হ্যা, এই প্রশ্নটা আমিও কত্তে যাচ্ছিলাম। কমরেড ১১ টা দেখে গেলে হত না?
সিরিয়াস কথা থাক। ছেলে/মেয়ের বয়স কত? নতুন স্কুলে দিতে অইবো? স্কুল-টুলের কথা জিগাইলা কিনা।
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২৯ | 121.242.15.238
প্রথম এক বছর রাজিন্দার নগরে ছিলুম - সেও মন্দ জায়গা নয়, তবে লোডশেডিং হত। সেটা অবিশ্যি দিল্লীতে সর্বত্র হয়। রাজিন্দার নগরের প্লাস পয়েন্ট হল কাছেই গোলমার্কেট - আধঘন্টাটাক হাঁটলেই বেশ বাঙালী মিষ্টি খাওয়া যেতঃ-)
Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২৮ | 125.20.3.146
আমার কয়েকজন স্যাঙাৎ দিল্লীতে বাস করিয়া গুড়গাঁওতে আপিস করে। মেরেকেটে ৫০ মিনিট লাগে রাস্তায়।
de | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২৭ | 59.163.30.2
কমঃ রাজদীপ কি এগারোর ভয়ে দিল্লী-প্রবাসী হতে চল্লেন? ঃ))
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২৬ | 202.79.203.59
হ্যাঁ পনেরো দিন
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২৫ | 121.242.15.238
গুরগাঁওয়ের বেশি কাছে থাকার জায়গাগুলো ভুলভাল। তুলনামূলকভাবে কাছে জায়গাগুলোর মধ্যে বসন্তবিহার, বসন্তকুঞ্জ, আর কে পুরম বেটার। তবে বসন্তকুঞ্জে এক বাড়িতে জল আছে, পাশের বাড়িতে নেই - এরকম কেসও দেখেছি।
Samik | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২৪ | 219.64.11.35
হুঁ। দিল্লিতে থাকো। নিজের গাড়িতেই যাও বা আপিসের বাসে / ক্যাবে, খুব একটা চাপ হবে না। মুনিরকা / বের সরাই এলাকায় একলা মানুষ / ফ্যামিলি মানুষের থাকার জন্য অনেক অপশন পাবে। ওদিকে মেহরৌলিও থাকতে পারো।
কোংপানি ইনিশিয়াল অ্যাকো তো দিচ্ছে, নাকি?
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৪:২১ | 202.79.203.59
হুম যা দেখছি দিল্লীতেই এমন জায়গায় থাকতে হবে যেখান থেকে গুরগাঁও কাছে ......
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৪:১৫ | 202.79.203.59
আমার যে কি হবে ! আমার যে কি হবে ! ট্যাং ট্যাট্যাং
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৪:১২ | 121.242.15.238
গুরগাঁওতে থাকার চেয়ে দিল্লীতে থাকা ভালো। নর্মালি আপিসের বাস থাকে - এবং আপিসের বাস দেরীতে পৌঁছলে লেট-মার্ক হয় না - কাজেই যাতায়াতের চাপ কম। এবং দিল্লী থাকার পক্ষে সত্যিই ভালো - লোডশেডিং আর জলকষ্ট বাদ দিলে। ইস্পেশ্যালি যারা খাইদ্যরসিক তাদের জন্যে দিল্লী স্বর্গ।
byaang | ২৩ এপ্রিল ২০১০ ১৪:১০ | 122.172.49.81
হ্যাঁ অরিজিৎ, আমরাও মুনিরকায় ডিডিএ ফ্ল্যাট ভাড়া নিতে গিয়ে পালিয়ে এসেছিলাম লোডশেডিং আর জলের আকাল দেখে। দিনে দুবার জল আসত, ভোর ৫ঃ০০টা আর বিকেল ৫ঃ০০টা, দুবারই মোটে আধ ঘন্টার জন্য।
byaang | ২৩ এপ্রিল ২০১০ ১৪:০৮ | 122.172.49.81
আমাদের তখন ১১০০স্কোয়ার ফিটের জন্য ভাড়া ছিল দশ হাজার টাকা, রিজেন্সি পার্ক ওয়ানে। ওখান থেকে লুরু এসে দেখলাম সেখানেও এক ভাড়া।
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৪:০৭ | 121.242.15.238
তবে মুনিরকায় ভয়ংকর ভিড়, লোডশেডিং এবং জলের আকাল। রাতে বাড়ি ফিরে একতলার আন্ডারগ্রাউন্ড ট্যাংকি থেকে বালতি করে চারতলায় জল তুলে চান করতে হত। তুলনায় লাজপত নগর (এক বছরের মধ্যে মুনিরকা থেকে পালিয়েছিলুম) বেটার জায়গা - তবে দূরত্ব বেশি।
byaang | ২৩ এপ্রিল ২০১০ ১৪:০৬ | 122.172.49.81
আর তখন সাইকেল রিক্শা চেপে আপিস যাওয়া যেত। মানে যাদের গাড়ি, বাইক ইত্যাদি ছিল না, তারা আরাম করে রিক্শা চেপে আপিস যেত।।। আর খাওয়াদাওয়ার প্রভূত সুবিধে ছিল গুরগাঁওতে। মাছ-মাংস সব মশলা মাখানো, বাড়ি এনে ভেজে খাও। আর প্রচুর ছোটো খাওয়ার জয়েন্ট, যারা রাত দুটোতেও হোম ডেলিভারি দিত।
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৪:০৬ | 121.242.15.238
আমি মুনিরকায় থাকতুম - সেখেন থেকে মোটামুটি ৪০ মিনিটে গুরগাঁও যাওয়া যেত (আপিস বাসে)। গাড়িতে কম। মুনিরকা, আর কে পুরম ইত্যাদি জায়গা থেকে ওই রকম সময় লাগবে। বসন্ত কুঞ্জ এরিয়ায় থাকলে আরো কম।
এক বছরের মধ্যে গাড়ি ওখেনে রেজিস্ট্রি করতে হবে।
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৪:০৪ | 202.79.203.59
আমি আপাতত যা ইনফো পেয়েচি মোটামুটি ৭০০ স্কো ফির ভাড়া ১১-১২ হাজার, জলের জন্য আরো হাজার , সোসাইটি ৭০০-১০০০
byaang | ২৩ এপ্রিল ২০১০ ১৪:০২ | 122.172.49.81
অ্যাই শমীক, গুরগাঁওয়ে একটা শ্রীরাম স্কুল ছিল না? ওটা আমার বাড়ির পাশেই ছিল। সেটা আর নেই নাকি? তবে এসব অবশ্য ৭-৮বছর আগের কথা। তখন ডিএলএফ সিটি খুব ফাঁকা ফাঁকা ছিল। আর বাড়িভাড়াও লুরুর তুলনায় এমন কিছু বেশি ছিল না।
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৫৮ | 202.79.203.59
দ্বারকা থেকে কতক্ষণ মানে নিজের গাড়ীতে অথবা অন্য উপায়ে ?
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৫৫ | 202.79.203.59
আরিব্বাপ , তাইলে তো মনে হচ্ছে সাউথ দিল্লী বা এয়ারপোর্টের কাছাকাছি কোথাও থাকতে হবে ! ইনফোর জন্য অনেক অনেক থ্যাঙ্কু
১। জাতে তো চাষা তাই ধুলো খেতে ভয় নেই ঃ-) কাদাও চলবে ২। দিল্লির কোথায় থাকলে মোটামুটি আধঘন্টা-চল্লিশ মিনিটে গুরগাঁও পৌঁছানো যাবে ? সেসব জায়গার বাড়ীভাড়ার কোনো আইডিয়া ৩। যদি শিফট করি গাড়ী অবশ্যই নিয়ে যাব , রেজিঃ নাম্বার কিছু চেঞ্জ করতে হবে ? অনেকে বলে চেঞ্জ না করলেও নাকি অসুবিধে নেই
de | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৫০ | 59.163.30.2
অরিজিত আর শমিকের এই মোটিভেটিং ভাষ্যের পর রাজদীপ আর গুরগাঁও যাবে বল মনে হয় না!
কঢ়ি হলো দই-বেসনের অখাইদ্য ঝোল! সবচে খারাপ গুজরাতি খাবার!
rabaahuta | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৪৬ | 203.99.212.53
গুড়গাঁওতে আপিস হলে থাকার জায়গা হিসেবে দ্বারকা ভালো অপশন।
Samik | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৪৫ | 219.64.11.35
গুরগাঁও ধূলোর শহর। ধূলো দিয়ে বানানো। আর সর্বত্র কাচের বিল্ডিং।এন এইচ এইট জুড়ে পরপর ফ্লাইওভার তৈরি হয়ে যাবার পরে রাস্তা পারাপার করতে গেলে রান ওভার হয়ে মরার চান্স সত্তর শতাংশ। ঐ এন এইচ এইট আর তার দুপাশের ডিএলেফের কাচের বিল্ডিং ছাড়া গুরগাঁওতে আর কিছুই নেই। বা, থাকলেও দেখি নি। ও হ্যাঁ, মল রোড আছে। ইফকো চক থেকে মেহরৌলির দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার দুপাশে শপিং মলের চাষ করা হয়েছে। দিনের যে কোনও সময়ে সেখানে তিন-চার কিলোমিটার লম্বা জ্যাম থাকে। সাথে মেট্রোর কাজ চলছে রাস্তার মাঝখান দিয়ে।
গুরগাঁও আরাবল্লী মালভূমির এক্সটেনশন। এখানে সূর্য একটু বেশিই আলো দেয়। কারেন্ট প্রায় থাকে না। ফলে সোসাইটির জেনারেটর ছাড়া বাঁচা যায় না। গত গ্রীষ্মে গুরগাঁও একটানা পনেরো দিন মত জল ছাড়া বেঁচে ছিল। এ বছরে সবে তো বৈশাখ পড়ল।
গুরগাঁও এক্সট্রীম বড়লোকদের শহর। বাড়িভাড়া আমার সাধ্যের বাইরে, বাড়ি কেনা আমার সাধ্যের বাইরে, ওখানকার স্কুলে বাচ্চাকে ভর্তি করা আমার সাধ্যের বাইরে। নামকরা সমস্ত স্কুল আছে, দুটো ডিপিএস, রেয়ান, এই-ঐ-তাই সব নামকরা স্কুল আছে। ভর্তির ফি শুরু মিনিমাম সত্তর হাজার থেকে শুরু। অবশ্য এটাও গত বছরের হিসেব। এ বছরে কত জানি না। কোয়ার্টারলি ফি কুড়ি থেকে তিরিশ হাজার।
গাড়ি ছাড়া গুরগাঁওতে বেঁচে থাকা একপ্রকার অসম্ভব। অন্তত মোটরসাইকেল।
আর কিছু?
Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৪২ | 125.20.3.146
আস্ত ক্যান্টিনটাই অখাইদ্য ? খাবার হলে ঠিক ছিল। কঢ়িটা কি জিনিস?
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৩৫ | 121.242.15.238
আমি যখন গুরগাঁও যেতুম তখন সেথায় ঠা ঠা মরুভূমি, মাঝে মাঝে এই টিসিএস, সিলিকন গ্রাফিক্স, হিউগ্স - এদের পেল্লায় সাইজের বাড়ি। কোথাও ছায়া নেই। শুধু ধুলো আর পঞ্চাশ ডিগ্রীর গরম। খাবার বলতে আপিসের অখাইদ্য ক্যান্টীন নয়তো কাপাস্হেরা বর্ডারে ধাবায় অখাইদ্য কঢ়ি।
আমি কিন্তু মোটেও রাজদীপকে ভয় দেখাচ্ছি নে;-)
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১৩:৩৩ | 202.79.203.59
শমীকভায়া গুরগাঁও সম্বন্ধে একটু ফান্ডা দাও
মানে এই থাকা-খাওয়া ইস্কুল-টিস্কুল এইসব আর কি
Kartuj | ২৩ এপ্রিল ২০১০ ১৩:২৭ | 125.20.3.146
আচ্ছা এই ভাট নামক কনসেপ্টটার উৎস নিশ্চয়ই ভাটপাড়ায়?
এতদিনে বিজ্ঞাপনটার মানে বুঝলাম। বারুইপুর টাউনশিপের জন্য।
Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:৫৯ | 216.52.215.232
ভালোই তো হয়েছে কমরেড। ভাবুন একবার অশুভ শক্তি সত্যি চলে গেলে এখন বুদ্ধবাবুর সাদা জামাতেও কাদার ছিটে লাগত কিনা! ;-)
Blank | ২৩ এপ্রিল ২০১০ ১২:৫১ | 170.153.65.102
সেতো আমার বাড়িতে হবে, আমার নলেজ বাড়ছে কিনা
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১২:৫০ | 121.242.15.238
ব্ল্যাংকির বাড়ির কাছে বিশাল নলেজ-হাব হবে। ওই ২০১০ বারুইপুর অ্যাডটা কি ওইজন্যে?
Rajdeep | ২৩ এপ্রিল ২০১০ ১২:৪৮ | 202.79.203.59
এই আইপিএল কেলেংকারিতে দেখা যাচ্ছে কং-এনসিপি-বিজেপির প্রভুরা ওতপ্রোতভাবে জড়িত , অথচ বছরকয়েক আগে সিএবি নির্বাচনে বুদ্ধ "অশুভ শক্তি" কে তাড়াতে বলেছিলেন বলে কতকান্ড ! মিডিয়া -হাফ সুশীল সব অঁটঘাট বেঁধে নেমে পড়ল খেলার মাথে রাজনীতি ক্যানো ? হ্যানো- ত্যানো ইত্যাদি প্লাস সেই ঐতিহাসিক সত্য সিপিয়েম সবেতে রাজনীতি ঢোকাচ্ছে ঃX
ঠিক এই সময়কার কাগজ-চ্যানেল গুলো দেখুন , অনেক চব্বো আছে কিন্তু ঐ রাজনীতির অনুপ্রবেশ নিয়ে একটি কথাও নেই , ওটা শুধু সিপিয়েমের জন্য সংরক্ষিত ঃ-)
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১২:৪৮ | 121.242.15.238
টেলিগ্রাফের ই-পেপার আছে। কিন্তু আবাপ-র নাই কেন? একই তো গ্রুপ...
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১২:৪৬ | 121.242.15.238
আইই ৮-এ যেমন অনেক নাকি প্রবলেম আছে। আমাদের প্রোডাক্ট চালাতে গিয়ে ঝাড় খেয়েছে। পুরো আইই সিরিজেই ঝামেলা হয়, তবে আইই ৮ আর ৭-এ খুব বেশি।
Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:৪৪ | 216.52.215.232
হতে পারে।
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১২:৪২ | 121.242.15.238
আই কমেন্টগুলো দেখিনি, তবে এটা কি জানলা-স্পেসিফিক? কারণ আমার লিনাক্ষ এবং ওএসএক্ষ - দুটোতেই ফাফ ৩-৬-৩ আরামসে চলছে। একবারও ক্র্যাশ করেনি।
Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:৩৭ | 216.52.215.232
আরো একটা খবর আছে আজকালে। দিদির পিপিপি মডেল চালু হইসে। ক্ষীঃ ক্ষান্ডো!
Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:৩৬ | 216.52.215.232
তাই বা বলি কী করে। আমার ৩-৫-৯ আর ঐ ইউজারদের ৩-৬-x এক্ষপেরিয়েন্স মোটের ওপর এক।
সে ৩-৫-৯-এর কোনো প্রবলেম। তেকোনার তো ৩-৬-৩। তার known issues-এ বিশেষ কিছু নাই।
Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:২৪ | 216.52.215.232
কমেন্টগুলো দেখো। একই প্রবলেম।
Arpan | ২৩ এপ্রিল ২০১০ ১২:২৪ | 216.52.215.232
তা ঠিক না। আগে ফাফ ক্র্যাশ করতই না। ওই তিন-পাঁচ-নয় ভার্সনে প্রথমবার ব্রাউজার লোড হতে অনন্তকাল নেয় আর তারপরে ঘন্টায় অন্তত দুবার ক্র্যশ করে।
Arijit | ২৩ এপ্রিল ২০১০ ১২:২২ | 121.242.15.238
ও। অ্যাড-অন ইনকম্প্যাটিবিলিটির জন্যে। পারফরমেন্স প্রবলেম নয়। সেরকম কেস হলে আমি অ্যাড-অনটাকে ডিসেবল করি - এক যদি না খুব ভাইটাল অ্যাড-অন হয় - যেমন বঙ্গলিপি - সেক্ষেত্রে অ্যাড-অনের সোর্স থাকলে সেটাকে আপগ্রেড করি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন