এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১২:০০ | 61.95.144.122
  • আমি তো খুব আশা নিয়ে অ্যান্ডারসনে ভত্তি হলুম - ছেলে শিখবে আর আমি শনি-রবি গা ঘামাবো। অ্যান্ডারসনের হাইপটা বড্ড বেশি - মানে ফেসিলিটি দেখলে। ক্লাব হিসেবে বড় বড় লোকেদের জায়গা হতে পারে - কিন্তু তাতে সীজনাল সুইমারদের আর কি এলো গেল। একটা ছোট্ট পুল, তার একদিকে মেয়েদের জন্যে আলাদা করা। বাকি অংশটাতে খোকা-ধেড়ে সবাই শিখছে। দশ ফুট সাঁতরালে তিনবার চোখ তুলে দেখে নিতে হয় কারো সাথে ধাক্কা লাগলো কিনা...অল্টারনেটিভ হল লেকে নামা - কিন্তু জল থেকে মেছো মেছো গন্ধ পেলুম বলে ইচ্ছে করলো না।

    এর চেয়ে ক্যালকাটা স্পোর্টসের পুলটা ঢের বড় ছিলো, আর বড় পুলের পাশে লার্নার্স পুলগুলো ছিলো - আলাদা। কিন্তু ওদের উইকেন্ডে হয় না বলে করা গেলো না।
  • san | ৩০ এপ্রিল ২০১০ ১১:৫৫ | 198.179.147.71
  • কোলকাতা এসে ইস্তক জীবন থেকে জিম টিম উঠে গেছে ঃ-((((
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:৫০ | 61.95.144.122
  • প্লাস্টিক বডি বলে একটু ভয় পাচ্ছি। আমার তো বাড়িতে খুব শান্ত দু পিস আছে...
  • Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১১:৪৮ | 216.52.215.232
  • সেই আবাপতে দেখেছিলাম গ্বালিয়র। তারপরে এই যোগ্ব্যায়াম।
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:৪৮ | 61.95.144.122
  • বলছি কি - সাহস করে ই৬৩ কিনে ফেলবো কি? এই সাজেশন? তাইলে এই কলেজ মোড় অবধি হাঁটবো, নইলে কাটিয়ে দেবো।
  • de | ৩০ এপ্রিল ২০১০ ১১:৪৭ | 59.163.30.3
  • আমার ক্রেডিট, ডেবিট দুইই অ্যাপ্লাই করার সাতদিনের মধ্যে এয়েছে -- এতো অসুবিধা হলে আমি কার্ডই নিতাম না!

    অরিজিত,
    হাঁটুর জন্য কিছু যোগ্ব্যায়াম নিয়মিত করুন, আদারোয়াইজ বুড়া বয়সে ভোগান্তি হবে!
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:৪৫ | 61.95.144.122
  • এখানে ফিরে যখন প্যান কার্ডের জন্যে অ্যাপ্লাই করলুম (নম্বরটা সেই ২০০০ সাল থেকেই ছিলো, কার্ড ছিলো না), তখন কিন্তু কারেন্ট আর পার্মানেন্ট ঠিকানা কলকাতা দিয়েছিলুম। ট্যাক্স জুরিসডিকশন সেই মতন আপডেট হওয়া উচিত ছিলো না?
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:৩৪ | 61.95.144.122
  • আচ্ছা, এই ওয়ার্ড/সার্কল কি করে বদলানো যায়? ইনকাম ট্যাক্সোর সাইটে প্যান দিলে আমার এখনো দিল্লী দেখায়। অথচ গতবার এখানকার ঠিকানা দিয়ে ফাইল করিয়েছি - নিজে নিজেই তো আপডেট হয়ে যাওয়ার কথা।
  • san | ৩০ এপ্রিল ২০১০ ১১:৩১ | 198.179.147.71
  • ঠিক কথা। পাসপোর্ট প্যানকার্ড আর ছবি। এই চেয়েছিল।
  • san | ৩০ এপ্রিল ২০১০ ১১:৩০ | 198.179.147.171
  • হ্যাঁ, এখন আইসিআইসিআই বন্ধ করে দিয়েছে।

    এইচডিএফসিও বেশ ভাল। আমার অবশ্য সবে হয়েছে, তবে আমার বরেরটা প্রথম থেকে এইচডিএফসি। তারও স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে লিংকড, এবং কোনো ঝুটঝামেলা হয়নি।
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:৩০ | 61.95.144.122
  • এইচডিএফসি তো আমার বউরে ক্রেডিট কার্ড দিসে। কিছুদিন আগে।

    আসলে ওরা শুধু প্যান দিয়ে খোঁজার চেষ্টা করে - আমার প্যান দিয়ে গত বছরের আগে তো কিছু পাওয়ার কথাই নয়। কিছু না পেলেই আর ভেরিফিকেশনের কষ্টে যায় না - শুধু শুধু রোদে বেরোতে হবে বলে;-)
  • Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১১:২৮ | 204.138.240.254
  • দীপু না কে বলল আইসিআইসিআই ক্রেডিট কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। দীপুই তো?

    আইসিআইসিআইয়ের সার্ভিস জেনেরালি অনেক ভালো হয়।
  • san | ৩০ এপ্রিল ২০১০ ১১:২৮ | 198.179.147.171
  • প্রথমবার আইসিআইসিআই। বছর চার আগে। তারপর এইচডিএফসি এই তো দুমাস আগে।
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:২৭ | 61.95.144.122
  • শেষবার অ্যাক্সিস ব্যাঙ্ককে তুমুল খিস্তি করে মেল করেছিলুম - তখন বলেছিলো যে সিকিওরড ক্রেডিট কার্ড দিতে পারে - সেটা শুনে আরো খিস্তি করে একটা মেল পাঠিয়ে দিয়েছিলুমঃ-)
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১১:২৪ | 61.95.144.122
  • মনে হয় না। স্যালারি অ্যাকাউন্টের সাথে ডেবিট কার্ড লিঙ্কড হতে পারে। ক্রেডিট কার্ড কেন হবে - এক যদি না কর্পোরেট কার্ড হয়?

    আমি আমার এক্ষপিরিয়েন্স বল্লাম - অ্যাক্সিস ব্যাঙ্কের (এখন মনে পড়লো শপার্স স্টপ-সিটিব্যাঙ্কও জোর করে বার দুই অ্যাপ্লাই করিয়েছিলো)। কোনো ভেরিফিকেশন না করেই বাতিল করে, এবং সাধারণতঃ কোনো ইন্টিমেশনও আসে না।
  • Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১১:২১ | 204.138.240.254
  • কোন ব্যাঙ্ক?
  • san | ৩০ এপ্রিল ২০১০ ১১:১৯ | 198.179.147.71
  • তবে হ্যাঁ গোটা পঞ্চাশ মতন সই করতে হয়েছিল, সেটা ঠিকই।
  • san | ৩০ এপ্রিল ২০১০ ১১:১৭ | 198.179.147.71
  • কিন্তুক, আমার তো লুরু এবং কোলকাতা দুবারই ডেবিট কার্ড দিয়েছিল ডকুমেন্টস জমা দেবার সঙ্গে সঙ্গে, অ্যাক্টিভেট হতে লাগল সাত দিন, আর সে অ্যাকাউন্টে স্যালারি এসে পড়ার দিন সাতেকের মাথায় ক্রেডিট কার্ড চলে আসল। ওরা বলেও ছিল সাত দিনই লাগবে স্যালারি আসার পর।

    অরিজিত, ন্যাড়াদা এদের ক্রেডিট কার্ড গুলো স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে লিংকড নয়?
  • saikat | ৩০ এপ্রিল ২০১০ ১০:৪৩ | 202.54.74.119
  • বুঝে নেবেন।
  • saikat | ৩০ এপ্রিল ২০১০ ১০:৪২ | 202.54.74.119
  • সবে নববর্ষ গেল, এখনই ট্যাক্সোর হিসেব হিসেব কষে !!!
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১০:৩৯ | 61.95.144.122
  • খ্যা খ্যা। অঙ্ক মুখস্থ কত্তে নাই;-)
  • Arpan | ৩০ এপ্রিল ২০১০ ১০:৩৭ | 216.52.215.232
  • জনতা, কালকের হিসেবটা কাটিয়ে দাও। একটা ভুল ডেটা নিয়ে হিসেব করেছিলাম। ঃ-(
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১০:০৯ | 61.95.144.122
  • এঃ লিভারপুল ইউরোপা লীগ থেকেও ফুটে গেলো রে...
  • Arijit | ৩০ এপ্রিল ২০১০ ১০:০২ | 61.95.144.122
  • ন্যাড়াস্যারের অহন ক্রেডিট কার্ড আইবো না - সেটা গ্রান্টী দিতে পারি। বছর দুই পর যখন দুইটা ফর্ম ১৬ অইবো, তহন আইলেও আইতে পারে।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৫৪ | 61.12.12.83
  • ভালো কথা, Tulpan দ্যাখো।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৫২ | 61.12.12.83
  • রোমানি জিপসিরা হাজার বছর আগে উত্তর-পশ্চিম ভারত থেকে ইউরোপের ওদিকে মাইগ্রেট করেছিল। ওদের ভাষায় এখনো বেশ কিছু শব্দ সেই পুরনো চেহারা ধরে রেখেছে। সিনেমাটাতে কয়েকটা শব্দ বেশ বোঝা যাচ্ছিল। দেবা, তাপ্পরে এক, দুই, তিন ইত্যাদি।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৪৬ | 59.93.219.250
  • সেন্টি খেয়ে গেছি রে সিনিমাটা দেখে।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৪৩ | 61.12.12.83
  • Time of the Gypsies হেবি ভালো লেগেছিল। আর ওই গানটা তুমুল বিখ্যাত।
  • dipu | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৪২ | 61.12.12.83
  • ছবিটা বেশ।

    খালোড় চিনি। আমার্বাপের্বাড়ি।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৩৩ | 59.93.219.250
  • উরিত্তারা। ছবি টা অসা। দারুন।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৩১ | 59.93.219.250
  • Time of the Gypsies দেখার পরে কেমন দুঃখু মতন পেলুম। বেশ সেন্টু টাইপ ছিলো। কে যেন গুরু তে জিপসি গান চেয়েছিলো, এই সিনিমাটা দেখে মনে পরছিলো।
    এমির কুস্তুরিকা কে দিয়ে কিছু হিন্দি সিনেমার রিমেক করানো উচিৎ।
  • sinfaut | ৩০ এপ্রিল ২০১০ ০৯:৩০ | 117.194.200.153
  • বাগনানের ভিতর কোনো জায়গায়। খালোড় মনে হয় নাম জায়গাটার।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ০৯:২৮ | 59.93.219.250
  • অসা হয়েছে রে সিঁফো। কিন্তু বস্তু টাকে পেলো কোথায় তোর দাদা?
  • Sibu | ৩০ এপ্রিল ২০১০ ০৯:১০ | 173.145.201.215
  • ইসবগুলে তো শিলাবৃষ্টি হবে।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ০৮:৪৩ | 122.162.75.44
  • দিল্লির আকাশে যদি এট্টুস ইসবগুল স্প্রে করে দেওয়া যেত, তো বিষ্টি হতে পারত। বুধবার হাল্কা অন্ধকার করে এল, রাত দশটার সময়ে সে কী বিদ্যুৎ চমকানি, সে কী কড়াক্কড় বাজ! ভাবলাম, এই বুঝি হৃদি ভেসে গেল। সাড়ে এগারোটায় সব সন্নাটা। বাড়িতে টর্চও নেই যে জ্বেলে দেখব আকাশে মেঘ আছে না গেছে।

    পরদিন কাগজে পড়লাম আমাদের এলাকায় নাকি বিষ্টি হয়েছে। বেলা বারোটায় যখন বেরোলাম বাড়ি থেকে, সেই আগের দিনের মতই সেক্সি লু, আর ধুলোর চাদর। নাকের মিউকাস শুকিয়ে খটখট, চোখের জলের লেয়ার শুকিয়ে চোখ জ্বলছে।

    কাল বিকেল থেকে বেশ মেঘ হয়েছে। যদি হিঁদুস্তান টাইম পড়ো তো দেখবে ক্যামং সুন্দর ছবি দিয়েচে, বারাখাম্বা রোডের ওপর ঘন কাজল মেঘ, ড্রিজলে নাকি টেম্পারেচার তিন ডিগ্রি নামিয়ে দিয়েছে।

    আমার বোধ হয় চোক্ষারাপ হয়ে গেছে। মেঘ দেখতে পাচ্ছি, ড্রিজল দেখতে পাচ্ছি না। আকাশে এখনও হাল্কা কালো মেঘ। কোষ্ঠকাঠিন্যে ভুগছে। তুমুল গরম। সব শুকনো।
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ০৮:৩৮ | 122.162.75.44
  • এই বৈষম্যের বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ গড়ে তুলুন কংরেড!

    রাণা, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ইয়া ...
  • rimi | ৩০ এপ্রিল ২০১০ ০৮:৩৬ | 24.42.203.194
  • আরে আরো আশ্চর্য্য!! কালামার্ছুটি নয়!! ঃ-(((
  • Samik | ৩০ এপ্রিল ২০১০ ০৮:৩১ | 122.162.75.44
  • আরেঃ, ক্কীআশ্চর্য! কালামারোছুটি!
  • Abhyu | ৩০ এপ্রিল ২০১০ ০৭:৪২ | 97.81.108.219
  • কালামার্ছুটি
  • Du | ৩০ এপ্রিল ২০১০ ০২:০৭ | 65.124.26.7
  • আর বারটাও তো বেস্পতি। কাল কি দেশে ছুটি?
  • a x | ৩০ এপ্রিল ২০১০ ০১:৪৮ | 143.111.22.23
  • সবে সোওয়া তিনটে। পুরোনো উপকূলে তো সোওয়া একটা মাত্র।
  • Paramita | ৩০ এপ্রিল ২০১০ ০১:১৪ | 202.3.120.9
  • ব্যাটারি পিঁক পিঁক। ঘুমোতে যাই। আম্রিকান পাখিরা আপিশ থেকে কেটে পড়েছে নিঘ্‌ঘাত।
  • Rana | ৩০ এপ্রিল ২০১০ ০০:২৭ | 123.237.165.142
  • বটে। সে কথা কি আর এত দিন পরে মনে আছে? তবে আর রাগ নেই।
  • Paramita | ৩০ এপ্রিল ২০১০ ০০:২১ | 202.3.120.9
  • না না, মনে আছে। চন্দ্রিলের ওপর খুব রেগে ছিলেন, সেই জন তো?
  • Rana | ৩০ এপ্রিল ২০১০ ০০:১০ | 123.237.165.142
  • আজ্ঞে ঋজু না। অন্যের ছদ্মনাম ব্যবহার করার জন্য দুঃখিত।

    আসলে প্রায় তিন চার বছর পরে গুরুতে কিছু লিখলাম। শতকরা ৯৯ জন লোকই ভুলে মেরে দিয়েছে।
  • Tim | ৩০ এপ্রিল ২০১০ ০০:০৭ | 198.82.17.197
  • পামিতাদি এদানি স্বল্পবাক হয়ে গেছে।
  • Tim | ৩০ এপ্রিল ২০১০ ০০:০৪ | 198.82.17.197
  • ও আচ্ছা। যাহোক, ভালো লাগলো।
  • Blank | ৩০ এপ্রিল ২০১০ ০০:০৩ | 59.93.193.165
  • ঋজু না
  • R | ৩০ এপ্রিল ২০১০ ০০:০২ | 123.237.165.142
  • কেউ আমর ব্লগটা দেখলে খুব খুশি হবো। কোনো হিটই যে নেই।

    http://rseg.blogspot.com/
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত