এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১১ মার্চ ২০১০ ১৪:৪৪ | 125.22.97.34
  • বায়োকন'এর কাছাকাছি গত ২ বছরে প্রায় 40% অ্যাপ্রিশিয়েট করেছে, ঐ কানেক্টরগুলো ছাড়াও ইলেকট্রনিক্স সিটি, কয়েকটা বড়ো স্কুল (ডিপিএস, রায়ান, সরলা বিড়লা), দেবি শেট্টি'র হার্ট ফাউন্ডেশন (নারায়না হ্রুদয়ালয়া)। এনি টেকার? ঃ-)
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১৪:৪১ | 61.95.144.122
  • ১২৮ টা কোয়াড কোর প্রসেসর? বাপ্‌রে।

    যাকগে - আমাকে কোশ্চেনগুলো মেইল করে দ্যান - arijit72 জিমেল। ভাটে কচকচি শুনিয়ে লাভ নেই।
  • de | ১১ মার্চ ২০১০ ১৪:৩৮ | 59.163.30.2
  • সুপারকম্পু ম্যাসিভলি প্যারালাল।
  • de | ১১ মার্চ ২০১০ ১৪:৩৬ | 59.163.30.2
  • অরিজিত,
    আমি বেশ রিসেন্টলি কিছু প্যারালালি চলতে পারে এরকম কিছু কোড ইলেক্ট্রনিক স্ট্রাক্‌চার ক্যালকুলেশনের জন্য ইউজ করছি। আমাদের কয়েকটা সুপারকমপিউটার আছে, যেখানে কোডের প্যারালাল (একই কোড সিরিয়ালিও চালানো যায়)ভার্সানটাকে ইন্সটল করি আর তারপর প্যারালালি জব সাবমিট করি। এই কোডগুলো মুলতঃ স্ক্যালাপ্যাক ইউজ করে ম্যাসিভলি প্যারালাল মেশিনের জন্য। এখন আপিসের এই সব নোডগুলোতে বেশ বড় কিউ থাকে, কখনো কখনো বেশ ছোট্ট একটা সিস্টেমকে জাস্ট হয়তো ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি -- সেটুকুর জন্যেও কিউতে ঠাঁই পাওয়ার জন্য গালে হাত দিয়ে বসে থাকতে হয়। তাই নিজের গ্রান্ট থেকে মনে করছি একটা ছোট্ট XEON ক্লাস্টার কিনবো -- কোয়াড কোর, ১২৮ নোড অলা। পঞ্চাশ -ষাট লাখ দাম। ছোটখাটো সিস্টেম যাতে এখানেই চালানো যায়। এখন এই মেশিন গুলো ঠিক কি ধরণের প্যারালাল প্রসেসিং করে সেটা জানা নেই, কারণ আমাদের কাজটা সিস্টেমের বেসিক প্রপার্টিটাকে স্টাডি করা আউটপুট রেজাল্ট থেকে -- সুপারকম্পিউটারের ম্যানেজমেন্ট আর বাকি সব ডিটেল এখানকার কম্পু ডিভিশন হ্যান্ডেল করে। তাই আপনার কাছে একটু জানতে চাই -- আমি এব্যাপারে প্রায় কিচ্ছু জানিনা তাই from scratch হলেই ভালো হয়।
  • Blank | ১১ মার্চ ২০১০ ১৪:৩৪ | 170.153.65.102
  • কেউ এক পিসে নন-আইটি বিজিনেস খোলো আর আমাকে চাকরি দ্যাও
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১৪:২৯ | 61.95.144.122
  • ওসব আমার বৌয়ের বিজনেস প্ল্যান। কিন্তু টাকা ঢালবার লোক নাই।
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৪:২৪ | 12.191.136.3
  • ইনফিতে অ্যাট্রিশন রেট খুব বেড়ে গেছে। ক্রিস গোপলবাবু তাই নিয়ে বেশ চিন্তিত। আজকের হেইচটি।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১৪:২০ | 204.138.240.254
  • কোথায় আর অ্যাসেট? এদিকে সার্জাপুরে ইনফি সেকন্ড ফেজের জন্য প্রচুর অ্যাপ্রিশিয়েশন হত। অরিজিত, টাকা ঢালবা? জয়েন্ট ভেঞ্চার?
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১৪:১৩ | 61.95.144.122
  • বাবারে এদের সবার কত কত অ্যাসেট রে...
  • sayan | ১১ মার্চ ২০১০ ১৪:০৯ | 125.22.97.34
  • বানেরঘাটা রোডের কাছে (নিয়ার বায়োকন, পেরিফেরাল রিং রোড, NICE করিডর, হোসুর রোড) একটা 30' x 50' ডাইমেনশনের প্লট আছে (Vakil Townscape)। প্রস্পেক্টিভ বায়ার পেলেই বিক্রি করে দেবো।
  • Jhiki | ১১ মার্চ ২০১০ ১৪:০৯ | 124.81.82.83
  • @ Shantanu, বিদেশে কাজ করে এমন অনেক ভারতীয় আছেন যারা এরকম project এর Lead Engineer এর দায়িত্ব পেলে দেশে ফেরার কথা ভাববেন। specially gulf থেকে তো এইধরণের experience ওয়ালা লোক পাওয়াই যাবে।
  • Jhiki | ১১ মার্চ ২০১০ ১৪:০৫ | 124.81.82.83
  • আমরা ২০০৮ এর সেপ্টেমবর এ গুড়গাঁও এ DLF এর ফ্ল্যাট বুক করেছিলাম, যেহেতু পুরো টাকা তখনই দিয়ে দেওয়া হয়েছিল, তাই ২০০৯ এ আমরা ২.২৫ লাখ টাকা ফেরত পাই, তার সাথে ৫% বেশী area। এর থেকে বুঝতে পারেন NCRpropertyর দাম বাড়ছে না কমছে!
  • santanu | ১১ মার্চ ২০১০ ১৪:০৩ | 82.112.6.2
  • আজ বোম্বের একটা কোম্পানি লোক চাইছে এইরকম Experience এর -

    15+ years of experience into construction of High Rise Buildings of more than 60 Storey

    ১৫ বছর ধরে ৬০ তলা বাড়ি বানানোর লোক, দেশে আর কটাই বা পাওয়া যাবে।
  • Rajdeep | ১১ মার্চ ২০১০ ১৩:৩৩ | 202.79.203.43
  • ওকে সায়ন - নিশ্চই জানাবো ঃ)
  • . | ১১ মার্চ ২০১০ ১৩:৩০ | 125.18.104.1
  • ডিসেম্বর।
  • sayan | ১১ মার্চ ২০১০ ১৩:২৯ | 125.22.97.34
  • রাজদীপ, আপনার আজ সকালে 10:57 AM'এর পোস্টে দেখে, এজেন্টের কন্ট্যাক্ট নাম্বার চাই, বাইপাসের দিকে, যদি থাকে কাইন্ডলি জানাবেন sayantan ডট de জিমেল'এ।

    অগ্রীম ধন্যবাদ। ঃ-)
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৩:২৩ | 12.191.136.3
  • তবে তুমি হয় তো ভালো করে ঘুরে দ্যাখো নি। সমস্ত সেক্টরেই একটা বাজার এলাকা থাকে। সেক্টরগুলো তো বড় বড়। অনেক ব্লক টক থাকে।

    কাজের লোক নিয়া চাপটা আছেই।
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৩:২২ | 12.191.136.3
  • ৪৭? হুঁ, তা ঐ রকমই হবে। শ্রাবণী ভালো কইতে পারবে। সে ঐদিকেই থাকে।

    সেদিন মানে কি সেই ডিসেম্বরে? নাকি আবার এসেছিলে?
  • . | ১১ মার্চ ২০১০ ১৩:১৩ | 125.18.104.1
  • সেদিন নয়ডা সেক্টর ৪৭ থেকে ঘুরে এলাম। সকালে বক ও দুপুরে ময়ূর ছাড়া আর বিশেষ কিছু নাই। দোকান-বাজার নাই, বাস-অটো নাই, কেউ ঠিকে কাজ বা রান্নার করতে আসতে চায় না। রাজি করাতে হলে তাকে গাড়ি করে নিয়ে আসতে হয়, আবার ছেড়ে দিয়ে আসতে হয়। কিচ্চাপ!
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১৩:০৬ | 204.138.240.254
  • আমি কিনব না। বিক্রি/ভাড়ার জন্য।
  • Samik | ১১ মার্চ ২০১০ ১৩:০৬ | 12.191.136.3
  • এদিকে নয়ডা এক্ষপ্রেসওয়ের ধারে এখনো নতুন ফ্ল্যাট লোয়েস্ট দাম পাওয়া যাচ্ছে 9.85 লাখ। বড় বড় করে হোর্ডিং, রোটি-কাপড়া আউর ইকো-ভিলেজ। বিল্ডারও যে-সে নয়, সুপারটেক।

    এনসিআর ক্রমবর্ধমান ...
  • Rajdeep | ১১ মার্চ ২০১০ ১৩:০৫ | 202.79.203.43
  • অর্পণ - বাইপাসের ধারে কালিকাপুর, সন্তোষপুর চলবে?
  • kc | ১১ মার্চ ২০১০ ১৩:০০ | 194.126.37.5
  • আরে অরিজিৎ, কলকাতা এখোনো লংডং হয় নাই। পাড়ায় পাড়ায় খোঁজ রাখ। আমার কলকাতার আস্তানা তোমার সব শর্ত মানছে এখন অবধি। দামও অত নয়। অক্কুটে ফোটুক দেখে নিও। ;-)
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৫৯ | 204.138.240.254
  • বেচলে কুড়ি লাখের ফ্ল্যাট তিন বছর পরে পঁয়ত্রিশ হেসেখেলে পাবে।

    হ্যাঁ, আইটিনির্ভর অর্থনীতি ধসে গেলে অন্য কথা।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৫৮ | 216.52.215.232
  • অ। তাই। আমি তো দেখছি না বাজেট অ্যাপার্টমেন্ট (যার জন্য ম্যাঙ্গো পাব্লিক হা পিত্যেশ করে বসে থাকে) তার চাহিদায় কিছু কমতি হচ্ছে। ভাড়া দিলে অ্যাটলিস্ট মাসে পনেরোহাজার বাঁধা। তার উপরে এগারো মাসের ভাড়া সিকিওরিটি ডিপোজিট। আজ ভাড়াটে উঠে কালই ভাড়াটে বসে যায় এমন অবস্থা।

    ভিলা-টিলা হলে অন্য কথা!
  • . | ১১ মার্চ ২০১০ ১২:৫৪ | 125.18.104.1
  • সাম্প্রতিক রিয়েল এস্টেট সার্বে অনুযায়ী কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের মত সাবেকি মেট্রো শহরে রিয়েল এস্টেট অ্যাপ্রেসিয়েশন হচ্ছে। অন্যদিকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও পুনের মত আইটি-নির্ভর শহরে রিয়েল এস্টেটের দাম পড়ছে।
    এবার অপ্পন হিসেব করুক। ;-)
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৫১ | 216.52.215.232
  • দেড়-দুই কোটি! মা, মাগো। আমাদের বাড়িটা বেচে দিই তালে।

    দিয়ে ব্যাঙ্গালোরে আর কলকাতায় নতুন প্রপার্টিতে ইনভেস্ট করি! ঃ))
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৫১ | 61.95.144.122
  • আর সল্লেক কেন - পূর্বালোকও এখন ভালো জায়গা। রাস্তাঘাট প্ল্যান করে তৈরী হচ্ছে...কিন্তু...
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৫০ | 61.95.144.122
  • আম্মো তাই কইতাসি। একবার ওই সাইটগুলোতে চোখ বোলাও - দেড়/দুই কোটি অ্যাভারেজ দাম। ফ্ল্যাট। পুরনো হলে কম - কিন্তু সেখানে লিফ্‌ট পাবে না - যেমন ওই দিগন্তিকা।

    (১৬) তিন তলার ওপর হলে লিফ্‌ট চাই।
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৪৮ | 61.95.144.122
  • আরে ওই পয়লা ক্রাইটেরিয়া না থাকলে তো কব্বে শেরউড/মেফেয়ার/সোনারগাঁও কিনে নিতুম।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৪৮ | 216.52.215.232
  • সল্লেকে ফ্ল্যাটের কথা বলছিলাম।
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৪৭ | 61.95.144.122
  • সল্লেকে নিতে গেলে (১১) নং-এ ঠেকে যাবো। আমাকে পাঁচবার বেচে এলেও দাম উঠবে না। নিউটাউন পসিবল, কিন্তু ওই ১ নংটা খুব জরুরী।

    (১৫) স্কুল বাসরুটের কাছে চাই

    নিউটাউন/সল্লেক এতেও কেটে যায়।
  • . | ১১ মার্চ ২০১০ ১২:৪৫ | 125.18.104.1
  • আমার মতে অত খুঁটিয়ে না দেখে মোটামুটি পছন্দ হলেই কিনে নেওয়া উচিত। আইনি ঘাপলা যেন না থাকে আর অ্যাপ্রেসিয়েশন রেট যেন ভালো হয়। অ্যাপ্রেসিয়েশন রেট ভালো হলে একটা বিক্রি করে পরে অন্য একটা কিনে নেওয়া যাবে।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৪৪ | 216.52.215.232
  • (১) নং মিট করবে না। তাও বলি। লোডশেডিঙের প্রবলেম হলে সল্লেকে নাও। দাদু না থাকলেও এখনো আরো ভিআইপি থাকেন। ঃ)
  • Samik | ১১ মার্চ ২০১০ ১২:৪৪ | 12.191.136.3
  • অজ্জিত সত্যি বড় নিষ্পাপ ছেলে ঃ-)))
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৪৩ | 61.95.144.122
  • (১৪) আশেপাশে লোকনাথ,জগন্নাথ, বালক ব্রহ্মচারী, শিব-কালী-দুগ্গা ইত্যাদি পোটেনশিয়াল ক্যাঁওম্যাও থাকলে হবে না।

    আরো একটা পছন্দ হয়েছিলো - এই একটা জায়গায় কেটে গেলো - পাশেই শ্রীগুরু আশ্রম, সেখেনে মাইক বাজিয়ে গীতা পাঠ হয় আর চৌঠা নভেম্বর গোটা রাস্তা বন্ধ করে মোচ্ছব হয়।
  • . | ১১ মার্চ ২০১০ ১২:৪১ | 125.18.104.1
  • তবে সিইএসসি এলাকায় বোর্ড এলাকার থেকে কম লোডশেডিং হওয়াটা একটা মিথ। গত বছর সিইএসসি কাঁদিয়ে ছেড়েছিল। সঞ্জীব গোয়েঙ্কার নিজের এলাকাতেই ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না।
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৪১ | 61.95.144.122
  • প্রায় তাই। একটা পছন্দ হল (মানে প্রায়), এগোলাম - কিন্তু যে বিক্কিরি করছে সে গুজরাটে থাকে, তার এক দূরসম্পর্কের ভাই (ওই বিল্ডিং-এই থাকে) ডিল করছে - অথচ পাওয়ার অব অ্যাটর্নিও নাই। কয়েকটা ইমেল আছে শুধু - যে তুমি আমার বাড়িটা ফ্ল্যাটটা করে দাও। সেই দেখিয়ে সে দেড় লাখ অ্যাডভান্স চাইছে...আমার চেনা এক প্রপার্টি উকিল বল্ল পাগল নাকি - যে ওখানে দুম্‌ করে অ্যাডভান্স দেবে - তাই পিছিয়ে এলুম।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৩৯ | 216.52.215.232
  • ঃ-)))))
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৩৮ | 216.52.215.232
  • মাক্কালী! কে আর পুরমে এখন জল আনাতে হয়।
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৩৮ | 61.95.144.122
  • জল তো? অভিষিক্তা, রুচিরা - এগুলোতে নাকি জল নিয়ে প্রবলেম আছে, আবাপ লিখেছিলো।
  • Samik | ১১ মার্চ ২০১০ ১২:৩৮ | 12.191.136.3
  • দক্ষিণ দিল্লি তো পানি কি কিল্লৎ-এর জন্য খ্যাত!
  • . | ১১ মার্চ ২০১০ ১২:৩৮ | 125.18.104.1
  • মাওবাদীদের রাষ্ট্র দখলের টাইমলাইনের সাথে অজ্জিতের বাড়ি কেনার টাইমলাইন প্রায় মিলে যাচ্ছে। ঃ-P
  • Samik | ১১ মার্চ ২০১০ ১২:৩৭ | 12.191.136.3
  • আমি আবার শোভার নামই শুনি নি। পোথোমে শোভাবাজার ভাবছিলাম!
  • . | ১১ মার্চ ২০১০ ১২:৩৭ | 125.18.104.1
  • যাক্কলা! এই ব্যাপারে কলকাতায় এখনও কোনোদিন কোনো সমস্যা হয় নি, স্পর্শকাষ্ঠ। ব্যাঙ্গালোরেও সেরকম হয় নি। দিল্লিতে জিনা হারাম করে দিয়েছিল।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৩৬ | 216.52.215.232
  • (১৩) জমি নিয়ে কোন ঝাম আছে কিনা। শোভা ইত্যাদি বড় বিল্ডারও এইখানে হাত পুড়িয়েছে।
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৩৫ | 61.95.144.122
  • (১৩) সুপারবিল্ট এরিয়ার টুপিটা বড় হলে চলবে না। মানে সুপারবিল্ট এরিয়া দেখাবে ১৪০০ স্কো.ফু., অথচ ঘরগুলো ১০x১১ - নাঃ। শালারা এখন সিঁড়ি, লিফট, পিছনের না-থাকা-বাগান (ইঁটের ঢিপি), সেপ্টিক ট্যাঙ্ক - সবকিছুকে বিল্ট-আপ এরিয়ার মধ্যে ধরে বিল্ট-আপের চার্জ করে। পুরো টুপি।
  • Arpan | ১১ মার্চ ২০১০ ১২:৩৪ | 216.52.215.232
  • লুরু হলে আরো একটা ক্রাইটেরিয়া অ্যাডাতে হবে। অ্যাপার্টমেন্টের নিজস্ব বোরওয়েল আছে কিনা এবং জলের উৎস শুকিয়ে গেছে কিনা। অনেক জায়গায় এখন ট্যাঙ্কার দিয়ে রোজ জল আনাতে হয়।
  • Arijit | ১১ মার্চ ২০১০ ১২:৩২ | 61.95.144.122
  • বড় কম্যুনিটিতে থাকে, কিন্তু ছোট প্রোমোটারের তৈরী জি-প্লাস-ফোরে অনেক সময় থাকে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত