এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০১:২০ | 122.172.52.34
  • বাড়ি কদ্দুর? ছ মাইল? কিসে চেপে গেলি?
  • Lama | ১৭ এপ্রিল ২০১০ ০১:১৯ | 117.194.226.62
  • বাড়ি ফিরে দেখি ছ পাতা এগিয়ে গেছে !!!
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০১:১৪ | 122.172.52.34
  • ঘুমোতে যাই। গুন্নাইট সক্কলকে।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০১:১২ | 122.172.52.34
  • অ, সৈকতদের লাইব্রেরি আছে বুঝি! ঠিক আছে, ওকে ফোনাবো রোব্বার।
  • dipu | ১৭ এপ্রিল ২০১০ ০১:১২ | 59.164.98.231
  • *সৈকতদা দের
  • dipu | ১৭ এপ্রিল ২০১০ ০১:১১ | 59.164.98.231
  • কেজানে। ঐ বংঅ্যাসদের কাউকে চিনি না।

    সৈকতদাদের একটা লাইব্রেরি আছে। ওখানে দিয়ে দাও।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০১:০৯ | 122.172.52.34
  • অ দীপু, হালাসুরুর অ্যাসোসিয়েশানের একটা বাংলা লাইব্রেরি আছে না! ওরা কি নেবে? কি মনে হয় তোর? কিলোদরে বেচতে পেরে উঠবো না মনে হয়।
  • Du | ১৭ এপ্রিল ২০১০ ০১:০৮ | 65.124.26.7
  • আরে না, না ব্যাং আমি তো হাসি ডিডিদার গল্প শুনে।

    অক্ষকে কে বর্বর বলে? এসেস তো ইভেন দাঁত মাজাকেও লিস্টে রেখেছে ঃ)
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০১:০৫ | 122.172.52.34
  • ব্যাং গরমে পোড়ে, দু হাসে।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০১:০৪ | 122.172.52.34
  • আচ্ছা ভালো কথা, আমি না অনেকগুলো বাংলা নভেল বিদায় মতান্তরে দান করতে চাই, গুচ্ছখানেক শীর্ষেন্দু আর বুগু। কিছু নবনীতাও। সুনীলও এক-দুটো। এখানে কারো কি চাই?
  • Du | ১৭ এপ্রিল ২০১০ ০১:০২ | 65.124.26.7
  • ঃ))
  • Tim | ১৭ এপ্রিল ২০১০ ০১:০০ | 198.82.20.250
  • হ্যাঁ আমাকে পুরো কেসটা বুঝিয়ে দেওয়া হোক।
  • a x | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫৯ | 143.111.22.23
  • আমাকে বর্বর বলে নিল কায়দা করে, নাহয় দুদিন চান না করে থাকা কোনো ব্যপারই না আমার কাছে।

    আর টিমকে ধর, ওর নাকি সাক্সেস রেট ৮০%। আমার ২০ থেকে তোমাকে দিয়ে দিলে আমার আর কি থাকবে!
  • dd | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫৮ | 122.167.27.128
  • ক্ষিন্তু, অপিচ, ইয়েট, মানে গিয়ে .... পাইদি ক্ষুব মিষ্টি গায়। প্রমান? হা হা হা।
    এস্নিপ্স বা কোথায় জানি আছে। অমি শুনিছি।

    আমার দিদির দুজন টিউটর ছ্যালো, সংসকৃতের আর গানের(বন্নো বন্নো ঢুরানো ... এ এ রী)। ইদিকে পোথোম জন কানে খাটো, ক্ষিন্তু গানের ম্যাস্টোর নন। আর আমার বাবা গুলিয়ে ফ্যালেছেন।

    তো দিদির গানের মাস্টারের সাথে আলাপ হতে (উনি তো, কানে কালা, এইসব ভেবে)আমার বাপে ক্ষি ভয়ংকর চেঁচিয়ে মেচিয়ে উশৃংখল হুংকার দিয়ে কথা কইতে শুরু কল্লেন , আর গানের ম্যাস্টার ও সহজিয়া ভেবে নিলেন, আমার বাপে কানে খাটো। তিনি ও চিৎকারে সেম সেম। ডেসিবেল লেভেল তো হরে মুরারে।

    ঐ অসম্ভব চিৎকৃত আলাপনে পুরো পাড়া ভেবে নিলো ম্যাস্টারে আর বাপে উত্তাল মার্পিট চলছে। কিন্তু ত্যামোন কিছু হয় নি। এইসব ভয়ংকর উপদ্রব শেষ হলে, আমার বাপেরে পুরা ঘটনাটা বুঝায়ে দিলে উনি এক ঢোঁক রাম খে' ব্যাপারটা মেনে নিলেন।

    ক্যানো কইলাম? পাইদির গান গুলান মনে করাইয়া দিলো সেই সব পাগলাটে পুরাতনী দিনের কথা।

    কুয়াসা, মেঘে ঢাকা। মন কেমন করে।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫৬ | 122.172.52.34
  • এঃ দীপুটা পিছিয়ে পড়ে নি! বললাম না, লোকাল জলের লরিওয়ালাদের কান্ড!
  • dipu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 59.164.98.231
  • কিন্তু গোটা লুরুতেই তো জলের লরির রমরমা। তাদের তো এইসকল কেসে ঝাঁপিয়ে পড়ার কথা।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫২ | 122.172.52.34
  • * বারবার
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫১ | 122.172.52.34
  • আচ্ছা অক্ষ কি তার ২০% সাকসেস রেট আমার ক্ষেত্রে একটু প্রয়োগ করতে পারে? মানে অক্ষ বর্বর বললো, "ঠাকুর, BWSSBর লোকগুলো যেন শুক্রবার কাজ করে সারা রাত ধরে, আর ব্যাঙের বাড়িতে জল চলে আসে শনিবার সকাল থেকে"
  • a x | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫১ | 143.111.22.23
  • আরে হোটেলে একটা ঘর নিয়ে সবাই গিয়ে কাজ সেরে আবার বাড়ি চলে এলেই তো হল। তবে হ্যাঁ সবাইকে কো-অর্ডিনেট করতে হবে ডাকগুলো। ইচ্ছেমতন ডাকে সাড়া দিতে চাইলেই তো হবেনা।
  • dipu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৫০ | 59.164.98.231
  • নেই মামার চেয়ে কানা মামা ইত্যাদি।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪৭ | 122.172.52.34
  • এরপর বলবে - সুলভ শৌচালয়ে যাও নাকে গামছা বেঁধে।
  • a x | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪৭ | 143.111.22.23
  • গামছা গাড়ু লইয়া মলে জাবা?
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪৬ | 122.172.52.34
  • আছে তো, কিন্তু বুড়োবুড়িদুটোকে কেমন করে বলি বাজারে যাও এই কাজ করতে!!
  • pi | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪৫ | 128.231.22.89
  • আরে.. রিভুবাবুর জন্য অনেক শুভেচ্ছা আর আদর রইলো । আর , আর , একটা নড়চড়া , এমনকি মাঝে মাঝে কথা বলাও, কলম ঃ)
  • dipu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪৪ | 59.164.98.231
  • আশেপাশে মল (বহুতল বিপণি) নেই?
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪৩ | 122.172.52.34
  • হোটেল তো আছে। কিন্তু কাল ছেলের জন্মদিন বলে আজ কোলকাতা থেকে দাদু-দিদিমা এলেন। তারা আসা মাত্রই লটবহর সমেত কেমন করে হোটেলে উঠে যাই!
  • a x | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪২ | 143.111.22.23
  • খাসি হতে পারুম না। খুব চেষ্টা করব, কিন্তু তাও পারবনা জানি ঃ"-(
  • Arpan | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪১ | 112.133.206.20
  • অতিথিদের ভালো মত সৎকার করেন লুলুবাবু বোঝাই যাচ্ছে।
  • Abhyu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪১ | 131.193.178.22
  • আমি আপাতত শিকাগোয়। কাল একটা দেশী দোকানে খেলাম। দোকানের নাম খাইবার পাস।
  • Du | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪০ | 65.124.26.7
  • এই ভালো চান্স ছিল - আপমার্কেটে পিপুপল লঞ্চ করার -।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪০ | 122.172.52.34
  • পিয়াকি নজরিয় টা তো আমিও শিখেছিলাম। আমার ভালো লাগতো নিরাভরন ম্যায় তো চলি যাতি হুঁ। আর ভবানী দয়ানীটা। একটাও রাগের নাম মনে নেই। তাড়ানাও ভালো লগতো। ধ্রুপদ অতি অখাদ্য লাগতো। ধামারটা চলেবল গোছের।
  • dipu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪০ | 59.164.98.231
  • এখান একটা বড়সড় খাবারের দোকানের নাম সৎকার। মালিকের নাম এ.এম.লুলু।
  • pi | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪০ | 128.231.22.89
  • পেনটা পকেটে করে নিয়ে যাচ্ছি। HHB 8-)
  • a x | ১৭ এপ্রিল ২০১০ ০০:৪০ | 143.111.22.23
  • ব্যাংএর ওদিক পানে কোনো সস্তা গন্ডার হোটেল নেই? আমরা একবার একটা বড়সড় ঝড়ের হুমকির সময় বাড়ির পাশেই একটা এক্সটেন্ডেড স্টেতে যাওয়ার তোড়জোড় করছিলাম। বেশ মজাই লাগছিল, মাঝখান থেকে কিছুই হলনা।
  • Abhyu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 131.193.178.22
  • পেনটার কি হল বলে যাও।
  • Arpan | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 122.252.231.12
  • দুষ্টু লোকের কী আছে! রেওয়াজি খাসির অনেক দাম হয়। হু হু।

    P
  • Abhyu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৭ | 131.193.178.22
  • হ্যাঁ আমাদের হোস্টেলে একটা ছেলে ছিল, সে রাত্তির সাড়ে এগারোটার সময় তবলা প্র্যাকটিস করতে বসত। তার পাসের রুমের ছেলে শেষ পর্যন্ত ওয়ার্ডেনের কাছে নালিশ করে।
  • pi | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৭ | 128.231.22.89
  • তাড়াহুড়োতে বানামের ভালোমতন সৎকার করেছি দেখছি। আজ্জে কাটি। আজ ও ডাক্তারের কাছে দেরিতে পৌঁছালে সত্যি ব্যথা আছে ঃ(
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৭ | 122.172.52.34
  • আসলে ব্যাংদি খালি পেটে পেট খারাপের ওষুধ খেয়ে খালি পেটে বসে আছে, আর টেন্‌শনে মাঝে মাঝেই পেটে মোচড় দিচ্ছে, তাই ডিসক্লেমারগুলো লুপ পাকিয়ে যাচ্ছে।
  • aka | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৬ | 168.26.215.13
  • আমাকেও তবলা শেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু আমার প্রতিভার কাছে কেউ দাঁড়াতেই পারল না। প্রতিবেশীদের সুরক্ষার কথা ভেবে ..
  • pi | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৫ | 128.231.22.89
  • আমার গানের স্যারের আবার অন্য গপ্পো ছিল। ও ঃ সে এক পাগলা মাস্টার ছিলেন বটে। এলেন না তো এলেন ই না, মাস কি দু মাস। তারপর হাজির একদিন রাত সাড়ে এগারোটায়। আর কি । হারমওনিয়াম, তান্‌পুরা বের করো রে !
    তবে, এখন বুঝি ঐ দুপুর রাত্তিরে আমাদের ঐ দু কামরার ঘরে যখোন জৌনপুরি নিয়ে বসতুম, কি তাড়ানা, পাশের ঘরে দাদা বেচারীর কি অবস্থা টা হত। সাধে কি আর আমি গাইতে বসলেই ম্যা ম্যা ব্যা ব্যা আওয়াজ জুড়তো ঃ(

    তবে, আমার সাকসেস রেট মোটেও ভালো ছিল না। বেছে বেছে যখন আমার মামাতো দিদি আমাদের বাড়ি থাকতে আসতো, যার সাথে খেলার জন্য ছুটি পড়লেই আকুলিবিকুলি করতুম, মাস্টারমশায়ের আসা গুলো ছিল এক্কেরে ওর আসার সাথে সাথে তাক বুজে্‌হ্‌হ ওভারল্যাপ করে !
    দুজনেই খচতাম। কিন্তু খচে মচে আমাকে ধ্রুপদ গাইতে বসতে হত ( যেটা ইটসেল্ফ খচে যাওয়ার মত বোরিং ব্যাপার), আর ও বসে বসে আমাকী দেখিয়ে দেখিয়ে ডাইনিং রুম থেকে টিভি দেখতো আর মাঝে মাঝেই আমাকে ভেংচি কাটতো। সে অব্দি ও ঠিক আছে। কিন্তু যখন আমার ঐ নজরুলচুলো মাস্টারমশায়ের মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চোখ পাকিয়ে পাকিয়ে তানকারী করা ভেংচে ভেংচে দেখাতো, তখন হাসি চেপে পিয়াকি নজরিয়া যাদু ভরি গাওয়া সত্যি বেশ চাপের ব্যাপার ছিল। বেশ চাপ ঃ(
  • Abhyu | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৩ | 131.193.178.22
  • ব্ল্যাঙ্কির বেউলো শেখা কদ্দূর? তাকে তো দেখছিও না
  • Tim | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩৩ | 198.82.20.250
  • ব্যাংদি কিসুন্দর লুপ করে করে ডিসক্লেমার দিচ্চে।
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩২ | 122.172.52.34
  • মানে, মা মার ছোটোবেলায় শিখতে চেয়েছিলো।
  • Tim | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩২ | 198.82.20.250
  • আমাকেও শেখানোর কথা ভাবা হয়েছিলো। কিন্তু আমার ব্যক্তিত্বের কাছে কেউ দাঁড়াতেই পাল্লো না!
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩০ | 122.172.52.34
  • আমি গান শিখতেই চাই নি কখনো। অথচ আমার মা চেয়েছিলো, আর মাকে শিখতে দেওয়া হয় নি বলে, আমাকে শিখতে হোলো দশ বছর ধরে।
  • Tim | ১৭ এপ্রিল ২০১০ ০০:৩০ | 198.82.20.250
  • শ্যারন প্রভাকর? বেশ গাইতো।
  • stoic | ১৭ এপ্রিল ২০১০ ০০:২৯ | 160.103.2.224
  • এরেই কয় কর্মফল। শুক্কুরবার রাতে কেউ ভদকা খায়, আর কেউ শোষিত হয়। ঃ-(
  • byaang | ১৭ এপ্রিল ২০১০ ০০:২৮ | 122.172.52.34
  • আমার সাকসেস রেট সবচেয়ে খারাপ। উনি একদিনও কামাই করেন নি। মাঝখান থেকে আমি যেন কেমন একটা করে প্রভাকর না কি একটা যেন হয়ে গেলাম। হাতুড়ির বাড়ি খেতে খেতেই বোধ হয়!
    ঃ-( তারপর থেকেই আমার গানে এমন অ্যালার্জি হয়ে গেছে!
  • a x | ১৭ এপ্রিল ২০১০ ০০:২৭ | 143.111.22.23
  • নাহ্‌ দুলাল বাবু একদম ওরকম নৃশংস প্রকৃতির ছিলেন না। পুডিং খেতে খুব ভালোবাসতেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত