এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:০৮ | 216.52.215.232
  • 3.5.7 বলছে লেটেস্ট স্টেবল ভার্সন। আমার 3.5.9 মাঝে মাঝে হ্যাং করছিল। কাল ডাউনগ্রেড করলাম।
  • Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১২:০৬ | 121.242.15.238
  • টিকেন - আমার ফাফ ৩/৬/৩ - দিব্যি চলে। স্ক্রিপ্ট আটকে রেখেছ কিনা দেখে নাও।
  • h | ২৩ এপ্রিল ২০১০ ১১:৩১ | 203.99.212.54
  • আজ টেলিগ্রাফে, রঘু রাই য়ের তোলা ছবিতে ওস্তাদদের দ্যাখসো? তার মধ্যে একটা, মল্লিকার্জুন মনসুর শেশ্‌শয্যায় শুয়ে সিগারেট টানছেন, ভয়ানক ছবি। বাপরে।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:২৬ | 97.81.111.140
  • গুন্নাইট। ঘুম চোখে বড্ড ভুল হচ্চে
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:২৪ | 97.81.111.140
  • অ্যাল আব্বুলিশ
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:২৩ | 97.81.111.140
  • name: byaang mail: country:

    IP Address : 122.172.49.181 Date :23 Apr 2010 -- 09:20 AM

    লামা, রাত্রিযাপন কি দোকানেই হচ্ছে আজকাল?

    name: Lama mail: country:

    IP Address : 203.99.212.54 Date :23 Apr 2010 -- 09:24 AM

    গত চারদিনে একবার বাড়ি গিয়েছিলাম, বউ বাচ্চার সঙ্গে দেখা করতে।

    নিজের বউ এর নামে মিথ্যে নিন্দে করব না, বাড়ি থেকে বার টার করে দেয় নি।

    name: byaang mail: country:

    IP Address : 122.172.49.181 Date :23 Apr 2010 -- 09:26 AM

    হি হি, আমার এই বাড়ি থেকে বার করে দেওয়া নিয়ে একটা গপ্পো ছিল, হাতের কাজ সেরে এসে বলছি। সবুর কর।

    name: dipu mail: country:

    IP Address : 61.12.12.83 Date :23 Apr 2010 -- 09:43 AM

    আমার এক বন্ধু পানু দেখার সময় তার বাপ হাতেনাতে ধরে ফেলার পর বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে এক রাত পিয়ারা গাছে ছিল।

    মিথও হতে পারে।

    name: a x mail: country:

    IP Address : 99.50.243.49 Date :23 Apr 2010 -- 09:38 AM

    আমাকে ছোটবেলায় বাড়ি থেকে বার করে দিলেই হাঁটা লাগাতাম। তখন আবার গিয়ে ধরে আনত। আর গজরাতে গজরাতে বলত, "দাদা না হয় বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে কুলিগিরি করে খাবে, তুমি কি করবে!?" হায় তখন কি জানত কুলিগিরি কি কি ও কয় প্রকারের। আরৈ কি জানত এই ব্ল্যাকমেল সারাজীবন ব্যবহতৃ হবে?

    name: Lama mail: country:

    IP Address : 203.99.212.54 Date :23 Apr 2010 -- 09:45 AM

    আমাকে কেউ কখনো বাড়ি থেকে বার করে দেয় নি। তবে বাড়িতে ঢুকতে না দেবার হুমকি প্রায়ই দেয়।

    name: Abhyu mail: country:

    IP Address : 97.81.111.140 Date :23 Apr 2010 -- 09:50 AM

    আমাকে বের করে দেবে বলে হুমকি দিত। কিন্তু তার থেকেও বড় কথা ছিল তারপরে কি করতে হবে সেটাও ঠিক করে দিত। জুতো পালিশ। ওদিকে বাজেটও ফিক্সড। কুড়ি টাকা। তাতেই পলিশ করার বাক্স কিনতে হবে। সে কী চাপ। টেনশনেই ঘুম হত না।

    পুরোনো পাতারা এসে গেছে আবার। পুরোনো ভাটিয়ালির পাতা পড়ার জন্য ক্লিক করুন এখানে।

    ইউনিকোডে মতামত দিন। [10097] [10096] [10095] [10094] [10093] [10092] [10091] [10090] [10089] [10088] [10087] [10086] [10085] [10084] [10083] [10082] [10081]
    name: Abhyu mail: country:

    IP Address : 97.81.111.140 Date :23 Apr 2010 -- 10:01 AM

    সে তো শুনেছি আমিও একবার বেরিয়ে গিয়েছিলাম বিশ্ব ভ্রমণের নেশায়। কিন্তু নাকি গলির ওধারে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে ফিরে আসতে বাধ্য হই। তবে কি না আমাদের বাড়িটা খটখটে শুকনৈ ছিল :)

    name: byaang mail: country:

    IP Address : 122.172.49.181 Date :23 Apr 2010 -- 10:00 AM

    প্পিস্তায়ানা, বাড়ি থেকে বিতাড়িত হওয়ার গপ্পোগুলোর জন্য একট টই খুললে হয় না??

    name: Lama mail: country:

    IP Address : 203.99.212.54 Date :23 Apr 2010 -- 09:59 AM

    আমার সম্ভাব্য জীবিকাটা অবশ্য জুতো পালিশের চেয়ে একটু ভালো ছিল- মুদীর দোকানে খাতা লেখা।

    আর হুতোর জন্য রিকশা চালানো। কিন্তু মা একটু কেস খেয়ে গিয়েছিল, কারন হুতো আবার রিকশা চালানোটাকেই পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস পেশা বলে মনে করত।

    name: Tim mail: country:

    IP Address : 71.62.121.158 Date :23 Apr 2010 -- 09:59 AM

    হুমকির কথায় মনে পড়লো।

    name: Tim mail: country:

    IP Address : 71.62.121.158 Date :23 Apr 2010 -- 09:58 AM

    ও আরেকটা জিনিসে হেবি ভয় খেতাম। বোর্ডিং স্কুল। তখনও নন্টে-ফন্টে পড়িনি অবিশ্যি।

    name: pi mail: country:

    IP Address : 72.83.210.50 Date :23 Apr 2010 -- 09:56 AM

    আমি তো নিজেই বেরিয়ে যাবার হুমকি দিতুম। কাজে দিত।

    name: dipu mail: country:

    IP Address : 61.12.12.83 Date :23 Apr 2010 -- 09:51 AM

    এই দিবস পালনের জন্য কাল আমেরিকানদের ছুটি ছিল না? http://tinyurl.com/m6npsm

    name: Tim mail: country:

    IP Address : 71.62.121.158 Date :23 Apr 2010 -- 09:51 AM

    আমাকে তো সপ্তায় অন্তত একবার করে ঢুকতে দিতোনা। সন্ধে ছটা বেজে গেলেই। সেই নটায় জেঠু আপিস থেকে ফেরা অবধি ঠায় জামরুল গাছের নিচে মশাগান শুনতে শুনতে অপেক্ষা করা, সে এক হ্যাঙ্গাম। তারপর যেদিন ট্রাম আউটলাইন হয়ে যেত সেদিন তো চিত্তির।
    একমাত্র লোডশেডিং হলে খানিক ফুত্তি হতো।

    name: pi mail: country:

    IP Address : 72.83.210.50 Date :23 Apr 2010 -- 09:56 AM

    আমি তো নিজেই বেরিয়ে যাবার হুমকি দিতুম। কাজে দিত।

    name: Tim mail: country:

    IP Address : 71.62.121.158 Date :23 Apr 2010 -- 09:59 AM

    হুমকির কথায় মনে পড়লো।

    name: Tim mail: country:

    IP Address : 71.62.121.158 Date :23 Apr 2010 -- 09:58 AM

    ও আরেকটা জিনিসে হেবি ভয় খেতাম। বোর্ডিং স্কুল। তখনও নন্টে-ফন্টে পড়িনি অবিশ্যি।

    name: Lama mail: country:

    IP Address : 203.99.212.54 Date :23 Apr 2010 -- 09:59 AM

    আমার সম্ভাব্য জীবিকাটা অবশ্য জুতো পালিশের চেয়ে একটু ভালো ছিল- মুদীর দোকানে খাতা লেখা।

    আর হুতোর জন্য রিকশা চালানো। কিন্তু মা একটু কেস খেয়ে গিয়েছিল, কারন হুতো আবার রিকশা চালানোটাকেই পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস পেশা বলে মনে করত।

    name: Abhyu mail: country:

    IP Address : 97.81.111.140 Date :23 Apr 2010 -- 10:01 AM

    সে তো শুনেছি আমিও একবার বেরিয়ে গিয়েছিলাম বিশ্ব ভ্রমণের নেশায়। কিন্তু নাকি গলির ওধারে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে ফিরে আসতে বাধ্য হই। তবে কি না আমাদের বাড়িটা খটখটে শুকনৈ ছিল :)

    name: Abhyu mail: country:

    IP Address : 97.81.111.140 Date :23 Apr 2010 -- 10:08 AM

    আমার মা হোস্টেল আর বোর্ডিং স্কুল মিলিয়ে একটা জিনিস বানিয়েছিল। নাম বোস্টেল। হোস্টেলের সঙ্গে তার পার্থক্য হল সেখানে যাদের ভর্তি করে দেওয়া হয় তারা আর বাড়ি ফিরতে পারে না। একেবারেই। আর সেখানে খাওয়ার খুব কষ্ট ইত্যাদি। বাংলাদেশে একটাই বোস্টেল ছিল (অত বেশি দুষ্টু ছেলে পাওয়ার তো চাপ) - বাঁকুড়াতে।

    name: byaang mail: country:

    IP Address : 122.172.49.181 Date :23 Apr 2010 -- 10:11 AM

    আমাকে ভয় দেখানো হোতো লম্বোদরপুরের এক হোস্টেলের কথা বলে। সেখানে নাকি লাউবিচিসিদ্ধ মেখে ভাত খেতে হয়।

    ame: a x mail: country:

    IP Address : 99.50.243.49 Date :23 Apr 2010 -- 10:12 AM

    বাঁকুড়াতেই কেন? বাঁকুড়ার ওপর মা'র কি কোনো কারণে রাগ? :-))

    name: Abhyu mail: country:

    IP Address : 97.81.111.140 Date :23 Apr 2010 -- 10:14 AM

    আরে না না। মা বাঁকুড়া মিশন গার্লস স্কুলে পড়াত যে। ওখানেই কোন বাচ্চা ছেলেকে না কি অজগরে গিলে নিয়েছিল।

    name: Abhyu mail: country:

    IP Address : 97.81.111.140 Date :23 Apr 2010 -- 10:16 AM

    ঐ অজগরে গিলে খাওয়ার গল্পটা ছোটোবেলায় শুনতে খুব ভালো বাসতাম। কুড়ি বছর পরে দেখি পাশের বাড়ির বাচ্চাটা ঐ একই গল্প একই রকম আগ্রহ সহকারে শুনছে !
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:১৬ | 97.81.111.140
  • ঐ অজগরে গিলে খাওয়ার গল্পটা ছোটোবেলায় শুনতে খুব ভালো বাসতাম। কুড়ি বছর পরে দেখি পাশের বাড়ির বাচ্চাটা ঐ একই গল্প একই রকম আগ্রহ সহকারে শুনছে !
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:১৪ | 97.81.111.140
  • আরে না না। মা বাঁকুড়া মিশন গার্লস স্কুলে পড়াত যে। ওখানেই কোন বাচ্চা ছেলেকে না কি অজগরে গিলে নিয়েছিল।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:১৩ | 97.81.111.140
  • এবার যে ঘুমোতে যাবো। আর তাছাড়া স্টকে আর গল্পও তো নেই।
  • a x | ২৩ এপ্রিল ২০১০ ১০:১২ | 99.50.243.49
  • বাঁকুড়াতেই কেন? বাঁকুড়ার ওপর মা'র কি কোনো কারণে রাগ? ঃ-))
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ১০:১১ | 122.172.49.181
  • আমাকে ভয় দেখানো হোতো লম্বোদরপুরের এক হোস্টেলের কথা বলে। সেখানে নাকি লাউবিচিসিদ্ধ মেখে ভাত খেতে হয়।

    অভ্যু এগুলো নতুন টইয়ে লেখা হোক না?
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:১০ | 97.81.111.140
  • ইপিস্তা, এবার আপনি এই ভাট থেকে আগের পোস্টগুলো একটু টুকে দিন আপনার সাধের টইতে। (দুর্বিনীত অনুরোধ)
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:০৮ | 97.81.111.140
  • আমার মা হোস্টেল আর বোর্ডিং স্কুল মিলিয়ে একটা জিনিস বানিয়েছিল। নাম বোস্টেল। হোস্টেলের সঙ্গে তার পার্থক্য হল সেখানে যাদের ভর্তি করে দেওয়া হয় তারা আর বাড়ি ফিরতে পারে না। একেবারেই। আর সেখানে খাওয়ার খুব কষ্ট ইত্যাদি। বাংলাদেশে একটাই বোস্টেল ছিল (অত বেশি দুষ্টু ছেলে পাওয়ার তো চাপ) - বাঁকুড়াতে।
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ১০:০৪ | 122.172.49.181
  • আপুনি খুলে দিন না কেনে!! (সবিনয় অনুরোধ)
  • pi | ২৩ এপ্রিল ২০১০ ১০:০৩ | 72.83.210.50
  • কোন রিকশা ? হাতে টানা না সাইকেল ?
  • pi | ২৩ এপ্রিল ২০১০ ১০:০২ | 72.83.210.50
  • ফেল্লেই হয় তো ! আমারে জিগান কেনে !
    অবিশ্যি, আমারেই জিগালেন তো ? আজকাল এমনি হয়েছে, যে নামের সাথেইই আশেপাশের আর কারুর নাম মেলাতে পারিনা, ধরে নি, আমাকে বলা হচ্ছে ঃ(
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ১০:০১ | 97.81.111.140
  • সে তো শুনেছি আমিও একবার বেরিয়ে গিয়েছিলাম বিশ্ব ভ্রমণের নেশায়। কিন্তু নাকি গলির ওধারে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে ফিরে আসতে বাধ্য হই। তবে কি না আমাদের বাড়িটা খটখটে শুকনোই ছিল ঃ)
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ১০:০০ | 122.172.49.181
  • প্পিস্তায়ানা, বাড়ি থেকে বিতাড়িত হওয়ার গপ্পোগুলোর জন্য একট টই খুললে হয় না??
  • Lama | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫৯ | 203.99.212.54
  • আমার সম্ভাব্য জীবিকাটা অবশ্য জুতো পালিশের চেয়ে একটু ভালো ছিল- মুদীর দোকানে খাতা লেখা।

    আর হুতোর জন্য রিকশা চালানো। কিন্তু মা একটু কেস খেয়ে গিয়েছিল, কারন হুতো আবার রিকশা চালানোটাকেই পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস পেশা বলে মনে করত।
  • Tim | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫৯ | 71.62.121.158
  • হুমকির কথায় মনে পড়লো।
  • Tim | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫৮ | 71.62.121.158
  • ও আরেকটা জিনিসে হেবি ভয় খেতাম। বোর্ডিং স্কুল। তখনও নন্টে-ফন্টে পড়িনি অবিশ্যি।
  • pi | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫৬ | 72.83.210.50
  • আমি তো নিজেই বেরিয়ে যাবার হুমকি দিতুম। কাজে দিত।
  • dipu | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫১ | 61.12.12.83
  • এই দিবস পালনের জন্য কাল আমেরিকানদের ছুটি ছিল না? http://tinyurl.com/m6npsm
  • Tim | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫১ | 71.62.121.158
  • আমাকে তো সপ্তায় অন্তত একবার করে ঢুকতে দিতোনা। সন্ধে ছটা বেজে গেলেই। সেই নটায় জেঠু আপিস থেকে ফেরা অবধি ঠায় জামরুল গাছের নিচে মশাগান শুনতে শুনতে অপেক্ষা করা, সে এক হ্যাঙ্গাম। তারপর যেদিন ট্রাম আউটলাইন হয়ে যেত সেদিন তো চিত্তির।
    একমাত্র লোডশেডিং হলে খানিক ফুত্তি হতো।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৫০ | 97.81.111.140
  • আমাকে বের করে দেবে বলে হুমকি দিত। কিন্তু তার থেকেও বড় কথা ছিল তারপরে কি করতে হবে সেটাও ঠিক করে দিত। জুতো পালিশ। ওদিকে বাজেটও ফিক্সড। কুড়ি টাকা। তাতেই পলিশ করার বাক্স কিনতে হবে। সে কী চাপ। টেনশনেই ঘুম হত না।
  • Lama | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৪৫ | 203.99.212.54
  • আমাকে কেউ কখনো বাড়ি থেকে বার করে দেয় নি। তবে বাড়িতে ঢুকতে না দেবার হুমকি প্রায়ই দেয়।
  • dipu | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৪৩ | 61.12.12.83
  • আমার এক বন্ধু পানু দেখার সময় তার বাপ হাতেনাতে ধরে ফেলার পর বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে এক রাত পিয়ারা গাছে ছিল।

    মিথও হতে পারে।
  • a x | ২৩ এপ্রিল ২০১০ ০৯:৩৮ | 99.50.243.49
  • আমাকে ছোটবেলায় বাড়ি থেকে বার করে দিলেই হাঁটা লাগাতাম। তখন আবার গিয়ে ধরে আনত। আর গজরাতে গজরাতে বলত, "দাদা না হয় বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে কুলিগিরি করে খাবে, তুমি কি করবে!?" হায় তখন কি জানত কুলিগিরি কি কি ও কয় প্রকারের। আরোই কি জানত এই ব্ল্যাকমেল সারাজীবন ব্যবহৃত হবে?
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ০৯:২৬ | 122.172.49.181
  • হি হি, আমার এই বাড়ি থেকে বার করে দেওয়া নিয়ে একটা গপ্পো ছিল, হাতের কাজ সেরে এসে বলছি। সবুর কর।
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ০৯:২৪ | 122.172.49.181
  • কাল ইপিস্তাবক্সের অর্কুটবক্সে ঢুকে দেখি সতেরহাজার স্ক্র্যাপ!! সত্যি সত্যি, ইপিস্তাবক্সই বটে । কোন একটা অ্যাডে দেখায় না অভয় দেওলের সবকিছু বেচেবুচে দিয়ে হাতে একটা বড় বাসকো নাকি ব্যাগ কি যেন ধরিয়ে দেয়!
  • Lama | ২৩ এপ্রিল ২০১০ ০৯:২৪ | 203.99.212.54
  • গত চারদিনে একবার বাড়ি গিয়েছিলাম, বউ বাচ্চার সঙ্গে দেখা করতে।

    নিজের বউ এর নামে মিথ্যে নিন্দে করব না, বাড়ি থেকে বার টার করে দেয় নি।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৯:২০ | 97.81.80.33
  • ধান্দা ঃ)
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ০৯:২০ | 122.172.49.181
  • লামা, রাত্রিযাপন কি দোকানেই হচ্ছে আজকাল?
  • Lama | ২৩ এপ্রিল ২০১০ ০৯:১৪ | 203.99.212.54
  • আরে ব্যাং যে! আস্তাজ্ঞে হোক
  • Samik | ২৩ এপ্রিল ২০১০ ০৯:১৩ | 122.162.75.125
  • এখন প্রশ্ন, ইপিস্তা আর খুদা কি একই বক্সে থাকে?
  • byaang | ২৩ এপ্রিল ২০১০ ০৮:৫৮ | 122.172.49.181
  • বাঃ বাঃ! ইপিস্তাবক্স নামটা সব্বার মনে ধরেছে দেখে বড় আনন্দ পেলাম।
  • Samik | ২৩ এপ্রিল ২০১০ ০৮:৪৩ | 122.162.75.125
  • অভ্যু আমাকে আইজকাইল আর মেইল করে না।

    তেকোনা, আমারো ফাফ তিন ছয় তিন। বিন্দাস চলছে। হঠাৎ হঠাৎ ক্র্যাশ করে যায়, সে আলাদা কথা, তবে সেটা আপিসের এক্ষপি কম্পুতে। বাড়ির ভিস্তায় কুনো পবলেম নাই।
  • pi | ২৩ এপ্রিল ২০১০ ০৬:৫১ | 128.231.22.138
  • *সিঁফোকে জানালো
  • pi | ২৩ এপ্রিল ২০১০ ০৬:৫১ | 128.231.22.138
  • ইপিস্তাবক্স জানালো যে সে কিছু শোনেনি।
  • Lama | ২৩ এপ্রিল ২০১০ ০৫:০৯ | 203.99.212.53
  • পেয়েশি!!! মোগাম্বো খুশ হুয়া ঃ) থ্যাংকু থ্যাংকু
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৪:৫৫ | 128.192.7.51
  • তোমাকে মেল কল্লাম তো।
  • Lama | ২৩ এপ্রিল ২০১০ ০৪:৩৪ | 203.99.212.53
  • আমাকে দেশে ফোন করলেও ক্ষেপব না। কারন দিন তিনেক হল অফিসেই আছি। আর জেগে আছি।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৪:০১ | 128.192.7.51
  • একজনের রিংটোনে তবলা বাজত। তা তিনি ফোং বন্ধ রেখেছেন মনে হচ্ছে।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৩:৫৪ | 128.192.7.51
  • কেউ কেউ কখনো ক্ষ্যাপে না। সেটা টেস্ট করে দেখব ভাবছি। এক জনকে দেশে ফোং করি এখন।
  • keu na | ২৩ এপ্রিল ২০১০ ০৩:৩৭ | 131.95.30.135
  • মানে যদিও ওনাদের ক্ষেপে যাওয়া বারণ, মধ্যমনারায়ণ সূত্র মুখস্থ রেখে মাথা ঠান্ডা রাখার বিধান। :-) ( জাস্ট কিডিং)
  • keu na | ২৩ এপ্রিল ২০১০ ০৩:৩৬ | 131.95.30.135
  • ভাটপাড়ার লোকেরা ক্ষেপে যাবেন শুনলে।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৩:৩৩ | 128.192.7.51
  • ভাটিয়া৯তে ভাট হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে।
  • keu na | ২৩ এপ্রিল ২০১০ ০৩:২৯ | 131.95.30.135
  • আরে সেই ভেবেই তো কে যেন গান লিখেছিলো-
    "এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি।" :-)

    আচ্ছা, আজকাল এখানে কী কী হয় আমারে বলতে পারেন মশয়?
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৩:২৮ | 128.192.7.51
  • তো, কলকাতায় বৃষ্টি হল/হবে?
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১০ ০৩:২৬ | 128.192.7.51
  • কেউ কিছু মনে কোরো নি বাপু, নেহাতই মস্করা কচ্ছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত