এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২২ এপ্রিল ২০১০ ১১:১৯ | 59.163.30.2
  • অক্ষ,
    কচুর লতির রেসিপি চাই?
    আর শুঁটকি মাছের সবচেয়ে ভালো রেসিপি লীলা মজুমদারের গপ্পে আছে!

    দিনকাল কি খারাপ পড়েছে! শুধু হুমকি আর হুমকি! "সব ফাঁস করে দেব" -- ইদিকে বিশ্বজীবন উদিকে লালতে মোদী!!
  • dipu | ২২ এপ্রিল ২০১০ ১১:১৬ | 61.12.12.83
  • গুরুচন্ডালিতে এই সব আইপিটাইপি হয়ে ফেক প্রোফাইল খোলা যায় না, এটা মোটেই ভালো কথা নয়।
  • dipu | ২২ এপ্রিল ২০১০ ১০:৩০ | 61.12.12.83
  • নিত্যানন্দ স্বামী লিস্টে থাকলে আমি ভোট দিতাম।

    তবে আমার মতে প্যারিস হিল্টনের এক নম্বর হওয়া উচিত ছিল। দু নম্বরে হিমেশ রেশমিয়া।
  • san | ২২ এপ্রিল ২০১০ ১০:২৮ | 203.91.201.56
  • এই তো দিন সাতেক আগেই লইট্যা শুঁটকি খেলাম। অবভিয়াসলি নিজে রেঁধে নয় ঃ-) নাজুক, নাজুক।
  • quark | ২২ এপ্রিল ২০১০ ১০:২২ | 202.141.148.99
  • জনতা,

    আমি একটি মেইল পাইয়াছি। যদি কেউ উৎসুক হ'ন -

    Time magazine is conducting a poll on 100 most influential people in the world. Because of little awareness in India about it, our beloved Sachin is now at a distant 7th place.

    People like Lady Gaga and Rain are occupying the top places!

    Please vote in the below link (with a 100/100!) and spread the word.
     
    http://www.time.com/time/specials/packages/article/0,28804,1972075_1972078_1972572,00.html
     
    Pass this to as many people as you can…..Sachin deserves this!
  • Samik | ২২ এপ্রিল ২০১০ ০৮:৫৮ | 122.162.75.201
  • তুই বল্লি বলে আমারো ক্যামং চেন চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। সুরটা একটু এদিক ওদিক করে নিয়েছে, অজ্জিনাল প্রিল্যুডটাও গলায় এসে গেছে, কেবল কথা মনে পড়ছে না।

    সুবীর সেন টেন কি বাই এনি চান্স?
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০৬:২৩ | 198.82.19.146


  • এই গানের সুরটা প্রচন্ড চেনা চেনা লাগছে কিন্তু কিছুতেই খেয়াল হচ্ছেনা। ঃ-(
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০৪:১১ | 198.82.19.146
  • না না খ। ওটাইপো। বাংলা দেখা যাচ্ছেনা।
  • SS | ২২ এপ্রিল ২০১০ ০৪:০৭ | 131.193.196.148
  • পদস্ফলন? মানে পদের আস্ফালন?
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০৪:০৩ | 198.82.19.146
  • কোনোটাই না। it's different ঃ-)
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০৩:৫৭ | 128.192.7.51
  • উন্নততর বাঙাল? না পরিবর্তনকামী বাঙাল?
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০৩:৫৫ | 198.82.19.146
  • পদস্ফলন কেন? তুমি হলে গিয়ে সংস্কারপন্থী বাঙাল।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০৩:৪২ | 128.192.7.51
  • শুঁটকি মাছটা নিশ্চই চান কর্তো না
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০৩:৩১ | 143.111.22.23
  • আলাদীন যে শহরে নেই, সে শহরেও তো আলাদিনের মিষ্টি পাওয়া যায়। সকালেই তো রসমালাই খেয়ে বেরোলাম বাড়ি থেকে। এত নাকি কান্নার কি আছে?

    কচুর লতি কি করে রাঁধতে হয় জানিনা বলে আনলাম না। তবে খানিক লইট্যা শুঁটকি এনেছি। কিন্তু গন্ধ শুঁকে ইস্তক খুব ভয়ে ভয়ে আছি। না খেতে পারলে বাঙ্গাল জাত থেকে পদস্খলন হবে বলে। কিন্তু বাবাগো কি গন্দো কি গন্দো!
  • SS | ২২ এপ্রিল ২০১০ ০৩:০৬ | 131.193.196.148
  • শিকাগোর ওয়েদার খারাপ কে বল্ল? আজ একটু ঠান্ডা আছে, কাল থেকে আবার বসন্ত...... মামু যতই ক্যালানি দিক না কেন।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০২:৫০ | 128.192.7.51
  • না না ওদের আর কোন কোন স্টেটে খুব ভালো ব্যবসা চলছে তাই সেখানে শিফ্‌ট করবে। এবারে পূজারীর নববর্ষের খাবার সাপ্লাই করেছিল। ফাটাফাটি। কী ভালো মিষ্টি বানাতো - ও হো হো - ভেউ ভেউ - ফ্যাঁৎ ফ্যোঁৎ
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০২:৫০ | 168.26.215.13
  • যাক চল্লুম। হেবি ঘুম পাচ্ছে আজ।
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০২:৪৭ | 168.26.215.13
  • দোকানটা খুব ভালো ছিল না। মনে হয়েছিল শুধু ঐ বিজনেসে হবে না।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০২:৪৫ | 128.192.7.51
  • আলাদীন উঠে যাচ্ছে ঃ(
    ভেউ ভেউ
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০২:৪২ | 168.26.215.13
  • কেন? কি হল?
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০২:৩৭ | 128.192.7.51
  • আজ্জো আমার হেভি মন খারাপ।
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০২:৩৩ | 198.82.19.146
  • ভালো-ই তো। চালের যা দাম হয়েছে!
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০২:৩১ | 168.26.215.13
  • হ্যাঁ সারা শিকাগো ধানে ভরে গেল। সেকি ভালো হবে?
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০২:২৬ | 128.192.7.51
  • শিকাগোর মত বড় শহরে সুফসল হবে তোর জন্যে - সেটা ভালো না খারাপ?
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০২:২৩ | 168.26.215.13
  • টিম ভালো লোক এইটা প্রমাণ করতে শিকাগো যায় কেন?
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০২:০৬ | 198.82.19.146
  • আমিও লোক খারাপ না। শিকাগো সুজলাসুফলা হয়ে উঠবে আমার জন্য।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০২:০৩ | 128.192.7.51
  • ওরে লোক বুঝে ওয়েদার ভালো বা খারাপ হয়। আমি যখন ছিলাম তখন পুর্ণ বসন্ত ঃ)
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০২:০২ | 128.192.7.51
  • নরেন্দ্রপুরে আমাদের হয় এন সি সি করতে হত, নইলে এন এস এস। এন সি সি করলে ভালো টিফিন দিত, তাই এন সি সি জয়েন করলাম। কিন্তু ওরা আবার বলল যে প্যারেডো করতে হবে। ঠিক হ্যায়। ইউনিফর্ম দিল, আমি সবই নিলাম, জুতো ছাড়া। রোজ হাওয়াই চপ্পল পরে যেতাম। আমাকে দেখেই লাইন থেকে বার করে দিত। আমি শুধু টিফিন খেয়ে ফেরত আসতাম।
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০১:৫৯ | 198.82.19.146
  • অভ্যুকে,
    শিকাগো যেতে হচ্ছে তাই তোর কথা মনে পড়লো। এই বিশ্রী ওয়েদারে শিকাগো। দুদ্দুর।
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০১:৫৩ | 198.82.19.146
  • খেলার গল্পটাও বলেনি এইবেলা। গতবছরের কথা। ঝিঁঝি লিগ শুরু হচ্ছে। দুজন বঙ্গসন্তান আছে দলে, তারাই ওপেন করবে। অবশিষ্ট ভারত প্যাডট্যাড পরে বসে আছে। হোয়াট বেঙ্গল থিঙ্কস ইত্যাদি ইত্যাঅদি। তো, নামার সময় সন্দীপ বল্লো, শক্ত দেখে জুতো পরে নে, ওদের শুনলাম একটা ঘাড়ত্যাড়া টাইপের বোলার আছে, বলে বলে ইয়র্কার দেয়। আমিও কোনো রিস্ক না নিয়ে খড়মটা পরে খেল্লুম। তারপরে যা হলো কি বলবো! ক্রিজে গিয়ে দেখি একেবারে বর্ষার মাঠে কেডস পরে নামার ফিলিং হচ্ছে। সরসর করে জুতো সরতে থাকে পা নড়লেই। ঐ গোদাগোদা প্যাডের জন্য জুতোর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছিলো।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০১:৪৩ | 143.111.22.23
  • ঃ-))
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০১:৪১ | 198.82.19.146
  • আমাদের ওয়ালমার্টে দুটাকায় জুতো পাওয়া যায়না। ঃ-(
    দশটাকা দিয়ে একটা কিনেছিলাম, সেটা পুরো খড়মের মত। ভাবলাম খেলাধুলো করতে লাগবে, সহজে ছিঁড়বে না। এখন সেটা দিয়ে পোকামাকড় মারি।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৯ | 143.111.22.23
  • নাহ্‌ ঐ অবধি এখনও যাইনি। তবে এমন লোককে চিনি আমি। দিন দশেক জুতো খোলেনি পা থেকে। নেক্সট অব্‌ভিয়াস প্রশ্ন আসার আগে উত্তর দিয়ে দি। ১০ দিন চানও করেনি।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৮ | 143.111.22.23
  • ওগুলো এক পাটি না। এক জোড়া হবে। পাটি কালেক্ট করি না।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৮ | 128.192.7.51
  • ঐ পরেই শোও?
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৮ | 198.82.19.146
  • আমার এক দাদার জুতো জমানোর শখ ছিলো। আলমারিতে জুতো রাখতো সে। সারসার পালিশ করা জুতো। দেখেশুনে কেমন গা-ছমছম কত্তো।
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৭ | 168.26.215.13
  • আমার টেবল টেনিস খেলার একটা জুতো ছিল। আগে ক্লাবে নিয়ে যেতাম।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৭ | 143.111.22.23
  • যেটা পরি সেটাই মারামারি করার জুতো। এটা পরেই মনে হয় চিতেয় উঠব। পায়ের সাথে এক হয়ে গেছে। ওটাকে আর শরীরের থেকে আলাদা লাগেনা।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০১:৩৫ | 128.192.7.51
  • তোমাদের কারো মারামারি করার জুতো নেই? হোস্টেলে আমার ওমনি এক পাটি ছিল। তাই দিয়ে সবাইকে ভয় দেখাতাম। আর কোনো কাজে লাগে নি।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০১:২৮ | 143.111.22.23
  • আরে আমার একটাই জুতো। সেটা ওয়ালমার্ট থেকে ২ ডলার দিয়ে কিনেছিলাম - সিরিয়াসলি। কি শক্তপোক্তো জুতো কি বলব! দু বছর টানা রোজ ওটা পরি! এ ছাড়া এক পাটি চপ্পল, একটা স্নিকার, একটা বুট আর একটা হিলওয়ালা জুতো ছিল, স্নিকারটা কোনোদিন হয়ত দৌড়তে শুরু করব আর হিলটা কোনোদিন কখনও হয়ত সাজুগুজু করে পরব ভেবে ঃ-)
  • Abhyu | ২২ এপ্রিল ২০১০ ০১:২৫ | 128.192.7.51
  • আমাকে ডাকলেই আসি।

    ভুল করে ফেলার কম্পিটিশান হচ্ছে? সৌমেন্দুর অ্যাডভাইসার ভুল করে নিজের পাসপোর্ট ফেলে দিয়েছিল। শেষে ডিসি থেকে নতুন পাসপোর্ট করাতে হল।
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০১:০৬ | 198.82.19.146
  • কে যেন শিকাগোর গুণগান কচ্ছিলো? অভ্যু কি?
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 168.26.215.13
  • আঃ বাড়ি বদলানোর সময় নোংরা রাখার জন্য এক সাইজেরই ট্র্যাশ ব্যাগ আছে।
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০০:৫১ | 198.82.19.146
  • কি সাইজের ট্র্যাশব্যাগ সেটাও তো বলতে হবে, নাকি!
  • Tim | ২২ এপ্রিল ২০১০ ০০:৪৬ | 198.82.19.146
  • তাও তো ভালো, একবার আমি একহাতে একগোছা চাবি আর অন্যহাতে ট্র্যাশব্যাগের মধ্যে কোনটা ফেলবো না বুঝে চাবির গোছাটাই ফেলে দিয়েছিলাম। কি কেলো!
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০০:৪৪ | 168.26.215.13
  • আমার চারটে জুতো - একটা আপিসের জন্য, একটা দৌড়নোর জন্য, একটা চটি আর একটা হাওয়াই চপ্পল। ছেলের দুটো - একটা শু, একটা চপ্পল। তাও আমাদের মনে হয় এক ট্র্যাশ ব্যাগই হবে। বাকিটা সহজ হিসেব।
  • aka | ২২ এপ্রিল ২০১০ ০০:৩৯ | 168.26.215.13
  • আমি একজনকে চিনি সে জুতো রাখে গাড়ির ট্রাঙ্কে, গাড়ি থেকে নেমে ড্রেস ও ব্যাগের সাথে ম্যাচ করে জুতো গলিয়ে নেয়।
  • a x | ২২ এপ্রিল ২০১০ ০০:২৮ | 143.111.22.23
  • কাল আবিষ্কার করলাম বাড়ি বদলাতে গিয়ে, এক ট্র্যাশ ব্যাগ ভর্তি জুতো (যা রোজকার পরার না, ভালো জুতো আর কি) ফেলে দিয়েছি, বদলে এক ট্র্যাশ ব্যাগ আবর্জনা ও বাড়ি থেকে এ বাড়ি নিয়ে এসেছি। দুটোই বাইরে থেকে একরকম দেখতে, আমার দোষ না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত