এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৬ | 128.192.7.51
  • মরালঃ এমন বৌ ঘরে আনুন যে নিজে রোজগার করে।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৬ | 59.93.247.136
  • Khane-ye Doust Kodjast সিনিমাটা খুব ভাল্লাগলো। ছোট বেলার দিনগুলো যেনো। সিনেমাটা অবশ্য আমারই ছোট বেলার সময়ের।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৫ | 122.172.54.39
  • একদম সত্যি আর ভীষণ কার্যকরী। তারপর থেকে আর কখনো ঐ দাদা আর কোনো তর্কে যায় নি ওর বৌয়ের সাথে। শান্তিপূর্ণ সহাবস্থান। আমার ফেসবুক লিস্টিতেও পেয়ে যাবি ওদের দুজনকেই।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৫ | 198.82.20.174
  • একটা কেউ ফাউ। ঃ)
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৫ | 198.82.20.174
  • তবে ব্যাঙদি অত্যন্ত অত্যাচারী প্রকৃতির এতে সন্দেহ নাই। নইলে কেউ জামাকাপড় ছাড়া কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়? ;-)
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৪ | 59.93.247.136
  • আকা দা, আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছো না?
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৩ | 168.26.215.13
  • যাই আইসক্রিম আর কেক খেয়ে আসি।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৩ | 122.172.54.39
  • আকা, এখন তারা কসবায় থাকে, রাজডাঙা মেন রোড, পূর্বা আবাসন।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩২ | 59.93.247.136
  • আমি একবার এক মুঠো টাকা রেগে গিয়ে ফেলে দিয়েছিলুম
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩১ | 115.117.253.245
  • এটা কি সত্যি গল্প? টাকা ওড়ানোটা?
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৯ | 122.172.54.39
  • ওর সাথে পাঁচ বছর এক কোংয়ে কাজ করেছিলাম। স্বপ্নের মত ছিল দিনগুলো। একবার ওর বসের কাছে এক অফিস অ্যাসিস্ট্যান্ট নালিশ করেছিলো "ঐ সোনালী ম্যাডামের থেকে সাবধানে থাকবেন স্যার, উনি খুব হিংস্র প্রকৃতির"।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৮ | 122.252.231.12
  • মাঝখান থেকে আইপিএলটা মনে হয় পরের বছর থেকে ভোগে গেল। বাপরে বাপ ক্ষী স্ক্যাম! ক্ষী স্ক্যাম!
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৮ | 198.82.20.174
  • ইয়ে, আজ্জোদার কথায় হাসলাম।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৭ | 198.82.20.174
  • ঃ-))
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৭ | 202.3.120.9
  • অনেকদিন ধরেই বলব বলে তো তো করছি, দ্রি-কে একবার এদিকে নিয়ে আসা যায় না? প্রশ্নে প্রশ্নে ছয়লাপ করে দিতাম।

    ১। উনিই কি সেই দ্রি, যাকে আমরা একদা ভাটের পাতায় চিনতাম ও বিস্তারিত আড্ডা দিতাম?

    (জনগণ অ্যাডাতে থাকুন)।
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৬ | 168.26.215.13
  • ব্যাঙের বন্ধুর প্রতিবেশী হতে চাই।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৬ | 122.172.54.39
  • সিনেমাই বটে। তাকে আমার অর্কুট লিস্টিতে পেয়ে যাবে। সোনালি চৌধুরি।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৬ | 112.133.206.20
  • কমরেড আকা। বাজারের উপর ছেড়ে দিন। বাজার না চাইলে ডুববে। আবার বাজারই যখন চাইবে টেনে তুলবে। ;-)
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০০:২৪ | 202.3.120.9
  • মাক্কালি, ব্যাং? সিনিমার মত শোনাচ্ছে।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:২০ | 122.172.54.39
  • আমার এক বন্ধু আছে, আমি তার পায়ের নখের যুগ্যিও নই। ঘটনাক্রমে সে আবার আমার এক দাদার বৌ। একটা নমুনা ঃ
    দাদা - নিজের মাইনে দিয়ে তো আর সংসার চালাতে হয় না, তাই নিজের মাইনের টাকাগুলো ওভাবে উড়িয়ে আসো শপিং করে।
    বন্ধু - কি করি আমি আমার টাকাগুলো?
    দাদা - উড়িয়ে দাও প্রতি মাসে।
    বন্ধু - আচ্ছা!
    (আলমারির ড্রয়ার খুলে তিনহাজার টাকা টেনে নিয়ে তিনতলার জানলা দিয়ে উড়িয়ে দিয়ে) এবার থেকে তাহলে তোমার টাকাগুলো এভাবে উড়িয়ে দেব, সেটা চাইছো কি?
    দাদা - ত্তো ত্তো ....
    (কয়েক মিনিট বাদে দাদা সন্তোষপুরের রাস্তায় টাকা খুঁজে বেড়াচ্ছে, সাথে অনেক উৎসাহী, পরোপকারী জনতা)
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:১৫ | 143.111.22.23
  • ঃ-)))
  • aka | ২৪ এপ্রিল ২০১০ ০০:১৫ | 168.26.215.13
  • কি জ্বালায় যে পড়েছি বলা যায় না। মার্ক্সিজমের টইটাকে টেনে টেনে তুলি, আবার তলিয়ে যায়। একদিনে আর কত গাঁত মারা যায়। দুত্তোর।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:১৪ | 143.111.22.23
  • টিকি টিকি ব্যাং ব্যাং আবার কি!!

    চিটি চিটি ব্যাং ব্যাং।
  • d | ২৪ এপ্রিল ২০১০ ০০:১৩ | 115.117.222.138
  • নাঃ ঘুমু যাই। কাল আবার অনেক ঘোরাঘুরি আছে।
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:০৯ | 122.172.54.39
  • অ, আমার ঝগড়ার ধরনটা আবার ক্ষ্যান্তপিসি টাইপ। অনেকদিনের সাধনায় করতে পেরেছি এটা।
  • byaang | ২৪ এপ্রিল ২০১০ ০০:০৬ | 122.172.54.39
  • দু, দু-একটা নমুনা দেওয়া যায় না ডাবল বুনো ওলের গলা-কুটকুটুনির?
  • d | ২৪ এপ্রিল ২০১০ ০০:০৫ | 115.117.222.138
  • (স্বগতোক্তিঃ আচ্ছা আমি ব্যাঙকে কে টিকি বলে ডাকলেও পারি। টিকি টিকি ব্যাং ব্যাং ইত্যাদি।)
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০০:০৫ | 202.3.120.9
  • বেশী কটকটি লোকেরা ঐ কলারে কলারে কনফ্রনট্রেশন পছন্দ করে। আমার ঝগড়ার প্রোফাইলটা খুউউব নিরীহ গোছের। মানে আমার মতে নিরীহ। এক দুই তিন করে পয়েন লিখে লিখে তাই সুবিধা হয়। উকিলটাইপের লোকেরা প্রতিপক্ষ হলে এ ছাড়া উপায় নেই।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:০৫ | 143.111.22.23
  • শুদ্ধাচারীরা কি খান?
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০০:০৪ | 65.124.26.7
  • আর ইংলিশে bang লিখলেই পারো তো। san যেমন।
  • d | ২৪ এপ্রিল ২০১০ ০০:০২ | 115.117.222.138
  • আরে না না, ঠাকুররা খুব শুদ্ধাচারী হন। ফুলটুল ওনারা খান না।
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০০:০১ | 65.124.26.7
  • যাকে বলে ডাবল বুনো ওল, ব্যাং।
  • byaang | ২৪ এপ্রিল ২০১০ ০০:০১ | 122.172.54.39
  • বিটিডাব্লু, স্থলপদ্মের পকোড়াগুলো সব কটাই কি মানুষে খেয়েছিলো, নাকি ভগবতীমাতার সেবাতেও লেগেছিলো কয়েকটা?
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৫৮ | 122.172.54.39
  • অ্যাই যে, আমিও গুরগাঁওয়ের সম্পর্কে ভালো ভালো কথা যেই বলতে গেলাম, সবাই মিলে এত নিন্দে করলো ........। রিকশায় চড়ে অফিস যাওয়ার চেয়ে বেশি আরামের আর কি হতে পারে!
  • d | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৫৬ | 115.117.222.138
  • ওহো রাজদীপের জন্যঃ
    আমি ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত গুরগাঁওতে ছিলাম আর বেশ মস্তিতেই ছিলাম। অফিস যেতাম রিক্সায় চেপে আর ফিরতাম রাত দশটা - সাড়ে দশটা নাগাদ হেঁটে হেঁটে। মিনিট কুড়ি লাগত। থাকতাম DLF phase 4 এ। গুরগাঁওয়ের ভিতরে যেতে হলে হয় সাইকেল রিকশা আর নয়ত সিক্স সিটারে চেপে। দিল্লী যেতে গেলে ১০ টাকা দিয়ে কোয়ালিস চেপে। দিল্লীর সরিতা বিহারের তুলনায় অনেক সস্তায় মাছ তরকারী পেতাম। আমি একটা তিনতলা বাড়ীর তিনতলায় থাকতাম। বাড়ীওয়ালা ডিপ টিউবওয়েল টাইপের কি একটা করে নিয়েছিল। জলের কোনও অভাব তো ছিলই না, বরং অতিরিক্ত জলের যোগানের ফলে মাঝে মাঝে একটু অপচয়ই হোত। দিনে ৮-১০ ঘন্টা পাওয়ার কাট হত বটে, কিন্তু বাড়ীওয়ালার দেওয়া পাওয়ার ব্যাকাপ ছিল, কাজেই খুব একটা অসুবিধে কোনওদিনই হয় নি।
    মোটের ওপরে ভালই ছিলাম।
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৫৪ | 122.172.54.39
  • এঃ, এমন একটা ভাটে পাল্লিন নেই, ভাবা যায়!! ঃ-(
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৫১ | 128.192.7.51
  • দেখা যাচ্ছে ঝগড়ার ভাটটাও শুধু বৌরাই করে ঃ)
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৫১ | 122.172.54.39
  • সে আবার কেমন কেমন বর?
  • Du | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪৮ | 65.124.26.7
  • তেমন তেমন বর পাওনি তো। ঝগড়া করার আনন্দ বেরিয়ে যেতো ঃ) লড়বো রে-র পরে তে জিতবো রে না থাকলে ঝগড়ায় সেই সুখ নাই ঃ(
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪৮ | 122.172.54.39
  • আমার মায়ের উপর রাগ হলে থ্রেট দিতাম, তুমি বাড়ি থেকে বেরোলেই তোমার সব কাপড়গুলো কাঁচি দিয়ে কেটে রাখবো।
  • d | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪৭ | 115.117.222.138
  • আর হ্যাঁ মঙ্গলবার মনে হচ্ছে একটা নিপাট ছুটি পাব।
  • san | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪৪ | 115.117.217.200
  • না না বন্ধুবান্ধবের সঙ্গেও করে ঃ-) আমার লিখে ঝগড়া করতে সুবিধে হয় ঃ-( বেশ গুছিয়ে টুছিয়ে লেখা যায়।

    মায়ের উপরে রাগ করে ছোটবেলায় নানারকম চিরকুট লিখতাম। পালানো টালানোর কথা কখনও মাথাতেই আসে নি ঃ-০ (
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৪২ | 122.172.54.39
  • অক্ষর সাথে একদম একমত।
  • a x | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৩৮ | 143.111.22.23
  • ধের মেল-এ ঝগড়া তো লোকে বসের সাথে করে।

    একটা কথা বলবে, আমি তার ১০০ গুণ হূল ফুটিয়ে আরেকটা কথা বলব, সেটা সামলাতে কতক্ষণ সময় নেয়, তারিয়ে তারিয়ে দেখব, তারপর মুখ খুললেই আরেকটা গোলা, এগুলো ভিসুয়াল এফেক্ট ছাড়া ইম্পসিবল।
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৯ | 122.172.54.39
  • নাঃ মেলে ঝগড়া করায় তেমন আরাম নেই। গলার ঝাঁঝ, কথা বলার টোন, এগুলো উপভোগ করা যায় না যে।
  • Paramita | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৯ | 202.3.120.9
  • অ্যায় ঠিক ধরেছো। মোবাইল আর ইমেল ছিল বলে তবু দুধের সাধ ঘোলে মেটে।
  • san | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৮ | 115.117.219.87
  • মেইল করতে পারো তো ! লিখে লিখে ঝগড়া করতে তো বেশি সুবিধেও , মুখে বলার থেকে ।
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৫ | 122.172.54.39
  • ফোনে করা যায় না?
  • Paramita | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২৪ | 202.3.120.9
  • দেশে ফিরে ভালোমত ঝগড়া করা খুব কঠিন হয়ে পড়েছে। বাড়িতে সম্ভব হচ্ছে না, বাপ-মার রক্তচাপ বেড়ে যাবে। গাড়িতে উঠে করার একটা চান্স ছিল, কিন্তু ড্রাইভার বাংলা বোঝা আসামের লোক। স্পেস সাংঘাতিক কমে গেছে।
  • Du | ২৩ এপ্রিল ২০১০ ২৩:২১ | 65.124.26.7
  • আরে হালুম। ক্কিমিল ক্কিমিল। দেশে ফেরা নিয়ে এইটা তো আমার একটা বিশেষ চিন্তার বিষয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত