এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Rajdeep | ২৯ এপ্রিল ২০১০ ১৬:২৯ | 202.79.203.59
  • ওরে পাগল ""মহা""রাষ্ট্র কি কারুর একার ঃ-)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৬:২৬ | 61.95.144.122
  • কিন্তু জামা নেই কেন?
  • de | ২৯ এপ্রিল ২০১০ ১৬:১০ | 59.163.30.2
  • এলিয়েনরে কো-এডিটর করে নেবে!
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৬:০৬ | 198.179.147.71
  • দুঃখের এখনই কী দেকেচো?

    এলিয়েনকে যখন পাতার পর পাতা প্রবন্ধ পড়তে হবে তখন সে বেচারি বুঝবে হাউ মেনি রাইস ইন হাউ মেনি প্যাডি !!
  • de | ২৯ এপ্রিল ২০১০ ১৬:০৬ | 59.163.30.2
  • রাজদীপ গুর্গাঁও নিয়ে না ভেবে পুণের লেডিস হোস্টেলে ঢোকার পিল্যান করে ক্যান? তদন্ত কমিশন বসুক!
  • de | ২৯ এপ্রিল ২০১০ ১৬:০১ | 59.163.30.2
  • ভ্যাঁক! --

    পিছিয়ে পল্লাম ঃ))
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৫:৫৮ | 216.52.215.232
  • এঃ! দে কখনো পড়া করে আসে না। যাও কান ধরে ওই কোনে গিয়ে ডাঁড়িয়ে থাকো।
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৫:৫৬ | 203.99.212.53
  • আগের পাতায় ডিডিদা লিখে দিয়েছেন। আমি আর এই দুঃখজনক ঘটনার পুনরুল্লেখ করতে চাইনা।
  • de | ২৯ এপ্রিল ২০১০ ১৫:৫৩ | 59.163.30.4
  • এলিয়েনরা দাড়িওয়ালা ওটা কারে ধরে নিয়ে যাচ্ছে?
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৫:৪৫ | 203.99.212.53
  • নড়ে, নানান ডাইমেনশনের জটিল হিসেবপত্র একটু ঘেঁটে যাওয়াতে বোঝা যাচ্ছেনা।
  • Blank | ২৯ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 170.153.65.102
  • কিন্তু এ ছবি তো নড়ে না
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৫:০০ | 216.52.215.232
  • ডিঃ হুতোর জন্য ছিল।
  • Arpan | ২৯ এপ্রিল ২০১০ ১৪:৫৯ | 216.52.215.232
  • ঃ-)))
  • rabaahuta | ২৯ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 203.99.212.53
  • ঠিক। এলিয়েন ফোটোগ্রাফিতে আমি একজন দিকপাল।
  • dipu | ২৯ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 61.12.12.83
  • উরেত্তারা! ঃ-))))
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৪:৫৮ | 61.95.144.122
  • ওটা কে?
  • san | ২৯ এপ্রিল ২০১০ ১৪:৫৩ | 198.179.147.171
  • হুতোদার অটোগ্রাফগুলো এইবেলা নিয়ে রাখা ভাল।

    কবে কোথায় কী পেরাইজ পেয়ে যায় ঃ-)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৪:৪২ | 61.95.144.122
  • ভেরাইজনের সিলভার স্প্রিং-এর বিল্ডিংটায় প্রত্যেকের ডেস্কটপ ছিলো সোলারিস। আর Citrix দিয়ে একটা উইন্ডোজ সার্ভারে কানেক্ট করার যেত।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৪:১৬ | 61.95.144.122
  • প্রো বলতে আমি একটাই দেখি - অ্যাপ্লির অ্যাভেইলেবিলিটি। বাকি তো কন হি কন।

    সিট কি জানি না, তবে যে কোনোদিন আমি লিনাক্ষ বাছবো। কোম্পানিগুলো কোটি কোটি টাকা ফালতু খরচ করছে বলেই ওয়াল স্ট্রীট অবধি উইন্ডোজকে খিস্তি মারে।

    পঃবঃ সরকার মাঃসঃ-র সাথে চুক্তিটা বাতিল করেছে। কেরালাও করেছে। এবং সম্ভবতঃ আরো কয়েকটা রাজ্য করবে।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১৪:১০ | 69.236.183.213
  • হ্যাঁ, কিন্তু প্রো গুলো তো বলছ না। সেগুলো, কন-এর লিস্ট এর থেকে ভারী বলেই না, কোম্পানীগুলো কোটি কোটি টাকা খরচা করে উইনডোজ চালাচ্ছে।
    ধরো, তুমি কোনো ১০০০০ টা ইন্সটলেশন সিট কোম্পানীর ভিপি অপেরেশন। ধরা যাক, একদম নতুন সেট আপ। তুমি যা খুশী চুজ করতে পারো। তুমি টেন্ডার ডেকেছ। তুমি, তখন কাকে চুজ করবে? উইনডোজ, লিনাক্স, ম্যাক - কাকে বাছবে ডেস্কটপ ওএস?
  • dd | ২৯ এপ্রিল ২০১০ ১৪:১০ | 122.167.46.32
  • সে তো নাহয় বুঝলাম কিন্তু আমাদের ঈশেনের ক্ষী হোলো? তারে ক্ষি এলিয়েনরা অ্যাবডাক্ট করে নিলো? কোন গ্রহে আছে? হোথায় ক্ষি গু চ বাইর হয়?

    নাক্ষি সপরিবারে সি ই ও হয়ে গ্যালো, গুমরে আর কথা কয় না। ক্ষিন্তু মনসান্টোর সি ই ও হওয়া উচিৎ নয়।

    অথবা ক্ষি, রাগে,গরমে কাঁপতে কাঁপতে ফের শিকাগো চলে গ্যালো? তাপ্পর থেকে শীতে জমে গিয়ে বাক্যিহারা?

    কে জানে? বুলেটিন দাও।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৪:০৮ | 61.95.144.122
  • মানে এই ইস্যুতে গীতা কাজে দিচ্চে না - রিট্রেইন করতে লাগবো;-)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৪:০২ | 61.95.144.122
  • এলসিএম ভাঙবে তবু মচকাবে না। "অ্যাকসেস লেভেল সুবিধের নয়', পারফরমেন্স অ-ফুল, সিকিউরিটি - অন্যদের সাথে ডিল করে ফাঁক রাখে, তবু ভালো - কারণ মার্কেট শেয়ার বেশি।

    এবার আমি চুপ। আর মুখ খুলবোই না। কারো কাছে ত্রিপিটকের সফ্‌ট কপি আছে? ;-)
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৫৭ | 69.236.183.213
  • উইনডোজ-এ সিকিওরিটি প্রবলেমটা মেইনলি ব্রাউজারে। ওএস-এ নয়। ৯৯% ক্ষেত্রে পোকা আসে নেটওয়ার্ক দিয়ে। এবং, ৮০ নং পোর্ট দিয়েই আসে বেশী। বা, ১১০/১৪৩/২৫...। কিন্তু এগুলো বন্ধ রাখা যায় না। আর একটা ব্যাপার হল ইউসার অ্যাকসেস। মাইক্রোসফট-এ ইউসার অ্যাডমিন অ্যাকসেস লেভেল, বা, সিউডো লেভেল এগুলো তেমন সুবিধের নয়। আসলে, উইন্ডোজ শুরু হয়েছিল সিঙ্গল ইউজার সিম্পল সিস্টেম হিসেবে। এখন শুরু করেছে, ভিস্তা/সাত এ করেছে। কিন্তু, ইউনিক্স-এর মতন নয়।
  • de | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৫১ | 59.163.30.3
  • থ্যাংকু অরিজিত, দেখে নিচ্ছি!
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৪২ | 61.95.144.122
  • ডিনায়াল অব সার্ভিসটা *nix-এর একচেটিয়া তো নয় - যে কোনো জায়গায় হতে পারে। আপাততঃ ইস্যুটা পোকা-স্পেসিফিক। ইভেন উইন্ডোজেও অনেকটা এড়ানো যেতে পারে - কিন্তু সেই টেকনিকগুলো মাঃসঃ-কে কখনো প্রোমোট করতে দেখিনি। যদিও এখন পোকা (ট্রোজান/রোবোট) ইস্যুটা শুধু মেনফ্রেম/সার্ভারে নয় - মেইনলি পিসিতেই - যেগুলো জানলা থাকলেই ভীষণভাবে এক্সপোজড।

    দে - কম্পু-বাওয়ালি-র টইটাতে প্রথম পাতাতেই আছে।
  • de | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৩৬ | 203.199.33.2
  • অরিজিত,
    উনিক্ষে কেন পোকা কম? সরি, আমি আপনার হাত-ব্যথা করা লেখাগুলো পড়িনি! কোন রেফারেন্স?
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৩৪ | 69.236.183.213
  • একদম ঠিক। মাইক্রোসফট/নর্টন/ম্যাকাফে -- ডিল।
    সার্ভার সাইডে - ইউনিক্স বা মেইনফ্রেম-এর গল্প আলাদা। এখানে হয় অন্য জিনিস - যেমন, ডিনাইয়াল অফ্‌ সার্ভিস।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১৩:২৮ | 61.95.144.122
  • আরেকটা থিওরিও আমার বেশ কনভিন্সিং মনে হয় - মাঃসঃ ইচ্ছে করেই ফাঁকফোকরগুলো রাখে - অন্যদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে - যাতে লাইসেন্স ফী এবং সাপোর্ট থেকে আয় হয়;-)

    টেকনিক্যালি কেন *nix-এ পোকার সমস্যা কম সেটা নিয়ে লিখে লিখে আঙুলে ব্যথা হয়ে গেছে বলে আর লিখলাম না।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১২:৫৪ | 128.48.255.23
  • ইনি কে ? তোমাদের কোম্পানীর কেউ?

    পোকা নিয়ে একটা থিওরি আছে। অনেকের মতে যারা পোকা বানায়, তারা খামোখা ৫% ইউসারের পেছনে লাগবে কেন? সেই নাম্বার গেম। মার্কেট, বাজার।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১২:১৮ | 61.95.144.122
  • হ্যাঁ - আমাদের জ্যাক কুন্দামাল যেমন উদাহরণ;-)
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১২:০৮ | 128.48.255.23
  • ১) নং পয়েন্টটা ঠিক যার যা খুশী ব্যাপার নয়। বড় প্রাইভেট/পাবলিক কোম্পানী - তারা অনেক ভেবে চিন্তেই উইনডোজ রাখে।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১২:০৫ | 128.48.255.23
  • তবে। আজ এক স্মরণীয় দিন। অরিজিৎ উইন্ডোজ সংক্রান্ত পজিটিভ কোনো কমেন্ট করেছে ঃ)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:৫৮ | 61.95.144.122
  • তবে কিনা এই যখন কেউ বলে পোকা ঢুকেছে - তখন একটু মিচকি হাসি পায়। আর কিছু না;-)
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:৫৬ | 61.95.144.122
  • ১) এরকমটা কেউ বলে না। কেউ উইন্ডোজ ব্যাভার করতেই পারে - যা খুশি করতে পারে - পসন্দ আপনা আপনা। কিন্তু স্টেবিলিটি/পারফরম্যান্স/সিকিউরিটি পয়েন্টগুলো হার্ড ফ্যাক্ট। যেমন উইন্ডোজের অ্যাপ অ্যাভেইলিবিলিটি হার্ড ফ্যাক্ট।
    ২) এটা নিয়ে কিছু বলি নাই। মারুতিও গাড়ি ইন্ডাস্ট্রিতে ভারতকে অনেক তুলতে পেরেছে।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:৪৭ | 69.236.183.213
  • না হে, ঠিক ডিফেন্ড করছি তা নয়, আসলে আমি উইনডোজ-কে গাল দিই না। কারণ আছে -
    ১) সারা পৃথিবীর এই যে কোটি কোটি মানুষ উইনডোজ ব্যবহার করে, তারা সবাই গবেট বা মাথামোটা নয়।
    ২) আজ কম্পুটার-এর এত বেশী ব্যবহার, সাধারন মানুষ ফোন বা টিভির মতন কম্পুটার ব্যবহার করার কথা ভাবে, তার জন্য খানিকটা ক্রেডিট মাইক্রোসফটের প্রাপ্য।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:৪২ | 61.95.144.122
  • কিন্তু আমি কেন তক্কো করছি? আমার তো নির্বাণলাভ হয়ে গেছে। আর করবো না - প্রমিস। শুধু কোশ্চেন করলে উত্তর দেবো।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:৪১ | 61.95.144.122
  • নিউক্যাসলে আমার এক ডাক্তার বন্ধু আমার ল্যাপি দেখার পর বার খেয়ে নিজে থেকেই ম্যাকবুক কিনে এনে নিজে নিজেই ব্রডব্যান্ডে কানেক্ট করে কলকাতায় তার বউকে মেল করলো যে ম্যাক থাকলে আর বউ লাগে না;-)

    আর দামটাও এখন ওরকম নয়। ভারতে একটা ভালো ব্র্যান্ডের উইন্ডোজ ল্যাপি কম করে ৪০-৪৫ হাজার। ম্যাকবুক ৫৫। যতটা দাবী করা হয় সেরকম কিছু নয়।

    কিন্তু এলসিএম কেন আদা জল খেয়ে উইন্ডোজকে ডিফেন্ড করায় লেগে থাকে? পারফরম্যান্স, স্টেবিলিটি সংক্রান্ত সমস্ত তথ্যই যখন উইন্ডোজের বিপক্ষে? এই ইস্যুতে এলসিএম আর তৃ-প-বু-তে পিটির মধ্যে তফাত কি?
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:৩৪ | 69.236.183.213
  • ঠিক আছে, কিন্তু অরিজিৎ বলো, একজন ইউসার, ধরো একজন ডাক্তার, সে অ্যাফোর্ড করতে পারলেও কেনো খামোখা বেশী টাকা দিয়ে ম্যাক কিনবে। বেশী দামের গাড়ী কেনার সময় কিন্তু ক্রেতা কিন্তু কারণটা জানে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:২৯ | 61.95.144.122
  • হোম মিনিস্ট্রি কলকাতা নিয়ে কি সব টেরর অ্যালার্ট দিয়েছে।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:২৬ | 69.236.183.213
  • MAC - Macs Are Crap
    WINDOWS - Will Install Needless Data On Whole System
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:২১ | 61.95.144.122
  • অবভিয়াসলি। ভারতে মারুতি অল্টোর বিক্কিরি হন্ডা সিভিকের চে ঢের বেশি। তাই বলে কি হন্ডা মারুতির সাথে তক্কো করতে যায়? নাকি আম্রিকায় পোর্শে টয়োটা করোলার সঙ্গে তক্কো করে? নাকি বিলাতে জাগুয়ার ভক্সহলের সাথে তক্কো করে?

    ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:২১ | 69.236.183.213
  • আই ফোন 4G -এ মডেল লিক করে দেওয়ায় অ্যাপেল পুলিশ লাগিয়ে গিজমোডো-র এডিটর-এর বাড়িতে রেইড করিয়েছে।
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৯ | 69.236.183.213
  • কি কান্ড দ্যাখো! অরিজিৎ, কি না শ্যাষে সিপিএম-রে মাইক্রোসফট কইল...
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৮ | 61.95.144.122
  • আর নির্বাণলাভের পর যুদ্ধু যুদ্ধু খেলতে ভাল্লাগে নাঃ-)
  • lcm | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৮ | 69.236.183.213
  • এদিকে মাইক্রোসফট তো ফার্স্ট কোয়ার্টারে ৪ বিলিয়ন ডলার লাভ করেছে, আগের বছর একই সময়-এর তুলনায় ৩৭% বেশী। উইনডোজ সাত-এর নাকি রেসপন্স ভালো ।
    আসলে, ৩০০-৫০০ ডলারের উইনডোজ ল্যাপি - হাজার প্লাস ম্যাক-কে আটকে দিয়েছে।
  • Arijit | ২৯ এপ্রিল ২০১০ ১১:১৭ | 61.95.144.122
  • সিপিএমও তাই ভাবতো;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত