এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৭:১০ | 204.138.240.254
  • অরিজিত তোমাদের আপিসে প্রসেস ইত্যাদি সেটাপ শুরু হয়েছে না? লোক লাগবে? একজন ভালো লোক আছে, আপাতত বেকার।
  • Samik | ২৭ এপ্রিল ২০১০ ১৭:০৬ | 219.64.11.35
  • অজ্জিত জগতের এত বেশি কিছু নিয়ে নাক সিঁটকোয় যে আমি তার নাক সিঁটকানিকে বিশেষ পাত্তা দিই না। ঃ-)
  • dipu | ২৭ এপ্রিল ২০১০ ১৬:২৫ | 61.12.12.83
  • কনস্পিরেসি থ্রেডেও যেতে পারত। দ্রি লাফিয়ে উঠতেন।
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৬:১৯ | 121.242.15.238
  • http://news.bbc.co.uk/2/hi/europe/8645847.stm - ভিডিওটা দ্যাখো - ইউক্রেন পার্লামেন্টের।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৫৮ | 216.52.215.232
  • তবে ব্যাংদি এইটা সত্যি বিভীষণের (উনি নন) মত কাজ কল্লে! যদিও আমার হেইচএসবিসি নাই। এসবিআই। আর আইসিআইসিআই।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৫৬ | 216.52.215.232
  • এই ট্রেন আর প্লেনের যাত্রীদের আলাদা করে খাতির করার মধ্যেও তো শ্রেণীদৃষ্টিভঙ্গীর গল্প আছে। নয় কি?
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৫৪ | 216.52.215.232
  • ব্যাঙদি, থ্যাংকু। তবে ওদের ফোন করার অনেক ঝাম। তার থেকে ঘন্টায় দুবার করে আমি অনলাইন চেক করে নেবো।
  • santanu | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৫২ | 82.112.6.2
  • বিমান বসু ট্রেনে আটকে যাওয়া শিশুদের দুধ দেওয়া হবে বলেছেন;

    উনি মোটেই বলেননি যে এয়ারপোর্টে আটকে যাওয়া লোকেদের সুসু কর্তে দেওয়া হবে!!
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৫১ | 121.242.15.238
  • পুরো ফরসাইথের গপ্পো তো!
  • santanu | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৪২ | 82.112.6.2
  • ঝক্কাস ব্যাপার

    A lady diplomat working in the Indian high commission in Islamabad has been arrested for passing sensitive information. Madhuri Gupta, second secretary in the press and information wing in the Indian high commission, had been involved in counter espionage for over two years, television channel Times Now said quoting highly placed sources. Madhuri was detained in New Delhi after she was asked to return to the country to discuss details for the SAARC meeting, the channel said. She was produced before a court on Monday and remanded to police custody for four days
  • suchetana | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৪০ | 59.93.210.146
  • অপ্পনকে একখান সাবধানবাণী।
    যে ক্রেডিট কার্ড ফোন করে লক করিয়েছ, প্রতি ঘন্টায় তাদের ফোন করে অ্যাকাউন্টের স্ট্যাটাস শুধিয়ে যাও। আইসিআইসিআই আর এইচএসবিসি লক করছে বলেও লক করে না বহু ক্ষেত্রে। আমি ভুক্তভোগী, তাই বললাম।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৩৬ | 204.138.240.254
  • কাল শান্তনুদা ফোন করে জানাল বৌদি আর মেয়ে যে কানেক্টিং ফ্লাইটটা ধরে কলকাতা ফিরত সেটা ক্যানসেল হয়ে গেছে। ভাগ্যিস। এদিকে লোকজন এয়ারপোর্টে বারো ঘন্টা আটকে থাকবে ওদিকে সকাল থেকে এয়ারপোর্টের শৌচাগারে তালা ঝুলছে।
  • sda | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৩৬ | 117.194.206.249
  • কেমন যেন খেলনা ল্যাঙ্গুয়েজ মনে হয়।
  • dipu | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৩৩ | 61.12.12.83
  • নাউরুয়ো। বুরুন্ডি অতটা নয়।
  • dipu | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৩২ | 61.12.12.83
  • জাভা খুবই এক্ষোটিক জায়গা।
  • sda | ২৭ এপ্রিল ২০১০ ১৫:৩১ | 117.194.206.249
  • জাভা অতিশয় ভাটের জিনিস।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:২৫ | 204.138.240.254
  • হ্যাঁ, কৌশিকও খুব ছিল। মানে জিগ্যেস করলে কেউ বলত প্যাঁচা, কেউ বলত কুশমুনির পুত্র।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:২৪ | 204.138.240.254
  • অরিজিৎ মুখার্জী নামেই আমার আরেকজন বন্দুক আছে। সে কায়দা করে ছেলের নাম রেখেছে অমিত্রজিৎ।

    আর আজকাল যারা দীপু বা রোকেয়ার থেকেও বাচ্চা, নাক টিপলে যাদের হরলিক্স বেরোয়, তাদের অনেকের নাম অরিত্র।
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৫:২২ | 121.242.15.238
  • আর কৌশিক - লরেন্সেই এক ক্লাসে খান পাঁচেক করে থাকতো।
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৫:২১ | 121.242.15.238
  • আর আমি যে জাভাকে গাল দিলুম, আর বেথে সেটা হজম করে গেলো - সেটাও বেশ কেমন কেমন ঠেকছে!
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:২১ | 204.138.240.254
  • আমাদের সময়ে চল ছিল সবার নয় হয় অনির্বাণ নয় শৌভিক।
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৫:১৯ | 121.242.15.238
  • না রে বাবা। কিন্তু আমি যে চিনতে পারছি নাঃ-(

    এই সেদিন এক কেলো হয়েছে - ওপেন সোর্সের একটা সেমিনারে গেছি, সেখেনে একজন এসে আমাকে বলে "অরিজিত'? - আমি বল্লুম হ্যাঁ, কিন্তু আমি আর তাকে চিনতে পারি না কিছুতেই। সে অনেক হিন্ট দিলো - বি ই কলেজ, তার নিক্‌নেম, তাপ্পর সে যে দৌড়ত আর জিম-এর সেক্রেটারি ছিলো তাও - তাও ছাই চিনতে পারি না, যদিও মুখটা খুব চেনা। শেষে আম্মো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বলে দিলুম। সে আমাকে কার্ড দিলো, আম্মো দিলুম - তখন কার্ডে নামটা দেখে ধরতে পারলুম - যদিও এখনো কোন ডিপার্টমেন্ট সেটা মনে পড়েনি।
  • dipu | ২৭ এপ্রিল ২০১০ ১৫:১৮ | 61.12.12.83
  • বাজারে বড় বেশী সৈকত আর অর্ণব আর অভিষেক। কারোর জন্মদিন এলে বড় মুস্কিলে পড়ে যাই।
  • sda | ২৭ এপ্রিল ২০১০ ১৫:১৫ | 117.194.206.249
  • সি প্লাস প্লাস এ স্বপ্ন দেখা খারাপ না কি !
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৫:১৩ | 121.242.15.238
  • যাচ্চলে!
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৫:১১ | 204.138.240.254
  • এই সৈকত ওই সৈকত বা সইকত নয়।

    দমুকে এফাইআর করানোর কথা মনে করে দেবার জন্য বড় একটা থ্যাংকু। অফিসের অ্যাডমিনকে জিগ্যেস করে থানা খুঁজে বের করলাম। স্টেটমেন্ট লিখা শেষ যেই করেছি লোকটা বলে গিয়ে ফোটোকপি করিয়ে আনো। আমার কাছে তিরিশ টাকার একটা সুডেক্সো কুপন ছাড়া আর কিছু নেই। ভাগ্যিস আরেকটা ছেলে সাথে ছিল। সে জেরক্স করার পয়সা দিয়ে দিল। ফটোকপি করে আনার পরে থানেদার খু আগ্রহের সাথে স্ট্যাম্প মেরে সই করে দিল (আগেই পড়ে নিয়েছে আমার অফিসের নাম)। তারপরে কন্নড়ে কী সব বলতে শুরু করল। আমি ইংরেজিতে বললাম কন্নড় জানি না স্যার। তখন লোকটা হাত বাড়িয়ে বলে নাউ গিভ মি সামথিং। আমি বললাম সে কি স্যার, এই যে লিখলাম আমি পুরো পার্সটাই হারিয়েছি কার্ডফার্ড সমেত। লোকটা বিরক্ত হয়ে গিয়ে বলল, ওকে ইয়ু গো।

    আবার ছেলেটার পায়সায় পাপ্পু থালি অমলেট খেয়ে আর ওর থেকে দুহাজার ধার করে অফিস ফিরলাম।
  • sda | ২৭ এপ্রিল ২০১০ ১৪:৫৪ | 117.194.206.249
  • @arijit da ঐ সৈকত মনে হয় আমি !
  • de | ২৭ এপ্রিল ২০১০ ১৪:৩০ | 59.163.30.4
  • অর্পণ, আম্মো কালকে প্যান কার্ড হারিয়েছি ঃ((। ডি যা বল্লো আমারো বোধহয় এফ আই আর করতে হবে!
  • de | ২৭ এপ্রিল ২০১০ ১৪:২৮ | 59.163.30.4
  • I এর পোস্টটা পড়ে ভীষণ খারাপ লাগছে! এখন কেমন আছেন আপনার বাবা?
  • dipu | ২৭ এপ্রিল ২০১০ ১৪:০৩ | 61.12.12.83
  • আমি খুব সিপ্লাসপ্লাস জানি। টিউশন নেবার হলে যোগাযোগ কোরো।
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৩:৫০ | 121.242.15.238
  • আহা - সি এবং সিপ্লাসপ্লাস দুটোই বড় ভালো জিনিস। নেহাত পেটের দায় - নইলে কেউ জাভার মতন অখাইদ্য ল্যাঙ্গুয়েজ নিয়ে মাথা ঘামায়? ;-)
  • Samik | ২৭ এপ্রিল ২০১০ ১৩:৪৮ | 219.64.11.35
  • আমি সিপ্লাসপ্লাস এক লাইনও জানি না। আমার কী হবে!
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৩:৪৬ | 121.242.15.238
  • আমি আবার c++ প্রায় ভুলে মেরে দিয়েছি। এই সৈকত হলে ফের স্ট্রাউসট্রুপ আর স্কট্‌ মেয়ার্স নিয়ে বসতে হবে;-)
  • san | ২৭ এপ্রিল ২০১০ ১৩:৪৫ | 115.117.253.206
  • কাল রাত্তিরে এক খানা ভাল বই পড়লাম। 'ছোটলোকের ছোটোবেলা'। সেই হাংরি মলয় রা-চৌ এর লেখা। চর্চাপদ বার করেছে। যারা পড়ো নি তাদের রেকো করলাম। বেশ লেগেছে।
  • Samik | ২৭ এপ্রিল ২০১০ ১৩:৪২ | 219.64.11.35
  • সিপ্লাসপ্লাস সৈকত বোধ হয় অন্য সৈকত যে এখানে লেখে। অমাকেও মাঝে মাঝে এসে দেখে যায়। সিপ্লাসপ্লাস দেখে আমি ধারেকাছে ঘেঁষি না।
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১৩:৩৯ | 121.242.15.238
  • সৈকত (মামু নয়) কি C++-এ স্বপ্ন দ্যাখেন? মানে আমার ওক্কুটে একজন টোকা দেছে - C++-এ স্বপ্ন দেখা সৈকত - কে সেটা বোঝার চেষ্টা করছি।
  • d | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০৮ | 115.117.238.11
  • ইয়ে, ব্ল্যাংকি ঘুমিয়ে "পরিচি'লি?
    (খাইসে!!)
  • Blank | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০৮ | 59.93.172.197
  • যাই দাঁত মাজিয়া আসি
  • Blank | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০৫ | 59.93.172.197
  • এই জন্যি বলে early to bed, early to rise। আমি সাড়ে তিনটেতে ঘুমিয়ে পরিচি
  • san | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০৪ | 115.117.253.206
  • পাঁচটায় তো ঘুমুতে গেলাম। সাড়ে পাঁচটায় উঠবো কী করে !!!!!
  • Blank | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০৪ | 59.93.172.197
  • এতগুলো পাপোশ কোন কাজে লাগে !!! পাপোশ জিনিসটাই কেমন অবলুপ্তপ্রায় জিনিস। কোনো কাজে আসে না
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০৩ | 204.138.240.254
  • করেছি। কাফে টাফে না। রাস্তার ধারের চায়ের দোকান।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০২ | 204.138.240.254
  • বাড়ি আর অফিসই বলছি। সব গণ্ডগ্রাম। যাগ্গে, গুগল করে তিনটে পুলিশ স্টেশন পেলাম। কোন একটায় যাই।
  • Blank | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০০ | 59.93.172.197
  • গানটা শুনে আমার হ্যা হ্যা হাসি পাচ্ছে
  • d | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০০ | 115.117.238.11
  • এঃ এই ছেলেমেয়েগুলো কি অলস!! আমি ভোর সাড়ে পাঁচটায় উঠে ফোন করে করে খপর নিলাম যে ৫টা ছানার পিক আপ হওয়ার কথা ছিল, ঠিকঠাক হয়েছে কিনা। আবার ঘুমোলাম। আবার সাড়ে নয়টায় উঠে একটা ফোন ধরলাম। শেষমেষ 10.15 তে উঠেই পড়লাম। এতক্ষণে আমার ২টো বালিশ আর ৩টে পাপোশ কাচাও হয়ে গেছে।
  • Blank | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০০ | 59.93.172.197
  • আমার এখুনো বেরেক ফাস্টো হলো না। একটু মাটন আছে মনে হয় আমার ভাগ্যে
  • san | ২৭ এপ্রিল ২০১০ ১৩:০০ | 115.117.253.206
  • অরিজিত আজকে ছুটি নাও নি ক্যানো? ঃ-০
  • dipu | ২৭ এপ্রিল ২০১০ ১২:৫৮ | 61.12.12.83
  • গহরজান। ১৯০২।

    http://tinyurl.com/253amh5
  • Arijit | ২৭ এপ্রিল ২০১০ ১২:৫৬ | 121.242.15.238
  • আমার সাড়ে সাত ঘন্টা আপিস হয়ে গেলো।
  • d | ২৭ এপ্রিল ২০১০ ১২:৫৬ | 115.117.238.11
  • দূর বোকা! বাড়ীর কাছের বা আপিসের কাছের থানায় গিয়ে বল হারিয়ে ফেলেছ। কোথায় ব্যাগটা পকেট থেকে পড়ে গেছে জান না। ওরা সেই মর্মে এফ আই আর করে নেবে। "হারিয়ে যাওয়া' কেসে ওদের কোনও কিছু করার দায় থাকে না বলে ওরা খুব "ক্ষুউল' থাকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত