আজ আমাদের ছুটি, ও ভাই, আজ আমাদের ছুটিইই ... আ-হা-হা হা-হা
Samik | ২৪ মার্চ ২০১০ ১১:৩২ | 122.162.75.168
কাল পবঙ্গের দুটো বড় বড় খবরের ভারে (কানু সান্যাল ও পার্ক স্ট্রিটে আগুন) আরেকটা বৈদেশিকী খবর চাপা পড়ে গেছে।
কাকু চীন থেকে টা-টা করে চলে গেছে। এতক্ষণে হয় তো সবাইই জানে ঃ-)
Arpan | ২৪ মার্চ ২০১০ ১১:৩১ | 204.138.240.254
কঠিন দিন দাদা!
Samik | ২৪ মার্চ ২০১০ ১১:২৮ | 122.162.75.168
ঝিকি, রেগে যেও না, সরি আমি কোনও বক্রোক্তি বা পার্সোনাল অ্যাটাক করতে চাই নি তোমায়। ভুল বোঝাবুঝির জন্য দূঃখিত। আমি জাস্ট ইয়ার্কি মেরেই কথাটা লিখেছিলাম।
Arijit | ২৪ মার্চ ২০১০ ১০:০৭ | 121.242.15.238
যারা করেছে তাদের কথা বলিনি। যারা দাঁড়িয়ে ছবি তুলছিলো তাদের কথা বল্লুম।
aka | ২৪ মার্চ ২০১০ ১০:০৫ | 24.42.203.194
হ্যাঁ অজ্জিতকে ক দিলাম। কিন্তু লোকে চেষ্টা করেছে। আজ আবাপতেই ছবি বেরিয়েছে লোকে কিভাবে নিজের জীবন বিপন্ন করে চেষ্টা করেছে।
Arijit | ২৪ মার্চ ২০১০ ১০:০৫ | 121.242.15.238
ওই যে - স্টিফেন কোর্টে আগুন লেগেছিলো কাল - যে বাড়িটাতে ফ্লুরিজ, পিটার ক্যাট, মিউজিক ওয়ার্ল্ড আছে।
Sibu | ২৪ মার্চ ২০১০ ১০:০২ | 70.7.156.109
কি হয়েছে?
Arijit | ২৪ মার্চ ২০১০ ০৯:৪১ | 121.242.15.238
২৩ জন মৃত। কদিন আগে লুরুতে যা হল কাল প্রায় তাই এখানেও। ওপর থেকে লোকে লাফাচ্ছে, আর জনতা দাঁড়িয়ে ছবি তুলছে। রেস্তোরাঁগুলোর টেবিলক্লথগুলো এনে ধরলেও কাজে দিত!
আর এই ধরণের ঘটনার একশো মিটারের মধ্যে কোনো রাজনৈতিক নেতা এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া উচিত নয়। একদিকে লোকে বলছে এরা এসে সিচুয়েশনটাকে আরো বিগড়ে দেয়, অন্যদিকে মিডিয়া চ্যানেল চেঁচাচ্ছে মুখ্যমন্ত্রী আগুন দেখতে যাননি কেন!
byaang | ২৪ মার্চ ২০১০ ০৯:৪০ | 122.172.59.191
ঠিক আছে। কিন্তু আমি হয়তো দুপুর নাগাদ উত্তর দেব। ১৫মিনিট বসলেই ঘাড়টা ভোগাচ্ছে।
Arpan | ২৪ মার্চ ২০১০ ০৯:৩৮ | 204.138.240.254
ওক্কে। এট্টু সবুর কর। মেলাচ্ছি।
byaang | ২৪ মার্চ ২০১০ ০৯:৩৬ | 122.172.59.191
না অর্পণ, আমি তোমার মেল আইডি জানি না। তুমি বরং suchetana.dutta@gmail.com য়ে একটা মেল করে দিও। আমি লিখে দিচ্ছি আমার ফোন নম্বর।
Arpan | ২৪ মার্চ ২০১০ ০৯:৩২ | 216.52.215.232
ব্যাঙদি, আমাকে মেল করে তোমার ফোন্নংটা দিও। আমার মেল আইডি কি তুমি জানো?
Jhiki | ২৪ মার্চ ২০১০ ০৯:২২ | 124.81.82.83
Samik, Date :23 Mar 2010 -- 06:50 PM প্রসঙ্গে- কারো পয়সা সে কিভবে খরচ করবে সেটা নিজস্ব ব্যাপার, এর জন্য কোন বক্রোক্তি করার দরকার নেই। আর এই বিষয়ে অনেক কথা দেশী-বিদেশী শিক্ষা টই আর ভাটে হয়ে গেছে, তাই আর কিছু বলছি না। আর বোধহয় ৪০ টাকা টিকিট প্রতি কাটে ক্যানসেল করালে, সেটা তৎকালে যে বেশী টাকা লাগে, তারচেয়ে বোধহয় কম, আর মনের শান্তি আর পছন্দসই সীট এর কথা তো আমি আগেই লিখেছি। dipu, টিকিট আমিও আরবিট কাটি না, প্ল্যান করেই কাটি, কিন্তু যেহেতু কমপক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ৪টে জায়গাতে যেতে হয়, কিছু মার্জিন রাখতেই হয়, না হলে অসমাপ্ত কাজ ফেলে রেখে আসতে হয়। আর হ্যাঁ আমি অদরকারি টিকিট ক্যানসেল করতে আজ অবধি ভুলি নি! পরিশেষে- বেশ করি প্ল্যান করে টিকিট কাটি, কাটবো ই তো!
Abhyu | ২৪ মার্চ ২০১০ ০৮:৩৮ | 97.81.76.78
তাহলে রিমিই শিশু টক লিখুক! ওর ঐ আঁকার গল্পগুলো বেশ ভালো লেগেছিল।
rimi | ২৪ মার্চ ২০১০ ০৭:৪৭ | 24.42.203.194
আকাকে লিখতে দেয় নি তার ছেলে। আকা আজকাল ছেলেকে মানুষ করতে উঠে পড়ে লেগেছে কি না।
কি দিনকাল!!!!!!
Abhyu | ২৪ মার্চ ২০১০ ০৭:৩৯ | 97.81.82.15
তা লিখছ কই? এবারে আমি শুয়ে পড়ব। ভোর সাড়ে আটটায় উঠেছি আজ।
aka | ২৪ মার্চ ২০১০ ০৭:১৯ | 24.42.203.194
এই এতক্ষণে দিল লিখতে। ঃ)
Abhyu | ২৪ মার্চ ২০১০ ০৬:২৭ | 97.81.82.15
টপিক না দিলে আকাদা লিখতে পারে না। সিমুলেশন চালাও না? না কি ধাঁধা দেব?
a x | ২৪ মার্চ ২০১০ ০৬:২০ | 143.111.108.124
তো এটা কে লিখল? ভুউউউউউউত?
aka | ২৪ মার্চ ২০১০ ০২:০৪ | 168.26.215.13
আমারে কেন কিছু লিখতে দেয় না। একি চক্রান্ত!!
Blank | ২৪ মার্চ ২০১০ ০১:২৪ | 59.93.204.102
কানু সান্যাল আত্মহত্যা করেছেন, এটা সত্যি ভাবা যায় না। একদম ই মেনে নেওয়া যায় না ...
Du | ২৪ মার্চ ২০১০ ০১:২০ | 65.124.26.7
কেমন মাস্টারদা আর চারু মজুমদারের সঙ্গেই ওনার নামটা মনে পড়তো । এমন মানুষ তো সহজে হয়না। চলে গেলেন জীবনের মতোই আপোষহীন।
a x | ২৪ মার্চ ২০১০ ০১:০৭ | 143.111.108.124
কেসি, একদিন বলেছিলাম না - নকশাল আর মাওবাদী মেইনস্ট্রীম এক করে দিয়েছে বলে আপনিও বলছেন কেন? তাতে বলেছিলেন "ইচ্ছে করেছে বলেছি" বা এমন কিছু। এক্সাট শব্দ মনে নেই।
আজ বহু কাগজে দেখলাম - "maoist leader kanu sanyal" ঃ-)
Binary | ২৪ মার্চ ২০১০ ০০:৫৯ | 148.141.31.16
ইসে, আজ্জো, হাওড়া আর শ্যালদার তপাৎ বোঝে নাই একোনো ? এত বয়স হল ?
a x | ২৪ মার্চ ২০১০ ০০:৫৬ | 143.111.108.124
ট্রেনের গল্পের সেই গল্প জানো তো তোমরা? সত্যি কথা - কাগজে বেরিয়েছিল। কলকাতাগামী এক ট্রেনে ডাকাত পড়েছে, তারা তো সবাইকে ভয় টয় দেখিয়ে এক এক করে কামরা লুঠ করছে। লোকে ভয় সিঁটিয়ে বসে আছে। এর মধ্যেই বৃদ্ধ, রোগা এক মানুষ উঠে দাঁড়িয়ে বাধা দিতে গেলেন, দুটোকে ধরে প্রায় মাটিতে ফেলে দিলেন- ডাকাতদের কাছে ছুরি টুরি ছিল তাতে ওনার কিছু ক্ষতও হল, কিন্তু ডাকতরা পালাল।
সেই মানুষটিই আজ গলায় দড়ি দিলেন।
Binary | ২৪ মার্চ ২০১০ ০০:৫৬ | 148.141.31.16
আগুন ? কি ? কেন ? কবে ? কোথায় ?
tkn | ২৪ মার্চ ২০১০ ০০:৪৭ | 122.177.130.197
হুঁ, ভয়ানক
Du | ২৪ মার্চ ২০১০ ০০:৪০ | 65.124.26.7
এত বড় আগুন লেগেছে আজকে ?
Du | ২৪ মার্চ ২০১০ ০০:৩৬ | 65.124.26.7
য় মানে ফেলতেই হবে। কিন্তু আমাদের কাছে ডিসপোজেবল হলো ফেলতে পারি কিন্তু কেন ফেলবো ? মাদার ডেয়ারীর প্যাকেট ধুয়ে শুকোনোর কথা মনে পড়ে গেলোঃ)
kk | ২৪ মার্চ ২০১০ ০০:৩২ | 67.187.111.178
হুঁ, দেখি।
tkn | ২৪ মার্চ ২০১০ ০০:৩০ | 122.177.130.197
পুরো সেন্টেন্সটা বাংলায় করে দ্যাখ হয়ত সহজ একটা শব্দ এসে যাবে এগুলোর মাঝা মাঝি। বর্জ্য ইউজ করা যায় কি?
kk | ২৪ মার্চ ২০১০ ০০:২৮ | 67.187.111.178
পরিত্যাজ্য একটু কঠিন বাংলা হয়ে যাচ্ছে। ফেলে দেবার মত সহজ বাংলা কিন্তু এক কথায় হচ্ছেনা যে।
Du | ২৪ মার্চ ২০১০ ০০:২৪ | 65.124.26.7
ফেলনা হয় এক শব্দে কিন্তু ওতে মানেটা বোঝা যাবে না।
tkn | ২৪ মার্চ ২০১০ ০০:২৩ | 122.177.130.197
পরিত্যাজ্য?
Du | ২৪ মার্চ ২০১০ ০০:২৩ | 65.124.26.7
ফেলে দেবার মতো
Du | ২৪ মার্চ ২০১০ ০০:২২ | 65.124.26.7
ভাগ্যে র নেই ঃ)
kk | ২৪ মার্চ ২০১০ ০০:১৯ | 67.187.111.178
ডিসপোজেব্লের বাংলা কি?
tkn | ২৪ মার্চ ২০১০ ০০:১১ | 122.177.130.197
খাওয়া হলে এক কৌটো দৌড় ভুলোনা
Du | ২৪ মার্চ ২০১০ ০০:০৯ | 65.124.26.7
দই - প্রতি কোটো ইওগার্টে একটা ইভাপোরেটেড আর একটা কনডেন্সড - ঠিকাছে?
অনুবাদ তো আমাকে দিলেই করে দি। যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায়, জানি বা না জানি।
kity | ২৩ মার্চ ২০১০ ২২:৩৫ | 131.95.30.135
আহা সাসারাম! শের শাহের জন্মভিটেবাড়ীটা দেখে আসতে পারতেন তো সেই সুযোগে! :-)
aka | ২৩ মার্চ ২০১০ ২২:০৬ | 168.26.215.13
শিয়ালদহ না হাওড়া। (উফ্ফ্ফ)
stoic | ২৩ মার্চ ২০১০ ২২:০৪ | 160.103.2.224
এক পিস সংস্কৃত অনুবাদ দরকার। বৈজয়ন্ত কি বাজারে আছে? বা অন্য কেউ ?
aka | ২৩ মার্চ ২০১০ ২১:৪৯ | 168.26.215.13
জনতা এক্সপ্রেসই তো মনে হচ্ছে। বাড়িতে জিগ্যেস করে কনফার্ম করব। মোস্ট প্রোবাবলি তখন একটা শিয়ালদহ-এনজিপি জনতা এক্সপ্রেস ছিল।
kc | ২৩ মার্চ ২০১০ ২০:৫৭ | 89.203.49.18
অ। তা ১৯৯৫ বা ১৯৮৩ গল্পতো শুনলেন, এবার শুনুন হাতে গরম ২০০৯এর কথা। গত বছর জুন মাসে দেশে কলকাতা থেকে মালদা যাওয়ার জন্য ধরলাম গৌড় এক্সপ্রেস, শিয়ালদা থেকে রাত্তির সোয়া দশটায় ছাড়লেন, আমিও তিন পাত্তর মেরে ঘুমিয়ে পড়লাম, ভোর বেলায় ঘুম ভাঙলে দেখি একটা ষ্টেশানে ট্রেন দাঁড়িয়ে আছে, সাড়ে ছটার দিকে মালদা পৌঁছবার কথা। ভাবলাম কাছে পিঠেই দাঁড়িয়েছে। প্ল্যাটফর্মে নেমে চাওয়ালাকে হাঁকডাক করতে গিয়ে ষ্টেশনের নাম দেখে মনে হল ধুনকি তখনও কাটেনি। বারাকপুর।
Samik | ২৩ মার্চ ২০১০ ২০:৪৮ | 219.64.11.35
ইয়ে, জনতা এক্সপ্রেসে দার্জিলিং? তখন দার্জিলিংয়েও জনতা এক্সপ্রেস যেত নাকি?
SB | ২৩ মার্চ ২০১০ ২০:৩৪ | 114.31.249.105
১৯৯৫ সাল। ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরব, টিকিট কাটা আছে বৃন্দাবন এক্সপ্রেসের ম্যাড্রাস পর্যন্ত, তারপর রাতের ম্যাডরাস মেলে হাওড়া।
সেই বৃনদাবন এক্সপ্রেস মাঝপথ পর্যন্ত গিয়ে হঠাৎ করে বিষম টিষম খেয়ে কেমন যেন ঝিমিয়ে পরলো মনে হলো। এই ঝাঁকুনি দিয়ে চলতে শুর করলো তো তার পরমুহূর্তে আবার ঝাঁকুনি দিয়ে দুম করে থেমে যায়।
ওদিকে সময় ঘনিয়ে আসছে ম্যাডরাস মেলের। ক্ষী ক্ষেলো!! যাকেই শুধাই সেই বলে (নিজেদের ভাষায়) চাপ নেবেন না, পৌঁছে দেবে, ভগবানকে ডাকুন! ভগমানটান মানিনা, তাই বার্তি চাপ হয়ে গেলো!
তো এরকম করতে করতে তো ট্রেন পৌঁছলো ম্যাডরাস, ম্যাডরাস মেল ছাড়ার টাইম হতে তখন ঠিক ১ মিনিট ২২ সেকেন্ড বাকি, ম্যাড্রাস স্টেশনের ঘড়ি অনুযায়ি। নেমেই হন্তদন্ত হয়ে দৌড়ালাম লটবহর নিয়ে, কোন প্ল্যাটফর্মে ম্যাড্রাস মেল জিগালাম একে তাকে কুলি কে টিটি কে, কেউই ভাষা বোঝেনা, বা বুঝেও বোঝেনা, অন্তত কেউই সদুত্তর দেয় না। তো কি আর করা অনেক ছুটোছুটি হোল, গলদঘর্ম কারে কয় সে হাড়ে হাড়ে বুঝলাম। কিন্তু ম্যাড্রাস মেলের টিকির সন্ধানও পেলাম না! ওদিকে ম্যাড্রাস মেল ছাড়াস টাইম হয়ে গেছে! চাপ চাপ চাপ (প্রথম দুটো চাপ = অ্যাডজেক্টিভ)!
অনেক এদিক ওদিক করার পরে এনকোয়ারিতে জিগাতে বলল ম্যড্রাস মেল ক্যান্সেল্ড!
মানে?
মানে যা বোঝা গেল, কলকাতা থেকে ম্যাড্রাস মেল আসেইনি সেদিন।
কারণ?
আগের দিন নাকি বাঙ্গাল বনধ ছিল!
কেন?
না, শেয়ালদহ স্টেশনে নাকি কোন এক মাস্টারমশাইকে হেনস্থা করা হয়েছে, তাই দিদি বনধ ডেকেছিলেন।
ক্ষেলো করেছে, তাহলে বাড়ি ফিরবো কিকরে?
স্টেশনমাস্টারের কাছে গিয়ে জিগালাম, বললেন টিকিটের টাকা ফেরত নিয়ে নিন। চ্যাঁচামেচিতে কোন কাজ হল না। অনুনয় বিনয় শুরু হলো, আমার মতো হতভাগ্য আরো কেউ কেউ জুটে গেল।
রাত্রি ১২টা নাগাদ শোনা গেল সকালের করোমন্ডলে দুটো এক্সট্রা কোচ দেওয়া হবে, জেনারেল কোচ, তাতে করে যেতে পারে যার কলকাতা যাওয়ার এত শখ।
তার আগে বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখেছি, প্লেনে টিকিট নাই, তখন এত প্লেন ও ছিল না।
সারারাত্রি গরমে সুসিদ্ধ হলাম। স্টেশনে একফটা জলের জন্যে বিশাল লাইন দিয়ে প্রাতক্রিয়া সারলাম। অত্যপর জেনারেল কোচে উঠলাম ধস্তাধস্তি করে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন