এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • big bang | ০৫ মে ২০১০ ২৩:৩৪ | 219.64.145.43
  • আমারও যদিও কয়েকটা প্রশ্ন ছিল। এল জির মাইক্রো-ওয়েভ খারাপ হয়ে গেলে কলকাতায় কোথায় সারানো যায়? শ্যামবাজারের দিকে ভালো পেস্ট ক®¾ট্রালের কোম্পানির কথা কেউ জানেন? জিন্সে বলপেনের কালি লেগে গেলে কি করে তুলব? কলকাতায় চব্বিশ ঘন্টার নার্স বা আয়ার আনুমানিক রেট কত?
  • Du | ০৫ মে ২০১০ ২৩:৩০ | 65.124.26.7
  • ডিল না, এখন নতুন করে চাপাচ্ছে। পলিসি নাকি। ডেটা তোলার জন্য।
  • big bang | ০৫ মে ২০১০ ২৩:৩০ | 219.64.145.43
  • আর ঐ যে সানন্দা নামে কে জানি লিখেছে, ওটাও কিন্তু আমি না।
  • aka | ০৫ মে ২০১০ ২২:২৫ | 24.42.203.194
  • মানে? এরকম ডিল কেন? লাইসেন্সের পয়সা কিসের জন্য দিচ্ছ ক্রিস্টাল রিপোর্ট না সার্ভার থেকে ডেটা তোলার জন্য?
  • Du | ০৫ মে ২০১০ ২১:৫০ | 65.124.26.7
  • মাঃসঃ কে কি আর বলবো।
    আমাদেরই ডেটা আমাদেরই সার্ভারে, এখন থেকে ক্র্যিস্ট্যালে রিপোর্ট লেখ কি এক্সেলে তোল, সবের জন্য লাইসেন্সের পয়সা দিতে হবে প্রতি ইউজার !
  • barhilaal | ০৫ মে ২০১০ ২০:২১ | 59.93.245.101
  • নুনি কে? খগমের বান্ধবী? বুনিপের ফিচেল ছোটশালী? দ-এর আপ্তসহায়িকা?
  • SB | ০৫ মে ২০১০ ২০:১০ | 114.31.249.105
  • হাঁয়েশ ঃ)
  • aka | ০৫ মে ২০১০ ২০:০৬ | 168.26.215.13
  • খার্সিয়াং টা কি আমাদের কার্শিয়াং?
  • SB | ০৫ মে ২০১০ ১৯:৫৪ | 114.31.249.105
  • বুনান ঠিকই বলেছে। তবে জোড়পোখড়ির মজাটা রাত্রে, শিলিগুড়ি, দার্জীলিং, খার্সিয়াং এর আলো দেখা যায়, সকালটাও অদ্ভুত সুন্দর, কিন্তু বর্ষায় চাপ তো বটেই।
  • I | ০৫ মে ২০১০ ১৯:৩৭ | 59.93.245.101
  • জোড়পোখরি এমনিতে খুব ভালো, শুধু চাপের মধ্যে ঐ সাপের ফণা আর মাঝেমধ্যে ভুলভাল ভীড়।
  • Blank | ০৫ মে ২০১০ ১৯:৩৫ | 170.153.65.102
  • জুলাই তে এই ভিউ পাবে না ঃ) বর্ষাকালে পাহাড় যেতে হয় পাহাড়ে বৃষ্টি দেখতে। স্নো ক্যাপ পাহাড় দেখার সময় আলাদা
  • sda | ০৫ মে ২০১০ ১৯:৩১ | 117.194.199.64
  • সতর্কিকরন ঃ bhagne নামে যিনি লিখছেন তিনি কোনো ভাবেই আমি না, যদিও ঐ নামটি আমার বেশ পছন্দ !
  • tkn | ০৫ মে ২০১০ ১৯:২৪ | 122.163.3.201
  • টিভির পর্দায় ছটফটানি বাড়লে আমরা জানলায় দাঁড়াই মেঘ দেখতে। টাটা স্কাই নিয়ে ইস্তক বৃষ্টি আর টিভি একসঙ্গে দেখতে পাইনি। স্কাইয়ের গায়ে মেঘ জমলেই কানেকশন টাটা দেখায় ঃ-(
  • SB | ০৫ মে ২০১০ ১৯:০৭ | 114.31.249.105
  • লেপচাজগত এমনিতে খরাপ নয়, তবে আর একটু খানি এগিয়েই আর একটু ওপোরেই জোরপোখড়ি অনেক বেটার জায়গা। ৩৬০ ডিগ্রী প্যানোরামিক ভিউ পাওয়া যায়, ইনক্লুডিং শিলিগুড়ির প্লেন ল্যান্ড। খুবই শীত।

    http://www.trekearth.com/gallery/Asia/India/East/West_Bengal/Jorepokhri/
  • Samik | ০৫ মে ২০১০ ১৯:০৫ | 219.64.11.35
  • ডিটিএইচ পরিষেবায় টাটার সিগন্যাল সবচেয়ে ভালো। যে সব স্যাটেলাইটের থ্রু দিয়ে ওদের সিগন্যাল আসে, সব ভিএসএনএল-এর। টাটা ওন্‌ড্‌।

    তবে যে কোঅনো ডিটিএইচই কলকাতায় ভালো পারফরমেন্স দেবে না, কারণ আকাশে মেঘ থাকলে ডিটিএইচে সিগন্যাল ধরে না ভালো। আর কলকাতার আকাশে মেঘ একটু বেশিই থাকে ঃ-)

    পরিষ্কার আকাশে ডিটিএইচে সিগন্যাল খুব ভালো আসে।
  • aka | ০৫ মে ২০১০ ১৯:০৩ | 168.26.215.13
  • রাবাংলা খুব ভালো। সবুজ, হঠাৎ কুয়াশা সব মিলিয়ে দুর্দান্ত। কোন এককালে দার্জিলিং মনে হয় এমন ছিল। ঘিঞ্জি হলেও, যেখানে সেখানে ঘোড়ার ইয়ে থাকলেও দার্জিলিং আমার খুব ভালো লাগে। দার্জিলিঙে একটু পায়ে হেঁটে ঘুরতে হবে, বাজারের দিকটা নয়, একটু আরবিট জায়গায়। সাহেবদের চোখ ছিল।
  • Blank | ০৫ মে ২০১০ ১৮:৪৭ | 170.153.65.102
  • লেপচাজগত জায়গাটা হলো ঘুমের কাছাকাছি। এমনিতেই সারা বছর মেঘে ঢাকা, বর্ষাকালে তো থাকবেই। আশে পাশে ঘোরার জায়গা বলতে টয়ট্রেনে চড়া, ঘুম মনাস্ট্রি আর দার্জিলিং। একমাত্তর শপিং এর জন্য দার্জিলিং ভালো (স্পেশালি ভালো থাংকা চাইলে), নইলে খুব ঘিঞ্জি।
    চাপ হলো যে ঐ মেঘ, আর গুরুং এর যখন তখন বন্ধ।
    রাবাংলা অমনি মেঘের জায়গা না। বর্ষায় পুরো চোখ ঝলসানো সবুজ, আর আশে পাশে ঘোরার জায়গা অনেক। রাবাংলা ছারাও পেলিং রয়েছে ঘোরার মতন।
    চাপ হলো বর্ষাকালে ঘাসে জোঁক। আর আদতে রাবংলা একটি গ্রাম। তাই দোকান পাট বিশেষ কিস্যু নেই। বাইরে খাওয়ার ও তেমন উপায় নেই।
  • Arpan | ০৫ মে ২০১০ ১৮:৪৩ | 216.52.215.232
  • টাটাবাবুরা এমনিতে ভালো। কিন্তু দুমদাম করে চ্যানেল বান্ডল/আনবান্ডল করে দেন। কোন পপুলার চ্যানেল হলেই তার জন্য আলাদা গাঁটের কড়ি খসাও।

    শুনেছি রিসেন্টলি ভিডিওকন ডিটুএইচ সার্ভিস দিতে শুরু করেছে। (লুরুতে) ভালো সার্ভিস এবং বেশ ভ্যালু ফর মানি। খালি ওয়ার্ল্ড ব্যাঙ্ক কালো দাগ লেপে দিয়েছে এই যা।
  • Blank | ০৫ মে ২০১০ ১৮:৩৮ | 170.153.65.102
  • আমাদের এয়ারটেলের সার্ভিস খুব ভালো। ঝকঝকে ছবি, সবচেয়ে বাজে হলো ডিশ। এত খারাপ কাস্টমার কেয়ার যে বলা যায় না
  • rabaahuta | ০৫ মে ২০১০ ১৮:৩৫ | 203.99.212.53
  • এইও অভ্যু, চিড়িয়াখানা ইত্যাদি আমি কিছু বলিনি, লামা বলেছে।
    ঘরসংসারের মত লঘুবিষয় নিয়ে আমার কোন বক্তব্য নেই। আমার তনুমনপ্রাণ মর্মপীড়ের মহিমাপ্রচারে এবং সিরিয়াস কাব্যচর্চায় সমর্পিত।
  • M | ০৫ মে ২০১০ ১৮:৩৩ | 222.254.187.104
  • ইবাবা!আমার কি হবে!আমারতো প্রায় সবই ক্যাপিটাল উল্টোডাঙ্গার।ভ্যাঁক.........
  • aka | ০৫ মে ২০১০ ১৮:২৭ | 168.26.215.13
  • ক্যাপিটাল ইলেকট্রনিক্স খেলা দেখায়, টনটনের শেষ কটা বল ওখানে দাঁড়িয়েই দেখেছিলাম। সেদিন বজবজ নৈহাটি ছেড়ে দিয়েছিলাম। এছাড়া দোকানের উল্টোদিকে ডাব পাওয়া যায়। গরমকালে শরীরের পক্ষে ভালো।
  • Arpan | ০৫ মে ২০১০ ১৮:২৩ | 216.52.215.232
  • অভ্যু বলে ভালো করল। আমিও ক্যাপিটাল থেকে কখনো কিছু কিনিনি। একটা ব্যাটারি চার্জার ছাড়া। ঃ-)

    নিউ টাউনে এখন বড় করে হোম টাউন খুলে গেছে। ওখানেই পাওয়া যাবে সব।
  • byaang | ০৫ মে ২০১০ ১৮:১১ | 59.93.164.245
  • ঃ-( ঠিক হ্যায় দে। আম্মো কাটি। ইপিস্তাবক্স আমাকে দেখলেই আজ খুব বকুনি লাগাবে, হোমওয়ার্ক করি নি যে!
  • de | ০৫ মে ২০১০ ১৮:০৯ | 59.163.30.2
  • ব্যাং, কাল বোল্বো -- আপিস থেকে এক পা বার করে রেখেছি -- যাই!
  • til | ০৫ মে ২০১০ ১৮:০৯ | 220.253.240.3
  • অভ্যু,
    কিছুই কেনা হয়নি, তবে গ্যাসের টাকা বোধহয় জমা পড়ে গেছে। ফোন করতে যাচ্ছিলাম এখনই।
    আসলে কেরোসিনের লাইন দিতে কার ভালো লাগে! তার ওপর জনতা স্টোভের পলতে কাটা। আর কোন গাধা যে ডিজাইন করে, পলতে একবার পড়ে গেলে চিত্তির! আর দূর থেকে পাবলিক বাসে কেরোসিনের ডিব্বে বয়ে আনা? সবাই ভাবে কুষ্ঠরোগী যেন! (No offences meant to them)
    সেজন্যে, কালই বলেছি, যা দেয় দিক। উনুন জ্বললেই হলো।
  • san | ০৫ মে ২০১০ ১৮:০৮ | 203.91.201.56
  • করে ফেল। প্রশ্ন চেপে রাখতে নেই। কি যেন একটা হয়। কবি বলেছেন।
  • byaang | ০৫ মে ২০১০ ১৮:০৮ | 59.93.164.245
  • অজ্জিৎ, কোলকাতায় আছে কিনা জানি না, তবে খবরদার এয়ারটেল নিও না, ওদের সিগন্যাল প্রবলেম আছে। অর্ধেক দিন অধিকাংশ চ্যানেল পাওয়া যায় না। (ইতি গজঃ লুরুর অভিজ্ঞতা)
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৮:০৭ | 97.81.108.219
  • স্যান একটা প্রশ্ন মাথায় এলো। কিন্তু করতে সাহস পেলুম না ঃ(
  • Arijit | ০৫ মে ২০১০ ১৮:০৫ | 61.95.144.122
  • আম্মো জিগ্গেস করবো।

    কলকাতায় ডিজিট্যাল টিভি সার্ভিস কোনটে ভালো?
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৮:০৫ | 97.81.108.219
  • না এবার কাটি, শিবুদা বকবে।
  • san | ০৫ মে ২০১০ ১৮:০৫ | 203.91.201.56
  • এদিকে আমি এখন রাবাংলা ও লেপচাজগতের মাঝে দোদুল্যমান ঃ-)
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৮:০৪ | 97.81.108.219
  • আগের পোস্টটা @ স্যান। গাছের ডালকাটা লোকের প্রতি কোনো বক্তব্য নাই।
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৮:০৩ | 97.81.108.219
  • না রে সত্যি, আমি একবার ফোন সারাতে নিয়ে গিয়েছিলাম। কল্যাণী থেকে গেছি, বলেছি আমি তিন ঘন্টা বসছি, সারিয়ে দিন, নিয়ে যাব একেবারে। সেই দিন অনেক কিছু জ্ঞান বৃদ্ধি হল।
  • kalidas | ০৫ মে ২০১০ ১৮:০২ | 61.12.12.83
  • আমিও রেফার করলাম।
  • til | ০৫ মে ২০১০ ১৮:০২ | 220.253.240.3
  • ঘরসংসার?
    আপনের মুখে জলভরা পড়ুক।
    কি যে কন, নো ঘর আর নো সংসার ( প্রায়)।
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৮:০২ | 97.81.108.219
  • সানন্দা, টই তো আছে। তবে সব সাজেশন মিলিয়ে চলতে গেলে আপনার বাড়িতে অন্য সব কিছুর সঙ্গে একটি ছোটো চিড়িয়াখানা ও একটি মাঝারি বোটানিকাল গার্ডেন চাই (হুতো-উবাচ)
  • san | ০৫ মে ২০১০ ১৮:০০ | 203.91.201.56
  • বরং মেঘদূত পড়ো।
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৮:০০ | 97.81.108.219
  • সব পোস্ট পড়ি নি। কিন্তু কেনা না হয়ে থাকলে দয়া করে উল্টোডাঙার ক্যাপিট্যাল ইলেক্ট্রনিক্সের কাছ থেকে কিছু কিনবেন না। সোনি টিভি থেকে আরম্ভ করে গোদরেজের ফ্রিজ, সব কিছুর দুটো ভার্শান থাকে, যার একটা ওদের বেসমেণ্টেই তৈরি হয়।
  • ghor koli | ০৫ মে ২০১০ ১৭:৫৯ | 61.12.12.83
  • বলেই ছিলাম!
  • byaang | ০৫ মে ২০১০ ১৭:৫৮ | 59.93.164.245
  • ক্যানো রে ব্যাটা সানন্দা, ভাটটা কি তোর একার!
    (চন্দ্রবিন্দুর থেকে ঝাড়লাম)
  • Samik | ০৫ মে ২০১০ ১৭:৫৭ | 219.64.11.35
  • তিল,

    দিল্লিতে এসে সেট্‌ল করে যাও। এই ধরণের ক্যাওড়ামো এখানে কেউ করে না। ঃ-)
  • Arpan | ০৫ মে ২০১০ ১৭:৫৫ | 216.52.215.232
  • HP-এর ওয়েবসাইটে গিয়ে ফোন্নং/ইমেল জোগাড় করে কমপ্লেন করুন।
  • sananda | ০৫ মে ২০১০ ১৭:৫৫ | 125.18.104.1
  • "ঘরসংসারের টুকিটাকি" বা এইরকম কোনো নাম দিয়ে কেউ একটা টই খুলে নিন।
  • Arpan | ০৫ মে ২০১০ ১৭:৫৫ | 216.52.215.232
  • উল্টোডাঙার ক্যাপিটাল ইলেকট্রনিক্স? ফ্রি ডেলিভারি দিয়ে দেবে অত টাকার জিনিস কিনলে গন্তব্য যেখানেই হোক না কেন।
  • til | ০৫ মে ২০১০ ১৭:৫৪ | 220.253.240.3
  • HP ডিস্ট্রিবিউটর বলছে, উনুন না নিলে কানেকশান দেবেই না। এর কোন উপায়?
    ইন্ডেন এ তো লম্বা লাইন।
  • byaang | ০৫ মে ২০১০ ১৭:৫৪ | 59.93.164.245
  • স্যান, যাদের রোম্যান্স ভীম লিকুইডের ফেনা আর এঁটোর সাথে ধুয়ে গেছে, তারাই ভাবে।
  • Abhyu | ০৫ মে ২০১০ ১৭:৫৩ | 97.81.108.219
  • মামু, গুরুতে তিন জন সরব সৈকতের পরিচয় পাওয়া গেল। তার মধ্যে যিনি নেহাত কচি, তাকে আমি ভাগ্নে বলেছিলাম। কিন্তু এ ভাগ্নে বোধ হয় সে ভাগ্নে নয়।

    যাক সব কুশল তো? পূজাবার্ষিকী তিনটেতে তোমার উপন্যাস/বড় গল্পগুলো পড়বার জন্যে মুখিয়ে আছি। অতো দেরী সইবে না, লেখা হলেই আমাকে পিডিএফ ফাইলগুলো মেল করে দিও, কেমন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত