হ্যাঁ হ্যাঁ এরকমও হরদম হয়েছে। এটা ঐ শনিবার বিকেলে উঠে খেয়ে দেয়ে ল্যাবে গিয়ে, ল্যাব থেকে ফিরে রাতের খাওয়া খাওয়ার টাইম। কিম্বা সারারাত নেটে বসে ব্রীজ খেললেও এরকম হয়েছে। হায় কোথা সেসব দিন ঃ-((
m | ১৩ মার্চ ২০১০ ০৮:৫১ | 173.26.17.106
এরা সব কারা!!আমার তো সাতসকালে ঘুম ভাঙে- মনেহয় দড়ি ছেঁড়া গোরুর মত বেরিয়ে পড়ি- ঘুরিঘারি, রাস্তায় হাবিযাবি খাই, অচেনা বাসে ট্রেনে উঠে যেখানে মন চায় নেমে পড়ি। নদীর ধারে পা ছড়িয়ে বসে থাকি- স্টিমারে চড়ি..আলসের দল যত!!!
Arpan | ১৩ মার্চ ২০১০ ০৮:৪৮ | 122.252.231.12
ঠিক অমনটি দিন কাটত গোয়ালে ঢোকার আগে। ;-)
m | ১৩ মার্চ ২০১০ ০৮:৪৭ | 173.26.17.106
আমার এক বন্ধু ছিলো-যে সকালের জলখাবার দুপুর তিনটেতে শুরু করে রাতের খাবার ভোর ছটা নাগাদ খেতো-তারপর এই আরেকজন কে দেখলাম।দুজনের একটা মিলও আছে। সেও পাঠভবনেরঃ)
a x | ১৩ মার্চ ২০১০ ০৮:৪৫ | 99.165.171.34
আমার ২০০৮ অবধি ঃ-(
প্রায় না। এমনি করেই।
Arpan | ১৩ মার্চ ২০১০ ০৮:৪৪ | 122.252.231.12
অক্ষদা। ২০০৭ অব্দি প্রায় অমনই দিন কাটত। ঃ-(
Arpan | ১৩ মার্চ ২০১০ ০৮:৪১ | 122.252.231.12
মাইরি। মহায় এইবার কে কার পেচুনে কাটি দিল সেইসব নিয়ে পাতা ভরানো বন্ধ করুন। পুরো একতা কাপুর মার্কা কে সিরিয়ালের কুচুটেপনা সিরিঞ্জ দিয়ে ভরে দিয়েছে সবকটা বাক্যে। রাবিশ!
ধুর মরম ফরম আবার কি? বুর্জোয়া চিন্তা ভাবনা যত। শনিবার দিন বেলা ১১/১২ নাগাদ একটু চোখ পিট পিট করে তাকাবে। তারপর শুয়ে শুয়েই রিমোট হাতড়ে টিভি অন করে দেবে। শুয়ে শুয়ে পিবিএসে সব রান্নার শো গুলো দেখবে। তাপ্পর দুটো নাগাদ মনে হবে কিছু খাওয়া যাক, ঐভাবেই উঠে গিয়ে ফ্রিজ হাতড়ে কিছু বার করে মাইক্রোতে ঢুকিয়ে গরম করবে, এক কাপ কফি বানাবে, সব নিয়ে আবার খাটে বসবে। অ্যান্টিক রোড শো দেখতে দেখতে খাবে, খেয়ে প্লেট ইত্যাদি বিছানার পাশেই নামিয়ে দেবে। দিয়ে আবার ঘুমোবে। আল্টিমেটলি সন্ধ্যে ৬ টা নাগাদ একটু উঠে পৃথিবী পর্যটন করতে বেরোলেও বেরোতে পার। আর হ্যাঁ দাঁতটা এই এখনই মাজবে।
Arpan | ১৩ মার্চ ২০১০ ০৮:৩৫ | 112.133.206.20
কী আর বলব। মরমে মরে গেলাম!
byaang | ১৩ মার্চ ২০১০ ০৮:২৬ | 122.172.51.198
শুধু ওঠেই না, উঠে কাজও করে। আমার তিনপ্রস্থ রান্নাও শেষ। ছেলেকে খাইয়েদাইয়ে পরীক্ষা দিতেও পাঠিয়ে দিলাম।
Arpan | ১৩ মার্চ ২০১০ ০৮:১৯ | 112.133.206.20
উফ্ফ এরা কত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে!
byaang | ১৩ মার্চ ২০১০ ০৮:১৫ | 122.172.51.198
হুঁ, আমিও এবার রওনা দি।
Lama | ১৩ মার্চ ২০১০ ০৮:১৪ | 117.194.225.25
আমার মেয়েটা কাল মামাবাড়ি বেড়াতে গিয়ে রাতে থেকে গিয়েছিল। যাই নিয়ে আসি।
byaang | ১৩ মার্চ ২০১০ ০৮:০৭ | 122.172.51.198
চিংড়িটা বিয়ে করে বায়বীয় পদার্থ হয়ে গেলো! ৭বছর ধরে খুঁজেও ব্যাটাকে লোকেট করতে পারলাম না।
Lama | ১৩ মার্চ ২০১০ ০৮:০৫ | 117.194.225.25
এখনো পর্যন্ত না। অসমর্থিত সূত্রের খবর, চিংড়ি ইউ কে তে আছে। তবে খুঁজে বার করে ফেলব ঠিক, মাসখানেকের মধ্যে।
Lama | ১৩ মার্চ ২০১০ ০৮:০৩ | 117.194.225.25
* কাল অফিস থেকে
byaang | ১৩ মার্চ ২০১০ ০৮:০৩ | 122.172.51.198
ভালো কথা, তুই চিংড়ির খোঁজ পেলি ?
Lama | ১৩ মার্চ ২০১০ ০৭:৫৯ | 117.194.225.25
না না আমি বাড়িতে। কার অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি।
byaang | ১৩ মার্চ ২০১০ ০৭:৫৭ | 122.172.51.198
অ, এইবার জলের মতো বুঝে গেলাম। ঐ যে আমি কেলাস থিরিতে সিঁড়ি ভাঙ্গা সরল ছেড়ে এসে বলেছিলাম, 'পারতাম, কিন্তু করলাম না', সেরকম আর কি! লামা আর বড় হল না। তুই বাড়ি যাবি না, এখনো আপিশে?
Lama | ১৩ মার্চ ২০১০ ০৭:৫১ | 117.194.225.25
পারলাম না কোথায় বলেছি? বলেছি রাজি হলাম না। গরমকালে দিনদুপুরে কেউ স্লিপার ক্লাসের জানালা বন্ধ করে? পাগল আর বিধায়ক ছাড়া?
byaang | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৮ | 122.172.51.198
আরে দুর ছাই! আমি থোড়ি বিধায়কের চাম্চা কেন করলো না জানতে চাইছি! তুই কেন অ্যাত্তো ইজি কাজটা করতে পারলি না, সেইটা বোঝার চেষ্টা করছি।
Lama | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৮ | 117.194.225.25
লোকে বলে না। মুষ্টিমেয় সংখ্যক পোতিক্কিয়াসিলরা বলে ঃ)
Lama | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৬ | 117.194.225.25
নিজের হাতে জানলা বন্ধ করবে? বিধায়কের চামচা না? তার একটা পেস্তিজ নেই?
byaang | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৬ | 122.172.51.198
ঃ-)) এবার বুঝছিস, লোকে তোকে কেন বাচ্চা বলে!
Lama | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৫ | 117.194.225.25
ওঃ ঐ জন্য ওরা ব্যাঙের টিকি বলছিল? আমি ব্যাঙের ছাতাটাতা ভাবতে লেগেছিনু।
byaang | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৫ | 122.172.51.198
জানলা বন্ধ করা কি এমন শক্ত কাজ? ছোটো ছোটো বাচ্চারাও তো পারে।
Lama | ১৩ মার্চ ২০১০ ০৭:৪৩ | 117.194.225.25
বিহার ইউ পি-র দিকে মাঝে মাঝেই এম এল এ-রা ট্রেনে চাপে। লোকজন "বিধায়কজি, বিধায়কজি' করে হেবি খাতির করে। টিটি তাদের কাছে টিকিট চায় না। একবার এক বিধায়কের চামচা আমাকে জানালা বন্ধ করতে বলেছিল। আমি রাজি না হওয়াতে খুব রাগ করেছিল- এই মারে কি সেই মারে। তারপর স্বয়ং বিধায়কের হস্তক্ষেপে মিটমাট হয়।
byaang | ১৩ মার্চ ২০১০ ০৭:৩০ | 122.172.51.198
কে আমার টিকির নেম কলিং করছিলো? আকাজী কে বলে দেবো? আকাজী শুনলে পেলে, সব্বার হাতে-মুখে ডেন্ড্রাইট লাগিয়ে দেবে।
Du | ১৩ মার্চ ২০১০ ০৩:২৫ | 65.124.26.7
ঃ)
Sibu | ১৩ মার্চ ২০১০ ০৩:১০ | 173.128.217.236
রেল চড়ে চাকরি কত্তে যাইনি কখুনো। কিন্তু রেল চড়ে ইন্টারভিউ দিতে গেছিলাম বার দুই। শেষের বার কুপের দরজা বন্ধ করে ঘুমু করতে যাব, এমন সময় দুই জনতা উঠলেন। হাঁটু পজ্জন্ত ধুতি, জমকালো স্যান্ডো মার্কা গোঁফ আর রাইফেল নিয়ে। আমি তখন বাচ্চা ছিলুম। খানিক জুল-জুল করে তাকিয়ে থেকে কইলুম
- আমার পাকিটে এই দুইশ ট্যাকা আচে। এইখেনে রেখে আমি ঘুমু কত্তে যাই। পরে আর ঘুম ভাঙাবেন না স্যার।
তাই শুনে দুই জনতার সে কি হাসি। তারা নাকি ডাকাত নয় মোটেই। একজন হল গিয়ে ঝাড়খন্ড পাট্টির এমেলে, আর অন্যজন তার বডিগাড। অনেক শত্তুর তো এমেলে সাবের। তাই ঐ ডাকাত মার্কা সাজপোষাক।
Nina | ১৩ মার্চ ২০১০ ০২:৫৪ | 66.240.33.45
বাচ্চা বাবা ঃ)))
Binary | ১৩ মার্চ ২০১০ ০২:৫১ | 148.141.31.203
মানে মাঝবয়সি বাচ্চা, উইথ স্কুল গোয়িং বাচ্চা ?
Lama | ১৩ মার্চ ২০১০ ০২:৪৯ | 117.194.234.245
যখন বাচ্চা ছিলাম, তখনকার গপ্প। এখন আমার নিজের বাচ্চাই ইস্কুলে যায়ঃ)
আর আমি হলুম গে যাকে বলে মাঝবয়েসী
Binary | ১৩ মার্চ ২০১০ ০২:৪৭ | 148.141.31.203
বাচ্চা লামা আর রেলগাড়ি ?
বিটিডাব্লু, লেখাটা জম্পেস হয়েচে।
Du | ১৩ মার্চ ২০১০ ০২:৪৬ | 65.124.26.7
টুপিচাপা টিকি। টুপিটা অবশ্য ঢাকাইয়া কুট্টির
kc | ১৩ মার্চ ২০১০ ০২:৪৫ | 89.203.49.18
কী আশ্চর্য্য, আম্মো তুফান এক্সপ্রেস ধরে প্রথম চাগরী কত্তে বেড়িয়েছিলাম। অপ্পন ঘুম আসতিছেনা?
Nina | ১৩ মার্চ ২০১০ ০২:৪৫ | 66.240.33.45
oops! sorry বাচ্চা ঃ)) মানে লামার কথা বলছিলুম।
Lama | ১৩ মার্চ ২০১০ ০২:৪৩ | 117.194.234.245
ব্যাঙেরা ছাতার ব্যবহার অনেক আগে থেকেই জানত। এখন তারা টিকি রাখছে, আবার টুপিও পরছে? কালে কালে হল কি?
Binary | ১৩ মার্চ ২০১০ ০২:৪২ | 148.141.31.203
ব্যাঙ-এর টিকি ? না ব্যাঙ-এর টুপি ?
Nina | ১৩ মার্চ ২০১০ ০২:৪১ | 66.240.33.45
লামা দেকি এক্কেরে বচ্চা ঃ)) দারুণ লাগল কু ঝিকঝিক!
aka | ১৩ মার্চ ২০১০ ০২:৩৮ | 168.26.215.13
ব্যাঙের টিকি! তাও জানে না।
Lama | ১৩ মার্চ ২০১০ ০২:৩৮ | 117.194.234.245
আমি বাচ্চা? এঃ? বাচ্চা আমি? সামনের ভাদ্দর মাসে আমার আটতিরিশ হবে, আমাকে বলে বাচ্চা।
আমাদের ছোটবেলায় হাপপ্যান্ট পরা পুলিশ দেখা যেত, বলে রাখলুম!!!
Binary | ১৩ মার্চ ২০১০ ০২:৩৭ | 148.141.31.203
টিকি ? আর টিকি ? কিসের টিকি ?
Binary | ১৩ মার্চ ২০১০ ০২:৩৬ | 148.141.31.203
দ্যাকো কান্ডো, এতো রাতে-ও ঘুরঘুর কচ্চে।
aka | ১৩ মার্চ ২০১০ ০২:৩৫ | 168.26.215.13
টিকি নিয়ে আম্রিগানরা যে রেকর্ড ভাটালো। ওটা মনে হয় সর্বকালীন রেকর্ড।
Arpan | ১৩ মার্চ ২০১০ ০২:৩৪ | 122.252.231.12
লামা একেবারে বাচ্চা ছেলে।
Arpan | ১৩ মার্চ ২০১০ ০২:৩৪ | 112.133.206.20
কে আমার নাম নিচ্ছিল? ঃ)
Binary | ১৩ মার্চ ২০১০ ০২:৩২ | 148.141.31.203
আমায় এট্টূ পরে তল্পা গুটিয়ে উড়োজাহাজ ধত্তে হবে।
Lama | ১৩ মার্চ ২০১০ ০২:৩২ | 117.194.234.245
এঁজ্ঞে আমার মত দু এক পিস ইন্ডিয়ানও আছে ঃ)
Du | ১৩ মার্চ ২০১০ ০২:২৪ | 65.124.26.7
না কেসি, ভাটের আম্রিগাতেও রিসেশন চলছে বহুদিন হলো। একটা কারণ হলো ইউরোপিয়ানদের অনুপস্থিতি। আগে অরিজিৎ, অপ্পন, র্যাটাস শুরু করতো - তারপর সে চলতো ক্যালি টাইম পর্য্যন্ত। একটু চুপচাপ থাকলে বাড়িওয়ালি নিজে খপর নিতেন। ঃ( হায় কোথায় গেল সে দিন
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন