অ্যাকাডেমির বইবাজারে আমি দু বছর আগে একবার গিয়েছিলাম। সেবার খুব একটা সুবিধে করতে পারি নি। মানে বইয়ের সম্ভার তেমন ছিল না। তেকোনা কবে যাচ্ছ?
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৩:২৮ | 122.172.59.79
আমি অন্য কারো অসুস্থতা নিয়ে কোনো মন্তব্য করতে চাই নি। আমার নিজের মায়েরই হয়েছিলো। ক্ষমা চাইছি সবার কাছে।
tkn | ২৫ এপ্রিল ২০১০ ১৩:২৬ | 122.173.182.158
ওঃ, হ্যাঁ, এতে তো রাগ হবেই। ইনফ্যাক্ট এমন হাড় হিম করা বৌ থাকলে লোকের তো এমনিতেই রক্ত জল হয়ে থাকার কথা। গরম লাগেই বা ক্যামনে!! ঃ-)
tkn | ২৫ এপ্রিল ২০১০ ১৩:১৮ | 122.173.182.158
এব্বাবা!! কি সব লিখলাম!! অত জল****
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৩:১৫ | 122.172.59.79
আজ নাকি পাম্পিং স্টেশনের ট্রান্সফর্মার পুড়ে গেছে। কালও জল আসবে না। কে জানে আরো কতদিন আসবে না!
byaang | ২৫ এপ্রিল ২০১০ ১৩:১৪ | 122.172.59.79
রাগ পায় কি করে? যেমন ধর, আজ সকাল থেকে জল নেই, বেশি ভরে রাখার সুযোগও পাই নি। বললাম স্নানের সময় আধ বালতির বেশি জল খরচা কোরো না। না তিনি পুরো এক বালতি জল দিয়ে গায়ে-হলুদের স্নান করলেন। রেগে গিয়ে বললাম, অ্যাত্তোটা জল নষ্ট করলে কেন? বলে কিনা বড় চেহারা হলে স্নান করতে বেশি জল লাগে। আমি এদিকে জল বাঁচাতে স্নান না করে বসে আছি। তখন এরকম উত্তর পেলে রাগ হয় কিনা! ক্ষেপে গিয়ে বললাম, প্রেম করার সময় রোগা-পাতলা চেহারা দেখিয়ে, বিয়ে করে নিয়ে এখন এরকম হাতির মত চেহারা বানিয়ে বালতি বালতি জল খরচ করবে এটা কি আমি আগে জানতাম? চোখ গোলগোল করে আমার পাঁচমণি চেহারার সম্পর্কে কোনো মন্তব্য রাখতে আসছিল মনে হয়। চুপ করিয়ে দিলাম "অমন ড্যাবা ড্যাবা চোখে তাকিয়ে আছো কেন, সেরিব্রাল অ্যাটাক হচ্ছে নাকি। বিছানায় দ হয়ে পড়ে থাকলে আমি তোমার সেবা করবো ভেবো না, সবচেয়ে আগে তো ঐ ড্যাবড্যাবে চোখগুলোয় আঙুল ঢুকিয়ে দেব"। তারপর আর আমার চেহারা নিয়ে কথা বলার সাহস পায় নি।
এঃ পাল্লিনটা আজ নেই! ঃ-(
tkn | ২৫ এপ্রিল ২০১০ ১৩:০৮ | 122.173.182.158
এতো যে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখনে! অতো জোল কোথায় যাচ্ছে! ঃ-)))
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৩:০৪ | 122.172.59.79
আমার কাল ছোট্টো করে একটা কোলকাতা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, মনে হচ্ছে।
আজ সকাল থেকে আবার জল নেই।
tkn | ২৫ এপ্রিল ২০১০ ১২:৫৮ | 122.173.182.158
বাপরে!!! কি ডানপিটে মেয়ে!!! এ নিয়ে দিব্যি একটা গল্প সংকলন বার করা যায় "সুচেতনার সূচীভেদ্য রাগ" কিন্তু.. মানে.. এত রাগ পায় কি করে!!! তবে রোব্বারের সকালটা বোরিং খবরের কাগজ না পরে এমন রাগরাগিনী মুখরিত হলাম বটে ঃ-)))
দ, কী কী বই কিনলে?
d | ২৫ এপ্রিল ২০১০ ১০:৪৬ | 115.117.217.211
আরে দীপুবাবু আঁতেল মানুষ। কটিন কটিন সিনিমা দেখেন। ওঁর সম্পোক্কে আমার কোন মতামত নাই। :-I
পাল্লিনকে খুব মিসাচ্ছি। পিপিকেও। পাল্লিন তার পুঁটি আর সরপুঁটির গপ্পো বলে না। পিপিও তার যুদ্ধজয়ের ডিটেল বলল না, পরের সেলিব্রেশান নিয়েই কিচ্ছু বলল না।
bb | ২৫ এপ্রিল ২০১০ ১০:৪৬ | 115.117.252.78
সুচেতনা আপনি কিন্ত বেশ সম্ভাবনাময়ী। নিজেকে নিয়ে এরকম জ্বালাময়ী লেখা লিখতে খুব কম জনই কিন্তু পারেন ঃ)
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১০:৪১ | 122.172.59.79
দেখেছো দীপুর নামই নিলে না!
d | ২৫ এপ্রিল ২০১০ ১০:৩৭ | 115.117.217.211
ইন ফ্যাক্ট এইসব পড়ার পর আমার স্যানকেও বেশ শান্তশিষ্ট লক্ষ্মীমেয়ে বলে মনে হচ্ছে।
এইব্যপারে আম্মো বিবির সাথে একমত। নাহলে ব্ল্যাঙ্কি, টিমি, ভুতো, রোকেয়ারা আর সাহস করে বিয়ে করে উঠতে পারবে না।
কাল অ্যাকাডেমির বইবাজার থেকে ঘুরে এলাম।
san | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৮ | 115.117.192.123
তা হলে দুনিয়ার বেশির ভাগ ছেলেমেয়েই জড়পদার্থ বোধ হয় ঃ-)))) তারা এসব করে না তো।
বাপরে !
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৭ | 122.172.59.79
অথবা নিউটনবাবু যা বলেছিলেন।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৬ | 122.172.59.79
ওগুলো কি রাগ! ওগুলো তো ঐ পাভলভবাবু যা বলে গিয়েছিলেন, সেই তাই।
san | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৪ | 115.117.192.123
তুমি যে অন্যের ল্যাপি আছাড় মারলে, অন্যের জামাকাপড় ছিঁড়ে ফেললে !!!!!! সে সব কিছু না !!!!
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৩ | 122.172.59.79
* মাথা ঠান্ডা
bb | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৩ | 115.117.252.78
গতকাল থেকে এখানে এতসব সুন্দর দাম্পত্য প্রেমের গল্প পড়ার পর আজ সকালে যখন আমি আমার 'বামনী'র সঙ্গে অতিব সুন্দর ব্যবহার করলাম তিনি পুরো পরশুরাম মার্কা ভঙ্গিতে 'মরণ' বলে চলে গেলেন সাংসারিক কাজে। আর আমি ভাবলাম যে ভাগ্গিস তুমি গুরু পড়না, তাই তোমার তুণীরের আরও নতুন অস্ত্রভান্ডার যোগ হলো না ঃ)। সম্পাদক মশাই- এই আলোচনা গুলিকে 'ক্লাসিফায়েড' বলে রাখা হোক। শুধু যাদের বিবাহের বয়স ৫ বছর হয়েছে তারাই শুধু পড়তে পারবে এই সব মধুর বচন। আগামী প্রজন্মের বাছারা নইলে বিবাহ নামক বন্ধনে যাইতে দ্বিধাণিত হইবে ঃ)
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১০:২৩ | 122.172.59.79
*খাবারের অপচয় ঃ-))
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১০:২১ | 122.172.59.79
আমিই বা কোথায় রাগ করলাম, রাগ হলে তো বাড়ি ছেড়ে বিভীষণ বেরিয়ে যায়। আমি তো তখন মাঠা ঠান্ডা রেখে লজিকাল কাজগুলো করি। হাবরের অপচয় না হতে দেওয়া, রান্না না করে জ্বালানীর খরচা বাঁচাই ইত্যাদি।
a x | ২৫ এপ্রিল ২০১০ ১০:১৭ | 99.50.243.49
আর এই রাগ হলে ফেলে দিই টা জন্ম থেকে এই বার পাঁচেক করেছি তার বেশি তো না।
a x | ২৫ এপ্রিল ২০১০ ১০:১৭ | 99.50.243.49
মানে আমি রাগের কি নিদর্শন রাখলাম! আমি তো বরঞ্চ রাগ হলে নিজের খাবার ফেলে দিই - কেমন বিবেকানন্দ টাইপ রাগ।
d | ২৫ এপ্রিল ২০১০ ০৯:৫৩ | 115.117.217.211
রাজদীপ, ঘটনাচক্রে আমার কাছে আঙ্কলের ফোন নাম্বারটা এখনও আছে। তবে উনি এখনও সেই নাম্বার ব্যবহার করেন কিনা তা জানিনা। ঐ ২০০৭ এ ওঁর বাড়ীর খানিক পেছনে (একটা জমি ছেড়ী ) উনি একটা পেল্লায় ৮ তলা ফ্ল্যাটবাড়ী বানাচ্ছিলেন। কাজেই ওঁর কাছে পেতেও পারেন। আমি আপনাকে বিস্তারিত মেইল করে দিচ্ছি।
d | ২৫ এপ্রিল ২০১০ ০৯:৪৯ | 115.117.217.211
বাপ্রে!! আর লোকে কিনা আমাকে "রাগী' বলে!!!!! কি অপোপ্পোসার!! ছ্যা ছ্যা। সেইসব নিন্দুকেরা এসে অক্ষ, সুচ আর সুচের বন্ধু (ফাল?)কে দেখে যাক। ভাটের এই কটা পাতা একেবারে প্রিন্ট নিয়ে রাখতে হবে।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:৫৫ | 122.172.59.79
ভঞ্জস্যার ছিলেন ফিজিক্সের টিচার। খুব সম্ভবত জেভিয়ার্সে পড়াতেন। খুব নামডাক, ওনার কাছে পড়লে জয়েন্টে সিট বাঁধা, এই গোছের রেপু। তো ইলেভেন-টুয়েলভে ফিজিক্সের টিউশন পড়বো ওনার কাছে, মনে এমন আশা নিয়ে ওনার সল্ট লেকের বাড়ির বেল বাজালাম, সাথে আমার মা (সন্ধেবেলায় একা ছাড়বে না ঃ-( )। এর পরের কথোপকথন, মুলতঃ আমর মা আর স্যারের বৌএর মধ্যে। বেল বাজলো। দোতলার বারান্দা থেকে এক মহিলা (স্যারের বৌ) ঃ কে, কি চাই? মা ঃ ভঞ্জ স্যার কি আছেন? স্যারের বৌ ঃ আমি মিসেস ভঞ্জ, আমাকে বলুন। মা ঃ আমার মেয়ে ক্লাস ইলেভেনে উঠলো, স্যার যদি পড়াতেন! মিসেস ভঞ্জ ঃ মেয়ে মাধ্যমিকে কত পেয়েছে? মা ঃ ৮২ । মিসেস ভঞ্জ ঃ শুধু সাবজেক্ট না, টোটালের সাথে সাবজেক্টের নম্বর আবার যোগ করে বলুন। (এবারে মা ঘেঁটে গেছে, আমি অ্যাড করে বললাম।) মিসেস ভঞ্জ ঃ না না, উনি তো এই নম্বরে পড়াবেন না । মা ঃ একটু যদি পড়াতেন, খুব উপকার হত। ও খুব বাধ্য মেয়ে, যা হোমওয়ার্ক দেবেন স্যার, ও সব করবে, আমি ফাঁকি মারতেই দেব না। মিসেস ভঞ্জ ঃ দেখুন উনি কোচিং পড়ানো ছেড়ে দিয়েছেন। শুধু বাছা বাছা, সম্ভাবনাময়দেরই পড়ান। মা ঃ একবার স্যারের সঙ্গে কথা বলা যাবে? মিসেস ভঞ্জ ঃ দেখুন, আমরা উপরের তলায় থাকি, নিচের তলায় আমাদের কুকুর বাঁধা আছে। এখন উপরে আসা যাবে না, কুকুরের ঘুম ভেঙ্গে যাবে।
ঃ-)) কাশীনাথ পালের কাছে তারপর ফিজিক্স পড়েছিলাম। আর মানস গাঙ্গুলীর কাছে কেমিস্ট্রি।
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:৪১ | 97.81.80.33
তোমার ভঞ্জের গল্পটা বলে ফ্যালো। (আমি HSটা নরেন্দ্রপুরে পড়েছিলাম।)
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:৩১ | 122.172.59.79
হ্যা হ্যা হ্যা। ওরে বাবা রে।
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:২৯ | 97.81.80.33
আজ তাড়াতাড়ি শুতে যাবো। গবার একটা ওয়ান লাইনার বলে নি। যারা হোস্টেলে মাছ মাংস খেতো না, তারা দুধ পেত। তবে তার জন্যে গবাকে পারমিশন দিতে হত। বিবেক বলে একটা ছেলে দেখি একদিন খুব দুঃখ দুঃখ মুখ করে দুধ নিয়ে এল। সেদিন থেকে তার দুধ পাওয়া আরম্ভ হল - তার আগে সে জানত না নিয়মটা। তো, তার তো খুশি হওয়া উচিত, মুখ ভার কেন? সে বলল, জানিস, গবা ননীদাকে কি বলেছে? আমাকে দেখিয়ে বলেছে -
দিস বয়, নন ফিস, মিল্ক হিম।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:২৫ | 122.172.59.79
ঃ-))
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:২৩ | 97.81.80.33
কেমিস্ট্রির আর এক মাস্টার মশাই ছিলেন - সন্তোষ মাজি। উরি বাপ রে বাপ। অমন সাঙ্ঘাতিক খাতা কেউ দেখতো না। শূন্য ছাড়া অন্য যে কোনো নাম্বার হয় সেটাই উনি জানতেন না!
তা সেই সন্তোষ মাজি আবার কবিতাও লিখতেন। মানে এখনো লেখেন। আমি কিছুদিন আগেও ছাপা হতে দেখেছি।
তাঁর এক ছেলে এক মেয়ে। উনি কবিতা বলতেন
খোকামনি খোকামনি করছ তুমি কি? এই দেখো তোমার জন্যে ক্লোরিন এনেছি।
আমার রেসনিক-হ্যালিডে আজও আছে। বুককেস থেকে তাকিয়ে থাকে আমার দিকে। আজও পাতাগুলো উল্টালে নতুনের গন্ধ বেরোয়, যখন পাতা উল্টানোর কথা ছিলো, তখন উল্টানো হয় নি কিনা! ঃ-))
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১৮ | 97.81.80.33
নেলকন-পার্কার ছিল, রেস্নিক-হ্যালিডে ছিল। বই কি রাজকন্যা?
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১৭ | 122.172.59.79
কোথায় পড়াতেন? অথবা তুই কোথায় পড়তিস? ঃ-)
J | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১৭ | 220.253.240.3
বি ই কলেজে একটা গল্প চলতো। স্যার চোতাটা উল্টো করে ধরে বোর্ডে অঙ্ক কষছেন, উল্টো বলে gravity উর্দ্ধগামী!
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১৬ | 97.81.80.33
ভদ্রলোকের নাম হৃষিকেশ চ্যাটার্জ্জী। অত্যন্ত নাম করা প্রফেসর। আর খুব ভালো নম্বর দিতেন। ঠিক লিখলে দশ, ভুল লিখলে আট।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১৬ | 122.172.59.79
হ্যাঁ ইরোডভ। ওরকম বাঁশবই আজ অব্দি আর একটাও লেখা হয় নি। আর পাকা ছেলেপুলেরা আরো একটা বই পড়তো, নেলকন-পার্কার যদ্দুর মনে পড়ছে নামটা।।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১৪ | 122.172.59.79
আমি ৯১ মাধ্যমিক। ঐ হার্ডার প্রব্লেমগুলো কষতে পারলাম না বলেই আমার ফিজিক্সে এমনি ভয় ধরে গেল, আজও সেই ভয় যায় নি। তাহলে তোদের সময়ে মানেবই বেরিয়েছিলো। আমদের সময়ে লেখা, প্রুফ দেখা ইত্যাদি চলছিলো। ঃ-)
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১২ | 97.81.80.33
Irodov বলে এক ভদ্রলোকের একটা বই ছিল - ফিজিক্সের অঙ্ক। কাউকে বাঁশ দিতে হলে আমরা ঐটা থেকে অঙ্ক দিতাম। শুধু কেমিস্ট্রির এক মাস্টার মশাইকে ওটা থেকে অঙ্ক দিয়েও ঘায়েল করা যায় নি।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:১১ | 122.172.59.79
গাঁজা কেন হবে! এরকম মাস্টারমশাই হত তো! স্কটিশে এক অঙ্কের স্যার ছিলেন, তিনি দাস-মুখার্জীর অধিকাংশ অংকই নিজে কষতে পারতেন না। এক একেকটা অংক আমাদের করতে দিতেন, তারপর ক্লাসে পায়চারি করতে করতে দেখে নিতেন, কারা কারা পেরেছে, যারা পারতো, তাদের কাউকে বোর্ডে পাঠিয়ে বোর্ডে অংকটা সলভ করাতেন। একবার সবাই মিলে প্ল্যান করা হল, উনি অংক দিলে সবাই মিলে বলবে - "পারছি না, আপনি দেখিয়ে দিন"। সেদিন উনি খুব রাগ দেখিয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে গেছিলেন।
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:০৬ | 97.81.80.33
জরুর ছিল। আমি ৯৪ মাধ্যমিক ঃ)
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৮:০৫ | 122.172.59.79
অ্যাঁ, ডিপিসির মানেবই আগেও ছিলো! ! ঃ-) তাহলে হয়তো আরো আগে মানে ৯১ থেকে ৯৩ ছিল না।
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৮:০০ | 97.81.80.33
আমাদের ফিজিক্সের এক মাস্টারমশাইয়ের কাছে ডিপিসির মানে বই (!) ছিল। উনি তাই দেখে উত্তর টুকে এনে ক্লাসে করতেন। একদিন দু পকেটে করে দুটো অঙ্কের উত্তর নিয়ে এসেছিলেন। তারপরে ১৪ নং অঙ্ক বলে ১৬ নম্বরের উত্তর লিখলেন আর ১৬ বলে ১৪ নম্বর অংকটা করলেন।
(মোটেই গাঁজা দিচ্ছি না, বোজো থাকলে সাক্ষী দিতো ঃ)
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৭:৫১ | 122.172.59.79
আমি ভঞ্জ-গাঙ্গুলী অব্দি কখনো যেতেই পারি নি। সৌরীন দেতেই দম শেষ। পিনাকী বোধ হয় ভঞ্জ-গাঙ্গুলী কষত।
suchetana | ২৫ এপ্রিল ২০১০ ০৭:৪৬ | 122.172.59.79
বাবা রে! সৌরীন দে কে অ্যাত্তো হেলাফেলা! গতবার কলেজ স্ট্রীটে গিয়ে দেখলাম সৌরীন দের নোট বই বিক্রি হচ্ছে। আর আমার মাসতুতো বোনের কাছে দেখলাম ডিপিসির নোটবই আছে। আমার সময়ে যদি থাকতো, অন্তত হার্ডার প্রব্লেমগুলো কষতে পারতাম। ঃ-)
Abhyu | ২৫ এপ্রিল ২০১০ ০৭:২৮ | 97.81.80.33
বলে ফ্যালো।
তবে ইনি তিনি না, ইনি আদি অকৃত্রিম ননী ভঞ্জ। ভঞ্জ-গাঙ্গুলীর অঙ্ক বইয়ের ভঞ্জ। যিনি ক্লাসে সগর্বে বলতেন 'the best book available in the market is written by ভঞ্জ-গাঙ্গুলী। অবশ্য গাঙ্গুলী কিছুই করে নি, সবই ভঞ্জ করেছে।'
সৌরীন দে সম্পর্কে ওনার মন্তব্য - নিজেও শিখছে, ছেলেকেও শেখাচ্ছে।
byaang | ২৫ এপ্রিল ২০১০ ০৭:০১ | 122.172.59.79
ভঞ্জ, মানে সেই ফিসিক্সের শিক্ষক? সল্ট লেকে থাকতেন? উনি হলে আমারও ওনার একটা গল্প আছে, ঠিক ওনার নয়, ওনার স্ত্রীর।
til | ২৫ এপ্রিল ২০১০ ০৩:৪৯ | 220.253.240.3
বিগ M, আসুন আসুন; গল্প শুরু হোক। নতুন টই খুলুন-ভিয়েৎনামের পথে ঘাটে! আরে আমারও কপাল বটে, সেদিনও আর এক ভিয়েতনামী ট্যাক্সিওয়ালা; এও সাউথের, হো চি মিন কাকুকে দেখতে পারে না আদৌ!
Abhyu | ২৪ এপ্রিল ২০১০ ২১:২২ | 97.81.111.140
আমার তো গল্প বেশি নেই। বোস্টেলের গল্পও ফুরিয়ে গেল। যুধিষ্ঠিরদার গল্পও ঃ( ভঞ্জর দু চারটে গল্প আছে। কিন্তু সেগুলো না শুনলে মজা পাওয়া যায় না। (ভঞ্জর কথা বলার স্টাইল ছিল অসাধারণ।) তাই সেগুলো লাইভ ভাটের জন্যে তোলা আছে - দেখা যাক কবে হয় !
M | ২৪ এপ্রিল ২০১০ ১৮:৩৭ | 222.254.186.209
আমি যে এসে পরেছিলাম এক্ষুনি যাবার সময় মনে রেখো ও ও ও ও..........(একটা সেন্টু মারা স্মাইলী)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন