এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২১ এপ্রিল ২০১০ ২৩:১৪ | 143.111.22.23
  • ১১৯ removal request - ওর্কুট! কি অবস্থা মাইরি।
  • aka | ২১ এপ্রিল ২০১০ ২২:৪৮ | 168.26.215.13
  • http://www.google.com/governmentrequests/

    চায়নায় শুধুই ?? কারণ স্টেট সিক্রেট। ট্রেড সিক্রেট নয় কিন্তু। (এটা দুদি স্টাইলে)
  • Du | ২১ এপ্রিল ২০১০ ২২:৪৩ | 65.124.26.7
  • আমাদের এখানে একজনের জিমেল অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে -
  • stoic | ২১ এপ্রিল ২০১০ ২১:৫৮ | 160.103.2.224
  • য়্যুর ওয়েলকাম ঃ-)
  • a x | ২১ এপ্রিল ২০১০ ২১:৪০ | 143.111.22.23
  • থ্যান্‌কু ঃ-)
  • stoic | ২১ এপ্রিল ২০১০ ২১:৩৮ | 160.103.2.224
  • অথার অ্যান্ড কম্পোজার আবু জাফর।
    পুরো নাম (বোধহয়) আবু জাফর মহম্মদ ওবেদুল্লাহ খান।
  • a x | ২১ এপ্রিল ২০১০ ২১:২২ | 143.111.22.23
  • এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা-সুরমা নদীতটে
    আমার রাখাল মন গান গেয়ে যায়

    এটা কার লেখা গান আর সুরকার কে কেউ বলতে পারবে/ন?
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ২০:৫৪ | 219.64.11.35
  • অঃ। বুঝনু। এইটা দিয়ে কেবল ওয়ার্ডে বাংলায় ট্রান্সলিটারেশন মেথডে লেখা যাবে।
  • kd | ২১ এপ্রিল ২০১০ ২০:৫১ | 74.72.161.90
  • এই সাইটটা কেউ দেখেছো? দারুণ না?
    http://www.ted.com/
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ২০:২৭ | 216.52.215.232
  • নতুন কিছু হয়নি বাপ। এটা দিয়েও হয়।

    ল্যাঙ্গুয়েজ পাল্টে টাইপ করার গল্পটা কীসের বুইলাম না।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ২০:২৩ | 219.64.11.35
  • হ্যাঁ, মাঃসঃ-এরটা ইনস্টল করে নতুন কী হল, বুঝলাম না। ও তো ল্যাঙ্গুয়েজ পাল্টে আগেও বাংলা টাইপ করা যেত।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ২০:২২ | 219.64.11.35
  • এটাও করা যায় অল্টারনেটিভলি। কিন্তু কীভাবে যে এটা আমার ব্রাউজারে ইনস্টল হয়েছিল, ভুলে গেছি। একটা বাটন হয়ে আছে। ক্লিক করলেই বাংলায় লিখে দেয়।
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ২০:২১ | 216.52.215.232
  • আমার তো আরামসে হচ্ছে। কোন ইন্সটল করারও দরকার হল না।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ২০:১৮ | 219.64.11.35
  • মাঃসঃ-এর টা তো ইনস্টল হল, কিন্তু কেবল ফন্ট পাল্টে বাংলা করে দিচ্ছে। ট্র্যান্সলিটারেশন হচ্ছে না।
  • kd | ২১ এপ্রিল ২০১০ ২০:১৪ | 74.72.161.90
  • ছেলের ফেলে দেওয়া একটা আই-ফোন খুঁজে পেলুম - ফোন নেই কিন্তু দুম্‌দাম ওয়্যারলেস ধরে ফেলছে - ইমেল চেক করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা গুরু পড়া যাচ্ছে। গোড়ায় আসছিলো না, 'বাংলা না এলে' কি সব ফন্ট ডাউনলোড করার কথা, কিন্তু কী করে করবো ধরতে পারলুম না। তবে আমার খুব বুদ্ধি তো, তাই ইউনিকোড করতেই অল প্রবলেম সলভ্‌ড্‌ ! কী মজা!!!

    যাই রেডি হই, এখন বাড়ী যাওয়ার প্ল্যান দিন পাঁচেকের জন্যে।
  • kd | ২১ এপ্রিল ২০১০ ২০:০৬ | 74.72.161.90
  • মাসখানেক আগে সুমেরু আমায় এই লিংকটা পাঠিয়েছিলো, যেখানে-সেখানে যখন-তখন বাংলায় লেখার জন্যে। জাস্ট দারুণ!! সানা, শুনছেন?

    http://specials.msn.co.in/ilit/Bengali.aspx

    তবে হ্যাঁ, এটা জানলাতে কাজ করে, আপেল-পেয়ারা-ন্যাসপাতির জন্যে কিনা জানিনা।

    ও হ্যাঁ, বিশাল ওয়ার্নিং - গুরুতে পোস্ট করতে গেলে কম্পুকে বাংলা মোড থেকে ইঞ্জিরি করে নিতে হবে - নইলে বলে পোস্ট হয়েছে কিন্তু কোথায় বলে না - অন্তত চেনাশুনো জায়্‌গায় না। হাড়ে হাড়ে বুঝেছি।
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ২০:০৫ | 216.52.215.232
  • এইবার হেরো পার্টির মত কথা হচ্ছে। ওটা ইতালির কোনো ক্লাব না, রেফারি পর্তুগিজ বলে মরেনহোর টিমকে টেনে খেলিয়েছে। আরে বাবা, সব চ্যাম্পিয়ন টিমেরই এক আধদিন খারাপ যায়। তার ওপরে অতটা রাস্তা বাসে গেছে। আজ লিয়ঁরও একই দশা হলে আশ্চর্য হবো না।
  • Bhuto | ২১ এপ্রিল ২০১০ ১৯:৫১ | 203.91.193.50
  • না গুরুতে অ্যালার্জি নয়। কিন্তু নৃত্য পেরাকটিস ছেড়ে কি গুরু কত্তে দেবে?
  • rabaahuta | ২১ এপ্রিল ২০১০ ১৮:৫৭ | 203.99.212.54
  • হ্যাঁ, ঐ কত কি বাকি জিনিসের মধ্যে ওটাও ছিল তো!
    ঃ(
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ১৮:৫৩ | 219.64.11.35
  • শুধু ঢিল ছোঁড়া দূরত্বে থেকেও আমার সঙ্গে মোলাকাতটা করে উঠতে পাল্লে না। না-হয় আমিই খাইয়ে দিতাম। :-|
  • rabaahuta | ২১ এপ্রিল ২০১০ ১৮:৪৭ | 203.99.212.53
  • নয়ডাতে মীনগণের মত হীন হয়ে ছিলাম। তারপর লা জবাব দিল্লী বেরোতে শুরু করলো, আর শহরটা আমার ভীষন পছন্দ হয়ে গেল। এমনকি দুয়েকদিন উদ্যোগ নিয়ে লালকেল্লা চাঁদনী চক চাণক্য পুরী মোমোর দোকান কুতুব মীনার ঘুরেও এলাম। দিল্লী ছেড়ে আসার সময় মনে হচ্ছিল, যাঃ, কত কি করার ছিল বাকি।
    শমীককে এনসিআর এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানিয়ে দিলে পারে।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ১৮:২৫ | 219.64.11.35
  • তয় দিল্লি এক নম্বরে কি দশ নম্বরে তাতে আমার কিস্যু এসে যায় না। আমি দিল্লি ছেড়ে নড়ছি না। ব্যস্‌।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ১৮:২৪ | 219.64.11.35
  • দিল্লিরে কেন এক নং কইল সেইটা বুঝতে গেলে দিল্লি এসে থাকতে হবে। কইলকাতায় বসে দিল্লিকে দুষলেই কি হয়? ;-)
  • saikat | ২১ এপ্রিল ২০১০ ১৮:১৭ | 202.54.74.119
  • সামনের মঙ্গলবার একটা ছুটি পাওয়া যাবে।
  • aka | ২১ এপ্রিল ২০১০ ১৮:১৭ | 168.26.215.13
  • হেরো পার্টিরা বরাবরই অমন বলে থাকে।
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৮:১২ | 61.12.12.83
  • সার্ভে? হাঃ হাঃ হাঃ। কদিন আগে কারা য্যানো সার্ভে করে পেয়েছে দিল্লী ভারতের সবচেয়ে নিরাপদ শহর।
  • de | ২১ এপ্রিল ২০১০ ১৮:০৯ | 203.197.30.2
  • আচ্ছা, দিল্লীরে ক্যান এক নং কইলো? মুম্বই, লুরুও কিছু খারাপ নয়! তবে আমায় চয়েস কত্তে দিলে আমি কল্কাতাই কইতাম! তাই বোধায় দেয় নি!

    শমীক, এবার মুম্বইতেও দুপুরে লু বইছে! স্যাক্রির সঙ্গে এটাও মাথায় রেখো!
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ১৮:০৫ | 219.64.11.35
  • আগে আগে আমার তানসেনের মত ক্ষমতা ছিল। বর্ষার গান গাইলেই মেঘ করত, অল্পস্বল্প বিষ্টিও হত। এই বছরে আর কেন জানি কাজ করছে না।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ১৮:০৪ | 219.64.11.35
  • মুম্বাইতে এক্ষুনি এক্ষুনি চলে যাবার মত একটা মেগা অফার আছে আমার হাতে, এক নামকরা মাল্টাই ন্যাশনালের তরফে, স্রেফ আঁধি আর লু ছেড়ে থাকতে পারব না বলে যাচ্ছি না। এই যে স্যাক্রিফাইজ, এর দাম তোমরা বুঝবা না।
  • aka | ২১ এপ্রিল ২০১০ ১৮:০৩ | 168.26.215.13
  • দেফু না পড়ে পড়ে পিছিয়ে কোথায় পড়ে রয়েছে।

    http://www.anandabazar.com/21desh8.htm
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৮:০১ | 61.12.12.83
  • তিব্বো পোতিবাদ। ব্যাঙ্গালোর এক নং।
  • aka | ২১ এপ্রিল ২০১০ ১৮:০০ | 168.26.215.13
  • থাকার জন্য দিল্লী ১ নং, মুম্বাই ২ নং। সেই ফ্যাক্টরটাও তো দেখতে হবে।
  • de | ২১ এপ্রিল ২০১০ ১৭:৫৬ | 59.163.30.2
  • শমীক, দিল্লীকে শ্রাবণী দেখবে -- তুমি মুম্বই এসো বরং, আঁধির হাত থেকে বাঁচবে!

    ইস্‌স্‌স! আমার কি বৃষ্টি দেখতে ইচ্ছে কচ্চে, ইদিকে সেই জুলাইয়ের আগে তেনার দেখা পাওয়া যায় না!

    সানা,
    "রোদ্দুর" কোন ভাষায়?
  • sana | ২১ এপ্রিল ২০১০ ১৭:৫৩ | 58.106.157.129
  • Thank you,Shamik.
  • sana | ২১ এপ্রিল ২০১০ ১৭:৫১ | 58.106.157.129
  • আরে সানা মানে রোদ্দুর,রোদ্দুর কি এক টাই হয়,নাকি,শুধু এক জায়্‌গাতে থাকে?
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৭:৪৩ | 61.12.12.83
  • এঃ! ওটা পরিষ্কার পেনাল্টি ছিল। তোমার নির্ঘাত ঘুম পেয়েছিল।

    সব কাগজে ওই হলুদকার্ড নিয়ে রেফারিকে খিল্লি করেছে। ইন্টারের দ্বিতীয় গোলের আগে মেসিকে ফাউল করেছিল, রেফারি ঘুমোচ্ছিল। আর ইন্টারের শেষ গোল পরিষ্কার অফসাইড।
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ১৭:৩৯ | 216.52.215.232
  • রেফারিং নিয়ে জ্বালা ধরবেই। প্লে-অ্যাক্টো করে হলুদ কার্ড দেখতে হল যে।
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৭:৩৫ | 61.12.12.83
  • ইন্টার মিলান নামেই ইতালির ক্লাব। কালকের প্রথম একাদশে চারজন আর্জেন্টিনার, চারজন ব্রাজিলের, একজন ডাচ, একজন ক্যামেরুনের, একজন সার্বিয়ার। কোচ পর্তুগীজ। বালোতেল্লি আর মাতেরাজ্জি ছাড়া রিজার্ভ বেঞ্চেও কোন ইতালিয়ান নেই ঃ-)
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৭:৩২ | 61.12.12.83
  • রেফারিটা রামছাগল। কিন্তু তাই নিয়ে দুঃখ করে আর কী লাভ।
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৭:১৪ | 61.12.12.83
  • চরাচর।
  • a | ২১ এপ্রিল ২০১০ ১৭:১২ | 208.240.243.170
  • ধুস বিষ্টি হবি তো হ ঠিক বেরোবার সময়ে!! এর থেকে কল্কেতা/ গুরুগ্রাম ভালো, কক্ষুণো বিষ্টিই হয় না, নাকি বেথে/মামু?

    ইদিকে দুদ্দাড় মেঘ ডাকছে, ধুর ধুর ঃ)
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ১৭:০৮ | 204.138.240.254
  • আদরের নৌকো?
  • dipu | ২১ এপ্রিল ২০১০ ১৭:০৫ | 61.12.12.83
  • ভেসে গ্যালো।
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ১৬:৫১ | 216.52.215.232
  • হ্যাঁ, আমিও সেটা দেখেছি। কী করে হয় জানি না। এদিকে অফিসের মেশিনে কিছু ইনস্টল করতেও দেবে না। মহা কেলো।
  • Samik | ২১ এপ্রিল ২০১০ ১৬:৪৭ | 219.64.11.35
  • অর্পণ, বোধ হয় না। ঐ হতচ্ছাড়া ডাউনলোডার লাগাতেই হবে।

    তবে অদ্ভূত উপায়ে, মাঝে মাঝে ইস্নিপ্‌স ডাউনলোডারকে বাইপাস করে এমনি এমনিও ডাউনলোড হয়ে যায়। অবিশ্যি যদি ডাউনলোড এনেব্‌ল করা থাকে। কী করে হয়ে যায় মাঝে মাঝে, জানি না।
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ১৬:৪৩ | 216.52.215.232
  • ক্লাউড সিডিং। ক্লাউড সিডিং। আগেকার দিনে ওই তানসেন এট অল পারতেন। এখন লুরুর প্রযুক্তিবিদেরা।

    লিখছি বটে ভাটিয়ালিতে। আসলে যেত ওই ষড়যন্ত্রের সুতোয়।
  • Lama | ২১ এপ্রিল ২০১০ ১৬:৩৪ | 203.99.212.54
  • কেউ কেউ বৃষ্টি, ঠান্ডা, হাওয়া এইসবের কথা বলে কারো কারো (কলকাতাবাসী?মামু?) ঈর্ষা উদ্রেক করার চেষ্টা করছে মনে হয়?
  • Arpan | ২১ এপ্রিল ২০১০ ১৬:৩০ | 216.52.215.232
  • একটা ফান্ডা দাও। ইস্নিপস ডাউনলোডার ইনস্টল না করে ইস্নিপস থেকে ডাউনলোডাবার কোন উপায় আছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত