এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৫৮ | 122.172.59.79
  • আবার আকাশ কালো করে ঝড় উঠলো এখানে।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৫৭ | 122.172.59.79
  • উরেব্বাস
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৫৬ | 122.252.231.10
  • এই যে।

  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৫২ | 122.172.59.79
  • বানেরঘাটা রোড যেখানে শেষ হচ্ছে, সেখানে একটা স্কুল আছে, সরলা বিড়লা অ্যাকাডেমি, সেই স্কুলটা দেখলেও ওরকম বাকিংহাম প্যালেসের কথা মনে পড়ে।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৫১ | 122.252.231.10
  • জেমসদা দেখি লিখে দিয়েছে।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৫১ | 122.252.231.10
  • সেসবে আমাদেরও ইন্টারেস্ট নাই। উল্টোদিকে বেইজিং বাইটসে খেতে গেলে চোখে পড়ে। তবে শুনেছি ওখানে গরীবদের বিনে পয়সায় চিকিৎসা হয়।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৯ | 220.253.240.3
  • সে তো রামাইয়ার ( কলেজ ওয়ালা) বাড়ী দেখলেও হোয়াইট হাউস বলে ভ্রম হয়! তবে বাবার এই হাসপাতাল ইত্যাদি বেশ, মানুষের উপকারে তো কিছু করছেন। আমি দু একজন নামকরা ডাক্তারকে চিনি তাঁরা বিনে পয়সায় বাবার হাসপাতালে কয়েক মাস কাটিয়ে আসেন।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৮ | 122.172.59.79
  • ওরে বাবা রে, তাহলে আমি দেখতেই চাই না অমন জায়গা।

    মাসখানেক আগে আমার কাজের মেয়ে টিফিন কৌটোয় করে বাবার রুটিম্যাজিক দেখাতে এসেছিল, এমন কড়া চোখে তাকিয়েছি, আর কৌটো খোলার সাহস পায় নি। টিভিতে অবশ্য বারবার ঘুরিয়েফিরিয়ে দেখাচ্ছিলো।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৭ | 122.252.231.10
  • ঠিক কইস। তবে সবাই না। ঘটি হইলে যেমন নিগ্‌ঘাৎ বানাম্ভুল।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৬ | 122.252.231.10
  • পুত্তাপুর্তি তো এপিতে। মানে সেইটা হইল গিয়া ওঁয়ার বোধিলাভের স্থান! আর এইটা "কর্মভূমি'।

    হোয়াইটফিল্ডের সাঁইবাবার হাসপাতাল দেখলে মনে হয় বাকিংহ্যাম প্যালেস এর কাছে নস্যি।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৫ | 122.172.59.79
  • অ, বাবার গরমও লাগে!
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৪ | 220.253.240.3
  • এটা বাবার সামার প্যালেস টাইপের আশ্রম। তখনও ছিল।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৪ | 122.172.59.79
  • অন্যদের ক্ষেত্রে আবার টাইপোটা অ্যালাওড নয় কিনা, অন্যরা সবসময় বানান ভুল করে।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪৩ | 220.253.240.3
  • আমি একবার উষা মার্টিনের ইন্টারভিউ দিতে গেছিলাম ওদিকে, স্কুটারে* চেপে। রাস্তা শেষই হতে চায় না। ধ্যুস, ওখানে কেউ চাকরী নেয়।
    * তখন আইটির এত রমরমা ছিল না, গাড়ী বলতে বড্ডজোর পুরোনো ফিয়াট, তাতেই কত র‌্যালা!
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪২ | 122.252.231.10
  • বেল রোডে আজ সকালেই তো গেছিলাম। যাওয়া আসা মিলে প্রায় পঁচাত্তর কিমি ড্রাইভ করে আমি এখন বিধ্বস্ত।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪২ | 122.172.59.79
  • সাঁই বাবার আশ্রম পুত্তাপুত্তি নাকি পুত্তিপুত্তা এরম একটা জায়গায় ছিল না? সেটাও লুরুতে ঢুকে গেছে?
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৪০ | 122.252.231.10
  • অবোধ বালিকে, একে বানান ভুল নয়, টাইপো বলে। একটা কমন কজ আর একটা স্পেশাল কজ।
  • byaang | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৭ | 122.172.59.79
  • মানে আইআইএসসির দিকে যাই নি আজ অব্দি।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৭ | 220.253.240.3
  • দুই প্রান্ত!
  • byaang | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৬ | 122.172.59.79
  • অ, আমার এখনও ওদিকে পায়ের ধুলো পড়ে নি।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৫ | 122.252.231.10
  • ইয়েস, হোয়াইটফিল্ড। এককালে লোকে শুধু আসত সাঁইবাবার আশ্রম দেখতে।

    এখন এদিকে মারাথাহাল্লি থেকে ওদিকে কেআরপুরম মাঝখানে রেললাইন সবাইকে গিলে খেয়ে শহর বাড়ছে তো বাড়ছেই।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৫ | 220.253.240.3
  • মাতিকেরে হলো IISc আর গোকুলা (BEL) এর মাঝখানে, YSR স্টেশনের লাগোয়া। ঐ যে রামাইয়া কলেজ। মাতিকেরে এ একটা ভদ্র নামও পরে দেয়া হয়েছে শুনি। ভুলে গেছি।
    মাডিগেরে অন্য জায়গা।
  • byaang | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৫ | 122.172.59.79
  • ঝগড়ুটে
  • byaang | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৪ | 122.172.59.79
  • হি হি! আজ ব্যাকপ্পন সিংয়ের বানান ভুল হয়েছে!
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩৩ | 122.252.231.10
  • এই, এই হল পাকা ঝগরুটের লক্ষণ। কাউকে কিছু নাম করে বলা হয়নি তাও ঠিক ক্যাচ করে পায়ে পা বাঁধাবে। ঃ-(

    যেইভাবে ডিপিসি আর নেলসন পার্কার নাম এসেছিল, সেইভাবেই রেসনিক হ্যালিডেও এসেছে। দাস-মুখার্জির সাথে হ্যালিডের তুলনা কোথায় কল্লাম!
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:৩১ | 122.172.59.79
  • মাতিকেরেটা কোথায়?
    মাডিকেরে বলে একটা জায়গায় বেড়াতে গেছি কুর্গে।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:২৮ | 220.253.240.3
  • দাস মুখার্জী বোধহয় বাইবেলেরও আগের। আমিও পড়েছি এবং থার্ড ইয়ারে উঠে পুরোনো বই এর দোকানে বেচে দিয়েছিলাম। এখন দুঃখ হয়।
    হাওড়া স্টেশন থেকে Piskunov এর ক্যালকুলাস কিনেছিলাম দরাদরি করে তিন টাকা ছ আনায়! মা কালীর দিব্যি।
    --
    মারথাহাল্লি নাম শুনেছি। আরে মাতিকেরে এখন নাকি পশ জায়গা! বাঙলা হলো lingua franca!
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:২৭ | 122.172.59.79
  • মাসে তিন-চারটে প্রবলেম সলভ, একটা স্ট্যান্ডার্ড হোলো নাকি? দিনে ৩-৪টে নামালে, বলতাম যে অপ্পনভাই আমার ছেলেটা ক্লাস টেনে উঠলে ফিজিক্সটা একটু দেখিয়ে দিস!
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:২৪ | 122.172.59.79
  • বানেরঘাটা রোড ২০০৪য়েও প্রায় জঙ্গলই ছিল। কিন্তু এখন ন্যাশনাল পার্ক ছাড়িয়ে আরো এগিয়ে গেছে জনবসতি। জিগনী অব্দি তিলঠাইঁ নেই, অ্যাত্তো বাড়ি।
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:২৪ | 122.252.231.10
  • আপনার সময়ে এদিকে মারাথাহাল্লিতে ছিল শহরের শেষ চেকপোস্ট। তার পরে সব পাণ্ডববর্জিত এলাকা।

    মারাথাহাল্লি নিশ্চয় চেনেন?
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:২২ | 220.253.240.3
  • পূর্ব মানে কি আই টি আই এর দিকে? হোয়াটফিল্ড? ঐ দিকে ব্যাঙ্গালোর ইষ্ট স্টেশন আছিল, ভাসা ভাসা মনে পড়ে।
    অর্পন, আপনি আমার সন্যাস পূর্ব জীবনের নাম জানলা কি কইর‌্যা?
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৬:২২ | 122.172.59.79
  • ওমা, কিরম পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চাইছে বাচ্চা ছেলেটা!
    দাস-মুখার্জী তো অংকর বই আর রেস্নিক হ্যালিডে ফিজিক্সের। দুটোর তুলনা হয় কেমন করে!
    আর আমি হলাম গিয়ে আমজনতার প্রতিনিধি আমার সৌরীন দে করতে গিয়ে দম বেরোবে না তো কার বেরোবে!
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:১৯ | 220.253.240.3
  • নোপ!
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:১৫ | 122.252.231.10
  • জেমসদা, লুরু এখন প্রায় ব্ল্যাক হোলের মত বাড়ছে। যদিও খাতায় কলমে এখনো এইসব সংযোজিত এলাকা হল রুরাল বেঙ্গালুরু।

    আমাদের এদিকটা হল পূর্বপ্রান্ত। আপনি কি আইটিপিএল চেনেন?
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:১৪ | 220.253.240.3
  • এই সেদিনও ব্যানারঘাটা রোড রুরাল সাব্যস্ত হইতো; সারাক্কি উদীয়মান উপনগরী। পীনিয়া হোরাইজনের শেষ!
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:১৩ | 122.252.231.10
  • ও! আর যে দু-একটা জিনিস বলার ছিল।

    ১। আমরা ব্রুকফিল্ডের বাড়িটা ছেড়ে আরো ভিতরে গ্রামের দিকে শিফট করে গেছি।

    ২। বউ-মেয়েকে সকালে দুরন্ততে চাপিয়ে দিলাম। এক মাসের জন্য মস্ত মজা মাডি।

    ৩। দাস মুখার্জি আর রেসনিক হ্যালিডে হল স্ট্যান্ডার্ড বই। সৌরীন দে আবার একটা স্ট্যান্ডার্ড হল নাকি? নরেন্দ্রপুরের পেছন পাকা ছেলেগুলো অবশ্য ভঞ্জ গাঙ্গুলি ছাড়া কিছু করতে চাইত না।

    ইরোডভের বইটা নেট থেকে নামিয়েছি। আগামী একমাস আরাম করে তিন-চাট্টে প্রবলেম সলভ করব।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৬:১১ | 220.253.240.3
  • রুরাল লুরু, মানে?
  • Arpan | ২৫ এপ্রিল ২০১০ ১৬:০৬ | 122.252.231.10
  • নতুন বাড়িতে এই নেট দিয়ে গেল।

    বলতে নেই রুরাল বেঙ্গালুরুতে আমার একদিনের জন্যও জলের প্রবলেম হয়নি। এদিকে সূর্য না বেরোলে আমি চান না করতে পারলে বেঁচে যাই।

    ভগোবানের কী অবিচার!
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৫:২০ | 220.253.240.3
  • উফ, ব্যাঙ্গালোরের প্রথম জীবন যাপন তো আতঙ্কের স্মৃতি! বামুন বাড়ীওয়ালা (৫ ব্লক জয়নগর) , নন-ভেজ নট অ্যালাউড। একদিন না পেরে, ফ্রোজেন মাছ এনে ভাজতেই কি গন্ধ! বাড়িউলি এসে কি কিচাইন কান্ড! পরে অবশ্য কোয়ার্টারে যাই জলাহাল্লিতে।
    তখন ইলিশ (ইয়েস, ম্যাঙ্গালোরের) ছটাকায় বিকোতো। ইলিশের মত দেখতে কিন্তু মালয়ালী মাছওয়ালা অন্য কি নাম বলতো। পরে কিনে দেখি , রিয়্যাল স্টাফ।
    এখনও সময় পেলে যাই, অনেক অনেক বন্ধু, অনেক অনেক স্মৃতি ব্যাঙ্গালোরে। একবার কাব্বন পার্কে বসে আমরা Campari সাঁটাই, সেই প্রথম ক্যাম্পারী, একজন ফরেন থেকে এনেছিল, সঙ্গে বেগুনী!

    আমার বাড়ী নদীর পাড়ে, উঠতে বসতে নদীতে গিয়ে চান, পা ধোয়া, সেই আমি, ব্যাঙ্গালোরে গিয়ে জলের জন্যে ভিখারী! কি যে কষ্ট হতো!
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৪:৪৩ | 122.172.59.79
  • বানেরঘাটা রোডের থেকে একটু ভিতরে, আইআইএমের কাছে এল অ্যান্ড টি সাউথ সিটি।
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৪:৪১ | 220.253.240.3
  • ঘড়া, ইয়েস ঘড়া ই প্রকৃষ্ট পাত্র। তবে তাতেও জল চলকে পড়ে। ১৯ তলায় থাকেন? স্বর্গের কাছাকাছি!
    যাষ্ট ফর কিউরিওসিটি- কোন পাড়া? আমি থাকতাম জলাহাল্লিতে, জলাহাল্লি ইস্ট তখন বস্তি বলেই পরিগণিত হতো।
    তা স্মবায় এমন কেন করে না ট্যাংকির জল পাম্প দিয়ে ওপরে দেবে; অবশ্য তা সম্ভবও না!
    আসলে কি মনে হয়, এই ব্যাঙ্গালোরের দশা একদিন ফতেপুর সিক্রীর মতো হবে, রেলের গুমটিতে যেমন স্ট্যাম্প মারে [A B A N D O N E D]!
  • byaang | ২৫ এপ্রিল ২০১০ ১৪:৩৬ | 122.172.59.79
  • অ, বালিকে স্যান, বড় হও।
    যাকে এগুলো শুনতে হয়, তাকে বরং শুধিয়ে নিও। তার ফোন নম্বর মেলিয়ে দেবো তোমায়।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৪:৩৪ | 122.172.59.79
  • আমার আবার ১৮ফ্লোর, মানে বাংলা মতে ১৯তলা। পাড়ার মাথারা নিয়ম করেছেন, বালতি করে জল লিফটে তোলা যাবে না। জল চলকালে শর্ট সার্কিট হতে পারে তাই। মুখ বন্ধ পাত্রে করে জল তুলতে হবে।
  • san | ২৫ এপ্রিল ২০১০ ১৪:২৫ | 115.117.214.49
  • ইয়ে, গল্পটা বানানো বলতে ঝগড়াটা বানানো মিন করছিলাম।

    জলকষ্টটা বানানো বলতে চাই নি। লুরুতে জল নিয়ে আমাদেরও বহু দুর্ভোগ গেছে। তিনচারদিন জল আসেনি এরম একাধিক বার হয়েছে। সে নিয়ে কোন সন্দেহ প্রকাশ করার প্রশ্নই আসেনা।
  • san | ২৫ এপ্রিল ২০১০ ১৪:২১ | 115.117.214.49
  • আমার খুব সন্দেহ হচ্ছে এই ব্যাংদির জলসংক্রান্ত গল্পটা বানানো। এরম খামোখা ঝগড়া সিনেমা ছাড়া হয়না।

    ইন ফ্যাক্ট এই সব রাগারাগির গল্পসল্প কে যে সত্যি বলছে আর কে যে বানিয়ে বলছে আমি একদম বুঝতে পাচ্ছি না।

    আর দমদি , 'স্যানকেও' মানে কী হল? স্যান তো কোনোদিন অন্য কারোর খাতার পাতা পর্যন্ত ছেঁড়ে নি ঃ-(
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৩:৫৩ | 220.253.240.3
  • OK। তাহলে জলকষ্টের সুখ দুঃখের কহানী বলি। ট্যাঙ্কারে জল এসেছে, বালতী ভরে ড্রাম ভরা যে কি শক্ত কর্ম, যে জানে সে জানে। জল চলকাবেই ফলে পিছল মেঝে, উফঃ। তায় আবার দোতলা হলে সোনায় সোহাগা।স্মল মার্সিস, আমার একতলা ছিল।
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৩:৪৯ | 122.172.59.79
  • তবে অন্য সব গল্প চলতেই পারে
  • suchetana | ২৫ এপ্রিল ২০১০ ১৩:৪২ | 122.172.59.79
  • মোট্টেও অভয় দিচ্ছি না, অন্ততঃ জলকষ্টর গল্পের ব্যাপারে।
  • tkn | ২৫ এপ্রিল ২০১০ ১৩:৪০ | 122.173.182.158
  • যাচ্ছিইই না ঃ(((((((((..
  • til | ২৫ এপ্রিল ২০১০ ১৩:৩৯ | 220.253.240.3
  • সুচেতনা ব্যাঙ্গালোরে থাকেন বোধহয়; জলের কষ্টে এরকম রাগ অস্বাভাবিক নয়।
    এমনও দিন গেছে, সকালে কমোড ঢেকে অফিস গমন; তাও অফিসের কোয়ার্টার। ভাগ্যিস দুটো বাথরুম ছিল!
    --
    কেটে দিলাম, বাকী মন্তব্য, অভয় দিলে পরে....
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত