এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১৮ মার্চ ২০১০ ২৩:১৩ | 143.111.108.124
  • কোন পাড়া বাওয়া বাইনারি? আমি তো ৯২ সালেও ২৫ পঃ জেরক্স করিয়েছি।
  • Arpan | ১৮ মার্চ ২০১০ ২৩:১০ | 112.133.206.20
  • আমার শ্বশুরমশায় কম যান না। বেনারসে নৌকোয় চড়ে মাঝিকে সরল প্রশ্ন, "মাঝি, নৌকা দুলতা কিঁউ হ্যায়? ভয় পানে কা কৈ চিজ হ্যায় কেয়া?'
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:০৯ | 203.99.212.54
  • আমি একটা অন্য সংস্করন শুনেছিঃ

    পাশাপাশি দুটো দোকান। একটায় লেখা "বাংলা ও ইংরেজিতে টাইপ করা হয়'।

    অন্যটার সাইনবোর্ডে লেখা " পৃথিবীর যে কোনো ভাষায় জেরক্স করা হয়'।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২৩:০৭ | 203.99.212.54
  • বাঙালীর হিন্দীর চাইতে অবাঙালীর বাংলা অনেক বেশি মজাদার। আমার লক্ষনৌএর বন্ধু রবু গুপ্তা, রাঁচিতে একটি অপরিচিত বাঙালী মেয়েকে ইম্প্রেস করার জন্য বলেছিল "কোতোদিন হোয়ে গেলো একটা বাঙ্গালি soংগে কোথা হোয় না'
  • nyara | ১৮ মার্চ ২০১০ ২৩:০৫ | 203.83.248.37
  • অমলদা এসে বিস্ফারিত চোখে বলেছিল, 'মাইরি শ্যামবাজারে একটা দোকানে সব ভাষায় জেরক্স করে।'
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২৩:০২ | 148.141.31.203
  • ১৯৮৬/৮৭ সালে আমাদের পাড়ায় প্রথম জেরক্স (ফটোকপি) -এর দোকান হয়েছিলো, তখন-ই মনে হয় ৮০ পয়সা নিতো। দোকানে লোকটা, আসল কাগজটা নিয়ে পাসের একটা পর্দা ঢাকা ঘরে ঢুকে যেত। তার্পরে, ভেতর থেকে, সোঁ-সোঁ-খট-ফট-দ্রাস আওয়াজে বোঝতাম জেরক্স হচ্চে। তার্পর পাক্কা ৫ মিনিট পর হাসি মুখে বাইরে এসে বলত, হয়ে গ্যাছে দাদা, একটু শুকিয়ে নিক। ....
  • aka | ১৮ মার্চ ২০১০ ২২:৫৮ | 168.26.215.13
  • হ্যাঁ এবারে বলবে গুগুল নয় ইন্টারনেট সার্চ। ঃ)
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২২:৫৭ | 148.141.31.203
  • ইসে, জেরক্সো নয় কো, ফটোকপি।
  • aka | ১৮ মার্চ ২০১০ ২২:৫৫ | 168.26.215.13
  • আমার এক সহপাঠিনী দিল্লিতে কাটওয়ারিয়া সরাইয়ের জেরক্সের দোকানে বলেছিল - আপ ইয়ে জেরক্স কে লিয়ে পঁচাত্তর পয়সা লেতে হ্যায়! শুনলে মাথা মে রক্ত চড় যাতা হ্যায়। (জেরক্স টা একটু কালো এসেছিল)। কাছেপিঠে আমার মতন হিন্দি জানা লোকজন ছিল বলে সেই যাত্রা রক্ষে হয়েছিল।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২২:৫১ | 203.99.212.54
  • আমার পিসশ্বশুরের হিন্দি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, "কুটকুট করনেসে কম্বল নেহি কিনেগা'
  • Du | ১৮ মার্চ ২০১০ ২২:৪৯ | 65.124.26.7
  • তোমার হিন্দী নো এ¾ট্রী আর ওয়ান ওয়ের মতো কঠিন তো আর নয় ঃ)
  • Paramita | ১৮ মার্চ ২০১০ ২২:৪৪ | 198.95.226.224
  • তবে যে আমার হিন্দী কমিউনিকেশানের মেইন গিনিপিগ, সে দেখছি একটা আত্মরক্ষার অস্ত্র খুঁজে পেয়েছে। একটু লং টার্ম ইনভেস্টমেন্ট যদিও। আমি যদি বললাম, "হাঁ হা, বুঝ গয়া"। সে বলবে, "সমঝ গয়া না, এহি তো বোলা"। তারপর যদি বললাম "ইয়ে পার্ক বহত সুন্দর"। ও বলবে "হাঁ, বহত আচ্ছা।" যদি বলি "উও দুকান কাছমেই হোগা"। "হাঁ ম্যাডাম, নাজদিক হোগা।" এই করে করে আমার অরিজিনাল, সাবলীল হিন্দী একটু একটু করে পালটে যাচ্ছে ঃ(
  • beshi likhate dey naa | ১৮ মার্চ ২০১০ ২২:৪০ | 143.111.108.124
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২২:৪০ | 148.141.31.203
  • কোলকাতার বাসে ঘুমুলে কর্ণপীড়ার কারণ নেই, সক্কলে কানের অডিওমেট্রি, নাকডাকার ডেসিবেলে-র উবরে চলে গেছে।

    ইনফ্যাক্ট, আমি বহু লোককে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাতের উবরে মাতা রেখে, দিব্যি নাকডাকাতে দেখেছি।
  • saailensar urhe Jaabe | ১৮ মার্চ ২০১০ ২২:৩৯ | 143.111.108.124
  • sayan | ১৮ মার্চ ২০১০ ২২:৩৮ | 59.164.108.222
  • সেই ভালো। মর্মপীড়াহত হয়ে একেই মুখছিদ্র, মুখবিবর, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, যকৃৎ, প্লীহা মায় কলিজা টুটকে টুক্রো টুক্রো হো গিয়া এবার শ্রেষ্ঠ দাওয়াই আমানিকোলাডা। নো মোর গিরা হুয়া অ্যাফেল জ্যুস।

    টিকেন, থ্যাঙ্ক্যু ফর দ্য রাইট পথ্য।
  • san | ১৮ মার্চ ২০১০ ২২:৩৭ | 115.117.227.196
  • হেচ? ইয়েম? আইয়ো আম্মা !!
  • san | ১৮ মার্চ ২০১০ ২২:৩৭ | 115.117.227.196
  • নাকের সামনে দুটো সাইলেন্সার আটকে দাও।
  • a x | ১৮ মার্চ ২০১০ ২২:৩৫ | 143.111.108.124
  • বাইনারি - কর্ণপীড়া। আমার না, যারা নাকডাকা শুনবে তাদের।
  • rabaahuta | ১৮ মার্চ ২০১০ ২২:৩৫ | 203.99.212.54
  • কর্মমুখর ঘর্মবীর
    ডিওর বোতলে মর্মপীড়
    মদ্যমাটন ক্ষীরপনীর
    ভোজনরসিক মর্মপীড়
  • Paramita | ১৮ মার্চ ২০১০ ২২:৩৩ | 198.95.226.224
  • মেঘ এখন আমার হিন্দী নিয়ে কিছু বলে না। অন দা আদার হ্যান্ড, গত কদিন ধরে তার "হেচ" "ইয়েম", "সো ফান্নি"-এর ধাক্কায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আর নিতে পারছি না।
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২২:৩১ | 148.141.31.203
  • ঘুমোনোটা এমনকি কঠিন কাজ ? যেখানে সেখানে ঘুমিয়ে পড়লেই হল ..... বিছানায়, খাবার টেবিলে, বাথ্রুমে, বাসে-ট্রামে, আপিসে এসে ডেস্কে, শপিং কত্তে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে .... তো ? মর্মপীড়া কেন ?
  • Du | ১৮ মার্চ ২০১০ ২২:৩০ | 65.124.26.7
  • এখন মেঘও কি কনভিন্সড তোমার হিন্দী নিয়ে? ঃ)
  • a x | ১৮ মার্চ ২০১০ ২২:২৯ | 143.111.108.124
  • শুনছে কি কেউ? র‌্যাদার বুঝছে কি কেউ?
  • Paramita | ১৮ মার্চ ২০১০ ২২:২৮ | 198.95.226.224
  • বাই দা ওয়ে, এখন সারাক্ষণ হিন্দী বলছি।
  • Du | ১৮ মার্চ ২০১০ ২২:২৭ | 65.124.26.7
  • ডিটো অক্ষ। সারাদেশের লোককে বছরে ছমাস স্লীপ ডিপ্রাইভড রেখে কি লাভ হয় কে Zআনে।
  • Du | ১৮ মার্চ ২০১০ ২২:২৫ | 65.124.26.7
  • হর্ম্যে চড়ুন, পর্ণপরাগ খান, দর্পহারীকে ডাকুন। ঘর্মকষ্টে কর্ণ মলুন নিঃশর্তে।
  • a x | ১৮ মার্চ ২০১০ ২২:২৩ | 143.111.108.124
  • পানপরাগ ভাল্‌না। কার্সিনোজেন আছে। ওরাল ক্যান্সারের সম্ভাবনা।

    কিন্তু বিশ্বাস করুন, আমি কিছু চাইনা, খেতেও চাইনা। আমি খালি একটু ঘুমোতে চাই।

    দাদা, আমি ঘুমোতে চাই!!
  • Paramita | ১৮ মার্চ ২০১০ ২২:২০ | 198.95.226.224
  • জীবনে খাওয়াদাওয়াই সব নয়। পরশু ফুচকার তেঁতুলজল, কাল ব্ল্যাক ফরেস্ট কেক, আজ ভ্যানিলা আইসক্রিমের ওপর গরম চকোলেটের লাভা। সব হল। তবু যেন কি নেই, কি নেই। সেই বোধ।

    অনেক পর বুঝলাম, পানপরাগের কৌটোতে তলানিও আর পড়ে নেই। নেশা হয়ে গেছে পানপরাগে।
  • Binary | ১৮ মার্চ ২০১০ ২২:১৯ | 148.141.31.203
  • আমি আছি, আমি আছি, মর্মপীড়ার দাওয়াই আমিও দেব।

    ১) রোজ দু ব্যালা ডবল-চীজ-বার্গার উইথ লার্জ ফ্রাই। বা ডালডায় ভাজা খান আষ্টেক কচুরী দু ব্যালা।
    ২) সরিষার তেলে চোবানো পাঁঠার মাংস
    ৩) ওরিওর ডবল চোকোলেট-ক্রীম আইসক্রীম দু বেলা

    এইসব,

    তার্পরে ২ ঘন্টা ঝাড়া ট্রেডমিল, রোজ।
  • nyara | ১৮ মার্চ ২০১০ ২২:১৫ | 203.83.248.37
  • ভাববেন না, আমি ওই লাস্ট মোহিকান্সের একজন। দিনে একবার সিঁড়ি দিয়ে পাঁচতলা উঠি আর নাবি। ব্যস। পয়সা হজম।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২২:১৪ | 203.99.212.54
  • প্রচুর ঘাম ঝরাতে ঝরাতে শেষে ঘর্মপীড়া হয়ে যায় যদি?
  • a x | ১৮ মার্চ ২০১০ ২২:১১ | 143.111.108.124
  • শেষে স্যানও নষ্ট হয়ে গেল, আর কে রইল তবে? ঃ-(
  • san | ১৮ মার্চ ২০১০ ২২:০৬ | 115.117.227.196
  • মর্মপীড়ার খুব ভাল দাওয়াই হল গিয়ে আধঘন্টা কার্ডিও এক্সারসাইজ (মৃদুমন্দ চালে নয়) আর আধঘন্টা ওয়েট ট্রেইনিং। প্রচুর ঘাম ঝরিয়ে।

    অনেস্টলি। যদি একেবারে ক্লিনিকাল কেস টেস না হয়।
  • Lama | ১৮ মার্চ ২০১০ ২১:৫৬ | 203.99.212.54
  • আমি ভাবলাম আমি কোনো ভুল করছি- আইসক্রীম আর তেঁতুলের মধ্যে গুলিয়ে ফেলছি ঃo
  • a x | ১৮ মার্চ ২০১০ ২১:৫২ | 143.111.108.124
  • আমি বলছি গরম ফাজ, আইসক্রীমের কথা, আপনি ভাবছেন তেঁতুলের জল? এতো গভীর অসুখ!
  • tkn | ১৮ মার্চ ২০১০ ২১:৫২ | 122.173.184.111
  • মর্মপীড়ার পথ্য হল কলিজা ভাজা আর অশ্রুকোলাডা। খান জমিয়ে। তবে তার আগে ঠিকঠাক পীড়িত হোন নইলে এ পথ্য সহজপাচ্য নয়
  • Du | ১৮ মার্চ ২০১০ ২১:৪৯ | 65.124.26.7
  • মর্মপীড়ায় ঘর্ম উদ্রেককারী কর্মই অব্যর্থ ।
  • kity | ১৮ মার্চ ২০১০ ২১:৪৩ | 131.95.30.135
  • হায় হায় কমরেড অক্ষ!
    ফুচকার কথা মনে করাইয়া ঝালে হুশহাশ নাকের জল চোখের জল শালপাতা তেঁতুলজল আলুমটর ঝালপুর মনে করাইয়া মর্মপীড়া তার বাড়াইয়া দিলেন। এদিকে সে হাঁপানি রুগী, তেঁতুল খাওয়া মানা!
  • a x | ১৮ মার্চ ২০১০ ২১:৩২ | 143.111.108.124
  • মর্মপীড়ায় আপেলজুসে কি হবে?

    বেশ খানিক ব্ল্যাক ফরেস্ট কেক নিন, তাতে দিন হাতা খানেক ডবল ভ্যানিলা আইসক্রীম। ওপরে দিন জিগজ্যাগ করে লিকুইড ফাজ। টিভি তে চালান কোনো ভয়ংকর দুঃখের ১২-এপিসোড-ধরে-চলা-অথচ-একটুও-গল্প-না-এগোনো কোনো সিরিয়াল। নিন একবাক্স ট্যিসু। এবার পা তুলে সোফায় বসে এক চামচে করে খান, একবার চোখের জল একবার নাকের জল একবার কনুই গড়ানো আইসক্রীম মুছুন।

    দেখবেন আস্তে আস্তে তুরীয় ভাব এসে যাচ্ছে, নাকের জল দিয়েই মুখ মুচ্ছেন। ঘন্টা খানেক চলতে দিন, তাড়াহুড়ো করবেন না, রিল্যাপ্স করতে পারে।

    অব্যর্থ।
  • kity | ১৮ মার্চ ২০১০ ২১:১১ | 131.95.30.135
  • মর্মপীড়ার রোগীর পথ্য বিষয়ে আর কেউ জানালো না। সায়নকবি শুধু আপেলজুসের হিন্ট দিলেন! তা মর্মপীড়া হলে আর আপেলজুস খেয়ে লাভ কি, আপেলে কামড় দিলে বরং একটা খুশিখুশি ভাব হলেও হতে পারে। :-)

    হারীত জারিত হেক্সাগন পেন্টাগন বিষয়ে ও কোনো মীমাংসা হোলো না।

    আকা কি আজ কোনো রেসিপি দিলেন?

    ব্ল্যাঙ্ক কি মেইল চেকালেন?

    এইসব নানাবিধ প্রশ্ন কি প্রশ্ন টইয়ে যাওয়া উচিত?
  • aka | ১৮ মার্চ ২০১০ ২১:০৯ | 168.26.215.13
  • আমি না। অদূর ভবিষ্যতে আমাদের কারুর কেউ আসার নেই। ঃ(
  • a x | ১৮ মার্চ ২০১০ ২০:৫৫ | 143.111.108.124
  • কে যেন জানতে চেয়েছিল এদেশে ভিজিটার'স ইন্সুরেন্সে ব্যপারে? - মানে আমি যখন জিগাচ্ছিলাম তখন খোঁজ পেলে জানাতে বলেছিল। অভ্যু না আকা?
  • Du | ১৮ মার্চ ২০১০ ১৯:৫২ | 65.124.26.7
  • র পিএন হয়ে যাও না - প্রি নিরাকার - যদি না র-ই থাকো।
  • Arijit | ১৮ মার্চ ২০১০ ১৮:৪০ | 121.242.15.238
  • হ্যাঁ। আমাকে কবে একটা যেন বুল্‌স আই-টাই বল্ল না?
  • a x | ১৮ মার্চ ২০১০ ১৮:৩৬ | 99.165.171.34
  • অন্য ফুটকি কি বাপ্পাদা?
  • aka | ১৮ মার্চ ২০১০ ১৮:০০ | 168.26.215.13
  • কাল দেখেই বুঝেছিলাম মাতৃত্ব বক্তব্যের ব্যাখ্যাকারী ফুটকি(আদি) নয়। নামটারে একটা আকার দাও না বাপু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত