এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:৫৬ | 216.52.215.232
  • গোবেচারা কেন হবে? বুঝদার। ঃ-)
  • Samik | ০৩ মে ২০১০ ১৮:৫৬ | 219.64.11.35
  • লে লাদাখের জন্য আমার হরি ঝান্ডি আছে। একা বেরিয়ে পড়ব, কোনও ঢপ না দিয়েই।
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:৫৫ | 61.95.144.122
  • ওওওওও। নেহাত গোবেচারা বউ/মেয়ে।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:৪৪ | 216.52.215.232
  • যাঃ, রেগে যেও না আবার!
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:৪৪ | 216.52.215.232
  • ধুর। এ মালকে ক্লোন করা ব্রহ্মারও অসাধ্যি। ঃ-)

    বলি, ঢপ দেব কেন? সত্যি কথা বলেই যাবো। অনসাইট গেলেও একা থাকত, এখনো থাকবে।
  • san | ০৩ মে ২০১০ ১৮:৪২ | 203.91.201.56
  • হাম্পি বেড়াতে গিয়ে এক কাপলের সঙ্গে আলাপ হয়েছিল। ভদ্রলোক ভদ্রমহিলার বয়েস ষাটের এদিকওদিক। ভদ্রলোক প্রথম জীবনে নেভিতে ছিলেন, পরে নিজের ব্যবসা খোলেন, এখন তিনি ট্র্যাভেল রাইটার। একটি বিশাল গাড়িতে ওঁদের দুজনের সংসার গুছিয়ে বছরের মধ্যে আটমাস দুজনে ক্রমাগত ঘুরে বেড়ান। ছেলেমেয়ে যে যার জীবনে সেটলড।

    যা হিংসে হয়েছিল না দেখে ....
  • rabaahuta | ০৩ মে ২০১০ ১৮:৪০ | 203.99.212.53
  • কোটি কোটি টাকা হলে, আমি একটা ভলভো বাস কিনবো, আর একজন সুদক্ষ ভ্রমণপিপাসু ড্রাইভার রাখবো।
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:৩৯ | 61.95.144.122
  • হ্যাঁ, কিন্তু অনসাইট থেকে ফোং করবে কি করে? মানে এই ধরো লেহ্‌ থেকে ফোং করে তোমারে মিনিয়াপোলিসের নম্বর দেখাতে হবে...
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:৩৬ | 216.52.215.232
  • ঢপ নয় তো। এখন কোম্পানি থেকে অনসাইট পাঠালেও তো একা থাকবে। সেইরকম ব্যপার হবে আর কী!
  • til | ০৩ মে ২০১০ ১৮:২৭ | 220.253.240.3
  • নাহ, ঘুমোতে যাওয়াই প্রশস্ত।
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:২৬ | 61.95.144.122
  • ক্লোন তো সস্তা অপশন...
  • til | ০৩ মে ২০১০ ১৮:২৪ | 220.253.240.3
  • বড় expensive সঙ্গী সাথী! তায় আবার হাজারী নয়, আধ/সিকি কোটি র মনসবদার এক এক জন!
    নাহ, যাওয়া আর হলুনি। লোনলি প্ল্যানেট সার্ফিংই সই!
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:২৪ | 61.95.144.122
  • আর অনসাইটের ঢপ দিয়ে ঘুত্তে যাওয়ার প্রবলেম আছে - ফোং করলে অনসাইটের নম্বরটা দেখাবে কি করে?
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:২২ | 61.95.144.122
  • বউয়ের আপিসের মাইনেটা কি দেবে? আর ছেলেমেয়ের ইস্কুল?
  • san | ০৩ মে ২০১০ ১৮:২১ | 203.91.201.56
  • দিপুর তো বিয়ারেও ঝাল লাগে, সে কেরালার ঝাল বিফ ফ্রাই খাবে !

    আর ইয়ে, বউ মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরলেই তো হয় , একবছরের মাইনেই যদি পেয়ে যাও ! রেখে গেলে এই গুরুর হিংসুটেরাই হয়তো ভাংচি দিল, বলা যায় না ঃ-)
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:২১ | 61.95.144.122
  • অ।
  • dipu | ০৩ মে ২০১০ ১৮:১৯ | 61.12.12.83
  • নেক্সট উইকেন্ডে আপিস আসব। তার পরেরটায় বাড়ি যাব।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:১৯ | 216.52.215.232
  • বউ আর মেয়ে জানবে কাজের জন্য অনসাইট গেছি।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:১৮ | 216.52.215.232
  • দীপু, ল্যাদ কাটলে জানাস। তালে এই উইকেন্ডে কেরালা পরোটা আর ঝাল বিফ ফ্রাই খাবার প্ল্যান করা যায়।
  • san | ০৩ মে ২০১০ ১৮:১৭ | 203.91.201.56
  • আমাকেও কেউ একবছরের মাইনেটা দিয়ে দিলে আমি সুখেস্বচ্ছন্দে টৈ টৈ করে বেড়াতে পারি।

    লিখতে লিখতে মাথায় এল, এবার থেকে রেগুলার লটারির টিকিট কাটব ভাবছি। যদি লেগে যায় ঃ-))))))
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:১৭ | 216.52.215.232
  • হয়ে যাবে।
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:১৬ | 61.95.144.122
  • মাইনেটা দিলে আপিসের কাজ হবে, বাড়িরটা?
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:১৫ | 61.95.144.122
  • আপিসে বছরে ছুটি ২৪ দিন (আর্নড, ক্যাজুয়াল, মেডিকেল মিলিয়ে), আর বাড়িতে ০ দিন। ক্লোন ছাড়া দেড় মাস চলবে কি করে?
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:১৪ | 216.52.215.232
  • নাঃ, সত্যি কথা। অফিসের মাইনেটা দিয়ে দিলে আমি মোট বওয়া থেকে হোটেল/ট্যাক্সি বুক করা, রাতদুপুরে কফির বন্দোবস্ত করা, মাথা পেতে ঝাড় খাওয়া সব কাজ হাসিমুখে করে দেবো। দেড়/তিন/ছয়/বারো কোনো প্রবলেম নাই।
  • til | ০৩ মে ২০১০ ১৮:০৮ | 220.253.240.3
  • বাহ!
    এক বছরের কথা হচ্ছিল যে, সেখানে দেড় মাসেও নজর!
  • Arijit | ০৩ মে ২০১০ ১৮:০৮ | 61.95.144.122
  • আমার একটা ক্লোন বানিয়ে দিলেই চলবে - সেটাকে রেখে যাবো - বাড়ি আর আপিসের চাকরির জন্যে।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৮:০৫ | 216.52.215.232
  • আমার দেড়/তিন মাসের মাইনের টাকাটা পে করে দিলে আমি আছি। ঃ-)
  • til | ০৩ মে ২০১০ ১৮:০৩ | 220.253.240.3
  • মাস দেড়েক বা মাস তিনেকের জন্যে ইন্ডিয়া বেড়াবার কেউ প্ল্যান করলে আমি আছি, ৬ মাসের নোটিশ চাই।
    (হাই ফাই, ফাইভ স্টার নয়।)
  • dipu | ০৩ মে ২০১০ ১৮:০১ | 61.12.12.83
  • মিঠুন ভৌমিকের লেখা রাত্তিরে আবার চলে আসবে। সকালে কিছু প্রবলেম হয়েছিল। ওইজন্য টইতে আপডেট দেওয়া হয়নি।
  • indrani | ০৩ মে ২০১০ ১৭:৫৯ | 124.171.26.40
  • থ্যান্‌কু দীপু। আসলে, কল্লোলদার লেখার প্রথম পর্ব - দ্বিতীয় পর্ব বুঝলাম লেখায় ঢুকে। প্রথম পাতায় সকলি এক দেখি।
    মিঠুনের লেখা ভ্যানিশ হোলো কেন?
    কে জবাব দেবে?
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৫৭ | 216.52.215.232
  • লোনলি প্ল্যানেট খুলে বসে থাকলেই হয়ে যায়। ঃ)
  • Q | ০৩ মে ২০১০ ১৭:৫৫ | 125.18.104.1
  • ভাবলেই হয়। ভাবতে ভাবতে অফিস করুক নাহয়।
  • Samik | ০৩ মে ২০১০ ১৭:৫২ | 219.64.11.35
  • অজ্জিত যাবে নাকি পরের বছর লে-লাদাখ?

    কেউ গেলে জানিও। আমি একাই যাবো। ঃ-)
  • til | ০৩ মে ২০১০ ১৭:৫২ | 220.253.240.3
  • স্যান,
    যা কয়েছেন! আমারও খুব ইচ্ছে। লোকে ইউরোপ আমেরিকা করে শুধু মুদু; তবে হ্যাঁ সে¾ট্রাল এশিয়া বা ল্যাটিন আমেরিকা বড় টানে।
    ঐ, ব্যস। সব ছুটি যায় বাড়ী যেতে!
  • Arijit | ০৩ মে ২০১০ ১৭:৪৯ | 61.95.144.122
  • এরকম এক বছরের টাইম আউট নিয়ে ঘুরেবেড়ানো বাইরে অনেকে করে - এবং তাতে তাদের কেরিয়ারে কোনো আঁচ পড়ে না। এখানে ভাবতেই পারবে না।
  • de | ০৩ মে ২০১০ ১৭:৪৯ | 59.163.30.3
  • লে-লাদাখ আমারো যাওয়ার খুব ইচ্ছা! তবে সময় থাকতে থাকতে হবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না!

    আর আমরাও ঐভাবেই করি, মিলিয়ে মিশিয়ে -- প্যাকেজ ট্যুরের সাইট থেকে ডেটা নিয়ে।
  • til | ০৩ মে ২০১০ ১৭:৪৭ | 220.253.240.3
  • সত্যি বলতে কি প্যাকেজ টুরে একটাই সুবিধে, নো haggling; নতুবা স্বাধীনতা তেমন নেই। তবে কেউ যদি ঐ কর্মটি আগে থেকে করে রাখে তাহলে তো সোনায় সোহাগা। ট্যাক্সিআর অটো-ওয়ালাদের হাতে মুর্গা বনতে বড় ইজ্জতে লাগে, নতুবা আর কোন সমস্যা নাই!
    একটা সময় ছিল, দিল্লী থেকে চিতোরগড় যাচ্ছি, বিনা রিজার্ভেশনে- ফার্ষ্ট ক্লাশ দিনের, রাত্তিরের নয়। তো আমার বন্ধু রীতিমত মহিলা TT র পা জড়িয়ে ধরলো, বহেনজী ....
    কাজ হয়েছিল।
    আগরা স্টেশনে রাত্তিরে হাফ, হাফ ঘুমোনো ও জাগা!
  • san | ০৩ মে ২০১০ ১৭:৪৬ | 203.91.201.56
  • ইশ একবছর যদি টানা সারাভারত ঘুরেঘুরে কাটাতে পারতাম ঃ-( শুধু বেড়িয়ে।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৪৫ | 216.52.215.232
  • তোমাকেই বললাম। টিপুর অস্ত্রাগার ছিল বলে জায়গাটার অমন নাম হয়েছে।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৪৪ | 216.52.215.232
  • হ্যাঁ, সে জানি। সব দেখতেই হবে তার বা কী মানে আছে? ঃ)
  • E | ০৩ মে ২০১০ ১৭:৪৪ | 125.18.104.1
  • ঐজন্য গুনে গুনে ঘুরতে হয়। পয়সা বাঁচে।
  • san | ০৩ মে ২০১০ ১৭:৪৩ | 203.91.201.56
  • কাকে বলছ? আমি যাইনি।

    আহা, ভাগে ভাগে মানে নর্থ কেরালা একভাগে, সাউথ আরেকভাগে এইরম। আমরা কি কেউ ডুআর্স আর সুন্দরবন একই সঙ্গে ঘুরতে যাই নাকি?
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৪১ | 216.52.215.232
  • ভাগে ভাগে ঘোরা অসম্ভব। পয়সা ও ছুটিতে কুলোবে না। ঐ সব মিলিয়ে মিশিয়ে একটা ইটিনারারি বানিয়ে নেব। যাতায়াত নিয়ে ম্যাক্স সাত থেকে আট দিন।
  • Samik | ০৩ মে ২০১০ ১৭:৩৭ | 219.64.11.35
  • প্যাকেজ ট্যুর নয়। বিভিন্ন প্যাকেজ ট্যুরের সাইট দেখে তাদের ইটিনেরারি মিলিয়ে মিশিয়ে নিজের মত বানিয়ে নাও। যে জায়গায় যাবে, সেখানকার একটা আউটলুক ট্র্যাভেলার কিনে নাও। আর হোটেলে ফোন করো। অনেক সময়ে ফোনে যা রেট দেয়, মেকমাইট্রিপ বা ট্র্যাভেলগুরুর সাইটে সেই একই হোটেলের জন্য কম রেট দেখানো থাকে। সেই বুঝে বুকিং করো।

    কবে থেকে প্ল্যান করছি, কেরালা আর যাওয়া হয়ে উঠছে না।

    আর, বয়েস থাকতে থাকতে, লে-লাদাখ। এ বছরেও হবে না। পরের বছরের জন্য প্ল্যান কর্চ্ছি।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৩৬ | 216.52.215.232
  • নামটা বোধহয় ওয়েনাড় হবে।
  • san | ০৩ মে ২০১০ ১৭:৩৬ | 203.91.201.56
  • ওটা একুশ দিনের ট্যুর ছিল ঃ-)))))) আরো গোটা চার জায়গা ছিল প্লাস ট্রেনে যাতায়াত ছিল। তুমি ভাগে ভাগে ঘুরবে। আলেপ্পি-কুমারাকোম-পেরিয়ার/মুন্নার সাতদিনে ঘুরে আসবে।
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৩৬ | 216.52.215.232
  • তোমরা ওয়েনার আর সুলতান ব্যাটারি গিয়েছিলে?
  • Blank | ০৩ মে ২০১০ ১৭:৩৪ | 170.153.65.102
  • আমার তীর্থে যাওয়ার প্ল্যান। ৩ টে কেদার। ঐ কেরালা ফেরালা তো বুড়ো বয়সে যাওয়ার জন্য। যখন আর হাঁটা হাঁটি করতে পারবো না
  • de | ০৩ মে ২০১০ ১৭:৩৪ | 59.163.30.3
  • হ্যাঁ, এইবার দেখেছি-- বেশ ভালো, তিল! তবে কিনা, প্যাকেজ ট্যুর সবসময় ভালো হয় না--ফ্রীলি ঘোরা যায় না!
  • Arpan | ০৩ মে ২০১০ ১৭:৩৩ | 216.52.215.232
  • ক'দিনের পেলান কত্তে হবে? এক হপ্তার বেশি মুশকিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত