এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০২:১৯ | 65.124.26.7
  • আরে না হালুম, ফ্ল্যাশব্যাকে পাঠিয়ে দিয়েছো। আমারও দিমা সারাদিন খাও খাও করতো। কত রাগ করতাম।
    আর এখন খাবার রেঁধে বেড়ে গরম করে লোককে ডেকে ডেকে হেজে যাই তারা রাজকার্য্য করেন - তখন চুপিচুপি নিজেকে বলি - ঠিক হয়েছে, ঠিক শিক্ষা হয়েছে তোর।

    গুন্নাঈট , এবার বাড়িমুখো।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০২:১৯ | 115.117.225.191
  • আমিও ঘুমোতে যাইনি।

    যা হোক। ব্যাংকি আমাদের একটুস ভয় দেখিয়ে বাড়িয়ে বলছে। আর আজ্জোদা পাতি ঢপ দিচ্ছে। এই বিশ্বাস রি ইনফোর্স করে এবার আমি ঘুমোতে চললাম ।

    গুন্নাইট।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০২:১৬ | 122.172.54.39
  • আমি মোটেই ঘুমোচ্ছি না। আমি এক প্রস্থ বিছানার চাদর ইত্যাদি ওয়াশিং মেশিন থেকে বার করে আরেক প্রস্থ জামাকাপড় কাচতে দিয়ে, চাদরগুলো শুকোতে দিচ্ছিলাম।
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০২:১০ | 202.3.120.9
  • মনে হচ্ছে দেশে সবাইকে ঘুমোতে আর আম্রিকায় বিয়ার ব্যাশ ফ্যাশে পাঠিয়ে দিয়েছি। আরে ক্যারি অন না। (দেখেছো কেমন দক্ষিণী ইংরেজি শিখেছি)
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০২:০৯ | 168.26.215.13
  • আমি রাগতে পারি এটা আমার বউ ছাড়া আর কেউ বিশ্বাসই করে না। আর বউরা বরাবরই আনরিলায়েবল সোর্স এটা সবাই জানে।
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৮ | 202.3.120.9
  • এটা ক্ষমা করিনিতেও যেতে পারতো।

    আমি মামারবাড়িতে থেকে পড়তাম আর দিদু সবসময় এই খাও সেই খাও করত। বন্ধুদের সামনেও করতো। আমি অসম্ভব রেগে যেতাম। একদিন সুকন্যা এসেছে, ওর সামনে আমায় একটা রসগোল্লা খাওয়ার জন্য সাধাসাধি করছে। আমি রেগে যাচ্ছি, রেগেই যাচ্ছি। তারপর শান্তভাবে বললাম, দাও খাবো। দিদু একটা প্লেটে করে দিলো, আমি হাত বাড়িয়ে নিতেই বেশ খুশীও দেখালো, এক সেকেন্ড বোধহয় তার মেয়াদ ছিল। আমি রসগোল্লাটা তুলে জানলা দিয়ে ফেলে দিলাম।

    ঐ রাগপ্রকাশটা পারলে ফিরিয়ে নিই। ফেলে দেওয়া রসগোল্লাটা তুলে খাই। তারপর আর বেশী সময় দেয় নি, দিদু চলে গিয়েছিল।

    বয়স বাড়লে রক্ত ঠান্ডা হয়ে যায়, আজকাল আর একদম রাগ পায় না। কি হবে, সবই মায়া - এই আর কি।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৮ | 122.172.54.39
  • ও আমার যখন ভয়ানক বিনবিনে রাগ হয়, অথচ ছেলে জেগে আছে বলে কিছুই করতে পারছি না তখন বিভুব্যাটার ক্রেডিট কার্ডগুলো উনুন জ্বেলে কাছে রাখি, অল্প আঁচে রাখি, গলে যেতে দিই না অবশ্য। পরেরদিন বেচারা ধনেপ্রাণে মারা যায়। তবে এটাকে ঠিক ধ্বংসাত্মক কাজ বলে ধরা যায় না। অক্ষ এটা ট্রাই করে দেখতে পারো।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৭ | 198.82.20.174
  • না না সবই সত্যি। আমি মানসচক্ষে দেখতে পাচ্ছি, আজ্জোদা চিন্তিত মুখে ছেঁড়াজামা পরে বসে আছে, মনে অগুন্তি ক্যালকুলেশন, ৭৫% ছেঁড়াটা না পরে যদি ৫৬% ছেঁড়া রংচটা জামাটা পত্তাম, তালে হয়ত ভালো হতো এটসেটেরা। একবন্নো অতিরঞ্জন নাই।
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৬ | 168.26.215.13
  • দেকেচো রাখালের অবস্থা হয়েছে।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৫ | 115.117.211.199
  • আজ্জোদার গল্প আমি কিছুতেই বিশ্বাস করিনা। গম্ভীর ভাবে মস্করা করছে আমি ৩০০% শিওর।
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৫ | 168.26.215.13
  • চাপটা হল টাকা আমাদের দুজনের কিন্তু অ্যাকাউন্টিং আমার। পাওনাদারদের টাকার হিসেব আমাকেই রাখতে হয়। তো, ছেঁড়াছেঁড়ির পর অনুতাপে হয়ে হয়ত পোলোর টি-শার্ট এল। আমার ডাবল টেনশন। দুধওয়ালার টাকা আর দেওয়া গেল না। আজকাল আর রিস্ক নেই না।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৩ | 115.117.211.199
  • ইশ এমন জানলে সেদিন ক্রসওয়ার্ডে কত আড্ডাই না মারা যেত। হায় হায় কী মিস করিলাম।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৩ | 122.172.54.39
  • হো হো হো আকা।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫৩ | 143.111.22.23
  • যাক এবার থেকে কোনোরকম অনুশোচনা না রেখে খোলা মনে ঝগড়া মারামারি করতে পারব! জামা টামা ছিঁড়ে গেলেও চাপ নেই ঃ-))
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫২ | 198.82.20.174
  • হ্যাঁ এইটা কন্সপিরেসির থিওরিতে যাওয়ার কথা। তদন্ত চলছে, দ্যাখৈ না আরো কি কি বেরোয়।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫২ | 122.172.54.39
  • সিরিয়াসলি বলছি, আমার আর সোনালীর সাথে ডিপার্টমেন্টের ছেলেগুলো কিছুতেই তাদের বৌ/বান্ধবীদের আলাপ করিয়ে দিত না।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫২ | 143.111.22.23
  • আকা ঃ-)))))
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫২ | 202.3.120.9
  • উফ, আজ কি সব বেরোচ্ছে ঝুলি থেকে মাইরি।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫২ | 115.117.211.199
  • না না আমার আত্মধিক্কারে মন ভরে যাচ্ছে ঃ-(
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫১ | 198.82.20.174
  • ঃ-)))))))))
    আমি এই সিনটা ভেবে বেজায় মজা পাচ্ছি
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫১ | 65.124.26.7
  • এতো সেই পাকা পেয়ারার গল্প - টিমকে তো ট্রেনিং দিলোই না উল্টে টিম্বৌকে দেবে ঃ(
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫১ | 168.26.215.13
  • কিছুদিন আগে আমার পঞ্চাশতম জামাটি ছিঁড়ল। এর মধ্যে স্যাণ্ডো গেঞ্জিও ইনক্লুডেড। এখন আমি বাড়ির পরিবেশ দেখে জামা সিলেক্ট করি। সেরকম আবহাওয়া হলে একটা অলরেডি ছেঁড়া জামা পড়ে বসে থাকি।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫০ | 198.82.20.174
  • আগরওয়ালের কোর্স নিয়ে শেষে আগর্বত্তি জ্বালাতে হতে পারে। ঃ-)
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৫০ | 122.172.54.39
  • স্যানের কিস্যু হবে না। হাসিখুশি লাইফ বিতায়েগি।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৯ | 122.172.54.39
  • রিমিইইইইই, কোথায় গেলি?
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৮ | 198.82.20.174
  • দেকেচো কিরম জাতিভেদ প্রথার ব্যাপারটা কায়দা করে বলিয়ে নিলাম!
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৮ | 115.117.211.199
  • আমি? ওঃ আমি নিজের জামা পরের জামা কোনোটা ছিঁড়তেই কাউকে দেখি নি। নিজেরটা খাইয়ে দেওয়া অন্যেরটা খাওয়া তারও কোনোটা দেখি নি। আমার কী হবে !!!!!!!
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৭ | 122.172.54.39
  • টিম্বৌকে দেব, টিমকে নয়।
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৭ | 202.3.120.9
  • আমরা যখন আপিশে যাই গুঞ্জা ঘুম থেকেই ওঠে না। কাজেই দাঁত মাজানো ইত্যাদি আরো অনেক কাজই আউটসোর্স করতে হয়েছে। আস্তে আস্তে স্কিল চলে যাবে এটাই ভয় ঃ)

    হয়ত ওখানকার মডেল এখানেও চালাতে পারতাম - আমাদের আপিশের সঙ্গে সঙ্গে ওকেও ভোরবেলা ডে কেয়ারে টেনে হিঁচড়ে পাঠানো। কিন্তু কি দরকার। এখানে দাদু দিদার সঙ্গে দিব্যি আছে আর ওকে দেখাশোনার জন্য একজন আছেন বাড়িতে।
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৭ | 168.26.215.13
  • আরে ঝগড়া একটা আর্ট কখনো সুতো ছাড়তে হবে কখন গোটাতে হবে জানতে হয়। এই যেমন ছেলে হবার পর থেকে বাড়ি থেকে বেরনোর হুমকি দিলেই বলি ফোট। ছেলে বাড়ি থাকলে পালিয়ে যাবে কোথায় আর ছেলেকে নিয়ে বাড়ি থেকে কাটবে এত ধক নাই। ;)
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৭ | 143.111.22.23
  • ব্যাংদির বন্ধুর থেকে নিলে একেবারে আগরওয়াল কোচিং হয়ে যাবে!
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৬ | 122.172.54.39
  • স্বজাতি ছাড়া ট্রেনিং দিই না।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪৫ | 198.82.20.174
  • একটা ঝগড়ার ক্র্যাশ কোর্স নিতে হবে। ভাবছি ব্যাংদি বা অক্ষদার থেকেই নিয়ে রাখবো। কখন কি কাজে লেগে যায়।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪২ | 122.172.54.39
  • কে জানে লুকিয়ে লুকিয়ে পড়ে বোধ হয়। মাঝে মাঝে আমিও অবশ্য টেনে এনে দেখাই। আজই যেমন আকা-রিমির গপ্পোটা পড়ালাম।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪১ | 122.172.54.39
  • স্যান, তুই আজ অব্দি কতজনকে দেখেছিস, ঝগড়ার সময় নিজের জামা ছিঁড়ে ফেলে, নিজের খাবার প্লেট থেকে তুলে যার সাথে ঝগড়া করছে, তাকে খাইয়ে দেয়?
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪০ | 65.124.26.7
  • বলে, যেচে দিলেও না খাবার কথা লেখা আছে বইতে ঃ)
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৪০ | 143.111.22.23
  • বিভুবাবু কি গুরু পড়েন? ;-)
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৯ | 122.172.54.39
  • ঝগড়ার সময় সম্মান রক্ষা করতে গেলে, সে ঝগড়া সার্থক ঝগড়া হয় না। আমি হলে তো "ও তুই আমাকে দেখিয়ে দেখিয়ে খাবি ভেবেছিলি? এই দেখ আমি এখন তোকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। পরেরবার এই বুদ্ধি করতে হলে ফুটপাথে বসে খেয়ে আসিস কেমন?" বলে কেড়ে খেয়ে নিতাম।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৮ | 115.117.253.245
  • ব্যাংদি সাধনার সাংঘাতিক উচ্চমার্গে পৌঁছে গেছে। আপনপর ভেদ নেই আর। অন্যের জামা ছিঁড়ে ফেলা, অন্যের প্লেট থেকে খাবার কেড়ে নেওয়া এ সব কেমন অবলীলায় বলে দেয়। দেখে জাস্ট বুঝতেই পারি নি !!!!
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৮ | 143.111.22.23
  • কেন, দেশে ফিরলে অন্যরকম কেন?
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৬ | 143.111.22.23
  • ব্যাং, আমি যে সে ঝগড়া করিনা। আমার ঝগড়ার একটা অভিজাত্য আছে। আমার কি মান সম্মান নাই, যে ঝগড়া করেও কারো নিয়ে আসা খাবার না দিলেও কেড়ে খাব?
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৫ | 202.3.120.9
  • দেশে ফিরলেই সেকেন্ড লেভেলের স্কিলটা গনফট হয়ে যাবে। তখন শুধু সোফা আর আইপিএল।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৫ | 143.111.22.23
  • আহ্‌ বুঁচিকে সকালে তুলে দাঁত মাজিয়ে সিরিয়াল/দুধ খাইয়ে, পটি করিয়ে তৈরি করা একটি কর্মবিশেষ। সেটি যাকে করতে হয় সে এমনিতেই থ্রেটেন্ড।

    আর লশ্‌করির খাবার কেউ সামনে বসে খেলে সেটা চাইনিজ টর্চার।

    বোঝা গেল?
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৫ | 122.172.54.39
  • তো তার থালা থেকে তুলে কেড়ে খেয়ে নিলেই হয়, অত্তো ভয়ের কি আছে! তবে 'বুঁচিকে তুলে তৈরি করো'টা অন্য পক্ষের প্রতি সিরিয়াস থ্রেট সেটা মানছি।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৫ | 198.82.20.174
  • প্রথমে অবশ্য সন্ত্রাসবাদী ভাবছিলাম।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৪ | 198.82.20.174
  • হ্যাঁ এটা সোজাই ছিলো।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৪ | 59.93.247.136
  • ঠিক ধরিচি।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৪ | 59.93.247.136
  • একা বসে দেখিয়ে দেখিয়ে খাবে মনে হয়
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৩ | 143.111.22.23
  • লশকরী তে ড্রাইভ করে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আর ওদের খাবার অমৃত সমান। সেই খাবার কেউ এনে সামনে বসে খাবে, আমারই বাড়িতে, আমারই প্লেটে, আমারই অলফ্যাক্টরি জোনের ভেতরে!
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০১:৩৩ | 115.117.253.245
  • এই দুটো লেভেলের সম্পর্ক টা কী? এর থেকে তো ক্লুলেস ভাল ছিল ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত