এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৫:১৪ | 202.79.203.59
  • হ্যাঁ
  • saikat | ০৫ মে ২০১০ ১৫:১৩ | 202.54.74.119
  • হে হে, এই বাজারেও সল্লেকে আলো আর আজকাল নিবছে না !!!
  • Arpan | ০৫ মে ২০১০ ১৫:১৩ | 216.52.215.232
  • মামুর বাড়ি চেনা খুব সোজা। আর বলব না। ঃ)
  • bhagne | ০৫ মে ২০১০ ১৫:১২ | 61.12.12.83
  • গুড। টিপ প্র্যাকটিস করুন। অজুহাত ফ্রেঞ্চকাট।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৫:১২ | 125.18.17.16
  • ফালতু লিখেছে বলা অবশ্য ঠিক না। আমি কাগজে পড়িনি।
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৫:১১ | 202.79.203.59
  • ও তাইলে আমার দোকান থেকে মামুর বাড়ী ঢিলছোঁড়া দুরত্বে ঃ-)
  • Ishan | ০৫ মে ২০১০ ১৫:০৯ | 125.18.17.16
  • কাগজে সব ফালতু লিখেছে। আমাদের কিছু কম লোডশেডিং হয়না। সব ব্যাটাই সেটা জানে।
  • ogrim | ০৫ মে ২০১০ ১৫:০৯ | 61.12.12.83
  • ঃ্‌-( ঃ্‌-( ঃ্‌-(
  • Ishan | ০৫ মে ২০১০ ১৫:০৬ | 125.18.17.16
  • অনেক কষ্টে ব্যাটাদের থামিয়ে এইসব কূট প্রশ্ন করলাম। আমি একা নই, আরও কয়েকজন ছিল। কেলিয়েই দেবে এরকম একটা ভাব করে টরেও ছেলেগুলো পিছিয়ে গেল। তাপ্পারে পান্ডা গোছের কজনকে ধরে যা জানা গেল, তাতে তো আমার মাথ খারাপ হবার জোগাড়।

    এখানে কজন পুলিশ ছিল। ঝামেলা এড়ানোর জন্য তারা নাকি অবরোধকারীদের বলেছে, তোমাদের কারেন্ট কেন গেছে যেন? আবাসনের লোকেরা কলকাঠি নেড়ে তোমাদের লাইন কেটে দিয়েছে। যাও ওদের ক্যালাও। ব্যাস মাথামোটা জনতা চলে এসেছে লাফিয়ে লাফিয়ে।

    তা সেদিনের মতো বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠনো হয়েছে। কিন্তু যে কোনো দিন আবার আসতে পারে। আমি শহীদ হলে, কমরেডরা দুফোঁটা চোখের জল ফেলবেন।
  • de | ০৫ মে ২০১০ ১৫:০৬ | 59.163.30.2
  • হ্যাঁ, গত বছর আমিও কলকাতার বাড়িতে ইনভার্টার বসালাম -- গ্রেট ইস্টার্ন থেকেই কিনেছিলাম।
  • Loadshedding | ০৫ মে ২০১০ ১৫:০৫ | 125.18.104.1
  • কিন্তু এই আবাসনগুলোতে সাধারণতঃ ২৪ ঘন্টার জেনারেটর ব্যাক আপ থাকে।
  • Arpan | ০৫ মে ২০১০ ১৫:০৪ | 216.52.215.232
  • নিজের দেশে আমার আর ফেরা হল কৈ? সেই পোড়া লুরু কপালে নাচ্চে। ঃ-(
  • Blank | ০৫ মে ২০১০ ১৫:০৪ | 170.153.65.102
  • মামু মেল দেখো
  • de | ০৫ মে ২০১০ ১৫:০৩ | 59.163.30.2
  • খুব ভালো হবে -- সবাই ফিরে আসুন, নিজের দেশ -- একটু কষ্ট হবে প্রথম প্রথম --- পরে ভালোই লাগবে।

    দ্যাশে ফেরার খবরে খুব ভালো লাগলো ঈশান! এইসব কষ্টগুলো বেশীদিন থাকবে না দেখবেন। নিজের মতো করে ঠিকই স্টেবিলাইজ করে যাবেন। ছেলে স্কুলে ভর্তি হলো?
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৫:০২ | 202.79.203.59
  • ওদের দাবি ছিল গেরামে ইলেক্টিরি না এসে বাবুদের আবাসনে এসেছে কেন ! তাই ভাংচুর
  • Arijit | ০৫ মে ২০১০ ১৫:০১ | 61.95.144.122
  • কেসটা তো কাগজে বেরিয়েছিলো - লোডশেডিং-এর সময় ওই আবাসনে কেন কারেন্ট থাকবে তাই নিয়ে জনতা ক্ষুব্ধ হয়েছিলো। দাবী ছিলো ওখানেও লোডশেডিং করা হোক। তাপ্পর গেটের আলো নিবিয়ে কম্প্রোমাইজ করা হয়।
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৪:৫৯ | 202.79.203.59
  • ইশান - ইনভার্টার কিনতে চাইলে গ্রেট ইস্টার্ন বা খোসলার যেকোন দোকানে যান , সঙ্গে সঙ্গে পাবেন, আমার এক আত্মীয় সদ্য কিনেছে
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৫৯ | 216.52.215.232
  • একটা বুর্জোয়া সলুশন দিচ্ছি। কদিন হোটেলে গিয়ে কালাতিপাত কর।
  • Rho | ০৫ মে ২০১০ ১৪:৫৯ | 125.18.104.1
  • সেই অবরোধের সময় একটি আবাসনে ভাঙচুর হয়েছে শুনলাম।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৫৯ | 125.18.17.16
  • এই অব্দি ঠিকই ছিল। বেঁচে বর্তে যাবো মনে হয়েছিল। কলকাতায় লোডশেডিং, মশা, গরম আছে, সে কি আর জানিনা, না জানতাম না?

    কিন্তু তখনও জানতাম না, সামনে আসল বিপদ আসছে। সেদিন বাড়ি ফিরতে গিয়ে দেখি রাস্তা অবরোধ। আমাদের আবাসনের সামনে ভূমিপুত্ররা বিদ্যুতের দাবীতে অবরোধ করেছে। তা, অবরোধ, তো পার্ট অফ লইফ। তাতেও কোনো প্রবলেম হয়নি। প্রবলেম টা হল অন্য জায়গায়।

    ঘন্টাখানেক অবরোধ হবার পর, আবাসনের গেটের সামনে হাওয়া খাচ্ছি, হঠাত দেখি, অবরোধ কারীরা আমাদের গেটে চড়াও হয়েছে। দৌড়ে যেতে-যেতেই কটা লাইট আর জানলা ভেঙে ফেলল। তা দৌড় মেরে গেলাম( নেহাৎ কলেজে এসবে অভ্যেস চিল তাই)।

    কি কেস? লোকে তো বিদ্যুতের দাবীতে ইলেকটিরি আপিস ভাঙে, আবাসন ভাঙে তো শুনিনি। কেসটা কি?
  • bhagne | ০৫ মে ২০১০ ১৪:৫৯ | 61.12.12.83
  • এদিকে আবার ভোরবেলা বড্ড শীতশীত করছে। জানলা, পাখাটাখা বন্ধ করেও কাজ হয় না, গায়ে চাদর চাপা দিতে হয়। ৪)
  • rabaahuta | ০৫ মে ২০১০ ১৪:৫৮ | 203.99.212.54
  • মর্মপীড়ের আশীর্বাদ হলে অবশ্যই করবো।
    তাঁর ইচ্ছা বই যে কিবোর্ডের একটা চাবিও নড়তে পারেনা।
  • stoic | ০৫ মে ২০১০ ১৪:৫৬ | 160.103.2.224
  • এক এক করে সব ধ্রুঃ অঃ রা দ্যাশে ফিরতে শুরু করলেন নাকি? ক্ষি ক্ষান্ড !
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৫৫ | 216.52.215.232
  • আমার মেয়েও গরমে নেতিয়ে আছে।
  • saikat | ০৫ মে ২০১০ ১৪:৫৪ | 202.54.74.119
  • হুতো এবার ঈশানের দ্যাশে ফেরা নিয়ে একটা কাব্য করুক।
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৪:৫৪ | 202.79.203.59
  • তাই বলে পরশুদিন আপনারা কারেন্ট নেই বলে পথ অবরোধ করে ফেললেন ঃ-)
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৪:৫২ | 202.79.203.59
  • অপদেবতারাই নাকি বেশি জাগ্রত হয় ;-)
  • Arijit | ০৫ মে ২০১০ ১৪:৫১ | 61.95.144.122
  • আমাদের টিমের একজন ছেড়ে দিচ্ছে, তাই অর্কজ-এ খেয়ে এলুম।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৫১ | 125.18.17.16
  • ওদিকে ইনভার্টার কিছুতেই আর পাওয়া যায়ন। এখন নকি খুব ডিম্যান্ড। পেলেও বা কি, কোন ইনভার্টার আর দিনে আটঘন্টা টনবে। তার সঙ্গে তেমনই গরম। ওদিকে পোলা গরমে চিল্লামিল্লি করে। আর শিকাগোর স্নো এর কথা বলে।

    (গরম-টরম টা এক্সপেক্টেডই ছিল, কিন্তু নিরুপমবাবুর বিবৃতির আগে লোডশেডিং এর কেসটা বুঝতে পারিনি।)
  • bhagne | ০৫ মে ২০১০ ১৪:৫১ | 61.12.12.83
  • আর মশা? মশা?
  • rabaahuta | ০৫ মে ২০১০ ১৪:৫০ | 203.99.212.54
  • মর্মপীড়ের নামগান করা মাত্র আধঘন্টায় তিনপাতা ভাট। কিরকম জাগ্রত।
  • Rajdeep | ০৫ মে ২০১০ ১৪:৪৯ | 202.79.203.59
  • কে কেলাবে ? আসুক দিকি সামনে - মামারবাড়ীর মামা বলে কতা !
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৪৮ | 125.18.17.16
  • কলিকাতায় থুড়ি উপনগরীতে ফিরে ব্যাপক অ্যাডভেঞ্চারের মধ্যে বেঁচে আছি।
    একে তো এসিবি এলাকয় যেটা মর্মান্তিক রকম বেশি, সেটা হল লোডশেডিং। যেটা খাস কলকাতায় বসে টের পাওয়া যায়না। দিনে মোটামুটি ৬-৮ ঘন্টা লোডশেডিং হয়। ওদিকে সকালে লোডশেডিং হলে আমাদের আবাসনে পাম্প চলেনা। জল বন্ধ হয়ে যায়। তখন দূরের টিউকল থেকে জল তুলে আনতে হয়। আর সকালে লোডশেডিং রোজই হয়। ঃ)
  • bhagne | ০৫ মে ২০১০ ১৪:৪৭ | 61.12.12.83
  • মামার আইপি সুস্পষ্ট। আইপি জিন্দাবাদ।
  • byaang | ০৫ মে ২০১০ ১৪:৪৬ | 59.93.209.200
  • উপনগরী, উপপত্নীর থেকেও জরুরী হল গিয়া পোলার ইস্কুল!
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৪৬ | 216.52.215.232
  • *মিলিয়ে
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৪৬ | 216.52.215.232
  • মা, মাগো। লোকে এত চাগ্রি পাল্টায় ক্যানো?

    আজ আর কাল মিনিয়ে মোট ছটা ইন্টারভিউ নিতে হবে। ঃ(
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৪৫ | 125.18.17.16
  • হ্যাঁঃ।ঃ)
  • de | ০৫ মে ২০১০ ১৪:৪২ | 59.163.30.2
  • ঈশান কি পাকাপাকিভাবে ফিরলেন দেশে?
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৩৯ | 125.18.17.16
  • আচ্ছা উপনগরী। উপপত্নীর মতো। তাই সই।
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৩৮ | 216.52.215.232
  • বুয়েচি। সময় পেলে মেল করে মোবাইল নং পাঠিও।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৩৮ | 125.18.17.16
  • এখানে ঠিকানা দিলে লোকে ক্যালাতে পারে। এমনিতেই লোকের হালচাল ভালো ঠেকছেনা। ঃ(
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৩৭ | 216.52.215.232
  • আমিও শহরতলি মানে তাই জানতাম। কিন্তু বেথে বলল ঐগুলো উপনগরী। বাংলায় স্যাটেলাইট সিটি।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৩৭ | 125.18.17.16
  • আরে আমার ডেরায় ভিতরের কাজ এখনও শুরু হয়নি। আপাতত যেখানে আছি সেখানে তুমি এসেছিলে।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৩৫ | 125.18.17.16
  • শহরতলি মানে সিঙ্গুর না। উন্নততর কলকাতা। যা এসিবি এলাকায়। ঃ)
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৩৫ | 204.138.240.254
  • আর সব কুশল তো? মামী, টিনটিন?

    কোথায় ডেরা নিলে কইলে না?
  • Arpan | ০৫ মে ২০১০ ১৪:৩৪ | 204.138.240.254
  • আমার মেশিনে দিব্য আসতেছে। তাই তো এই রংবাজি ইত্যাদি।
  • Ishan | ০৫ মে ২০১০ ১৪:৩০ | 125.18.17.16
  • বাংলা খুব আসছে। কিন্তু বাংলাটা ভুলে গেছি। এই মাত্তর বাড়িতে ফোন করে বাবার নামটা কনফার্ম করে নিলাম। ঃ)
  • saikat | ০৫ মে ২০১০ ১৪:২৯ | 202.54.74.119
  • অর্পণেরও?
  • de | ০৫ মে ২০১০ ১৪:২৮ | 59.163.30.2
  • এলিয়েনে নিয়ে যায় নি তবে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত