এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০৭ এপ্রিল ২০১০ ১৬:০২ | 170.153.65.102
  • বিদেশী রেস্টুরেন্টে কেমন এক গাদা মাখন রেখে যেতো টেবিলে। যত ইচ্ছে খাও। মানে সবটাই খাও।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৫৯ | 216.52.215.232
  • জীবনে প্রথমবার বিদেশে গিয়ে দোকানে মাখনের নাম দেখে থমকে দাঁড়িয়েছি। "আই ডোন্ট বিলিভ ইট্‌স নট বাটার'। ডিকোড করতে মিনিট দুই সময় নিয়েছিলাম। রেফারেন্স হিসেবে ছিল সদ্য শেখা "আই ডোন্ট নো নাথিং'।
  • Blank | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৫৮ | 170.153.65.102
  • মাখন বস্তুটা খেতে বেশ ভালো। আর উহা যদি চিকেন বেষ্টিত হয় তো উহা স্বর্গীয় মাখন
  • Lama | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৫৫ | 203.99.212.53
  • লোকনাথ বাবার ভক্তদের জীবনে চাপ আছে তাহলে। একসময় মাখনে আমার বেশ একটু আসক্তি জন্মেছিল, তারপর ইয়াব্বড় ভুঁড়ি সেই যে হল আর কমল না।
  • Blank | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৪৮ | 170.153.65.102
  • লোকনাথ বাবার প্রসাদ ও বেশ খেতে। মিছরি আর মাখন মেশানো
  • Lama | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৪৭ | 203.99.212.53
  • বৈষ্ণোদেবী থেকেই তাহলে "মুড়ি মিছরির এক দর' কথাটার উৎপত্তি
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৪৩ | 121.242.15.238
  • বস্‌ - দিবসরজনী তারানন্দ, আবাপ, অন্তহীন ন্যাকামো, শ্রেঃঘোঃ, বিভিন্ন নিউজ চ্যানেল সহ্য কর আসছি। এর পর কানের কাছে কন্টি ব্যাব্যা-ম্যাম্যা সহ্য করা চাপ হয়ে যাবে।
  • Blank | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৪২ | 170.153.65.102
  • বৈষ্ণো দেবীর মুড়ি খেতে তো বেশ ভালো। আর ওতে মিছরিও থাকে ছোটো ছোটো
  • kc | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৩৪ | 194.126.37.5
  • একটু সহ্য করইনা বাপু, ২০১১ র পর আরোও কতকিছু সহ্য করতে হবে হিসেব আছে? এখন থেকেই পের‌্যাকটিশ শুরু কর।
  • Samik | ০৭ এপ্রিল ২০১০ ১৫:৩২ | 219.64.11.35
  • দুই বাঙালি বৈষ্ণোদেবী সেরে কাল ফিরল এক পলিথিন সেই বিকট মুড়ি নিয়ে। আমার টার্ন এলে আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করলাম, তাতে ছেলেটি বেশ আহত হল, দুবার কনভিন্স করার চেষ্টা করল, "আরে এটা প্রসাদ হচ্ছে' (এলাহাবাদের বাঙালি), আমিও দুবারই বললাম, সেই জন্যেই তো খাবো না, আমি এর থেকে ভালো মুড়ি খাই।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৫:২২ | 204.138.240.254
  • সুজাত আর শ্যামল একই টিমের থেকে বড় কথা হল এটা রাষ্ট্রীয় সন্ত্রাস/রাষ্ট্রের হস্তক্ষেপের আওতায় পড়ে না। ঃ-)
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৫:২০ | 204.138.240.254
  • হু। কিন্তু ব্রিগেড বা ভিক্টোরিয়া নয় বলে তাঁর জুরিডিসডিকশনে আসে কিনা জানি না।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৫:১৭ | 121.242.15.238
  • আগেরবার কেউ কিসুই বলেনি। আর এপিডিআর করবে কেন? বল্লুম যে - সুজাত ভদ্র আর শ্যামল সেন একই টিম;-)

    লোকনাথের জন্মদিন নয় মনে হয় - ওই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। আর আমাদের মাথাব্যথার প্রারম্ভ-দিবসঃ-(
  • Lama | ০৭ এপ্রিল ২০১০ ১৫:০২ | 203.99.212.53
  • মানে পরিবেশ সুভাষ?
  • a | ০৭ এপ্রিল ২০১০ ১৪:২৯ | 208.240.243.170
  • অজ্জিতদা, একখান মেল দিসি, জিমেলে
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৪:০৭ | 204.138.240.254
  • কিছু না হলে সুভাষ আছেন। ;-)
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৪:০৫ | 204.138.240.254
  • আগের বার চ্যানেলগুলি কী বলেছিল?

    লোকনাথবাবার জন্মদিন নাকি সামনে? রবাবু কইতে পারবেন।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৪:০৪ | 204.138.240.254
  • কল্লোলদাকে জিগ্যেস কর। এপিডিআর কিছু করে নাকি এসব নিয়ে। এও তো মানবাধিকার লঙ্ঘন।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫৫ | 121.242.15.238
  • সে আগের বারই দিয়েছিলুম। সুজাত ভদ্রের কথাও ভেবেছিলুম - কিন্তু শ্যামল সেন আর সুজাত ভদ্রও যে সেম টিম;-)
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫৪ | 121.242.15.238
  • এসে বলবো। একটা ইন্টারভিউ নিয়ে আসি।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫৩ | 204.138.240.254
  • অরিজিত। স্টারানন্দ, ইটিভি, আকাশ সবাইকে খবর দাও। ঃ)
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫৩ | 121.242.15.238
  • আমাদের বাড়িটাই একমাত্র রেকগনাইজড বাড়ি যারা এগুলোকে সামনাসামনি বুল্‌শিট বলে - এবং তার ফলে অনেক ঝামেলা পোয়াতে হয় - ইচ্ছে করে নোংরা ফেলে, গাছ ওপড়ায়...
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫২ | 121.242.15.238
  • অনেক ভক্ত আছে আশেপাশের বাড়িতে। আর তাদের কয়েকজনের কথা তোমায় বল্লাম তো সেদিন।
  • . | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫১ | 125.18.104.1
  • পাগলছাগলআলবালছালে দেশ ভরে গেল।
  • SB | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৫০ | 114.31.249.105
  • অরিজিৎ, পাড়ার জনতা মিলে বাওয়াল দিতে পারো না?
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৪৮ | 121.242.15.238
  • হ। দুঃখের কথা কি আর কমু - ভোর রাত থিক্যা লোডশেডিং, ভোর ছয়টায় কারেন্ট আইলো তো লোকনাথ মন্দিরে মাইক বাজিয়ে ছাগল ডাকতে শুরু করলো - জয় ব্যাব্যা লোকনাথ...হুকিং করে খান দশেক বক্স, প্রচুর আলো লাগিয়ে আজ থেকে শুরু হল - আগামী সাতদিন টেঁকা যাবে না। আগের বার মানবাধিকর কমিশনের চেয়ারম্যান শ্যামল সেন উদ্বোধন করতে এয়েছিলেন,এবার কোনজন আসবেন কে জানে।
  • Samik | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৪৪ | 219.64.11.35
  • এদিকে ইউপিতে মায়াবতীরও মন্দির তৈরি করতে চেয়ে স্থানীয় কোর্টে পারমিশন চেয়েছেন এক সমৃদ্ধ চাষীভাই। ঃ-)

    মায়া-মমতায় পরিপূর্ণ হয়ে যাবে এ দেশ। খিখিখিখিখি ...
  • SB | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৪২ | 114.31.249.105
  • প্রতিবাদি কন্ঠগুলো টাকার ব্যপার
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৪১ | 121.242.15.238
  • দিব্যচক্ষে দেখছি - আমাদের পিছনের বাড়ির মন্দিরে লোকনাথ আর মমতা পাশাপাশি। বাবাগো...
  • Samik | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৪০ | 219.64.11.35
  • যাঃ ... এটা তো কালকের ঘটনার পুনঃপ্রচার।

    http://www.anandabazar.com/7raj3.htm
  • Blank | ০৭ এপ্রিল ২০১০ ১৩:৩৪ | 170.153.65.102
  • মমতার মন্দির !!! অসা ঃ)
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১৩:২৮ | 121.242.15.238
  • আইলা!!!!
  • Samik | ০৭ এপ্রিল ২০১০ ১৩:২৭ | 219.64.11.35
  • আর শোনানোর কিছু নেই। বৈষ্ণবঘাটায়্‌ত তাঁর বাড়িতে বসে ভাটাচ্ছিল স্তারনন্দের সাংবাদিক। শেষ পর্যন্ত দেখেই এলাম।

    মূল বক্তব্য হল আমি সাধারণ মানুষের কথা ভেবেই থেকে যাচ্ছি, পদত্যাগ পত্র পাঠাচ্ছি না। মমতা দলনেত্রী, কিন্তু মহাশ্বেতা দেবীকে আমি তার থেকেও বেশি সম্মান করি, কেবলমাত্র তাঁর কথাতেই আমি থেকে গেলাম, কিন্তু তাই বলে আমি আমার বিবেক বিকিয়ে দেব না। আমি কেবল সহ্য করে যাব। আমি দেখব আমার সহ্যক্ষমতা কতখানি। আমি আমার কাজ করে যাব।

    -- আপনি এসেমেস করার পরে সুদীপবাবু বলেছিলেন, আপনি ফর্মালি পদত্যাগপত্র পাঠালে তাঁদের দল স্বস্তি পাবেন। আপনাকে আগেও অথিথি বলা হয়েছিল। এখন আপনি আবার ফিরে এলেন, এতে করে আপনি আবার দলের মধ্যে অপাংক্তেয় হয়ে যাবেন না?

    -- কে কী বলল, আমার তাতে কিছু এসে যায় না। আমি যতদিন পারব, মানুষের জন্য কাজ করে যাব। আমি কাজ করলে, মানুষের উপকার হলে, সেটা তো তৃণমূলেরই জয়জয়কার হবে? আমি কে? কবীর সুমন তো কেউ নয়। লোকে জানবে তৃণমূল কংগ্রেস করেছে। আমি সর্বান্তঃকরণে চাই মমতাদেবী জয়ী হোন, তিনি তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, এই রাজ্য তাঁকে চায়, আজ থেকে অনেক বছর বাদে এই রাজ্যে দেখবেন, মমতার নামে মন্দির তৈরি হবে। লোকে মমতার জয়গান করবে। মমতা যে কী একটা ফেনোমেনন, সে তোমরা এই শহর কলকাতায় বসে বুঝতেও পারবে না। আমি গ্রামে গ্রামে ঘুরেছি, আমি দেখেছি, গ্রামের মানুষ কীভাবে মমতাকে চায়। আমিও চাই তিনি আসুন। আমি গণআন্দোলনের কর্মী, সেই ধারাতেই তাঁর জন্য প্রচার করে যাব।

    ... কবি অরুণ মিত্র রোগশয্যায় শুয়ে আমাকে বলেছিলেন, সুমন, তুই রাজনীতিতে আসিস না। তুই গান লেখ, গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়, চারণবৃত্তি করে খা। কিন্তু রাজনীতিতে আসিস না। আমি তাঁর সেই কথা রাখতে পারি নি। আজ আমি ঠেকে শিখেছি যে রাজনীতি আমার জন্য নয়। কিন্তু তার জন্য যে মানুষেরা আমাকে জিতিয়ে এনেছেন, আমি তাঁদের সাথে বিশ্বাসঘাতকতা করতে ইচ্ছুক নই। তাই নিজের অপমান নিজের বুকে চেপে ধরেই আমি কাজ করে যাব। মহাশ্বেতা দেবীর কথা শুনেই আমি পদত্যাগের ইচ্ছা থেকে সরে আসছি। আমি তাঁর অবাধ্য হতে পারব না। কিন্তু আমি দলদাসও হতে পারব না। আমি আমার বিবেকের দাস।

    ব্লা ... ব্লা ... ব্লা ...
  • . | ০৭ এপ্রিল ২০১০ ১৩:০৫ | 125.18.104.1
  • বেথে একটু আঁখো দেখা হাল শোনাও।
  • Ramu | ০৭ এপ্রিল ২০১০ ১৩:০৪ | 115.240.148.23
  • 'নিখত' শব্দের মানে কেউ একটু বলবেন?
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১২:৫০ | 61.12.12.83
  • এই উইকিলিকস তো ব্যাপক সাইট। আগে কখনো দেখিনি!
  • a | ০৭ এপ্রিল ২০১০ ১১:৪২ | 208.240.243.170
  • বেথে, লিংকটা দিবেন? পাচ্চি না
  • lcm | ০৭ এপ্রিল ২০১০ ১১:৩৩ | 128.48.255.24
  • ছোট্ট টেস্ট হবে, সার্ভার একটু আপডাউন হবে।
    শমিক, মেল দেখো।
  • Samik | ০৭ এপ্রিল ২০১০ ১১:২৫ | 122.162.75.40
  • কবীর সুমন পাল্টি খাচ্ছেন। স্টারানন্দ লাইভ দ্যাখো।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১০:৪৪ | 216.52.215.232
  • সে আমি খুঁজে নেবো। আমার কাছে সোপকাস্ট আছে। কিন্তু ওই বাফারিং প্রবলেম হবে।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:৪২ | 61.12.12.83
  • আর্জেন্টিনা টিমটা বেশকিছু দুর্দান্ত প্লেয়ারে ভর্তি, তারপরেও বিশ্বকাপে কেমন করবে বলা যাচ্ছে না। প্রতিবারই দারুণ শুরু করে আটকে যায়।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:৪১ | 61.12.12.83
  • স্কাই স্পোর্টস টু দেখায়। সেসব তো ভারতে পাওয়া যায় না। তুমি দেখতে চাইলে কীকরে দেখতে হবে ম্যাচের আগে বলে দেব।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১০:৩৯ | 216.52.215.232
  • লা লিগা আর কোথাও দেখায় না? মানে ওই ইএস্পিএন আর স্টার স্পোর্টস ছাড়া?
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১০:৩৬ | 204.138.240.254
  • দাঁড়ান স্যার। একজন খুব ভালো প্লেয়ার আজ মাঠে নামছে। আর্জেন রবেন।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১০:৩৫ | 121.242.15.238
  • দেখা যাক। স্কোলসের একটা তিরিশ-গজী ঢুকে গেলেই ব্যাস্‌।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১০:৩৪ | 204.138.240.254
  • বার্বাতোভ ভালো প্লেয়ার। কিন্তু ও কখনোই রুনি বা শেভি বা দ্রোগবা গোছের নয়।

    আজ ম্যানিউ পারবে না। লিখে দিলাম।
  • Arpan | ০৭ এপ্রিল ২০১০ ১০:৩২ | 216.52.215.232
  • আরো একজনকে ছেড়ে দিয়ে ভুল করেছে। আদেবায়োর।

    কাল গালাস আর সঙ থাকলেও হত।
  • Arijit | ০৭ এপ্রিল ২০১০ ১০:১৫ | 121.242.15.238
  • বার্বাতোভ ভালো প্লেয়ার। তাছাড়া তুমি আর দুটো নাম মিস্‌ করলে - স্কোল্‌স আর গিগ্‌স। দুজনেরই বয়স হয়েছে ঠিকই, তবে এই দুজনই ম্যানিউ-কে অনেক কঠিন জায়গা থেকে বের করেছে।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:১৪ | 61.12.12.83
  • আজ রুনি খেলবে না? চোটফোট সেরে গেছে পড়লুম যে।
  • dipu | ০৭ এপ্রিল ২০১০ ১০:১৩ | 61.12.12.83
  • এদিকে পরের সিজনে এসি মিলানের পাতোকে নাকি চেলসী সই করাবে। আর রোনাল্ডিনহো ইংলিশ ক্লাব খুঁজছে। ম্যান সিটি ধরতে গেল বলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত