এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৯ | 59.163.30.2
  • কালকের বন্ধের বিবরণ পড়ে আমারো শমীকের মতোই রাগ হয়েছিলো।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৮ | 204.138.240.254
  • আব্বে, সিকি, কইলকাতারে গাল পাইড়ো না। কইলকাতা অমানুষে ভরসে, আর হুগলী জিলা যেন তীর্থস্থান। ঃ-)
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 59.163.30.2
  • হুতো, প্রথমটা কি সইকত?
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 202.54.74.119
  • শমীক এত রেগে যায় ক্যান? বন্ধ-শিল্পে বাঙালীর যশ কী আজকের দিনে?
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৬ | 198.96.180.245
  • ওক্কে।
  • M | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৫ | 222.254.187.100
  • রঙ্গন ওটা কারে কইলো? হেবি রেগে গেলুম, একটূ ঘুরে আসি।স্টাফ পাঁউরুটি, রাইসপেপারে মোড়া স্প্রিং রোল এসব একটু খেয়ে আসি।
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৪ | 198.96.180.245
  • অশ্বত্থামা হত ইতি তিন ফুটঃ
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১৪ | 121.242.15.238
  • কোন জল দেবে? যমুনার জল?
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১২ | 59.163.30.2
  • প্রী-নিরাকারকে ফুটে পেয়েছে ঃ))
  • rabaahuta | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১২ | 203.99.212.53
  • Q
       -----}   (|)
    Q

    *************************

    ]     ]
    Q L Q
     ]]]]    
        o
       ***


    গরম
    ঝামেলা চরম
    খড়ম জোড়া কই রে?
    ফুটকির ফুট
    কাটা মাঝে মাঝে
    তিরিক্ষি ক্রেতা হস্তে মুগুর

    দিবানিদ্রা অহিফেন অলস বিজৃম্ভন আহা-
    আঁকিবুঁকি শিবাভুক্ত পদ্যকল্পন
    এই তো জীবন অলীক-
    বলেছেন কবি
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১২ | 202.54.74.119
  • হনু দেখছে কিনা জানিনা, কিন্তু বদলানোটা রেল-এর দিকেই যাচ্ছে।ঃ-)
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১১ | 219.64.11.35
  • জাভা অ্যালাউড নয় যখন, চা খাও।
  • til | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১০ | 210.193.178.129
  • দে কে আবার ডিট্টো। আমাদেরকেই বদলাতে হবে- সেটা কিন্তু তেমন কঠিন নয়। উদাঃ মেট্রো স্টেশন।
    --
    কোন এক্সপার্টই কিছু করতে পারবে না; অফিস থেকে লিখছি, জাভা অ্যালাউড নয়।
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৫:১০ | 198.96.180.245
  • আহা রে! মাথায় জল দাও।
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৮ | 219.64.11.35
  • দিল্লি তথা উত্তর ভারতের লোকেদের গালাগাল দিই আমি, অসৎ বলে, খচ্চর বলে। কিন্তু কলকাতা, বাংলার মাটিতে বন্‌ধের সমর্থনে যারা কাল রাস্তায় নেমেছিল, তারা তো বোধ হয় সংখ্যায় খুব একটা কম নয়। তাদের অলমোস্ট প্রত্যেকে কাল যে জিনিসটা করেছে বন্‌ধ পালনের নামে, আমি তো তাদের গালাগাল দেবার ভাষাও আর খুঁজে পাচ্ছি না। এরা কি মানুষ? মানুষের পেট থেকে জন্ম তো এদের?

    অসম্ভব অমানুষে ভরে গেছে কলকাতা। এতটা অমানবিক বোধ হয় এখানকার লোকও নয়।
  • saikaat | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৮ | 202.54.74.119
  • গরম কোথা? সই-এ নিয়েছি। এইতো কালবোশেখি হোল।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৮ | 59.163.30.2
  • স্যানের সাথে ক', আমিও সিঙ্গল চাইল্ড, কলকাতায় ফেরার চেষ্টা করলেই বাবা-মা বলে, এখানে পারমানেন্টলি আসিস না -- ওখানেই থাক! কি জানি কলকাতার জন্য না আমার জন্য!!
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৮ | 121.242.15.238
  • তাই?
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৭ | 198.179.147.71
  • সইদা গরমে কুপোকাৎ - সইকাৎ
  • saikaat | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৬ | 202.54.74.119
  • কলকাতায় আছি তো, সোজা বসে থাকার ক্ষমতা হারিয়ে ফেলছি।ঃ-)
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৫ | 216.52.215.232
  • বাবা-মা আর কিছুটা বাংলা ভাষার টান। আর কোন টান নাই।
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৫ | 198.96.180.245
  • আহা রে!
  • saikaat | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৪ | 202.54.74.119
  • কলকাতাতে বৃষ্টিটাও তো ঠিকঠাক হয় না।ঃ-)
  • M | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৪ | 222.254.187.100
  • দে কে ডিট্টো, নিজেরা নাবদলালে কিস্যু বদলাবেনা, আর সেটা হবে না,এখানকার মানুষ আইদার সহন্‌শীলের চুড়ান্ত নইলে ঝাম বাধানোর,মাথা ঠান্ডা করে থাকতে দেবেনা।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৪ | 216.52.215.232
  • সই কাত হয়ে শুলে?
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০৪ | 198.179.147.71
  • সিকি, অনেকেই বাবামায়ের টানে। সিঙ্গল চাইল্ড হলে এই টানাপোড়েন থেকে কোন মুক্তি নেই। নিজের কেরিয়ার না বাবামায়ের শান্তি? ইত্যাদি।
  • M | ২৮ এপ্রিল ২০১০ ১৫:০২ | 222.254.187.100
  • কি ধাঁধাঁ,কি হলো ?যদিও কলকাতা সত্যি আর বাসযোগ্য থাকছে না এ ব্যাপারে আমি প্রবল একমত।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৯ | 59.163.30.2
  • আমার তো একই বস্তু কলকাতার বাড়ি আর বম্বের বাড়িতে দুরকম সার্ভিস/আফটার-সেল-সার্ভিস দেয়! এটা আমার বহুবারের এক্ষপিরিয়েন্স।

    মুখ্যুমন্ত্রীতে কিস্যু বদলানোর নয়! নিজেদের বদলে ফেলতে হবে কমরেড ঃ)
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 219.64.11.35
  • কাল রাতে বাড়ি ফিরে সারাদিনের খবর দেখলাম, আজ এখন বসে খবরের কাগজে কালকের ঘটনা পড়ছি, সত্যিই বোধ হয় বাংলার থেকে অনেকটা দূরে চলে এসেছি এই ক'বছরে, বিশ্বাস করতে পারছি না, পশ্চিমবঙ্গে এখনও এরকম হয়! কাল সারাদিনের এইসব ঘটনার পরে কলকাতাকে লোকে এখনও মেট্রোপলিটান সিটি বলে? সেখানে এখনও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চলে?

    লোকে ঠিক কীসের টানে কলকাতায় ফিরে আসে? ফিরতে চায়? কলকাতা কি আদৌ একটা লং টার্মে বাসযোগ্য জায়গা?
  • san | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 198.179.147.71
  • এলজির সার্ভিস অবশ্য আমরা খুব ভালো পেয়েছি। লুরুতে। মাইক্রোওয়েভে আর্শোলা ঢুকে দুবার শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। ওরা দুবারই ২৪ ঘন্টার মধ্যে এসে সারিয়ে দিয়েছিল। আগে এবং পরে ফলোআপ কল করেছিল। ইত্যাদি।
  • M | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 222.254.187.100
  • ফোন করতি পারো? আমি আজ অব্ধি লাইন পাই নাই।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 121.242.15.238
  • A senior south Calcutta-based executive used to being driven to office rode a bicycle to work for the first time in his career and ?enjoyed it as much for the joy of cycling through empty, pollution-free streets as for the satisfaction of defeating a regressive bandh culture?.

    http://www.telegraphindia.com/1100428/jsp/calcutta/story_12387122.jsp


    আপিসে লোকজন আমারে জিগ্গেস করছে এটা আমি কিনা। আমি কোন দুঃখে টেলিগ্রাফের রিপোটারের কাছে বড়াই কত্তে যাবো? একে রিপোটার, তায় টেলিগ্রাফ, তায় এই ডায়লগ...

    তবে সাইক্ল ভক্ত আরো অন্ততঃ আরেকজন লোক আছে বলে বেশ খুশি হলুম।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৭ | 216.52.215.232
  • ঃ-))
  • saikat | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৬ | 202.54.74.119
  • কলিকাতা শিশুর বাসযোগ্য এখনও হইল না।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৬ | 121.242.15.238
  • এলজি আরেক হারামী। ব্যাটাদের কল-সেন্টারে ফোং করেও লোক ডাকা যায় না। কল-সেন্টার কোল্কেতায় নয়;-)
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৪ | 121.242.15.238
  • স্যামসাং না স্যামসুং? আমি তো প্রথমটা বলতুম - এখেনে সবাই সুং লেখে বলে আম্মো লিখতে শুরু করেছি, তবে এখনো সাং বলি;-)
  • M | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৩ | 222.254.187.100
  • ইয়ে আমারো একটা প্রশ্ন, আমি পুজার ঠিক পরে LGওয়াশিং মেশিন কিনলাম, তার দশ বছরের ওয়ারেন্টি পাবার কথা, ক্যাপিটাল উল্টোডাঙ্গা দুবছরের দিয়েছে, বাকিটা LG-র দেবার কথা,কিন্তু সেটি এখন ও আসে নাই, আমি কোনো সার্ভিস সেন্টার ও খুঁজে পাচ্ছি না, আর ফোন করেও এদ্দিনে পাই নাই। অতঃকিম?
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫৩ | 121.242.15.238
  • সব ব্যাটা সমান। তার কারণ বিদেশের মতন এখানে এদের কেউ হুড়ো দেয় না। আর দেবেই বা কি করে? সেরকম কোনো সংস্থাই নেই। কাজেই এরা মনের সুখে কোয়ালিটি-ক®¾ট্রালহীন জিনিস বেচে ফায়দা লোটে। কোক বা পেপসি ভারতের কোলায় যতটা ইউরিয়া মেশায় সেটা অন্য দেশে পারবে?

    এর সাথে কলকাতা বা লুরুর সম্পক্কো নেই। নতুন প্যাক খুলে বের করা স্টেবিলাইজার যেটা এখানে কাজই করলো না সেটা কি লুরু বা দিল্লীতে করতো?
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫১ | 216.52.215.232
  • * আফটার সেল্‌স সার্ভিস
  • h | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৫১ | 203.99.212.53
  • কলকাতার এই সমস্যাটা নতুন মুখ্যমন্ত্রী এলেই কেটে যাবে। তখন নোকিয়া শুধু নিজের মোবাইল না, স্যামসাং এর এসি আর এল জি র্টিভিও বদলে দেবে, রাস্তায় দেখা হলে স্যামসাং টি শার্ট পরা লোকেরা যিগ্যেস করবে, দাদা আপনার নোকিয়াটা চলছে তো, না চল্লে, পকেট থেকে বের করে একটা নতুন ১১ হাজার টাকার নোকিয়া দিয়ে দেবে। এ আমি মানস্‌চক্ষে দিব্য দেখতে পারছি।
  • Arpan | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৯ | 216.52.215.232
  • স্যামসুঙের আফটার সার্ভিস খুব বাজে। রিসেন্টলি আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেট ব্যান করে দেবার ঘোষণার কিছুদিন পরে পরেই বউয়ের স্যামসুং ফোনটা নম্বরবিহীন হয়ে গেল এবং নেটওয়ার্ক ধরা বন্ধ করে দিল। তিন-চারবার বিটিএম লেআউটে সব কাজ ফেলে দৌড়োদৌড়ি করার পরে বলল মাদারবোর্ড পাল্টাতে হবে। শেষপর্যন্ত গান্ধীমার্কেটের এক মেকানিক কীসব সফটওয়্যার দিয়ে ঠিক করে দিল। খালি বলেছিল ছশো টাকা লাগবে আর একঘন্টা ঘুরে আসুন, হাতে অনেক কাজ।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৮ | 59.163.30.2
  • তিল,
    এই তো জাভার এক্ষপার্ট এসে গ্যাছে! ডান চোখ খুলে দেবে!
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৬ | 121.242.15.238
  • সার্ভিস সেন্টার কিন্তু কো-অপারেট করছে - Whirlpool বা স্যামসুং - দুটোতেই। ওই যে বল্লাম - জিনিসটাই এত ঢপের যে ওরা নিজেরা বলছে ফেরত দিতে পারলে ভালো হয়।
  • til | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৪ | 210.193.178.129
  • দে,
    একদম! একই রেল কিন্তু শতাব্দী ( বা রজধানী) এক্সপ্রেস এখানে ও সেখানে- অনেক তফাৎ।
    (আবার দানকানা)
  • Samik | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৩ | 219.64.11.35
  • এবার ফুটকি কী কমেন্ট দেবে? ঃ-)
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৩ | 59.163.30.2
  • ।/?
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪৩ | 121.242.15.238
  • সাচ্চা।
  • Arijit | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪২ | 121.242.15.238
  • আমাদের Whirlpool-এর স্টেবিলাইজার নিয়ে একই সমস্যা। এলজি এসির দোকানে ওটা রেকমেন্ড করে বলে কেনা হল। যেগুলোই Whirlpool-এর সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসে, নতুন প্যাক খুল্লে কোনোটাই চলে না - হয় ডিসপ্লে খারাপ, নয়তো স্টেপ-আপ হয় না - কিছু না কিছু প্রবলেম। অলরেডি খান তিনেক বদলেছে, গতবার কমপ্লেন করার পর তিনবার চেষ্টা করেছে - একটাও কাজ করেনি - এখনো বাড়িতে সেগুলো পড়ে আছে, ওরা একটা ঠিকঠাক মাল দিয়ে এগুলো নিয়ে যাবে। ইনফ্যাক্ট সার্ভিস সেন্টারের লোকেরাই কমপ্লেনের চোটে হয়রান হয়ে যাচ্ছে। বলেছে Whirlpool-কে লিখতে যে ওটা ফেরত নিয়ে পয়সা ফেরত দিতে।

    মজাটা হল Whirlpool-এর সাইটে প্রোডাক্ট লিস্টে এটা নেইই। কে জানে ওদের ডিরেক্টরের সাইড বিজনেস কি না...
  • . | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৪১ | 198.96.180.245
  • আচ্ছা।
  • de | ২৮ এপ্রিল ২০১০ ১৪:৩৫ | 59.163.30.2
  • অরিজিত আর রাজদীপের সমস্যার অনেকটাই কলকাতার অ্যাটিটিউড এর সমস্যা! এখানকার সার্ভিস গুলো প্রপার প্রফেশনাল অ্যাটিটিউড বেশীর ভাগ সময়েই মেন্টেন করে না!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত