এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • J | ১০ এপ্রিল ২০১০ ০৯:০৬ | 220.253.70.126
  • নারকেল গাছ, কেরালা ভ্যারাইটি , বেঁটে ও অকাল পক্ক (৫/৬ বছরে ফল দেয়) লাগাতে ইচ্ছুক।
    গুগলিয়ে ঠিক খবর মিললো না। কলকাতায় বা উপকন্ঠে এমন কোন নার্সারীর খোঁজ জানা আছে কারুর? এই ধরনের গাছ ব্যাঙ্গালোরে দেখেছিলাম, কলকাতায় পাওয়া গেলে আর বয়ে আনতে হবে না।

    "সন্ধান দিলে উপকৃত হইব"*
  • Lama | ১০ এপ্রিল ২০১০ ০৩:১৬ | 117.194.227.89
  • খাওয়াদাওয়ার দরকার না হলে আপিস যাবারও দরকার হবে না
  • dipu | ১০ এপ্রিল ২০১০ ০৩:০৬ | 59.164.190.197
  • কিন্তু খাওয়াদাওয়াও যে লাটে উঠবে! ক্যারিবিয়ানের দস্যুদল সিনেমায় দেখিয়েছিল। কঙ্কালে গলায় রাম ঢালছে, সব গড়িয়ে পড়ে যাচ্ছে।
  • Lama | ১০ এপ্রিল ২০১০ ০২:৫৯ | 117.194.227.89
  • হাম বনেঙ্গা কঙ্কাল ভূত। জামাকাপড় কাচার ঝামেলা নেই
  • dipu | ১০ এপ্রিল ২০১০ ০২:৩৩ | 59.164.190.197
  • আমি তোমাদের মত পাপীতাপী নই। আমি সগ্গে যাবো। সেখেনে সুন্দুরি নাইকারা চতুদ্দিকে কলকল করে বেড়াচ্ছেন। ভাজাভুজি, কড়াই, ডাঙস - ইত্যাদির গল্পই নেই। পারিজাতের অনন্ত সুবাস।
  • aka | ১০ এপ্রিল ২০১০ ০২:২০ | 168.26.215.13
  • দেফু কে মনে হয় খেতে না দিয়ে রাখবে। বা খাবার সামনে রেখে অন্য কাউকে দিয়ে খাওয়াবে। আর দেফুকে বেঁধে রাখবে।
  • dipu | ১০ এপ্রিল ২০১০ ০২:১৫ | 59.164.190.197
  • একটু সোনপাপড়ি খাই।
  • aka | ১০ এপ্রিল ২০১০ ০২:১১ | 168.26.215.13
  • জুডিশিয়ারি সিস্টেম টা ঠিকঠাক কিনা? ম্যাংগো ভূতেদের অধিকার ঠিকঠাক রক্ষিত হয় কিনা এইসব। নইলে আবার নরকে গিয়েও অধিকারের লড়াই ইত্যাদি কি আর পোষাবে। সময়ও বিশেষ থাকবে না, সারাদিন সিদ্ধ হলে আন্দোলনটা করব কি করে। এই নিয়ে কারুর কোন মাথাব্যথাও নেই, অথচ ওখানেই বেশিদিন থাকতে হবে।
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০১:৫৭ | 65.124.26.7
  • সিএমেম মানে কিনা? ঃ)
  • aka | ১০ এপ্রিল ২০১০ ০১:৩২ | 168.26.215.13
  • কিন্তু নিয়মে যদি লেখা থাকে অনন্ত কাল কূম্ভীপাকে সিদ্ধ করবে তাহলে শাস্তির মাঝে কি আর অন্য শাস্তিতে চেঞ্জ করে দিতে পারে? নরকের আইন আদালত কেমন কে জানে।
  • aka | ১০ এপ্রিল ২০১০ ০১:২৪ | 168.26.215.13
  • ব্যথা লাগবে না? প্রথমি্‌দকে তো লাগবেই। তবে গরম জলে অনন্ত কাল সিদ্ধ হতে হতে বা গরম আগুনে ঝলসাতে ঝলসাতে জেনেটিক ফর্মেশন চেঞ্জ হবেই হবে। তখন হয়ত শরীর নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবে। কিন্তু মুশকিল হল যমরাজও এসব জানে। তাই তখন হয়ত বরফে শুইয়ে রাখবে। বা হেঁটমুণ্ড করে ঝুলিয়ে রাখবে আর মাঝে মাঝে সিম্পল হার্মোনিক মোশনে দোলাবে। বলা খুব মুশকিল।
  • dd | ১০ এপ্রিল ২০১০ ০১:২২ | 122.167.6.66
  • মানে, মিতের ব্যাপার স্যাপার ক্ষেউ জানে ? ক্ষেউ?

    পাইদি ??

    ঠিগ ঠিগ মতোম পৌছলো ক্ষি না ? এইসব .......
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০১:১৬ | 65.124.26.7
  • ব্যথা লাগবে কি না সেইটা বলো। কত করে কিনা নিশ্চিন্ত হয়েছিলাম !
  • kapalkundala | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৮ | 12.234.15.2
  • ওগুলো সব সিম্বলিক পোড়ানো আর সিমবলিক খোচানো।
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৬ | 65.124.26.7
  • ভুতেদের সব্যসাচীকে ধরতে হবে। নয় অগ্নিমিত্রা ঃ)
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৪ | 65.124.26.7
  • ঃ) এইটা ঠিক বলেছ। আমি সেই দারচিনির ক্যালেন্ডারে নরকের কান্ডকারখানা দেখে খুব চিন্তায় পড়েছিলাম। তারপর মনে হল, আরে আমার গা না থাকলে পোড়াবেই কি আর খোঁচাবেই বা কিসে?
  • dd | ১০ এপ্রিল ২০১০ ০০:৫৩ | 122.167.6.66
  • না, না,
    আমি কারো ঘাড় মটকাবো না। সত্তি।
    আমার ভীষম নরম প্রাণ। প্লাস স্পনডিলাইটিস। অ্যাজমাও।

    আমি, ক্ষি বলে গিয়ে,এট্টু সাজু গুজুতে বেপরোয়া হবো। জাস্ট। ডীপ অরেঞ্জ আর মখমলি বেগুনী। আকাশী নীল,দাউ দাউ লাল, অবুঝ বাদামীর সাথে মাতাল হলুদ,পাশে ঝিকমিকাচ্ছে লাজুক সিলভার আর হা হা হা বেপরোয়া গোল্ড।

    আন্ডারলাইন থাকবে দগদগে কালোর উদোম চাংরা, সাব অÒট্রান সবজেটে ব্লাশ।

    এট্টি আঁতেল সবজান্তা ভুত। বুঝি না বুঝি না করে ল্যাগব্যাগে এবং গুছিয়ে রঙীন।
  • Nina | ১০ এপ্রিল ২০১০ ০০:৩৮ | 66.240.33.39
  • I mean নকলি ভুতেরা আরও ডেঞ্জারাস
  • Nina | ১০ এপ্রিল ২০১০ ০০:৩৪ | 66.240.33.39
  • আরও ডেঞ্জারাস --সত্যিকারের ঘাড় সত্যি করে মটকে দিতে পারবে ঃ((
  • kapalkundala | ১০ এপ্রিল ২০১০ ০০:৩৪ | 12.234.15.2
  • দেখুন না মহাভারতেও আছে, যুধিবাবু বককে কইছেন "অহন্যাহন্যানি ভুতানি গচ্ছন্তি যমমন্দিরম--"
    প্রতিদিনই ভুতেরা যমের বাড়ী যাচছে। আরে ভুতেরা তো যমের বাড়ীই যাবে, এতে এত অবাক হবার কী আছে?
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০০:৩১ | 65.124.26.7
  • আর শিফনওয়ালারা তো নকলি ভুত।
  • Nina | ১০ এপ্রিল ২০১০ ০০:৩১ | 66.240.33.38
  • আরে বাহ! সকল ভুতের সেরা সে যে শা রুখ খানের ভুত--পহেলী সিন্মাতে। ঠিক ঐ রকম সাজুগুজু করা আর তার আবার মানুষি-রানি মুকুজ্যের সঙ্গে প্রেম হল--বেবিও হল---বিশ্বাস না হলে সিন্মাটা দ্যাখেন।
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০০:৩০ | 65.124.26.7
  • এয়ারা তো রাক্ষস । ভুতেরা কি এত বড়লোক হয় ডিডিদা? হয় তাদের সেই ছেড়া কোট যেটা পরে কফিনে ঢুকেছিল নয় এই বিটী কটন। এত ভেলভেট কই পাবে?
  • dd | ১০ এপ্রিল ২০১০ ০০:২৩ | 122.167.6.66
  • চ্যাঃ
    অম্নি বিটি কটনের ফ্যাটফ্যাটে সাদা চাদরে ঢাকা ভুত আমি হবো না।

    গাঢ় লাল ভেলভেটের লুংগী, তাতে সল্মা আর চুমকী। গায়ে গুলাবী পিরাণ তাতে কল্কে গাঢ় বেগনে কল্কে। একবার দেখলেই মাথা ধরে যায়।
    মাথায় নক্সী কাঁথার এথনিক পাগড়ী, কানে মাকড়ি, নাকে স্টাড।
    পায়ে রণপা, তাতে টুনী বাল্ব।

    উত্তাল ঘুঙুরের সত্তর ডেসিবেল শব্দবন্ধ। আর তার সাথে ছ্যা রা রা রা জুঁই ফুল আর কাঠ বাদামের সুঘ্রান।

    আমি তেম্নি ভুত হবো।
  • Nina | ১০ এপ্রিল ২০১০ ০০:১২ | 66.240.33.37
  • কেন কেন--বিশ সাল বাদ, কোহরা, ওয়ো কৌন থি সিন্মাগুলোতে সাদা শিফন পরা পরা ভুতনিদের মুখগুলো তো কত্ত সুন্দর ছেল!
  • Du | ১০ এপ্রিল ২০১০ ০০:০৪ | 65.124.26.7
  • সাদা কাপড় ঢাকা ভুত ভালো - মুখ দেখা যাওয়া ভুত ভালো নয়।
  • aka | ০৯ এপ্রিল ২০১০ ২৩:৫১ | 168.26.215.13
  • আমি ভূত হবই হব। বেশ একটা নব্য, সভ্য, ভব্য ভূত। দেখি কে আটকায়? শ্রাদ্ধ-শান্তি করেও আটকানো সম্ভব নয়। সকালে আম্রিগায় ভূতগীরি করে রাতে দেশে গে ঘুমবো। আমাদের বাড়ির একটা বেলগাছ আছে সেখানে। বলাই বাহুল্য আমি হব বেম্মদত্যি। মাঝে মাঝে পোলাপানদের এট্টু ভয় দেখাবো। উফ ভাবলেই রোমাঞ্চ হয়।
  • Nina | ০৯ এপ্রিল ২০১০ ২৩:৫০ | 66.240.33.36
  • ঃ)) ঠিক কইসেন, বড্ড মর্বিড টপিক তাচ্চেয়ে একখান ভাল রেসেপি দ্যান উইকেন্ডে ট্রাই করি।
  • dd | ০৯ এপ্রিল ২০১০ ২৩:৪৫ | 122.167.6.66
  • ক্ষীঃ ঃ মর্বিড টপিক।

    ক্ষিন্তু তাও ও কই, মরে গ্যালে সব শেষ হবে ক্যানো?

    ভুতেরা ক্ষি মানুষ নয় ?
  • Nina | ০৯ এপ্রিল ২০১০ ২৩:১০ | 66.240.33.48
  • ডীডী, মরে গেলে তো সব ফিনিতো, শেষ! তরপর কে কি কল্ল তার জন্যি যে গেল তার আর মাথাব্যাথা কি--- ওগুলো তো যারা রইল তাদের জন্যি ঃ)) আর কিছু পুরুত/ক্যাটারার ইত্যাদি ইন্ডাস্ট্রির জীবিকা / আয়।
  • dd | ০৯ এপ্রিল ২০১০ ২২:৫৭ | 122.167.6.66
  • মে' দের কয়ে রেখেছি, দুম ফট্টাস করে অ্যাক্কেবারে মরে গ্যালে ,ফের যদি ছেরাদ্দো করেছিস তো' ভুত হয়ে এসে খ্যাঁক করে কামড়ে দেবো। বুঝবি তখন।

    অ্যান্টি র‌্যাবিস ইঞ্জেকশন নিবো না ওঝা ডাকবো? কে দিবে বিধান ?
  • tkn | ০৯ এপ্রিল ২০১০ ২২:৫১ | 122.173.176.168
  • ঃ-) ডিডিদা

    ... আমি চেষ্টা করেছিলাম। পারিনি ঃ-(
    তবে ঐ বিশ্বাসটা আমারও আছে, ধীরে ধীরে দৃঢ় হচ্ছে ..
  • dd | ০৯ এপ্রিল ২০১০ ২২:৪৮ | 122.167.6.66
  • ওঃ, স্যার দেখছি ঘরে ফিরিয়াছেন। বেশ বেশ বেশ।

    আমার বাবা মারা গ্যালেন মিড এইট্টি - কলকেতায়। ছেরাদ্দ করি নি। খুব অ্যাগটা অসুবিদেয় পরি নি। দুটো তিন্টে আলপটকা কথা টথা ছাড়া।

    কিন্তু ক্যামোন জানি মনে হচ্ছে একটা সাইলেন্ট অ্যাপ্রুভ্যাল ছ্যালো। সমাজে। সর্বস্তরে।

    নাঃ,"মনে হচ্ছে " না,

    এটা দৃঢ় বিশ্বাস।
  • NIna | ০৯ এপ্রিল ২০১০ ২২:৩০ | 66.240.33.45
  • আমি যখন গত বছর জুন মাসে গেছি--মাকে সদ্য হারিয়েছি---কেমন যেন বুঝতেই পারছিন ঠিক কি ঘটে গেছে।।কেমন এক বিহ্বল মনের অবস্থা, কিছু খেতে পারছিনা---শরীরে কোনো বোধ নেই। তখন যেভাবে সব আত্মীয়স্বজনরা দশ হাতে ঘিরে রেখেছিলেন ভুলতে পারিনা--নইলে যে কি করতাম। ঘুমোতে পারতাম না--বেলা এগারটা নাগাদ রাঙাদা এসে ( একই বিল্ডিঙ্গে যে যার ফ্ল্যাটে থাকে) বসল--মুখটা লাল টকটকে, গরমে ঘেমে নেয়ে --( খুড়তুতো-জ্যাঠতুতো দাদারাই সব কাজ সামলাচ্ছিল ) আমার এত খারাপ লাগছিল--বল্লাম বস, চা খাও একটু ঠান্ডা হও। বল্ল তুই খেলে খাব--বল্লাম বেশ --হাতে একটা ছোট বাক্স তাতে চারটে দানাদার ( আমি খুব ভালবাসি) বল্লাম এটা কি--বল্ল দূর শুধু চা খেতে পারিনা--তুই দুটো খা আমি দুটো খাই--না করতে পারলাম না , এই সত্তর বছরের দাদা, বাবার মতন ভালবাসে--তার সঙ্গে বসে বেলা বারোটায় একটু মিষ্টি আর চা--সেদিনকার আমার প্রথম খাওয়াটা এই ভাবেই খেলাম!
  • Du | ০৯ এপ্রিল ২০১০ ২২:১২ | 65.124.26.7
  • একা হতে দেয়ও না , নানান কুসংস্কার আছে, আদরের লোকের কাছে নাকি একা পেলেই ফিরে আসে সেই ফাঁকটুকু তাই দিতে চায় না আত্মীয়েরা। বাইরে থেকে আসা, তাদেরকে কিছুই বলাও যায় না, তাদের কনসার্নটাকে রেস্পেক্ট দেখাতে হয়, পুরো ব্যপারটাই অসহ্য লাগে।
    অবশ্য অসহ্য বোধ হয় একা থাকলেও লাগবেই।
  • tkn | ০৯ এপ্রিল ২০১০ ২২:০২ | 122.173.176.168
  • হ্যাঁ, মৃত্যু উপলক্ষে যে কোনো অজুহাতে/কারণেই খাওয়া বা খাওয়ানোটা অসহ্য বাজে লাগে।
  • tkn | ০৯ এপ্রিল ২০১০ ২১:৫৭ | 122.173.176.168
  • আকাবাবু, ওটা বোধহয় মৃতজনের সঙ্গে সম্পর্কের ওপরও খানিকটা নির্ভর করে।
    বাবা মারা যাওয়ার পর যখন বড় মেয়ে হওয়ার সুবাদে সব সামলাচ্ছিলাম ঘরে বাইরে, শ্রাদ্ধের কার্ড ছাপাতে দিয়ে এসে পুরোহিতের ফর্দ মেলাচ্ছিলাম, শ্রাদ্ধ আর নিয়মভঙ্গের খাবারের মেনু ঠিক করছিলাম তখন, প্রতিটি ক্ষন অসহ্য লাগছিল... সবই করছিলাম আর এক বাড়ি ভর্তি অনেকদিন দেখা না হওয়া আত্মীয়দের কার ছেলে কোন দেশে আছে কার মেয়ে কি পড়ছে এই সব গল্পের মাঝে শুধু যিনি চলে গেছেন তাকে মনে করার জন্য একা হতে চাইছিলাম .... খুব প্রিয়জন চলে গেলে সে ট্রমা/দুঃখ বোধহয় চাট্টি কথা বলে বা কোনো অনুষ্ঠান করে কাটানো যায় না ঠিক।
  • Samik | ০৯ এপ্রিল ২০১০ ২১:৩৮ | 219.64.11.35
  • আমি কোনওদিন গীতা পাই নি। অ্যামংকি পৈতেতেও কেউ দ্যায় নি। তবে কোথায় কোথায় যেন ব্রাহ্মণভোজনে গিয়েছিলুম বাইল্যকালে, এক টাকার একটা করে কয়েন দিত, মনে আছে।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৫৯ | 204.138.240.254
  • আকা, সত্যি তো, এই সেদিনের ছোকরা গৌতম এসে সব বন্ধ করে দিল।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৫৮ | 204.138.240.254
  • h+m = হ্ম
  • aka | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৫৬ | 168.26.215.13
  • ওঃ দোজ ওয়ার দা ডেজ ডিয়ার। যখন কায়তরা বাড়ি ডেকে নিয়ে গোদান করে পূণ্যি করত। তখনো শূন্য আবিষ্কার হয় নি। সোমরস সহযোগে গোমাংস ভক্ষণ করে খাগের কলম দে ভূর্জ্যপত্রে শোলক রচনা করতুম।
  • Manish | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৫৩ | 117.241.229.28
  • Arpanকে,
    আমি ব্রাম্মন বানান ভুল লিখেছি, ঠীক বানানটা কি ভাবে লিখবো।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৫০ | 204.138.240.254
  • আবার কী দেবে অ্যাঁ? একখান আস্ত ভগবতী গোরু দেবে নাকি?
  • aka | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৪২ | 168.26.215.13
  • অ্যাজ ইফ বড় গীতা হলে খুব কাজের হত? অ্যাজ ইফ চামড়টা খুব কাজের? অ্যাজ ইফ মাটির সড়াটা খুব কাজের? যত্তসব।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৩৮ | 204.138.240.254
  • এই ব্রাহ্মণভোজন করানোর ব্যপারটা আরো ঢপের। যত্তসব বর্ণবাদী সংস্কার। ঃ-)
  • Manish | ০৯ এপ্রিল ২০১০ ১৯:৩৩ | 117.241.229.28
  • শ্রাদ্ধ বাড়িতে ব্রাম্মন হয়ে ভোজন করা ব্যাপারটা খারাপ না।ভোজনের সাথে মুদ্রাও মেলে।কিন্তু পকেট সাইজ গিতাটা কোনো কাজের না।
  • Samik | ০৯ এপ্রিল ২০১০ ১৯:২১ | 219.64.11.35
  • আমি কতকাল কোনও বাড়িই খাই নি। নিজের বিয়ের পর আজ পর্যন্ত কোনও বাঙালি বিয়েবাড়ি খাই নি। হায় ...
  • aka | ০৯ এপ্রিল ২০১০ ১৯:০৭ | 168.26.215.13
  • না একটা পজিটিভ দিক আছে। যেকোন পরিবারেই মৃত্যু একটা ট্রমা, সে যেই হোক। সেই ট্রমা থেকে বেরতে সাহায্য করতে একটা সামাজিক অনুষ্ঠান। অনেক লোকজন এলে, কথা বললে খানিকটা অন্যরকম লাগে। দাদুর মৃত্যুই আমার জীবনে প্রথম এই জাতীয় ট্রমা। তখন অনুষ্ঠান, অনেক লোকজন, ভালই লেগেছিল।
  • Arijit | ০৯ এপ্রিল ২০১০ ১৮:৫২ | 61.95.144.122
  • আমি যাই না - আমার কনসেপ্টটাই বাজে লাগে।
  • . | ০৯ এপ্রিল ২০১০ ১৮:৫০ | 125.18.104.1
  • ভালোবাজে কিনা জানি না। তবে আজকাল বেশির ভাগ শ্রাদ্ধবাড়িতেই খেতে ইচ্ছে করে না। না খেয়ে চলে আসি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত