এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৫ | 122.167.241.176
  • ধুর ধুর বেথে কিস্যু জানে না গুরুগ্রাম সম্পর্কে!!!

    শোনেন রাজদীপ দা, গুরুগ্রামে কোথায় আপিস আপনার?

    ১) দিল্লীতে থাকলে, সাউথ দিল্লী, মানে লাজপত নগর/সরোজিনি নগর/খেলগাও বা খুব বেশী হলে নিউ ফ্রেন্‌ড্‌স কলোনি তে থাকুন। ভাড়া ১২-১৮ হাজার, 2 BHK

    ২) গুরুগ্রামে থাকতে চান? জলকষ্ট আর কারেন্ট কষ্ট খুব। দিল্লীর চেয়েও খারাপ। থাকতে হলে থাকুন ফেজ থ্রী পিংক টাউন হাউজে, আমি থাকতুম ঃ) ভাড়া 2 BHK 12K, 3 BHK 14-15K

    ৩) গাড়ি থাকলে দ্বারকাতেও থাকতে পারেন, ভাড়া ১১-১৩ হা 2 BHK
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৫ | 122.172.54.39
  • আমি খাবারদাবার কোনোদিনই ফেলি নি। বরং বিভু রাগ দেখিয়ে না খেলে ওর ভাগের খাবারটা খেয়ে নিয়েছি, যাতে নষ্ট না হয়। এর জন্য যদি আমাকে ডাক্তার দেখাতে চাও, দেখাও।
  • a | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৫ | 122.167.241.176
  • dhur dhur bethe kisyu jaane naa gurugraam samparke!!!

    shonen raajadeep daa, gurugraame kothaay aapis aapanaar?

    1) dilleete thaakale, saautha dillee, maane laajapat nagar/sarojini nagar/khelagaao baa khub beshee hale niu phrenDs kaloni te thaakun. bhaarhaa 12-18 haajaar, 2 BHK

    2) gurugraame thaakate chaan? jalakashhTa aar kaarenT kashhTa khub. dilleer cheyeo khaaraap. thaakate hale thaakun phej three pi`mk Taaun haauje, aami thaakatum :) bhaarhaa 2 BHK 12K, 3 BHK 14-15K

    3) gaarhi thaakale dbaarakaateo thaakate paaren, bhaarhaa 11-13 haa 2 BHK
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৫ | 202.3.120.9
  • আমি ওনাদের প্রতিবেশী হতে চাইনে।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৫ | 198.82.20.174
  • খুবই দুঃখের কথা। এবার থেকে নেমন্তন্ন এলে কেস হিস্ট্রি দেখে নিতে হবে। একটা ডিস পাল্টাপাল্টি হয়ে গেলেই চিত্তির।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৪ | 59.93.247.136
  • ওনার সত্যি ডাক্তারের কাছে যাওয়া উচিৎ
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৪ | 59.93.247.136
  • ল্যাপি টা নিজে নিজেই লাফিয়ে পরার চেষ্টা করছে, আর স্যান মন দিয়ে লিখে যাচ্ছে
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৪ | 115.117.253.245
  • ব্যাংদি ঃ-)))))))))))))))
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 143.111.22.23
  • ব্যাং ঃ-০
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 198.82.20.174
  • হ্যাঁ দরজারা এসে ধন্না দিচ্ছে তবু স্যান নির্বিকার। এমনকি নির্বিকল্পও বলা যায়।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫২ | 59.93.247.136
  • এরপর কোনদিন দেখবো আপিসের দরজার সামনে স্যান দাঁরিয়ে আছে চুপ করে, দরজার হাতলে চিরকুট ঝুলিয়ে।
    তবুই দরজা ভাঙছে না
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫২ | 143.111.22.23
  • তাহলে আর ঝগড়া করা কেন, ডিবেটিং টিমে নাম দিলেই হয়!

    আমি রেগে গিয়ে নিজের ভাগের ভালো ভালো খাবার ফেলে দিয়েছি কয়েকবার। আর একবার খুব রেগে ৩ বোতোল ভালো মদ সিঙ্কে ঢেলে দিয়েছিলাম। আর কিছু ফেলিনি ও ভাঙ্গিনি। প্রতিবারই দিয়ে নিজেরই খুব অনুতাপ হয়েছে ঃ-(
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫২ | 128.192.7.51
  • হ্যাঁ স্যান আবার কবে ধ্বংসাত্মক কাজ করতে ভালবাসে?
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫২ | 122.172.54.39
  • রাগী তবে ঠান্ডা মাথা। লেড পয়জনিং করে মারবে বলে রোজ দাদার খাবারে পেন্সিলের শিসের গুঁড়ো মেশাতো। তারপর একদিন হতাশ হয়ে দাদাকে বললো নিজের কৃতকর্মের কথা। দাদা দীর্ঘশ্বাস ছেড়ে বললো, পেন্সিলের শিসে লেড থাকে না। আর্সেনিক জোগাড় করার পরামর্শ দিয়েছিলো।
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫১ | 65.124.26.7
  • ঃ)) স্যান !
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫০ | 59.93.247.136
  • আমার খালি একটা ভালো রোলেক্স বা ওমেগার ঐ নীল আর্মস্ট্রং কালেকশানটা দর্কার ছিলো। এমনকি বউ ও চাইনে। শ্বসুর চাইলে বউ এর বে দিয়ে দিতে পারে। আমারে খালি দহেজে রোলেক্স বা ওমেগা চাই
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৫০ | 198.82.20.174
  • প্লাস রাগ মিটে গেলে ছেপেও দিতে পারিস লেখাগুলো। সাহিত্যকে সাহিত্যও হলো।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৯ | 115.117.253.245
  • এই জন্য , দেখেছ, এই জন্য পয়েন করে লিখে লিখে ঝগড়া করতে আমি ভালোবাসি। যা যা বলার কথা বলা দরকার বলা হয়ে গেল, মন হালকা হয়ে গেল, কোনো সিন ক্রিয়েট ছাড়া, ধ্বংসাত্মক কাজকম্ম ছাড়া, গলা না কাঁপিয়ে ইত্যাদি। হিংসায় হিংসার শেষ হয় না। কবি বলেছেন। কবির কথা মিথ্যে হয়না।
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৮ | 59.93.247.136
  • কিন্তু রেগে যাওয়া ভালো না। রেগে গেলে লজিকাল চিন্তা গুলো বড্ড বেশী ঘেঁটে যায়
  • dipu | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৮ | 59.164.188.198
  • একটা পৈতের জোগাড় করো। তারপর রাজপুত চৌধুরীদের মেয়ে খুঁজে বার করো। ব্যাস। চাকরিবাকরির মুখে স্বচ্ছন্দে নুড়ো জ্বেলে দিতে পারো।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৮ | 198.82.20.174
  • জিওল মাছের সাথে কি ঝগড়ায় পরাস্ত বরেদের তুলনা করা যায়?
  • Arpan | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৭ | 122.252.231.12
  • হ্যাঁ, ভদ্রমহিলাকে ডাক্তার দেখানো উচিত। আমার মনে হয় ব্যাংদিকেও! ঃ P
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৭ | 198.82.20.174
  • যাহ্‌ ট্যাংরা ওরম বাঁচেনা। কই-মাগুর হলে আলাদা কথা। বা শোল।
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৬ | 202.3.120.9
  • একশো টাকা কি সাবধানে ভাঙা একটা ওয়াকম্যান বা এক কড়াই রান্না মাছ ট্র্যশে ফেলে দেওয়া তবু ঠিক আছে। তিন হাজার টাকা এখনও অনেক টাকা। ভদ্রমহিলা খুব রাগী।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৬ | 122.252.231.12
  • আহা, তখন তো আর ফ্রিজ ছিল না। ভদ্রলোক ওনার সময়ের থেকে একটু এগিয়ে ছিলেন।

    এখন আমি, আমার বউ আর আমার মেয়ে সপরিবারে রাত দশটায় মুর্গি কিনে ফিরি। হাসতে হাসতে।
  • Abhyu | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৬ | 128.192.7.51
  • ভদ্রলোকের উচিত ছিল বউকেও মাছের অনুগমন করতে বলা
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৫ | 59.93.247.136
  • আমি বিহারি বে করবো ভাবছি। সবচে বেশী রেট বিহারে
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৫ | 59.93.247.136
  • ট্যাংরা মাছ হলে কদিন বেঁচে থাকবে ওখানেই
  • dipu | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৪ | 59.164.188.198
  • গুল্টিদের চেয়ে ইউপি-বিহারে রেট আরো অ্যাট্রাকটিভ।
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৪ | 198.82.20.174
  • দুদি, ঃ-)))
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৩ | 143.111.22.23
  • দু ঃ-))
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪৩ | 122.172.54.39
  • সাহসই হোতো না অমন বৌকে ডাক্তারের কাছে যেতে বলার।
  • Paramita | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪২ | 202.3.120.9
  • একটু ডাইগ্রেসাচ্ছি। আজ এক গাড়ি তেলুগু ছেলের সঙ্গে খেতে গিয়েছিলাম। তাদের মুখ থেকে শোনা দহেজগাথার পুরো ডিসকাশনটা হজম করতে পারলাম না। সেই পঁচানব্বই সালে দেশ ছেড়ে যাবার সময়কার সময় যে রেট শুনে দিয়েছিলাম, আইটি গাইজদের, উইথ অর উইদাউট আম্রিকা স্ট্যাম্প, তাতে নতুন কিছু মাত্রা যোগ হয়েছে শুধু।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪২ | 115.117.253.245
  • ওফ্‌ফ। আমি যদি ছেলে হতাম আর আমার বউ যদি এমন হত। বা এখন আমার বর যদি এমন হত। হল? রচনা না লিখলে এই অবোধ বালকেরা কিসুই বোঝে না হায়।
  • Du | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪২ | 65.124.26.7
  • কার্যকরীতে ক।
    এর কাছাকাছি আমি একটা জানি। আমার দাদাকে বহুদিন আগে এক ভদ্রলোক রাত দশটার সময় বাড়িতে নিয়ে গেসলেন মাছ কিনে। তার স্ত্রী হাত বাড়িয়ে জানালা দিয়ে মাছটা ফেলে দেন তক্ষুনি। নো রাগারাগি নাথিং।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪১ | 143.111.22.23
  • আহা ওটা তো পরিবর্তনশীল হতে পারে। আজ বর আছে, কাল বৌ থাকবেনা, গ্যারান্টি কি?
  • bng | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪০ | 122.172.54.39
  • টিমিটার খালি পাজি বুদ্ধি। তবে এই আইডিয়াটা আমি আগে ট্রাই করেছি, লাভ হয় নি বিশেষ। বাড়ি ছেড়ে যাচ্ছে যখন, তখন চেঁচিয়ে বলি ""যে পাঞ্জাবী-পাজামাটা পড়ে বেরোচ্ছো, মনে রেখো সেটা আমার মায়ের দেওয়া, আমার বাবার টাকায় কেনা।"" ক্ষেপে উঠে বলে, "তবে তোমার বাবা-মাকেই এসে খুলে নিতে বলো, আপাতত আমি এটা পরেই বেরোচ্ছি"। ঃ-))
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪০ | 59.93.247.136
  • :-o
    স্যান এখনো সিওর নয় যে ওর কেসে কোন কথাটা ইউজ করবে !! বউ না বর !!!
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪০ | 198.82.20.174
  • স্যানের বউ আছে নাকি? যান্তামি না।
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:৪০ | 143.111.22.23
  • আমি যা ভাবি স্যান তা বলে দেয়। তাই লোকের কাছে বকা খায় ঃ-(
  • Arpan | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৯ | 122.252.231.12
  • * রাখতে রাখতে
  • Tim | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৯ | 198.82.20.174
  • ঐ যে টইতে লিখেছে ""বিভীষণ চুপিচুপি এসে জামাকাপড় পরে...."" , তারপর "" জামাকাপড় নিতে এসেছি" ইত্যাদি ইত্যাদি
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৯ | 115.117.253.245
  • তবে সত্যি বলতে কি, আমার বউ/বর এমন করলে আমি পরদিন তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম। সিরিয়াসলি।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 122.252.231.12
  • আমি একবার একটা একশ টাকার নোট পুড়িয়ে দিয়েছিলাম। না, রাগ টাগ করে নয়, ছোট ছিলাম তো, আস্তে আস্তে মোমবাতির শিখাতে ধরে রাখতে পুরো নোটটা পুড়িয়ে ফেললাম। ভালো লাগছিল।

    সবাই একপ্রস্থ বকাবকি করেছিল। খালি ঠাকুমা বলেছিল এই ছেলে অন্যরকম।

    সেই থেকে উদয়াস্ত খেটে মরি। টাকা আর জমে না।
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 115.117.253.245
  • টিম সত্যি এটা কী লিখেছে???
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 59.93.247.136
  • এমন বউ দের জন্যি তো ক্রেডিট কার্ড ইন্ড্রাস্ট্রি টিকে গেলো
  • a x | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 143.111.22.23
  • এনাদের কি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট? ইমেডিয়েটলি ভদ্রলোকের উচিৎ আলাদা অ্যাকাউন্ট করা :-|
  • Blank | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 59.93.247.136
  • আমরা কি তাইলে এটাই ধরে নেবো যে অ্যারিস্টটলের বৌ ও ব্যাংদির মতন?
  • Samik | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৭ | 122.162.75.99
  • "জামাকাপড় ছাড়া বাড়ি থেকে বেরিয়ে যায়' মানে ?????
  • san | ২৪ এপ্রিল ২০১০ ০০:৩৬ | 115.117.253.245
  • অথচ আমার যতদূর মনে পড়ছে ক্রসওয়ার্ডের তিনি বেশ নিরীহ প্রকৃতির দেখতে ছিলেন। ভালমানুষ ভালমানুষ টাইপ। ভাবা যায় !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত