এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১৬:৩৫ | 121.242.15.238
  • * ফ্রীডম্যানের *
  • h | ৩১ মার্চ ২০১০ ১৬:৩৫ | 203.99.212.53
  • আজ প্রবল ভিড়ের মধ্যে একটি ব্যাংকে সুনাগরিক ট্যাক্সদাতাদের ঘামের গন্ধে পাগল হতে হতে, এক রিটায়ারোদ্যোত প্র্রোবপর্চিতের সঙ্গে দেখা হল। আমি নমস্কার করার পরে আর 'কেমন আছেন' বলায় উনি একটু নার্ভাস হয়ে বল্লেন, আপনাকে ঠিক প্লেস করতে পারছি না।
    যেহেতু ইনি কলকাতার, তাই স্বাভাবিক ভাবেই ইনি শ্বশুরবাড়ির দিক দিয়ে পরিচিত। প্রয়াত মার্ক্সবাদী গান্ধীবাদী রবীন্দ্রানুরাগী সম্পাদক শ্বশুরমশাই, কিছুটা বয়সের ভারে ক্লান্ত সংসারের চাপে ষাটের দশকে আর্টিস্ট হতে গিয়ে সত্তরের দশকের ঋঙ্কিÄক মডেলের দিদি এবং বাংলা সিরিয়াল মডেলের ছোটোবৌ হয়ে যাওয়া শ্বাশুরি-কাকিমা, যৌবন বিপ্লব রোমাঞ্চ পেরিয়ে মাশ্‌টারি আর নিকষ পোবোন্দো রচনায় নিমজ্জিত, প্রাচীন বেম্মো আদর্শ আজন্ম লালন করার পরে কোন এক কুক্ষণে একটি এক-গজি আস্তো পটর পটর ধানি লংকা প্রসবের দায়ে এবং সর্বোপরি আরেকটি পরিচিত বিপ্লবের সিঃঅভুঁড়ি শুয়োরে রূপান্তরের সংকট সম্পদ সঙ্গী হওয়ার ঐতিহাসিক ভারে ক্লান্ত বৌ এর নাম করলাম। কিন্তু 'প্লেস' আর কিছুতেই হয় না।

    তার পরে উনি প্লেস করতে আরম্ভ করলেন, আচ্ছা আপনি কি মণিদার জামাই, না মনিদা তো বিয়েই করেন নি, আপনি কি মোহনবাগান বাড়ির ছোটোবোনের ছেলে? আপনি কি গোল্ডির দাদা, অ্যাপারেনটলি এই বাড়িতে গোল্ডি বলে একটি বিলিতি শারমেয় একদা বাস করত, সে গত অগাস্ট আন্দোলনের সময়েই দেহ রাখলেও পাড়ার সম্বোধনে আত্মীয়তা প্রজন্মান্তরেও ছিটিয়ে রেখে গেছে। বা আপনি কি বাগবাজারের ছাপা রবিদার ভাইপো? বা তুমি কি ভাই আশফাকের ডাকতার ছেলে, তোমরা তো ইউ পি-র শিয়া? বা আচ্ছা আপনি কি কংগ্রেসী কাউন্সিলর নিশিদার সেকেন্ড ওয়াইফের আগের পক্ষের ছেলে, বেশ মোটা হয়েছিস তো ইত্যাদি। এবং লাস্টে ডেস্পারেট হয়ে বল্লেন , "আচ্ছা ভাই তোমার বউ কি বিধবা?"

    আমি চুইং গাম খেকো লাতিন নভেল পড়া যুবক, সেখানে সুন্দরীরা মনখারাপ হলে খুঁটে মাটি খায় বা সরাসরি ওড়ে, বুড়্রিরা খুন হলে সবুজ রক্ত বেরোয়, জেনেরালেরা মরার পরে ফুল মেডেল সজ্জিত পোশাক পরে সিঃআসন মার্কা চেয়ারে বসে শকুনিদের আবাহন করতে পছন্দ করেন, লম্পট স্বামীরা মরার পরেও বৌদের আদরে আদরে অস্থির করে দেয় সর্বোপরি এমন একটা সময়ে বেঁচে আছি, যখন দিনের বেলায় গল্পের বই পড়াটাই একটা বড় সড় সাবভারসন, এহেন আমি সহজে বিস্মিত হই না।

    তো এমতাবস্থায়, যাবজ্জীবনে দন্ডিত অপরাধীদের যেমতি প্রায়শঃ সলিটারি সেলুলার আবহে 'মোমেন্ট অফ ক্ল্যারিটি' আসে আমারো এলো।

    আমি ঘাড় বেঁকিয়ে, প্রয়াত সংস্কৃতজ্ঞ নদিয়ার ব্রজগোপাল পন্ডিত মশাই এর বিনয়-শিক্ষা স্মরণে রেখে বল্লাম 'আঁজ্ঞে, প্রায়।'

    সিরিয়াস।
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১৬:৩৪ | 121.242.15.238
  • কেউ ফ্রীডম্যানে "দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট' পড়েছ? এক জায়গায় শুনলাম - ইন্টারেস্টিং মনে হল - কিন্তু কঠিন কঠিন ব্যাপার বলে ভরসা পাচ্ছি নে।
  • Samik | ৩১ মার্চ ২০১০ ১৬:১১ | 219.64.11.35
  • যা-তা কালেকশন তো !!
  • quark | ৩১ মার্চ ২০১০ ১৫:৫৭ | 202.141.148.99
  • কখনো সময় আসে জীবন মুচকি হাসে,
    ঠিক যেন পড়ে পাওয়া চোদ্দ আনা (লোকসভা ভোটে জিতে যাওয়া)
    অনেকদিনের পর মিলে যাবে অবসর
    আশা রাখি পেয়ে যাব বাকি দু আনা

    হায়, সেই চোদ্দ আনা নিয়েই চলে যেতে হচ্ছে গানওলাকে
  • saikat | ৩১ মার্চ ২০১০ ১৪:৪৫ | 202.54.74.119
  • না। পাশে Public লেখাগুলো।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১৪:২৯ | 204.138.240.254
  • দীন মহম্মদ।

    কিন্তু সব বই তো অ্যাক্ষেসিবল নয়। ঃ(
  • a | ৩১ মার্চ ২০১০ ১৩:৫৩ | 208.240.243.170
  • ডিডিদা, ট্যাকোবেল নামক অখইদ্য দোকনটা খুলেছে কোথায়?
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১৩:৫১ | 204.138.240.254
  • জানতে পেয়েছি। অগাস্ট ২০০৫।
  • Rajdeep | ৩১ মার্চ ২০১০ ১৩:২৮ | 202.79.203.59
  • *ডানদিকে
  • Rajdeep | ৩১ মার্চ ২০১০ ১৩:২৭ | 202.79.203.59
  • আরো ট্রিভিয়া

    বছরকয়েক আগেও পোতিদিন হোর্ডিং টাঙাতো
    বামদিকে নয় ডানডিকে নয় .... সোজাপথে ঃ-)

    জয় কবি ""দেশে"" থাকাকালীন লালা-এপিসোডের পর একটা অর্ডারি নেকা লিখলেন মিছিল করা খুউব খারাপ , মিছিলের জন্য কত লোক মজুরী হারায় ইত্যাদি , ২০০৭ এ পোতিদিনে এসে লিখলেন মিছিলের উপকারিতা ;-) কে বলে শুধু কসু নিত্যপরিবর্ত্তনশীল ?
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১৩:০৭ | 121.242.15.238
  • ট্রিভিয়া -

    আরো আগের পোতিদিন দিনে একবার মমতাকে গাল না দিয়ে জল খেত না - একটা সবুজ অ্যাম্বাস্যাডরের দুঃখে;-)

    এবং কুণাল ঘোষ আজকালে ছিলো।
  • dipu | ৩১ মার্চ ২০১০ ১৩:০৫ | 61.12.12.83
  • পোতিদিনের লেখাটা পড়ে থেকে ভেউ ভেউ করে কান্না পাচ্ছে। যা বুঝলুম, কসু অবিলম্বে ইস্তফা না দিলে বিগ ব্যাং আসন্ন।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১৩:০৩ | 216.52.215.232
  • একটি জিজ্ঞাস্য আছে। টুটুবাবু কবে রাজ্যসভায় মনোনীত হন? ২০০৭-এর মার্চ মাস থেকে ধীরে ধীরে পোতিদিন রঙীন হয়ে উঠতে থাকে। তার আগে অব্দি মনে আছে সিঙ্গুর নিয়ে আন্দোলন/অনশনের সময়ও বুদ্ধবাবুর শিল্পনীতি নিয়ে হাল্কা সমর্থন ও মৃদু বিরোধিতার মাঝামাঝি একটা অবস্থান নিত।
  • saikat | ৩১ মার্চ ২০১০ ১২:৫৯ | 202.54.74.119
  • সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ে মমতাদেবীর বড় দুঃখ ছিল যে ওনার কোন কাগজ বা চ্যানেল নেই। দেখতে দেখতে কত জুটে গেল।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১২:৫৮ | 216.52.215.232
  • এদিকে উনি ওনাকে এতবার মহিলা মহিলা বলে গেলেন। মহিলাটি তো ডিক্লেয়ার করে দিয়েছেন উনি মহিলা নন, হিউম্যান বিইং। ঃ-)
  • . | ৩১ মার্চ ২০১০ ১২:৫৬ | 125.18.104.1
  • কলকাতা টিভিও দেখলাম কেএসকে গুছিয়ে গাল দিচ্ছে। ক্ষি ক্ষান্ড!
  • kc | ৩১ মার্চ ২০১০ ১২:৫৪ | 194.126.37.5
  • কুণাল ঘোষ হেব্বি সরেস জিনিষ, লেখাটাতে আবার অনেকগুলো ডিসক্লেইমার দিয়েছে, লোকসভার ভোটের পরে লেখাটা নাকি কসু নিজে যেচে লিখেছিলেন, আর এখন যদি কসু বলে বসেন ''না তা নয় ....'' তাই আবার ডিসক্লেইমার হয়তো ভুলে গেছেন... ইত্যাদি।
    ব্ল্যাঙ্কো, তুমি যে এত বীয়ার বীয়ার কর, কিন্তু তোমার ভুঁড়ি নাই কেন?
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১২:৫১ | 121.242.15.238
  • *গেলুম*
  • dipu | ৩১ মার্চ ২০১০ ১২:৫১ | 61.12.12.83
  • নলেনগুড়ের আইসক্রিমটা অপটিকাল ইলিউশন। বেশ বড়মত জায়গায় ওইটুকুনি। সাধ না মিটিল হয়ে যায়।
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১২:৫১ | 121.242.15.238
  • আমি আবার শখ করে কুণাল ঘোষের লেখাটা পড়তে গেলু। ধুর বাল - এবার আমার স্যারিডন লাগবে।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১২:৪৮ | 216.52.215.232
  • ঃ-)

    কুণাল ঘোষ এবার একটা সম্মানীয় পদটদ কিছু পাবেই পাবে।
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১২:৪৭ | 121.242.15.238
  • বিএসএনএল ল্যান্ডলাইন/ব্রডব্যান্ডে অনলাইন পে করা যায়। আমি একবার করেছি। ক্যালকাটা টেলিফোনসের সাইটে লিংকটা আছে/ছিলো। তবে সেবার ইসিএস-এর লিমিটের বেশি ছিলো তাই - প্রথম বিল। তাপ্পর থেকে ইসিএসই হয়। WBSEB সম্ভবতঃ ইসিএস হয় না।
  • Blank | ৩১ মার্চ ২০১০ ১২:৪৬ | 170.153.65.102
  • হ্যাঁ জানি তো। গ্রেভি চাউ সাথে সামান্য বীয়ার। নান আর ফ্রায়েড মাটন। কত্ত কিছু
  • saikat | ৩১ মার্চ ২০১০ ১২:৪৬ | 202.54.74.119
  • পোতিদিন আজকে আবার সুমনের স্নায়ুরোগ আর মমতার স্যারিডন খাওয়া নিয়ে কি সব লিখেছে। পড়ব না ভেবেও কেন যে এ সব পড়ি !
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১২:৪৫ | 121.242.15.238
  • গেলেই হয়। আলুভাজা, মাছের মাথা দিয়ে ডাল, তেলকই, শেষে নলেনগুড়ের আইসক্রীম;-)
  • kc | ৩১ মার্চ ২০১০ ১২:৪৫ | 194.126.37.5
  • তোমরা কি 'ভজহরি মান্না'র বাইরে কিছুই জাননা?
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১২:৪৪ | 216.52.215.232
  • ফোনবিল মানে বিএসএনএল ল্যান্ডলাইন তো? ওদের সাইটে গিয়ে দেখি। ভিসার সাইট থেকে করা যায় না!
  • Blank | ৩১ মার্চ ২০১০ ১২:৪২ | 170.153.65.102
  • আমারো খিদে পায়। বাসন্তী পোলাও, মাটন ডাক বাংলো, ইলিশ ঃ(
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১২:৪০ | 121.242.15.238
  • বহুত ক্ষিদে পাচ্ছে রে... ঃ-(
  • Arijit | ৩১ মার্চ ২০১০ ১২:৩৯ | 121.242.15.238
  • নিজে থেকে ছাড়লে ওই দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ে। দল তাড়ালে তো টেকনিক্যালি "দলত্যাগ' হল না।
  • a x | ৩১ মার্চ ২০১০ ১২:৩০ | 75.53.204.247
  • এই লুপটা আছে তো জানতাম না। যদি কেউ নিজে থেকে দল ছাড়ে, তাইলে নাকি পার্টি স্পিকারকে বলতে পারে যে ঐ ব্যক্তি অন্য দল যোগ করতে পারে, কাজেই ওকে হঠাও। কিন্তু পার্টি নিজে তাকে তাড়ালে সে চুপচাপ বসে থাকতে পারে সংসদে!
  • santanu | ৩১ মার্চ ২০১০ ১২:২৬ | 82.112.6.2
  • ফোনবিল তো কবে থেকেই করা যায়, CESC করা যায়, WBSEB জানি না।
  • dipu | ৩১ মার্চ ২০১০ ১২:২২ | 61.12.12.83
  • নির্বীচি পটল তবু খাওয়া যায়। সবীচি সবুজ পটল দাঁতে বড্ড ক্যাঁচক্যাঁচ করে, আর একটু হলদে রং ধরলে ওয়াক।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১২:২১ | 204.138.240.254
  • ফোনবিল আর বিজলিবিল (WBSEB) করা যায় কি?
  • santanu | ৩১ মার্চ ২০১০ ১২:১৮ | 82.112.6.2
  • উরি ন্নাঃ, কোলকাতায় বাড়ির প্রপার্টি ট্যাক্ষ এখন অনলাইন পে করা যাচ্ছে।

    কদিন আগেও সেই গড়িয়াহাট বাজারের ওপর লাইন, তারপর কসবাতে AC হলে লাইন, আর এখন অন-লাইন।

    বড্ডই ভালো খবর।
  • dd | ৩১ মার্চ ২০১০ ১২:১৬ | 122.167.15.137
  • সইকতকে বুঝিয়ে বলি।

    এই কসু নিত্যপরিবর্ত্তনশীল তো সেইমতম তার সম্বন্ধে আম্মো। উনি বেঁকেন তো আম্মো বেঁকি,রিফ্লেক্স অ্যাকশন। এ তো পোষ্কার। কোনো 'চারিতা নেই। সবাই বোঝে, তবে নাও মান্তে পারে।

    কিন্তু পটল অনড়,অটল,সবীচি,সবুজ ও ডোরাকাটা। চিরকালীন। কিন্তু পটলের কনটেকস্টে আমি কিন্তু বদলে গেছি। আমি কই, এটিও স্বাভাবিক। কোনো অভিষন্দী নাই। বাইরে থেকে পেশার বা প্রলোভন নাই।

    মাইনষে বদলায়। আমি মনিষ্যি। আমি বদলাই।

    আমি বদলাই, দেয়ারফোর আমি অ্যাম।
  • dipu | ৩১ মার্চ ২০১০ ১২:০৬ | 61.12.12.83
  • সুসু, দুধ ইত্যাদি নিয়ে একটা অসোব্বো জোক জানি, কিন্তু সে এখেনে বলা যাবে না।
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১১:৫৭ | 216.52.215.232
  • তবে সব গোমাংস সমেত খেয়েছি।

    আর কমরেড চক্কোত্তি, উত্তেজনার চোটে যেখানে সেখানে কমা বসাচ্ছেন। ঃ)
  • Jhiki | ৩১ মার্চ ২০১০ ১১:৫৬ | 124.81.82.83
  • dipu, বুড়ীটা, নেচো, টেকো তাও তো ভালো, এখানে 'সুসু' মানে দুধ! তাই আমি এখনও অবধি আমার ছেলেকে 'সুসু'র দেশী মানেটা বলিনিঃ-)
  • Arpan | ৩১ মার্চ ২০১০ ১১:৫৫ | 216.52.215.232
  • ট্যাকোবেল মানে সেই মেহিকান খাবারদাবার তো? "থিংক আউটসাইড দ্য বান'। এনচিলিডা ইত্যাদি। ওদেশে তো ভালোই লাগত।
  • saikat | ৩১ মার্চ ২০১০ ১১:৪৮ | 202.54.74.119
  • কবীর সুমনকে নিয়ে ডিডিদার পোস্টটা পড়ে একটু ঘেঁটে গেলাম। সুমন এবং ডিডিদার মত বদলানো নিয়ে ব্যাপারটা বুঝলাম, কিন্তু পটলের তুলনাটা বুঝলাম না।ঃ-(

    আমার মতে কবীর সুমনের মত চরিত্রকে বুঝতে গেলে ডিডিদার কথামত একটু skepticism-এর ব্যবহারই করা উচিত।
  • Rajdeep | ৩১ মার্চ ২০১০ ১১:৪৬ | 202.79.203.59
  • পকাবুরা অশ্রুজলে
    স্থিকাবুরা ঝালেঝোলে

    নকুভাইদের এ কি ভুল
    খিল্লি খাচ্ছে তিনোমুল

    খিল্লি ভুলে এক হও
    ১১য় আসছে সুজ্জোদয়
  • dipu | ৩১ মার্চ ২০১০ ১১:৪৪ | 61.12.12.83
  • বুড়ীটা, নেচো, টেকো ...ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত