১০:১৪ | 208.240.243.170
  • আচ্ছা, পারমিতাদির খবর কি? মশারি পেল? আমার আপিসের সামনে দেখি এক পাব্লিক মশারি নিয়ে সাইকেল করে যাচ্ছে, তখনি আমার মনে পড়ে গেল পারমিতাদির কথা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত