এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২০ | 202.3.120.9
  • সময়ই পাচ্ছি না। আপিশে হানিমুন শেষ, হৈ হৈ করে কাজ ঃ(
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১৯ | 122.172.54.39
  • পারমিতা মশাদের দাওয়াই দাও নি এখনো?
  • Paramita | ২৩ এপ্রিল ২০১০ ২৩:১২ | 202.3.120.9
  • আম্রিকায় বাড়ি থেকে পালাবার সবচেয়ে সুবিধে। পালাবার জায়গাও চমৎকার। গাড়ি করে সোওওজা আপিশে। এখানে রাত বিরেতে পালানো কি বেরিয়ে যাওয়া খুব মুশকিল। গাড়ি চালাতেও পারি না, অত রাত্তিরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কথা ভাবতেও ঠিক ইয়ে হয় না, তারপর বাড়িভর্তি বড় ও পুঁচকেরা। একজন জেগে উঠ ম্যা ম্যা করবে আর বুড়োমানুষদের হয়তো ঘুমই হবে না বাড়ি ছেড়ে পালিয়ে গেলে, তাই বড়জোর ঘর থেকে পালিয়ে ব্যালকনি অবধি, ব্যাস। যতক্ষণ না মশায় পেড়ে ফেলছে ততক্ষণ, তারপর গুটিগুটি ফিরে এসে এসে ঘুমেদ্দেশে। রক্ত এখন ঠান্ডা।
  • san | ২৩ এপ্রিল ২০১০ ২৩:০৮ | 115.117.219.87
  • দমদিকে ফোং করলে আর তবলা বাজে না । এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না। খুব ই ভুল ভাল।
  • d | ২৩ এপ্রিল ২০১০ ২৩:০২ | 115.117.220.187
  • অভ্যু, মাসীমা মনে হয় বোর্স্টাল স্কুলের কথা বলতেন। আমার মাও বলত আমাকে পাঠিয়ে দেবে। ওটা কিশোর অপরাধীদের সংশোধনাগার কাম স্কুল টাইপের কি যেন একটা। জরাসন্ধর বইয়ে ছিল মনে হয়।

    ক্লাস সিক্স সেভেনে পড়ার সময় আমি বাড়ী থেকে পালিয়ে আফ্রিকার জঙ্গলে যাবার প্ল্যান করেছিলাম। ম্যাপ ট্যাপও যোগাড় করেছিলাম। ভারত তথা এশিয়া ও আফ্রিকার ম্যাপ যোগাড় করতে পারলেও এশিয়া আর আফ্রিকার কানেক্টিং ম্যাপটা পাওয়া গেল না বলে আর যাওয়া হল না। ঃ(

    অপ্পন, আমাগো অফিসের কম্যুনিটি ব্লগে এক ললনা বাবা রামদেবরে নিয়া একখান ইয়াব্বড় ব্লগ ল্যাখসিল। সে কি ব্লগ একখান!! আর তাই নিয়ে কি ক্যাচাল! বাপস!!!

    এয়ারটেলের কলার টিউনগুলো তেমন সুবিধের নয়, ভোদারগুলো ভারী চমৎকার ছিল।
  • Du | ২৩ এপ্রিল ২০১০ ২২:১৭ | 65.124.26.7
  • আমরা যখন ছোট ছিলাম তখন এই বন্ধ দিয়ে আসু আমাদের ২৪ এর নামতা শেখাতো। কিন্তু তখন কোথাও যেতে হত না ।
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ২১:২৩ | 59.93.202.133
  • ভোগান্তি এড়াইবার একটিই ঠিক ঠাক উপায়...আসাটা এক দিন পেছিয়ে দেয়া...কিন্তু তাহা তো বোধ করি সম্ভবপর নহে।
  • santanu | ২৩ এপ্রিল ২০১০ ২১:১৯ | 95.141.130.90
  • অর্পন, ধন্যযোগ। আমি তো সাথে নাই, জানিনা কতদুর কি করতে পারবে। মনে হচ্ছে কপালে ভোগান্তি আছে। আবার ১২ নয়, এ দেখি ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে। ১২ হলেও না হয় বিকেলের দিকে ছেড়ে দিত, ২৪ মানে তো সেই রাত অব্দি অপেক্ষা। উফ!
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৯ | 59.93.202.133
  • মানে লুরু? বেশ বেশ।
  • dipu | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৮ | 59.164.188.198
  • ব্যাঙ্গালোর।
  • Samik | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৭ | 219.64.11.35
  • আর হ্যাঁ, সকালে ভেজ নন ভেজ নিয়ে কে যেন বলল ঝাঁট জ্বলে যায়? দীপু, না ভিকি?

    ... শুনে মনে পড়ল, এই অনুভূতিটির একটা ইংরেজি প্রতিশব্দ বের করেছে ফরিদা।

    glow-বাল।
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৪ | 59.93.202.133
  • দীপু কোন খেনে আছো?
  • dipu | ২৩ এপ্রিল ২০১০ ২১:০৩ | 59.164.188.198
  • এখেনে কেউ বন্ধও ডাকে না ঃ-(

    এইদিক থেকে কলকাতা ভালো।
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ২০:৫৩ | 59.93.202.133
  • *আছেন
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ২০:৫২ | 59.93.202.133
  • সোমবার কারা কারা ছুটাই ঘাপাইবার তালে অছেন?
  • rokeyaa | ২৩ এপ্রিল ২০১০ ২০:৪২ | 203.110.243.22
  • আমিও ও তাই দেখলাম, খানকুড়ি পার্টি আছে।
  • dipu | ২৩ এপ্রিল ২০১০ ২০:৩৭ | 59.164.188.198
  • টিয়েমসির্না।
  • dipu | ২৩ এপ্রিল ২০১০ ২০:৩৬ | 59.164.188.198
  • ভাকপা, মাকপা, মালে, সুসি সব্বাই।
  • rokeyaa | ২৩ এপ্রিল ২০১০ ২০:০৮ | 203.110.243.22
  • সাতাশের স্ট্রাইক কি সিপিয়েম আর এসিউসিয়াইয়ের? নাকি টিমসির?
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১০ ১৯:৩৮ | 203.99.212.53
  • হ্যাঁ, বোস্টেল
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ১৯:৩৭ | 122.172.54.39
  • অভ্যু, বোস্টেলের গপ্পো শোনার জন্য বসে আছি ঐ টইয়ে।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১৯:১৩ | 97.81.111.140
  • প্রেস স্টিকারের কিছু নেই। পাতি একটা A4 সাইজের কাগজে বড় করে লাল কালিতে প্রেস লিখে গাড়িতে ভিতর দিকের কাঁচে সেঁটে দিন। হাতে লিখবেন না, প্রিন্ট আউট নিন। দুটো, একটা বাংলায় আর একটা ইংরেজীতে। তাতেই চলে যাবে। যদি জানতে চায় কার্ড আছে? গম্ভীর মুখে উল্টোদিকে তাকিয়ে বলবেন "প্রতিদিন"।
  • Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৮:৪১ | 121.242.15.238
  • লাস্ট কয়েকটা বন্‌ধে যা অবস্থা গেছে তাতে প্রেস স্টিকারও খুব সেফ বলে ভরসা হয় না। স্টিকারটা পড়তে পারলে তবে তো সেটাকে আলাদা করে চিনবে...
  • Nupur | ২৩ এপ্রিল ২০১০ ১৮:২৬ | 24.23.223.154
  • তা'লে কি হল ঃ

    বাড়ি বাড়াই
    জমি জমাই

    ভালই, শুধু পয়সা নাই ... ঃ\
  • Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১৮:২৫ | 204.138.240.254
  • সল্লেকে আমার বাড়ি গিয়ে উঠতে পারো। নো প্রবলেম।
  • santanu | ২৩ এপ্রিল ২০১০ ১৮:১৮ | 82.112.6.2
  • আরে আনএথিকাল আবার কি!! আমার মেয়ে আর বউ সারাদিন এয়ারপোর্টে বসে থাকবে অকারণে, সেটা কিসের এথিকাল ?

    দেখছি প্রেস স্টিকার।

    আর সল্লেকে কারুর বাড়ি চলে যাওয়া যাবে, ভালো আইডিয়া।

    লাগেজ দিতে বারণ করে দেবো

    ভাবছিলাম একটা গাড়িকে সকাল ৬ টা থেকে এসে এয়ারপোর্টে বসে থাকতে বলব।
  • san | ২৩ এপ্রিল ২০১০ ১৮:১৬ | 198.179.147.71
  • রাজমা চাওল খেতে খারাপ নয় তো ! তবে কঢি ম্যাগো ঃ-(

    এ লুপের শেষ নাই
  • de | ২৩ এপ্রিল ২০১০ ১৮:১১ | 59.163.30.2
  • আমার তো অখাইদ্যই লাগলো -- কে জানে!
  • Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১৮:০৯ | 216.52.215.232
  • সেকাই! সেমাইফাইনাল?
  • de | ২৩ এপ্রিল ২০১০ ১৮:০৮ | 59.163.30.2
  • ঐ তো শমীক কইয়া দিসে---

    রিয়াল ছুটাই বলতে বুঝি, এক্কেবারে ইচ্ছে মতন দিন কাটাবার অবকাশ -- যেটা এখন আর কোনভাবেই সম্ভব না! তাই ভার্চুয়ালই সই!

    শেষ অক্ষরে 'ই' কার থাগলে ঐটা হইবো -- তাই দুদাইন অইবো না!

    বাড়াই জাই!
  • J | ২৩ এপ্রিল ২০১০ ১৮:০৩ | 220.253.240.3
  • de,
    কি বললেন। কঢ়ি অখাদ্য?
    আমি তো গামলার পর গামলা সাবাড় করতে পারি। রাজমা চাওলের চাইতে হাজার গুণ ভাল। শেষোক্ত বস্তুটি গরুকে জাবনার সাথে খাওয়ালে অনেক দুধ দেবে!
  • Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৮:০৩ | 202.79.203.59
  • শান্তনুবাবু প্রেস স্টিকার সাঁটা কোনো গাড়ী জোগাড় করতে পারবেন ? আনএথিকাল হলেও জাষ্ট কিচ্ছু করার নেই

    বনধ ব্যাবসায়ীদের মুখে থাপ্পড় মারার জন্য এসবের চেয়ে ভাল অপশন কিছু নেই
  • san | ২৩ এপ্রিল ২০১০ ১৮:০০ | 198.179.147.71
  • ধুস। খিদে পাচ্ছে।
  • Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫৯ | 216.52.215.232
  • মনে হয় বেরিয়ে নিউ টাউন/সল্লেক এইসব জায়গায় আরামসে চলে আসতে পারবে। তবে গাড়িভাড়া কত নেবে কে জানে। আর কনভেয়র বেল্ট না চললে মালপত্রের আশা সেদিনের মত ত্যাগ করতে পারো।
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫৭ | 125.20.3.146
  • হ্যাঁ, মুড়ি চিবোনো।
  • santanu | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫৫ | 82.112.6.2
  • আম জনতা যদি মঙ্গলবার, ভারত বন্ধের দিন সকাল ৮-৩০ তে দমদম বিমানবন্দরে ল্যান্ড করে - তার কপালে অন্তত বিকেল পাঁচটা অব্দি বিমানবন্দরে বসে থাকা ছাড়া আর কোন অপসন আছে?
  • Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫৫ | 216.52.215.232
  • বাড়ি না বাড়াই।

    কাটাইলাম। (কী বিভ্রান্তাইকর)
  • Samik | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫৪ | 219.64.11.35
  • দে হইল গিয়া মুম্‌-ভাই।
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫১ | 125.20.3.146
  • রিয়াল ছুটাই ও থাগে তো মাঝি মধ্যি? দে আপনে এগন কোথায় অবস্থান করতিছেন?
  • de | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৫০ | 59.163.30.2
  • ভার্চুয়াল ছুটাই বইল্যা!
  • . | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৪৭ | 125.18.104.1
  • আই-অন্ত শব্দগুলি গোলমেলে। "লম্বি জুদাই" বলে একটা গান আছে। ছোটোবেলা থেকে গানটি নিয়ে বড় বিভ্রান্ত ছিলাম।
  • Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৪৩ | 125.20.3.146
  • ছুটাই না থাইকলে মন ভালো রাগেন ক্যামনে?
  • Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৪৩ | 121.242.15.238
  • দিন তো দাইন হয়নি। সেদিন আর দুদিন সেদাইন আর দুদাইন হয়েছে - সেকেন অক্ষরের গল্প খেটে যায়। "সে দিন" আর "দু দিন' হলে তোমার যুক্তি খাটতো।
  • de | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৪১ | 59.163.30.2
  • ঐসব দ্যাখতে গ্যালে আমারো ছুটাই নাই কাইল-পর্শু -- তবুও উইকেন্ডে মন ভালো লাগে!

    বাড়ি জামু এট্টু পরে!
  • Samik | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৪০ | 219.64.11.35
  • আমাই হচ্ছাইটা ঠিক আছে। দিনটা দাইন হবে না। সেকেন্ড অক্ষরে হ্রস্ব ই থাকলে তবে সেটা আই হবে।
  • rabaahuta | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৩৮ | 203.99.212.53
  • অশ্রাব্য গীতিকথা- একটি নাকের গান
    *******************
    ঘুম্পায় বড়ো ঘুম পায়।
    বসন্তের মর্মরধ্বনি
    বাসা বাঁধে দীন নাসিকায়।
    হৃদয়পোড়ানো দিনলিপি
    অপলাপে, স্রোতবতী জলে
    ঠাঁই খুঁজে ফিরেছে বৃথাই
    ডেকে গেছে বৃথা গরজনে
    এই নাকে, অকলুষ রন্ধ্রে অযথা
    বোঝেনি নগরজনে সহযোদ্ধা
    বোঝেনি, কূটিল ভ্রুকুটিতে
    বিঁধেছে ক্লিষ্ট কোলাহলে
    সকল সঙ্গীত আর সকল কূজন
    সারা হল বিফল গোধূলিতে
    স্মৃতিভারাতুর এই দীন নাসিকায়।
  • Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৩৬ | 121.242.15.238
  • আমার কালও ছুটাই নাই। সকালে সাঁতার, তাপ্পর ছেলের বেউলো, সাড়ে বারোটায় বাড়ি ফিরেই ফের দৌড় - ওপেন সোর্সের একটা কনভেনশন আছে...
  • Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৩১ | 121.242.15.238
  • হচ্ছাই
  • Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৭:৩০ | 121.242.15.238
  • আমাই
    সেদাইনো
    দুদাইন
  • Samik | ২৩ এপ্রিল ২০১০ ১৭:২৪ | 219.64.11.35
  • আমি অফাইসে বসে সোসাইত হচ্ছি। রাত্রাই দশটায় বাড়াই যাবো। কাল শনাইবার। ছুটাই। পরশু রবাইবার। সেদিনো ছুটাই। দুদিন ঘুমোব।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত