এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ২৯ এপ্রিল ২০১০ ২২:৫৩ | 203.83.248.37
  • আমি যদিও অ্যামেরিকা নিবাসী নই তাও জানতাম। এটা গ্রীন কার্ডের responsibility-তে লেখা ছিল।
  • I | ২৯ এপ্রিল ২০১০ ২২:৫৩ | 59.93.210.137
  • জঙ্গী হামলা, তার আবার দাবী কি? হামলা কল্লেই হলো। কিন্তু আমরা যদি এক্কেবারে মরে যাই,এই আমি, ঈশেন, বোধি, রঙ্গন,অজ্জিত, সাম্রান্দি-সুমেরু, স্যান, তেকোণা-আর যারা যারা একলা ও সপরিবারে কোল্কাতা থাকি, তাইলে ... তাইলে বন্ধু তোমরা NRK-রা এট্টু চোখের জল ফেলো কিন্তু।
  • a x | ২৯ এপ্রিল ২০১০ ২২:৫১ | 143.111.22.23
  • আচ্ছা আম্রিকানিবাসীরা, তোমরা কি জানতে, যখনই ঠিকানা বদলাবে, USCISকে ১০ দিনের মধ্যে জানাতে হবে?
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ২২:১২ | 198.82.17.197
  • কেন? দাবীটা কি?
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ২১:৫৬ | 128.192.7.249
  • ওরে শুধু এ দেশে না। টি আই এফ আরেও বাজারে আই কার্ড চায়।
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ২১:৫৩ | 198.82.17.197
  • আমাদের ইউনি থেকে মেইল করে জানিয়েছে সমস্ত কাগজপত্র নিয়ে ট্রাভেল করতে। যেখানে সেখানে নাকি ডকুমেন্ট চাইতে পারে।
    এরপর সর্বত্র দোকান বাজারে গেলেও পাসপোর্ট নিয়ে যেতে হবে।
  • a | ২৯ এপ্রিল ২০১০ ২১:৫১ | 208.240.243.170
  • আমি তো চান্স পেলেই এই মলের সিকুরিটিগুলির হালত খারাপ করে দি।
  • Du | ২৯ এপ্রিল ২০১০ ২১:৪৭ | 65.124.26.7
  • সন্দেহ করার যথেষ্ট কারণ থাকলে কাগজপত্র চাইবে। না চাইলেও সিটিজেনরা চ্যালেঞ্জ করতে পারে।
    সন্দেহ কিভাবে হবে? আপনি যদি হন নীলচোখ --- কথায় বৃটিশ টান তবে? উত্তরের জন্য কোন প্রাইজ নেই।
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ২১:৪২ | 198.82.17.197
  • অ্যারিজোনায় বিদেশী মানেই বাই ডিফল্ট ইল্লিগাল ইমিগ্রান্ট এইরকম কি একটা হাওয়া উঠেছে না? ওবামা এই নিয়ে সেনেটরদের গাল দিলো সেদিন।
  • nyara | ২৯ এপ্রিল ২০১০ ২১:৩৬ | 203.83.248.37
  • আর একটা অভিজ্ঞতা হল, এই সব হাল ফ্যাশনের সব দোকানে বাই ডিফল্ট আপনি চোর। সুপার মার্কেটে গ্রসারি করতে গেলেও ব্যাগ জমা দিয়ে যেতে হবে। কার্ট ঠেলে বেরোনর সময়ে আপনার মাল ও রসিদ পরীক্ষা করা হবে। আমি জিগেস করলাম, ভাই কী দেখেন? এলেবেলে উত্তর দিল। নিজেরাও জানেনা ঠিক কী দেখার কথা।
  • nyara | ২৯ এপ্রিল ২০১০ ২১:৩৩ | 203.83.248.37
  • ও, কারা যেন বলেছিল দেশে এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ড পাওয়া খুব সোজা আর তাড়াতাড়ি। আমাদের অভিজ্ঞতা অন্যরকম। দুটি ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম। কোনটাতেই দু হপ্তার আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়নি। প্রচুর ইনফর্মেশন দিতে হল। দশ-বারো জায়গায় সই করতে হল। দুটো ব্যাংকেই ফলো আপ কল করে নতুন ডকুমেন্ট চাইল। যদিও প্রথম দিন বলেছিল, আর কিছু লাগবে না। ইত্যাদি।

    ক্রেডিট কার্ড এখনও হাতে পাইনি। যদিও এক জায়গাতেই অ্যাপ্লাই করেছি। তারা মাঝে মাঝে ফোনে করে বলে তোমার ক্রেডিট কার্ডের হ্যানো সুবিধে, ত্যানো সুবিধে, এই এল বলে &c। কিন্তু এখনও কাকেরা পরিদের সঙ্গে বসে বেদানা খাচ্ছে।
  • nyara | ২৯ এপ্রিল ২০১০ ২১:২৫ | 203.83.248.37
  • চলে আসার আগে একবার বোফার এটিএম হারালাম। ব্রাঞ্চে তো সঙ্গে সঙ্গেই নতুন নাম-না-লেখা কার্ড দিয়ে দিল।

    বোফার এটিএমে চেক স্ক্যানিং বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। তবে জ্যানুয়ারি অব্দি সিটিব্যাংক চালু করেনি। মানে আমি দেখে আসিনি।
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ২১:০২ | 59.93.193.165
  • নাম আর মনে নেই। ওটা fort lauderdale এর খুব কাছে। ওখানে মাছ ধরা যায় পয়সা দিয়ে। মাছের জন্য খুব ফেমাস। লোকজন একটা উঁচু ব্রীজে উঠে ছিপ ফেলে মাছ ধরে।
    যদ্দুর মনে পরছে একটা বীচের ধারে ছিলো লাইট হাউস। তার পরের বীচ ছিলো এটা।
  • a x | ২৯ এপ্রিল ২০১০ ২০:৪৪ | 143.111.22.23
  • ড্রাইভার্স লাইসেন্স প্রথমবার ওহায়োতে হাতে হাতেই দিয়েছিল। টেক্সাসেও তাই, তবে টেক্সাসে রোড টেস্ট দিতে হয়নি, স্রেফ ট্রান্সফার - নতুন লাইসেন্সে কি হয় জানিনা।

    আর ১৪ বছর আগে হাতে হাতে ঐরকম নামহীন কার্ড দিয়েছিল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। ইউনির ওরিয়েন্টেশনের সময়ই হয়ে গেছিল।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ২০:২৮ | 168.26.215.13
  • ব্ল্যাংকি বাবু ফ্লোরিডায় কোন বীচে নীল সবুজ জলের ছবি তুলেছিলে?
  • Samik | ২৯ এপ্রিল ২০১০ ২০:১৩ | 219.64.11.35
  • আমি লাস্ট কবে আমার ব্যাংকের ব্রাঞ্চে গেছি, মনে নেই। ২০০৫ কি? নাকি ২০০৪? কে জানে!
  • Samik | ২৯ এপ্রিল ২০১০ ২০:১১ | 219.64.11.35
  • দিল্লির অ্যাপোলো হাসপাতালে গেলে দেখতে পাবে। সাথে সাথে এটিএম কার্ডের মত দেখতে একটা পেশেন্ট কার্ডে নাম ডেট সব এমবস করে বের করে দেয় এক মিনিটে। এর পর থেকে ঐ কার্ড দেখিয়ে অ্যাপো নিতে হয়।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ২০:১০ | 168.26.215.13
  • তবে কার্ড এখনো হাতে হাতে দিতে সাহস করে না। টেকনলজিকাল কোন চ্যালেঞ্জ নেই বলেই মনে হয়। সিকিউরিটি ইস্যু।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ২০:০৮ | 168.26.215.13
  • না ওগুলো মেলে আসে। ড্রাইভার্স লাইসেন্সও অন্য স্টেটে মেলে আসে কিন্তু জর্জিয়ায় সাথে সাথে প্রিন্ট করে দিয়ে দেয়। সে এক মজার মেশিন। কার্ড প্রিন্ট করার মেশিন আমি আগে দেখি নি।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ২০:০৭ | 216.52.215.232
  • রিপ্লেসমেন্ট কার্ড। কারণ আসল কার্ড পার্মানেন্টলি ব্লক হয়ে গেছে।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ২০:০৫ | 216.52.215.232
  • ক্রেডিট কার্ড জিগাইনি। এটিএম/ডেবিট কার্ড। এইখানে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ২০:০২ | 168.26.215.13
  • কমরেড আমার ক্রেডিট কার্ডে

    ১। একইদিনে একই মেশিনে ১৫ মিনিটের মধ্যে তিনবার সোয়াইপ করলে
    বা
    ২। একইদিনে নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি খরচ করলে

    সাথে সাথে ব্লক করে দেয়। এবং আমার মোবাইলে ফোং আসে। ওদিকে আইভিআর থেকে জিগ্যেস করে অমুক অমুক জায়গায় তুমি যে খরচ করেছ তা কি তুমি করতে চেয়েছ? হ্যাঁ কিম্বা না বলো। তারপর পাসওয়ার্ড চায়। দিলে ক্রেডিট কার্ড ব্লক খোলে।

    কার্ড হারালে দিন দুয়েক সময় লাগে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৫২ | 61.95.144.122
  • চার লাখ ট্যাক্সেবল ইনকাম দেখাতে পারলে ওই সাড়ে আট পার্সেন্ট হয়। এখন সদ্য গ্র্যাজুয়েটগুলো অম্নি পায়।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৫১ | 216.52.215.232
  • ওক্কে, নামিয়ে নিয়েছি। সময় পেলে দেখব কাল।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪৯ | 216.52.215.232
  • এইটা কাটাও। আমি আপাতত scribd-এর ইউজারনেম মনে করার চেষ্টা করছি। ঃ)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪৭ | 61.95.144.122
  • এটা তো নেট ইনকাম বল্লে ট্যাক্স বলে দেয়। এতে ওই ইম্যাজিনারি বারো বসিয়ে দ্যাখো - দুই সত্তর মতন হবে। ২০%-এরও বেশি।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪৫ | 216.52.215.232
  • এঃ, সরি। মার্জনা। এইটা কোন কাজের না। ব্যাক টু এক্ষেল।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪২ | 216.52.215.232
  • হ্যাঁ, এখন দেখছি তাই হচ্ছে। আসলে আমার অ্যাকাউন্টগুলোর বয়স হয়েছে। ঃ)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪১ | 61.95.144.122
  • এটা তো আম্মো একবার জিগ্গেস করেছিলুম। যেদিন জয়েন করলুম সেদিনই আপিসে এসে অ্যাকাউন্ট খুলিয়ে দিলো, চেকবুক আর কার্ডও দিয়ে গেলো। হাতে হাতে।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪০ | 216.52.215.232
  • অরিজিত, গভঃ সাইটের এক্ষেলটা যেন কোথায় ছিল?
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৪০ | 216.52.215.232
  • পার্স হারিয়ে গেছিল বলে এটিএম কার্ড ব্লক করে দিয়েছিলাম। পার্মানেন্টলি। আজ ব্র্যাঞ্চে যেতে নতুন কার্ড এবং পিন নং দিয়ে দিল দশ মিনিটে। সব একই, খালি ইনস্ট্যা কার্ড বলে কার্ডের ওপর নাম লেখা নেই। আমি যা তা ইম্প্রেসড।

    আজ্জোবাবু, আম্রিকাতে হয় এইটা?
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৩৯ | 61.95.144.122
  • কুড়ি লাখ বেশি নয়? কি বলে রে!!!
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৩১ | 97.81.108.219
  • আমাদের তো কাল ফারলো ডে, তাই আজই মাইনে দিয়েছে
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৯:৩০ | 168.26.215.13
  • ল্যাদ খেতে খেতে আর এক মাসের মাইনে পাওয়ার সময় হয়ে গেল। পরের মাসের আগে ঠিক করবই করব।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৭ | 97.81.108.219
  • কুড়ি লাখ কি বেশি? তবে যে কদিন আগে একজন বললেন মাসে পাঁচ লাখ টাকা কি করে খরচ করবেন বুঝে পাচ্ছেন না?

    আর আজ্জো তোমার W4 ঠিক হল?
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৭ | 198.179.147.71
  • এইখানে একটু গরীব মানুষ কেউ নেই? ঃ-(
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৭ | 61.95.144.122
  • এই গুগুল/ওর‌্যাকলের লোকেরা কি করে? ওদের তো ওম্নি মাইনেই দেয় নাকি।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৬ | 204.138.240.254
  • কুড়ি লাখ মাইনে হলে আর কী করা যাবে। ট্যাক্সোটা আরেকটু বেশিই দেবেন না হয়। ঃ)

    এইবার গেলাম।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৫ | 61.95.144.122
  • মোদ্দা কথা হল তুমি সিটিসি এবং ব্রেক-আপ উড়িয়ে দিয়ে ইন জেনারেল ৮-৯% দাবি করলে সেটা পুরো ভুল হিসেব। অনেক লোকে আশা করে শেষে দুষ্কু পাবে।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৫ | 168.26.215.13
  • সকাল থেকে লাখ আর কোটির হিসেবে মাথাটা কেমং ঝিমঝিম করতাসে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৪ | 61.95.144.122
  • হাউজ রেন্টও যদি দেড় লাখ আর হোম লোন দেড় লাখ বাদ দাও, তাইলে বারো লাখের ওপর ট্যাক্স। তাও ৮-৯% হবে না।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২৪ | 204.138.240.254
  • এই দ্যাখো, আবার চাকার পুনরাবিষ্কার করতে বলে। আমি কি বিনয় মজুংদার?

    ওয়ার্কশিট তো আছে। ইনকাম ট্যাক্সের সাইটে যেইটা আছে সেইটাতে ডেটা প্লট করেই তো তোমার ট্যাক্স প্রোজেকশন পেয়ে যাবে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২২ | 61.95.144.122
  • সোজা হিসেব করলেই তো হয়। কোনো একজন লোকের বছরে ইনকাম ধরা যাক বিশ লাখ (ডিঃ আরবিট সংখ্যা)। নন-ট্যাক্সেবল কত তিন লাখ না কত - বাদ দাও, সেভিং-এর এক লাখ বাদ দাও - হল ষোল লাখ। অল্প কিছু মেডিক্যাল, এলটিএ বাদ গেলো - ধরো পনেরো (বেশি কম হল, তাও চলবে)। ব্যাস - আর তো কমছে না - যদি না হাউজ রেন্ট বা হোম লোন থাকে। থাকলে আরো একটু কমবে, না থাকলে ওর ওপরেই ট্যাক্সো হবে - সেটা কোনোমতেই ৮-৯% নয়।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:২১ | 204.138.240.254
  • এইসব হাবিজাবি জিনিস দেখতে বসে মাথা ধরে গেল। যাই বিড়ি খেয়ে আসি।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১৯ | 204.138.240.254
  • আমার হয়েছে কারণ আমি একই সাথে হাউজ রেন্ট আর হাউসিং লোন দুটোই দেখাতে পেরেছি। সেটা না হলে হবে না। ঠিক।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১৭ | 97.81.108.219
  • আমারে জিগাবেন না। আমাকে তিন চার মিলিয়ন ডলার ইনকামের ট্যাক্সো ফাইল করতে হবে (কি ভাগ্যি সইটা আমি করব না)। পনেরোই মে ডেডলাইন, বাড়িয়ে আগস্ট করা হয়েছে।

    হিংসেয় কচি-কলাপাতি-সবুজ হাওয়ার আগেই জানিয়ে দিই, ও টাকা আমার নয়
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১৪ | 61.95.144.122
  • তো এই রকম একখান ওয়ার্কশীট বানায়ে বাজারে ছেড়ে দাও। লোকে ডেটা ভরবে আর গ্রাফ দেখবে।

    ৮-৯% হইব না - বাজি। হলে কি আর বাড়িতে বলতো না? আমার ট্যাক্সো কনসাল্ট্যান্ট তো বাবা।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৯:১১ | 204.138.240.254
  • এইখানে বোঝানো যায় নাকি। এক্সেল টাইপের একটা ক্যালকুলেটর লাগবে। আর এখন সত্যি সময় নাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত