এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১০ ০৯:০৫ | 173.200.128.42
  • ২+২=৪ হেন্স গড এক্সিস্টস। রিপ্লাই ঃ)
    গল্পটা জানো তো?
  • pi | ১৩ এপ্রিল ২০১০ ০৯:০৫ | 137.187.177.247
  • না, হল না।
    কারণ পাপ আর পাপীর কেসটা উল্টে গেছে ঃ)
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১০ ০৯:০৩ | 173.200.128.42
  • এয়্যাঃ সে তো সেই পাপ আর পাপীর কেস হয়ে গেল।
    পাপীকে ঘৃণা করো, পাপকে না।
    তেমনি শত্রুর শেষ রাখতে নেই, এখানে শত্রুতা নিয়ে কোনো কথা হচ্ছে না।

    হল?
  • pi | ১৩ এপ্রিল ২০১০ ০৮:৫৯ | 137.187.177.247
  • শত্রুতা শেষ করে দিলেও তো শত্রুর শেষ হয়ে যায় ঃ)
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১০ ০৮:৫৪ | 173.200.128.42
  • ইপিস্তাদি যত উৎসাহী জনগণঃ এই শ্রেণীশত্রু খতম নিয়ে একটু যুক্তিপূর্ণ আলোচনা করি।

    শত্রুর শেষ রাখতে নেই। এ তো সবাই জানে।
    তার মানে শত্রুকে খতম করতে হয়।
    এবার শ্রেণীশত্রু হল শত্রুর একটা সাবসেট।
    সুতরাং করোলারী হিসেবে পাওয়া যাচ্ছে যে শ্রেণীশত্রুকে খতম করতে হয়।

    কিলিয়ার?
  • J | ১৩ এপ্রিল ২০১০ ০১:২৫ | 220.253.70.126
  • d,
    সিটি সেন্টার-২য়ে? আরে চলে আসুন, অত খারাপ জায়গা নয়!
    এলেকটারি? শুনেছি ঐ বিশাল গুদাম পুরোটাই জেনারেটরে চলে। তার ফল অবশ্য রাত্তিরে দেখি, সরি, শুনি! একটা চাপা অথচ গমগমে আওয়াজ।
    এখনও সবটা কই নাই।

    এই চাঁদের ওর পাশেই একটা ফেলাট আছে, হ্যান্ডওভার নেয়ার পর বছর গড়িয়ে গেছে, নো এলেকটারি! কি যেন নিউ টাউন এলেকটারি সাপ্লাই কোম্পানী, তা ওদের বক্তব্য - মিটারের নাকি আকাল, এলেকটারির নয়!

    চলছে, কি আর করা। তা মন্দ নয়, গতবার প্রায় মাসখানেক ছিলাম, রাত্তিরে দরকার পড়লে হেরিকেন জ্বেলে।

    অবশ্য তার দরকার পড়ে না। সিটি সেন্টারের ফ্রী আলো; আমি তো ভোরবেলা উঠে ঐ আলোতে জনতা স্টোভ ধরিয়ে চা ও বানাই!

    চলে আসুন, এ ছাড়া আর কোন অসুবিধে নেই। রিকশাও চলে তবে ট্র্যাফিকের উলটো দিকে মহানন্দে, মেন রোডের পাশের সার্ভিস রোড তো ট্র্যাফিক জ্যামে জেরবার!
  • Sibu | ১৩ এপ্রিল ২০১০ ০১:০১ | 173.138.116.33
  • ক্যাবলার মত জিনিষ কিনি, সেটা বৌয়ের কাছে আর শুনতে হবে না!!!!!

    আমাদের আকাবাবু দেখছি ইনকরিজিবলি অপটিমিস্টিক ঃ))))
  • a x | ১২ এপ্রিল ২০১০ ২৩:৪৬ | 143.111.22.23
  • ও এটা তো আমার আছে অলরেডি। ভুইলে গেসলাম ঃ-S
  • a x | ১২ এপ্রিল ২০১০ ২৩:৪৫ | 143.111.22.23
  • সিঁফোর্টাই? থ্যান্‌কু।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ২৩:৩৭ | 112.133.206.20
  • ফায়ারফক্সের একটা ইউটিলিটি আছে। দেবো? সহজ ও পুষ্টিকর।
  • a x | ১২ এপ্রিল ২০১০ ২৩:২৬ | 143.111.22.23
  • কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোডানো যায় তা নিয়ে ব্ল্যাংক'এর টিউটোরিয়াল কোথায় ছিল কেউ একটু বলবে?
  • aka | ১২ এপ্রিল ২০১০ ২৩:০৭ | 168.26.215.13
  • সবকিছু কি আর টাকা দিয়ে মাপা যায় রে পাগল। বউয়ের কাছে খানিকটা মান ইজ্জত বাড়ল সেটা কে দেখবে?
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ২৩:০৫ | 112.133.206.20
  • এঃ এর থেকে অফশোর ডেভেলপারদের জন্য বেশি বিলিং হয়।
  • Abhyu | ১২ এপ্রিল ২০১০ ২৩:০৩ | 131.193.178.22
  • করোলারীঃ আকার বাজার দর - ঘন্টায় সাতাশ টাকা।
  • aka | ১২ এপ্রিল ২০১০ ২২:৪৮ | 168.26.215.13
  • উফফ এখানে যে কি ঝগড়া করতে হয়। সকাল থেকে ঘন্টা দেড়েক সময় নষ্ট করে ৪০ ডলার ফেরত পেলাম। ক্যাননের থেকে প্রিন্টারের কালি কিনেছিলাম কিন্তু যে কালি দিলে তা আমার প্রিন্টারের জন্য নয়। এতক্ষণ ধরে বোঝাতে হল ওদের সফটওয়ারের দোষ যে আমাকে এই কালি রেকমেন্ড করেছিল। ওয়েট টাইম,টেকনিকাল ভজঘট, বিষয়ের জটিলতা ইত্যাদি সামলে আমি এখন পরিশ্রান্ত। তবু একটা বিজয়ীর পরিতৃপ্তি। আমি ক্যবলার মতন জিনিষ কিনি এটা আর শুনতে হবে না।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ২২:২১ | 112.133.206.20
  • মোর ইম্পর্ট্যান্টলি কলকাতা আসছে। ব্যক্তিগত কারণে। "দুরন্ত' ব্যপারস্যাপার।
  • pi | ১২ এপ্রিল ২০১০ ২১:২০ | 72.83.210.50
  • শমীক ফোনব্যথার কল শুনে রাতের ঘড়ি মেলাতে না ? ঃ)
  • d | ১২ এপ্রিল ২০১০ ২১:১৩ | 115.117.197.127
  • তোমার সেই ফোন-ব্যথা? তাকে আর পেলে?
  • Samik | ১২ এপ্রিল ২০১০ ২০:৪৬ | 219.64.11.35
  • আমাদেরো লোডশেডিং হয়। তবে সিস্টেমেটিক। কারেন্ট আসা যাওয়া দেখে আমরা ঘড়ি মেলাই। সকালে ছটা থেকে আটটা। দুপুরে বারোটা থেকে আড়াইটে। সন্ধ্যে ছটা থেকে আটটা। ব্যস্‌।
  • d | ১২ এপ্রিল ২০১০ ২০:৩৫ | 115.117.197.127
  • সেব-এর বিল এল তো।

    সিটি সেন্টার ২ এর কাছে কখান বাড়ী দেখতে গেছিলাম। তো লোকে খুব কনফি নিয়ে বলল যে ওখানে এখনও ইলেকটিরি যায় নি, জেনারেটারেই সব চলে। তাই লোডশেডিঙের ভয়ই নেই। শুনে আমি মানে মানে পালিয়ে এলাম।

    আমাদের কোন্নগর হল গিয়ে সি ই এস সি। ওদিকে রেললাইনের ওপার হল সেব-এর। তা সেই ৯০ এর দশকে আমাদের একফোঁট্টাও কারেন্ট যেত না, ওদিকে নবগ্রামে একফোঁট্টাও কারেন্ট থাকত না। তারপর কোন্নগরে ফেলাট বানানো শুরু হল। তখন নবগ্রামের এক ডাক্তার কোন্নগরে মেটেপুকুরের পাশে একখানে্‌ফলাট কিনল, যাতে ওপারে যখন টানা লোডশেডিং চলবে, তখন এপারে এসে থাকবে বলে।
    তবে এখন নাকি কোন্নগরেও কারেন্ট যাচ্ছে। মা খুব গজগজ করছিল যে রোজই নাকি ১৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত থাকছে না। আর সে নাকি আবার কি একটা সিরিয়াল চলার মোক্ষম সময়ে।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ২০:২৩ | 122.252.231.12
  • এই আমি দিইই নাই! সল্লেকে চাগ্রি করলে কেউ ওই অঞ্চলে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকে নাকি! পাগল না জলাতঙ্ক!!
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ২০:২৩ | 202.79.203.59
  • নিউ টাউনের ইলেকটিরিক ঠিক এসইবির নয় , হিডকো আর বিদ্যুৎ বন্টন কোম্পানির জয়েন ভেঞ্চার। তবে আপাতত পুরোপুরি সেট আপ না হওয়ার জন্য এসইবি কিছু দিনের জন্য সামলাচ্ছে
  • d | ১২ এপ্রিল ২০১০ ২০:১৮ | 115.117.197.127
  • ইয়ে, নিউ টাউনেও লোডশেডিং তেমন নেই দেখছি। সেব-এরই তো এলাকা। তবে ইদানিং বোধহয় একটু একটু হচ্ছে। ১লা এপ্রিল থেকে এখন পর্যন্ত লোডশেদিঙের হিসেব হল, ৫ তারিখে ১৫ মিনিট, ১১ তারিখে ৩১ মিনিট আর আজ সকালে ১০ মিনিট।

    আর সাউথের এইসব ভয়াবহ জ্যামওয়ালা রাস্তার আশেপাশে গিয়ে থাকতে পরামর্শ দিচ্ছিল লোকজন!! এরা নাকি আবার 'বন্ধু'!

    টেকনোপোলিসের ঠিক পরের মোড়টায় হঠাৎ আজ থেকে খুঁড়তে শুরু করেছে কেন, কেউ জানে? :-X
  • Abhyu | ১২ এপ্রিল ২০১০ ১৯:১০ | 173.200.128.42
  • এটা চালা - চলে আসবে ঃ)
    http://www.stat.uga.edu/]amandal/personal/12.mp3
    এসে গেলে বলিস, তখন অন্য ওষুধ।
  • Samik | ১২ এপ্রিল ২০১০ ১৮:৪২ | 219.64.11.35
  • আর পঞ্চাশ পাতা। চালাও পান্‌সি।
  • Samik | ১২ এপ্রিল ২০১০ ১৮:৩৯ | 219.64.11.35
  • দু এক পিস মেঘ দিল্লির দিকে পাঠানো যেতে পারে? আমি চুক আর গেকটা স্ক্যান করে দেব। প্রমিস। :-|
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১৮:১১ | 202.79.203.59
  • ২৪০ কে আমি সেরা বলব কারণ লাইভ পকেটমারি দেখার সুযোগ হয়েছিল - একবার নয় দু-দুবার , শেষের বার তিন বন্ধু মিলে জনতাকে বলেছিলুম পকেটমারকে না কেলিয়ে লোকাল সার্জেন্টের হাতে তুলে দিতে ; গণক্যাল খেতে খেতে বেঁচে যাই
  • saikat | ১২ এপ্রিল ২০১০ ১৮:১১ | 202.54.74.119
  • জাস্ট মানে জাস্ট , কালবোশেখী না হোক একটু ঝড় হওয়ার চান্স আছে। আকাশটাও আশানরূপ কালো। লুরু-র দিক থেকেই মেঘেদের আগমন ঘটছে।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫৯ | 61.95.144.122
  • এইত্তো সেদিন গিয়ে দেখলুম বন্ধ হয়ে গেছে। লোকে রিক্সা করে যাতায়াত করে। মন্দিরতলা-চ্যাটার্জীহাট অটো চালু করার কথা হচ্ছে।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫৭ | 61.12.12.83
  • ৫৮ মানে চ্যাটার্জীহাট? যাঃ। ইস্কুলে পড়ার সময়েও তো ছিল!
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫৬ | 61.12.12.83
  • তাড়া থাকলে কেউ ৫২য় ওঠে না। হেঁটে চলে যায়।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫৬ | 61.95.144.122
  • ৫২-র খবর জানি না, তবে ৫৮ উঠে গেছে জানি। এগুলো সবকটাই মোটামুটি এক গোত্রের ছিলো। কলেজে প্রথম দিকে সোমবার ভোরে যখন ফিরতুম তখনই শেষ ৫৫-তে চড়েছি। সে শুধু প্রথম কয়েক মাস। তারপর থেকেই বিগার্ডেন মিনি - অনেক ভালো। সেকেন ব্রীজ হওয়ার পর তো হাওড়া ব্রীজ দেখাই হত না।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫৪ | 61.12.12.83
  • ৫২ নম্বর বাস জীবন্ত কিংবদন্তী। উঠে গেলে ইতিহাস বইয়ে জায়গা পাবে।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫১ | 61.95.144.122
  • মানে আইডিয়াল ফল্ট টলারেন্স আর কি - যেখানে পারা যায়,যতটা পারা যায় - রিডানডান্সি দিয়ে রেখেছে;-)
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫০ | 61.95.144.122
  • ২০৫ আর ২০৫এ - শুধু রুট নয়, ছোটবেলায় যখন এসপ্ল্যানেড যাওয়া হত বাসে, তখন পর পর ২০৫ আর ৮০ আসলে ফাঁকা থাকলেও ২০৫-এ উঠতুম না। কারণ ২০৫ এসপি মুখার্জী রোড দিয়ে সোজা গেলেও ৮০ সেই আলিপুর ঘুরেও আগে যেতঃ-) ২০৫ হল হাওড়ার ৫২/৫৫/৫৬-র ইকুইভ্যালেন্ট - লোকে চান করতে করতে বাথরুমের জানলা দিয়ে ডেকে বল্ল - দাঁড়া - বাস দাঁড়িয়ে গেল। সে লোক চান করে ভাত খেয়ে হেলেদুলে এসে বাসে উঠলো।

    আরো দুটো আলাদা রুট - ৪১বি - নেতাজীনগর থেকে বাবুঘাট, আর ৪১ - লালকা থেকে বাবুঘাট, এবং নেতাজীনগর হয়েই। লালকা থেকে নেতাজীনগর হেঁটে দশ-পনেরো মিনিট।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১৭:৫০ | 216.52.215.232
  • হ্যা, একবারই সময় কাটাতে চড়েছিলাম।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪৯ | 61.12.12.83
  • পূর্বাচল মিনির রুট ২০৬ এর চেয়েও ঘাতক।
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪৭ | 216.52.215.232
  • ২০৬ বাসরুটটাও মন্দ নয়। ঃ)
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪৪ | 61.95.144.122
  • বা কোনো রুটে নতুন বাস নামানোর আগেও যে প্রিলিমিনারি কিছু চিন্তাভাবনার দরকার আছে - যে এই রুটে কটা বাস যায় আর সেগুলোতে কেমন লোক হয় - সেগুলোও কেউ করে না। সেই জন্যেই গরফার র্‌রুটে ১, ১এ,১বি, এসডি৪/১, ২১২ ইত্যাদি চার পাঁচটা বাস চলে। রাস্তাটা কতটা নিতে পারে সেটাও তো দেখার ব্যাপার।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪৩ | 61.12.12.83
  • তবে যে যাই বলুক, দুনিয়ার সেরা বাসরুট হল যাদবপুর-পূর্বাচল মিনি।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪২ | 61.95.144.122
  • মানে বেসিক্যালি গড়িয়া-টালিগঞ্জে যদি একটা রুট থাকে তাহলে তার পাশাপাশি গড়িয়া-উষা, উষা-বাঁশদ্রোণী, বাঁশদ্রোণী-রাণীকুঠি ইত্যাদি ফিরসে নতুন করে চালু করা যেরকম দূরদর্শিতা, সেরকমই আর কি।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪১ | 61.12.12.83
  • ১ নম্বর? নাকি ১এ? না ১বি? কী একটা যেত না?
  • Arpan | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪১ | 216.52.215.232
  • ঝিল রোড।
  • Arijit | ১২ এপ্রিল ২০১০ ১৭:৪০ | 61.95.144.122
  • কালিকাপুর থেকে যাদবপুর বাসরুটের কথা বলিনি তো। বল্লাম গরফা মেন রোডের বাসগুলো প্রায় সবকটাই কাছাকাছি রুটের। আর কালিকাপুর থেকে যাদবপুর পালবাজারে চেঞ্চ করে যাওয়া যেত (অটোতে)। সেখানে ওই একই রাস্তায় আরেকটা এক্সট্রা রুট ট্রাফিক প্ল্যানিং-এর অভাবটাই দেখায়।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১০ ১৭:৩৯ | 202.79.203.59
  • হ্যাঁ অটোগুলো যে রুট দিয়ে যায় মানে কালিকাপুরের ভেতর দিয়ে কোনো বাসরুট নেই
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৩৫ | 61.12.12.83
  • তবে অটোরা বোধয় ভেতর দিয়ে যায়।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৩৫ | 61.12.12.83
  • S-19, S-9, S-24 এইগুলো মনে পড়ল।
  • dipu | ১২ এপ্রিল ২০১০ ১৭:৩৪ | 61.12.12.83
  • কালিকাপুর থেকে যাদবপুর? বাস রুট আছে তো!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত