এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৫ | 69.236.183.213
  • আসলে, উইনডোজ-ম্যাক এর কোনো লড়াই নেই। ৯২ এর সাথে ৫ এর কি করে ....
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৫ | 61.95.144.122
  • হ্যাঁ - ডস-এ টার্বো সি/পাস্কাল খুলে কোড লেখা বা এইচপি মিটিওরের ডাম্ব টার্মিনালের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকার পর উইন্ডোজ 3.1 দেখে মনে হল অহো, কি দেখিলাম। এক্ষপি অবধি তাই চল্ল - মাঝে মিলেনিয়াম দেখে অবিশ্যি ঝাঁট জ্বলে গেছিলো। অবিশ্যি এগুলো সব ব্যাভার হত ডকুমেন্ট বানানো, মেল দেখা বা ব্রাউজিং-এর জন্যে। কাজ হত আইদার সোলারিস বা লিনাক্ষে। তাপ্পর ল্যাপি কিনলুম - এখন আর কোনো দ্বন্দ্ব নাই। নির্বাণলাভ হইয়াছে;-)
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৪ | 69.236.183.213
  • দ্যাখো না, এই ধরো, ম্যাক অন করলে। ঠিক আছে। অন হল। স্ক্রিন এলো। কোথায় শুরু করবে? কিন্তু, উইনডোজ দ্যাখো কি সুন্দর একটা স্টার্ট বাটন দিয়েছে।
    ইহাই হইল সহজ সরল মাধ্যম....
  • dipu | ২৯ এপ্রিল ২০১০ ১১:১২ | 61.12.12.83
  • উইন্ডোজ ভাল না ম্যাক ভাল আলোচনার চেয়ে তৃপবুভূ টই ভাল।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:১১ | 69.236.183.213
  • কি মুশকিল, অরিজিৎ কোত্থেকে আবার সার্ভার মার্কেট-এর ডেটা এনে ফেলল। কথা হচ্ছিল তো উইনডোজ সিস্টেম নিয়ে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:১০ | 61.95.144.122
  • আম্মো উইন্ডোজ 3.1 থেকে এক্ষপি, ওএসএক্স জাগুয়ার থেকে লেপার্ড (বাই দ্য ওয়ে - লেপার্ড হল সাড়ে দশ, স্নো লেপার্ড দশ পয়েন্ট ছয়) ব্যাভার করেছি। উইন্ডোজের ইউজার ফ্রেন্ডলিনেসটা মিথ বলে মনে হয়েছে, এবং পারফরম্যান্সে আকাশ-পাতাল তফাত। উইন্ডোজের একমাত্র বেনিফিট হল গুচ্ছের অ্যাপ্লিকেশন পাওয়া যায় - যদিও সেগুলোর ভালোত্ব-খারাপত্ব ব্যাপারটা ডিবেটেবল;-)
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:০৫ | 69.236.183.213
  • আমি উইনডোজ (3.1 থেকে সাত) এবং ম্যাক একটু পরের (সিস্টেম আট থেকে সাড়ে দশ স্নো লেপার্ড) থেকে ব্যবহার করেছি। অবশ্যই উইনডোজ অনেক বেশী, ইদানীং দুটোই কমবেশী।

    আমার কখনই মারুতি-পোর্শে মতন ফারাক মনে হয় নি ... অবশ্য এদের কাউকেই কখনো চালাই নি ঃ-)
    বাই দ্য ওয়ে, স্নো লেপার্ড বেশ কয়েকবার ক্র্যাশ করেছে ওপেন অফিস-এ বা, আই মুভি -তে।

    মোদ্দা কথা হল -
    Q. What is the difference between Mac and PC?
    A: 500-1000 dollars

    :-)
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:৫০ | 97.81.108.219
  • একটা সত্যি গল্প বলে শুতে যাই। আমার হেল্পডেস্ককে বলেছিলাম লিনাক্ষ ইনস্টল করে দিতে, তাতে সে যা বলল তার মানে দাঁড়ায় - উইন্ডোজই থাক - আমাদেরও তো করে খেতে হবে? ঃ)
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:৪৭ | 97.81.108.219
  • না রিলিজিয়াস ওয়ারে ঢোকার মানে হয় না। যার ইচ্ছে সরকারী স্কুলে পড়ুক। আমি ভালো প্রাইভেট স্কুলে পড়ব।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১০:৪৬ | 61.95.144.122
  • পয়েন্ট টু বি নোটেড - এলসিএম কিন্তু ডিঃ দিলো না যে এটা পিসি/ল্যাপি মার্কেটে। ইহাকে কি রিগিং বলা যায়? ;-)

    সার্ভার মার্কেটে লিনাক্ষ ঢের এগিয়ে গেছে - কোথায় যেন দেখলুম।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:৪৫ | 97.81.108.219
  • মধ্যমেধার জয়গান। সিপিএম কি এম্নি এম্নি করে খাচ্ছে? ঃ)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১০:৪৪ | 61.95.144.122
  • ভারতে মারুতির মার্কেট শেয়ার সবচেয়ে বেশি - তাতে কি প্রমাণ হয় মারুতি পোর্শের চে ভালো?

    নাঃ ফের রিলিজিয়াস ওয়ারে ঢুকে যাচ্ছি...
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১০:৪৩ | 69.236.183.213
  • ও এস - মার্কেট শেয়ার (ডিসেঃ ২০০৯)
    -----
    মাইক্রোসফট উইনডোজ - ৯২%
    ম্যাক - ৫.১১%
    লিনাক্ষ - ১.০২%
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:৪২ | 97.81.108.219
  • ধূর ম্যাকের মত ফ্রেণ্ডলি ইন্টারফেস হয় না। আর সেদিন শিকাগোতে একটা প্রিন্টার ইনস্টল করতে গেলাম উইন্ডোজে, নেটওয়ার্ক প্রিন্টার, ওদের হেল্পডেস্ক বলল লোকাল প্রিন্টার হিসেবে ইনস্টল করতে হবে। এই তো বিল্লুদার ইন্টারফেস !

    অনেক রাত হল - গুন্নাইট। কাল সব টেস্ট করব।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১০:৩৫ | 61.95.144.122
  • ইউজার ইন্টারফেসটা কঠিন - এটা জাস্ট মিথ। এবং ফালতু মিথ।

    হ্যাঁ - ভিতরে ঘাঁটতে হলে মেহন্নত আছে। আর কমপ্যাটিবল অ্যাপ্লিকেশন খুঁজে বের করতে হয়। কেসটা মারুতি আর পোর্শে বেসিক্যালি। মারুতির মেকানিক প্রতি গলিতে পাবে। পোর্শের জন্যে মেহন্নত আছে। এই আর কি। তবে চালিয়ে যা সুখ তাতে মেহন্নত ঢের আগে পুষিয়ে গিয়ে অনেকটা বাকি থাকেঃ-)
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:২৯ | 97.81.108.219
  • আরে না না - ওয়ার না ঃ)

    আমার বক্তব্য ছিল যদি ম্যাথের প্রফেসররাও ম্যাক ইউজ করতে পারে, তাহলে বিলুদা আর ইজি-টু-ইউজ রইল কি করে? ;)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১০:২৫ | 61.95.144.122
  • আম্রিকায় অনেক ইউনিই শুনেছি ম্যাকে চলে গেছে। ইউকে-তেও, অ্যাকাডেমিক্‌সে প্রচুর লোক ম্যাক ব্যাভার করে। হাইট হল - সেদিন সান মাইক্রো থেকে একটা ওয়ার্কশপ করাতে এসেছিলো - সান-এর সিস্টেম্‌সের যে লোকটা ক্লাস নিলো সে ম্যাক ব্যাভার করে। আমার এক বন্ধু মাইক্রোসফট রেডমন্ডে আছে - সে একবার বলেছিলো মাইক্রোসফটে বিরাট সংখ্যক লোক ম্যাক ব্যাভার করে। আমি কারণ জিগ্গেস করাতে বলেছিলো - বিকজ দে আর বেটারঃ-)

    বাট - আই হ্যাভ প্রমিসড - নো রিলিজিয়াস ওয়ার;-)
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:২০ | 97.81.108.219
  • তবে ডিডির প্রতি আমার গভীর শ্রদ্ধা। ম্যাক নেড়েচেড়ে দেখেও ঘায়েল হন নি ঃ)

    সবচেয়ে অবাক কাণ্ড, আমাদের ইউনিতে পুরো ম্যাথ ডিপ ম্যাক ইউজ করে !
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ১০:১৪ | 97.81.108.219
  • আমি ভাবছি ইউনির হেল্পডেস্ককে পাত্তা না দিয়ে পুরোদমে ম্যাক ইউজ করব আর নিজেই নিজের হেল্পডেস্ক হব ঃ)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১০:০৪ | 61.95.144.122
  • কেউ দ্যাখেনি মানে? এক্ষুণি স্ক্রীনশট নিয়ে মেল করে প্রমাণ দিতে পারি। ছয় বছর ধরে ম্যাকে গুচ আর বা.লা পড়ছি - বল্লেই হল?
  • rimi | ২৯ এপ্রিল ২০১০ ০৮:৩২ | 24.42.203.194
  • অভ্যু সাবধান, আমেরিকার খোকাখুকুরা বেজায় হিংস্র! কোয়ালিতে ফেল করালে গুলি করে খুলি উড়িয়ে দেবে!
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ০৬:৪৯ | 198.82.23.252
  • আজেবাজে জিনিস খাসনা। ছাত্ররা প্রাণপণে তোর জন্য পেট খারাপের প্রার্থনা করছে এখন।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০৫:৫৫ | 97.81.108.219
  • কোয়ালিফায়ারের কোশ্চেন সেট করতে হবে। ক্যামন একটা ক্যানিব্যাল ক্যানিব্যাল ভাব হতিছে।
  • sda | ২৯ এপ্রিল ২০১০ ০২:৩২ | 117.194.197.37
  • @নতুন মামা
    কোনো এক private engineering college e। বুঝতেই পারছেন ভাগ্নে অতিশয় পশ্চাত্‌পক্ক।
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ০২:৩১ | 198.82.23.252
  • দেফুরে ভাচ্চুয়াল কানমলা
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০২:২৫ | 128.192.7.51
  • ভাগ্নে তুমি কোথায় পড়ো?
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ০২:১৮ | 168.26.215.13
  • টিম দেফু তোমারে ডাকে। পরের বার ভালো করে খেলো।
  • dipu | ২৯ এপ্রিল ২০১০ ০২:১০ | 59.164.191.75
  • এই বালের টিমের খেলা ফাইনালে আর দেখবো না।
  • sda | ২৯ এপ্রিল ২০১০ ০২:১০ | 117.194.197.37
  • না না আমি ছোটো নই। দস্তুর মত রাত জেগে সিক্‌স্‌থ সেম এর প্রস্তুতি নিয়ে থাকি !
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০২:০৭ | 128.192.7.51
  • সম্ভবত দীপুখোকার কথা বলছে।
  • sda | ২৯ এপ্রিল ২০১০ ০২:০৩ | 117.194.197.37
  • দেফু কে ?
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ০১:৫৮ | 168.26.215.13
  • তাতে কি দেফুর যারা ছোট তারা হামাই দেয়। দেফু সবে হাঁটতে শিখেছে।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০১:৫৬ | 128.192.7.51
  • তা'লে তো আমার ভাগ্নেই হয়। সদাভাগ্নে।
  • sda | ২৯ এপ্রিল ২০১০ ০১:৫১ | 117.194.197.37
  • হামা ? ২০ বছর আগে দিয়ে থাকতাম বটে !
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ০১:৪৭ | 168.26.215.13
  • এই সদা দেফুর থেকেও ছোট। এখনো হামা দেয় মনে হয়।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ০১:৪৬ | 168.26.215.13
  • তাইলে অজ্জিত বা ব্ল্যাংকি পারবে। ওরা দাবী করে ম্যাকে গুরু দেখে। কেউ দেখেনি অবশ্যি ওরা ম্যাকে গুরু দেখে।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০১:৪৫ | 128.192.7.51
  • তোমার নাম তো জানা হয়েই গেছে। saikatc++ নামে লেখো না। বা saikatc2 বা সৈকত-অন্য-কিছু।

    বা যদি চাও তোমাকে আমরা ভাগনে বলেও ডাকতে পারি ঃ)
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০১:৪২ | 128.192.7.51
  • নাঃ ডিডিদা ম্যাক্বিদ্বেষী। ওনাকে দিয়ে হবে না।
  • sda | ২৯ এপ্রিল ২০১০ ০১:৪১ | 117.194.197.37
  • থ্যান্‌কু!
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০১:৩৯ | 128.192.7.51
  • নতুন কেন? এসে বসে পড় ঃ)
    আর নীরবই বা কেন? আমরা পোচ্চণ্ড সরব। এই নিয়েও হয়ত ডিডিদা কিছু বলতে পারবেন।
  • sda | ২৯ এপ্রিল ২০১০ ০১:৩৭ | 117.194.197.37
  • একটি আবেদন ঃ
    আমি সেই অর্কুট নিবাসি সি প্লাস প্লাস চট্‌কানো সৈকত। গুরু র নীরব ভক্ত। এই সাইটে নতুন। কাউকে যদি বিরক্ত করে থাকি তাহলে সরি।
  • aka | ২৯ এপ্রিল ২০১০ ০১:৩৭ | 168.26.215.13
  • এটা ডিডিদা ভালো বলতে পারবেন। ওনার সাংঘাতিক অভিজ্ঞতা।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০১:২৩ | 128.192.7.51
  • একটা সিরিয়াস প্রশ্ন করলাম, বাঘা বাঘা বিশেষজ্ঞরা আছে বসে, কেউ উত্তর দেয় না ঃ(

    ম্যাকে গুরু কিভাবে পড়েএএএএ?
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ০১:১৮ | 198.82.23.252
  • পেটো নিয়ে কোথায় একটা আলোচনা হচ্চিলো না?
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১০ ০০:৫৭ | 128.192.7.51
  • আলাদা লোক বুঝি? আমি তো একই লোক ভেবে ফ্রেণ্ডস রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম !
  • Du | ২৯ এপ্রিল ২০১০ ০০:৫৭ | 71.252.203.95
  • সেটাই মনে হয় - আমার ছেলে পুরানো সেই দিনের কথা শুনে শুনে এক্টা কাগজে ইংরিজীতে লিখেছিল শেখার জন্য। তা সেই বানান আর আমাদের ফোনেটিক বানানে পুরো টালা টালিগঞ্জ ঃ) সেটা পোস্ট করবো ভেবেচিলাম সেই সময় তারপর হারিয়ে ফেলেছি।
    আমি তোমাকে urge-o সাজেস্ট করতে যাচ্ছিলাম ঃ)
  • Tim | ২৯ এপ্রিল ২০১০ ০০:৪৯ | 198.82.23.252
  • মোহিনীমোহন? ঐ শাড়ীর দোকানটা আজ্জোদার?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত