এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৬ এপ্রিল ২০১০ ১৫:৩২ | 198.179.147.71
  • কী নিয়ে কথা হচ্ছে? ব্যাংদি রিলোকেট কচ্ছ নাকি?
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:৩২ | 204.138.240.254
  • কটা দিন মানে! তুমি তো মাসখানেকের জনু ডুব মারছ।

    কলকাতার প্যাচপেচে ঘামের থেকে লুরু এনিডে বেটার। আর মেয়েকে অত বহুমুখী প্রতিভা বানিয়ে লাভ কী! যেটা চাইবে সেইটা মন দিয়ে শিখুক।
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:৩১ | 122.172.57.155
  • বাঙাল পোলায় আবার ঝিঙেপোস্ত দিয়ে এক থালা ভাত সাঁটায় নাকি!
    ছ্যাঃ ছ্যাঃ, জাতের কলঙ্ক!
  • dipu | ২৬ এপ্রিল ২০১০ ১৫:৩১ | 61.12.12.83
  • সবই মায়া।
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৫:৩০ | 59.163.30.6
  • অরিজিতের তাহলে রোজ তিন ঘন্টা ট্রাফিকেই যায়! কঠিন জীবন!
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:৩০ | 122.172.57.155
  • এখনই খেতে যাস না, কটা দিন সবুর কর।
    মেয়ে আরেকটু বড় হোক, তখন বলিস লুরুর মত জায়গা হয় না। পিয়ানো ক্লাস ফ্রেজার টাউনে, তো আঁকার ক্লাস কোরামঙ্গলায়। দম বেরিয়ে যাবে।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৯ | 204.138.240.254
  • আমার আর ফেলাট কেনা হল না। জানিই না পরের চাকরিটা কোথায় হবে। ঃ(
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৭ | 59.163.30.6
  • অর্পণ,
    ঐ ট্রাফিক সইতে পারি না বলে ডাবল দাম দিয়ে আপিসের কাছাকাছি ফ্ল্যাট কিনেছি! ঐ পয়সায় আমার অন্য জায়গায় আড়াইখানা ফ্ল্যাট হোতো!
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৭ | 122.172.57.155
  • অরিজিৎ , তবু তো দিনের শেষে দুটো বুড়োবুড়ি, সপ্তাহের শেষে আরো দুটো বুড়োবুড়ির মুখ দেখতে পাবো।
    কিন্তু এইখানে কিসের লোভে অ্যাত্তো কষ্ট ভোগ করে পড়ে থাকবো? এদিকে ছেলের বাবা যদি কোলকাতায় চাকরি না জোটাতে পারে, তাহলে আবার ছেলেকে বাবা ছেড়ে থাকতে হবে। কঠিন চাপ! ঃ-(
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৬ | 204.138.240.254
  • তালে আর কী করা যাবে। তোমার নাম করে আমিই খেয়ে আসবো।

    তোমার কথায় মনে পড়ল পর্শু চমৎকার আলু-ঝিঙা-পোস্ত হয়েছিল। সেই দিয়ে একথালা ভাত খেয়ে ফেলার পরে মনে পড়ল মেনুতে মাংসও আছে।
  • Blank | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৫ | 170.153.65.102
  • D
  • Arijit | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৪ | 61.95.144.122
  • আশেপাশে ক'টা শহিদ পড়ে থাকে ব্ল্যাংকি সেটা বাদ দিলো।
  • Blank | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৩ | 170.153.65.102
  • আমার বাড়ি থেকে আপিস ৩০ কিমি। মোটামুটি ১ ঘন্টায় ঢুকে যাই। রাত্তিরে জ্যাম না থাকলে ৪৫ মিনিট লাগে
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২৩ | 204.138.240.254
  • না না, লুরুর মত জায়গা সত্যি হয় না। ট্রাফিকের ধকল সই মাসে হার্ডলি তিন-চাদ্দিন। সাধে এত টাকা ভাড়া গুনে গেরামের দিকে পড়ে আছি!
  • Arijit | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২২ | 61.95.144.122
  • বিশ কিলোমিটার চল্লিশ মিনিট বাইপাসে - যেটা কম্প্যারেটিভলি চওড়া, এবং ফাস্ট ট্র্যাফিক। আপিস টাইমে শহরের মেন রাস্তাগুলোতে গেলে ওই ওই ঘন্টায় পাঁচ কিলোমিটারই হয়। আর বাইপাসে পৌঁছতে - মানে আট কিলোমিটার আসতে আমার লাগে আরো প্রায় চল্লিশ মিনিট - রিক্সা, অটো, সাইকেল আর লোকের পিছন পিছন আসতে।
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২২ | 122.172.57.155
  • আজ রাত্তিরে, সাড়ে আট ঘটিকায়।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২১ | 204.138.240.254
  • খাইসে। কবে পালাচ্ছ যেন বললে? তার আগে টুক করে হয়ে যাক।
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২১ | 59.163.30.6
  • কি ঝঘন্নো জায়গা!!

    তিল জেমস নন? কি জানি!
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২০ | 122.172.57.155
  • বিরিয়ানি নিয়ে আর কি উচ্চবাচ্য করবো! রান্না করার জল শুদ্ধু নেই, সেই কবে থেকে এবেলা ওবেলা সবুজ বিরিয়ানি আর বাদামী বিরিয়ানি খেয়ে আছি। মা-বাবা আসার আগে পোস্ত বেটে রেখেছিলাম, আজ অব্দি বড়া ভেজে উঠতে পারলাম না। এখন এমন জেদ চেপে গেছে, ফ্রিজভর্তি কাঁচা সব্জী আর পোস্তবাটা কৌটোয় করে নিয়ে প্লেনে চাপবো।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:২০ | 204.138.240.254
  • জেমসদা, লাস্ট কবে এসেছেন এদিকে?
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 122.172.57.155
  • কোরামঙ্গলায় থাকতে দিচ্ছেটা কে! অত টাকা নেই।

    অরিজিৎ, তুমি বলছো বিশ কিমি চল্লিশ মিনিট, আর আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা ১০কিমিও না, সেটা যেতে লাগে এক ঘন্টা। ছেলের স্কুলে ছুটির পরে যে কোনো একটা খেলার কোচিং নেওয়া যায়, ছেলে সেই সেরে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে ছটা বেজে যায়, তারপর আর তার খাওয়ার ইছে শুদ্ধু থাকে না। এবছর থেকে সেটাও বন্ধ করে দিলাম। ঃ-(
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 204.138.240.254
  • হ্যা হ্যা হ্যা। আমি গত বছরের একটা সময় চার কিমি আসতাম পঁয়তাল্লিশ মিনিটে। খালি ফার্স্ট গিয়ার, হাফ ক্লাচ আর ব্রেক।
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৬ | 59.163.30.6
  • জল ছাড়া বিরিয়ানী হজম হবে না! ঃ)
  • til | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৫ | 220.253.240.3
  • সুচেতনা,
    তাই বলে কলকাতায়? আপনার যা মনের অবস্থা এখন, জ্ঞান দিচ্ছি মনে হতে পারে। হুট হাট করে কিছু করবেন না। নিশ্চয়ই কিছু পকেট আছে যেখানে জলের কষ্ট কম।
    জয়নগরে থাকাকালীন কোনদিনও হয়নি। ঐ জলাহাল্লিতেই। কোয়ার্টার পাবার আগে এক মালয়য়ালী ঘেট্টো তে থাকতাম। বিশাল মহেঞ্জোদাড়ো টাইপের বোর ওয়েল জল সাপ্লাই করতো।
    অর্পনের কথায় যুক্তি আছে, যে জায়গা scarcity prone সেখান থেকে পালানো ই শ্রেয়।
    তো কো-অপ। টাকা বাকী রেখেছে কেন? এদের তো মাসল পাওয়ার বেশী হবার কথা।
    অবশ্য কো-অপ! আমার এক টুকরো জমি ছিল। কো-অপ। এমন কি করলো যে জমিটাই ভোগে গেল, সুপ্রীম কোর্ট অবধি গড়িয়ে ছিল।
    All said and done, ব্যাঙ্গালোরে থাকতেই আমি চাই, কিন্তু এখন আমার নাগালের বাইরে। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন!
    --
    দে,
    আমার সঙ্গে অন্য কাউকে গুলিয়ে ফেলেছেন!
  • rabaahuta | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৫ | 203.99.212.53
  • অজ্জিদ্দা, ২০কিমি ৪০মি তো ভালো, আমি আজকে ১৫কিমি একঘন্টা পনেরো মিনিটে এলাম।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৪ | 204.138.240.254
  • যাহ্‌, বিরিয়ানি নিয়ে উচ্চবাচ্য করল না। ঃ O
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১৩ | 204.138.240.254
  • অথবা হেইচএসআর লেআউট।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১২ | 204.138.240.254
  • দেখো, এয়ারপোর্ট রোডে পড়লেই জীবন যন্ত্রণাময় হয়ে যাবে।

    সবচেয়ে ভালো হয় যদি কোরমঙ্গলায় থাকো।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১২ | 61.95.144.122
  • ট্র্যাফিক কি এখানে পাবে না ভাবছ? রোজ বাইপাস দিয়ে আসতে আসতে ভাবি বছর দশেক আগেও বাইপাসের আশেপাশে ফাঁকা মাঠ ছিলো। এখন বিশ কিলোমিটার আসতে চল্লিশ মিনিট লাগে (মিনিমাম)। পরমা, পঞ্চান্নগ্রাম, রুবির মোড় দেখলে ভয় পাবে।
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৫:১১ | 59.163.30.6
  • বুঝতে পারলাম, সত্যিই কঠিন অবস্থা! এইরকম অবস্থায় আমি অন্ততঃ কখনো পড়িনি! কোল্কাতায় যাও, তারপরে কথা হবে!
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:০৯ | 122.172.57.155
  • অর্পণ, তাহলে তো জলের কষ্ট বাদ দিলে, যাতায়াত তো তোদের ওদিকেও সমান অবস্থা! আমার আজকাল সন্ধেবেলা বেরোতে ভয় লাগে, কম করে পাক্কা দেড় ঘন্টা রাস্তায় বসে থাকা চুপ করে।
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:০৫ | 122.172.57.155
  • অরিজিৎ, আমার আবার পুরানো স্কুলগুলোর দিকেই বেশি নজর। কে জানে কি হবে!
    ঐ ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে আবার এই পাপপুরীতেই ফিরতে হবে। যে শহরে দুই কিমি রাস্তা যেতে ৬টা ট্র্যাফিক সিগন্যাল পেরোতে হয়, সেখান সম্পর্কে আর কি বলা যায় !
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৫:০২ | 122.172.57.155
  • আমার ইমেল আই ডি suchetana.dutta@gmail.com

    আরে ফ্ল্যাট বিক্রিতেও ব্যথা আছে, আমাদের রেসিডেন্ট অ্যাসোর সাথে বিল্ডার এল অ্যান্ড টির মামলা চলছে, আমাদের পুরানো চিল্ড্রেন্স পার্কে নতুন ফ্ল্যাট বাড়ি তুলে দেওয়া, বাকি খোলা এরিয়া রেলিঙ্কুইশ করে দেওয়া ইত্যাদি নিয়ে। ফলে চট করে বিক্রিও করে উঠতে পারবো না।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৫:০০ | 204.138.240.254
  • তালে আরেকদিন চলে এসো। আমাদের নতুন বাড়ি আসতে গেলে বোধহয় ভয় পেয়ে যাবে। কিন্তু ওই দোকানটায় বসে চমৎকার খ্যাঁটন ও ভাট হবে।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৫৯ | 61.95.144.122
  • কলকাতায় এই সেশনে স্কুলে ভর্তি করা একটু চাপের হবে। আমরাও মে মাসে ফিরে এই নিয়ে বেশ ঘুরেছিলাম। অবিশ্যি ইন্টারন্যাশনাল স্কুল, হেরিটেজ, ডিপিএস, ইত্যাদিতে চাপ হবে না। চাপটা ট্র্যাডিশনাল স্কুলে।
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 122.172.57.155
  • আর সেদিন থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি করবো বল! ঃ-( ঐ হিন্দিতে বলে না দানে দানে পে লিখা হোতা হ্যায় খানেওয়ালাকা নাম! হায়দ্রাবাদি বিরিয়ানির একটা দানাতেও হিংসুটে ভগবান আমার নাম লেখেন নি।
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 204.138.240.254
  • এক ঘন্টার বেশি না। মুর্গেশপালিয়া অব্দি ৪০-৪৫ মিনিট লাগবে। তারপরে রাস্তায় অত জ্যাম নেই।
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৫৭ | 59.163.30.6
  • সত্যিই ভয়াবহ অবস্থা! আমি হলেও ঠিক একই কাজ করতাম! ভালো থেকো ছেলেকে নিয়ে -- কলকাতায় definitely কিছু পজিটিভ রেসপন্স পাবে -- তোমার ইমেল-আইডি টা একটু দিয়ে রেখো!

    তবে এই হাউসিং এর ফ্ল্যাট বেচে অন্য কোথাও গেলেও কি একই অবস্থা হোতো?
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৫৫ | 122.172.57.155
  • অর্পণ, তোদের ওদিক থেকে রেসিডেন্সি রোড আসতে কত সময় লাগে , আমায় একটু বলতে পারিস, মানে পিক আওয়ারে?
  • Arpan | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৫৩ | 204.138.240.254
  • এই পূর্বদিকে এসে থাকো। জলের কষ্ট নাই। ছোট হাউসিংএ থাকলে নিজস্ব বোরওয়েলে জল পাবে। তিন-চারশোর বেশি ফ্ল্যাট হলে মুশকিল হবে।

    আর সেদিন তো থাকলে না। কী চমৎকার হায়দ্রাবাদি বিরিয়ানি এনেছিলাম। লোকে খেয়ে খুশ।
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৪৮ | 122.172.57.155
  • কেমন করে আর চলছে দে! আমার মা-বাবা ১৬ তারিখে এসেছিল, ১৭তারিখ নাতির জন্মদিন উপলক্ষ্যে। তার আগের দিন থেকে জল নেই। মা-বাবা বৃহস্পতিবার ফিরে গেল কোলকাতা। বৃহস্পতি আর শুক্র একটু জল পেয়েছিলাম, আবার শনিবার থেকে জল আসে নি। আগে ট্যাংকার থেকে জল নিত, কিন্তু এইবার ট্যাংকারমালিকরা আমাদের হাউসিংকে বয়কট করেছে, কারণ নাকি তাদের পাওনা প্রায় দেড় লাখ টাকা যেটা তাদের মেটানো হয় নি। সবই অবশ্য শোনা কথা।
    আজ রাতে আমি কোলকাতা পালাচ্ছি। গিয়ে কোলকাতার স্কুলগুলোয় খোঁজখবর করবো। বরাত ভালো থাকলে, আর এই আইটিনগরীতে ফিরছি না। যথেষ্ট হয়েছে, পুদিনাপাতা দেওয়া বিরিয়ানি আর আমি খেতে চাই না।
  • Rajdeep | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৪১ | 202.79.203.59
  • তিল এটা দেখুন , কে সি নাগ সম্বন্ধে কিছু জানতে পারবেন http://guraprki.com/ ""The institution flourished later on under the able stewardship of Late Keshab Chandra Nag, legend in Mathematics. It was late KC Nag who requested Late KarunamayNag and Karunamay donated Rs. 6000/- (Rupees Six thousands) only towards the laying of foundation of the school.He did it to commemorate the name of his father Late Ramanikanta Nag. Works began and the school?buildings were erected.It was 1932 when the school was ceremoniously established in the name of Late Ramanikanta Nag.""
  • rabaahuta | ২৬ এপ্রিল ২০১০ ১৪:৩২ | 203.99.212.53
  • গুজবের নিকুচি ও গুচ'র দীর্ঘবাহু সংক্রান্ত ব্যাপারটার কি হল?
  • de | ২৬ এপ্রিল ২০১০ ১৪:২৪ | 59.163.30.6
  • জেমসের জলের কথা শুনে পাতা উল্টে দেখলাম --

    সুচেতনা,
    কি করে চলছে তোমাদের? এক্কেবারে জল ছাড়া চালানোর কথা তো ভাবতেও পারছি না!
    মিউনিসিপ্যালিটি কোন হেল্প করছে না?
  • stoic | ২৬ এপ্রিল ২০১০ ১৪:২৩ | 160.103.2.223
  • চেলসীর রেকর্ড অ্যানফিল্ডে খুব ভাল না। ২০০৭-২০০৮ থেকে এখন পর্যন্ত অ্যানফিল্ডে জেতেনি। হয় ড্র নয় লস। প্রিমিয়ারশিপ আর চ্যাম্পিয়ন্স লীগ মিলিয়ে। দেখা যাক।
  • til | ২৬ এপ্রিল ২০১০ ১৪:১৮ | 220.253.240.3
  • সুচেতনা,
    আমার সহানুভূতি জানবেন। উনিশ তলায় নো জল! আমি একদা ভুক্তভোগী বলেই আপনার কষ্ট বুঝি।
  • dipu | ২৬ এপ্রিল ২০১০ ১৩:৫৯ | 61.12.12.83
  • বুধবার রাত্তিরে স্নেইডার খেলতে পারবে না। চোট।
  • Arijit | ২৬ এপ্রিল ২০১০ ১৩:৫৬ | 61.95.144.122
  • ম্যানিউ-এর শেষের খেলাদুটো সান্ডারল্যান্ড আর স্টোকের সাথে। চেলসীর হল লিভারপুল আর উইগ্যান। অ্যানফিল্ডে চেলসীর রেকর্ড কেমং?
  • suchetana | ২৬ এপ্রিল ২০১০ ১৩:৫৫ | 122.172.57.155
  • নাঃ, আজও জল আসে নি। ঃ-(
  • til | ২৬ এপ্রিল ২০১০ ১৩:৫৩ | 220.253.240.3
  • সুচেতনা,
    জলের কি স্টেটাস এখন, নর্মাল?
    উইশ ইউ শুভ জল!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত