এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০২ এপ্রিল ২০১০ ১০:২৭ | 219.64.77.185
  • প?ঊর্ণ'র মোড় আবার কবে হোলো? চিরকাল তো ওটকে "ঘড়ির মোড়' বলেই জানতাম। গত সপ্তায় একজন ভুল ঠিকানা দেওয়ায় মোহিনী মোহন রোডে গিয়ে দেখি সেখানে নয়। তো, ভেতর দিয়ে ল্যান্সডাউন, ম্যাডক্স স্কোয়ার যেতে গিয়ে রাস্তা হারিয়ে ফেললাম। জগুবাজারের ভেতরের ওদিকের রাস্তাগুলো দেখি বেমালুম ভুলে গেছি। শেষে আশু মুখুজ্জে রোডে বেরিয়ে হাজরা মোড় থেকে বাঁদিক নিয়ে ঠিকঠাক পৌঁছোলাম।
    ঃ( ঃ(

    বে থে, চুঁচুড়া আর টি ও অপিস চেনো? নিশ্চয় চেনো না।/

    দূ, ও তাই বলো।
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ১০:২২ | 117.194.230.79
  • রিজার্ভেশন করতে হয় তো। আমার টিকিট হয়েছে ওয়েটিং লিস্টে ৬।
  • Samik | ০২ এপ্রিল ২০১০ ০৯:৫২ | 122.162.75.187
  • ঘড়ির মোড় চুঁচড়োতে। আর কোথাও ঘড়ির মোড় থাকতেই পারে না।
  • Abhyu | ০২ এপ্রিল ২০১০ ০৮:৫৬ | 97.81.105.165
  • হ্যাঁ ট্রেনে চড়লেই তো হল। টিকিট কাটতেই বা হবে কেন? ঃ)
  • Abhyu | ০২ এপ্রিল ২০১০ ০৮:৫৫ | 97.81.105.165
  • সানার প্রশ্নের উত্তর প্রশ্ন টইতে।
  • sinfaut | ০২ এপ্রিল ২০১০ ০৮:৩৭ | 117.194.193.44
  • ধর্মতলা থেকে বাস, ঘন্টা ঘন্টায় ছাড়ে। কিন্তু ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছেনা ব্যাপারটা কিরকম? রিজার্ভেশন তো করতে হয় না। চড়লেই তো হলো।
  • sana | ০২ এপ্রিল ২০১০ ০৬:৩৬ | 58.108.232.36
  • কেউ এক্‌জন পায়ে কর্ন এর ব্যপারে খুব ভালো বলেছিলেন,কোথাও টই টা পাচ্ছি না,একটু লিন্‌ক টা দেবেন কেউ?
  • sana | ০২ এপ্রিল ২০১০ ০৬:৩২ | 58.108.232.36
  • সত্যি,pipi,জ্জিও!
  • sana | ০২ এপ্রিল ২০১০ ০৬:৩০ | 58.108.232.36
  • কাল প্রশ্নের পর আর বেশী জাগিনি,তাই দেখা হয় নি। ধন্যবাদ, aka। হুম্‌ম্‌ম্‌ম!
  • Tim | ০২ এপ্রিল ২০১০ ০৪:০৯ | 198.82.23.61
  • পিপিরে, কনগ্র্যাটস। জ্জিও ঃ)
  • kd | ০২ এপ্রিল ২০১০ ০২:৩৬ | 74.72.161.90
  • একজনকে ইমেল লিখতে গিয়ে একটা ইন্টারেস্টিং সিনারিও নজর করলুম।

    আমাদের পাড়ার মোড়টাকে আমরা 'চড়কডাঙার মোড়' বলতুম। পরে শুনি লোকে ওটাকে 'ঘড়ির মোড়' বলছে (মোড়ের উত্তর-পূর্ব কোনে দেওয়ালে একটা ঘড়ি ছিলো)। তার কয়েক বছর পর থেকে লোকে 'পূর্ণর মোড়' বলতে শুরু করলো - এখনও তাই বলছে।
    এখন কয়েক মাস হ'লো 'পূর্ণ সিনেমা' বন্ধ হয়ে গেছে - শুনছি কয়েকদিনের মধ্যেই ভাঙা শুরু হয়ে যাবে। এদিকে ঘড়িটাও আর নেই।
    তাহ'লে কি আমার জীবদ্দশায় আবার 'চড়কডাঙার মোড়' ফিরে আসবে? মনে হয় না, কেজানে হয়তো দক্ষিণ-পূর্ব কোনের নোকিয়ার দোকানের নামে 'নোকিয়া মোড়' হবে। ঃ(

    (এই নামগুলো বোধহয় বাস কনডাক্টরেরা দেয়)
  • Bhuto | ০২ এপ্রিল ২০১০ ০২:৩৫ | 117.192.1.44
  • ঃ(
  • kd | ০২ এপ্রিল ২০১০ ০১:৪০ | 74.72.161.90
  • দেকেচো, সৈকতের কী দূরদৃস্টি! আমার কথা ভেবেই ঐ ""কাϾট্র'' বাস্কটা দিয়েচিলো।

    এই প্রসঙ্গে একটা রিসেন্ট কথাবার্তা পাড়ার একজনের সঙ্গে -
    কাবলি, তোর তো দেশে ফেরার সময় হয়ে এলো, কবে ফিরচিস?
    এই তো ৩০শে মার্চ।
    তা, এবার কদ্দিন থাকচিস? কবে নাগাদ দেশে ফেরা হবে?
    এই ৬ই জুলাই।
    বাঃ ভালো করে ঘুরে আয়, ছেলে/বৌএর আদরযত্ন খেয়ে আয়।

    বাইনারি, তুমি যকন দীঘা গিয়েছিলে, তখন কি সমুদ্দুর ওখানেই ছিলো না কোন্নগরে?
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০১:১৫ | 117.194.230.79
  • সরকার ভালই করেছে। তুষ্টু স্কুল যেতে না চাইলে আমার হয়ে সরকারই দুটো কানমলা দিয়ে দেবে
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০১:১৪ | 117.194.230.79
  • আমিও গেছি ঐ বছর বারো আগে। আমি সম্ভবত এক মাত্র পর্যটক যে দীঘা গিয়ে একপক্ষকাল কাটিয়েছে
  • Binary | ০২ এপ্রিল ২০১০ ০১:১০ | 148.141.31.2
  • তাইলে অন্য কেউ বলুক, আমি দীঘ গিয়েছি পনরো বচ্ছর আগে, অহনে কি পরিস্থিতি জানা নাই ....
  • B | ০২ এপ্রিল ২০১০ ০১:০৯ | 59.93.204.192
  • সর্কার এ কি কল্লো? মানুষের পরসুনো না করা অধিকার কেরে নিলো। চি চি চি ছি
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০১:০৭ | 117.194.230.79
  • ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। আর আমার ইচ্ছে যখন ঘুম ভাঙবে তখন যাবার- সেটা সকালও হতে পারে, আবার বিকেলও হতে পারে, তাই তো জিগাই
  • Binary | ০২ এপ্রিল ২০১০ ০১:০৩ | 148.141.31.2
  • সেতো শুনিচি আজকাল ট্রেইনে চেপেও দীঘা যাওয়া যায়, বাসে তো যায়-ই, ধম্মতলা,হাওড়া শ্যাল্‌দা, সল্লেক, বাগুইআটি,টালিগঞ্জো সবখানথিকেই বাস ছাড়ে, এত চিন্তা কিসের ?
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০০:৫৫ | 117.194.230.79
  • কাব্লিদা যখন বিলেতে থাকেন তখন এদেশটা হয় ইউ কে, যখন আম্রিকায় তখন ইউ এস এ আর যখন কল্কেতায় তখন ইন্ডিয়া।

    সে ভারী কঠিন অঙ্ক
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 117.194.230.79
  • আহা, গেলে তো হল। কিন্তু সারাদিন বাস চলে কিনা, কোথা থেকে ছাড়ে, আর আগে থেকে টিকিট কাটা দরকারী কিনা সেটাই জিজ্ঞাস্য
  • Binary | ০২ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 148.141.31.2
  • কাব্লিদা কি এদেশে নাকি ?
  • kd | ০২ এপ্রিল ২০১০ ০০:৫২ | 74.72.161.90
  • সে কী? রানাঘাট পড়বে না পথে?
  • kd | ০২ এপ্রিল ২০১০ ০০:৫০ | 74.72.161.90
  • পিপি, তোমার সাফল্যে খুউউব আনন্দ পেলুম। লেগে থাকলে কী না হয়। Endurance does pay. Wish you all the best for all time to come.
  • Binary | ০২ এপ্রিল ২০১০ ০০:৪৮ | 148.141.31.2
  • দীঘা ? সেতো সোজা রাস্তা, কলকেতা, শিলিগুড়ি, আমতলা, মুঘলসরাই, পাটনা তারাপরেই দীঘা, দেড় ঘন্টার পথ, গেলেই হল।
  • kd | ০২ এপ্রিল ২০১০ ০০:৪৬ | 74.72.161.90
  • ছোটবেলা থেকে শুনে এসেছি, ক্লাস ৮ অবধি এডুকেশন ম্যান্ডেটরি - তাই এতদিন যে ছিল না জেনে বেশ আশ্চর্য হ'লুম।

    তবে SBর দেওয়া এই প্রেস-স্টেটমেন্টের একটি বাক্য বেশ মজার লাগলো - প্রথম প্যারাতেই। আমি ঐটাকেই যদি এমন করে পড়ি -

    It is a citizen's fundamental right to be forced (isn't that what 'compulsory' means) with 'education', which is not of his or her choice but as defined by an external group, probably with a special interest.

    So, this is how 'fundamental right' is understood in India. Great. Maybe the next bill will give him another fundamental right - that is to be a slave.
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০০:৪৫ | 117.194.230.79
  • আচ্ছা, দীঘা যাবার ইচ্ছে হয়েছে। বাস যায়? সারাদিন বাস পাওয়া যায়? আগে থেকে টিকিট কাটতে হয় কি?
  • Lama | ০২ এপ্রিল ২০১০ ০০:৪৪ | 117.194.230.79
  • আমি আজ কাজাচ্ছি না
  • Abhyu | ০২ এপ্রিল ২০১০ ০০:৩৬ | 128.192.7.51
  • অ্যাল। বাইনারিকে ব্ল্যাংক পড়েছি ঃ(
  • Abhyu | ০২ এপ্রিল ২০১০ ০০:৩৬ | 128.192.7.51
  • তুই কাজ না করে আমার পোশ্নের উত্তর দিলেও তো পারিস?
  • Binary | ০২ এপ্রিল ২০১০ ০০:৩৫ | 148.141.31.2
  • সপ্তাহের শেষদিনে সক্কলে কাজায় .....
  • Abhyu | ০২ এপ্রিল ২০১০ ০০:৩০ | 128.192.7.51
  • আচ্ছা ব্ল্যাংকি তোর সেই ব্যাথার কি খবর?
  • Blank | ০২ এপ্রিল ২০১০ ০০:২৫ | 59.93.204.192
  • পিপি কাকে যেনো ঠ্যাংআলো। আমারে ডাকলোনি।ইদিকে আম্মো কি ভালোবাসি ঠ্যাংআতে। তিব্রো পিতীবাদ
  • Binary | ০২ এপ্রিল ২০১০ ০০:১৬ | 148.141.31.2
  • পিপি কে কংগ্র্যা ...
  • SB | ০১ এপ্রিল ২০১০ ২৩:৩৯ | 115.117.237.36
  • এডুকেশন বিল নিয়েঃ http://beta.thehindu.com/opinion/open-page/article11606.ece

    এস এফ আই এর প্রেস স্টেটমেন্টঃ The Right to Education Bill will be notified as an Act on April 1, 2010 by the government. The Bill was brought and passed by government after 16 years of struggle to ensure free and compulsory education for all children in six to fourteen years age group as a Fundamental Right.

    However the manner in which the UPA government diluted the bill has made in incapable of delivering on the expectations it was supposed to fulfill. The SFI has always had the position that while the passing of the RTE bill is a progressive step in itself a constant struggle has to be waged to make the bill implement its stated objective in letter and spirit.

    Today, the Prime Minister has made a touching speech to the country recounting his own experience as a child born in a family of modest means. While it is welcome that the Prime Minister has reaffirmed his government’s commitment to provide education to every Indian child, we find that his government has to walk a long path to bridge the gap between rhetoric and concrete action. The biggest test of UPA’s commitment to universalize education has to be seen in the funds being made available for education.

    MHRD’s own estimates have put the required spending for Right to Education in the Eleventh Plan at Rs 1.73 lakh crores. This gives an annual requirement of Rs 34,600 crores per year. However this year’s budget only saw Rs 22000 crores being allocated. Such half hearted and piecemeal efforts will not go anywhere to provide all Indian children with education, and help them flourish in their lives.

    We would like to reiterate the following demands vis-à-vis the RTE Bill on the day it is going to become an act and appeal to all progressive democratic minded sections of the society to carry forward the struggle to achieve these demands.
    What the RTE Act needs to ensure:
    a) The entire expenditure for the implementation of the Right to Education should be borne by the central Government.
    b) Education of children of 0 to 6 and 14-18 has to be brought into the purview of the Act, thereby universalizing both primary and secondary education
    c) Required number of government / aided schools should be opened, with hostel facilities particularly in tribal areas, in course of time for ensuring universal enrolment. Every habitat must have a school up to class XII level within the prescribed distance limits. For admission of children belonging to weaker sections to 25 percent of the seats in unaided school, no subsidy should be given.
    d) “Special” schools like Kendriya Vidyalayas, Navodaya Vidyalayas, Sainik Schools, etc. should be treated on par with other Government/aided schools.
    e) Teacher-pupil ratio should be brought to appropriate levels; qualified teachers should be appointed and periodical training given to them, adequate infrastructure should be provided in every school to ensure quality of education imparted and mid-day meal should be extended to all school students.
    f) The needs of differently abled children should be fully taken care of.
    g) The achievement of relevant learning outcomes via pedagogical support, teaching aids, curriculum changes, remedial classes and other such mechanisms through the adoption of suitable legislative measure should be ensured.
    h) There should be strong social monitoring mechanism in every school involving parents and the local community as well.
  • Abhyu | ০১ এপ্রিল ২০১০ ২৩:০৭ | 128.192.7.51
  • গুচ্ছ গুড তো!
  • Lama | ০১ এপ্রিল ২০১০ ২৩:০৬ | 117.194.230.79
  • শিক্ষার অধিকার যে মৌলিক অধিকারের মধ্যে এতদিন পড়ত না, সেটাই ছিল আশ্চর্যের
  • kc | ০১ এপ্রিল ২০১০ ২৩:০৪ | 89.203.49.18
  • শিক্ষার অধিকার আইনটার পাশ হওয়াটা খুব ভালো খবর। এর থেকেও ভাল খবর হল অসম সরকার স্বাস্থ অধিকার আইন পাশ করেছেন কাল, দেশের মধ্যে প্রথম। ইমারজেন্সি চিকিৎসা যে কোনও হাসপাতাল, নার্সিংহোম, সবজায়গায় প্রথম ২৪ ঘন্টা দেওয়া হবে বিনামুল্যে।
    http://news.outlookindia.com/item.aspx?678416
  • kc | ০১ এপ্রিল ২০১০ ২২:১৮ | 89.203.49.18
  • বাঃ। পিপিবেটি জিতে রহো।
  • Lama | ০১ এপ্রিল ২০১০ ২২:১৩ | 117.194.230.79
  • জিও জগাই!
    দ্দুও সাত জার্মান!!
  • Du | ০১ এপ্রিল ২০১০ ২২:০৮ | 65.124.26.7
  • না দ, বরং উল্টোটা। মরা বা ঐজাতীয় বিপদে পড়ার জন্য তারা মাইনে পায় - এজাতীয় কিছু একটা বক্তব্যে একটু বিস্মিত হয়েছিলাম একদা।
  • Abhyu | ০১ এপ্রিল ২০১০ ২১:৫৯ | 128.192.7.51
  • শিক্ষার অধিকার। ওভারডিউ ছিল। খুব খুশি।
  • Abhyu | ০১ এপ্রিল ২০১০ ২১:৫৮ | 128.192.7.51
  • জ্জিও জগাই।
  • Du | ০১ এপ্রিল ২০১০ ২১:৫৭ | 65.124.26.7
  • শিক্ষার অধিকার মৌলিক হল আমাদের দেশে। সরকারকে সাধুবাদ জানাই।
  • Du | ০১ এপ্রিল ২০১০ ২১:৫৬ | 65.124.26.7
  • গো, গার্ল ! জ্জিও।
  • pipi | ০১ এপ্রিল ২০১০ ২১:৫৩ | 78.52.238.232
  • থ্যাঙ্কু, থ্যাঙ্কু গুরুভাইরা।

    দমদি,
    বললে বিশ্বাস করবে না, আজ ঐ ঘুঘুর বাসা থেকে বেরিয়ে কেন জানি না, তোমার কথা মনে পড়ছিল। এও মনে হয়েছিল যে তুমি অ্যাপ্রিসিয়েট করবেই। কাজটা সোজা ছিল না। সোশ্যাল কোর্টে গতবছর হেরেছিলাম। তাও একবগ্গা ছাগলের মত ঢুঁসিয়ে গেছি। এবং আমার সন্দেহটাই ঠিক, যে গাদা গাদা আইন তো আছে কিন্তু যাদের এসব জানার কথা মানে ঐ আপিসগুলোর লোকজন তাদের বেশীরভাগই আসলে কিছু জানে না বা জানলেও চায় না যে ওসব আইন আমার মত বাদামী চামড়াদের প্রোটেকশন দিক।
    একটাই দুঃখ রয়ে গেল - সেইসব লোকজন যারা রীতিমত অপমানজনক এবং রেসিস্ট কথাবর্তা বলেছিল তাদের বিরুদ্ধে কেস ঠোকা গেল না। প্রমাণ নেই যে। সেই থেকে ভারী সাবধান হয়েছি, ছোট্টো একটা ভয়েস রেকর্ডার সাথে রাখি। এই বুদ্ধিটা যদি প্রথমে কাজ করত তো কয়েকজনকে সর্ষেফুল দেখাতাম। যাকগে, যা হয়েছে তাতেই খুশি।
  • Arpan | ০১ এপ্রিল ২০১০ ২১:৪৬ | 112.133.206.20
  • আপনার জন্য রইল সংগ্রামী অভিনন্দন।
  • Arpan | ০১ এপ্রিল ২০১০ ২১:৪৫ | 112.133.206.20
  • জ্জিও, কমরেড পিপি। ঃ)
  • aka | ০১ এপ্রিল ২০১০ ২১:৩৩ | 168.26.215.13
  • দ, আম্মো ভাবছিলুম, তাই জিগালুম।
  • d | ০১ এপ্রিল ২০১০ ২১:৩২ | 115.117.195.245
  • আমি কালকেই মনে মনে পিপির কথা ভাবছিলাম। বিশা আ আ আ ল খুশী হলাম। গাদা গাদা অভিনন্দন রইলো পিপি। কেউ লড়েটড়ে কিছু আদায় করেছে দেখলেই আমার বিয়াপ্পক আনন্দ হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত